নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ক্যাসিনো, জুয়া, বার, টপলেস বার, এলিট ক্লাব, সবগুলোই ক্যাপিটেলিজমের অংশ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৭



আপনারা কিসে বিশ্বাসী, সোস্যালিজম, ক্যাপিটেলিজম? ক্যাসিনো, জুয়া, বার, টপলেস বার, এলিট ক্লাব, সবগুলোই ক্যাপিটেলিজমের জীবনের অংশ; আপনি যদি ক্যাপিটেলিজমে বিশ্বাসী হয়ে থাকেন, আপনি ক্যাসিনো, বার, টপলেস বার না চাইলেও, এগুলোর ভয়ানক চাহিদা আছে ক্যাপিটেলিষ্ট সমাজে।

নিউজার্সির আটলান্টিক সিটিতে যারা গেছেন, তারা বলতে পারবেন, কি পরিমাণ বয়স্ক চীনা ও আমেরিকান মহিলা সারারাত ক্যাসিনোতে বসে স্লট-মেশিনের হ্যান্ডেল টানছেন, ফ্রি ড্রিংক করছেন; রাতের শেষে, বেশীরভাগ সময় খালি হাতে ভোরের বাসে বাড়ী ফিরছেন; অনেক সময় এদের হাতে ভোরের নাস্তা খাওয়ার পয়সাও থাকে না! এটা এক ধরণের সমাজ ব্যবস্হা, এটা এক ধরণের জীবন।

জেনারেল জিয়াকে সাপোর্ট করে, আপনারা এই জীবনকে সাপোর্ট করেছেন, ৮০ সালে এই জীবন চারাগাছ ছিলো, এখন ফল দিচ্ছে, সামনের পাকা ফল খাবেন, বীজ থেকে নতুন গাছ লাগাবেন। জে: জিয়া আপনাদেরকে ক্যাপিটালিষ্ট বানায়ে গেছেন।

আপনারা ভাবছেন, শুধু মাত্র শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এগুলো ঘটছে? আসলে, এগুলো জে: জিয়ার সময় বীজ বপন করা হয়েছে, জে: এরশাদের সময় চারা গাছ ছিলো; এগুলো মিলিটারীদের এলিট জীবনের অংশ, এখন আপনারাও মিলিটারী-মনা হয়ে গেছেন, বার্মা আক্রমণের কথাও বলছেন; আপনি এখন ইহাকে নিয়ে ব্লগে বড় বড় পোষ্ট দিলেও, ইহা কোথায়ও যাচ্ছে না, ইহা সিষ্টেমের অংশ; ইহা মালিকানা বদলাবে, কোথায়ও যাবে না। অবশ্য, শেখ হাসিনা চাইলে ইহা বদলাতে পারতেন; কিন্তু তাতে আপনারা জেনারেল জিয়ার অবদান থেকে বন্চিত হতেন।

জামাত বিএনপি ক্ষমতায় থাকলে এগুলো থাকতো না? এগুলো আরও অনেক বেশী হতো, বেগম জিয়া কি এগুলোর বিপক্ষে ছিলেন? আসলে, বেগম জিয়া ক্লবাের মানুষ, উনি ক্লাবে আড্ডা মেরেছেন; আপনি ব্লগে ধর্মের উপর পোষ্ট দিয়ে, বাইয়োডাটা নিয়ে অফিস থেকে অফিসে যখন দৌঁড়াচ্ছিলেন, বেগম জিয়া তখন আর্মি ক্লাবে বসে রেষ্ট নিয়েছেন। আমেরিকা, লন্ডন গেলে দেখতেন, জামাতী-শিবিরেরা ঠিকই ক্যাসিনোতে বসে হ্যান্ডল টানছে। স্বয়ং সৌদীরা হালাল জুয়ার ক্যাসিনো খুলেছে সৌদীতে; ইউরোপে ও আমেরিকায় সৌদীরা কয়েক বিলিয়ন ডলারের জুয়া খেলে।

