নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শতাব্দী রায়কে দেয়া আমার প্রতিশ্রুতিটা

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৮



শতাব্দী রায় মাত্র ১০ মিনিটের পরিচিত একটি তরুণী; শতাব্দী রায়কে দেয়া আমার প্রতিশ্রুতিটা আমি রাখতে পারিনি, কথাটা মনে এলে আমার কষ্ট লাগে। আমাদের গ্রাম থেকে ৪ মাইল উত্তর পশ্চিমে একটি গ্রামে, এক দুপুরে, ২০ বছরের একটি মেয়ের সাথে আমার ১০ মিনিটের আলাপ হয়েছিলো, নাম শতাব্দী রায়; শতাব্দী এসএসসি'তে ফেল করেছিলো; আমি কথায় কথায় তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমি তাকে পড়িয়ে এসএসসি পাস করতে সাহায্য করবো। শতাব্দী রায়কে দেয়া আমার প্রতিশ্রুতিতা আমি রাখতে পারিনি, শতাব্দীর কথাটা অনেক বছর আমার মনে পড়েনি, সম্প্রতি মনে পড়েছে, আমার খুবই খারাপ লাগছে; ভাবছি, সে কেমন আছে।

২০১২ সালের কথা, আমি তখনো প্রবাসে চাকুরী করতাম; পরেদিনই আমি বিদেশে চলে যাবো; মেঝো ভাইয়ের শ্বশুর বাড়ীতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ ছিল, এলাকাটা আমার খুব একটা জানাশোনা ছিলো না; সব সময় মুল রাস্তা হয়ে গিয়েছি, চলে এসেছি। সেদিন দুপুরে খাবারের পর, আমি পায়ে হেঁটে বাড়ী রওয়ানা দিলাম, মুল রাস্তা ছেড়ে, গ্রামের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা হয়ে, পূর্বদিকে যাচ্ছিলাম; একটা ছোট পুকুরের পূর্ব-পাড় হয়ে রাস্তা গিয়েছে; পুকুর পাড়ে, রাস্তার পাশে একটা ছোট কুল গাছ, অনেক কুল ধরে আছে, কুল পাকার শুরু করেছে। আমি হাত বাড়িয়ে ৩/৪টা কুল নিলাম। পুকুরের পশ্চিম পাড়ের ঘাঁটে ঘোমটা পরা একজন নারী হাঁড়ি পাতিল পরিস্কার করছিলেন, লম্বা ঘোমটার জন্য মুখ দেখা যাচ্ছিলো না, এবং আমি অত দুরে পরিস্কার দেখিও না।

নারী দাঁড়ি্যে আমাকে বললেন,
-এই যে ভদ্ররলোক, পরের গাছের কুল নিতে অনুমতি নিতে হয়, সেটা কি জানা নেই?
-আমি তো পরের গাছ ভাবিনি, নিজের মানুষদের গাছ ভেবেছি!
-তাই নাকি? নিজের মানুষকে চিনতে পারছি না কেন?
-দুরে থাকলে কি করে চিনবেন, কাছে আসেন।
-আসছি।

তিনি হাঁড়িপাতিল রেখে, হাত ধুয়ে কাছে এলেন; ২০/২১ বছরের হালকা পাতলা গঠনের সুশ্রী শ্যামলা তরুণী; হাসি হাসি মুখ। আমি সালাম দিলাম, উত্তরে তিনি সালাম জানানোর পর, নমস্কারও করলেন; হিন্দু তরুণী; নাম, শতাব্দী রায়; অসম্ভব সুন্দর নাম। আমার নাম ঠিকানা জামানাম।

