নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পকে ইমপিচ করার পদ্ধতি শূরু করতে বললেন স্পীকার নেনসী পলোসী

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪



গতকাল আমােরিকান রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সুচনা হয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার পদ্ধতি শূরু করতে বললেন স্পীকার নেনসী পলোসী। স্পীকারের অনুরোধে কংগ্রেসের জুডিসিয়ারি কমিটি আর্টিকেলস অব ইমপিচমেন্টে (ইমপিচ প্রস্তাব) তৈরি করে কংগ্রেসে উত্থাপন করবে; প্রসেস শুরু হতে হতে জানুয়ারী মাস এসে যাবে, হয়তো!

প্রস্তাব কংগ্রেসে পৌঁছলে, উহা প্রথমে যাবে হাউজ অব রিপ্রেন্টেটিভস'এ(কংগ্রেস'এর লোয়ার হাউস); সেখানে আলাপ আলোচনার পর, প্রস্তাবের উপর ভোট হবে; এখানে প্রস্তাবটি পাশ হলে, উহা সিনিটে(আপার হাউস) যাবে। প্রস্তাবটি হাউজ অব রিপ্রেন্টেটিভস'এ পাশ হবে, এখানে ডেমোক্রেটদের সংখ্যা বেশী (ডেমো: ২৩৩, রিপাব: ১৯৭)।

সমস্যা দেখা দেবে সিনেটে: এখানে রিপাবলিকানরা বেশী (ডেমো: ৪৭, রিপাব: ৫৩); এবং প্রেসিডেন্টকে ইমপিচ করে ক্ষমতাচ্যুত করতে হলে ৬৭ জনের ভোটের দরকার হবে, যা ডেমোক্রেটদের নেই বলেই মনে হয়; অর্থাৎ ইমপিচ ও ক্ষমতাচ্যুত না হওয়ার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। ডেমোক্রেটদের আশা, রাজনীতিবিদরা ট্রাম্পের বিপক্ষে এক হবে; কারণ, ট্রাম্প আমেরিকান রাজনীতির বরপুত্র নন, এবং তিনি সেই কারণেই গতবার জয়ী হয়েছেন, মানুষ রাজনীতিবিদদের শিক্ষা দিতে চেয়েছিলেন।

আর্টিকেলস অব ইমপিচমেন্টে'এ প্রসেডেন্ট ট্রাম্পের বিপক্ষে মুল অভিযোগ হিসেবে কি আনা হবে, সেটা এখনো পরিস্কার নয়; মুলার রিপোর্ট'এ বলা হয়েছে যে, ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছে, এটা একটা বড় পয়েন্ট; আরেকটা হচ্ছে, ট্রাম্প টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছে, ডেমোক্রেটদের সম্ভাব্য প্রেসিডেন্সিয়াল কেন্ডিডেট, ও আগের ভাইস প্রেসিডেন্ট জো বাইনেডেনের ছেলের কর্মকান্ডের ইনভেস্টিগেশন করার জন্য, ইহা একজন আমেরিকান নাগরিকের বিপক্ষে প্রেসেডেন্টের হস্তক্ষেপ। আগামী ২/১ সপ্তাহের মাঝে পরিস্কার হবে, কি অভিযোগ নিয়ে ডেমোক্রেটরা এগুবে।

অভিযোগ যাই হোক, ট্রাম্প কিন্তু এখনো শক্তমুখে কথা বলছে; সে গতকাল বলেছে, ইমপিচমেন্ট প্রসেস তাড়াতাড়ি শুরু করার জন্য, কারণ তার অনেক কাজ পড়ে আছে এখনো। সে এত শক্ত কিভাবে? সময় কিন্তু তার পক্ষে: ১১ মাস পরে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশান, কংগ্রেসের ইলেকশান; মানুষ সেইদিকে ব্যস্ত থাকবে, শেষ বছরে এসে ট্রাম্পকে ইমপিচ করার জন্য মানুষ তেমন আগ্রহী হবে না।

ডেমোক্রেটরা নিশ্চয় হুজুগের মাথায় ইমপিচ শুরু করছে না, তারা নিশ্চয় ভেবেচিন্তে এগুচ্ছে; কিন্তু তারপরও মনে হচ্ছে, তারা অকারণ রিস্ক নিচ্ছে, ইমপিচ হওয়ার সম্ভাবনা কম; ইমপিচ হলেও, সে ক্ষমতায় থেকে যাবে, বরং এতে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়ে যেতে পারে।

