![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাতের হত্যাকান্ডে যেই ১৬ জনের মৃত্যুদন্ড হয়েছে, তাদের মাঝে কয়েকজন ছাত্রছাত্রী আছে, এদের জীবন রক্ষা করা দরকার; এরা বন্চিত গরীব পরিবারের সন্তান হওয়ার সম্ভাবনাই বেশী। প্রথমত, দেশবাসী ও সরকার এদেরকে কিছু দেয়নি, যার ফলে এরা মাদ্রাসায় যেতে বাধ্য হয়েছে; আবার, মাদ্রাসার শিক্ষা ব্যবস্হায় বয়স অনুযায়ী এদের মানসিক উন্নয়ন না হওয়ার বিরাট সম্ভাবনা; এ'ছাড়া, সবচেয়ে বড় কথা হলো, তারা নিজের জন্য এই হত্যাকান্ড ঘটায়নি; এসব হিসেবে নিয়ে তাদেরকে বাঁচতে দেয়ার দরকার।
এই ছাত্রছাত্রীগুলোর প্রাণ রক্ষার্থে দেশের মানুষ নুসরাতের মা-বাবা ও বিচার ব্যবস্হাকে অনুরোধ করার দরকার। এদের বিচার দ্রুততার সাথে শেষ হয়েছে, এটা ভালো উদাহরণ; হত্যাকারীরা তাদের ভয়ংকর অপরাধের গুরুত্ব টের পেয়েছে ইতিমধ্যে। তবে, দ্রুততার সাথে এদের শাস্তি কার্যকর করা ঠিক হবে না।
মাদ্রাসার অধ্যক্ষের হয়ে হত্যাকান্ড ঘটানোতে, এটি আমেরিকার নিয়ম অনুসারে "প্রথম ডিগ্রি" হত্যাকান্ড নয়; বাংলাদেশেও এই ধরণের ধারা নিশ্চয় আছে; যদি "প্রথম ডিগ্রির" হত্যাকান্ড না হয়ে থাকে, ও এদের জীবনে বন্চনা ও সুযোগের অভাবের কারনে, এদের প্রাণ রক্ষা করা জাতির দায়িত্ব।
এদের হয়ে কোন মানবাধিকার সংস্হা লড়বে কিনা আমি জানি না; তবে, একই মামলায় এত বেশী সংখ্যক মানুষকে প্রাণদন্ড দেয়ায়, উচ্চ আডালত নিজের থেকে ব্যাপারটা নিজেদের আওতায় নিতে পারে; দেশের এটর্নি জেনারেলকে বিচারটি হাইকোর্টে আনার জন্য নির্দেশ দিতে পারে।
সম্ভবত, দরিদ্র পারিবারগুলো হয়তো প্রথামিকভাবে আপীল করবে; তবে, বাংলাদেশের বিচার ব্যবস্হা যেই ধরণের বিচারকদের নিয়ে গঠিত, ওখানে মানুষের জীবনের মুল্য গরুর জীবন থেকে কম হওয়ার সম্ভাবনা অনেক। তবে, হাইকোর্টে নিশ্চয় কিছু অভিজ্ঞ বিচারপতি থাকার কথা, যারা মানুষের জীবনের মুল্য বুঝতে পারবে।
যেহেতু আমাদের বিচার ব্যবস্হা খুব একটা দায়িত্বশীল নয়, হয়তো, ঊঁচু কোর্টে আপিলে এসব ছাত্রছাত্রীদের মৃত্যুদন্ড বহাল রেখে দিতে পারে; সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্টকে উদার হতে হবে; যেহেতু, বিচারটি উদাহরণ সৃষ্টি করেছে, ও অপরাধীদের সঠিক বিচার হয়েছে, এবং অপরাধীরা তাদের পরিণতি দেখছে, তাদেরকে জীবনে আরেকটি সুযোগ দেয়া যেতে পারে।
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
দরিদ্র ও বন্চিতদের ফাঁসীতে ঝুলানো অন্যায় হবে; ছাত্র হিসেবে, ও অন্যের পক্ষ হয়ে হত্যাকান্ড ঘটানোর কারণে এদের দন্ড শিথিল করতে হবে।
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৬
ইজ্জত উল্লাহ বলেছেন: এরা কি নির্দোষ??