-আপনাকে এই এলাকায় কোনদিন দেখিনি, শতাব্দী বললেন।
-আমি কাজ উপলক্ষে বিদেশে আছি বেশ কিছু সময়। আপনি কি করেন?
-এই যে দেখছেন, সংসার করছি!
-সংসারে কে কে আছেন?
-মা আর আমি। এক ভাই আছেন, বড় ভাই, ঢাকায় থাকেন, কিসব রাজনীতি করেন! বাড়ী আসেন না।
-ঢাকা থেকেই বাড়ী আসেন না?
-চাকুরী বাকুরী নেই, মনে হয়, সেজন্য আসেন না।
-আপনি পড়ালেখা করেছেন, বা করছেন।
-আমি এসএসসি ফেল করেছি, ৪ বছর হয়ে গেছে!
-কয়বার পরীক্ষা দিয়েছিলেন।
-একবার মাত্র।
-কিসে কিসে ফেল করেছেন?
-মনে হয়, সবকিছুতে; আমি ইংরেজী, অংক, বিজ্ঞান পারি না!
-তাই? সমস্যা নেই, আমি আপনাকে এগুলো সবগুলো পড়াবো; পাশ করা কোন সমস্যাই না, আপনি শুধু পাশ করা নয়, তার থেকে অনেক ভালো করবেন!
-আপনি আমাকে পড়াবেন?
-অবশ্যই পড়াবো।

খুশীতে শতাব্দীর চোখগুলো চিকিচিক করে উঠলো; ওর জন্য মনটা বেদনায় ভরে গেলো। সন্ধ্যার বাসে আমার ঢাকায় যাবার কথা, পরেরদিন আমার ফ্লাইট; আমি কথা বাড়ালাম না, বিদায় নিয়ে চলে এলাম। আমি প্রায় শ'খানেক গজ সামনে আসার পর, পেছনে ফিরে দেখলাম, শতাব্দী সেখানে দাঁড়ায়ে আমার চলে যাওয়া দেখছে।



মন্তব্য ৯৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাজটা কী ঠিক হলো গাজী ভাইয়া

বেচারী কত আশা করছিলো হুহ ...

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


এই নিয়ে আমার মনে অনেক কষ্ট

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাহলে আপনার চোখের সমস্যাটা অনেক আগ থেকেই ছিল! দু'আ থাকলো ভালো হওয়ার। যদিও জানি আমার দু'আ খুব একটা কম কবুল হয় ;)


আমরা আমাদের জীবনে এমন অনেক শান্তির বাণী আওরাই, বাস্তবায়নে চেষ্টা করি না যে এমন না। অনেক সময় চেষ্টা করেও যখন কারো জন্য কিছু করতে পারি না তখন খুবই কষ্ট লাগে। এই যেমন শতাব্দী রায়ের ক্ষেত্রে আপনার। আশাকরি মেয়েটা ভালো আছে। আপনিও ভালো থাকবেন চিরন্তন।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



আমি অনেক কথা বেমালুম ভুলে যাই, এই সমস্যাটা ছিলো আজীবন; চোখের সমস্যাও ছিলো আজীবন।
আশাকরি, শতাবদী ভালো আছে।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কথার কথা দিয়েছেন। কথা রাখার কথা দেন নি।

কুল পাকা শুরু করেছে। পাকার নয়।

দাড়িয়ে হবে।
পূর্ব হবে।
শতাব্দী বানান কোথাও শতাবদী হয়েছে।

ভিতরে প্রতিশ্রুতি বানান ভুল হয়ে আছে।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



আসলে, এটা বানান ভুলে কাহিনী হয়ে গেছে, দেখছি!

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
শতাব্দি রায় অবস্যই ভালো আছেন, কেনো বলছি ভালে আছের তা ব্লগে বিস্তারিত বলতে চাচ্ছি না, তবে তিনি ভালো আছেন, আপনি মন খারাপ করবেন না। আমরা নানা স্থানে থেকে জীবন যুদ্ধ লড়ি, সবার কিছু না কিছু ব্যাথা দুঃখ কষ্ট থাকে - এটিই মানব জীবন। প্রযুক্তি অনেক উন্নত এখন পরিচিত অপিরিচিত কারো খোঁজ নেওয়া নট এ বিগ ডিল! আপনি খোঁজ নিন - তিনি ভালো আছেন, যদি প্রয়োজন মনে করেন তার জন্য তার সন্তানদের জন্য কোনো উপহার পাঠাতে পারেন। তবে মনোকষ্ট নিয়ে ভাবনার প্রয়োজন নেই। আপনি খোঁজ নিন একটি বার, তাহলে আপনার চিন্তা ভাবনা সব শান্তিতে রূপ নেবে।

