নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগ-দিবস পালন, নতুন এক জেনারেশনের উপস্হিতির প্রকাশ

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫



লেখকেরা নিজের চিন্তা-ভাবনা, ধারণা, অনুভবতা প্রকাশ করে আসছেন বিবিধ মিডিয়ায়: বইয়ের আকারে, সিনেমায়, নাটকে; এসব মিডিয়াগুলোর সমস্যা হলো, এগুলো 'ইন্টারএকটিভ' নয়; লেখকের চিন্তা, ধারণা, ভাবনার উপর 'সময়মতো' ফিডব্যাক দেয়া, কিংবা লেখায় ভুল থাকলে, খুবই সামান্য পরিমাণ পাঠক হয়তো লেখকে তা' জানাতে সক্ষম হয়ে থাকেন; ইহা লেখার মান বাড়ানোর জন্য বিশাল অন্তরায়; ব্লগিং এই সমস্যার অনেকটা সমাধান করেছে: ব্লগিং হলো, পোষ্টের লেখকের সাথে পাঠকদের ইন্টারএকটিভ লজিক্যাল আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ক।

ব্লগে পোষ্ট দেয়ার পর, ব্লগারকে সর্ব প্রকার আলোচনার জন্য প্রস্তুত থাকতে হয়, সব ধরণের প্রশ্নের উত্তর দিতে হয়; এই ইন্টারএকটিভ আলোচনা লেখককে নিজের ভাবনা-চিন্তাকে বারবার পরখ করে দেখার ও সঠিভাবে বুঝার সুযোগ করে দেয়। ফলে, ব্লগারেরা সহজেই নিজের লেখার সিমানটিক সঠিকতা নির্ণয় করতে পারেন। এই জন্যই, সমসাময়িক লেখকদের মাঝে ব্লগারেরা একটি নতুন জেনারেশন, যাঁরা অন্য মিডিয়ার লেখকদের চেয়ে বেশী সঠিক ফিডব্যাক পেয়ে থাকেন।

ব্লগারেরা একটা নতুন জেনারেশন, এঁরা ক্রমেই পাঠকদের ফিডব্যাকের সাথে ফ্লেস্কিবল হয়ে উঠেন, জ্ঞানী পাঠদের ফিডব্যাক থেকে নিজের ভাবনাশক্তিকে অধিকতর পুর্ণতার দিকে নিতে সক্ষম হয়ে থাকেন। এখানে সবাই পাঠক, সবাই লেখক; ফলে, এদের মাঝে একটা সামাজিক সম্পর্কও গড়ে উঠে: এরা একে অপরের সুখ দু:খের সাথী হয়ে উঠেন, এঁরা একটা নতুন জেনারেশন

আমাদের জাতির প্রোফাইল আমাদের ব্লগারদের বেলায়ও প্রয়োজ্য; আমরা আমাদের সমাজের প্রতচ্ছবি: আমাদের লেখা, ভাবনা-চিন্তায় আমাদের সমাজের প্রতিফলন আছে অবশ্যই। আমাদের সমাজ বিশ্বের অনেক আধুনিক সমাজ থেকে পেছনে পড়ে আছে: আমাদের শিক্ষার মান নীচু, ভাবনায় লব্ধ-জ্ঞানের অভাব, আমাদের দেশে প্রচলিত কুসংস্কার ব্লগারদের মাঝেও বিদ্যমান আছে। ফলে, আমাদের লেখা সময়ের সাথে বিশ্ব-মানের নয় অনেক সময়ই। ব্লগিং মানুষকে আধুনিক জ্ঞানের আলোকে ভাবতে সাহায্য করার কথা, কুসংস্কারমুক্ত করার কথা, লজিক্যাল ভাবনা ও প্রতিষ্ঠিত সত্যের অনুসারী করে তোলার কথা।

প্রচলিত ভাবনার সাথে একমত না হওয়ার কারণে, বাংলাদেশে অনেক ব্লগারকে অকারণ দোষী করা হয়েছিল, ব্লগিং সম্পর্কে ভুল ধারণা দেয়া হয়েছিল এই দেশে; এতে ব্লগিং জগতে ভয়ের সন্চার হয়েছিলো, ব্লগিং'এ স্হবিরতা এসেছিলো। সময়ের সাথে ব্লগিং আবার জনপ্রিয় হয়ে উঠবে; ব্লগ-দিবস পালনের মাঝ দিয়ে, ব্লগারেরা নিজেদের উপস্হিতিকে গ্রহনযোগ্য করার পদক্ষেপ নিচ্ছেন; ইহা সফল হোক।

মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

আল ইফরান বলেছেন: আমাদের লেখা, ভাবনা-চিন্তায় আমাদের সমাজের প্রতিফলন আছে। আপনার সাথে সহমত।

আর লেখাকে বিশ্বমানের করতে হলে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার। চাল-পেয়াজ আর সয়াবিন নিয়ে চিন্তা করতে করতেই জনগণের নাভিশ্বাস, সুকুমার বৃত্তির চর্চা করার সময় কোথায়?