আইনের শাসন চাই!!!
২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
এরা নির্দোষ নয়; তবে, বন্চিত শ্রেণীর মানুষ হওয়ায়, ছাত্রছাত্রী হওয়ায়, ও "সেকেন্ড ডিগ্রি" মার্ডারের ব্যাপার হওয়ায়, এদের দন্ড শিথিল হওয়া উচিত।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:০০
নতুন নকিব বলেছেন:
আইন সবার জন্য সমান হওয়া উচিত। আইনের প্রয়োগের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত।
'নুসরাত হত্যায় পুলিশ সদস্যদেরকে ছাড় দেয়া হয়েছে'- মির্জা ফখরুলের এই বক্তব্য নিয়ে আপনার অভিমত কি?
নুসরাত হত্যায় পুলিশ সদস্যদেরকে ‘ছাড় দেয়ায়’ ফখরুলের ক্ষোভ
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
আমি বর্তমানে আইনের দেশে আছি; আইন সম্পর্কে বুঝতে হলে লজিক বুঝতে হয়।
মির্জা ফখরুল একজন লিলিপুটিয়ান মানুষ, উনার কথার কোন মুল্য থাকার কথা নয়।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় তাদের শাস্তি পাওয়া উচিত। কারন তারা যদি সাহায্য না করতো তবে হয়ত আজ নুসরাত বেঁচে থাকতো।
কতটা জঘন্য মানসিকতা থাকলে একজন মানুষকে পুড়িয়ে মারা যায়। এরা বেঁচে থাকলে এর চেয়ে বড় অপরাধ করতে এদের বুক কাঁপবে না।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
মাদ্রাসার ছাত্রদের মানসিক বিকাশ তাদের সমসাময়িক স্কুল কলেজ থেকে কম বলে আমি বিশ্বাস করি, তদুপরি, ওরা নিজের হয়ে হত্যাকান্ড ঘটায়নি; এসব বিষয়গুলো ভাবুন।
বসুন্ধরার মালিকের ২ ছেলে একজন ইন্জিনিয়ারকে হত্যা করেছিলো, ওদের কিছু হয়নি; গরীবকে ঝুলানো সহজ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫১
জগতারন বলেছেন:
দেশের বিচার ব্যাবস্থা কি ব্লগার চাঁদগাজী -এর পৈত্রিক সম্পত্তি নি ???
বিচারের উপর কারও অভিমত ব্যাক্ত করার কোন অধিকার নেই।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
দেশের আইন নাগরিকে ভালোর জন্য তৈরি হয়, আইনে অধিকারও প্রতিষ্ঠা করে; বিচারের উক্সপর অভিমত থাকে বলেই উহা আপিলে যায়।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৪
জাহিদ হাসান বলেছেন: আপনি গাধার পিঠে সওয়ার হয়েছেন।
দেশকেও গাধার পিঠে তুলতে চাইছেন।
আর আমরা চাইছি দেশকে রকেটে তুলে ইউনিভার্সকে জয় করতে ।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষের জন্য ভালো কিছু করেন, দেশকে নিজের পিঠে তুলে নেন, গাধা ক্লান্ত হয়ে গেছে
৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৫
জাহিদ হাসান বলেছেন: ঠান্ডা মাথার খুনীদের ছেড়ে দিলে কি হবে জানেন?