শতাব্দি রায় ভালো আছেন। তবে আশা করি কথাটি নয় - আপনি তাঁর একটি খোঁজ নিন। এটি একটি বড় আনন্দের দিন হবে। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক অনেক উন্নত। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে আরেকটি পোষ্ট দিন। আমরা সবাই অপেক্ষায় রইলাম।


২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


সঠিক, আমাকে জানতে হবে, সে কেমন আছে; না হয়, আমার মনে একটা অশান্তি লেগে থাকবে।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৭

হাসান রাজু বলেছেন: আমি তাই সাধারণত কাউকে আশা দেই না। আমাকে দিয়ে ‘চেষ্টা করব‘ এটা বলানো ও বেশ কঠিন। জানি, এরপর কিছু করতে পারলে যে পাবে তার আনন্দ অনেক বেশি থাকবে।
আপনার বয়স হয়েছে। প্রায়ই পিছনে ফিরে যেতে চাইছেন। তাই স্মৃতি মনে পড়ছে। মনকে কষ্ট দিচ্ছে।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আমি কথা বলার সময় ভাবি না, মনে হয়।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৪

তারেক_মাহমুদ বলেছেন: আহা বেচারি!!! তবে প্রতিশ্রুতি দেওয়ার সময় চিন্তা করা উচিত রাখতে পারবো কি না।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



সঠিক

৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫

রক বেনন বলেছেন: কেমন আছেন শ্রদ্ধেয়?

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো! আপনি কি সামুর সাথে আটকা পড়েছিলেন? আশাকরি, ভালো আছেন!

৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪২

তারেক ফাহিম বলেছেন: শতাব্দির কথাতো আগে শুনিনি। রাজনীতি নিয়েতো ছিলেন।
হঠাৎ আজ মনে পড়লো!
যাদের জন্য মন খারাপ হয়, তাদের কথাতো বার বার বলতে অনেককে দেখেছি।

শত দিন পর শতাব্দির কথা মনে হল, শতাব্দি ভালো থাকুক।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:




আমি ভয়ানক কাজ করেছি; আমি কি করে ওকে ভুলে ছিলাম, আমি জানি না

৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি আপনার চাকরিতে চলে যাবেন তাহলে কেন তাকে পড়াবেন কথা দিলেন??
আবেগে??
মেয়েটা কি সুন্দরী ছিলেন??

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমি সব সময় ভাবতাম, আর বছর খানেক চাকুরী করে শেষ, আর বিদেশ যাবো না।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: মেয়েটা এখন কোথায়?
বেঁচে আছেন?
তার খোঁজ খবর কিছু জানেন??
খোজ খবর কখনও নিয়েছেন??

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


আশা করছি, সে ভালো আছে! সে চট্টগ্রামের গাঁয়ের মেয়ে, সেসব এলাকার লোকজন ভালো; আমি খোঁজ নেবো

১১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলতি পথে এমন অনেক কথা, প্রতিশ্রুতি আমরা ভুলে যাই সময়ের সাথে...

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি এই ব্যাপারটি একেবারেই ভুলে গিয়েছিলাম, জগন্য অবস্হা

১২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শিরোনামে মেয়েটির নাম দেখে কোলকাতার বাংলা ছবির নায়িকা শতাব্দী রায়ের কথা মনে হয়েছিল। যাই হোক, এরকম ঘটনা (কথা দিয়ে কথা রাখতে না পারা) আমার জীবনেও ঘটেছে। এ জন্য আমিও সব সময় অনুতপ্ত বোধ করি।

আপনার চোখে কী মায়োপিয়া প্রবলেম?

