![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ব্লগে নারীর ছবি সবচেয়ে বেশী কারা দিচ্ছেন? অবশ্যই কবিরা ও ছবি-ব্লগের ব্লগারেরা, সাথে আছেন যারা সমসাময়িক ঘটনাবলী নিয়ে লিখেন, সংবাদ এনালাইসিস করেন, তারা। একটু আগে, একটা পোষ্ট এসেছে, মুলত ব্লগে ছবি যোগ করার উপর পরামর্শ ইত্যাদি বিষয়ে। সেখানে ব্লগার বলছেন, পোষ্টে মহিলার ছবি যোগ করলে, আল্লাহের নীতির বাহিরে হবে, পর্দা প্রথার বাহিরে হবে!
এরা সুকৌশলে আফগানী ও পাকিস্তানী মতবাদ চালিয়ে দেয় ব্লগে! পুরুষের ছবি থাকলে পর্দা ঠিক থাকে, আর মহিলার ছবি এলে পর্দা নষ্ট হয়? পুরোপুরি আফগানিস্তান!
আমি মন্তব্যে প্রশ্ন করলাম, তা'হলে, শেখ হাসিনা ও বেগম জিয়ার ছবি কি বোরখা পরিহিত অবস্হায় দিতে হবে? উনি উত্তরে হাদিস, কোরান সব নিয়ে এসেছেন; ব্লগে নারীর ছবি যোগের ব্যাপারে কি হাদিস ও সুরাহ থাকতে পারে? অবশ্যই নেই; কিন্তু এসব অপব্যাখ্যাকারীরা সব সময় সুরাকে অপব্যাখ্যা করে সব যায়গায় ঝুলিয়ে দেয়, ও অপ্রয়োজনীয় মানুষজনের বক্তব্যকে হাদিস হিসেবে চালিয়ে দেয়।
ব্লগ আধুনিক ভাবনার মানুষের লেখার প্লাটফরম, এখানে ধর্মীয় অপব্যাখ্যাকারীদের জন্য কিছু নেই! নারী পুরুষের ছবি এখন সব লেখার, সব মিডিয়ার, সব সংবাদের অংশ; ছবি আসছে প্রয়োজনে, নারীর ছবি নিয়ে অপব্যাখ্যা করার সময় চলে গেছে; পুরুষের ছবি ব্লগে দেয়া যাবে, নারীর ছবি ব্লগে দিলে আল্লাহের পর্দা প্রথার অবমাননা হবে, এগুলো আফগানিস্তান ও পাকিস্তানের জংগীদের বক্তব্য।
ব্লগে ধর্মীয় প্রচারণা নিয়ে সব সময় সমস্যা ছিলো; কেহ ব্লগকে সোজাসুজি ধর্ম প্রচারে ব্যবহার করার চেষ্টা করে ব্লগে ক্যাচাল লাগিয়ে দেন; কেহ সুক্ষ্ম কৌশলে ব্লগে জরাজীর্ণ মতবাদকে প্যাকেজ করে দেন পোষ্টের ভেতর; এগুলো ব্লগিং'এর অংশ হওয়া উচিত নয়।
নারীর জন্য পর্দা হলো, জাতির সংস্কৃতির ভেতরে, সমসাময়িক ট্রেডিশন অনুসারে রুচিশীল পোশাক পরা; নারীর ছবি কোন পর্দা থাকতে পারে না, ছবি হচ্ছে ছবি; এবং আমরা অবশ্যই শেখ হাসিনা, বা বেগম জিয়ার বোরখা-পরা ছবি দেখতে চাইনা ব্লগে। যারা নারীর ছবির বিপক্ষে লেখে, তারা ব্লগিং'এর পক্ষের লোকজন নন।
০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
এসব ন্যাকামী একটু কম করিয়েন, এটা ব্লগ
২| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: পর্দা উঠাই দে - মনের পর্দা বড় পর্দা
০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
দুনিয়ার জরাজীর্নকে ব্লগে নিয়ে আসছে
৩| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: বাত্তি নিভাই দে - মনের বাত্তি বড় বাত্তি
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
আধুনিক ব্লগারেরা ব্লগে কম আসছেন, এটা ব্লগিং'এর জন্য খারাপ সংবাদ
৪| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
ঢাকার লোক বলেছেন: ভাই, "লংগন" নিশ্চই হয়না, তবে অপ্রাসঙ্গিক বাজে ছবি দিলে "লঙ্ঘন" হতেও পারে !
