নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

যুবলীগের সৃষ্টিই ছিলো ভুল পদক্ষেপ

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭



যুবলীগের লোকেরা যদি রাজনীতি বুঝে থাকে, রাজনীতি করে থাকে, আওয়ামী লীগের দরকার কেন? কবি টবিরা তো যুবাদের শক্তিকে প্রণাম করেছেন সব সময়: যুবলীগই থাকুক, বুড়া থেড়াদের আওয়ামী লীগ অবসর নিক। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হয়, তার পেটের ভেতরে বিভিন্ন স্তরের রাজনৈতক দল কেন: কেন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, ওলামা লীগ? ওলামা লীগের কার্যক্রম ও আওয়ামী লীগের কার্যক্রমের সাথে কোনভাবে মিল থাকার কথা?

যুবলীগের সৃষ্টি করেছিলো শেখ ফজলুল হক মনি, ততকালীন সময়ে উনার একটা শীর্ষ পদের দরকার ছিলো, মনে হয়; আওয়ামী লীগে, শেখ ফজলুল হক মনির পুরো ভুমিকাই ছিল বিতর্কিত। স্বাধীনতার পর, শেখ ফজলুল হক মনি ক্রমাগতভাবে শেখ সাহেবের উপর অকারণ প্রভাব ফেলে চলছিলো; এতে, শেখ সাহব আওয়ামী লীগের নেতাদের সান্নিধ্য থেকে বন্চিত হতে থাকেন, এবং দলের ভেতরে অসন্তোষের সৃষ্টি হয়েছিলো বলে আমার ধারণা।

আজকে নতুন করে শেখ ফজলুল হক মনির ছেলে, পরশ উহার সভাপতি হয়েছে; বাংলাদেশের রাজনীতি মনিময় হয়ে উঠলো আবারো। শুনলাম, পরশ নাকি রাজনীতি ভালোবাসে না; নিশ্চয় রাজনীতি জানেও না; তা'হলে উনি এত শক্তিশালী রাজনৈতিক দলের সভাপতি হলেন কি করে? মনে হচ্ছে, যুবলীগ চালাতে হলে রাজনীতি বুঝার দরকার নেই, জানার দরকার নেই; সেটা বুঝার দায়িত্ব শেখ হাসিনার!

আওয়ামী লীগের সরকার দেশ চালাচ্ছে, আওয়ামী লীগও দেশ চালাচ্ছে; যুব লীগের তেমন করার কিছু ছিলো না; তাই, তারা ক্যাসিনো, জুয়ার আড্ডা, বার ইত্যাদি খুলে নিজেদের ব্যস্ত রাখছে; আরো কত কি করেছে কে জানে; সামনে হয়তো আরো কিছু বেরিয়ে আসবে।

একই দলের ভেতর বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সৃষ্টি করা অবশ্যই ভুল; যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ তা বারবার প্রমাণ করেছে। শেখ হাসিনা দুর্নীতি দমন বলতে যা বুঝাচ্ছেন, সেটা হলো, যুবলীগের অসৎ কান্ড-কারখানাকে থামানো। উনি দৈত্য পালন করে, উহাকে সৎ রাখার চেষ্টা করে নিজের শক্তি হারাচ্ছেন; উনি ভাবছেন না, দৈত্য পালনের আদৌ দরকার আছে কিনা!

মন্তব্য ১০২ টি রেটিং +১০/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪১

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বাইরের শত্রুর প্রয়োজন পড়ে না। অকারনে শেখ হাসিনা বিএনপি মেরে হয়রান হচ্ছে। নিজের দলের দৈত্যদের উনি থামাতে পারবেন না, বঙ্গবন্ধু ও পারেননি, ওনার মেয়ে ও পারবেন না। এখন আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ নিজেই।আওয়ামী লীগ নিজের দলের ভারে নিজেরা নুয়ে পড়ছেন।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


দল পালন, দেশ পালন থেকে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে; ডালপালা কাটার সময় হয়েছে

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

জগতারন বলেছেন:
চাঁদগাজী সাহেব ব্লগ লিখে পরক্ষভাবে দেশের সেবা করতেছেন।
আমি তার দীর্ঘায়ু কামনা করি।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


দল হলো আওয়ামী লীগ, ১৮ বছর বয়সের পর, যদি কেহ আওয়ামী রাজনীতি করতে চায়, সে আওয়ামী লীগে যাবে; আওয়ামী লীগের বাকী উপদলগুলো জাতির জন্য ক্ষতিকর বলেই আমার মনে হয়।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন:

খুব গুরুত্বপূর্ন এবং সত্য বলেছেন।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


দেখছেন, আমি রাজনীতি বুঝার শুরু করেছি

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

ঢাকার লোক বলেছেন: কে শুনিবে আপনার কথা!
এর চেয়ে ভাল শতাব্দীদের নিয়ে লিখুন!