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


মেয়েটির জন্য মনে অশান্তি, তার খোঁজ নিতে হবে।

আমার চোখে ফিজিওলোজিক্যাল প্রবলেম, এর ফলে কম বয়সে ক্যাটেরাক ফেটেরাক ও অন্যন্য সমস্যা দেখা দিয়েছিলো।

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: চট্টগ্রামের কোন গাঁয়ের ? জানালে একবার খোঁজ নেওয়ার চেষ্টা করতাম আপনার জন্যে ।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:



উত্তর চট্টগ্রামের মিঠানালা গ্রাম।
আপনার আপনি কোন এলাকার? ধন্যবাদ, আপনি খোঁজ নিয়েন না, আমি নিজেই যাবো; সে এখন ২৭/২৮ বছরের নারী

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: বিশ্বাস ভঙ্গকারী হয়েও আপনার অনুশোচনা এটা ভালো লক্ষন।ক্যারি অন।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমার জন্য, কষ্টকর একটা স্মৃতি

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: তবে আমার মনে হয় মেয়েটা আপনার কথা অতো সিরিয়াসলি নেয়নি বা ভুলেও গেছে! একবার দেখা করতে পারেন তার সাথে।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



আমি খোঁজ নেবো।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

মোস্তফা সোহেল বলেছেন: মনে হচ্ছে ছোট একটা কষ্ট এখন আপনার কাছে বড় হয়ে ধরা দিয়েছে।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


মেয়েটা আশাহত হয়েছে, এটা একটা বড় ধরণের ভুল

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনি একজন ব্লগারকে ব্লগিং নিয়ে পড়ানো শুরু করুন। আফসোসটা আর থাকবে না, মনে হয়।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমার চিন্তা ভাবনা অনেক ব্লগারের উপর প্রভাব ফেলেছে, মনে হয়।

১৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

সোহানী বলেছেন: হুম কষ্টটা এখনো আপনার মনে গেথেঁ আছে তাই শতাব্দীকে ভুলতে পারছেন না। এটাই কিন্তু একজন শতাব্দীর বড় পাওয়া সেটা কি আপনি জানেন? হয়তো শতাব্দী কখনই জানতে পারবে না আপনার কথা তারপরও কোন এক বিকেলে সে আপনাকে মনে করবে।.....

এরকম কত কথাই আমরা দেই কিন্তু মনে রাখি কি???

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



সে হয়তো ভুলেও গেছে, আমার মনের মাঝে ভাবনাটুকু কষ্ট হয়ে রয়ে গেছে

১৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

শায়মা বলেছেন: ভাইয়া এখন গান গাইতে হবে তোমাকে.....

মনে পড়ে শতাব্দী রায়
ব্লগেতে তোমাকে আজ আমি কত করে ডেকেছি....
আর আমরা গাইবো.......
তাই দেখে ভাবীজি বকা দিলো তোমাকে আমরাও লুকিয়ে যে দেখেছি......

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমার স্ত্রী নিয়মিত সামুর পোষ্ট পড়েন।

২০| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: কাউকে কথা দিয়ে কথা না রাখতে পারাটা বড় কষ্টের । আশাকরি শতাব্দীর সাথে দেখা করলে সে বুঝবে আপনি যে তাকে ভুলে যান নি এতেই সে অনেক খুশী হবে চাঁদগাজী । বাংলাদেশের মেয়েরা বড্ড নরম মনের ।
+

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমার ভয়ংকর ভুলগুলোর মাঝে এটি বড় একটি

২১| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

তরুন ছিল রংগিন বলেছেন: হতাশ হওয়ার কিছু নাই ভাই,, যা আছে তা নিয়েই চালিয়ে যাবো। ইনসাআল্লাহ্‌ ....।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের পোষ্টে গিয়ে, নিজের পোষ্ট পড়ার আমন্ত্রণ জানানো সমস্যা হতে পারে, মনে হচ্ছে!
আত্মবিশ্বাস মানুষযকে শক্ত ব্যক্তিত্বের অধিকারী করে।

২২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গাজী সাহেব আপনি যে একজন অনেক বড় মনের মানুষ তারি প্রমাণ রাখে গল্পটির মূল চরিত্র নির্মাণে কেননা আমরা শতার্বিদের মনে রাখি না রাখতে চাইনা তাদেরকে আশাহতো করি এ যেনো আমাদের চরিত্র আপনি কোন ভূল করেছেন কি না জানি না বে মনে হয় সবাই এমন করে এখন এমন করাটাই যেনো মানুষের চরিত্র হয়ে গেছে। তবে বেলা শেষে হয়তো কারো কারোর মনে পড়ে তাদের। ভাল থাকুন সবসময়।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



আমিও সবার মতো সাধারণ বাংগালী মানুষ।

২৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০১

শায়মা বলেছেন: লেখক বলেছেন:
আমার স্ত্রী নিয়মিত সামুর পোষ্ট পড়েন।


তাই নাকি ভাইয়া!!!!!!!