দেশ মধ্যযুগে চলে যাবে।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি দেশে থাকার পর, দেশ যখন মধ্যযুগে যায়নি, আর কোন ভাবেই উহার মধ্যযুগে যাবার সম্ভাবনা নেই।
৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।
এই ১৬ জনের মধ্যে একজন নারী আছেন। তিনি সাত দিন আগে একটা বাচ্চার জন্ম দিয়েছেন।
আমাদের দেশে ক্ষমতাবানরা কিছু বললে, তাদের মুখে উপর না বলা যায় না। ধরুন আমি এক প্রতিষ্ঠানে চাকরি। সেই প্রতিষ্ঠানের মালিক আবার অনেক ক্ষমতাবান। এখন, এই ক্ষমতাবান লোকা আমকে বলল, একটা কাজ করতে। না করলে আমার চাকরি থাকবে না। তাই ক্ষমতাবানকে খুশি করার জন্য অন্যায় কাজ হলেও করতে হয়।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
যে নারী মা হয়েছেন, উনার মৃত্যুদন্ড কার্যকরী হওয়ার সম্ভাবনা নেই; তবে, আমাদের সরকারী এট্রনীরা ও বিচারকরা আবার ভেজাল তেল ও ফর্মালিনযুক্ত মাছ খায়।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪
আখ্যাত বলেছেন:
আপনার মতামতের বাস্তবায়নই দেখা যাবে আপিল বিভাগে
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
ছাত্রছাত্রীদের রক্ষা করাই হবে সঠিক বিচার।
১০| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১১
আল ইফরান বলেছেন: এই রায় উচ্চ আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে পরিবর্তন হয়ে যাবে আর বেশকিছু আসামী জামিন পেয়ে ফেরারি হবে। হয়তো কয়েক বছর পরে কেউ কেউ প্রেসিডেন্টের কাছে ক্ষমাভিক্ষা পেয়ে যাবে।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
সম্ভব; তবে, বিচারটির গতি দেখেছেন?
বাংলাদেশ গরীবদের ঝুলাতে সময় নেয় না।
১১| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
চাঁদগাজী ভাই,
হত্যা নানা ধরনের হয়ে থাকে, তার মধ্যে অন্যতম আকস্মিক হত্যা, পূর্ব পরিকল্পিত হত্যা, নুসরাত হত্যাটি পূর্ব পরিকল্পিত হত্যা, দীর্ঘদিন সে যৌন হয়রানী হয়ে আসছে তারপর তার মুখ চিরোতরে বন্ধ করার জন্য একটি শক্ত পরিকল্পনা হয়, এই পরিকল্পনায় কার কার কি ভূমিকা সব সাজানো হয়। প্লট সাজানো। এখানে কে নির্দোষ? এখানে মেয়ে বলে কে ছাড়া পেয়ে যাবে!? - যার কাজ ছিলো নুসরাতকে হত্যার জন্য প্ররোচিত করে নিয়ে আসা এবং তার গায়ে ঠান্ডা মাথায় কেরোসিন ঢেলে দেওয়া!
চাঁদাগজী ভাই এটি সাজানো ও পূর্ব পরিকল্পিত হত্যা - এখানে আর কোনো আপিলের ব্যাবস্থাই রাখা উচিত না। এক মাত্র মার্সি পিটিশন ছাড়া।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
পরিকল্পিত হিসেবে এই মামলা থেকে রক্ষা পাওয়া কঠিন হবে; তবে, পরিকল্পনা কি ছাত্রছাত্রীদের থেকে এসেছে, নাকি মুল হোতাদের থেকে এসেছে?
১২| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: যাদের বয়স কম, তাদের ক্ষেত্রে পুণঃবিবেচনা করা দরকার।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
মাদ্রাসার সমস্যা হলো, ওখানে পড়ার সময় অনেকেই আদু হয়ে যায়; দেখা যাক, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপীল কতদুর যায়; এরা সবাই গরীব।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬
করুণাধারা বলেছেন: ঠাকুর মাহমুদের সাথে সহমত। ৯,১০,১১ নম্বর মন্তব্যে লাইক।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনার নিজস্ব মতামত আমি কমই দেখেছি, যখনই নিজস্ব দেবেন, উহা বরাবরই দুর্বল হবে।
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বঙ্গবন্ধু হত্যা মামলায় যে রায় দেওয়া হয়েছিল সেখানে প্রথমে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছিল। সেটা সম্ভব না হলে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার কথা বলা হয়েছিল। আলোচ্য মামলার রায়ে ও প্রথমে খুনীদেরকে পুড়িয়ে মারার কথা বলা উচিত ছিল। সেটা সম্ভব না হলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা দরকার ছিল।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