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগের বাহিরে কেহ আমার কথা শোনার কথা নয়, আপনার ভাবনার সাথে মিলিয়ে দেখুন, আমি যা বলছি, সেটা কি রকম ভাবনা

৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

নজসু বলেছেন:



যারা বেশি বুড়ো তাদের নিয়ে কি বুড়োলীগ খোলা যেতে পারে না? :D

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগই বুড়োদের লীগ

৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফিরেই জবরদস্ত একটা পোস্ট দিলেন। কেমন আছেন আপনি ?
আমার রাজনীতি নিয়ে তেমন আগ্রহ ছিল না , দুয়েকটা কথা বলার মতো ক্ষমতা নেই - কারণ আমার জানার পরিধি শূন্যের কোঠায়।ইদানিং আগ্রহ বাড়ছে , কারণ জানিনা । শেখ ফজলুল হক মনির ভূমিকা কেমন ছিল সেটাও জানা নেই। জানতে ইচ্ছুক।

তবে আপনার পোস্ট গুলো আমার আগ্রহের অন্যতম কারণ বলে মনে করি। ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা বিশ্ব চালায়, সেটা না বুঝলে অবস্হা বাংলাদেশ, পাকিস্তান, বা আফগানিস্তানের মতো হওয়ার কথা।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২

কনফুসিয়াস বলেছেন: প্রাক্তনরা জুয়া খেলে উঠে গেল, এখন নবাগত কি করে তাই দেখার পালা। সহ্য করার আছে অনেক কিছূ।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


নতুনরা ডিজিটেল কিছু একটা করবে।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

জুন বলেছেন: শিশু লীগের নাম উল্লেখ করেন নি যে চাদগাজী!

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব রাজনীতিতে আওয়ামী লীগই শিশুলীগ

৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০

নীল আকাশ বলেছেন: বাংলাদেশে পিপড়াও একটা দল আছে। রাজনীতি না করলে এইদেশের মানুষের পেটের ভাত হজম হয় না।
পরশকে এখানে এই দায়িত্বে দেয়ার অর্থ হলো যুবলীগকেও পরিবারতন্ত্রের অধীনে রাখা।
আপনার শরীর এখন কেমন?

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


আমার শরীর ভালো দিকে, ধন্যবাদ।

অপ্রয়োজনীয় উপদলেরাই দেশের জন্য বড় সমস্যা

১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতির জটিল হিসাব আমার ছোট মাথায় ঢোকে না :(

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ছোট মাথার লোকই বেশী

১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। আমারও একই মত। রাজনীতি করলে মূলধারার রাজনীতিই করা উচিত। আর এত নেতা দিয়ে দেশ কী করিবে? যেখানে ৩৫/৪০ বছর ধরে এক একজন পদ দখল করে বসে আছে। এগুলো দিয়ে আসলে সবাইকে খুশী রাখা আর টাকা কামানো যায়...

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



দল ও সব উপদলের সব স্তরের নেতারা "বেকার" কিংবা তথাকঠিত ব্যবসায়ী; অথচ এদের আয় আছে , পরিবার চলে যাচ্ছে

১২| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

কিরমানী লিটন বলেছেন: আপনার বক্তব্যকে স্বাগতম। সাদুবাদ জানাই এমন সময়পোযোগি লিখাকে। যুবলীগের অপকর্মে বঙ্গবন্ধুর খুনীদের দুঃসাহসের পালে হাওয়া যুগিয়েছিল। এখনকার লালিত যুবলীগ অপকর্মের বলয় থেকে বেরিয়ে না এসে আরও গভীরে গেঁথে গেছে।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩২

চাঁদগাজী বলেছেন:


ডালের ভারে গাছ ভেংগে যাচ্ছে; ডালে ডালে পরগাছা

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: তাতীলীগও আছে! একটা ছোট প্রশ্ন করি "আমাদের দেশে রাজনীতি কারা করে বলে আপনি মনে করেন"?

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে রাজনীতি নেই; যা আছে, সেটা দল; এরা শাসক দল

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

নুরহোসেন নুর বলেছেন: আওয়ামীলীগের শরিক সকল সংগঠনের কার্যক্রম বিতর্কিত।
শেখ হাসিনা কি তাদের একাই সামলাতে পারবে?