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
বাজে ছবিকে কেহ ছবি বলেন না, উহার জন্য আলাদা শব্দ আছে!
৫| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
ডার্ক ম্যান বলেছেন: কে পোস্ট দিয়েছে এখনো দেখি নাই।
শুধু ছবির ব্যাপারে আপত্তি? ? কথা বলার ব্যাপারে আপত্তি নাই?
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
জরাজীর্ণ মতবাদ চালানোর জন্য ব্লগকে ব্যবহার করছে কেহ কেহ
৬| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
চাঁদগাজী ভাই, একটা আইসক্রিম খান প্লিজ।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
৭| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
ডার্ক ম্যান বলেছেন: ঐ পোস্ট পড়েছি। উনি ধর্ম সম্বন্ধে অনেক জ্ঞান রাখেন।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
ব্লগে অপলজিক প্রচার সঠিক নয়, বাংগালীরা এমনিতেই অপলজিকে ডুবে আছে।
৮| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
শায়মা বলেছেন:
ভাইয়া আমি একটা নারীর ছবি এঁকেছি
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি সুন্দর ছবি আঁকেন, এটা বিশাল গুণ; আপনার ছবি আমি জরাজির্ণদের দখলেও দেখেছি।
৯| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
শায়মা বলেছেন: আর এটা তোমার জন্য, তোমার প্রিয় পাখি
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ শায়মা, ব্লগ হচ্ছে আধুনিক মানুষের জন্য; আজকাল অপলজিক প্রচার করছে অনেকে কৌশলে।
১০| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
ডার্ক ম্যান বলেছেন: অনেক বছর পর শায়মার ছবি দেখলাম । অতীতে শায়মা আমার ব্লগীয় ক্রাশ ছিলেন। দুই লাইনের অসাধারণ একটা কবিতা ও লিখেছিলাম । যদিও ঐ কবিতা পরে একাধিক নারীর জন্য ব্যবহার করেছি।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
কবিতা হলো মানুষের ফিলোসোফিকেল অনুভবতার প্রকাশ
১১| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: নিজেদের যারা ব্লগার দাবী করেন তাদের কাছে আধুনিকতা কাম্য । সুন্দর পোস্ট ।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
অপলজিকে বিশ্বাসীরা ব্লগিং'কে কাজে লাগানোর চেষ্টা করছে, এগুলো সঠিক নয়
১২| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
ঢাকার লোক বলেছেন: নিউ ইয়র্কে শীত এখন আসি আসি, সাত সকালে আইসক্রিম না দিয়ে বরং ভাইকে ষ্টার বাকের এক কাপ গরম কফি দিলে ভাই বেশি খুশি হবেন, সেই সাথে শিরোনামে "লংগন" বানানটাও একটু ঠিক করে দিবেন !
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, লংঘন ঠিক করে দেবো।
১৩| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজাইরা প্যাচাল। আপনি আর ঠাকুর দিনদিন এক্সপায়ার্ড ব্লগার থেকে বিরক্তিকর ব্লগারে পরিণত হচ্ছেন। গর্বেজ..
পুনশ্চঃ যত শর্ট, তত হট
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনি কেন ব্লগে আছেন, আমি জানি না; না পারেন লিখতে, না পারেন কমেন্ট করতে; অকারণে কমেন্টে ছবি দিয়ে হার্ড-ড্রাইভের মেমোরি নষ্ট করিয়েন না; আপনি বড়ই বিরক্তিকর মানুষ।
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
কমেন্টে অপ্রয়োজনীয় ছবি দেবেন না।
১৪| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহমত পোষণ করছি।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
আধুনিক ব্লগারদের সংখ্যা কমছে, জরাজীর্ণরা সেই স্হান দখল করছে।
১৫| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
শায়মা বলেছেন:
১০. ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
০
ডার্ক ম্যান বলেছেন: অনেক বছর পর শায়মার ছবি দেখলাম । অতীতে শায়মা আমার ব্লগীয় ক্রাশ ছিলেন। দুই লাইনের অসাধারণ একটা কবিতা ও লিখেছিলাম । যদিও ঐ কবিতা পরে একাধিক নারীর জন্য ব্যবহার করেছি।
ব্লগীয় ক্রাশ!!!!!!!!!!