পুড়িয়ে মারার কথাও এসেছিলো? বিচারকের বউ ভেজাল তেল দিয়ে ফরমালিনযুক্ত মাছ খাওয়ায়েছিলেন বিচারককে।
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৮
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ন্যায় বিচার করতে গেলে আবেগ কাজ করলে ন্যায় বিচার হবে না। অন্যায় সব সময় অ্ন্যায়। নুসরাত হত্যায় যারা জড়িত ছিল তারা কোন সাধারণ অপরাধী নয়, যা তাদের ক্ষমার করা যায়।বাংলাদেশের প্রচলিত আইনে যে শাস্তি পাওয়া উচিৎ তা রায়ের পর কার্যকর করতে পারলেই জনগণের সন্তুষ্ট হওয়া উচিৎ। এটাই দেশের আইন হওয়া উচিৎ।
২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
এই বিচারের মাঝেই আবেগ আছে, এক ঘটনায় ১৬ জনই মৃত্যুদন্ডের মতো অপরাধ করার সম্ভাবনা খুবই কম।
১৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২
আনসারী বলেছেন: ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদন্ডের পক্ষে নয়। তারপরও বলব এই ঘটনায় সবাইকে সমানভাবে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার যৌক্তিকতা কতটুকু। এক্ষেত্রে সবাই তো সমান অপরাধী নয়। যারা সরাসরি পুড়িয়ে মেরেছেন তাদেরকে ফাসির রশিতে নয় পুড়িয়ে মেরে শাস্তি কার্যকর করা হোক। সরকারকে আন্তরিক অভিনন্দন। সরকার আন্তরিক হলে অনেক কিছুই সম্ভব। আবরার ফাহাদ হত্যাকান্ডে দ্রুত বিচার নিস্পত্তি হোউক এই প্রত্যাশা করি।
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
এক হত্যাকান্ড ১৬ জনের মৃত্যুদন্ড, একটু অস্বাভাবিক; ইহাতে সমস্যা আছে
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
বঙ্কু বাবু বলেছেন: অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি রায় হয়নি বলে আমি মনে করি। একটা অপরাধে সবার ভূমিকা সমান থাকে না এই সাধারণ বিষয় কে না জানে?
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
শিক্ষাংগনে এসব ঘটলে, ভাবার সময় হয়েছে, সমস্যা কি!
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবরারকে যারা হত্যা করেছে তারাও ছাত্র।
ছাত্র বলে অপরাধীকে খালাস দেওয়া হবে কি?
বয়সের তারতম্যভেদে সাজার মাত্র কম বেশী
করা যেতে পারে। তবে এক যাত্রায় ভিন্ন ফল
হবার কথা নয়। আইন তার নিজস্ব পথে চলবে।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে যে লোক হত্যা করেছে, উহার অনুসারী আছে এই দেশে ৬/৭ কোটী; এখানে সঠিক বিচার হওয়ার সম্ভাবনা কম। বুয়েট হত্যা বেশ কম্পিকেইটেড হবে।
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭
জাতির বোঝা বলেছেন:
ফুলেল শুভেচ্ছা
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৯
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব আমার সহব্লগার।
২০| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০০
আল ইফরান বলেছেন: বিচার হয়েছে মিডিয়া ট্রায়ালের অংশ হিসেবে, যেমনটা হয়েছিলো নারায়নগঞ্জের সেভেনে মার্ডারের ক্ষেত্রে। সেই মামলার আসামী তারেক সাইদ বিএসএমএমইউতে সুখে-শান্তিতেই নাকি আছে। আজকের জান্নাতি মার্ডারের কেইসটা দেখেছেন নিশ্চয়ই?
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
জান্নাতি মার্ডারের কেইস কোনটা?
আপনি সঠিক, বেশীরভাগ দরিদ্ররা যুক্ত থাকাতে সোনাগাজীর কেইসে তারাহুড়া করে ১৬ জনকেই ফাঁসি দিয়ে দিয়েছে; আসামীদের পক্ষে বড় উকিল মুকিল নেই।
২১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪১
সুপারডুপার বলেছেন: যারা হত্যা করছে তারা তো নিজেদের ইসলামের লোক বলে দাবি করে। ইসলাম অনুসারে তাদের শাস্তি অনুরূপ যে ভাবে তারা হত্যা করেছে।
ইসলাম মানলে তো হাসি মুখে হত্যার শাস্তি তাদের মেনে নেওয়ার কথা ছিল। ব্রেইন ওয়াশ হয়ে অন্যকে হত্যা করবে; কিন্তু যে বিদ্যা / বিদ্যার গুরু দ্বারা ব্রেইন ওয়াশ হয়েছে, সেই বিদ্যা অনুসারে হত্যাকারীর শাস্তি মেনে নিবে না ! অবাক ই লাগে !