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সামলাতে পারছে না, সেটা পরিস্কার।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: I AM BACK মার্কা পোষ্ট!

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

চাঁদগাজী বলেছেন:


আসলেই ফিরে এসেছি

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: "যুবলীগ চালাতে হলে রাজনীতি জানা বা বুজার দরকার আছে বলে মনে হয়না ,এই এই দায়িত্ব শেখ হাসিনার"-আসলেই ঠিক বলেছেন আপনি ।
তাদের রাজনীতি জানা বা বুজার দরকার নেই । তাদের একটা জিনিস জানলেই হবে " নেতার প্রতি হল প্রশ্নহীন আনুগত্য "
আপনি মাঝে মাঝে বলেন "আমাদের নেতারা তাদের আশে পাশে জানা লোক অপছন্দ করেন" । হয়ত এটাই সঠিক ।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


কোন ম্যানেজার নিজের থেকে দক্ষ মানুষকে চাকুরী দেয় না।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

বঙ্গদুলাল বলেছেন: স্যার,আপনাকে মিস করেছি অনেক। সুস্থ হয়ে উঠছেন জেনে অনেক অনেক খুশি হলাম।আমি আপনাকে নিয়ে আমার বন্ধুবান্ধব ফ্যামিলিতেও ডিসকাশন করি। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে চাকুরির পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি,তাই কমেন্ট করা হয়না।আপনি দীর্ঘজীবী হোন (আমার দাদার মত;উনি ২মাস আগে ১১৫-১২০ বছর আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন)।আপনাকে আমার অনেক দেখতে ইচ্ছে করে,অনেক কিছুতেই আপনি আইডল।দেশে আসবেন না? চট্টগ্রামে আসলে আমি আপনার সাথে দেখা করব।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

চাঁদগাজী বলেছেন:


আগামী ১ বছরের মাঝে চট্টগ্রামেই আপনার সাথে দেখা হবে; আপনি একটি ভালো চাকুরী পান, এই শুভকামনা রলো।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
সেচ্ছাসেবকলীগ, সদরঘাটের কুলিলীগ .. ইত্যাদি বন্ধ করা দরকার।

তবে ছাত্রলীগ ও যুবলীগ দরকার আছে। রাজনীতি সেখার দরকার আছে।
ছাত্রত্ত থাকা পর্যন্ত ছাত্রলীগ। আর যুবলীগের বয়সসীমা ৫৫ একমাত্র আওয়ামীলীগই করেছে।
দলের প্রধান নেতার প্রতি, দলের প্রতি, দেশের প্রতি প্রশ্নহীন আনুগত্য না থাকলে তাদের মত 'মোস্তাকের' আওয়ামী রাজনীতি করার দরকার নাই।
ছাত্রদল সভাপতি করেছিল ৫৮ বছরের অছাত্র নাসিরুদ্দিন পিন্টুকে
আমলা, সেনা কর্তা, কর্পোরেট মালিক হুট করে এসে নেতা বনে যাওয়া বন্ধ করতে হবে।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনার যুক্তিগুলো সুন্দর, জ্ঞানগর্ভ ও দেশ-বিরোধী; পিন্টুকে যখন বিএনপি ছাত্রদল সভাপতি করেছিলো, আওয়ামী লীগ সেটাকে অনুসরণ করার দরকার আছে।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

নাহিদ০৯ বলেছেন: কয়দিন ব্লগে এসে চেক করেছি আপনি লিখছেন কি না। চেক করতে করতে কিছু পুরাতন পোস্ট আবার পড়েও এসেছি। ভালো লাগলো দেখে।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, কিছুদিন আপনাদের মিস করেছি

২০| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

জাহিদ হাসান বলেছেন: আপনি ফিরেছেন।মারহাবা

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

চাঁদগাজী বলেছেন:


যাওয়ার মতো কোন যায়গা পেলাম না

২১| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

নতুন বলেছেন: লাঠিয়াল বাহিনি ছাড়া ক্ষমতায় থাকা যায় না। নেই কনসেপ্ট থেকেই এই সকল লীগ/দলের সৃস্টি।

আর পদে থাকার জন্যও নতুন নতুন দল সৃস্টি হয়।

এই সব দল/লীগ এতোই গনত্রান্তিক যে এক জন বাদে বাকিরা প্রতিদন্দিতাও করেনা ;)

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


এদের মাঝে ১ জন ব্যতিত অন্যজন প্রতিদ্বন্দিতা না করার কারণ, এদের সংগঠনটা মাফিয়ার মতো চালানো হয়।

