নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের বিচারকেরা মিলিটারী শাসনের বিপক্ষে অবস্হান নিচ্ছে ক্রমেই

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১



এই মহুর্তে বিশ্বে মিলিটারীরা বার্মা, মিশর ও পাকিস্তান চালাচ্ছে। যদিও পাকিস্তানে ইমরান খানের সরকার আছে, উহার কলকব্জা আসলে দেশের মিলিটারীর হাতে। পাকিস্তানের লোকজন বিশ্বাস করে যে, পাকিস্তানে সামনে বা পেছনে মিলিটারী না থাকলে, ভারত থেকে কাশ্মীর পাওয়া যাবে না, ভারত বেশী বেড়ে যাবে, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আলাদা হয়ে যাবে।

বার্মার মিলিটারী সরকারের কারণে বাংলাদেশের মানুষের কপাল পুড়েছে। বার্মার লোকজন কখনো রাজনীতি নিয়ে মাথা ঘামাতো না, ১৯৬২ সালে মিলিটারী ক্ষমতা দখল করার পর, তারা আর সরেনি; মানুষও কিছু মনে করতো না; আসলে, '৭০ ও '৮০ দশকে মিলিটারী বেশ জনপ্রিয় ছিল বার্মায়। বার্মার মানুষের জীবনযাত্রার যেই মান, উহাতে মিলিটারী ও সিভিল সরকারের মাঝে তেমন পার্থক্য নেই, সবগুলোই মগের বাচ্চা।

রোহিংগারা বাংলাদেশে ঢোকার পর, হয়তো বাংলাদেশের কিছু মানুষ মিলিটারী শাসনকে নতুন করে বুঝার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের এক বড় অংশ সব সময় মিলিটারী শাসনের পক্ষে ছিল। পুর্ব পাকিস্তানের সময়, মাঝারী এক শ্রেনীর কাছে আইয়ুব খান খুবই জনপ্রিয় ছিলো; প্রচুর মানুষ উনার ছবি ঘরে ঝুলায়ে রেখে গর্ব অনুভব করতেন। জেনারেল জিয়ার জনপ্রিয়তা এখনো তুংগে; এরশাদ মহিলাদের কাছে এত জনপ্রিয় ছিলো যে, উনি চাইলে সকাল বিকেল বিয়ে করতে পারতেন; উহাকে "পল্লীবন্ধু" উপাধিও দিয়েছিল কিছু ইডিয়ট।

শাসক হিসেবে, মিশরের মিলিটারী হলো দুনিয়ার সবচেয়ে অর্গেনাইজড মিলিটারী; ওদের নিজস্ব কলকারখানা, ব্যবসা-বাণিজ্য, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে; দেশের শতকরা ৪০ ভাগ সম্পদ ওদের দখলে। দেশে কে পড়বে, কে কি ধরণের চাকুরী করবে, সবকিছু মিলিটারী নিয়নত্রণ করে থাকে।

তবে, পাকিস্তানের উচ্চশিক্ষিতদের মাঝে কিছু পরিবর্তন আসছে; তারা এখন আর মিলিটারীর জয়গান গাচ্ছে না; পেশোয়ারের এক উচ্চ আদালাত জেনারেল পারভেজ মোশারফকে পাকিস্তানের ক্ষমতা দখলে জন্য মৃত্যুদন্ড দিয়েছে; ইহা পাকিস্তানের জন্য নতুন এক ঘটনা। মোশারফ তার লুটের টাকা নিয়ে দুবাইতে আছে; সে মোটামুটি ভয় পেয়েছে, দেশে ফিরবে বলে মনে হয় না। কিন্তু উহার পক্ষ হয়ে, মিলিটারী বলছে যে, ইহা সঠিক বিচার হয়নি; উচ্চ আদালতের বিচারকদের চেয়ে মিলিটারী বেশী বুঝে? এই বেশী বুঝার দল বাংলাদেশেও অনেক অনেক।

মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

জাহিদ হাসান বলেছেন: পাকিস্তান ‍নিয়ে ভাবার সময় নাই।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ নিয়ে ভাবছেন অনেক? দেখিয়েন, বিয়ে টিয়ে করতে আবার যেন ভুলে না যান।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

জাহিদ হাসান বলেছেন: আমেরিকা অথবা কানাডা সেটেল হওয়ার আগে বিয়ে করবো না। হ B-)

