নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করাচী শহরে রোহিংগাদের ভালো থাকার সম্ভাবনা আছে

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০২



করাচী রিফিউজীদের শহর, করাচীর জনসংখ্যা এখন ২ কোটী ২০ লাখের মতো; ১৯৪৭ সাল, ভারত বিভক্তির সময় থেকে শুরু করে আজ অবধি করাচী সব ধরণের রিফিউজীদের ভালোবাসার সাথে বুকে ধারণ করে রেখেছে; এদের মাঝে আছে বিহার ও ভারতের উর্দুভাষী অন্চল থেকে আগত রিজিউজিরা, আফগানরা, কিছু বাংগালীও আছেন। সেখানে ৪ লাখ রোহিংগা আছে, এবং ভালো খবর যে, তাদেরকে বাংলাদেশের মতো কোন রিফিউজী ক্যাম্পে আটক করে রাখা হয়নি, তারা সেই শহরের অধিবাসী হয়ে গেছে।

করাচীতে বসবাসরত ৪ লাখ রোহিংগাদের আনুমানিক ৩/৪ লাখ আত্মীয় রোহিংগা থাকার সম্ভাবনা আছে বাংলাদেশে; করাচী শহর রোহিংগাদের আলাদা করে না রাখার কারণে, এবং সেখানে বাংলাদেশে অবস্হানরত রোহিংগাদের আত্মীয় স্বজনরা থাকায়, বাংলাদেশী রোহিংগাদের একাংশ নিশ্চয় করাচী যেতে উৎসাহী হবে; এই সুযোগটাকে কাজে লাগানোর দরকার।

রাখাইনে যেসব দরিদ্র রোহিংগাদের জমিজমা ছিলো না, তারা অবশ্যই রাখাইন ফেরত যেতে চাইবে না; এই ধরণের পরিবারে যদি কার্যক্ষম পুরুষ থাকে, এবং করাচীতে যদি তাদের আত্মীয়স্বজন থাকে, তাদেরকে করাচী যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা যেতে পারে গোপনে; এবং করাচীর মানব পাচারকারীদের সাহায্য নিয়ে এদের করাচী পৌঁচিয়ে দেয়া সম্ভব।

বর্তমানে রোহিংগাদের সাহায্যের জন্য যেই পরিমাণ ক্যাশ পাওয়া যাচ্ছে, তার থেকে একাংশ দিয়ে যদি রোহিংগাদের একাংশকে করাচী নেয়া যায়, এই পদক্ষেপটি সবার জন্য ভালো হতে পারে; করাচীতে রোহিংগারা নিজেদের জন্য নতুন জীবন খুঁজে পাবে।

করাচী শহরের ভালো দিক হলো, প্রতিটি এথনিক গ্রুপের নিজস্ব পাড়া, এলাকা ইত্যাদি আছে; এই মেগা শহরে মানুষ কোন না কোন উপায়ে জীবিকার ব্যবস্হা করে নেয়।

বর্তামানে বাংলাদেশে অবস্হানরত রোহিংগাদের মাঝে, সেসব পরিবার রাখাইনে আগের থেকেই দরিদ্র ছিলো, ও পরিবারে পিতা নেই, ছেলেমেয়ে মায়ের সাথে আছে, এসব পরিবারকে বর্তমান রিফিউজী ক্যাম্প থেকে সরায়ে, আলাদা স্পেশাল ক্যাম্পে নিয়ে গিয়ে, আলাদা পরিবেশে মানুষ করার দরকার; কারণ, এরা কখনো চাইলেও হয়তো ফেরত যেতে পারবে না।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এদের সাহায্যে কাশ্মির সীমান্তে গুতোগুতি করাতে সুবিধা হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


করাচী সব ধরণের রিফিউজীদের ভালোবেসে বুকে ধারণ করে আসছে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: করাচী - রোহিঙ্গাদের সাথে সাথে বাংলাদেশের রোহিঙ্গা প্রেমিকদের একটু যাওয়ার ব্যাবস্থা করা যাবে কি? তারা তাদের চান-তারা দেশে একটু গজল টজল গাওয়ার সুযোগ পেতো আরকি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ-বিরোধীদের বুদ্ধিমত্তা বরাবরই কম ছিলো, সেজন্যই তারা ১৯৭১ সালের জাতির বিপক্ষে ছিলো