২২| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



যুবলীগ, যুবদল এসব কনসেপ্ট ভুল। এগুলোর দ্বারা রাজনৈতিক দলগুলো লাঠিয়াল বাহিনীর সর্দার তৈরী করে। চাঁদাবাজ আর টেন্ডারবাজ বানায়। মূল দল এদেরকে দিয়ে ছাত্র রাজনীতি আর গ্রুপিং পলিটিক্স নিয়ন্ত্রণ করে। বাস্তবে এসব লীগার/দলার নিজেদের আখের গোছাতে একটি প্লাটফর্মে মিলিত হয়। এখানে দেশ আর দলের আদর্শ অবাঞ্ছিত। মূল দলগুলো এগুলো জানে, তবুও এদের জামাই আদর করে। তারা এও জানে ক্ষমতায় ঠিকে থাকা আর ক্ষমতায় যাওয়ার জন্য এরা যুবরাজের ভূমিকা পালন করবে। এরা হাজারো অপকর্মে লিপ্ত হলেও সোনার টুকরো ছেলে। এটা এদেশের রাজনৈতিক দলগুলোর বেশ্যাবৃত্তির উজ্জল দৃষ্টান্ত।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০

চাঁদগাজী বলেছেন:


এটা সামন্তবাদ

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

সুপারডুপার বলেছেন: একটা দেশ যখন একনায়কতন্ত্রের দিকে ঝুঁকে পরে, তখন এই রকম হওয়াটা স্বাভাবিক।

চাঁদগাজী সাহেব, ব্লগ বাসীরা সবাই আপনাকে (কেউ পজিটিভলি, কেউ নেগেটিভলি) অনেক পছন্দ করেন। আপনি সুস্থ থাকুন ও দীর্ঘজীবী হন !

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত এসব পরগাছার মুল উৎপাটন করা।

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
দেখছেন, আমি রাজনীতি বুঝার শুরু করেছি


আপনি একজন রাজনীতিবিশ্লেষক।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদেরকে রাজনীতি বুঝতে হবে; রাজনীতিবিদরা দেশ চালায়

২৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

তারেক ফাহিম বলেছেন: আপনাকে অনেক দিন পর দেখলাম।
আশা করছি ভালো আছেন।

শতাব্দির কোন খোঁজ পেলেন? :D

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, শতাব্দী ভালো আছেন, সুখে আছেন।

আমার পোষ্টগুলোর মাঝে, এই পোষ্টের আগেরটি শতাব্দী রায়ের উপর।

২৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

নূর আলম হিরণ বলেছেন: ডেমোক্র্যাট আর রিপাবলিকান থেকে এমন শাখা প্রশাখা বের হয় নাকি? নাকি এটা আমাদের দেশই শুধু আছে?

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


শাখা প্রশাখা থাকে গাছের, রাজনৈতিক দলের নয়।

২৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




রাজনৈতিক দলগুলোর এসব শাখা-প্রশাখা থাকার কারনেই রাজনীতি এদেশে একটা বিষবৃক্ষ।
সভ্য দেশের রাজনৈতিক দলগুলোতে কোথাও শিশু,কিশোর-কিশোরী, যুবক-যুবতী, মহিলা, প্রৌঢ়, বৃদ্ধ, শ্রমিক,ঠেলাওয়ালা, মৎসওয়ালা ইত্যাদি দল-উপদল-লীগ এমনসব লাঠিয়াল স্তর আছে কিনা জানা নেই। হালে থাকতেও পারে ! কারন দেশটা তো বহির্বিশ্বে রোল-মডেল, বাকী বিশ্ব এমন মডেল অনুকরণ করতেই পারে............... :||

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক জ্ঞানের অভাবে রাজনৈতিক দলের স্হানে গাছের-দল সৃষ্টি করেছে বাংগালীরা।

২৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, শিশু-কিশোর-তরুণ যুবক বয়স্ক ইত্যাদি এর বয়সের একটা রেঞ্জ ধারা বলে দিলে ভালো হতো। যেমন 1 থেকে 18 পর্যন্ত শিশু ইত্যাদি। কত বছর বয়স হলে এক জন মানুষ যুবক হয় । অথবা কত বছর বয়সে একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


