নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

লজিক্যালী ভাবুন, সায়েন্টিফিক্যালী ব্যাখা করুন

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৪



বৃষ্টির আগে, কিংবা পরে আকাশে রংধনুর সৃষ্টি হয়; ইহা নিশ্চয়, বোন নিজের ছোট, অলস ভাইকে নিজের শ্বশুর বাড়ী আনার জন্য আকাশে সেতুর সৃষ্টি করেনি; আকাশে মেঘ হলে বজ্রপাত হয়; বজ্রপাতে মানুষের মৃত্যু ঘটতে পারে, গাছে আগুন লেগে যেতে পারে; কিন্তু ইহা কখনো শয়তানের প্রতি ইশ্বরের গোলাবর্ষণ নয়।

অলস ভাই, যে নিজের বিবাহিত বোনকে দেখতে যায় না, তার জন্য আকাশের গায়ে সাত রং'এর সেতু বানানো সম্ভব হলে, এটা হতো মানব জীবনের সবচেয়ে ভয়ানক সুখের বিষয়! কিন্তু প্রকৃতিতে তা ঘটার কোন সম্ভাবনা নেই; অলস ভাই রংধনুর সময়ও হয়তো ঘুমিয়ে থাকতো! রাতের বেলায় বৃষ্টির আগে বা পরে, কখনো রংধুনর সৃষ্টি হবে না। আর ইশ্বর যদি শয়তানের প্রতি বোমা বর্ষণ করতেন, শুধু মেঘলাদিনে বোমা বর্ষণ করতেন না, দুর্গাপুজার দিনও করতেন; এবং ইশ্বরের লক্ষ্যভ্রষ্ট হয়ে, উনার সৃষ্ট একজন, বা একাধিক মানব সন্তানের মৃত্যু হতো না।

অনেক মানুষ শিক্ষাদীক্ষা পাবার পরও সামাজিক কুসংস্কার, বা ধর্মীয় কারণে লজিকবিহীন ভাবনা ভাবেন, এতে অনেক জনগোষ্ঠী বরাবরই পেছনে পড়ে গেছেন, মানুষকে অকারণে কষ্ট পেতে হয়েছে; একই ধরণের সমস্যা বারবার ঘটলেও তার সমাধান খোঁজা হয়নি।

আমি ১ম শ্রেণীতে পড়ার সময়, গরমের দিনে, আমাদের দক্ষিণে ২ গ্রামের পরের গ্রামে কলেরার প্রাদুর্ভাব ঘটে; ভয়ংকর অবস্হা, মানুষের মৃত্যুর খবর আসছিলো প্রতিদিন। আমাদের দক্ষিণ গ্রামের প্রাইমারী স্কুল বন্ধ, আমাদের স্কুলেও অনেক ছাত্র অনুপস্হিত। এমনি একদিনে, ভর দুপুরে স্কুল ছুটির পর, আমরা দল বেঁধে মেঠো পথে বাড়ী ফিরছিলাম; মাঠের দক্ষিণ দিক থেকে এক অতি বয়স্কা বিধবা মহিলা অতি কষ্টে হেঁটে উত্তর দিকে কোথায়ও যাচ্ছিলেন; আমাদের সিনিয়রেরা সবাই ভয় পেয়ে থেমে গেলেন, এটা নাকি 'কলেরার বুড়ী'; এই বুড়ি যেই গ্রামে যাবে, সেখানে কলেরা দেখা দিবে।

সিনিয়রদের কয়েকজন লাঠিসোটা যোগাড় করতে মাঠের পুর্ব দিকে অবস্হিত পুকুরের দিকে ছুটলো, বাকীরা বয়স্কা মহিলাকে গালি দিয়ে বললো, যেদিক থেকে এসেছে, সেইদিকে চলে যেতে। মহিলা ভয় পেয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পর, আমি হেঁটে উনার দিকে রওয়ানা হলাম; সবাই চীৎকার দিয়ে আমাকে থামাতে লাগলো; আমি না থামাতে হতাশ হয়ে সবাই পুকুরের দিকে চলে গেলো। আমি মহিলার কাছে গিয়ে দাঁড়ালাম, আমার মনে হয়, উনাকে আগেও দেখছি; আমাদের উত্তরের গ্রামে সাহাদের বাড়ীর আত্মীয়। আমি উনাকে আমাদের ভয়ের কারণ বলাতে উনি নিজেই ভয় পেয়ে গেলেন। আমি উনাকে নিজের পথে চলে যেতে বলে, আমার সাথীদের কাছে ফিরে এলাম; ওরা আমার কাছ থেকে দুরে সরে যেতে লাগলো; আমি দেখলাম, গালি দেয়া ব্যতিত, করার আর কিছু নেই; আমি একা বাড়ীর দিকে রওয়ানা হলাম, আমার সাথীরা আমার থেকে বেশ দুরত্ব রেখে বাড়ী ফিরলো।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শিক্ষার কোন বিকল্প নাই। মানসম্মত ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষাই য মানুষের চেতনাকে পরিবর্তন করতে পারে।