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

জুল ভার্ন বলেছেন: অসভ্যটাকে ইমপিস করলেই ক্ষমতাচ্যুত করা যাবে না।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


ইমপিচ হবে লোয়ার হাউসে; ক্ষমতাচ্যুত করার ক্ষমতা সিনেটরদের হাতে; মনে হয়, তা ঘটবে না।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

জাহিদ হাসান বলেছেন: শুধু তাই না সে যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমন মানুষের রাজনীতি করা ঠিক নয় যে বর্ণবাদী, অজ্ঞ এবং ক্ষমতার অপব্যবহারকারী।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যা বলছেন, এগুলো রাজনীতির কথা নয়: এগুলো আওয়ামী-বিএনপি ডায়ালগ

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখছেন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


আমি কোন প্রকারে চালিয়ে যাচ্ছি; আপনার খবর নেই, আপনি কিছুতেই সামুতে (রাজনৈতিক পোষ্ট লিখক হিসেবে) তেমন ইমেজ গড়ে তুলতে পারছেন না।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




কিছু পাবলিক হাউ কা্উ করবেন। খোদ আমেরিকাতে কিছু মিছিল ও হবে। তবে সময়ে সঠিক লোক নির্বাচিত হবেন, যিনি আমেরিকার জন্য ভালো হবেন তিনিই নির্বাচিত হবেন। হিলারী ক্লিনটন ট্রাম্পকে নারী কেলেংকারীতে ফাঁসাতে চেয়েছেন বারংবার। সমস্যা হচ্ছে আমেরিকায় এই পুরাতন পদ্ধতিটি অতি পুরাতনভাবে পরিচিত।

ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশের জন্য ভালো হয়েছে। হিলারী যন্ত্রনা দিতো। সেই কারণে এই সাদাচুলো ভদ্রলোককে আবার ক্ষমতায় দেখতে চাচ্ছি।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


আজকে ভোট হলে, ট্রাম্প জয়ী হবে। ট্রাম্প নিয়ে সমস্যা হচ্ছে, ইউরোপ ও আমেরিকার ইউনিটি ভেংগে পড়ছে, যা অসাধু চীনের অসৎ ব্যবসার প্রসার ঘটাচ্ছে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছে, এটা একটা বড় পয়েন্ট;
......................................................................................
তার আচরন ভালো নয়, অনেকে চায় না সে ক্ষমতায় থাকুক,
আমি ও পসন্দ করিনা, কিন্ত
খারাপ লোকেরা ক্ষমতা বেশী দিন ধরে রাখে ।
.......................................................................................
সেও টিকে যাবে নানা কৌশলে

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


সে খারাপ কিনা, সেটা এখনো প্রমাণিত হয়নি; সে আমেরিকার রাজনীতি একটুখানি বদলায়ে দিয়েছে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভিশংসন বা ইমপিচমেন্ট মানে হচ্ছে কোন সরকারি পদে অধিষ্ঠিত
ব্যক্তিকে পার্লামেন্টে অসদাচরণের দায়ে অভিযুক্ত করা। একজন
আমেরিকান প্রেসিডেন্টকে ইমপিচ করার কথা মার্কিন সংবিধানে
আছে, কিন্তু কাজটা অত সহজ নয়। প্রথমত: মার্কিন কংগ্রেসের
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধ বা
অসদাচরণের অভিযোগ আনতে হবে, তার পর উচ্চকক্ষ
সেনেটে এক বিচার প্রক্রিয়ার মাধ্যমেে সে অভিযোগ
প্রমাণ করতে হবে। এটা বেশ কঠিন এবং
বিরল একটি প্রক্রিয়া।
১০০ সদস্যের সেনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা এবং তাকে
পদ থেকে সরিয়ে দিতে হলে লাগবে দু-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা,
অর্থাৎ অন্তত ৬৭ জন সেনেটরের সমর্থন। বর্তমান সেনেটে ট্রাম্প স
মর্থক রিপাবলিকান সেনেটার আছেন ৪৭ জন। ফলে ইমপিচমেন্টের
পক্ষে সেনেটে ৬৭ ভোট মিলবে না বলেই মনে হয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা সঠিক বলে মনে হচ্ছে!
আপনি আমার পোষ্ট পড়ে বুঝার শুরু করেছেন, আমার পোষ্টগুলো ২/৩ বার করে পড়বেন