হায় হায় গেছি!!!!!!
আমি জানি নাই আমি জানি নাই তার মূল্যের পরিমান!!!!!!!
ডার্ক ম্যান ভাইয়া অতীতে তুমি ডার্কম্যানই ছিলে নাকি হ্যোয়াইটম্যান ছিলে !!!! হা হা হা
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনি জানতে পারেননি যে, চাঁদের জোৎস্নায় সব সরোবরে পদ্ম ফোঁটে
১৬| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি জ্বলে???!!
পতিক্রিয়া দেখার জন্য মন্তব্য করেছিলাম। নয়তো আপনার যা পোস্ট! পুরাই অপুস্টিকর, অখাদ্য
সমস্যা পর্দায় নয়, সমস্যা হলো মগজে ও ভাবনায়
চশমা পরা মেয়েটা হট না?
আরো হট ছবি দিমু??
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনি শত নিকে শতবার লাফঝাফ দিচ্ছেন; কিছু জানলে, সেটার উপর লিখেন।
১৭| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
শায়মা বলেছেন:
১৩. ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজাইরা প্যাচাল। আপনি আর ঠাকুর দিনদিন এক্সপায়ার্ড ব্লগার থেকে বিরক্তিকর ব্লগারে পরিণত হচ্ছেন। গর্বেজ..
পুনশ্চঃ যত শর্ট, তত হট
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
০
লেখক বলেছেন:
আপনি কেন ব্লগে আছেন, আমি জানি না; না পারেন লিখতে, না পারেন কমেন্ট করতে; অকারণে কমেন্টে ছবি দিয়ে হার্ড-ড্রাইভের মেমোরি নষ্ট করিয়েন না; আপনি বড়ই বিরক্তিকর মানুষ।
হা হা হা হা হা হ মরেই যাবো হাসতে হাসতে ......
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনি উনাকে কোন বিষয়ে ব্লগিং করতে দেখেছেন? অর্থহীন কমেন্ট করে ব্লগে আছেন বছরের পর বছর।
১৮| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
শায়মা বলেছেন:
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
০
লেখক বলেছেন:
আপনি জানতে পারেননি যে, চাঁদের জোৎস্নায় সব সরোবরে পদ্ম ফোঁটে
হায় হায় হায় ভাইয়া!!!!!!!!!!
ডার্ক ভাইয়া নাকি কবে কোন কালে আমার অজানায় না জানায় তাহার দুই লাইনের ক্রাশ কাব্য লিখিয়াছিলো যাহা পরে অনেক মেয়েকেই দিয়েছে আর তুমি দেখছি এক লাইনের কাব্যই লিখে ফেললে!!!!!
চাঁদের জোৎস্নায় সব সরোবরে পদ্ম ফোঁটে
বাহ বাহ গুড গুড ...... আমি কি নেক্সট লাইন লিখবো!!!!!!!!!
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনি শিক্ষিকা, উপন্যাসিক, কবি, চিত্রকর; আপনি লেখার জগতেই আছেন।
১৯| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
ডার্ক ম্যান বলেছেন: গাজী ভাই। আপনার কমেন্টস আমি উপভোগ করি। আপনি যখন খেলাঘর নিক ব্যবহার করতেন তখন সম্ভবত কয়েকবার বাদানুবাদ হয়েছিল
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
এগুলো আসলে ব্লগে অপলজিককে যায়গা করে দেয়া, মানুষকে বিভ্রান্ত করা; এরা পরিত্যক্ত লজিক চালু করে মাত্র। খেলাঘর নিকের সময় অনেক আধুনিক ব্লগার ছিলেন ব্লগে, আফগানীরা তখন পেছনের লাইনে ছিলো।
২০| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
শায়মা বলেছেন: হা হা তাইলে তো লিখিতেই হইবেক......