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


এশিয়ার কিছু এলাকা, আফ্রিকার ও দ: আমেরিকার কিছু দেশের মানুষ পড়ালেখা করেও অশিক্ষিত থেকে যাচ্ছে, তাদের ভাবনায় লজিক নেই।

২| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের দেশের শিক্ষাব্যবস্থা মানুষের চিন্তা চেতনাকে তেমন কোনো পরিবর্তন করতে পারে না বরং আরো গোড়া ও উগ্র বানিয়ে ফেলে।

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


অনেক পিএইডি'ও আমাকে বলছেন, "ভাই, আমাদের সবাইকে তো একদিন মরতে হবে .., "; এদের পড়ালেখার কোন মুল্য নেই।

৩| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: Analysis can sometimes give more accurate results than intuition -Magnus Carlsen

তোমাকে লজিক্যাল চিন্তা করতে হবে, আবেগ দিয়ে নয় !

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


আবেগ থাকলে 'ভালোবাসা'র অনুভবতা বাড়ে!

৪| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোবাসায় অনেক সময় লজিক্যাল, ইল-লজিক্যাল ব্যাপার স্যাপার থাকে না। অনুভবতা বাড়ে - সেটা ঠিক।

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


সমস্যা, যারা বেশী লজিক্যল হয়, তাদের ভালোবাসা সামনুপাতিক হারে বৈষয়িক হয়ে যায়, মনে হয়। যাক, মাদাম কুরীকে তাঁর স্বামী (ইনিও বৈজ্ঞানিক) অনেক ভালোবাসতেন; মাদাম কুরীর জীবনীতে তা আছে।

৫| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: শিক্ষাই দিতে পারে জাতিকে মুক্তি।
আপনার কথাই বলি- সম্পদহীণদের জন্য শিক্ষাই সম্পদ

১৯ শে মে, ২০১৯ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা হলো, "ইনটেলেকচুয়েল প্রোপারটি"।

৬| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে শিক্ষার অবস্থা তেমন ভাল নয়, আবার এত খারাপ নয় যে মানুষ ভাইয়ের জন্য সেতু আর শয়তানকে গোলা মারার থিওরি বিশ্বাস করবে!

১৯ শে মে, ২০১৯ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:



আপনাদের দেশ তো জাপান নামে পরিচিত, কামেও জাপানের মতো; "কলেরা বুড়ির" নাম শুনেছিলেন? কলেরা হলে, বাড়ীর ৪দিকে তাবিজ পুঁতে, সুরা পড়ে বাড়ী বন্ধ করতে ও রাতে জিকির করতে শুনেছেন?

৭| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:৩৪

নতুন বলেছেন: যৌক্তিক ভাবনা করায় বড় বাধা ধমের বিশ্বাস....

যদি আপনি দেবতা গনেষের পুজা করেন, জীনে মানুষকে আছর করে বিশ্বাস করে থাকেন, তবে যৌক্তিত ভাবনা শুরু করতে সমস্যা হবেই।

১৯ শে মে, ২০১৯ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


কিছু বিশ্বাস মানুষের মনকে "সেট" করে দেয় (মাইন্ডসেট), এরা পেছনে পড়ে যায়, এদের ভাবনাচিন্তা অমুলক।

৮| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৫৯

মেঘ প্রিয় বালক বলেছেন: হায়রে কুসংস্কার আর কুসংস্কারে বিশ্বাসী মানুষ।

২০ শে মে, ২০১৯ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


বজ্রপাতের সময় মাথায় ছাতা দিয়ে হাঁটিয়েন।

৯| ২০ শে মে, ২০১৯ রাত ৩:৪৪

পথিক প্রত্যয় বলেছেন: কুরআনে নাকি আছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আর বিক্তান বলে পৃথিবী ঘুরে