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

নতুন বলেছেন: বেটা একটা জোকার কিন্তু এই বার মনে হয় ইমপিচ করতে পারবেনা।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প নিয়ে বিশ্ব ও রাজনীতিবিদরা অসুখী, কিন্তু ওর জনপ্রিয়তা এখনো কমেনি

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: আপনার ভাবনা সঠিক বলে মনে হচ্ছে!
আপনি আমার পোষ্ট পড়ে বুঝার শুরু করেছেন।


আমি যে পোস্টে মন্তব্য করি তা বুঝে শুনেই করি।
কিন্তু আপনি সেই ধারাটি অব্যহত রাখেন না।
না বুঝেই মাস্টারিগীরি করতে গিয়ে লেজে গোবরে করে
ফেলেন। বুঝে শুনে মন্তব্য করুন। সাধুবাদ পাবেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



আপনার উপদেশ আমি মেনে চলি, এখানে কোন কমপ্রোমাইজ নেই

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার কাছে কেন জানি না মনে হয় ডোনাল্ড ট্রাম্প সাহেব আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসবেন এবং সেটা বিপুল ভোটের ব্যবধানে।


আমেরিকার জনগণ বড় কঠিন জিনিস । তাদের বোঝা দায় ‌

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:



আমার ধারণা, অনেক সাদা ডেমোক্রেট ওকে চুপে চুপে ভোট দেবে।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন:

ন্যান্সি পেলোসি

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


ইনি ভয়ংকর রিস্ক নিয়েছেন, মনে হয়; ট্রাম্পের ভোট বেড়ে যেতে পারে।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: পেলোসির বক্তব্যের পর হোয়াইট হাউসের প্রেস সচিব স্টেফানি গ্রিশাম বলেন, ‘আমরা আশা করছি সিনেটে সুষ্ঠু বিচার হবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পকে চিন্তিত মনে হচ্ছে না।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর বিশ্লেষন থাকে আপনার সব লেখায় ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



চলমান ঘটনাগুলো ব্লগারদের জানা থাকলে ভালো নয়।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ট্রাম্পের কিছুই হবে না | সারা বিশ্বেই এখন উগ্র ও কিছুটা বর্ণবাদী রক্ষণশিলদের আধিপত্য চলছে যা সুস্থ রাজনীতির পক্ষে মোটেও সহায়ক নয় | মানুষ এখন ট্রাম্প, বরিস বা মোদির মতো জাত্যাভিমান, উগ্র জাতীয়তাবাদ ও ধর্মের ককটেলে রাজনীতির ধ্বজা উড়িয়ে চলা নেতৃত্বকেই পছন্দ করছে এবং ভোটে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসছে | মার্কিনিরা ট্রাম্পকে পরবর্তী মেয়াদেও নির্বাচিত করলে অবাক হবো না |

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


উগ্র রাজনীতিবিদরা বিশ্বের অনেক দেশে ক্ষমতায় এসে গেছে। আজকে ভোট হলে, ট্রাম্প আবার নির্বাচিত হবে।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭

অলিউর রহমান খান বলেছেন: ভাই আমি যদিও পোষ্টের বাহিরে একটি কথা বলব কিন্তু কথাটি আমার কাছে গুরুত্বপূর্ণ। বছর খানেক আগে আপনার লিখা একটি গল্প পড়েছিলাম। যদিও গল্পের নামটি মনে নেই তবে গল্পটি আমার এতই ভালো লেগেছিল যে মাঝে মাঝে গল্পটির কথা আমার মনে পরে। তখন মনে হয়, ইশ যদি গল্পটা আমার লিখা হত।

গল্পটি এমন ছিল: নতুন বিয়ে করেছে। নববধুর বোরকা পরনে ছিল, আর স্বামীর পান্জাবী, টুপি। স্বামী টাকার অভাবে দুজনের জন্য একটি ডাব নিয়েছিল। দুজনেই বলছি আমার ক্ষিদে নেই বা আমার পিপাসা লাগেনি এমন। তখন এক জন আরেক জন কে খাওয়ার জন্য খুব জোড় করছিল। গল্পটা এমন ছিল যতটুকু মনে পরে।

