নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পেঁয়াজ নিয়ে বিপ্লব টিপ্লব, সরকার বদল টদল হবে নাকি?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৬



পেঁয়াজ এমন একটা খাদ্য, যেটার অভাবে মানুষ মরে না, পুষ্টিহীনতায়ও ভোগে না, পেঁয়াজু আলচারের সৃষ্টি করে; তা'হলে, পেঁয়াজ নিয়ে সরকার ও মানুষ এতো চিন্তিত কেন? জাতি প্রয়োজনীয় পরিমাণ পেঁয়াজ উৎপাদন করেনি, সুতারং পেঁয়াজ না খেয়ে থাক, সোজা ব্যাপার!

ভারতীয় রপ্তানী বন্ধের ঘোষণা আসার আগেরদিন পেঁয়াজের দাম ছিলো ৮০ টাকা। ভারতীয় ঘোষণা আসার পরদিন, সরকার ঘোষণা করতে পারতো, "কেহই ৮০ টাকার বেশী দামে পেঁয়াজ বিক্রয় করতে পারবে না: আমদানী কর, রপ্তানী কর, উৎপাদন কর, যা ইচ্ছা তাই কর, কিন্তু পেঁয়াজ ৮০ টাকার থেকে এক পয়সা বেশী বিক্রয়ের চেষ্টা করলে পাছার উপর ২০ বেত।"

বাংগালীরা পেঁয়াজ নিয়ে যেই ধরণের চীৎকার শুরু করেছে, তাতে মনে হচ্ছে, পেঁয়াজের অভাবে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ মরে পড়ে আছে। পেঁয়াজ কি সেক্স মেক্স বাড়ায় নাকি, না'হলে, পেঁয়াজের জন্য এই লংকাকান্ড কেন?

বাংলাদেশের কৃষি জমির পরিমাণ কমছে প্রতিদিন, এবং প্রতিদিন কিছু কৃষকের ছেলে বিদেশে চলে যাচ্ছে সস্তা শ্রমিক হিসেবে; ওরা ওমান ও অনেক আরব দেশে পেঁয়াজের চাষও করছে। আবার, কৃষকের জমি ভাইবোনের মাঝে বিভক্ত হয়ে, ছোট ছোট খন্ডে ভিবক্ত হয়ে, চাষের অনুপযুক্ত হয়ে যাচ্ছে! আমি নিজে, ১৯৬২ সাল থেকে ১৯৭২ সাল অবধি পেঁয়াজ, রসুন চাষ করেছি; আমার সেসব জমি এখন পতিত জমি, চাষ হয় না।

আমাদের কৃষিমন্ত্রী ড: আবদুর রাজ্জাক সাহেব কি দেশের পেঁয়াজ উৎপাদনের খবর রাখার মতো দক্ষ; উনি কি জানেন, জাতির কি পরিমাণ পেঁয়াজ দরকার, কি পরিমাণ জমিতে পেঁয়াজের চাষ হয়, কত চাষী পেঁয়াজ করবেন এই বছর? চাষীরা কি উনার কেনা গোলাম যে, উনার দরকার অনুসারে পেঁয়াজ করে দেবেন?

তবে, কৃষিমন্ত্রী ঢাকায় বসে কম্প্যুটারে ডাটা মাটা দিয়ে আনুমানিক একটা ধারণা পেতে পারেন, দেশে কি পরিমাণ পেঁয়াজ হতে পারে, কি পরিমাণ আমদানী করতে হতে পারে, কোন দেশ থেকে আনা যায়, কাদের মারফত আনলে দাম ঠিক থাকবে, ইত্যাদি ইত্যাদি; ইহার জন্য জ্ঞাানের দরকার হয়; সেটা উনার আছে কিনা, প্রাইম মিনিষ্টার শেখ হাসিনা বলতে পারবেন।

পেঁয়াজ বিপ্লব করে যদি বিএনপি-জামাত বর্তমান সরকার উল্টায়ে দিত পারতো, তাও খারাপ হতো না; রুশ বিপ্লবের পর, ইহা ইতিহাসে স্হান করে নিতো; এত আজব বিপ্লব আজো বিশ্বে হয়নি কোনদিন। তাও, সম্ভব নয়, উহাদের একমাত্র সমস্যা হলো বেগম জিয়ার মুক্তি, উনারা ঈদের জন্য অপেক্ষা করছেন।

