নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১০০ জন ডাক্তার, ২০০ জন স্বাস্থ্যকর্মী ডেংগুতে আক্রান্ত

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৮



Hospitals are not mosquito free!

ডেংগুর শুরুতেই ঢাকা মেডিক্যাল, পিজি ও অন্যান্য সরকারী হাসপাতালগুলোর উচিত ছিলো, বংগবন্ধু মিলনাতন, ও এই ধরণের সব বড় বড় মিলনায়তন, ও কম্যুনিটিটি সেন্টারগুলোকে দখল করে, নেট দিয়ে ঘেরাও করে, এয়ারকন্ডিশন সিস্টেম চালু করে, প্রতিটি ডেংগু রোগীকে সেখানে রেখে চিকিৎসা করা; তা'হলে, করিডোরে, খোলা হলে রাখার দরকার হতো না। সাথে সাথে ঘোষণা করার দরকার ছিলো, ডেংগু চিকিৎসা ফ্রি, কোন ডেংগু রোগী বাড়ীতে অবস্হান করলে, পরিবারকে বড় ধরণের জরিমানা করা হবে; তা'হলে ডাক্তার মরতো না, ডাক্তারেরা ডেংগুতে আক্রান্ত হতো না। রোগীদের ভালো যত্ন নিলে, ভালো খাবার ও পানীয় দিলে, এত মানুষের মৃত্যু হতো না।

১০০ জন ডাক্তার, ২০০ জন স্বাস্থ্যকর্মী ডেংগুতে আক্রান্ত হয়েছেন; ২/১ জন ডাক্তার মৃত্যুবরণও করেছেন; কিছু স্বাস্থ্যকর্মী প্রাণ হারায়েন। ডাক্তারদের ও স্বাস্থ্যকর্মীদের বেশীর ভাগই হাসপাতালেই সংক্রমণের শিকার হয়েছেন, সম্ভাবত; অর্থাৎ, হাসপাতালগুলো মশামুক্ত নয়; হাসপাতালগুলোতে ডেংগু রোগীদের মশারীর ব্যবহারও মশার উপস্হিতির প্রমাণ করছে। ডেংগু রোগীদের হাসপাতালের করিডোর, খোলা হল এলাকায়ও রাখা হয়েছে; এগুলো ছিলো ডাক্তারদের ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সংক্রমণের সহজ পথ, ও তাদের বুদ্ধিহীনতার প্রমাণ।

৩ মাসে ৮০/৯০ হাজার রোগীকে হাসপাতালে রাখার মতো ফেসিলিটি ঢাকার হাসপাতালগুলোর নেই; সর্বোপরি, শতকরা ৬০/৭০ ভাগের বেশী রোগী খরচের ভয়ে হাসপাতালে যায়নি; আক্রান্ত সবাই যদি হাসপাতালে যেতো, কোন অবস্হায় হাসপাতালগুলো যায়গা দিতে পারতো না।

কিন্তু যারা হাসপাতালে যায়নি, যাদেরকে হাসপাতাল ভর্তি করানো হয়নি, যারা অসুস্হ অবস্হায় বাড়ীতে ছিলো, তাদের থেকেই ডেংগু পুরো শহরে ছড়িয়ে পড়েছে।

এ যাবত মৃত্যুর সংখ্যানুযায়ী ডাক্তারদের মৃত্যুর অনুপাতটা আরেকটু সামান্য বেশী হলে হয়তো ভালো হতো, উনারা ভয় পেয়ে হলেও মাথাটাকাকে কাজে লাগাতেন।

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ডেংগু রোগীকে কিন্তু হাসপাতালের মধ্যেই মশারীর ভেতরে রাখা হয়েছে।

ঢাকা শহরের মানুষ সচেতন নয়। আমি নিজেই বহু বাড়িতে ছাদে এবং খালি জায়গায় পানি জমা দেখেছি। বাড়িওয়ালা সেসব পরিস্কার করছে না। সবাই নিশ্চয়ই জানে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তবু কেউ সচেতন হচ্ছে না।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দুর্বল হয়ে গেছেন, মনে হচ্ছে; খারাপ সংকেত

২| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: আগে বলেছি, আরেকবার বলি, বি টিভিতে খবরে বলছে ডেংগু রোগীরা সুস্থ হয়ে সব বাড়ি ফিরে গেছে।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


বি টিভি ইত্যাদি মেধাহীনদের ক্লাব।

৩| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: বড় ভাই এর গাড়ির ড্রাইভার হাশেদুল।
হাশেদুলের স্ত্রীর ডেঙ্গু হয়েছে। খুব ভয়াবহ অবস্থা। সরকারী হাসপাতালে গিয়ে ফিরে এসেছে। সিট নেই।
আজ হাশেদুলের স্ত্রীর খুব করুন অবস্থা। গলা দিয়ে রক্ত পড়ছে। বাধ্য হয়ে হাশেদুল মুগদা সরকারী হাসপালাতে নিয়ে গেছে। ফ্লোরে রাখা হয়েছে রোগীকে।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



মেয়েটি ভালো হয়ে উঠুক, এই কামনা রলো; ফ্লোরে রোগী রাখার কারণে ডাক্তারদের অসুস্হ হওয়ার সম্ভাবনা বাড়ছে।

৪| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের সামনে অনেক খারাপ দিন আসবে। এদেশের মানুষ ভালো না।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


ডেংগু আর অনেক দেশে আছে, এই রকম অবস্হা কোথায়ও হচ্ছে না; ডাক্তার, হাসপাতাল, স্বাস্হ্য বিভাগে নীচু মানসিকাতার ও কম দক্ষতার মানুষেরা কাজ করছে।

৫| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

সেতুর বন্ধন বলেছেন: আমাদের দেশের সরকারী চিকিৎসালয় গুলো কোন মানেরই হয়না। তবু গরিব জনগোষ্টি কোন রকম চিকিৎসা সেবা নিয়েই আছি। সরকারের সমারোচনা করে লাভ কি ওদের কেউ অসুখে মরে না। ওদের জন্য রয়েছে সিঙ্গাপুর, লন্ডন, আরো কত উন্নত দেশ।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকেরা যারা সিংগাপুর যাচ্ছেন, সময় আসবে, তাদেরকে সেই সব দেশে বাস করতে হবে।

৬| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার বড় ভাই তো দেখি অনেক বড়লোক ! উনি কি সরকারি চাকরি করেন, নাকি ব্যবসা?

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনার প্রশ্ন, মনে হয়, রাজিব নুরের জন্য?

৭| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডাক্তারদের বদ দোয়া দিলেন নাকি ? =p~

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


দেশের ভালো ছাত্রদের মেডিক্যালে পড়তে দিচ্ছে, এগুলোর মাথায় কিছু আছে বলে মনে হয় না।

৮| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক ধরেছেন । আমি rajibnoor-এর প্রশ্নটা আপনা এখানে পোস্ট করে দিয়েছি।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



ওকে

৯| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড় ভাই এর গাড়ির ড্রাইভার হাশেদুল।
হাশেদুলের স্ত্রীর ডেঙ্গু হয়েছে। খুব ভয়াবহ অবস্থা। সরকারী হাসপাতালে গিয়ে ফিরে এসেছে। সিট নেই।
আজ হাশেদুলের স্ত্রীর খুব করুন অবস্থা। গলা দিয়ে রক্ত পড়ছে। বাধ্য হয়ে হাশেদুল মুগদা সরকারী হাসপালাতে নিয়ে গেছে। ফ্লোরে রাখা হয়েছে রোগীকে।


রাজীব নূর সাহেব, আপনার বড় ভাই তো দেখি অনেক বড়লোক ! উনি কি সরকারি চাকরি করেন, নাকি ব্যবসা?