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২০

খালেদ মাহমুদ মুন্না বলেছেন: ভালোই লিখেছেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


এটা আংশিক সমাধান হতে পারে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৩১

ইসিয়াক বলেছেন: মনে ধরেছে।
শুভসকাল

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের নিজস্ব অপরাধী নিয়ে জাতি সমস্যায় আছেন।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: করাচি শহরের দুই থেকে তিন লাখ বাংলাদেশি আছে যারা এখন পাকিস্তানি পাসপোর্ট বহন করে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


সঠিক, আমাদের গ্রামের ২ ছেলে ওখানে স্হায়ী হয়ে গেছে।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রস্তাবনা লাগিছে মন্দনা ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


আংশিক সমাধানের সম্ভাবনা

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: করাচির পতিতালয়ে অনেক বাংলাদেশী নারী অবর্ণনীয় অবস্থায় দিন কাটাচ্ছে | বাংলাদেশের মতন মধ্যম আয়ের দেশ ছেড়ে তাদের ওখানে থাকার কোনো মানে হয় না | তাদেরকে দেশে ফিরিয়ে এনে কিছু রোহিঙ্গাকে ওখানে পাঠিয়ে দিতে পারে সরকার

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


করাচী, ভারতের বোম্বাই, দিল্লী, কলিকাতায় বাংগালী মেয়েরা পরিতা হিসেবে আছে; মেয়েগুলো শেখ পরিবারের নয়, সমস্যা সেখানে

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: পাকিস্তানে থাকলে হয়তো আমার জীবনটা অন্য রকম হতো!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



সেই দেশের মানুষগুলোর জীবনটা বেশ অস্বাভাবিক।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: পাকিস্তানে থাকলে হয়তো আমার জীবনটা অন্য রকম হতো!!

আমি নিজেকে কখনোই পাকিস্তানী হিসাবে কল্পনা করতে পারি না। অস্থির লাগে। মনে হয়- মরে গেছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


বেশীরভাগ পাকিস্তানী নাগরিককে সরকার ও অন্য নাগরিকদের ভয়ে থাকতে হয়। তবে, একেবারে পুরোপুরি "অকার্যকর দেশ"এ পরিণত হয়নি এখনো

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাইয়ের প্রতি একান্ত অনুরোধ প্রয়াত ব্লগার কুহক মাহমুদ সংক্রান্ত পোষ্টে ফোন নাম্বার দেওয়া কমেন্টগুলো মুছে দিন অথবা আপনি যদি মনে করেন পুরো পোষ্ট ড্রাফটে নিয়ে নেবেন তাও করতে পারেন। এবং আপনার পোষ্টে আমার উক্ত কমেন্ট টিও মুছে দিন। ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি ফোন নাম্বার মুছে দেবো; পোষ্ট মুছতে চাই না, পোষ্টে ভালো ব্লগারদের সুন্দর মনোভাবের স্বাক্ষর আছে।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম্ভাবনা কম। কারণ, তারা নিজেদের 'আটকে পড়া পাকিস্তানী'দের নেয়ার ব্যপারে কোন উদ্যোগ নেয়নি তেমন একটা। তবে ওরা, তুরস্ক, মালয়েশিয়া নিয়ে গেলে ভালই হত...

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


গতকাল এক বাংগালী খাবারের দোকানে এক তুর্কি ছাত্রের সাথে ২/৩ মিনিট আলাপকালে, এরেদেগান সম্পর্কে তাঁর ধারণা জানতে চাইলাম; সে বললো যে, তাঁরা বরাবরই ইউরোপমুখী মুসলমান ছিলেন, এরেদেগান তঁণদেরকে বেদুইনে পরিবর্তনের চেষ্টা করছে। তুরস্ক বিপদের মাঝে আছে।