মন্তব্য ৬২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপ্লব টিপ্লব, সরকার বদল টদল
হলে আপনার কি কোন
লাভ টাভ হবে নাকি!!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:



হবে; আমার হলে, আপনারও হবে

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৩

সোহানী বলেছেন: কোন বিপ্লব হবে না রে ভাই। জনগণের শুধু ধৈর্য্য শক্তি বাড়ছে, এই আর কি।

তবে পাছায় বেত বিষয়টা আমার পছন্দ হয়েছে। কিন্তু সমস্যা যারা বেত মারবে তারাইতো ব্যবসা করে ;) । নিজের পাছায় বেত নিশ্চয় লাগাবে না............... :P

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:



মনে হয় না, ড: রাজ্জাক সাহেব ব্যবসা ম্যবসা করেন; তবে, জ্ঞানের অভাব আছে; না হয়, পেঁয়াজ নিয়ে এই ধরণের কান্ড হওয়ার কথা নয়; কাগুজে ডক্টরেট

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশী পিয়াজ বাজারে উঠছে। উঠতেছে। কৃষক ১০০ টাকা দাম পাচ্ছে।
তাই এই মুহুর্তে সকল বিদেশী পিয়াইজ আমদানি বন্ধ করতে হবে। জাহাজে থাকলে ২ মাস খালাস বন্ধ রাখতে হবে।
পেঁয়াজের দাম ৩০০ হোক, বা আরো বেশী ..। দেশী কৃষক লাভবান হোক।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আপনার ব্লগ এলাকায় পেঁয়াজ লাগায়েছেন? নাকি আমেরিকান ভাতে ভিটামিন ডি আছে?

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৬

সুপারডুপার বলেছেন: আলিবাবা ডট কম এ আজকের বাজারে আপনি $৭০-$১০০/ টন দরে পিঁয়াজ কিনতে পারবেন। $১ = ৮৫ টাকা হলে; $১০০/ টন দরে, ১ টন পিঁয়াজের ক্রয়মূল্য পরে ৮,৫০০ টাকা। ১ কেজি পিয়াজের বিক্রয় মূল্য ২০০ টাকা হলে , ১ টন পিঁয়াজের বিক্রয় মূল্য ২০০,০০০ টাকা। প্রতি টনে পিয়াজ সিন্ডিকেট দের লাভ হয় (২০০,০০০ -৮,৫০০) টাকা বা ১৯১,৫০০ টাকা।

মানে, ১০০০ টন পিয়াজ আমদানি করলে সিন্ডিকেটদের লাভ ১৯১,৫০০,০০০ টাকা বা প্রায় ১৯ কোটি টাকা (এটি একটি আনুমানিক লাভের হিসাব )। এর মাঝে সরকারের মন্ত্রী আমলাদের ও ভাগ আছে। পিঁয়াজ সিন্ডিকেটদের ও মন্ত্রী-আমলাদের প্রত্যাশিত টাকা পকেটে আসলে, পিয়াজের দাম এমনিতেই কমে যাবে।

পিয়াজের দাম ২০০ টাকা কেজি হলেও, মানুষ কিনছে ও খাচ্ছে। জনগণ অহিংস অসহযোগ আন্দোলনের ডাক টাক দেয় নি। বিএনপি জামায়াতের কোমর ভাঙা। তাই পিঁয়াজ নিয়ে বিপ্লব হওয়ার কোনো সম্ভবনায় নাই। শুধুমাত্র অনেকে উপরি ইনকাম করতে বাধ্য হবে, যেন উপরি ইনকামের চক্র সামঞ্জস্যতা পায় ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



সরকার মাুষকে ছাগলে পরিণত করেছে; দেশে পেঁয়াজ নেই, দেশে সৎ ব্যবসায়ী নেই; সরকার নিজে আমদানী করলে সমস্যা থাকতো না।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