কোন কোন ব্লগার কোন সালে ১ম বার ঢাকা ক্লাব, চিটাগং ক্লাবে গিয়েছেন? আমি ১৯৮১ সালে চিটাগং ক্লাবে গিয়েছিলাম আমাদের এলাকার একজন বিজনেসম্যানের গেষ্ট হিসেবে; সেই সময় থেকে, সেখানে সবাই হুইস্কি খেয়ে আসছেন, জুয়া খেলে আসছেন বিনোদনের জন্য। ইহা সিষ্টেমের অংশ, যেই সিষ্টেম আপনি নিজেই চেয়েছেন, হয়তো!

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
৭২ এ বংগবন্ধু এসেই মদ জুয়া ঘোড়দৌর নিষিদ্ধ করেন। যুদ্ধবিধ্বস্ত দেশে এটা না করে উপায় ছিল না।

খুনি জিয়া এসেই প্রথমে বিসমিল্লার সাথে মদ জুয়া চালু করে দিলেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



যুদ্ধ বিধ্বস্ত কথা টাআমার সামনে বলিয়ন না, আমি সেই দেশের অংশ; আমরা ১৯৭১ সালের ১৬ই আগষ্টে যে দেশ আমরা পেয়েছি, সেটা আমাদের দেশ; সামান্য বিধ্বস্ত যা হয়েছিলো, উহা ছিল পুর্ব পাকিস্তান।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভৈরব ব্রিজ, পাকশি ব্রিজ সহ দেশের বেশীরভাগ ব্রিজ বিধ্বস্ত ছিল।
সেন্ট্রাল ব্যাঙ্ক তহবিল শুন্য ছিল।
জাহাজ বর্জ ও মাইনমুক্ত করে চট্টগ্রাম বন্দর চালু করতে ২ বছর লেগেছিল।

এসব আপনার কাছে "সামান্য বিধ্বস্ত"!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



শোনেন, এগুলোর বেশীর ভাগই স্বাধীনতা যুদ্ধের অংশ হিসেবে মুক্তিযোদ্ধারা করেছিলেন, শুধু ভৈরবের ব্রীজ ধ্বংশ করেছিলো পাকীরা। আপনি অর্থনীতি ও ফাইন্যান্স বুঝেন না; হয়তো ছাত্রলীগ করেছেন জীবনে।

সেন্টাল ব্যাংক শুন্য ছিলো না; কাগজের টাকা দরকারের চেয়ে বেশী ছাপিয়ে দিয়েছে ফ্রান্স ও ভারত; বকবক কম করিয়েন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: ১৯৭১ সালের ১৬ই আগষ্টে যে দেশ আমরা পেয়েছি, সেটা আমাদের দেশ :( :((

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


ভুয়া মানুষও বুঝতে পারেন, ছাত্রলীগের ক্যাডারেরা বুঝে না; বিধ্বস্ত বলতে বুঝায়, ২য় বিশ্ব যু্দ্ধের পর, জার্মানী, জাপান, রাশিয়া, লন্ডন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৪

শাহিন-৯৯ বলেছেন:




চীনেতো জিয়া পুঁজিবাদ জন্ম দেইনি মাও সেতুং সমাজতন্ত্রের জন্ম দিয়েছিল তারা এখনো ক্ষমতায় তাহলে বিশ্বের সেরা দশ জুয়া ঘরের পাঁচটি চীনে কেন?

জিয়া এই ছবিটা আমার খুব পছন্দের!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



১০৯০ সাল থেকে চীন জাতীয়তাবাদী ক্যাপিটেলিষ্ট দেশ।

** অনেক বাংগালী মিলিটারীদের ছবি পছন্দ করেন, বিশেষ করে মেয়ের বাবারা

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বয়ং সৌদীরা হালাল জুয়ার ক্যাসিনো খুলেছে সৌদীতে; ইউরোপে ও আমেরিকায় সৌদীরা
কয়েক বিলিয়ন ডলারের জুয়া খেলে।