যেজন ভোটার হয়, সে রাজনীতি করতে পারে; ১ম বার ভোটার হয় ১৮ বছর বয়সে।

২৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:
সঠিক কথা বলেছেন । কোন রাজনৈতিক দলেরই সহযোগী দল থাকা উচিত নয় ।
সহযোগীদল গুলি তৈরী করা হয় নেতৃত্বের কোন্দল না হওয়ার জন্য আর যতসব
অপকর্ম করানোর জন্য , অপকর্মের দায়ভাগ সহযোগী দলের কাধে চাপিয়ে দিয়ে
মুল দলের ইমেজ ক্লিন রাখার জন্য । অথচ সহযোগী দল হতে ফায়দা তারা
ঠিকই পেয়ে যায় বিবিধ প্রকারে।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বাংগালীদের ১ম ও সঠিক দল ছিলো; তারা নিজেরাই নিজেদেরকে লিলিপুটিয়ানে পরিণত করেছে।

৩০| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন:

আপনার ধারনা সঠিক। ইতিমধ্যে অনলাইন ক্যাসিনো শুরু হয়ে গেছে দেশে। নতুনরা এসবে এডমিন হবে।


উপদলগুলোর কারণে লকাল ছাত্রনেতা, যুবনেতা, শ্রমিক নেতারা লকাল মুরুব্বী বা আওয়ামী নেতাদের ধরাছোঁয়ার বাইরে থাকে। ফলে এইসব অপকর্ম করতে পারে।
এইসব উপদলগুলোর আলাদা আলাদা সংবিধান আছে; ইউনিয়নের নেতাদের পরিচালনা করে উপজেলার নেতা, উপজেলার নেতাদের জেলা....

এসব উপদলের কোন দরকার নাই!

২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


উপদলগুলো ভরণপোষণ একটা দেশ চালানোর সমান

৩১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০২

সূচরিতা সেন বলেছেন: অনেক সুন্দর বিশ্লেষন করেছেন শ্রদ্ধেয় কাকু।

২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা দেশ চালায় ভালোভাবে, যেমন সুইডেন; রাজনীতিবিদরা দেশ চালায় খারাপভাবে, যেমন আফগানিস্তান; রাজনীতি বুঝতে হবে

৩২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১১

আদৃতা মেহজাবিন বলেছেন: এদেশে রাজনীতিটাই নিষিদ্ধ হওয়া উচিৎ। যুবলীগ এই পথহারা রাজনীতির একটি বাছুর মাত্র। এই নোংরা পলিটিক্স আর অসুস্থ সমাজ দেশটাকে শেষ করে দিচ্ছে। অভিশাপ।

২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি বন্ধ করা হলে, দেশ মগের মুল্লুকে পরিণত হবে।

৩৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২২

বিষাদ সময় বলেছেন: নো কমেন্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


ভুল রাজনীতির ফলে, আমরা বিষাদ সময় পার করছি

৩৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উপদলগুলো সমস্যা করতো না, যদি আমাদের মূল দল সঠিক অবস্থান ধরে রাখতে পারতো। মূল শিকড় যখন ভ্রান্ত তখন সেখান থেকে সৃষ্ট শাখা প্রশাখা সবগুলো উপকারের পরিবর্তে অপকর্মে জড়িয়ে পরা স্বাভাবিক।


বাংলাদেশের জনগণকে প্রত্যেকটা দলই প্রতিবার নতুন স্বাধীনতার স্বাদ এনে দেওয়ার নামে তৈরি করে একেকটা মানবতার হত্যাকারী হাতিয়ার। সবারই শ্লোগান থাকে মুক্তির আর জনগণও খোঁজে মুক্তি। কিন্তু জনগণের চাওয়া মুক্তি আর আমাদের রাজনৈতিক দলের বিলিয়ে দেওয়া মুক্তি এক নয়। কেউ মুক্তির রক্ষা আর কেই মুক্তিকে মুক্ত করার নামে একেকবার একেক রূপে এসে জেকে বসে জনগণের উপর। পিষ্ট হয় জনগণ।

একটি রাজনৈতিক দলের পরবর্তী স্তর হিসেবে যুব শাখাকে রাখা যেতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড শিখে পরিত্যাগ ও করণিয় সম্পর্কে জানার জন্য। তবে সেই মূল দলের অবস্থান যতটুকু ভালমন্দ বিবেচনায় গ্রহণযোগ্য হবে ঠিক তেমনি তার থেকে সৃষ্ট শাখাও গ্রহণযোগ্যতা পাবে।


আপনার জন্য সবসময়ের মতই শুভকামনা থাকলো।

২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবকে হত্যা না করলে, মুল আওয়ামী লীগ মোটামুটি সঠিক থাকতো; জেনারেল জিয়া ও ততকালীন মিলিটারী জাতিকে ছিন্নভিন্ন করে দিয়েছে।

৩৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:৩৮

অনল চৌধুরী বলেছেন: জুয়ার ব্যবসায়ীদের ছানা-পোনারা ভালো কি আর করবে?
গাছ যেমন,ফলই তো তেমনই হবে!!!!
পৃথিবীর আর কোনো দেশে কি কোনো রাজনৈতিক দলের এতো শাখা-প্রশাখা আছে?