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



রাজীবেরা অনেকটা একান্নবত্তি পরিবার মনে হচ্ছে। ঢাকার স্হায়ী বাসিন্দা হলে, অনেক সুযোগ আছে।

১০| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৭

নাসির ইয়ামান বলেছেন: নবি (সা.)বাসা/বাড়ির আঙিনা চারিপাশ পরিস্কার রাখতে বলেছেন,আমরা মানছি না|দুর্যোগে আক্রান্ত হয়েছি।
তিনি বলেছেন,'পবিত্রতা ঈমানের অঙ্গ|আমরা দুর্বল মনে মানুষ হয়ে গেছি!

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


নবী সাহেবের বাড়ী আপনি পারিস্কার করেছেন, আপনি জানেন।

১১| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনা দুর্বল হয়ে গেছেন, মনে হচ্ছে; খারাপ সংকেত

শেখ হাসিনা কঠিন মানুষ। দুর্বল হবার প্রশ্নই আসে না।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


ডেংগু সামালে উনার ভুমিকা চোখে পড়েনি

১২| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
বি টিভি ইত্যাদি মেধাহীনদের ক্লাব।

নিম্ম মানের খবর পরিবেশন করার জন্য এদের শাস্তি হওয়া উচিত।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


জার্নালিজম বাংগালীদের জন্য কঠিন বিষয়; ওদের সার্বিক এনালাইসিস ক্ষমতা খুবই সীমিত

১৩| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মেয়েটি ভালো হয়ে উঠুক, এই কামনা রলো; ফ্লোরে রোগী রাখার কারণে ডাক্তারদের অসুস্হ হওয়ার সম্ভাবনা বাড়ছে।

কিছুক্ষন আগে সুরভি আর আমার ভাবী গিয়ে দেখে আসলো। প্লাটিলেট ৩৫ হাজার এ নেমেছে। ফ্লোরে শুয়ে আছে। কেবিন নাই, সিট নাই। অসংখ্য ডেঙ্গু রোগী ফ্লোরে।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


স্বাস্হ্যমন্ত্রীর মাথায় মগজ থাকলে, বড় বড় কিছু হলকে নেট দিয়ে ঘিরে, এয়ার কন্ডিশন সিষ্টেম লাগায়ে রোগীদের রাখতে পারতো; শেখ হাসিনা বলদদের ক্লাব খুলেছেন।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৯

রাকু হাসান বলেছেন:

মশা কি ডাক্টার ,স্বাস্থ্য কর্মী মানে ! আপনি স্বাস্থ্য মন্ত্রী হলে দীর্ঘ সময় ব্যাপী চলা ব্যাধি নির্মূলে কি পদক্ষেপ নিতেন ?

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের যে পরিমাণ জাতীয় সম্পদ আছে, আমি সবাইকে নিরোগ রাখতে পারতাম।

বর্তমান বিশ্বে, সব ধরণের অসুখের চিকিৎসা আছে, এমন কি কিছু পরিমাণ ক্যান্সার রোগী দীর্ঘদিন বেঁচে থাকছে; সব মানুষকে চিকিৎসা করার মত সম্পদ জাতির কাছে আছে; জাতি আমাদের প্রেসিডেন্টকে যেমন দরকারী নাগরিক ভাবেন, তেমনি একজন টোকাইও একজন দরকারী নাগরিক।

১৫| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৩:৪৯

সুপারডুপার বলেছেন: সহীহ বুখারী - ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বরঃ ৫২৮৫ তে আছে : " কালো জিরা 'মৃত্যু ব্যতিত সকল রোগের ঔষধ"।

রেডিমেড সল্যুশন থাকতে মাথাটাকাকে কাজে লাগানোর দরকার কি ! ১০০ জন ডাক্তার, ২০০ জন স্বাস্থ্যকর্মীরা 'কালো জিরা ট্রিটমেন্ট' নিতে পারে।

২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:০০

চাঁদগাজী বলেছেন:


