নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের সরকারের \'নতজানু পররাষ্ট্র নীতি\' নিয়ে অনেকই হতাশ ও চিন্তিত

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৬



জাতীয় স্বার্থের কয়েকটি বিশাল বিষয়ে আমাদের সরকার 'নতজানু পররাষ্ট্র নীতি' অনুসরণ করেন বলে অসংখ্য আক্ষেপ শোনা যায় বিএনপি নেতাদের মুখে, ফেইসবুকে, মিডিয়ায় ও ব্লগে: সীমান্ত হত্যা, গংগার পানির ন্যায্য ভাগ, ফারাক্কার কারণে শুকিয়ে যাওয়া পদ্মা, বিনা-মেঘে বন্যা, তিস্তা চুক্তি, বাণিজ্য ঘাটতি, ৫০০ টন ইলিশ দিয়েও পেঁয়াজ না পাওয়া, রোহিংগা সমস্যা সমাধানে কুটনৈতিক অপরিপক্কতা ইত্যাদি ইত্যাদি। সমস্যাগুলোর সমাধান হচ্ছে না যুগের পর যুগ, জাতি হতাশ; অথচ সরকার বলছে যে, ভারত ও বার্মা আমাদের ভালো বন্ধু; চীন, আমেরিকাও আমাদের বন্ধু।

আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে, বিশ্বের সব জাতির সাথে পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে বন্ধুত্বপুর্ণ ও শান্তিপুর্ণ সহ-অবস্হান, নিজেদের স্বাধীনতা রক্ষার অধিকার, অন্যদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা; জাতি সংঘের সদস্য হিসেবে শান্তিপুর্ণ বিশ্বে আস্হাশীল।

বিশ্বে সবচেয়ে বিতর্কিত পররাষ্ট্র নীতির দেশ হচ্ছে আমেরিকা; বিশ্বের বেশীরভাগ দেশ আমেরিকার সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক রেখে চলতে চায়; কিন্তু বাস্তবে আমেরিকার বন্ধু হিসেবে ৩টি দেশের নাম আছে: ইসরায়েল, কানাডা ও বৃটেন; বাকীরা কি আমেরিকার বন্ধু নয়? আন্তর্জাতিক সম্পর্কে বন্ধুত্ব খুবই কঠিন বিষয়; বন্ধুত্ব যদি না থাকে, সেখানে পররাষ্ট্র নীতি বেশ কমপ্লেক্স হতে পারে, যেমন ইরান, উ: কোরিয়ার সাথে আমেরিকান সম্পর্ক।

বাংলাদেশের প্রতি ৭টি দেশ বন্ধুত্ব দেখায়ে আসছে দীর্ঘ সময় ধরে, এরা হলো: জাপান, কানাডা, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, জার্মানী ও ভুটান; আসলে, বাংলাদশের বন্ধুর পরিমাণ আমােরিকার চেয়ে বেশী।

নতজানু শব্দের বিপরিত শব্দটি কি হবে, আমি ঠিক জানি না; যাক, উহা যদি 'অনতজানু' হয়ে থাকে, বলতে হবে, পাকিস্তান এক অনতজানু পররাষ্ট্র নীতির দেশ: ১৯৬৫ সালে, পাকিস্তান-ভারত যুদ্ধের সময়, জাতি সংঘ পাকিস্তান ও ভারতের যু্দ্ধকে নিন্দা করে একটি প্রস্তাব আনে; প্রস্তাবের কাগজটি ততকালীন পাকিস্তানী পররোষ্ট্র মন্ত্রী, জুলফিকার আলী ভুট্টোর হাতে দেয়ার পর, উনি মিটিং'এর মাঝে দাঁড়িয়ে, সবার সামনে কাগজটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে ছুঁড়ে মারেন। এবারও ইমরান জাতি সংঘে সবার সামনে বলেছে যে, কাশ্মীর নিয়ে আনবিক যুদ্ধ হতে পারে, তাতে কারো মংগল হবে না।

'অনতজানু'র আরেক উদাহরণ হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের কম্যুনিষ্ট পার্টির সেক্রেটারী নিকিতা ক্রুশ্চেভ(১৮৯৪-১৯৭১); তিনি ১৯৬০ সালে জাতি সংঘের মিটিং'এ উপস্হিত অবস্হায় এক আমেরিকান ও ফিলিপাইনের কেহ একজন সোভিয়েত বিরোধী কিছু একটা বলেছিলো; নিকিতা ক্রুশ্চেভ পায়ের জুতা খুলে সবাইকে দেখায়ে বলেছিলো, "দেখেছ বাবাজীরা, এইটা দিয়ে সাইজ করে দেবো"।