যদিও এখন নতুন উপাখ্যান লেখা নিয়ে বিজি আছি ভাইয়া......
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
লিখুন, শুভকামনা রলো।
২১| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭
ডার্ক ম্যান বলেছেন: এখন মন্দার সময় আফগানী বাংপাকি তাই দেদারসে পোস্ট দিচ্ছে ।
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
আধুনিক ব্লগারেরা আজকাল ব্লগে আসছেন না, দু:খহজনক ব্যাপার; উদ্ভট, অপ্রয়োজনীয় অনেক লেখা আসছে আজকাল!
২২| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: সামুতে ব্লগে ছবির পর্দা, বেপর্দা নিয়েও পোস্ট আসছে; যারা এসব পোস্ট লিখেছেন তারা সম্ভবত বোরখা পরে ঘরে বাহিরে চলাফেরা করেন।
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
এরা পেছনের সারিতে ছিলো, আজকে ব্লগে যখন ব্লগারেরা নেই, এরা ব্লগে অপলজিক ছড়াচ্ছে।
২৩| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: এই ধর্মওয়ালাদের জন্য শান্তি নাই। এরা যে কতটা হাস্যকর তা কি তারা জানে???
এই তথাকথিত ধার্মিকেরা সমাজের শত্রু।
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
এইগুলো হচ্ছে লিলিপুটিয়ান
২৪| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন: আসলে পর্দা ধর্ম বলতে হলে নিজ নিজ ঘরে আগে তা ষ্টাবলিশড করতে হবে যেমন: - দরজা, জানালা, ভেন্টিলেটরে পর্দা দিতে হবে।
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগে ব্লগার থেকে আগাছা বেশী
২৫| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:০৮
সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: আমার মনে হচ্ছে উদাসী স্বপ্ন ভাইরে দরকার, হুবালের বাচ্চা বলে-টলে একদম ধুয়ে দিবে।
০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা ফিরে আসলে, এগুলো পেছনের সীটে চলে যাবে আবার।
২৬| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:১৬
সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: আমি রোহিঙ্গা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, শুধু মাত্র উদাসী ভাইয়ের মত ডিফেন্ড করতে পারি নাই বলে পোস্টটা ড্রাফ্ট করে রাখতে হইছে। কিচ্ছু বলার নাই। আমি ২০১৭ তে ব্লগে আসছিলাম, আমার এক বড় ভাই কে দেখে উনি এখনো ২০১৩ সালের কথা বলে যখন সামু ব্লগ একটা উত্তাল সময় পার করছে। আমি কালিদাস, উদাসী ভাইদের লেখাই পড়ছি এক বছর। তারপর পোস্ট করা শুরু করছি। মাঝে মাঝে ধর্মীয় দর্শন নিয়ে পোস্ট দিতে ইচ্ছে করে, কিন্তু যেই ভাবে ধর্মীয় পোস্ট দেখি দিতেও ভয় করে। মাঝে মাঝে তো ভাবি এইটা কি আরিফ আজাদের ভক্তদের জায়গা নাকি? ফলে বাধ্য হয়ে বিজ্ঞান নির্ভর পোস্ট দিতে হয়।
আসলেও চিন্তাশীল লোক ব্লগ কম লিখছে, ইসলামিক লিখা নিয়ে আপত্তি নাই কিন্তু একটা দর্শন তো দরকার, দর্শনও নাই দর্শন বুঝার মতও লোক নাই।
০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:০২
চাঁদগাজী বলেছেন:
বিজ্ঞান নিয়েই লিখেন, মানুষ ভ্রান্তিকালের আবিস্কার হলো ধর্ম, মানুষের লব্ধজ্ঞান হচ্ছে বিজ্ঞান