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


চাল, পেঁয়াজ ইতয়াদি সমস্যার মধ্য দিয়ে চীন ও রাশিয়ার জন্ম হয়েছিলো

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন পরে পাঠক একটি
গঠনমূলক ও পরচর্চা, পরনিন্দা
বিবর্জিত লেখার সাথে পরিচিত হলো।
আপনার অর্ন্তধানের পর বিকেক
বোধ কিছুটা জাগ্রত হয়েছে বলে
প্রতিয়মান হচ্ছে। রাজীব সাহেব
তার কলকাতা ভ্রমণ অন্তে দিয়েছিলেন
আপনর আগমনী বার্তা! ভারতের কোন
সাধুর সঙ্গ পেয়ে এমন পরিবর্তন (!!!) তা
জাতি জানতে চায় ।

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্যতিত আমার অন্য কোন গুরুও নেই, শত্রুও নেই

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




শুধুমাত্র আপনার এই অতি চমৎকার ভাবে বিশ্লেষিত লেখাটি দেখেই লগইন হতে হয়েছে। সবটাই আমার ভাবনার সাথে একেবারে মিলে গেছে। মনে হচ্ছে আপনার এই পুরো লেখাটিই কপি করে আবার এই মন্তব্যের ঘরে দিই। তা সম্ভব নয় বলেই বেছে বেছে আবার কিছু কথা তুলে ধরছি যা ব্লগ এবং ব্লগারদের মানসিকতাকে ঋজু করবে।


ব্লগিং হলো, পোষ্টের লেখকের সাথে পাঠকদের পোষ্ট নিয়ে ইন্টারএকটিভ লজিক্যাল আলোচনা।


এই ইন্টারএকটিভ আলোচনা লেখককে নিজের ভাবনা-চিন্তাকে বারবার পরখ করে দেখার ও সঠিভাবে বুঝার সুযোগ করে দেয়। ফলে, ব্লগারেরা সহজেই নিজের লেখার সিমানটিক সঠিকতা নির্ণয় করতে পারেন। এই জন্যই, সমসাময়িক লেখকদের মাঝে ব্লগারেরা একটি নতুন জেনারেশন, যাঁরা অন্য মিডিয়ার লেখকদের চেয়ে বেশী সঠিক ফিডব্যাক পেয়ে থাকেন।

ব্লগারেরা একটা নতুন জেনারেশন, এঁরা ক্রমেই পাঠকদের ফিডব্যাকের সাথে ফ্লেস্কিবল হয়ে উঠেন, জ্ঞানী পাঠদের ফিডব্যাক থেকে নিজের ভাবনাশক্তিকে অধিকতর পুর্ণতার দিকে নিতে সক্ষম হয়ে থাকেন।

আমরা আমাদের সমাজের প্রতচ্ছবি: আমাদের লেখা, ভাবনা-চিন্তায় আমাদের সমাজের প্রতিফলন আছে অবশ্যই। আমাদের সমাজ বিশ্বের অনেক আধুনিক সমাজ থেকে পেছনে পড়ে আছে: আমাদের শিক্ষার মান নীচু, ভাবনায় লব্ধ-জ্ঞানের অভাব, আমাদের দেশে প্রচলিত কুসংস্কার ব্লগারদের মাঝেও বিদ্যমান আছে। ফলে, আমাদের লেখা সময়ের সাথে বিশ্ব-মানের নয় অনেক সময়ই। ব্লগিং মানুষকে আধুনিক জ্ঞানের আলোকে ভাবতে সাহায্য করার কথা, কুসংস্কারমুক্ত করার কথা, লজিক্যাল ভাবনা ও প্রতিষ্ঠিত সত্যের অনুসারী করে তোলার কথা।