একটা দেশ কিভাবে তার আন্তর্জাতিক সমস্যা সমাধান করবে, সেটা নির্ভর করে সেই দেশের আনতর্জাতিক 'প্রোফাইল'এর উপর; কেহ যদি আফগানিস্তান দেশটির নাম নেয়, আপনার মানসপটে কি ধরণের একটা দেশের কথা মনে হয়? কেহ যদি জাপানের কথা বলে, আপনার মানসে কি ধরণের একটা দেশের কথা ভেসে উঠে? বাংলাদেশের কথা উঠলে আপনার কি রকম অনুভুতি আসে? আপনার যা অনুভুতি আসে, আমাদের কুটনীতিবিদদের অবস্হাও অনেকটা সেই রকম, বিশ্বের অন্যদের অনুভুতিও সেই রকম।

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬

শাহিন-৯৯ বলেছেন:



আপনার দৃষ্টিতে আমাদের বর্তমান পররাষ্ট্রনীতি কি ঠিকঠাক আছে? যেহেতু আপনার দল ক্ষমতায়।
নতজানু কথা আসছে কারণ আমাদের প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী আমলা সবাই বলছে ভারত আমাদের খুবই প্রিয় বন্ধু রাষ্ট্র, ভারতের অনেক দাবী আমাদের সরকার মেনে নিয়েছে যা প্রধানমন্ত্রী সংসদ বলেছে কিন্তু প্রকাশ করে নাই, চীন বিলিয়ন বিলিয়ন ডলার কাজ করে ডলার নিয়ে যাচ্ছে সাথে ঋণের বোঝা আমাদের মাথায় দিয়ে যাচ্ছে। কিন্তু এই দুই দেশ যদি আমাদের জন্য রোহিঙ্গা বিষয় জাতিসংঘে একটু কথা বলত, মায়ানমারকে রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয় চাপ দিত তাহলে রোহিঙ্গা বিয়ষটি খুব দ্রুত সমাধান হয়ে যেত। কিন্তু দেখা গেল এই দুই দেশ আমাদের পক্ষে কথা না বলে বরং মায়ানমারকে সার্পোট দিচ্ছে তাহলে বন্ধু রাষ্ট্র বলতে কি বোঝায়? প্রয়োজনে পাশে না থাকলে কি হবে এই সব বন্ধু রাষ্ট দিয়ে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:




আমি সরকারী দলের কেহ নই।

ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশী ভালো থাকে, খারাপ থাকে; আমেরিকার ২ প্রতিবেশী: কানাডা ও মেক্সিকো; কানাডা আমেরিকার বন্ধু, মেক্সিকো বন্ধু নয়। বার্মাও আমাদের প্রতিবেশী, এবং বন্ধু নয়। আসলে, জাতি হিসেবে আমাদের একটা অবস্হান আছে, প্রোফাইল আছে; শেখ হাসিনা ইহা বদলাতে পারেরননি।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪

শাহিন-৯৯ বলেছেন:


কানাডা আমেরিকার বন্ধু কারণ কানাডা এমন কিছু করে না যা আমেরিকার স্বার্থে আঘাত লাগতে পারে কিন্তু মেক্সিকো মাদক দ্রব্য দিয়ে আমেরিকা সয়লাব করছে এই জন্য আমেরিকা তাদের বন্ধু নয়। কিন্তু আমরা আমাদের দুই প্রতিবেশীকে এমন কিছু করিনি যার কারণে তাদের সাথে আমাদের সর্ম্পক খারাপ হওয়ার কথা বরং এই দুই দেশ আমাদের দেশে মাদক পাচার করে ক্ষতি করছে।

আসলে, জাতি হিসেবে আমাদের একটা অবস্হান আছে, প্রোফাইল আছে; শেখ হাসিনা ইহা বদলাতে পারেরননি।
আশাকরি আর বদলাতে পারবে না কারণ তার নৈতিক অবস্থান এখন ভঙ্গুর।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার নৈতিক অবস্থান ভঙ্গুর হলে, জাতির প্রোফাইল আরো খারাপ হবে; দেশে সরকার গঠন করার মতো কোন ব্যক্তিত্ব নেই।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