.......................................................................................................................
সৌদীরা টাকার জন্য এসব করছে, বিশ্বাস করতে কষ্ট হয় ।
বাস্তবে সৌদীদের মগজ ধোলাই করছে পশ্চিমা বিশ্ব ।
এক্ষেত্রে বর্তমান সরকারের মূল উদ্দেশ্য কি বোধগম্য নয় । এলিট শ্রেণীর ক্যাসিনো কখনোই
বন্ধ হবে না, কারন প্রশাসনের ছায়াতলে তাদের বসবাস ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:



সৌদী বিশ্বের ভয়ংকর ক্যাপিটেলিষ্ট সমাজ; তারা সবকিছুতে আছে।
বাংলাদেশের প্রশাসন ও সরকার ক্যাপিটেলিষ্টদের অধিকারে; ওদের বিনোদন আলাদা, ওরা কবিতা লেখে না।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০১

শাহিন-৯৯ বলেছেন:




বর্তমান বিশ্বে একটি দেশ দেখান যারা পুরোপুরি সমাজতন্ত্রের দাবী মিটিয়ে চলছে।
নাই, পারবেন না, বর্তমান বিশ্বে শুধু সমাজতন্ত্র নিয়ে এগুনো যেমন সম্ভব নয় তেমনি জাতীয়তাবাদী পুঁজিবাদী চিন্তা নিয়ে পড়ে থাকলে একই দশা তাই বিশ্বে এখন চলছে সংকরতন্ত্র!! পুঁজিবাদ আর সমাজতন্ত্র মিলে একাকার।


...আমার বউ নাই অতএব মেয়ের বাপ হওয়ার সুযোগও নেই!!!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


সোভিয়েত ইউনিয়ন ও চীনে সমাজতন্ত্র ছিল; তারা খুবই দরিদ্র দেশ থেকে যথাখ্রমে বিশ্বের ২য় মহাশক্তি ও ১ম অর্থনীতিতে পরিণত হয়েছে; সোভিয়েতের দেশগুলো ক্যাপিটেলিজমে এসে, আবার কষ্টকর পরিস্হিতিতে ফিরে গেছে; রাশিয়া একা ভালো করার চেষ্টা করছে।

চীনারা ছিল ভয়ংকর জাতি, অমানুষ; সোস্যালিজম তাদেরকে মানুষে পরিণত করেছিলো; বিশাল সম্পদের মালিক, বিশ্ব কিনে ফেলার চেষ্টা করছে; জাতীয়তাবাদী ক্যাপিটেলিজমে ফেরত গেছে, আবারো অমানুষে পরিণত হবে। সোজাসুজি সো্যালিষ্ট দেশ আজকে নেই, কিন্তু আফগানিস্তান, বাংলাদেশ, আফ্রিকা বিনা সোস্যালিজমে তাদের দারিদ্রতা থেকে বের হতে পারবে না।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩২

শাহিন-৯৯ বলেছেন:



সমাজতন্ত্র নিয়ে সাফল্য হতে হলে মূল প্রয়োজন দেশীয় সম্পদ, বিশেষ করে খনিজ সম্পদ, উর্বর ভূমি সাথে দক্ষ জনবল। রাশিয়ার ও চীনের প্রথম দুইটি ছিল পরে তাঁরা দক্ষ জনবল তৈরি করে শিখরে গেছে পক্ষান্তরে জিম্বাবুয়ের মত রাষ্ট্র সমাজতন্ত্রের যাতাকলে ধুঁকছে। আমাদের কোনটাই নাই এত জনবহুল রাষ্ট্র সমাজতন্ত্রের রুপ দেওয়া প্রায় অসম্ভব।

সঠিক গনতন্ত্র চর্চা নিয়ে এগুলে বরং বেশি লাভ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্র হলো, সরকার গঠন ও সরকার পরিচালনার তত্ব, ইহা অর্থনৈতিক তত্ব নয়।