আমার কমেন্টটাও পড়লেন নাকি!
আর তোমার লেখা সব কমেন্টও পড়েন!!!!!!!!! #:-S

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনারটা আজ বিকেলে নিশ্চয় পড়বেন, এখন উনি ব্যস্ত; আমার কমেন্ট পড়ে হাসেন, আমার কমেন্ট পছন্দ করেন।

২৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১১

শায়মা বলেছেন: লেখক বলেছেন:
আপনারটা আজ বিকেলে নিশ্চয় পড়বেন, এখন উনি ব্যস্ত; আমার কমেন্ট পড়ে হাসেন, আমার কমেন্ট পছন্দ করেন।

আহা ভাইয়া তাই বুঝি তুমি ভাবীকে হাসাতেই সবাইকে ওমন চাঁছাছোলা মন্তব্য দিয়ে কাঁদাও, রাগাও, মার মার কাট কাট করে তেড়েও আসাও!!!!!!!!
হা হা হা হা ভাইয়া তোমাদের দুজনের একখানা ছবি দিও! আমরা কিংবদন্তী চাঁদগাজী ভাইয়াকে সপরিবারে দেখিতে চাহি। :)

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমি মনে করি যে, আমার মন্তব্যগুলো ভালো, কিংবা ভালোর কাছাকাছি; সামুতে অনেকের মন্তব্যের কোন মুল্য নেই, অনেকের মন্তব্য ব্লগের মন্তব্যের ষ্টানডার্ডের মাঝে পড়ে না, এবং অপ্রয়োজনীয়।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



স্যরি, ছবি দেয়ার ব্যাপারে সামান্য সমস্যা আছে।

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৬

ইজ্জত উল্লাহ বলেছেন: প্রথম লাইনে ভুল আছে .......... পরিচিতে কি ???

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



স্যরি, টাইপো

২৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: মানুষ আসলে কোনো কিছুই ভুলে না।
হুটহাঁট এক আধদিন পুরোনো অতীত মনে পড়ে যায়।
প্রকিতির এই খেলা বড় রহস্যময়।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


মানুষের মগজ সময় ও অবস্হা বুঝে কোন একটা স্মৃতির উপর আলোকপাত করে।

২৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: শতাব্দী রায় আর আপনি দুজনেই ভালো থাকুন। অনেক কিছুই বাস্তবে হয়ে ওঠে না।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাস্তবতাq আমাকে হতবাক করেছে।

২৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫

আল ইফরান বলেছেন: এইধরনের দীর্ঘমেয়াদি মনঃকস্টের কারন এড়ানোর জন্য আমি চেস্টা করি ভাবাবেগের বশবর্তী হয়ে কথা না দেয়ার। আমাদের সীমিত জীবনে সীমিত পরিমান প্রতিশ্রুতি রাখাই ভীষণ দায়।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমার একটা সমস্যা, আমি মানুষকে অসুবিদায় দেখলে যেসব আশার কথা বলে, ও আশা দিয়ে থাকি, এটা অনেকে সময় আকাশ কুসুম।

২৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৫

বিড়ি বলেছেন: এই রকম স্মৃতিগুলো হুটহাট কোথা থেকে আসে আর কয়েকটা দিন নস্ট করে ফেলে , আশা করছি তার খোঁজ পাবেন এবং এই অপরাধ বোধ থেকে মুক্তি পাবেন ।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