২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


যুবলীগের মতো শাখা বিস্তার ছিল ভুল পদক্ষেপ, এটা আপনি ১ম বার কবে শুনেছেন, বা ভেবেছেন?

৩৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে আওয়ামিলীগের পূর্ণ ব্যর্থতা ও বঙ্গবন্ধুর স্বল্পক ব্যর্থতা সম্পৃক্ত।
তবে আপনি যদি বলেন, 'সবই ঈশ্বরের ইচ্ছা', তবে এটাই আপনার জন্য শান্তনা মূলক উত্তর হয়ে যেতে বাধ্য।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


ব্যর্থতার জন্য কোন জাতির মিলিটারী সেই দেশের প্রেসিডেন্টকে হত্যা করতে পারে না; সর্বোপরি, শেখ সাহবের ব্যর্থতাগুলো জিয়াউর রহমান, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার "সফলতার" চেয়ে ভালো ছিলো। এই দেশের বেকুব মানুষজনকে সিআইএ ও মিলিটারী হাতে মোয়া ধরায়ে দিয়েছে।

আমি 'সবই ঈশ্বরের ইচ্ছা' ইত্যাদি ইডিওটিক কথার বিশ্বাস করি না।

৩৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কোন রাজনৈতিক দলেরই ছাওয়াল, নাতি, পুতি সংগঠন থাকার প্রয়োজন নেই | এই সকল সংগঠনের মাধ্যমে কিছু যুবক ও ছাত্রদের তাদের মূল কর্মকান্ড থেকে ডাইভার্ট করে সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে হালুয়া রুটির মধ্যে ভাগ বসানোর প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয় | যে কোনো দেশপ্রেমিক সরকারেরই দায়িত্ব হচ্ছে এই বিশ্বায়নের যুগে যুবসমাজকে উন্নত শিক্ষা, ভাষা ও কারিগরি দক্ষতা প্রদান করা, ছাত্র ও শিক্ষককে রাজনীতি থেকে শত হস্ত দূরে রাখা - চাঁদাবাজি বা মাস্তানিতে সম্পৃক্ত করা নয় |

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


এই প্রয়োজনীয় বিষয়টি নিয়ে বাংলাদেশী কোন রাজনীতিবিদ আজ অবধি কিছু বলতে পারেনি, এরা হাউকাউ

৩৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজকে নতুন করে শেখ ফজলুল হক মনির ছেলে, পরশ উহার সভাপতি হয়েছে; বাংলাদেশের রাজনীতি মনিময় হয়ে উঠলো আবারো। শুনলাম, পরশ নাকি রাজনীতি ভালোবাসে না; নিশ্চয় রাজনীতি জানেও না; তা'হলে উনি এত শক্তিশালী রাজনৈতিক
দলের সভাপতি হলেন কি করে?

............................................................................................................................................................
আমাদের দেশে রাজনীতির মাঝে আবার রাজনীতি থাকে।
সেটা বুঝতে হলে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে । আমার জানা মতে তাপস সভাপতি হবার কথা ছিলো,
তার আগেই আমি অষ্ট্রেলিয়া চলে এসেছি।
এখানে যোগ্যতা নির্ধারনের মাপকাঠি ভিন্ন, উপমহাদেশের রাজনীতি পরিবারতান্ত্রিক ;
এর থেকে বেড়িয়ে আসতে না পারলে বেশী কিছু আশা করা যায় না ।।
..................................................................................................................
তবে তিনি যুবলীগের চিহ্ণিত মাসলম্যানদের কিভাবে সামাল দেবেন ,
গ্যালারীতে বসে আমাদের তা পর্যবেক্ষণ করার সুযোগ থাকবে