জগতারন বলেছেন:
আমাদের দেশ ভারতের কাছে তালের উপর একটি তিল।
গাজী সাহেব এখানে একটি উদাহরন দিয়েছেন; কানাডা ও মেক্সিকো আমেরিকার দুই প্রতিবেশী হলেও কানাডা আমেরিকার বন্ধু হলেও কিন্তু মেক্সিকো বন্ধু নয়। মেক্সিকো প্রতিবেশী।
ব্লগার শাহিন-৯৯ মিয়ার বোধ হাকলে এতেই বুঝা ঠিক ছিল।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে রাজনীতি ইত্যাদি নিয়ে খুব কম পোষ্ট আসে; শাহিন-৯৯ মাঝে মাঝে লেখেন; তবে, উনার দিগন্তটা ঢাকাতেই শেষ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: নতজানু: নত অবস্থায় থাকা ‘জানু’ অর্থাৎ প্রেমিক/প্রেমিকা
বাক্যে প্রয়োগ: সব প্রেমিক/প্রেমিকাই একজন নতজানু আশা করে। কিন্তু বাস্তবে হয় উল্টোটা।
স্বজাতীয় শব্দ: নতচোখ, নতমস্তিষ্ক ইত্যাদি
বিপরীত শব্দ: উদ্ধত জানু
সমাস: নত যে জানু (কর্মধারয়)

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি অবশ্যই প্রশ্নফাঁসের আগের জেনারেশন। রাজনীতি শিখুন

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

প্যারাসিটামল খবিশ বলেছেন: আমাদের কুটনীতিকে আপনি দশ এ কত দেবেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


আমি ঠিক ১০ এর থেকে কোন নম্বর দিতে পারবো না; কারণ, ১০ একটি ভ্যালু, কিন্তু ইহা কোন স্কেলের, তা' জানা নেই।

আমি বাংলাদেশের HDI কে রাউন্ড করে দিই বরং, এবং শতকে দিচ্ছি: ৬১ ( এক শ'তে)।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬

রাকু হাসান বলেছেন:

স্বাধীন এবং কার্যকরী পরারাষ্ট্র নীতি বজায় রাখা চলা কঠিন । এখানে আরও অনেক বিষয় অনুঘটক হিসাবে কাজ করে । আমাদের দৌড় কতটুকু সেটাও একটা বিষয় । স্বাধীন পরারাষ্ট নীতি পরিচালনা করার মত কি যোগ্য লোক আছে আমাদের । বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে আমার হতাশা আছে । তবে এই কথাও মানতে হবে কিছু বাস্তবতা ও সীমাবন্ধতা মানতে হবে । এখন যেসব দেশের পররাষ্ট্রনীতি নিয়ে আমরা ঈর্ষা করি যেসব দেশের বর্তমান পরারাষ্টনীতি অতীতে ছিল না । সময়ের পরিক্রমায় পরিবর্তন হয়েছে। হয়তো আমাদেরটাও হবে ।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেশে রাজনীতিবিদ না থাকলে, প্রশাসনে কুটনীতিবিদ থাকার কথা নয়।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

শাহিন-৯৯ বলেছেন:



জগতারন পন্ডিত সাহেব আমি বুঝেই বলেছি শত্রুতার কারণ সে হিসাবে আমাদের শত্রু থাকার কারণ দেখি না সেটাই আমি বুঝাতে চেয়েছি। বন্ধু কখন হয় যখন দুইজনের সাথে স্বার্থের সবদিক মোটামুটি মিল থাকে তখন। ভারত আমাদের জন্য কিছু করছে না কিন্তু আমাদের ভারতের সব দাবি মেনে নিতে হয় তাহলে বন্ধুত্ব হয় কিভাবে?
বোধ! আশাকরি ভাষার ব্যবহার সুন্দর করবেন।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


ভারত পাকিস্তান ও বাংলাদেশকে ভয় করে।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কারো সাথে বৈরিতা নয়; সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক । এটাই ছিল আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা । এই কথাটি কে অনুসরণ করে যত সব দাবি-দাওয়া আদায় করার কৌশল অবলম্বন করতে হবে।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


দেশের প্রোফাইল খারাপ হলে, কেহ মুল্য দেয় না; সরকারকে গণ্য করে না, মানুষকে গণ্য করে না।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৬

প্যারাসিটামল খবিশ বলেছেন: কুটনীতিক সফলতার সাথে HDI এর সম্পর্ক আছে।কিন্তু দক্ষ কুটনৈতিক সক্ষমতা বলতে তো একটা বেপারও আছে।টাকার কাছেতো মানুষ জিম্মি থাকতে পারেনা।
সৌদিতে বাংগালি নারীরা নিগৃহিত হচ্ছে বছরের পর বছর।কোন বিচার তো করছেই না এখন হুমকি দিচ্ছে বাংলাগালী নাকি নেয়া বন্ধ করে দেবে কারন বাংগালীরা অভিযোগ করে বেশি।

এটাকে আপনি গরীব দেশ বলে জাস্টিফাই করতে পারবেন নাকি কিছু কুটনৈতিক ব্যর্থতাও আছে?