সব ঔষধই প্রাকৃটিক বস্তু থেকেই হচ্ছে, কিন্তু সেটা বানানোর জন্য যে শিক্ষা ও রিসার্চের দরকার, সেটা আমাদের জাতির নেই

১৬| ২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: উন্নত দেশগুলো স্কলারশিপ দিয়ে আমাদের মেধাবীদের তাদের দেশে নিয়ে যায়। দেশের পরিবেশের কারণে, মেধাবীরা আর দেশে ফেরেন না। ফলাফল, আমাদের ভালো ডাক্তার নেই। ইঞ্জিনিয়ার নেই। শিক্ষক নেই। রাজনীতিবিদ নেই। যারা দেশের টানে দেশে আসে বা দেশে আছেন তাদেরও মূল্যায়ন করা হয় না। ফলাফল দেখা যাচ্ছে....
সামনে আরো খারাপ সময় আমাদের জন্য অপেক্ষা করছে।

২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কোন শক্ত দল, দক্ষ সরকার কিছুই গঠন করছেন না; মানুষের সামনে কোন উৎসাহ নেই, ভয়ংকর কিছু ঘটতে পারে।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, ব্যাপারটি হয়ে গেছে সমগ্র বাংলাদেশের একটি সাধারন ব্যাপার তা দিন দিন আরো সাধারণ পর্যায়ে চলে যাচ্ছে - উদহারণ সড়ক দুর্ঘটনা। এখন সড়ক দুর্ঘটনাকে কেউ কিছুই মনে করে না। ঠিক তেমনি এভাবে চলতে থাকলে আর কিছু দিন পর অন্তত ত্রিশদিন পর হয়তো ডেঙ্গুকে ও ডেঙ্গু রোগে মৃত্যুকে একটি সাধারণ প্রক্রিয়া ধরে নেবে সবাই - আল্লাহর মাল আল্লাহ নিয়ে গছে টাইপ!!!

দেশের মানুষ অসচেতন - এতাটাই অসচেতন যে তাদের সচেতনাতা শুধু ফেসবুকে, ধর্ম ফেসবুকে, হেন করেঙ্গা তেন করেঙ্গা ফেসবুকে। ফেসবুকে যেই পরিমান ধার্মীক দেখা যায় তার শত ভাগের এক ভাগ মসজীদে নাই।

আমার মতে এখন একটাই কাজ করার আছে তা হচ্ছে অপেক্ষা - আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে হয়তো ডেঙ্গুর প্রভাব কমবে। বাংলাদেশে ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই, ডেঙ্গু মশা নিধনের ঔষধও নেই। যারা ভালো হচ্ছেন তারা নিজস্ব রোগ প্রতিরোধা ক্ষমতা থেকে ভালো হচ্ছেন আর যারা মারা যাচ্ছেন তারা কবরবাসী হয়ে যাচ্ছেন।

আমি আরো ভয়ংকর একটি খবর লিখে যাচ্ছি প্রতনিয়ত, যেখানে বাংলাদেশে ডেঙ্গু নিয়ে দেশের ১৭ কোটি মানুষ ফেইল মেরে বসে আছে, ফেইল করেছে চিকিৎসা, প্রশাসন, সরকার সেখানে ভবিষ্যতে এইডস এইচবিএসএজি কিভাবে সামাল দেবে লুঙ্গী পার্টি ভাংগালী !!! (ভাং খেয়ে গালী দেওয়া জাতির জাতীয় পোশাক লুঙ্গী)



২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:১১

চাঁদগাজী বলেছেন:



দেশে, বিয়ের পুর্বে যৌন মিলন অবাধভাবে হচ্ছে; দেশ, সমাজ, পরিবার চুপ! এতে এইছআইবি, এইচবিএসএজি হয়তো ভয়ানকভাবে বেড়ে চলেছে।