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


যা অপ্রয়োজনীয়, উহার সাথে জড়িতরাও অপ্রয়োজনীয়।

৩৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি সেটা বলতে চাইনি যা আপনি বুজাচ্ছেন!
আমার কথা হচ্ছে, যদি আওয়ামিলীগ সচেতন রাজনৈতিক দল হত, তবে তাদেরই দলনেতার এমন মৃত্যু ঘটতো না। বঙ্গবন্ধুর সচেতনহীনতা ও আওয়ামিলীগের ব্যর্থতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছিল। অবশ্যই এর জন্য সিআইএ ও মিলিটারী যথেষ্ট দায়ী। কিন্তু একই সাথে আওয়ামিলীগ ও বঙ্গবন্ধুর সচেতনতায় ঘাটতি ছিল সেটা আপনাকে স্বীকার করতে হবে।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


শুরুতে, মানুষের আশা ও শেখ সাহেবের দেশ চালনার মাঝে মিল ছিলো না; শেখ সাহেব সেটা বুঝার পর, সীমিত সোস্যালিজম করার জন্য বাকশাল নামে প্লাটফরম (সর্বদলীয় সরকার) গঠন করেন; আমেরিকা শেখ সাহবেকে সোস্যালিজমের দিকে ঝুঁকতে দেখেই হত্যা করেছে।

৪০| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


প্রথমেই অনেক ভালবাসা আর শ্রদ্ধা নেবেন স্যার । আপনার জন্য ব্লগের প্রতিটি মানুষ চিন্তিত্ব ছিল । আপনি সুস্থ আছেন জেনে ভাল লাগেছে ।

জানি না শেখ হাসিনা এটা করে কি প্রমান করতে চাইছেন । বাবার সাথে কথা হলে উনি বলেন, সব কিছু আস্তে আস্তে হবে । এক সাথে তো সব ঠিক করা সম্ভব না । কিন্তু এটা তো হিতে বিপরীত হতে পারে তার জন্য । সেটার কথা কি উনি জানে না?

আর অংঙ্গ সংগঠন গুলো নিজেরাই কামড়া কামড়ি করে । কিন্তু ক্ষতি তো হচ্ছে দলের । সেটার ব্যাপারে তিনি কতটা ভাবেন । আমরা প্রতিদিন যা খবর পাই তারচেয়ে বেশি তো ওনার জানার কথা ।

তবে মানুষ দিন দিন লীগের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে । যাও আছে তাও কদিন থাকবে সেটাই দেখার বিষয় । এখন কেউ তেমন আর ভাবে না ।

ভাল থাকবেন স্যার ।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি, ধন্যবাদ।

আওয়ামী লীগ ছিল বাংগালী জাতীয়তাবাদীদের দল; উহাকে এখন হবুদের দলে পরিণত করা হয়েছে।

৪১| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তিক্ত সত্য কথা তুলে ধরেছেন।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



রাজনৈতিক দল সম্পর্কে ব্লগারদের ধারণা পরিস্কার থাকা উচিত

৪২| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অন্যের কাঁধে দোষ নিয়ে নিশ্চিন্ত থাকতে বাঙালিরা বেশ অভ্যস্ত !

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি অন্যের কাঁধে দোষ দেয়ার লোক নন, আপনি বাংগালী নন, এটা পরিস্কার

৪৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

দয়িতা সরকার বলেছেন: কেমন আছেন? আপনাকে অনেক দিন পর ব্লগে পেয়ে আমরা ব্লগারেরা আনন্দিত। আপনাকে অনেক মিস করেছি। আপনার এর আগের পোস্ট এর শতাব্দী রায় কে?

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



শতাব্দী রায় উত্তর চট্টগ্রামের গ্রামের ১ টি মেয়ে, ২০১২ সালে মেয়েটির সাথে আমার ১০/১২ মিনিট কথা হয়েছিলো; তখন সে এসএসসি ফেল করে ঘরে আটকা পড়েছিলো; আমি তাকে আশা দিয়েছিলাম যে, আমি তাকে পড়ায়ে এসএসসি পাশে সাহায্য করবো; আমি প্রতিশ্রুটিটা রাখতে পারিনি; এখন শতাব্দী রায় বিবাহিত, ২ টি বাচ্চার মা, তিনি বি,এ পাশ করেছেন, ভালো আছেন।

৪৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৮

রুমী ইয়াসমীন বলেছেন: ইশশ....!
চাঁদদাদু যদি বলতেন, "আওয়ালীগের সৃষ্টিই ছিলো ভুল পদক্ষেপ" তবে বর্তমানে দেশের পরিপ্রেক্ষিতে আপনার উক্তিটি আরো বেশ জমতো বলে মনে করি ! :P :P :P

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


মওলানার সবচেয়ে বড় কীর্তি ছিলো জাতির জন্য একটি ভালো দল গঠন করা, সেটা হলো আওয়ামী লীগ।

৪৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি বাঙালি, তবে অন্যের কাঁধে দোষ দিয়ে নয় বরং নিজের দোষ মেনে নিয়ে।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনি একটু আগে বললেন, বাংগালীরা অন্যের কাঁধে দোষ চাপায়; আবার, বলছেন যে, আপনি বাংগালী, কিন্তু নিজের দোষ নিজের ঘাঁড়ে রাখেন! ইহা আফগানী লগিক বলে মনে হচ্ছে!