শুধু জিম্বাবে নয়, আরো কয়েকটি দেশ সমাজতণ্ত্রে যেতে গিয়ে যেতে পারেনি; এসব গরীব দেশের মিলিটারীতে ছিলো আমেরিকানদের সংস্কৃতি, যা ছিলো আমাদের মিলিটারীতেও।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



সমাজতন্ত্রের সম্পদ হলো, শিক্ষিত মানুষ; মাও'এর আগে চীনারা ৪০০ বছর না খেয়ে ছিলো; রাশিয়ানদের নিজের থাকার ঘরও ছিলো না, ঘরের মালিক ছিলো জমিদার।

গণতান্ত্রিক দেশগুলোতে, স্বাভাবিকভাবে ক্যাপিটেলিজম হয়ে গেছে রুশ বিপ্লবের পরে; কারণ, ক্যাপিটেলিজম ছিল রাজতন্ত্র থেকে ভালো

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৭

ডার্ক ম্যান বলেছেন: ঢাকা চিটাগাং ক্লাবে কখনো যাবার সৌভাগ্য হয় নি। আপনি দেশে থাকলে আপনার সাথে হয়তো যেতে পারতাম

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি দেশে ফিরেছেন?

এখন ওসব যায়গায় বাংগালী বিলিওনিয়ার ও পার্টির মাফিয়ারা যায়, আমাদেরকে কেহ সাথেও নেবে না আর।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১১

ডার্ক ম্যান বলেছেন: এখনো ফিরি নাই।
কেউ না নিলে আর তো কোন উপায় নাই।
ব্লগারগণ মিলে যদি কোন ক্লাব গঠন করে তাহলে হয়তো সম্ভব

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা কোন ব্যাপারে একমত হতে সময় লাগবে; তবে, চিটাগং ও নোয়াখালীর লোকজন সহজে এক হয়ে কিছু করার ইতিহাস আছে।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি নোয়াখালী এলাকার?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১১

চাঁদগাজী বলেছেন:



না, চট্টগ্রামের

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ক্যাসিনো, জুয়া, বার, টপলেস বার, এলিট ক্লাব এগুলো সব ক্যাপিটালিসমের অংশ হলেও রাশিয়া, চীন, ভারত, সৌদি ও পাকিরা এই সকল বিনোদনেই চরম আসক্ত হয়ে থাকে ! তার মানে এরা সবাই ভিন্ন ভিন্ন মতাদর্শ বা মেরুর লোকজন হয়েও এই একটি বিষয়ে সবাই এক | এরা দলমত আদর্শ নির্বিশেষে সকল নিষিদ্ধ বিনোদনের জন্য পুঁজিবাদের স্রোতে নিজেকে গা ভাসিয়ে দিতে দ্বিধা করে না | হিপোক্রেসি কাহাকে বলে !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


রাশিয়ানরা অনেক যুগ ধরে দরিদ্র ছিলো, সোস্যালিজম ওদেরকে ধনী করেছিলো; ওদের ৩য় জেনারেশন কষ্ট দেখেনি, তারা ইুরোপীয়ানদের ও আমেরিকানদের অনুসারী হতে চেয়েছিলো।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে ক্যাসিনোতে সমস্যা দেখি না, তবে তা হতে হবে সরকার দ্বারা বৈধ। বাংলাদেশের প্রচুর টাকা দেশের বাইরে জুয়া ক্যাসিনোতে খেলছে বাংলাদেশী জনগণই, বাংলাদেশে ক্যাসিনো ব্যাবস্থা থাকলে দোষের কিছু তো দেখি না। যা ছিলো তা আইনের আওতায় এনে বৈধ করার ব্যাবস্থা করা উচিত ছিলো, কোনো প্রতিষ্ঠান সিলগালা করা কোনো কাজের কাজ না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



যেদিন জাতির সবাই ক্যাসিনোতে যেতে পারবে, সেইদিন চালু হবে।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্যাসিনো বড়লোকের কাজকারবার। গরিব আর ছোটলোকেরা এটা নিয়ে হুদাই কাউকাউ করে। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