২৭| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
@মোঃ সাকিবুল ইসলাম আপনার রোহিঙ্গা প্রসঙ্গের পোষ্টটি দিন, আমি দেখি কতোটুকু ডিফেন্ড করতে পারি।
চাঁদগাজী ভাই, চটের ছালা, রাস্তার বিল বোর্ড ও ইলেকশনের ব্যানারে ব্যাবহৃত প্যানাফ্লেক্স ও কিন্তু পর্দা - রমজান মাসে ঢাকা সহ সমগ্র বাংলাদেশে ফুটপাতের রেষ্টুরেণ্টে চটের ছালা/ব্যাবহৃত প্যানাফ্লেক্স পর্দা ব্যাবহার করে ভেতরে বেদম খানা খাদ্য ভক্ষণ পর্ব চলে।
০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
স্রোতহীন নদীতে কচুরীপনা জন্মেছে
২৮| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:১৯
নতুন বলেছেন: ধমে কোথাও মুখ, হাতমোজা,পা মোজা পড়ে থাকার কথা বলা হয় নাই।
এটা কিছু ইনসিকিউর মোল্লাদের আবিস্কার, তারা নারীদের মানুষ হিসেবে মুল্যায়নই করেনা।
একজন নারী আফগানী বোরকা পরে তারা বাইরে বসে পানিও পান করতে পারেনা। সেটা নেকাব তুলে করতে হয় ।
এই মোল্যারা নারীকে বেচে থাকার জন্য প্রয়োজনীয় পানিটাও সাভাবিক ভাবে পান করতে দেয় না তারা কিভাবে সুস্হ চিন্তা করতে পারে।
০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
আফগানিস্তানে গাধার দাম নারী থেকে বেশী; পাকিস্তানেও তাই।
২৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:১৪
সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: @ঠাকুরমাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ। আমিই কোন একদিন পোস্ট দিব যখন ঠিকঠাক মত নিজেই ডিফেন্ড করতে পারব। আর পোস্টটায় স্ল্যাং ছিল বেশ। আমারও পড়ে আর ভাল লাগে নাই।
আমি আগে মনে করতাম ব্লগারদের মধ্যে একটা দর্শন থাকে, যা তাদের লেখায় ফুটে উঠে। আমি খুব কম ব্লগারের লেখার মধ্যে এই দর্শনের স্বাদ পেয়েছি। ৭-৮ বছর ব্লগিং করার পর ১০০-১৫০ পোস্ট দেয়া ব্লগারদের মধ্যেও যখন দর্শন থাকে না তখন আমার মত বাচ্চা ব্লগাররাই কি শিখবে? এইজন্য আমি মাঝে মাঝেই গুম হয়ে যাই। সত্যি শিখার কিছু পাই না।
৩০| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:২৫
নূর আলম হিরণ বলেছেন: আসলে এগুলো ফেইসবুকে চলে সেখানে এমন পোস্টের মুরিদ অনেক বেশি। ব্লগে এসব বলে বেশি সুবিধা করতে পারবে না। জোড়াতালি দিয়ে ধর্ম ব্যাখ্যা করতে গিয়ে লেজেগোবরে করে ফেলে।
০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:২১
চাঁদগাজী বলেছেন:
তালেবানী ব্লগারও আসছে সামুতে।
৩১| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:৩০
এ্যাক্সজাবিয়ান বলেছেন: হা হা হা হা এগুলোকে মন্তব্য বলে? পদাতিক ভাইরাসে আক্রান্ত জেনারেশন নাকি সব, আজব
০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
পদাতিক চৌধুরী কমেন্টের জগতে এক তারকা।
৩২| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:৫১
সুপারডুপার বলেছেন: ছবি নিয়ে আজকে চাঁদগাজী সাহেব ও 'নীল আকাশ' -এর মধ্যে তর্ক -বিতর্কের হাদিস অনুসারে সমাধান :