এবারের ডেংগুর বিপক্ষে সরকারের থেকে কিছুই করা হয়নি; সরকারী লোকদের ভুমিকা ভয়ংকর।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:৪৩

ভবিষ্যত বলেছেন: সর্বোপরী কথা হলো একটি মহামারীকে ম্যানেজ করার মতো লোকবল কিংবা হাসপাতাল আমাদের নেই কিংবা হাসপাতাল থাকলে ও যোগ্য লোকবল নাই, সবাই আছে খালি খাই খাই এর তালে... কিছু হলেই দৌড় দেয় প্রধানমন্ত্রীর কাছে. এতে বোঝা যায় কার্যত আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রনালয় কতটুকু অকার্যকর... স্বাস্থ্যমন্ত্রীর নামটা যেনো কি?

২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



আমি ১ জন মন্ত্রীর নাম জানি, উনার নাম শেখ হাসিনা; বাকীগুলো উনার নাম উল্লেখযোগ্য নয়।

এবার শেখ হাসিনাও এই ইমারজেন্সীর জন্য কোন ব্যবস্হা নেননি; ফলে, মনে হচ্ছে, উনি পেছনে পড়ে যাচ্ছেন। এটির জন্য ৫০০০ ছাত্র ভলনটিয়ার পাওয়া যেতো; এখানে ডাক্তারীর বিরাট কিছু ছিল না, দরকার ছিলো, রোগীদের মশার নাগালের বাহিরে রাখা।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৭

ইসিয়াক বলেছেন: পুরো পোষ্ট ও মন্তব্য পড়লাম।
আমরা এখন কি অবস্থায় আছি ভাবতেই গা শিউরে ওঠে। এত টা দ্বায়িত্বে ও কর্ত্যবে অবহেলা মানুষ কিভাবে করতে পারে ?
এরা এমন কেন ? আসলে আমরা এমন কেন ?

২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের সমস্যা সমাধানের আইডিয়া কম; ডাক্তার মরে সেটাই প্রমাণ করেছে

২০| ২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৪

নীলপরি বলেছেন: সচেতনার অভাব । সাধারণ মানুষরাও অনেকসময় আচরণ বিধি মানেন না ।

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


বিশেষ করে ঢাকার মানুষেরা সাধারণ নয়, এরা অসাধারণ: এরা সবচেয়ে ধনী, সেরা চোর-ডাকাত, সেরা জালিয়াত, সেরা রাজনীতিবিদ, সেরা ব্যুরোক্রেট

২১| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

শায়মা বলেছেন: এই ডেঙ্গু সেপ্টেম্বর পেরিয়ে যাবে।

এখনও বিপদ কাটেনি আর যাদের জীবনে মানুষগুলো হারিয়ে গেলো তাদের জন্য তো সান্তনার ভাষাও নেই।

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



হাসপাতালের লোকেরা, ডাক্তারেরা ও শেখ হাসিনা খুবই কমবুদ্ধিমত্তার পরিচয় দিলেন।

২২| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দলে দলে অবৈধ টাকার মালিকরা মালয়েশিয়া সেকেন্ড হোম গড়ে তুলেছেন। তারা দেশে রোজগার করেন আর বিদেশে খরচ করেন। দেশ তাদের কাছে টাকা উপার্জনের একটা জায়গা মাত্র‌ । দেশের প্রতি তাদের কোন টান নেই, ছিল না , থাকবেও না।

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


এসব সুযোগ বন্ধ করার দায়িত্ব ছিলো শেখ হাসিনা ও মুহিতের; উনারা এগুলো চালু রেখেছেন; এখন মুহিতের যায়গায় এসেছে আরো কম বুদ্ধিমান।

২৩| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সরকারি হাসপাতালগুলোর পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন। কর্তৃপক্ষের কঠিন নজরদারি প্রয়োজন।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি তো প্রেমিক মানুষ, ডেংগু আপনাকে ভালোবাসতে চাইবে; দুরে থাকার চেষ্টা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.