আশা করছি

৩০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯

কিরমানী লিটন বলেছেন: যা হয়নি বা যা হওয়া উচিৎ ছিল না, অথবা যেটা চান নি কিংবা পান নি - তা নিয়প হতাশ হয়ে নিজেকে পুড়াবেন না। দেবদাস, মজনু, ফরহাদরাই শুধু পুড়ে - পাগল হশ কষ্ট পায়। অথচ পার্বতী, লাইলি শিরিরা সুখে শান্তিতে ঘরকন্যায় ব্যস্ত থেকে উর্বর জমিতে দিব্যি সন্তান উৎপাদনে ব্যস্ত। আপনার শতাব্দী রায়ও ভালোই আছে। খোঁজ নিলে দেখবেন, একই জমি জমা চার পাঁচজনের কাছে বিক্রি করে স্বামী সন্তান নিয়ে কলকাতায় পাড়ি জমিয়েছে।
তবু, ভালোবাসা বেঁচে থাকুক - অন্তরে।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমি নিজেই হিন্দু মেজরোরিটি গ্রামে মানুষ হয়েছি, ওরা (মঈনোরিটি মোনভাব আমাকে বরাবরই কষ্ট দিয়েছে) যেকোন দেশের মাইনোরিটির মতোই জীবন যাপন করে থাকে।

৩১| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২০

কিরমানী লিটন বলেছেন: এই প্রথম পরাজীত গাজী দেকলাম ভাই.....

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


ব্লগে হয়তো এটা প্রথম প্রকাশ, কিন্তু আমার পরাজয়ের পরিমাণ জয়ের থেকে অনেক অনেক বেশী

৩২| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে বিষয়টি এমন দাড়াঁয় যে,
আপনি মানুষকে কথায় কথায় অনেক প্রতিশ্রুতি দেন
তাই ভুলে যান ।

..................................................................................
এই প্রযুক্তির যুগে একজন গ্রামের সহজ সরল মেয়েকে মোবাইলে
যোগাযোগ করাটা মোটেই কষ্টকর নয় ।
..................................................................................
সাকিব যে অপরাধ করেছে আমি মনে করি , তার চেয়ে আপনার
প্রতিশ্রুতি ভঙ্গ আরও গুরুতর ।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



আমি মানুষকে প্রায়ই আশা দিয়ে থাকি; সাকিবের অপরাধ সম্পর্কে আমি এখনো কিছুই জানি না।

৩৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে বিষয়টি এমন দাড়াঁয় যে,
আপনি মানুষকে কথায় কথায় অনেক প্রতিশ্রুতি দেন
তাই ভুলে যান ।

..................................................................................
এই প্রযুক্তির যুগে একজন গ্রামের সহজ সরল মেয়েকে মোবাইলে
যোগাযোগ করাটা মোটেই কষ্টকর নয় ।
..................................................................................
সাকিব যে অপরাধ করেছে আমি মনে করি , তার চেয়ে আপনার
প্রতিশ্রুতি ভঙ্গ আরও গুরুতর ।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


আমার প্রযুক্তি ব্লগিং অবধি

৩৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



লেখাটি পড়লাম ।
শতাব্দী রায়কে পেতে হলে
কিছুই করতে হবেনা ।
শতাব্দী রায়ের জন্য শুধু
কবিতা একখান লিখে ছেড়ে দিন
সামুর পাতায়, কবিতা লেখা
এখন তেমন কঠিন কিছুই না,
টি-২০ ক্রিকেটের মত
কবিতার চার ছক্কা মারতে
সময় হয়ত বেশী লাগবেনা ।

শতাব্দী রায়ের জন্য নীচে
তুলে দিলাম কবিতার মত
দেখায় একটি লেখার নমুনা ।

বনের কুঞ্জ পথে গিয়ে কোন ভুলে
কুল যে কিছু তুলেছিলাম হায়
অস্ফুটে ঘোমটার ফাক গলে
ডেকেছিলে ভদ্র বাবু বলে ।

জবাবে ও মেয়ে নামটি কি তোমার
শুধালে পর বলেছিলে শতাব্দী রায়,
হলো কথা জানা গেল ইচ্ছার কথা
পুরণের প্রতিশ্রতিও দেয়াও হল তথা।

জানো কি তোকে দেয়া সেসব কথা
অকারণেই গিয়েছিলাম যে ভুলে ,
তুই যদি এখন না গিয়ে থাকিছ
দুর পশ্চিমের কোন এক দেশে
সুযোগ একটা দিছ প্রতিশ্রুতি পুরণ
করে ভুলের প্রায়চিত্য করে নিতে ।