সরকারের ঘোষণা দেয়ার দরকার ছিলো যে, ৮০ টাকার উপর পেঁয়াজ কেহ বিক্রয় করতে পারবে না; ব্যবসা কর, না কর, সেটা ইচ্ছা

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



ভেষজ গুণ হিসাবে পেয়াজ
দারুন উত্তেজক হিসেবে কাজ করে।
দেশে পেঁয়াজ চাষ, আয় রোজগার বারো মাস।
বাংলাদেশের মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের
জন্য খুবই উপযোগী,বিষয়টা সরকার মাথায় নিলে ভাল করবে।
পিয়াজের দাম বৃদ্ধি নিয়ে বিপ্লব হয়তবা হবেনা ।
তবে আর পনের বিশ দিন পরে নতুন পেয়াজ
বাজারে আসার পরে এর দাম কমে গেলে
কৃষক মারা গেল গেল বলে আবার
ময়দান গরম হবে ,এটা নিশ্চিত ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


জাতি ধান ব্যতিত কোন কিছুই ১৮ কোটীর প্রয়োজন মতো উৎপন্ন করতে অক্ষম; কারণ, সরকারের সঠিক কোন প্ল্যান প্রোগ্রাম নেই, কৃষক কি করছে, সরকার জানে না; সরকার নিজেই অসৎ ব্যবসায়ী; ফলে, দেশ বিশৃংখলার মাঝে ডুবে আছে।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের চাহিদা মেটাতে হলে দেশেই উৎপাদন করতে হবে। আমদানি করে চাহিদা হয়তো মেটানো যাবে । দাম কমানো যাবে না।
সবারই উচিত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে বর্তমানে বছরে ২৪ লাখ টন পেঁয়াজ দরকার; কোন এলাকায়, কত জমিতে, কি পরিমাণ চাষী পেঁয়াজ করলে ২৪ লাখ টন উপন্ন হবে?

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে তো 18 কোটি লোকের জন্য পেঁয়াজ উৎপাদন করার জন্য কোন জমি আছে বলে আমার মনে হয় না । অন্ততঃ দেশে গেলে যা দেখি তাতে মনে হয় না যে চাষ করার মত বিশেষ কোনো জমি আছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ফেনী থেকে চট্টগ্রাম অবধি তেমন কোন জমি নেই; বেশীরভাগ জমিতে বস্তির মতো ঘরবাড়ী উঠেছে, তারপাশের জমি পতিত জমিতে পরিণত হয়েছে।

উত্তর চট্টগ্রামে পুরুষই নেই, সবাই চলে গেছে প্রবাসে; গ্রামে নতুন বাচ্চাও জন্ম নেয় না

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভারতেও পেঁয়াজের মূল্য ১০০ রুপি ছাড়িয়েছে। ভারত যেখানে পেঁয়াজ রপ্তানীকারক দেশ, সেই ভারত পেঁয়াজ আমদানী করছেন মিশর হতে। কয়েক দিন আগে পেঁয়াজের প্রথম চালান এসে পৌছেছে বোম্বেতে। সামনে ভারতে চাষীরা পেঁয়াজ উঠালে তাদের চাহিদা মিটিয়ে বাংলাদেশে পেঁয়াজ দিলে দাম কমবে বলে আপাতত আশা করা যেতে পারে। ততদিন পেঁয়াজ বিশৃংখলা থাকবে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


নিজেদের পেঁয়াজ প্রায় সময়ই থাকবে না; এই সমস্যা আরো বাড়বে; আমি ভাবছি, ড: আবদুর রাজ্জাকদের মত লোকেরা কি পড়ালেখা করেছে জীবনে? নাকি এরাও কি প্রশ্নফাঁস?

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পেঁয়াজ কি সেক্স মেক্স বাড়ায় নাকি, না'হলে, পেঁয়াজের জন্য এই লংকাকান্ড কেন?
.....................................................................................................................
পেঁয়াজের নানাহ গুন না থাকলে কি মসনদ ধরে নাড়া দেয় ???
কৃষি কাজে আমাদের আরও মনোযোগ দিতে হবে,
কৃষি মন্ত্রি পেঁয়াজের উৎপাদন খরচ কমানো ও বিতরন ব্যবস্হা রাখলে
আগামীতে আমরা পেঁয়াজের বাম্পার ফলন করতে পারি ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


সরকার ও চাষীর মাঝে কোন খাদ্য উৎপাদন নিয়ে কোন সম্পর্ক আছে?