২০ শে মে, ২০১৯ ভোর ৪:০২

চাঁদগাজী বলেছেন:


কুরান যখন অবতীর্ণ হয়, আরবেরা ( বেদুইনরা ) তখন ছিলো গন্ডমুখ; ইহুদীদের থেকে শুনে শুনে এটা সেটার পল্প ফেঁদেছিলো; একমাত্র গ্রীকেরা সৌর জগত সম্পর্কে সঠিক কিছুটা জানতো।

১০| ২০ শে মে, ২০১৯ ভোর ৬:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অজানা ভয় , মানুষকে বিপথে তাড়িত করে
আমাদের জ্ঞান সীমিত কিন্তু আমরা তা স্বীকার করতে চাই না ।
.................................................................................................
Time for Light there be in side of human heart,

২০ শে মে, ২০১৯ সকাল ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


প্রাচীন গ্রীকের লোকজন ঢাকার লোকজন থেকে বেশী জানতেন।

১১| ২০ শে মে, ২০১৯ সকাল ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কুসংস্কার গুলো এখন অনেকটাই হারিয়ে গিয়েছে। গ্রামেও এখন ডিশ পৌঁছে গিয়েছে...

২০ শে মে, ২০১৯ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হলো, গ্রাম জাতিকে নেতৃত্ব দিতে অক্ষম, শিক্ষিতরাই জাতির নেতৃত্ব দেয়ার কথা; ওরাই আবোল তাবোল

১২| ২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: কুসংস্কার ফরম্যাটটা এখন অনেক বদলে গেছে। যে কারণে এরকম বহু ক্ষেত্রে আমরা অনেকক্ষণ যুক্তি দিয়ে বিচার করেও স্রেফ সামাজিক নিরাপত্তার অভাবে পিছিয়ে আসি।

২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনার মন্তব্য নিয়ে আমি বেশ হতাশ; আপনি লেখা না বুঝে লম্বা লম্বা মন্তব্য করেন।

১৩| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: হা হা। :)

২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন পর ব্লগে এসেছেন, আমরা আনন্দিত; লিখুন।

১৪| ২০ শে মে, ২০১৯ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, রূপপুরের ঐতিহাসিক বালিশ নিয়ে একটার ঐতিহাসিক পোস্ট দিন। জাতির টাকা কিভাবে খরচ হয় তার সামান্য আলোচনা করা দরকার।

দেশের আনাচে-কানাচে জাতীয় আরো অনেক খরচ হয়। পদ্মা সেতু মেঘনা সেতু রূপপুর হরিপুর হরিপুর পরীপুর সহ আরো অনেক প্রকল্পে এই জাতীয় খরচ চলছে তো চলছেই।

অথচ কেউ কিছু বলছে না।

২০ শে মে, ২০১৯ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


রূপপুরের প্রকল্প সমুহের উপর আমার তেমন কোন ধারণা নেই। তবে, দেশের উজানে আনবিক চুল্লী বসানো মানে, জাতিকে আনবিক বোমার উপর বসতে দেয়া।

১৫| ২০ শে মে, ২০১৯ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন একটা বইয়ে পড়েছিলাম সরকারি টাকা শ্বেতহস্তী পুষেই ফাঁকা।

২০ শে মে, ২০১৯ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে সম্ভব; কারণ, শেখ হাসিনার সঠিক কোন পলিসি নেই; বাজেট হয়, সরকারী কাজ চালু রাখতে, প্রশাসনের লোকদের বেতন দিতে; ফলে, বাকি সব গৌণ।

১৬| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: এ পোস্ট থেকে বুঝা যাচ্ছে, সেই প্রথম শ্রেণীতে পড়ার সময় থেকেই আপনি সাহসী ছিলেন এবং স্রোতের বিপরীতে সাঁতার কাটার লোক ছিলেন।
জ্ঞান অন্বেষণ সভ্যতা গড়ে তোলার পূর্বশর্ত।

১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


যে কোন পরিস্হিতিতে আমার কাছে যেটাকে সঠিক মনে হয়েছে, আমি সেটা করার চেষ্টা করেছি; আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.