এগুলো অন্য জাতির সংস্কৃতি, বাংগালীদের নয়।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের সবাই তো মাসে একদিন চাইনিজ রেষ্টুরেন্টে খায় না, তাহলে কি চাইনিজ রেষ্টুরেন্ট বন্ধ করে দিতে হবে?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: ক্যাসিনো শুধু জুয়া খেলার যায়গা নয়, আমেরিকায় ইহাতে কনসার্ট হয়, অনেক ধরণের শো হয়; সবাই জুয়া খেলে না; বাংগালী সংস্যকৃতিতে জুয়া সমাজিকভাবে গ্রহযোগ্য নয়; আমি সবার যাবার ক্ষমতা বলতে মানুষের অর্থনৈতিক ক্ষমতাকে বুঝায়েছি।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় দেশভাগ না হলে সব কিছু অন্য রকম হতো। তখন শেখ মুজিব, জিয়া, এরশাদ, আর খালেদা-হাসিনা তেমন কিছুই করতে পারতো না।

যাই হোক, ৭১ এর পর সমস্ত দেশের বেশ খারাপ অবস্থা হয়েছিল। বেশির বাগ ব্রীজ লাকভার্ট রাস্তা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। কলকারাখা তছনছ হয়ে গিয়েছিল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



আমি জানি না, আপনি এসব কোথা থেকে বলছেন, কলকারখানায় কেহ হাতও দেয়নি, সব কলকারখানা চালু ছিলো; ব্রীজের মাঝে শুধু ভৈরব ব্রীজ ভেংগে দিয়েছিলো পাকীরা। '৭১ সালের যুদ্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের "হাজার হাজার পরিবার": এদের ঘর পোড়ায়ে দিয়েছে, মানুষ প্রাণ হারায়েছেন; "সরকার এগুলো জন্য ক্ষতিপুরণ দেননি, ফলে সরকার ক্ষতিগ্রস্ত হয়নি"।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: এই সমাজে টাকা'ই সব।
তাই দেশের সমস্ত মানুষ যে কোনো ভাবেই টাকা করতে চায়। ক্যাসিনো হোক। টাকাই আসল কথা। টাকা দিয়ে সমস্ত কিছু কিনে ফেলা যায়। সাংবাদিক, বুদ্ধিজীবি, দালাল, চাটুকার সবাইকে মুহুর্তের মধ্যে কিনে ফেলা যায়।
একবার কোনো ভাবে সীমাহীন টাকা করে ফেলতে পারলে কোনো দিন কেউ আপনাকে প্রশ্ন করতে শাহস পাবে না- আপনি কিভাবে এত টাকা করলেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


মানুষ হত্যা করে, তার সম্পদ দখল করে অনেকে ধনী হয়েছে, মানুষ থেকে সম্পদ কেড়ে নিয়ে অনেক ধনী হচ্ছে, মানুষের সুযোগ কেড়ে নিয়ে অনেকে ধনী হচ্ছে; কিন্তু তারা অপরাধী। দেশে অপরাধীরা শক্তিশালী হয়ে গেছে।

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ১৯৭১ সালের ১৬ই আগষ্টে যে দেশ আমরা পেয়েছি, সেটা আমাদের দেশ :( :((

সম্ভবতঃ ভুয়া মফিজ বলেছেন: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যে দেশ আমরা পেয়েছি, সেটা আমাদের দেশ :( :((

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


"১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যে দেশ আমরা পেয়েছি, সেটা আমাদের দেশ "

-এটি আমার বাক্য, "১৬ই ডিসেম্বরের আগে ইহা ছিল পুর্ব পাকিস্তান, সরকার ছিল পাকিস্তানী", ১৬ই ডিসেম্বর আমরা যা হাতে পেয়েছি, সেটাই আমাদের দেশ।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮

ভুয়া মফিজ বলেছেন: @মোহাম্মদ সাজ্জাদ হোসেন: আপনি এই পোষ্টের মন্তব্য প্রতিমন্তব্যগুলো মনোযোগ দিয়ে দেখেন নাই সম্ভবতঃ। :)

আমার মন্তব্যের উৎস.............