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: পেঁয়াজের জন্য কে মারা যাবে না। তবে পেঁয়াজ তো প্রতি দিনই রান্না করার জন্য দরকার।
একটা দরিদ্র দেশে পেঁয়াজ ৪০ টাকা কেজি থেকে ২৬০ টাকা হয়তে গেল। এবং দাম কিছুতেই কমছে না। কত দেশ থেকে পেঁয়াজ এলো। সাধারন মানুষের আসলেই অনেক কষ্ট। আমার নিজের'ই পেগ পেতে হচ্ছে।
আমি নিজে সব সময় ৫ কেজি করে পেঁয়াজ কিনতাম। এখন এক পোয়া পেঁয়াজ কিনি ৫০ টাকা দিয়ে। দুই দিনেই শেষ হয়ে যায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমদানী সরকারের নিয়ন্ত্রণের বাহিরে; সরকার যদি নিয়ম করে দিতো যে, পেঁয়াজ ৪০ টাকার উপরে বিক্রয় করা যাবে না, পারলে ব্যবসা কর, না হয় দরকার নেই।

সরকার বলছে নিরাপদ খাদ্যের কথা, পেঁয়াজ থেকে বুঝা যাচ্ছে যে, ইডিয়টরা যা বলছে, উহা ভুয়া।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: গতকাল ২/৩ জাগায় দেখলাম। মানুষের লম্বা লাইন। খোজ নিয়ে জানলাম পেঁয়াজের জন্য লাইন। টিসিবি থেকে পেঁয়াজ বিক্রি করতে আসবে। লোকজন রোদ এবং ধূলোবালির মধ্যে ৩/৪ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে। অথচ টিসিবির গাড়ি আসছে না। কি কষ্ট! এই কষ্টের কি কোনো দাম নেই? যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কি মানুষ না?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


দেশকে ওরা কলোনীতে পরিণত করেছে, মানুষকে পরিণত করেছে দাসে; দাসের সময়ের মুল্য নেই, দাসের মুল্য মালিক জানে।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন:

এই দেখেন আমি যেটা বললাম, সেটা পত্রিকাতেও এসেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দেখে শুনে ইডিয়টদের মন্ত্রী ও এমপি বানায়; ফলাফল এই রকমই হবে সব সময়।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

নজসু বলেছেন:



পেঁয়াজের যে ঝাঁজ আছে এবার সেটা হাঁড়ে হাঁড়ে বোঝা গেলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সঠিক কোন প্রশাসন গড়ে তুলতে পারেননি।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫

জুন বলেছেন: আমার বাসায় একটি মেয়ে মাঝে মাঝে আসে। আমাকে ঘরের কাজে কিছুটা সাহায্য করে। তার ঘরের সামনেই থাকা মামাতো জা এর সাথে তার মনমালিন্য হয়েছিল। আমি দুদিন বাদে জিজ্ঞেস করলাম "কি তোমাদের মিটমাট হয়েছে"? সে সগর্বে মাথা উচু করে বল্লো "না খালাম্মা আমি কথা কই না, কিন্ত আমি ঘরে না থাকলে সে এসে আমার ঘর থেকে আলু পিয়াজ চুরি করে নিয়ে যায় "! শুনে আমি আর্ত কন্ঠে বলে উঠলাম "কি বলো! পেয়াজ চুরি! তুমি না সেদিন কত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিসিবির পেয়াজ কিনেছো! " মেয়েটি সগর্বে তার হাত ব্যাগটা উচু করে তুলে ধরে হাসিমুখে বল্লো "তা পারবে না খালাম্মা, আমি পেয়াজ স্টিলের আলমারিতে ভরে চাবি দিয়ে এসেছি, এই যে দেখেন চাবি।