আপনার গল্পটি আমি কিভাবে পাব ভাই? আমাকে কি দিতে পারবেন গল্পের লিঙ্ক প্লিজ? আমি গল্পটি আরও কয়েকবার পড়তে চাই। দু:খিত এক পোষ্টে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। প্লিজ ভাই জানাবেন। ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



স্যরি,ব্লগে আমি গল্প লিখিনি কোন সময়, আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা লিখেছিলাম সময় সময়; তার মাঝে আপনার দেয়া বর্ণনার হিত কোন কিছু মিলছে না, স্যরি।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

আমেরিকানরা আগামী নির্বাচনে নতুন লোককে আণবে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:


জো বাইডেনের জনপ্রিয়তা উঠানামা করছে; নিজের দলের লোকেরা ( অন্য কেন্ডিডেটগণ) বাইডেনকে কিছুটা পংগু করে দিয়েছে; ইমপিচমেন্টের সময় বাইডেনের ছেলের আয় নিয়ে বিশাল প্রোপাগান্ডা হবে, সেটা ট্রাম্পের পক্ষে যাবে।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

পুলক ঢালী বলেছেন: ট্রাম্প একজন ব্যবসায়ী রাজনীতিবিদ নন তিনি টেক এবং গীভ ভাল বোঝেন কিন্তু রাজনীতিবিদ হলে বুঝতেন টেক-গিভ সব ক্ষেত্রে প্রযোজ্য নয়।
চীনের মত বড় শক্তিকে মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে একাট্টা থাকতে হবে ব্যবসা, বানিজ্য এবং সামরিক দিক থেকে। ট্রাম্প উল্টোটা করছেন ন্যাটোতে ফান্ড দেওয়া নিয়ে ঝামেলা করছেন ইউরোপের উপর ট্যাক্স ইম্পোজ করছেন। বৃটেনে আভ্যন্তরীন বিষয়ে নাক গলিয়ে নিজেকে হাসির পাত্রে পরিনত করছেন। বিশ্বের কমন বিষয়গুলির প্রতি (পরিবেশ, জলবায়ু) গুরুত্ব দিচ্ছেন না ।
তবে আমেরিকার জন্য ভাল করছেন বেকারত্ব প্রায় শ্যূন্যের কোঠায়, কর্মঘন্টার মজুরী বৃদ্ধি সাধারন মানুষকে খুশী করছে। চীন থেকে ব্যবসা গুটানো আমেরিকান কোম্পানীগুলো স্বদেশে বিনিয়োগ করার কারনে চাকুরী তৈরী হচ্ছে। তবে আমেরিকার বিশ্বমোড়ল হওয়ার ভাবমূর্তি ধ্বসে গেছে।
এখন সিদ্ধান্ত আমেরিকান জনগনের উপর তারা ট্যাক্স ফাঁকি দেওয়া নীতি নৈতিকতাহীন এবং ক্ষমতার অপব্যবহারকারী বিশ্বের কাছে আমেরিকাকে হেয়কারী ট্রাম্পের মত একজন ব্যাক্তিকে বেছে নেবেন কিনা।

ভাল লিখেছেন গাজীভাই। :)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ভাবমুর্তি কিছুটা কমেছে; তবে, বিশ্ব মোড়ল হওয়ার মতো অন্য কেহ নেই।

ডেমোক্রেটদের ভালো কেন্ডিডেট মাত্র ৩ জন, বাকীরা পানি ঘোলায়ে ট্রাম্পকে সুযোগ করে দিচ্ছে

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনার উপদেশ আমি মেনে চলি, এখানে কোন কমপ্রোমাইজ নেই

ভেরী গুড, লক্ষী ছেলে !!
উন্নতির সম্ভবনা আছে যদি
এমন ধারা অব্যাহত থাকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

চাঁদগাজী বলেছেন:


উন্নয়নের সম্ভাবনা আছে? ভালো কথা

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

বিজন রয় বলেছেন: মোদির কি ইমপিচ হবে বা হওয়া উচিৎ?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:


মোদি ভারতের অনেক অধিবাসীকে ইমপিচ করছেন, মনে হয়।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

বিজন রয় বলেছেন: কিম, জিনপিং, পুতিন এদের কি ইমপিচ হওয়া উচিৎ?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


নিজ নিজ দেশে এদের লাঠিয়াল বাহিনী আছে; ওরা ইমপিচ শব্দটা আগামী ৫০ বছরেও শিখতে পারবে না।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: তাহলে বলতে পারি ট্রাম্প বেয়াদপ হলেও ওইগুলো খাতারনাক বেশি।