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


ভালো! ওসব দেশে সটেলড হলে, বিয়ের দরকার নাও হতে পারে।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পাকিস্তানি সামরিক জান্তার সাথে বিচারকরা পেরে উঠবে না।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


মিলিটারীর পক্ষে থেকে, হাইকোর্টের সেই বিচারককে সরানোর জন্য, উনার বিপক্ষে মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ এসে গেছে

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

আলাপচারী প্রহর বলেছেন: আইয়ূবের মহানতা নিয়ে আমাদের পুরাণ ঢাকার মুরুব্বীরা এখনো কিচ্ছা শোনায়।

শুধু মিশরে নয় পাকিস্তানেও মিলিটারী দেশের ব্যবসা বানিজ্যের বড় অংশীদার।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ মিলিটারীর কি কি আছে খুঁজে দেখার দরকার।

পুরান ঢাকার লোকজন সব সময় মোটামুটি অশিক্ষিত ছিলেন; উর্দুতে গালি শুনে খুশী হতেন।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

শাহিন-৯৯ বলেছেন:



পাকিস্থানের বেশিভাগ মিডিয়া ও বড় বড় কর্পোরেট প্রতিষ্টানগুলো সেনাবাহিনীর সমর্থন করে, এরা যতদিন না এই সমর্থন থেকে বেরিয়ে আসবে ততদিন যেই লাউ সেই কদু।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান অনেকটা সামন্তবাদে আছে এখনো; তবে, মানুষের জীবন ভয়ংকর হয়ে উঠেছে; বেলুচিস্তান, পেশোয়র, সিন্ধের মানুষ অনেকটা ক্রীতদাসের জীবন যাপন করছেন।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

জুল ভার্ন বলেছেন: ঘটনা সত্য।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সত্য ঘটনা

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

প্রামানিক বলেছেন: সেনাবাহিনীর কাছে বিচারকরা পেরে উঠবে কিনা সন্দেহ।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


সহসা পেরে উঠবে না; তবে, পাকিস্তানের মানুষ হতভম্ব, জেনারেলকে মৃত্যুদন্ড!

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২

আমরা মুক্তি চাই বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন ।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী শাসন পছন্দ করেন?

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮

বলেছেন: বাংলাদেশের আমাদেরও এখন উচিত পুলিশের অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো,কিবলেন আঙ্কেল ?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


পুলিশ, প্রশাসন, বা সরকারের বিপক্ষে দাঁড়ানো দরকার; কিন্তু পেছনে রাজনৈতিক দল না থাকলে, উহা কাজ করার সম্ভাবনা কম।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫

বলেছেন: রাজনীতি দলের প্রতি বিশ্বাস হারায়ে ফেলছে বাংলাদেশের বেশির সংখকক মানুষ ।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দল বলতে ছিলো একটি, আওয়ামী লীগ; উহাকে এখন লাঠিয়াল দলে পরিণত করা হয়েছে। দেশের শিক্ষিতদের উচিত একটি রাজনৈতিক দল করা

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬

একাল-সেকাল বলেছেন: পাকিস্থানের আদালত মৃত দেহ ৩ দিন ফাঁসী কাষ্ঠে ঝুলিয়ে রাকার মত অভিনব মৃত্যুদণ্ড দিতে চাইলেও সেনাবাহিনী সেই রায় প্রত্যাখ্যান করে, আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বিবৃতি দেন। এবার দেখা যাক পাকিস্থানে এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয় কিনা, CAB/NRC নিয়ে ভারত উত্তপ্ত, বাংলাদেশে জটিল থেকে জতিলতর ইসু থাকার পরও সরকারী হস্তক্ষেপে সব শান্ত, আঞ্চলিক অস্থিরতার ছায়া বাংলাদেশের উপর পড়লে সরকার পতনের আন্দোলনে বিরুধি পক্ষ নেমে পরে কিনা সেটাও বিবেচ্য বিসয় !!