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


HDI যাদের বেশী, তারা শিক্ষিত, তাদের দেশে গণতন্ত্র আছে, তারা শান্তিকামী, তাদের রাজনীতি উন্নত, প্রশাসন উন্নত, তাদের সবকিছুতে দক্ষতা বেশী

১০| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০০

প্যারাসিটামল খবিশ বলেছেন: ওকে

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ

১১| ০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশের মানুষ যদি সুশাসনে থাকত, যদি সহনীয় মাত্রার ঘুষ/দুর্নীতি থাকত, যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকত, বেকার সমস্যা না থাকত, রাজনৈতিক দলাদলি না থাকত, লুটপাট না থাকত - তাহলে পররাষ্ট্রনীতি নিয়ে মাথা ঘামাত না জনগণ। ওগুলো উপরের লেভেলের কাজ কারবার...

০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষের জীবনযাত্রার মানের লেভেল জাতির প্রোফাইল তৈরি করে; সেই প্রোফাইল অনুসারে অন্য জাতিরা মুল্যায়ন করে।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনি অবশ্যই প্রশ্নফাঁসের আগের জেনারেশন। রাজনীতি শিখুন

সবাই সব কিছু পারে না। আমি রাজনীতি পারবো না। আসলে আমার কোনো মন্দ কাজ করার ক্ষমতা নেই।

০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিই হলো সবচেয়ে বড় বিদ্যা; দুষ্টরা খাদ্যে ভেজাল দেয়, রাজনীতিতেও ভেজাল দেয়; ভালোরা সবকিছুকে ভালোর দিকে নিয়ে যায়।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

আখ্যাত বলেছেন:
অনেক কিছু শিখলাম
ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতীয় প্রোফাইল বলছে, সরকার হঠাৎ করে, শুধু কুটনীতিতে কিসিন্জার হওয়ার সম্ভাবনা নেই।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৯

পদ্মপুকুর বলেছেন: নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আমিও হতাশ

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতির যেই প্রোফাইল, যেই অবস্হান আছে, হঠাৎ করে বড় কিছু করতে পারবে না।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনার লিংক পড়েছি; আমি অন্যভাবে দেখছি

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: আলোচনাটি ভাল লেগেছে। +
বাংলাদেশের প্রোফাইল কিভাবে উন্নত করা যায় বলে আপনি মনে করেন?

২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


জাপানীদের প্রোফাইল বড়, কারণ ওরা সবাই শিক্ষিত: উচ্চ শিক্ষায়, টেননিক্যাল, বিজসেস, সাহিত্য, সব কিছুতে; তারা সংস্কৃতিবান, তারা দক্ষ, তারা সত্যবাদী।

আমাদেরকে শুরু করতে হবে শিক্ষা থেকে, সরকার সবার শিক্ষার ভার নিতে হবে; বিশএস করে দরিদ্র শ্রেণীর জন্য শিক্ষাই সম্পদ।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫১

নতুন বলেছেন: আয়ামীবিরোধিরা এই রকমের সমালোচনা করে শুধুই বিরোধিতা করার জন্য। তাদের মাথায় ঘিলু নাই।

তাদের দল ক্ষমতায় থাকলেও ভারতের সাথে এই ধরনের চুক্তিই করলে তার সাধুবাদ জানাবে।

কিন্তু আয়ামীলিগ ভারত থেকে সুবিধা নেয় তাই তারা তাদের কিছু সুবিধা দিতে হয় সেটা ই অনেকে পছন্দ করেনা।

ভারত বড় দেশ তাদের সাথে আমরা পারবো না কিন্তু সম্পক`টা ভালো রেখে নিজেদের ব্যবসায় সুবিধা হয় সেই করকমের চেস্টা করলেই হয়।

নেপাল,ভুটান, ভারতকে ট্র্রেনজিট,বন্দরের মতন সুবিধা দিয়ে আমাদের অনেক ভাল হতে পারতো কিন্তু এই সুবিধাগুলি নিয়ে ভারতের সাথে সরকার তেমন লাভজনক চুক্তি করতে চেস্টা করেনা।

২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


ভারতীয়রা চতুর, কিছুটা অসৎ ধনী প্রতিযবেশী; সেটাকে মনে রেখে যদি আমাদের ব্যুরোক্রটরা যদি ভারতের জন্য একটা পলিসি গড়ে তুলতো, আমরা কইছুটা ভালো করতে পারতাম; আমাদের ব্যুরিক্রেটরা সৎ ও দক্ষ বলে আমার মনে হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.