হ্যাপি ব্লগিং।
+++++++++++++++

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


ক্রমেই, 'ব্লগিং' নিয়ে ব্লগারদের ধারণা অনেকাংশে মিলে যাবে।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুনে প্রীত হলাম!!
গুরু মানলে একটা পরামর্শ দেই
লেখাটি ব্লগডের প্রকাশনায় জমা দিন।
আশা করি কর্তৃপক্ষ প্রকাশ করবেন।

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



জমা অবশ্যই দেবো; সাথে লিখে দেবো, "গুরুর নির্দেশ, হয় প্রকাশ, না'হয় সামু শেষ"

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তথাস্থ !! জয় তোমার হবেই বৎস্য

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনার ইচ্ছাই আমার চলার পথের দিশা

৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: ব্লগ নিয়ে আপনার সুচিন্তিত মতামত সহজ ভাবেই প্রকাশ করেছেন। দ্বিমত করার কোনো অপশন নেই।
ব্লগ ডে'তে কি আসবেন? যদিও জানি আপনি বেশ সুস্থ। ডাক্তার আপনাকে সম্পূর্ন বিশ্রামে থাকতে বলেছেন।

নুরু ভাইকে আজ খুব খুশি করে দিলেন! সে তো খুশিতে লাফাচ্ছে।

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগ-ডে'তে উপস্হিত থাকা সম্ভব হবে না, আপনারা উপস্হিত থেকে ইহাকে অর্থময় করে তুলুন।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একটি পোস্ট করেছেন।
লিখাটি ব্লগ সংকলনে দিতে চাইলে, দ্রুত রিমুভ করুন।

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



না, ইহা ব্লগারদের উদ্দেশ্য লেখা; সংকলনে অন্য কিছু নিয়ে লিখবো।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

সাইফ নাদির বলেছেন: ঠিক বলেছেন

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং আবার জনপ্রিয় হয়ে উঠবে।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

জাহিদ হাসান বলেছেন: ব্লগ ডে তে আপনি আসবেন ?

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


না, সম্ভব হচ্ছে না; আপনারা, যারা কাছাকাছি আছেন, উপস্হিত হয়ে ইহাকে সফল করে তুলুন।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
ব্লগে আমার লেখাটা থাকবে ব্লগ যতোদিন আছে - এই তো যথেষ্ট। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা থাকবে থাকতেই পারে - জরুরী হচ্ছে আমি কি লিখেছি আর কি আমার চিন্তাধারা। বেশ কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে আপনাকে বিস্তারিত জানাবো। আপনি ফিরে এসেছেন - আমি অপেক্ষায় ছিলাম।

পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেনো আপনাকে তার শীতল ছায়ায় শান্তিতে রাখেন সুখে রাখেন।।

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



কি রকম ঘটনা?

১১| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার সুচিন্তিত বক্তব্য খুব চমৎকার ভাবে প্রকাশ করেছেন। খুব ভালো লাগলো । আরো ভালো লাগবে যদি ব্লগ ডে তে আপনার দেখা পাই । খুব অসম্ভব কি? নাকি একেবারেই সম্ভব না।
ভালো থাকবেন শ্রদ্ধেয়।

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ঐ সময় দেশে আসা সম্ভব হবে না।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগ ডের অনুষ্ঠান সফল হোক।

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা অনেক দীর্ঘ সময় পর একত্রিত হচ্ছেন, ইহা সবাইকে উৎসাহিত করে তুলবে।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

ডঃ এম এ আলী বলেছেন: অতি গুরুত্বপুর্ণ মুল্যবান লেখা ।
সরাসরি প্রিয়তে ।
গিং ও ব্লগ্লারদের মান উন্নয়নের একটি সঠিক পর্যালোচনা প্রতিভাত হয়েছে ।
লেখাটি সম্পর্কে যা বলতে চেয়েছিলাম তার সবই আহমেদ জী এস ভাই সুন্দরভাবে বলে দিয়েছেন।

ব্লগিং সম্পর্কে এখনো জনমানষে এমনকি সমাজের অনেক উচ্চ শিক্ষিতের কাছে ব্লগিং নিয়ে নাক ছিটকানো ভাব ও নেতিবাচকতা
পরলক্ষিত হয় । অনেককেই বলতে শুনেছি - ও ব্লগে লেখেন তাই !, অন্য কোথাও লেখা কি ছাপা হয় না ?? শুধু লেখাই নয় লেখকের মান নিয়েও টান দেন । খুবই নিকট অতীতে ব্লগে লেখালেখি করে অনেকেই জান পর্যন্ত দিয়েছেন । এরকম একটি প্রেক্ষাপটে এই পোষ্টের লেখাটি খুবই গুরুত্বপুর্ণ অবদান রাখবে ।