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষকে একই সাথে সরকার, প্রশাসন, বিএনপি ও জামাতের বিপক্ষে নামতে হবে; সম্ভব হবে কিনা বলা মুশকিল।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




পাকিস্তান আর বাংলাদেশে (বাঙ্গিস্তানে) পার্থক্য তো দেখি না।

পারভেজ মোশাররফ সাহেবের খবর আছে। পাকিস্তান এর আগেও বড় বড় নেতা ঝুলিয়েছে তার মধ্য অন্যতম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


জুলফিকার আলীকে ঝুলায়েছে মিলিটারী, মিলিটারীকে ঝুলানোর কথা বলছেন ৩ বিচারক। দেখা যাক।

বাংগাললীদের মাঝে মিলিটারী প্রেমিকদের সংখ্যা অনেক।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৪

একাল-সেকাল বলেছেন: বিহারে NRC হবেনা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার। আওয়ামীলীগে নিতিশরা বের হলেই কেবল সম্ভব, নচেৎ বাংলাদেশের মানুষের প্ল্যাটফর্ম তৈরি হবেনা।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগই বের হবে একদিন; বাকীগুলো মনে হয় অথর্ব

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাকিস্তানের একটি বিশেষ আদালত সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে এই শাস্তি দেয়া হলো। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো সামরিক শাসককে সর্বোচ্চ শাস্তি দেয়া হলো। ২০১৬ সালের মার্চ মাসে আদালতের অনুমতি নিয়েই তিনি চিকিৎসার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করে দুবাই চলে যান। তারপর থেকে আর দেশে ফেরেননি পাকিস্তানের প্রাক্তন এই সামরিক শাসক। ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য আদালতের অসংখ্য আদেশ সত্ত্বেও তিনি পাকিস্তানে ফিরে আসেননি। পরে এবছর প্রধান বিচারপতি মোশাররফের সাক্ষ্যগ্রহণ ছাড়াই বিশেষ আদালতকে রায় দেওয়ার আদেশ দেয়।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানের জেনারেলদের জন্য হুশিয়ারী।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




নাহ।
পাকিস্তানে এখনো জেনারেলগণই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। ইমরান খান পুতুল মাত্র। সেই জেনারেলগণ বিচার বিভাগকে করে রেখেছে চাপরাসি। আর সেই চাপরাসি দিয়ে পারভেজ মোশাররফের মৃত্যুদন্ড ঘোষণা করা হয়েছে। এইসব দেশে বিচার বিভাগ এক তাশাশা হয়ে আছে। তবে পারভেজ মোশাররফের কেয়ামত নজদিক।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানের অবহেলিত মানুষেরা ভাবার একটা সুযোগ পেলো।
জে: জিয়া ও জে: এরশাদের ক্ষমতা দখলের বিচার হওয়া উচিত।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ফখরুদ্দিন মইনুদ্দিন গং বাদ যাবে কেনো? তারা কি সামরিক ক্যু করে নি?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


ফখরুদ্দিন বেসামরিক লোক, উনাকে মিলিটারী ডেকে নিয়ে গেছে।

জে: মইন উদ্দিন কোন নির্বচিত সরকারকে সরায়ে ক্ষমতা দখল করেনি; সে ড: ইয়াজুদ্দিনকে "তত্ববধায়ক সরকার প্রধানের পদ" থেকে বাদ দিয়েছিলো; সে চাপে পড়ে ইলেকশান দিয়ে সরে পড়েছে

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




জিয়া এরশাদ নেই, কিন্তু জেনারেল মউনুদ্দিন ও ব্যাংক গভর্ণর ফখরুদ্দিন এখনো আছেন, তিনি একটা বই লিখেছেন পড়ে মনে হলো তিনি বিড়াট আল্লাহওয়ালা মানুষ যিনি একটি গরু রচনা লিখেছেন। আর মনে হলো এটি নর্দমায় ফেলা উচিত, আমি অফিসের পত্রিকার সাথে বিক্রি দিয়েছি গার্বেজ।

মৃত ব্যাক্তিকে ধরার চেয়ে জীবিত ব্যক্তিকে ধরলে অনেক রহস্য বের হয়ে আসবে। জিয়া এরশাদ বেঁচে নেই তাদের পেছনে দৌড়ালে তাদের ভূত পাওয়া যেতে পারে। কিন্তু মইনুদ্দিনকে জীবিত ধরা সম্ভব, সরকার কেনো ধরছেন না? কি সমস্যা?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


ড: ফখরুদ্দীন স্বেচ্ছায় এসেছিলো বলে মনে হয় না; মিলিটারী ইলেকশান দেয়া অবধি যা করেছে, সেটার হিসেবে নেয়া হয়নি, সেটার হিসেবে চাওয়া উচিত।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
বাংলাদেশের এখনকার বড় একটি সমস্যা হচ্ছে - ভারতের আভ্যন্তরীণ যে কেনো বিষয়ে বাংলাদেশের মানুষ নাক গলায় এবং এটির জন্য বড় আকারের মূল্য দিতে হবে। please note: - bangladesh and bangladesh nation must be pay for it.