পারলে জানাছ তোর গাছের কুল কি
এখন বাজারে মেলে ? তাহলে কিনব
এখন শত শহয্র ডলারে ।
দামি হলেও কভু ফিরাবনা বলব শুধু
যাছনা আর বাপ দাদার ভিটা ছেড়ে।

মনে রাখিছ ও মেয়ে তুই যে ছিলে রূপসী
লোকে যতই বলুক ডাগর গতর সর্বনাশী ।

মনে রাখিছ রূপতো নয় যেন চোখের ধাঁধাঁ
যৌবনে কুক্কুরি রাধা পুরুষ মিলে যতা তথা
চোখের ইশারায় এসে সুযোগ বুঝে
কিনে নিলেও নিতে পারে তোকে ।

এমন কিছু হলে ভাবতেই হবে
হয়তো মিলবেনা আর কোথাও তোকে
উথাল পাথাল হয়ে হয়ত খুঁজেই মরতে হবে
কোথায় গেলে এই শতাব্দী রায়ের ঠিকানার
সন্ধান এখন পাওয়া যাবে ।

নিশ্চিত করে বলতে পারি
ধরা তাকে দিতেই হবে কবিতাটি
কোন মতে যদি যায় তার গোচরে।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


শতাব্দী রায় মেয়েটির জীবন নিয়ে এটাই ১ম কবিতা হতে পারে; ওর সাথে দেখা হলে, ওকে জানাবো; এটা বিশাল ব্যাপার!

৩৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৬

নতুন নকিব বলেছেন:



আপনার মিঠানালার আশপাশে আমার এক ক্লাশ মেটের বাড়ি। বেড়াতে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। গেলে আপনার এলাকা দেখে আসার চেষ্টা করবো।

আবেগের বশবর্তী হয়েই শতাব্দী রায়কে কথাটা দিয়েছিলেন হয়তো। এরকমটা কখনো কখনো আমাদেরও হয়ে যায়। তবে মানুষকে কথা দিলে তা রক্ষার প্রতি গুরুত্ব দেয়া উচিত। কথা দেয়ার ক্ষেত্রেও তা রক্ষা করা কতটুকু সম্ভব হবে, সেটা ভাবনায় রাখা উচিত। তবে ভুলে যাওয়ার কারণে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেননি এবং স্মরণ হওয়ার পরে এই যে আপনার অনুভূতি, অনুতপ্ততা- এই অনুশোচনাটা খুব ভালো লাগলো। এটা বড়ত্বের পরিচায়ক। দ্রুতই শতাব্দী রায়ের খোজ খবর নিবেন, আশা করছি।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনি কি উত্তর চট্টগ্রাম, কিংবা আশেপাশের মানুষ?

৩৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩

রক বেনন বলেছেন: হা হা হা! হ্যা আমিও সামুর সাথে আটকা পড়েছিলাম! এখন আবার মুক্ত হয়েছি! :D

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


সেটাই ভাবছিলেম।
পপুলার বিখ্যাত লেখা অনুবাদ করার চেষ্টা চালিয়ে গেলে মন্দ হবে না

৩৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি জানতেন আপনি প্রবাসী হবেন
তার পরেও জেনে শুনে কেন এমন প্রতারণা
করলেন। মানুষকে বিশ্বাস করা কি অপরাধ?
আপনি অপরাধী ! আপনার ক্ষমা নাই!

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


আমি মানুষকে কি পরিমাণ আশা দিয়ে থাকি সেটা হিসেব করলে আপনার চুল সাদা হয়ে যাবে।

৩৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




কাহিনী তেমন কিছু নয় তবে লেখার গুনে অসাধারণ লেগেছে।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


জীবনের বড় ঘটনাগুলো আমার দ্বারা হয়তো লেখা হবে না; আমি ছোটখাট মহুর্তগুলো সম্পর্কে পোষ্ট করি সব সময়

৩৯| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: কথা দিয়ে কথা না রাখতে পারলে, মনখারাপ হয়।
উনি আশাকরি ভালো আছেন।

উনার বর্তমান অবস্থা জানতে পারলে ভালো লাগবে আপনার।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