আপনাদের মত লোকজনের সাপোর্টের কারণে জিয়া, এরশাদেরা এই দেশকে পাকিস্তান বানায়েছে।

৪৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কি জানি আমার মাথায় কেন জানি রাজনীতির কোনো মারপ্যাচ ডুকে না । কিছু মনে করবেন না,সব রসুন আর পিয়াজের পুটকি
এক জায়গায় সীমাবদ্ধ ।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতিকে ধন্যবাদ দেন যে, উহা আপনাকে কমপক্ষে ১টা মাথা দিয়েছে, হোক সে পুরোপুরি খালি, কিংবা অর্ধেক খালি ।

৪৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৫

রুমী ইয়াসমীন বলেছেন: "লেখক বলেছেন:


মওলানার সবচেয়ে বড় কীর্তি ছিলো জাতির জন্য একটি ভালো দল গঠন করা, সেটা হলো আওয়ামী লীগ।"

তা আর ভালো দল হলো কই! মাওলানা ভাসানীর এই আওমীলীগের আগের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরে তিনিই তো আবার আওয়ামীলীগ হতে পদত্যাগ করে ১৯৫৭ সালের ২৫শে জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:



অনেক নদী স্রোত হারায়, কুল ভাংগে, বিভক্ত হয়; তারপরও সেটা নদী; কিন্তু নালা কখনও নদী হয় না

৪৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জিয়া এরশাদ আমার কাছে গ্রহণযোগ্য সেটা আপনাকে কে বলেছে !

জিয়া এরশাদের সমর্থকরা ভাবে, তাদের নেতাদেরকে যারা সমর্থন করে না তাদের রাজনৈতিক অবস্থান অপবিত্র! তারা তখন হুট্ করেই তাকে বিপরীত দলে ফেলে ধিক দিতে তাকে! আমাদের স্বদেশীয় রাজনীতির এটা একটা বিরাট প্রাপ্তি ।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবেকে বাংগালীরাই নেতা বানায়ে ছিলো, জিয়া এরশাদকে মিলিটারী নেতা বানায়েছিলো। শেখ সাহেব উনার লেভেলে কিছু ভুল করেছিলেন; শেখ সাহবের ভুলকে পরিশোধন করার মত কেহ আজো আসেনি

৪৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৬

আখ্যাত বলেছেন:
দু’টি সংগঠনের বেশি নয়
একটি হলে ভাল হয়

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের ভালো দেশগুলোতে দলের শাখা প্রশাখা নেই; আমরা তাদের অনুসরণ করতে চাই

৫০| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



চাঁদগাজী ভাই,
বাংলাদেশে রাজনৈতিক দল, উপদল, শাখা - প্রশাখা - লতা - পাতা তৈরি হয়েছে একটি আরেকটিকে কাউন্টার দেওয়ার জন্য। এখন নিজেরা নিজেদের ভক্ষণ করছে। ভারসাম্য বজায় থাকার জন্য এটিরও প্রয়োজন আছে। চলছে - চলুক।



২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


রাজনৈৈক দল যখন নিজেই নিজের জন্য সমস্যা, তখন দেশ দলের ভারেই থেকেই ডুবে যায়; বাংলাদেশের বড় দল হিসেবে আওয়ামী লীগকে নিজের দলের গঠন ঠিক রাখার দরকার।

৫১| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

মেহরাব হাসান খান বলেছেন: বুঝতে পারছি না, এটা বলা অবান্তর কিনা। আর আপনার ভারী পোস্ট আমি অত বুঝতে পারিনা। তবুও বলছি,
এর আগে যারা এই ধরনের কাজ করেছেন, কেউ টিকে থাকতে পারেননি। শেখ মুজিব, জিয়া, বেনজির ভুট্টো, ইন্দিরা গান্ধী কেউই না। সবাইকে খুন করা হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


মানুষের জন্য রাজনীতি করতে হলে, একটি সঠিক দলের দরকার হয়; আওয়ামী লীগ দল হিসেবে নিজেই সমস্যায় আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.