নিশ্চয়ই মানুষের মধ্যে ঐ ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন শাস্তি দেবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা আঁকে।” (বুখারী শরীফ) রেফঃ মাসিক আল বাইয়্যিনাত
চাঁদগাজী সাহেবের প্রোফাইল পিকচার ট্রাকটরের। কিন্তু নীল আকাশের প্রোফাইল পিকচারে মানুষ বা প্রাণী আছে। তাই হাদিস অনুসারে আল্লাহ পাক নীল আকাশকে কঠিন শাস্তি দেবেন কিন্তু চাঁদগাজী সাহেবকে দেবেন না।
ব্লগে ক্যান যে আজারে ব্যাপার নিয়ে মাঝে মধ্যে ক্যাচাল লাগে
০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
নারীর ছবি পোষ্টে দিলে নাকি পর্দা প্রথার লংঘন হবে, এগুলো হাউকাউ; ব্লগারেরা সেই, সেই সুযোগে আগাছা জন্ম নিচ্ছে।
৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
@ সুপারডুপার ভাই কিছু ক্যাচাল হোক, তবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যাক্তি আক্রমণ ও নোংরা অশালীন মন্তব্য কাম্য নয়। আপনার পোষ্ট কোথায়? সামহো্য়্যারইন ব্লগে লেখা দরকার প্রচুর লেখা।
চাঁদগাজী ভাই, বাংলাদেশে যতো র্যাপ মার্ডার নারী নির্যাতন হচ্ছে তার বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ঝড় উঠে আর যেই মন্তব্যটি সবচেয়ে বেশী ব্যাবহার হয় তা হচ্ছে “পর্দা করুণ” পর্দা করলে কি “র্যাপ, মার্ডার নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে”? পবিত্র সৌদি আরব তো তা বলে না?
০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা যেহেতু জ্ঞান অর্জন করতে পারেনি, ভুল জ্ঞান নিয়েই বাঁচতে হবে।
৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৭
ল বলেছেন: রুচিশীল পোষাক --
সবার খাবার রুচি যেমন সমান নয়,তেমনি পোশাকের প্রতি রুচিবোধও সমান নয়।।।।
০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
সব মানুষের নিজসব ব্যক্তিত্ব আছে; ফলে, সবকিছুতে স্বকিয়তা আছে
৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: ইসলামে পর্দার বিধান জারী করা হয় হিজরী ৫ম সনে,
প্রথম পর্দার আয়াত নাযিল হয় :
ঊসুরা আহযাব, আয়াত-৫৪। অর্থঃ হে ঈমানদারগণ! তোমরা নবীগৃহে বিনা অনুমতিতে প্রবেশ করোনা।
আর তোমরা (মহিলাগণ) তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। পূর্বের জাহিলিয়াতের মতো নিজেদের রূপ সৌন্দর্য ও দেহ প্রদর্শন করে বেড়িওনা। (সূরা আহযাব, আয়াত-৩৩)
বাইরের পরিবেশে পর্দা সম্র্কে নবী করীম ( সঃ) এরশাদ করেছেন
তোমাদেরকে (মহিলাগণকে) তোমাদের প্রয়োজনের দরুন ঘরের বাইরে যেতে অনুমতি দেওয়া হয়েছে (আল-বুখারী) ।
হে নবী! তোমার স্ত্রী, কন্যা ও মুসলিম মহিলাদেরকে বল, তারা যেন সকলে ঘর থেকে বাহিরে যাবার সময় মাথার উপর তাদের চাদর ঝুলিয়ে দেয়। এভাবে বের হলে তাদেরকে চেনা খুব সহজ হবে, ফলে কেউ তাদেরকে উত্ত্যক্ত করবেনা। (সূরা- আল্ আহযাব, আয়াত-৫৯)
হে নবী! মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে রাখে এবং লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করে। - এবং মুমিন মহিলাদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুরা আন নূর, আয়াত- ৩০-৩১