কি বলেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পকে বেয়াদব বলতে পারে ইউরোপ, আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া ও জাপানের ; আমাদের দেশে ট্রাম্পের মতো সুসন্তান কস্মিনকালেও জন্মেনি, শীঘ্রই জন্ম নেবে না; ওকে খারাপ বলার মতো ভালো বাংগালী এখনো নেই ইতিহাসে।

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: ব্লগে বি এমন কেউ আছে যে তাকে ইমপিচ করার দরকার?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগ নিজের থেকে নীরবে ইমপিচমেন্ট চালিয়ে যায়, কাউকে কিছু করতে হয় না।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: ড্রামা আর কাকে বলে...

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার রাজনীতিবিদরা বিএনপি-আওয়ামী লীগের নেতাদের থেকে শিক্ষা নিচ্ছে, মনে হয়।

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ট্রাম্পকে খারাপ বলার যোগ্যতা বাংলাদেশের কারো নেই। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদবি বাদেও ট্রাম্পের যে দ্ক্ষতা আধিপত্য তার সমকক্ষ বা আশেপাশে বাংলাদেশে এখনো কেউ জন্ম হয়নি। ভবিষ্যতে হবে কিনা তা দুর দুর পর্যন্ত সম্ভবনা নেই। একটি কথা না বলে পারছিনা বাংলাদেশের মানুষ বিদেশের রাজনীতি ও সরকার প্রধান নিয়ে যেভাবে কুৎসা করেন তাতে মনে হতে পারে বাংলাদেশের সরকার ও রাজনীতি মাখনে মাখা দুধ ভাত !!! আদতে বাংলাদেশের সরকার ও রাজনীতি সর্বকালেই নর্দমার পানিতে কুলুষিত ছিলো আছে - থাকবে চিরোকাল। পাশাপাশি এই দেশের ১৭ কোটি মানুষও তাই।


০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের রাজনীতি হচ্ছে 'ফেইসবুক রাজনীতি'; ফলে, ট্রাম্প সম্পর্কে তাদের ধারণা পুরোপুরি সঠিক নয়।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিজন রয় এবং আপনার সাথে আমি একমত | ট্রাম্প বেয়াদব হলেও তার তুলনায় মোদী-ফদি, এমবিএস (সৌদি), পুতিন, বাশার, জিনপিং এগুলো খতরনাক বেশি | ট্রাম্পের সমস্যা হলো সে চাঁচাছোলা কথাবার্তা বলে আর রাখঢাক না করেই বলে ফেলে | কিন্তু অন্যগুলো আরো বেশি নিষ্ঠুর এবং ভয়ঙ্কর

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


অন্যগুলো কসাই; ট্রাম্প রাজনীতিবিদ নন, কিন্তু আমেরিকান; ট্রাম্পের কমনসেন্সের অভাব নেই

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ট্রাম্পের ভক্ত। এটাই আমেরিকা। রানিং প্রেসিডেন্টের বিচার চলবে। আবার প্রেসিডেন্ট-ও তাগাদা দিবে বিচার শুরু কর...

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


ডেমোদের কান্ডকারখানা দেখে মনে হচ্ছে, তারা ভুল রিস্ক নিচ্ছে।

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

জুন বলেছেন: ইম্পিচমেন্ট হবে না বলে আমারও বিশ্বাস । ইমিগ্রেন্ট বা ইমিগ্রেন্ট প্রত্যাশীরাই তার পতন চায়, কিন্ত আমেরিকান নাগরিকরা তার পতন চায় বলে মনে হয় না । অন্যান্য ডেমো প্রেসিডেন্টদের মত সে বিভিন্ন দেশে যুদ্ধে জড়িয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আর সৈন্যবাহিনীতে ব্যপক প্রান হানি ঘটাচ্ছে না , উলটো বিভিন্ন দেশে অস্ত্র বেচে বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করছে । ওদের দৃষ্টিভঙ্গীতে দেখলে সে তাদের দেশের জন্য ঠিকই আছে বলে আমি মনে করি চাঁদ গাজী । লোকটা বহুত চালাক বলেই আমার মনে হয়েছে প্রথম থেকেই ।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



সাদা অনেক ডেমোক্রেটরা আবারও ট্রাম্পকে ভোট দেবে, মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.