ধন্যবাদ মুল্যবান লেখাটির জন্য ।
ব্লগ দিবসের সাফল্য কামনা করছি ।

শুভেচ্ছা রইল

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


হাজার হাজার বাংগালী লেখক (যারা ব্লগিং করেন না) জানেন না যে, তাঁদের লেখায় কি ভুল আছে, ও আজীবন থেকে যাচ্ছে; অন্যদের কথা কি বললো?

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

মিরোরডডল বলেছেন: ওয়েল সেইড ।

I always enjoy the conversation between you and Nur Mohammad Nuru :- )
You two are like kids. Really adorable!

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


নুরু সাহেবের সবই ঠিক ছিলো, একতা মাত্র সমস্যা: বিখ্যাত মানুষদের জন্মদিন ও মৃত্যুদিনকে গুলিয়ে ফেলেন; সর্বোপরি, উনি যাঁদেরকে মৃত হিসেবে লিখেন, উঁনাদের কি আসলে মৃত্যু হয়েছে কিনা, মাঝে মাঝে আমার সন্দেহ হয়।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

মিরোরডডল বলেছেন: you made me laugh :-)

I wish I know you in real world. You could make my day.
ভালো থাকবেন

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেব কি নিয়ে ব্লগিং করছেন, সেটা জানার জন্য উনার পোষ্ট না পড়ে আমার পোষ্ট পড়লে পাঠকদের জীবনটা একটু সহজ হয়ে হবে।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

নাহিদ০৯ বলেছেন: আপনার লিখা বেশ চোখ টিপে টিপে পড়তে হয়। অনেকটা পা টিপে টিপে চলার মতো। খালি মনে হয় এই লাইনের অন্য কোন মানে নাই তো!! ভালো লাগলো ব্লগ নিয়ে আপনার ভাবনার।

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং বাংগালীদের জন্য সম্পুরক বিশ্ববিদয়ালয়

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
ব্লগে মজাদার কিছু শিখতে পেরেছি তা হচ্ছে “যে কোনো কবিতা গল্প প্রবন্ধ না পড়ে “সহমত, সুন্দর, খুব সুন্দর, অসাধারণ” মন্তব্য সহ লাইক বাটন দেওয়া তাতে লেখক লেখিকা খুশী হোন। ভুল ধরা যাবে না এবং তা মোটেও আলোচনায় আনা যাবে না তাতে পোষ্টকারী দুঃখিত হয়ে যে কোনো কথা বলার অধিকার রাখেন। ইসলাম ধর্ম ও খ্রিষ্টান ধর্ম পুরোপুরি দুই মেরুতে অবস্থান করে সেখানে ক্রুশ বিদ্ধ ঈসা মসীহ বিস্বাসে আমি মনে করি ইসলাম ধর্ম সঠিক জায়গায় থাকার কথা না। তারপরও ধর্মের কল বলে কথা বাতাসে চলবে অনন্তকাল।

দুঃখজনক ঘটনাটি মেইলে জানিয়েছি। এটি সর্বোচ্চ পর্যায় থেকে সিল্ড হয়েছে তাই ভুলে যাওয়াটাই আমাদের জন্য উত্তম। আপনি দেশে আসলে আমাকে জানবেন আপনার ঢাকা বিমান বন্দরে ইউনিফর্মড প্রোটোকল সার্ভিস পাওনা রয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষার বেলায়, রোহিংগাদের জন্য বার্মার সরকার ও বাংলাদেশ সরকার একই রকম।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

নুরহোসেন নুর বলেছেন: ব্লগারেরা যতটুকু ভেবে একটা মন্তব্যের উওর দেন, সরকারের মন্ত্রী এমপিরা তার থেকেও কম ভেবে দেশ চলাচ্ছেন।
লেখা লেখি করে কি অসচেতন জাতিকে শিক্ষিত করা সম্ভব?