দেখি, মেয়েটার বর্তমান অবস্হা জানা যায় কিনা।

৪০| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৯

আখেনাটেন বলেছেন: আপনি যে স্মৃতিটাকে পেছনে টেনে নিয়ে নিজের ছোট্ট একটি প্রতিশ্রুতির খেলাপকে দায়বদ্ধতায় নিজেকে বেঁধেছেন। এখানে আপনার একটি বড় মনের পরিচয় পাওয়া যাচ্ছে। হ্যাটস অফ।

আমরা তো এগুলো ভুলে যেতে চাই সবসময় ঐতিহ্যগতভাবে।

আশা করি উনার সাথে আপনার আবার দেখা হবে।



০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


ওর সাথে দেখা করে, ওর অবস্হা জানার খুবই ইচ্ছা আছে।

৪১| ০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খোঁজ নেবো কি ? এক্ষনি খোঁজ নিন | কোনো অনুশোচনা বেশিদিন পুষে রাখতে নেই | প্রথমে খোঁজ নিন তিনি কি এখনো সেই গ্রামে বসবাস করেন কিনা অথবা অন্য জেলায় বা দেশে দেশান্তরী হয়েছেন নাকি | তারপর তার সাথে আপনি নিজে যোগাযোগ করতে চেষ্টা করুন |

০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


সঠিক কথা বলেছেন।

৪২| ০২ রা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৫

মলাসইলমুইনা বলেছেন: চাঁদগাজী সাহেব,
প্রতিশ্রুতি ভঙ্গের লেখাটা খুব ভালো হয়েছে । আপনার রাজনৈতিক লেখাগুলো লিখুন কিন্তু সাথে সাথে এই ধরণের লেখা আরেকটু বেশি লিখুন ।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনার দেয়া ধারণাটা অনুসরণ করবো।

৪৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আরো দুটো মিনিট সময় নিয়ে ঠিকানাটা নিয়ে আসতেন। মোবাইলের যুগ ছিল না।
চিঠি লিখতেন, ডলার পাঠিয়ে কারো মাধ্যমে একটা ব্যবস্থা করতেন ..

এভাবে অবহেলা করাটা ভাল হলনা।
স্বামী বিশুদ্ধানন্দ গুড়ুর কথামত এক্ষনি খোঁজ নিন ।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



খোঁজ নিয়েছি, ষে এখনো বেশ সুখী

৪৪| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: গল্পের স্নিগ্ধ আবহে বিমোহিত হ'লাম।
আমি এর আগেও বলেছি, জীবনের এসব টুকরো টুকরো ঘটনাগুলো আপনি একজন দক্ষ কথাশিল্পীর মত বলে যেতে পারেন।
ব্লগে হয়তো এটা প্রথম প্রকাশ, কিন্তু আমার পরাজয়ের পরিমাণ জয়ের থেকে অনেক অনেক বেশী (৩১ নং প্রতিমন্তব্য) - যিনি নিজ সম্পর্কে এমন মূল্যায়ন করতে জানেন, জয় তার কাছ থেকে বেশী দিন বেশী দূরে থাকতে পারে না।
পোস্টে ভাল লাগা + +।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


আমাদের শ্রেণীর লোকজনের জীবনটাতে পরাজয়ের পরিমাণ বেশীই।

৪৫| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় আপনি যে কতটা মানবিক ও বিশাল হৃদয়ের অধিকারি তা পুরোপুরি এই পোষ্টে স্পষ্ট।
এতোদিন তো আপনি দুরে থাকেন না ! কোথায় গেলেন ?
please come back ,please

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ, আমি ফিরে এসেছি, আপনাদের সাথে আছি

৪৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগে ঢুকেই আপনার লেখা পড়লাম প্রথম এবং এই পোস্টই পড়লাম। অনুভবটা নিখাদ মনে হলো।
আপনাকে নিয়ে ( আপনার অনুপস্থিতি ) অনেকেই উদ্বিগ্ন ছিলো। সম্ভব হলে আমাকে এই এড্রেসে একটা ইমেইল করবেন -

[email protected]

সুস্থতায় থাকুন, ভাল থাকুন।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি আমার লেখা খুঁজলে, কিছুটা একটা পেয়ে থাকেন; আমি আপনার লেখা খুঁজলে, কিছুই পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.