মালয়েশিয়ায় রোহিংগাদের কি অবস্হা ব্লগার সাজ্জাদ হোসেন হয়তো ধারণা দিতে পারবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান নেবে না, মানব পাচারকারীদের সাহায্য নিয়ে করাচীতে পাঠানো সম্ভব।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এই ব্লগে নাম লিখায়েছিলাম আনুমানিক ৬ বছর আগে; নিক ছিল "ফারমার"; আমার ব্লগিং'এর শুরুর সময়, একজন ব্লগারের মৃত্যুর বর্ষপুর্তি ছিল, তিনি অনেক অনেক বড় মাপের ব্লগার ছিলেন; অনেক পোষ্ট এসেছিলো উনাকে নিয়ে; আপনি নিকটা বলতে পারবেন? যথাসম্ভব, উনিই ছিলেন সামুর ১ম প্রয়াত ব্লগার।

উনার নাম ইমন জুবায়ের। ব্লগার ইমন জুবায়ের ।তিনি খুবই ভালো লিখতেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

নাসির ইয়ামান বলেছেন: ট্রাম্প যদি আপনাকে ওখান থেকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে নেয় তখন কী করবেন!

আমি বরাবরই মানবিক দিক থেকে যেকোনো দেশের যেকোনো রিফিউজিদের কষ্ট স্বীকার করে নেব!

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনার কোন প্রোফাইল আমার কাছে নেই; ফলে, আপনি যা বলছেন, সেটা বুঝার চেষ্টা করছি।

আমেরিকা, কানাডা, ইউরোপে মানুষ নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত নেন।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৫

সুপারডুপার বলেছেন: আংশিক সমাধানের এটা একটা ভালো প্রস্তাব। বাকি রোহিঙ্গারা আফ্রিকার দেশ : সোমালিয়া , কেনিয়া , তানজানিয়া , ঘানা , উগান্ডা , সুদান, চাদ দেশগুলোতে ভালো থাকার সম্ভাবনা আছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:


এখন আফ্রিকানরা উগ্র জাতীয়তাবাদী, তারা ভারতীয় বা ভারতীয়দের মতো কাউকে আফ্রিকায় দেখতে চাহে না

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

রায়হান চৌঃ বলেছেন: যে সকল মানব পাচারকারী রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে এসেছিল তারা কোথায় ?এখন তাদের সহাযোগিতা খুব বেশ প্রয়োজন, আমার ধারনা একমাত্র তারা ই পারবে এই আবর্জনা আমার দেশ থেকে নিয়ে যেতে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


২০১৭ সালে যারা এসেছে, তারা আরসা'র আক্রমণের কারণে পালাতে বাধ্য হয়েছিলো

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

আমি সাব্বির বলেছেন: https://www.dawn.com/news/1501515

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:




আমি সেটাই বলছি, করাচী রিফিউজীদের 'ক্যাম্পে" আটকায় না; এই শহর রিফিউজীদের শহর।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:








কারণ, তাঁরা মুসলমান। আসলে, আরো ২১ লাখ বাংগালীর নামও বাদ-পড়াদের লিষ্টে আছে, যাঁরা নিজকে আসামের বাসিন্দা বলে প্রমাণ করতে পারেননি; কিন্তু তাঁরা বাংগালী হলেও তাঁরা হিন্দু; তাঁরা ওখানে থাকবেন। এখন দেখুন, সঠিক সময়ে, সঠিক ধর্ম কতটুকু দরকারী বস্তু। আবার ভেবে দেখুন, মানুষের বাসস্হানের অধিকার কি ধর্মের উপর নির্ভরশীল হওয়া উচিত? ধর্ম কিভাবে মানুষকে এতটুকু অন্ধ করলো যে, মানুষকে ধিধু ধর্মের কারণে, তার কষ্টার্জিত সম্পত্তি, বাড়ীঘর ফেলে রিফিউজী হতে হবে?

কোনটা সঠিক ধর্ম, ইসলাম, নাকি সনাতন হিন্দু ধর্ম? ধর্মীয়রাই যদি আসামে থাকবে, তা'হলে আদালত ঠিক করুক, কোন ধর্মটা সঠিক; আডালত যেটাকে সঠিক বলবে, সেই ধর্মের লোকেরা থাকবে, অন্য ধর্মের লোকেরা বাদ পড়বে; আন্দাজে ধরে নেয়ার থেকে আইনীভাবে উহা নির্ধারণ করা হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.