আমি ব্যক্তিগত ভাবে সর্বদায় মৃত্যুদন্ড শাস্তির বিরোধী। কারণ, (১)জীবন নেওয়া যদি শাস্তি হয়, জীবন দেওয়া পুরস্কার হওয়া উচিত। কিন্তু মানুষ জীবন নিতে পারলেও , জীবন দিতে পারে না ! (২) হত্যা যদি একটি খারাপ কাজ হয়, হত্যার শাস্তি হত্যা দিয়ে , কিভাবে হত্যা প্রতিরোধ সম্ভব !
বাংলাদেশ যদি শিক্ষিত ও চিন্তাশীল দেশ হত, তাদেরকে মানসিক স্কুলে পাঠানো যেত, তাদের ব্রেইন ওয়াশের সঠিক কারণ উদঘাটন করে তাদেরকে মানসিক ভাবে সুস্থ করা যেত। ভবিষ্যতে কেউ যেন এইরকম ব্রেইন ওয়াশড না হয় , সেই ভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেত।
দুঃখ এখানেই বাংলাদেশে এই রকম দেশ না। এখানে আসামী জেলে থেকে আরও বড় আসামী হয়ে বেড়িয়ে আছে। এই রকম দেশে প্রমানিত খুনির শাস্তি কি হওয়া উচিত, ভেবে চিন্তা করে বের করা অনেক মুশকিল !!!
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
দেশ যদি আধুনিক ভাবনায় চলতো, দেশের শিশুদের পড়ানোর ভার মোল্লাদের হাতে যেতো না। সরকার শুধু বসুন্ধরা, ওরিয়ন, বেক্সিমকো'দের নিয়ে ব্যস্ত আছে; গরীবদের ফাঁসিতে ঝুলায়ে দেশে বিচারের উদাহরণ সৃষ্টি করে।
২২| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাদ্রাসা হোক আর বাংলা/ইংরেজী মিডিয়ামের হোক খুন করলে ফাঁসি হবে এটা প্রাইমারীতেই সবাই জেনে যায়। বর্তমান সোশাল মিডিয়া ও মোবাইলের যুগে দেশের আইন ব্যবস্থা হিসেবে নূন্যতম জ্ঞান সবারই থাকে। মৃত্যুদন্ড আমেরিকাতেও আছে। সমাজে পরিবর্তনের জন্য ক্যাপিট্যাল পানিশম্যান্টের দরকার আছে...
এই রায় টা আসলে সুপ্রীম কোর্টে টিকবে না সেটা বোঝার জন্য আইনের ছাত্র হওয়া লাগবে না। বাংলাদেশে এখনো কোন নারীর মৃত্যুদন্ড কার্যকর হয়নি। নারী আসামীরা বেঁচে যাবে। ফাঁসি হবে ৪/৫ জনের। বাকীদের যাবজ্জীবন আর জেল হবে। কারণ, যারা পাহারা দিয়েছিল আর মিথ্যা তথ্য দিয়ে নুসরাতকে ছাদে নিয়ে গিয়েছিল তারা সহজেই কোর্টে বলবে, আমরা জানতাম না নুসরাতকে হত্যা করা হবে। ঠিক একই ভাবে বুয়েটের আবরার হত্যাতেও ১৯ জনের মধ্যে বেশীরভাগ বেরিয়ে যাবে চরম শাস্তি থেকে। কারণ, তারা হত্যার জন্য তাকে মারেনি। এটাই আইন!