আর কিছু দিন পর আলমারি থেকে কাপড় চোপর বের করে চাল, ডাল, তেল, পিয়াজ আলমারিতে রাখতে হবে সেই বিখ্যাত কবিতার পংতির মত ক্ষ্যান্ত বুড়ির তিন বোনের মত যারা
"শাড়িগুলো তারা উনুনে শুকায়
হাড়িগুলো রাখে আলনায় " :-/

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেশে সঠিক প্রশাসন গড়ে তুলতে সক্ষম হননি শেখ হাসিনা, সবকিছু মগের মুল্লুকের মতো

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১২

কনফুসিয়াস বলেছেন: I am very confused!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


দেশের বেশীরভাগ নাগরিকই কনফিউসড

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

কিরমানী লিটন বলেছেন:

#রাজাকারপুত্র লিটন হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তার পিতা শহিদুল ইসলাম (পাখি মোল্লা) ৪ নং তালিকাভুক্ত রাজাকার!!

#রাজাকারপুত্র লিটন হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তার পিতা শহিদুল ইসলাম (পাখি মোল্লা) ৪ নং তালিকাভুক্ত রাজাকার!!

#রাজাকারপুত্র লিটন হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তার পিতা শহিদুল ইসলাম (পাখি মোল্লা) ৪ নং তালিকাভুক্ত রাজাকার!!

#রাজাকারপুত্র লিটন হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তার পিতা শহিদুল ইসলাম (পাখি মোল্লা) ৪ নং তালিকাভুক্ত রাজাকার!!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ কিভাবে চলছে, এতে মানুষের হাত নেই; এটা অনেকটা পিরামিড ব্যবসার মতো চলছে।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
পেঁয়াজ রাজ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে সে জন্য আমি দায়ী করবো বাংলাদেশের সাধারণ জনগণকে যারা অমিতব্যায়ী ও প্রচুর খেতে ও খাবার নষ্ট করতে পছন্দ করেন। বাংলাদেশে এমন বাড়ির সংখ্যা এখন কোটির উপরে যাদের পরিবারে প্রতি বৃহস্পতি/ শুক্রবার / শনিবার দাওয়াত - পার্টি খাবার দাবার চলার নামে খাবার নষ্ট করা হয় সেখানে পেঁয়াাজও প্রয়োজন পড়ে এবং যথারিতি অপচয়!

আমার ভাই কাজী ফররুখ আহমেদ (চাল ব্যাবসায়ী) আমাকে একটি অংক দিয়েছিলেন “বাংলাদেশে যদি ৩ কোটি পরিবার থাকে আর প্রতি পরিবারে দৈনিক গড়ে ১০০ গ্রাম পেঁয়াজ প্রয়োজন পড়ে, তাহলে বাংলাদেশে দৈনিক পেঁয়াজের চাহিদা কতো? হোটেল রেষ্টুরেন্ট বাদ।।

***কাজী ফররুখ আহমেদ ব্লগের অন্যতম নিরব ব্লগার যিনি শুধু চাল নিয়ে ব্লগে লিখেন। জগতের আর কিছুর প্রতি সম্ভবত তার কোনো আগ্রহ নেই।

চাঁদগাজী ভাই, পেঁয়াজে উচ্চমাত্রার কিছু টিছু আছে যা বাঙ্গালীকে উগ্র করছে হিংস্র করছে। তা না হলে পেঁয়াজের কেনো এতো চাহিদা? পেঁয়াজ নিয়ে বাংলাদেশে যা হচ্ছে তা সমগ্র বিশ্বের জন্য একটি হাস্যকর তামাশা মাত্র।


০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


দেশের খাদ্য উৎপাদনে সরকারের প্ল্যান ও নিয়ন্ত্রণ নেই; ফলে, যা হচ্ছে সেটা নিয়ে জাতিকে বাঁচতে হবে। কৃষিমন্ত্রী ডক্টরেট মানুষ, হয়তো শিখবেন একদিন।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

ching বলেছেন: পাহাড়ের উপর পেঁয়াজ চাষ করা যাবে কি?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:

পানি জমে না, এই ধরণের সব যায়গায় পেঁয়াজ চাষ করা যায়; বেলে মাটিতে পেঁয়াজ সহজে বড় হয়।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০০

হাসান রাজু বলেছেন: হা হা হা চাঁদগাজী ভাই, প্রতি বৃহস্পতি/ শুক্রবার / শনিবার যে দাওয়াত - পার্টি হয় তাতে কি শুধু পেঁয়াজ ই অপচয় হয়? তেল, চাল, মশলা ইত্যাদি লাগে না ?