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: স্বাধীনতার পর হতে দেশ অনেক উন্নত এটা ঠিক আছে, তবে দেশের মানুষের চিন্তা ভাবনা আগের মানুষের চেয়ে খুবই নিচু মানের। বাংলার মানুষ এখন একজন আরেক জনকে খেয়ে ফেলতে চায়।মরা মানুষকে চাড়ে না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার আগে, সবার আশা ছিল, দেশ হবে সবার; স্বাধীনতার পরে, মানুষ দেখলো যে, নতুন দেশের সম্পদ ও সুযোগ মাত্র ১ শ্রেনী দখল করে নিয়েছে, জোর যার মুল্লুক তার, সেটাই চলছে।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৌদিরা সবচেয়ে বড় শয়তান। এমন কোন খারাপ কাজ নাই, যা তারা করে না। তাদের পশুসুলভ আচরণের কারণে ইয়েমেনের লক্ষ লক্ষ শিশু আজ অনাহারে মৃত্যুর মুখে রয়েছে। অনেক শিশু মারাও গেছে। এই বিষয়ের ওপর আপনার কাছ থেকে একটা লেখা আশা করছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



সঠি, সৌদীরা বরাবরই অমানুষ ছিলো; "শিয়া" বিরোধী যুদ্ধে সৌদীরা ইয়েমেনকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক আছে আমি এই ব্যাপারে পোষ্ট লিখার চরষ্টা করবো।

আপনি রাজনৌতিক বিষয়ে কিছু লিখেননি আজো, আপনি লিখলে ভালো হতো।

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্যি কথা বলতে কি, আমি রাজনৈতিক ও ধর্মীয় বিষয়গুলো এড়িয়ে চলি। তবে রাজনৈতিক বিষয়ের ওপর লেখা পোস্টগুলোর অধিকাংশই পড়ি। আন্তর্জাতিক হলে কখনো কখনো দু'একটা কমেন্টও করি। কিন্তু দেশীয় রাজনৈতিক বিষয়ের ওপর কোন কমেন্ট করি না। আর ধর্মীয় বিষয়ের পোস্ট পড়েও দেখি না।
সর্বোপরি এই দুটো বিষয়ের ওপর লেখার যোগ্যতা আমার নাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


ওকে, আমি লেখার চেষ্টা করবো। আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আছে, সেটা আপনাকে সাহায্য করতো।

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমি জানি না, আপনি এসব কোথা থেকে বলছেন, কলকারখানায় কেহ হাতও দেয়নি, সব কলকারখানা চালু ছিলো; ব্রীজের মাঝে শুধু ভৈরব ব্রীজ ভেংগে দিয়েছিলো পাকীরা। '৭১ সালের যুদ্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের "হাজার হাজার পরিবার": এদের ঘর পোড়ায়ে দিয়েছে, মানুষ প্রাণ হারায়েছেন; "সরকার এগুলো জন্য ক্ষতিপুরণ দেননি, ফলে সরকার ক্ষতিগ্রস্ত হয়নি"।

বইয়ে পড়েছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


সরকার ও জাতির যেই অংশ ক্ষতিগ্রস্ত হয়নি, তারা ক্ষতিগ্রস্ত অংশকে সাহায্য করেনি, জঘন্য জাতি

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মানুষ হত্যা করে, তার সম্পদ দখল করে অনেকে ধনী হয়েছে, মানুষ থেকে সম্পদ কেড়ে নিয়ে অনেক ধনী হচ্ছে, মানুষের সুযোগ কেড়ে নিয়ে অনেকে ধনী হচ্ছে; কিন্তু তারা অপরাধী। দেশে অপরাধীরা শক্তিশালী হয়ে গেছে।


চমৎকার বলেছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেশের ভুল নীতির ফলে, দেশের সম্পদ দুষ্টদের হাতে চলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.