এখন আল্লাহ প্রদত্ত এ সমস্ত বিধানের প্রেক্ষিতে নীজ নীজ লজ্জাস্থান ও উভয়ের দৃস্টিকে নিয়ন্ত্রন করে রাখতে আর বিশেষ কি প্রয়োজন আছে সে সমস্পর্কে কুরআনের প্রসিদ্ধ তাফসিরবিদগন বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে রাসুলে পাকের জবানীর উদৃতি দিয়ে বিভিন্ন ধরনের বিধি বিধানের কথা বলেছেন, ফলে নরনারীর পর্দা ব্যবস্থা নিয়ে ইসলামি বিশ্বসহ সারা দুনিয়া জুরেই একটি বিতর্ক এখন দৃশ্যমান । এমতাবস্থায় মনে হয় পবিত্র কুরআনে যে সকল সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে তা প্রতিপালন করে চললে কারো তেমন কিছু অসুবিধার কারণ হবেনা । কারন কুরআনের বিধানমতে নারীরাও ঘরের বাইরে মাথায় চাদর জড়িয়ে ধর্মের বিধানের ভিতরে থেকেই তাদের যাবতীয় কাজ কর্ম সমাধা করতে পারবে । পুরষেরাও নারীদের দিকে চোখ তুলে তাকালে নারীগন তাদের দিকে কামনার দৃষ্টিতে তাকিয়েছে বলে আইনী লড়াইয়ে নামতে পারলে সমাজ হতে ব্যভিচার দুর হতে পারে, নারীরাও রাস্তা ঘাটে নিরাপদে সম্ব্রম নিয়ে চলতে পারে । এখন কথা হলো ইসলামী সমাজ কি শুধু কামনার চোখে টেরা ভাবে তাকানোকে যৌন হয়রানীর জন্য যথাযথভাবে আইনি স্বিকৃতি দিয়ে এর সুবিচার নিশ্চিত করবে । দেশে প্রত্যক্ষ যৌন অপরাধের বিচারের জন্য যেখানে বছরের পর বছর অপেক্ষা করতে হয় সেখানে নর নারীর পর্দা ভঙ্গের জন্য সুবিচারের আশা দুরাশাই বটে। পাশ্চাত্তে নারীগন অর্ধ উলঙ্গ হয়ে চললেও তাদের দিকে কোন পুরুষ কামনা লুলুপ দৃস্টিতে তাকালে ও সেবিষয়ে সংক্ষুদ্ধ নারী আইনের আশ্রয় নিলে প্রমান সাপেক্ষে বিচার হয় বলে নারীর চেয়ে পুরুষেরাই বেশী থাকে পর্দার (চোখের পর্দার) ভিতরে । তাই সর্ব বিষয়ে লেডিস ফাস্ট হলেও পুরষ দিয়েই দেশে কঠোর পর্দা প্রথা ( নারীদের প্রতি কামনার দৃষ্টি নিয়ন্ত্রন) শুরু হোক জুরে সুরে। নারীদের জন্য কঠোর পর্দার বিধান সেতো রয়েই গেছে ইসলামী সমাজে সেটাকেও মানতে হবে যথাভাবে ।
ধন্যবাদ খুবই গুরুত্বপুর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য , মুক্ত আলোচনায় নিশ্চয়ই সকলের কাছে গ্রহনযোগ্য উপযুক্ত পন্থা বেরিয়ে আসবে ।
০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
নারীকে সুস্হ-সবল মাতা হতে হলে, আদর্শ জীবন যাপন করতে হবে; সেটার নিশ্চয়তা শুধু সমাজ ব্যবস্হাই করতে পারে; তাই সমাজকে নারীদের প্রতি সঠিক আচরণ করতে হবে।
ব্লগে আপনার ছবি দিলে ঠিক আছে, বেগম জিয়ার ছবি দিলেও ঠিক আছে; এখানে পর্দার কিছু নেই
৩৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এইগুলো হচ্ছে লিলিপুটিয়ান
যারা বেশি ধর্ম নিয়ে কবচায় তারাই রাস্তায় নারীদের দিকে হা করে তাকিয়ে থাকে। কুৎসিত ভাবে তাকিয়ে থাকে। জিং জং করে।
০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগে তালেবান আছে
৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধার্মিকেরা কি আধুনিক নয়?