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



লেখালেখি করে শুধু শিক্ষিত জাতিকে বদলানো যায়; আমাদের দেশে লেখালেখির মাধ্যমে শিক্ষিতদের সাহায্য করা সম্ভব।

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

চাঁনমিয়া বলেছেন: শুধু বাংলাদেশেই নয় বরং সারা বিশ্বে বাংলা ব্লগ ডে সফল কামনা করছি ।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


প্রবাসে পালন করার দরকার।

২০| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ওস্তাদ ।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি সমসাময়িক বিষয়ের উপর লিখলে ভালো হতো

২১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

সোহানী বলেছেন: চমৎকার বিশ্লেষণ। শতভাগ সহমত।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সম্র্কে শুধুমাত্র ব্লগারদেরই সম্যাক ও সঠিক ধারণা গড়ে উঠছে।

২২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৩

আরজু পনি বলেছেন: আমি খুব আশা করেছিলাম ব্লগ ডেতে আপনার সাথে পরিচিত হবো। :(

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



স্যরি, সম্ভব হচ্ছে না; আমি কিছুটা অসুস্হ, এবং দেশের বাহিরে। সামনের বছরগুলোতে দেখা হবে।

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১

ডার্ক ম্যান বলেছেন: ব্লগারদের নিয়ে অস্থিরতা আন্তর্জাতিক রাজনীতির অংশ ছিল। গণজাগরণ মঞ্চ ব্লগ এবং ব্লগারদের অনেক বেশি ক্ষতি করে ফেলেছিল।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:





আপনি বলেছন, " গণজাগরণ মঞ্চ ব্লগ এবং ব্লগারদের অনেক বেশি ক্ষতি করে ফেলেছিল। "
-কিভাবে?

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১

শাহিদা খানম তানিয়া বলেছেন: আশাকরি ব্লগ ডে তে দেখা হবে :)

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি আসছেন?

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫২

শাহিদা খানম তানিয়া বলেছেন: জ্বী। ইনশা আল্লাহ আসব।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:



খুশী হওয়ার মতো ব্যাপার।

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১২

রুমী ইয়াসমীন বলেছেন: সুন্দর ভাবনার বিশ্লেষণ। চাঁদদাদু আপনার এই লিখাটার মাধ্যমে মনে করি ব্লগে আমার মতন নতুন পাঠক, লেখক ও ব্লগারেরা ব্লগিং করতে অনেক উৎসাসিত হবে।

আপনি বলেছেন - "প্রচলিত ভাবনার সাথে একমত না হওয়ার কারণে, বাংলাদেশে অনেক ব্লগারকে অকারণ দোষী করা হয়েছিল, ব্লগিং সম্পর্কে ভুল ধারণা দেয়া হয়েছিল এই দেশে; এতে ব্লগিং জগতে ভয়ের সন্চার হয়েছিলো, ব্লগিং'এ স্হবিরতা এসেছিলো।"

সত্যি বলতে দাদু আমারও আগে অনেক ভুল ধারণা ছিল মানে অনেকের কাছ হতে ভুল ধারণা পেয়েছিলাম এবং এমনকি অনেক ভয়ও পেতাম ব্লগার কথাটা শুনলে। :(

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের শিক্ষিতদের মাঝে কমপক্ষে শতকরা ৬০ ভাগই সম্যক ধারণাহীন, এরা ব্লগিং'এর মতো আধুনিক বিষয় বুঝেন না।

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১

রুমী ইয়াসমীন বলেছেন: লেখক বলেছেন:


"বাংলাদেশের শিক্ষিতদের মাঝে কমপক্ষে শতকরা ৬০ ভাগই সম্যক ধারণাহীন, এরা ব্লগিং'এর মতো আধুনিক বিষয় বুঝেন না।"

জ্বী, চাঁদদাদু এটাই তো এখন মনে হচ্ছে ব্লগার নাম শুনলেই যেভাবে মানুষ নেতিবাচক মনোভাব পোষণ করে ও আতঙ্কিত হয়।

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা সভ্যতার সাথে তাল মিলাতে পারছে না

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোস্ট ও পোস্টের মন্তব্য ও প্রতি মন্তব্য মনে হচ্ছে আমরা মানুষরাই মানুষ চিনতে গিয়ে ভুল করে থাকি। আর নিজের অভিজ্ঞতা দিয়ে বিচার করে ফেলি সে এমন, অমন আসলে কি তা ঠিক। ব্লগাররা কেউ কারোর শুত্রু নয়। সবাই এক হয়ে জানিয়ে যেনো দেয় আমাদের সম্প্রীতি। সফল হউক আমাদের ব্লগ ডে।