দুনিয়ায় কোন বিষয়ে যার আগ্রহ নাই শুধু চালেই যার আগ্রহ তার কাছ থেকে পেয়াজের অংক শেখার মত বেকুব তো ভাই দেখি না।

চাঁদগাজী ভাই, পেঁয়াজে উচ্চমাত্রার কিছু টিছু আছে যা বাঙ্গালীকে উগ্র করছে হিংস্র করছে। তা না হলে পেঁয়াজের কেনো এতো চাহিদা? এই লাইনটা মনে হয় পেঁয়াজ কি সেক্স মেক্স বাড়ায় নাকি, না'হলে, পেঁয়াজের জন্য এই লংকাকান্ড কেন? এরই এড্যাপশন ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


যাক, চালের অভাবে এখন মানুষ সরাসরি মরছে না। তবে, জাতি প্রয়োজনের চেয়ে ৩ গুণ বেশী চাল খাচ্ছে

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

হাবিব বলেছেন: পেয়াজ নিয়ে এত বাড়াবাড়ির কিছু নেই। যতটা সংকট তার চেয়ে বেশি আলোচনায় সংকট বাধাচ্ছে

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


একটা ব্যাপার পরিস্কার যে, খাদ্য উৎপন্নে সরকারের হাত নেই, কন্ট্রোল নেই; অদক্ষরা মন্ত্রী হয়ে বসে আছে, এমপি হয়ে বসে আছে; ফলে, দেশে বিশৃংখলা লেগেই থাকবে।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১১

ফয়সাল রকি বলেছেন: পেঁয়াজ বিপ্লব- নামটা মন্দ হতো না!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযুদ্ধের পর এটা হতে পারতো একটি বড় ধরণের কিছু

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২২

শাহিদা খানম তানিয়া বলেছেন: ভাল বলেছেন।
দেশের কথা সবাই যদি ভাবতো।
আমি চাই বাংলোদেশে অলৌকিক কিছু একটা হোক। দেশের মানুষের হাহাকার গুলো হাসিতে পরিনত হোক।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


লজিক্যালী ভাবলে বাংলাদেশের অবস্হা এর থেকে ভালো দিকে যাবার সম্ভাবনা নেই; দোয়া টোয়া যদি কাজে লাগে

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: আপনি কি পেঁয়াজ খাচ্ছেন আজকাল?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


আমি এখন দেশের বাহিরে; এসব যায়গার মানুষের মাথায় মগজ আছে

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার স্ত্রীকে পেঁয়াজ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার কথায় তার জবাব ছিল, পেঁয়াজের খরচ বাঁচিয়ে তো আর ফ্ল্যাট কিনতে পারবে না...

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমি আজ অবধি একজন নাগরিকের মুখেও শুনিনি, আমাদের পেঁয়াজ, বা অন্যন্য খাদ্য উৎপাদনের নিশ্চয়তা আছে কিনা, জমি ও চাষী আছে কিনা, সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা, এই ব্যাপারে আপাপ করতে।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি আজ অবধি একজন নাগরিকের মুখেও শুনিনি, আমাদের পেঁয়াজ, বা অন্যন্য খাদ্য উৎপাদনের নিশ্চয়তা আছে কিনা, জমি ও চাষী আছে কিনা, সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা, এই ব্যাপারে আপাপ করতে।

এত অনিয়ম, দুর্নীতি, অপরাজনীতির দেশে সকাল থেকে রাত অবধি জীবন যুদ্ধ করে নিরাপদে ঘরে ফেরাটাকেই মানুষ স্বস্তির মনে করে। অন্য কিছু নিয়ে ভাবার সময় কই?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