ইসলমাতো সবচেয়ে আধুনিক ধর্ম । কিন্তু এর অপব্যহার ও অপপ্রয়োগে গোলযোগ সৃষ্টি হলে ধর্ম দায়ী হতে পারেনা।
একই ঘটনার প্রত্যক্ষণ ভিন্ন মানুষের কারণে ভিন্ন হতে পারে।
০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
ধর্ম হচ্ছে পুরানো একটি ভাবনা, এখন মানুষের লব্ধজ্ঞানের ফলে সেসব ভাবনা অনেক উঁচু লেভেলে এসেছে। ধর্মীয়রা গড়ে অন্য শিক্ষিতদের মতো জ্ঞানী নন।
৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জমের অরুচি, বুইড়া খাটাশ।
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো ম্যাঁওপ্যাঁও'রা ব্লগে নাম লেখায়ে সংখ্যা বাড়ানোতে সাহায্য করছেন মাত্র।
৩৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৮
নিশাচর১/১০০ বলেছেন: বাংলাদেশ থেকে সামুতে ঢোকা যথেষ্ট কষ্টকর একি সাথে বিরক্তিকর, ফলতঃ সামুতে লেখা ও দেখা দুটোই কমে গিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকই এখন সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম! ফেসবুকে বৃহৎ আকারে স্ট্যাটাসের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা-পর্যালোচনা যেমন হচ্ছে তেমন বিভিন্ন গ্রুপে/পেজে নিয়মিত গল্প-কবিতা প্রকাশ পাচ্ছে, যা আগে সামু বা অন্যান্য ব্লগেই মূলতঃ শোভা পেত। আমাদের মত কিছু 'পুরনো আমলের' লোকজনই হয়তো কেবল ব্লগে ঢুঁ মারে।
মূল পোস্টের প্রাসঙ্গিক নতুন কিছু বলার পেলাম না....
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:১৫
চাঁদগাজী বলেছেন:
আগের আনেক অনেক ভালো লেখকেরা এখন ব্লগে নেই
৪০| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪
প্যারাসিটামল খবিশ বলেছেন: পর্দা হলো মধ্যযুগীয় বর্বরদের কালচার
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:১২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে এরা অগণিত
৪১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৫
প্যারাসিটামল খবিশ বলেছেন: আশা করছি ব্লগে অন্তত সুস্থ চিন্তা ভাবনার মানুষজন পাওয়া যাবে
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ বিশ্বের দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলাতে না পেরে আফগানিস্তানের মত অবস্হানে যাচ্ছে
৪২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টের প্রয়োজনে ব্লগে অবশ্যই ছবি আসবে, হোক নারী হোক পুরুষের।
তাছাড়া সামু কোন তাবলীগের চিল্লা নয় যে, ধর্মের লাইনেই চলতে হবে।
ইদার্নিং সামুতে ধর্মের অপব্যাক্ষাকারী প্রচুর মোল্লা দেখা যাচ্ছে। এদের বয়কট করা দরকার।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
আসল ব্লগারদের অনুপস্হিতিতে আফগান ব্লগারেরা কিছুটা স্হান দখল করার চেষ্টা করছে
৪৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
বাংলার জামিনদার বলেছেন: দেশে যোগ্য লোক না থাকায় যেমন অযোগ্যরা সামনের কাতারে চলে আসছে, ব্লগেও তাই। বাংলাদেশের প্রচুর লোক আছে যারা ধর্মীয় বাণী ফেসবুকে পোষ্ট করাটা সওয়াবের কাজ মনে করে, যদিও নিজে তা পালন করেনা। আরবি ফন্টে কিছু দেখলেই লাইক মারবে, তাতেও নাকি সওয়াব। এরা এখন ব্লগে আসছে ইন্টারনেট চালানোর জন্য, কি করবেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৮
চাঁদগাজী বলেছেন:
এগুলো ভাসমান কচুরীপানার মতো, একদিন হারিয়ে যাবে, কিংবা নদীর ধারা বন্ধ করে দিয়ে পঁচা পানির কুয়া বানাবে।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩০
বিজন রয় বলেছেন: এত খেপলেন কেন? শেষ পর্যন্ত সত্যের জয় হয়, এটাতো প্রমাণিত!