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংলা ব্লগ শত্রুতার ক্ষতচিহ্ন ব হন করছে।

একই বিষয়ের উপর বিভিন্ন জনের অভিজ্ঞতার স্তর ভিন্ন হওয়ায়, সময় সময় মন্তব্য নিয়ে শক্ত তর্ক বিতর্ক হবে; তবে, জ্ঞানের লেভেল বাড়ার সামানুপাতিক হারে ঝগড়া ফ্যাসাদ কমে আসবে।

২৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সালাম ও শুভকামনা প্রিয় ব্লগার মহোদয় আপনাকে।
জানি না কতদিন পর এলাম ব্লগে! এসেই কয়েকটা লেখা দেখলাম।তারমধ্যে আপনার পোস্টেই মন্তব্য করার সুযোগ পেয়েছি। ভাবিনি আর কোনদিন ব্লগে ফেরা হবে কী না? মুক্তচিন্তার জায়গাগুলো যেভাবে ব্লক হয়ে যাচ্ছিল! ভয়েই ছিলাম। মূলতঃ মেলোডি কিং প্রয়াত শিল্পী কাজী ইশতিয়াক এর ওপর সামুর লিংকে ক্লিক করেই এখানে আসা। ধন্যবাদ।
আপনার পোস্ট পড়েছি। সত্যিই যথাযথ বলেছেন। এই ব্লগ একটি ইন্টারেকটিভ প্ল্যাটফর্ম নবাগত ও পূরণো লেখকদের জন্য। এটা অনেকটা চ্যালেঞ্জিং ও বটে।। ভালো লাগা জানবেন।

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



যারা ব্লগ ইত্যাদি বন্ধ করার চেষ্টা করছে, ওরা নিজের পায়ে কুড়াল মারছে।

৩০| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬

ইসমাঈল আযহার বলেছেন: তেল মারামারি সবখানেই আছে।

ব্লগারদের জয় হোক

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


সবকিছু মিলে আমরা বাংগালী জাতি

৩১| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৭

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: আমার চাঁদু সোনা তুমিও এসো কিন্তু ।

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনার আমন্ত্রণ পেয়েছি

৩২| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ২০১৯ বাঙলা ব্লগ ডে সফল ও জয় হোক ব্লগারদের।

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


উপস্হিত থাকার চেষ্টা করেন

৩৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: এ জন্য আমি খুশি :)

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


খুশী হওয়ার মতো খবর

৩৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৭

অব্যক্ত কাব্য বলেছেন: ব্লগ দিবসের সার্বিক সফলতা কামনা করি

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


উপস্হিতি কম হলে, সফলতা মাপা কষ্ট হবে, সম্ভব হলে, উপস্হিত থাকার চেষ্টা করবেন।

৩৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে অন্য কে কি মন্তব্য করলো তা এসে দেখে গেলাম।
এসব জানার দরকার আছে।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং'এর বিশাল প্রভাব পড়বে সমাজের উপর

৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩১

হাবিব বলেছেন: ব্লগারদের ব্যাপারে আপনার মূল্যায়ন অসাধারণ

৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরাই দেশের পরিস্হিতি বুঝতে কিছুটা সক্ষম

৩৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই আসলে আসার এক টা প্রস্তুতি নেবো।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


প্রস্তুতি নেন, এটা মুল্যবান কাজ হবে

৩৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

ধ্রুবক আলো বলেছেন: কাল্পনিক ভালোবাসা ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছিলাম আপনি অনেকদিন অসুস্থ ছিলেন! তাই ব্লগেও ছিলেন না।
এখন কেমন আছেন? পুরোপুরি সুস্থ আছেন তো?

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


ভালো দিকে, ধন্যবাদ

৩৯| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

কিরমানী লিটন বলেছেন: ব্লগ ও ব্লগিং নিয়ে আপনার সুচিন্তিত ভাবনাগুলো মুগ্ধ ডানা মেলেছে। চমৎকার যৌক্তিক ও কার্যকর বিশ্লেষনে সহমত জানাই। ব্লগ দিবসের অনুষ্ঠানে আপনাকে সামনা- সামনি দেখার ইচ্ছাটা তাহলে স্থগিতই রইলো। আগামীর আশায় রইলাম। আপনার সুস্থ দেহের নিরাপদ জীবন কামনা করছি। হ্যাপি ব্লগিং......

৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতির প্রকৃত অবস্হা বুঝতে সক্ষম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.