ইউনিভারসিটির লোকগুলো, ইন্জিনিয়ারিং এসোসিয়েশন, কৃষি ইনষ্টিটিউটের লোকগুলো, এসব নিয়ে বসতে পারে; সরকারের সাথে আলাপ করতে পারে।

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লেখক বলেছেন:সরকার ও চাষীর মাঝে কোন খাদ্য উৎপাদন নিয়ে কোন সম্পর্ক আছে?
...........................................................................................................................
সরকারের প্রতি জেলা উপজেলায় কৃষি সম্প্রসারন ও উৎপাদন কর্মকর্তা আছেন,
উনারা কৃষকদের নানা পরার্মশ ও বীজ বিতরন করেন এবং কোথাও বা মাঠ
পর্যায়ে পরীক্ষামূলক উৎপাদন করেন ।
অতএব, সরকার ইচ্ছা করলেই তা বাস্তবায়ন করতে পারেন ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের এলাকায় সরকারের সব ধরণের সাবসিডিয়ারী কোথায় যায় কেহ জানে না; মানুষ শুধু সৌদী আরব, ওমানে কি হচ্ছে সেটা নিয়ে আলাপ আলোচনা করে; কার ছেলে বিদেশ যাচ্ছে, কার ছেলে দেশে আসছে এসব নিয়ে আলোচনা; চাষবাস নেই বললেই চলে।

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আপনিই বলেন ভাতের সাথে কি খাব, ডিম, আলুর ভর্তা, মাছ ভর্তা..... মাংস আমার নাগালের বাইরে বাজারে পুকুরে চাষকৃত কমদামী মাছ নিয়ে যায় পয়োজের অভাবে তাও বিস্বাদ লাগে। বিএনপি কি আদৌ জানে কি নিয়ে বিপ্লব করা যায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ছিল মিলিটারীদের মুখপাত্র; সেই ব্যবসা এখন নেই।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: মানুষের জীবনে বা মগজে পেঁয়াজের প্রভাব আছে বৈকি!!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


আছে অবশ্যই; ইউরোপ, আমেরিকা, কানাডায়, সরকারের লোকেরা জানে, কিসের চাষ কতটুকু হচ্ছে, কিভাবে কন্ট্রোল করতে হবে, কি আমদানী করতে হবে, কি রপ্তানী করতে হবে

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

তারেক ফাহিম বলেছেন: পিঁয়াজ টিয়াজ নিয়ে এত ভাবনা কেন? পিঁয়াজতো আমিষ না, বরং আলসারের উৎপত্তিকারক।

তবে এই শীতে পিঁয়াজ বিহিন জালমুরি খেতে ব্ড্ড বেমানান লাগছে।

৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: পেয়াজ-টেয়াজ কদিন না খেলেই তো পারি আমরা।
আপনি কেমন আছেন?
কিছু দিন আগে শুনেছিলাম আপনি অসুস্থ?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি ভালোর দিকে।

মানুষ ১ মাস পেঁয়াজ না কিনলে, বাংলার দুষ্টরা কিছুটা থামতো।

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক অনেক বেশি হয়ে গেছে । বাংলাদেশের সম্পদের তুলনায় এবং আয়তনের তুলনায় জনসংখ্যা যদি 18 কোটি হয় তাহলে আমেরিকার জনসংখ্যা কত কোটি হলে ঠিক হবে? চীনের জনসংখ্যা কত কোটি হলে মানানসই হবে? মালয়েশিয়ার জনসংখ্যা কত কোটি হলে মানানসই হবে? ব্যাপারটা ভেবে দেখতে হবে। আমাদের মানুষের সংখ্যা নিয়ে কেউ কখনো ভাবে না । মনে করে কামলা তৈরি হবে আর বিদেশে পাঠিয়ে রেমিট্যান্স আনবেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



আদম বেপারীরা বাংলাদেশকে "আদম প্রজনন" কেন্দ্র হিসেবেই দেখতে চান; সরকার চান, মানুষ ডলার আনুক; সবাই রবার্ট ক্লাইভের শিষ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.