২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
এ রকমই হবে।
২৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
নতুন বলেছেন: দৃস্টান্তমুলক সাজা দরকার ছিলো সেটা সরকার করতে পেরেছে সেটা ভালো লেগেছে।
সবাই এটাই মনে রাখবে যে ১৬ জনের ফাসি হয়েছিলো। বিচার হয়েছিলো, দ্রুত সময়ে বিচার হয়েছিলো।
হত্যায় যারা আগুন দিয়েছে, হাতপা ধরে রেখেছিলো, হুকুম দিয়েছিলো তারা বাচতে পারবেনা।
বাকিদেরও বেশির ভাগ যাবতজীবন কারাদন্ড হওয়া উচিত।
এরা যে বোঝে না তা না, এদের কাছে জান জিঙ্গাসা করেন তারা বুঝেই করেছে।
পন্ডিতে বোঝে আকারে ইঙ্গিতে আর মূখে বোঝে গুতায়, তাই সমাজে যেই মূখ`দের সামনে এই রকমের দৃস্টান্ত থাকলে তারা বুঝতে পারবে যে তারা আকাজ করে পার পাবেনা।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
এই রকমই ঘটবে।
সরকার এই বিচারটা কম সময়ে করেছে, বিচার বিভাগ ইচ্ছা করলে কাজ করতে পারে।
২৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার মতে অপরাধীরা কোনোরকম সহানুভূতি পাওয়ার যোগ্যতা রাখে না। কারণ তারা জানতো নুসরাতের সংগে কী ঘটেছে বা ঘটছে। তারা অধ্যক্ষের অপরাধের বিরুদ্ধে কিছু বলেনাই। প্রতিবাদের বদলে সহযোগিতা করেছে। তাই তাদের অপরাধ ডবল। সময় মতো যদি তারা নুসরাতের পাশে দাড়াতো, প্রতিবাদ করতো, তাহলে নুসরাত বেঁচে থাকতো। সুন্দর একটা জীবন পেতে পারতো।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি ঠিক বলেছেন।
আবার ভাবেন, মাদ্রাসায় কাহারা পড়ে, কাহারা পড়ায়, কি পড়ায়?
২৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৫
কিরমানী লিটন বলেছেন: চিন্তা করবেন না ভাই। এরা ঠিক ছাড়া পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে আবরারের হত্যাকারীরাও- ওরাও কম বয়েসী সেই সাথে মেধাবী। সবাই রাজনৈতিক পোষ্য। বিশ্বজিৎ হত্যাকারীদের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আপনাকে সে আশ্বাস দিতে পারি।
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
আমিও চাই, যারা ছাত্র, তাদেরক্বে যেন মৃ্ত্যুদন্ড দেয়া না হয়; এরা ভয়ংকর অপরাধ করেছে সত্য, কিন্তু মেরে ফেলা সমাধান নয়।
২৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২
বাংলার জামিনদার বলেছেন: বিচারকরাই এ ব্যাপারে ভাল বলতে পারবেন। তবে আইন সবার জন্য সমান ভাবে চলেনা এটা মনে হয় দুনিয়ার সব জায়গায়ই কম বেশি সত্য।
২৭| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৬
খায়রুল আহসান বলেছেন: আইনকে তার নিজস্ব গতিতেই চলতে দেয়া উচিত, আমি এ মতবাদে বিশ্বাসী। তবে আপনি বিষয়টি যে দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং তা ব্যাখ্যা করেছেন, উচ্চতর আদালতে সেটারও আইনী বিচার বিশ্লেষণ করা যেতে পারে। আশাকরি, উচ্চতর আদালতের বিচারকদের মধ্যেও কেউ কেউ আপনার মত করে ভাববেন। তবে যারা বুঝে শুনে হত্যা করেছে, হত্যার আদেশ দিয়েছে, তাদেরকে কোনক্রমেই ক্ষমা করা যাবে না।
আপনি এখন কোথায় আছেন, কেমন আছেন? ব্লগে অনেকেই আপনার কথা ভেবে ভেবে পোস্ট দিচ্ছেন, মন্তব্য করছেন। আশাকরি, অসুস্থ না হয়ে থাকলে, ব্লগে এসে দু'কলম লিখে সবার উৎকন্ঠা দূর করে যাবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তাদের বয়স যেহেতু কম বিষয় টি ভেবে দেখার মতন। মৃত্যু ভালো লাগে না আমার।