ভারতে কে বিয়ে করেছে কে কাকে তালাক দিয়েছে তাতে বাংলাদেশের মানুষের ঘুম হারাম হয়ে যায় একদল শুরু করে ফেসবুকিং ব্লগিং আরেক দল রাস্তায় নেমে পরে আন্দোলনে।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ তো দুরের কথা, ভারতীয় মুসলমানরা রাস্তায় বের হলে ভয়ংকর ভুল হবে।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব দেশেই দেখছি কম বেশি তাল মাতাল চলছে ওস্তাদ ।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের বিচারকেরা বাংলাদেশের বিচারকদের চেয়ে ভালো করছে।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
মোশারফ ফাঁসির আগে মারা গেলেও মাফ নেই। লাশটি তিন দিন প্রকাশ্য ঝুলবে।

অসভ্য দেশের আদালতের অসভ্য আদেশ । উগান্ডা বা ঘানাতেও খুজে পাবেন না।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


এটা সঠিক হচ্ছে, এটা একটা ব্যতিক্রম; পাকিস্তানের মতো দেশে এই রকম বিচারক আছে, এরা সাধরণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আপনার এনালাইসিস ক্ষমতা খুবই সীমিত।

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাসান কালবৈশাখী ভাই,
এখন বাংলাদেশ সময় রাত ১২:০০ টা আমি আপনার মন্তব্য পড়ে হাসছি। ধন্যবাদ। হাসিটি দরকার ছিলো।

চাঁদগাজী ভাই,
পারভেজ মোশাররফের লাশ শুটকি করার প্রসেস নিয়ে হয়তো ভাবছেন পাকিস্তান কোর্ট !!! মমি টমি করে সিনেমা টিনেমা করবেন মনে হচ্ছে।


২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:



জে: আইয়ুব খান থেকে শুরু হওয়ার পর,পাকিস্তানের সাধারণ মানুষ ও শিক্ষিতরা মিলিটারীর কাছে জিম্মি হয়েছিলো; এটা হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার পোষ্টে বলতে বলতে হাসু মামা ভারতকে ধরার পোষ্ট দিয়ে দিয়েছেন। হাসু মামা কি জানেন ভারত তো দুরে থাকুক বার্মা কি?

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


উনি চলমান ঘটনাগুলোর উপর লিখতে চেষ্টা করেন, খারাপ নয়; কিন্তু অনেক সময়, অনেক বিষয় উনার কাছে পরিস্কার নয় বলে মনে হয় না।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভারতকে নয় ব্লগে ভারত বিষয়ে যারা লিখেন তাদের আটকাতে হবে। ভারত বিদ্বেষ বড় ধরনের সমস্যা তৈরি করবে। এমনকি পাকিস্তান বিদ্বেষ ও দরকার নেই। এগুলোর জন্য অনেক মূল্য দিতে হয় যা ব্লাগরগণ জানেন না।

প্রিন্ট ও অনলাইন মিডিয়া সহ টিভিতে বাংলাদেশ সম্পর্কে খুব নেগেটিভ খবর প্রচার হয় ভারত ও পাকিস্তান থেকে যা বাংলাদেশের জন্য কোনোভাবেই মঙ্গল নয়। আর এগুলোর জন্য দায়ী বাংলাদেশের ফেসবুকার, ইউটিউবার, ব্লাগর, ও সাংবাদিক।

২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:


ভারত ও পাকিস্তান সম্পর্কে বেশীরভাগ বাংগালীর মতামত সঠিক নয়।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়লাম।
কিন্তু কোনো মন্তব্য মাথায় আসছে না।

২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


যেসব বাংগালী পাকীদের মতো মিলিটারীর শাসন ভালোবাসে, তাদেরকে বুঝতে হবে, ওদের রাজধানীতে সময় বদলাচ্ছে।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২২

রানার ব্লগ বলেছেন: যতো দিনে মিলিটারি শাসন শেষ না হবে কোন দেশেরই দুর্ভাগ্য কমবে না।

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


৩য় বিশ্বের জন্য মিলিটারী এক বিপদ হয়ে দাঁড়ায়েছে

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাকিদের হিসাব আলাদা। এরা শিয়া-সুন্নী সংঘর্ষ, মধ্যপ্রাচ্যে হেরোইন পাচার, অনার কিলিং নিয়ে ব্যস্ত। এদের জনতা মিলিটারি শাসনে অভ্যস্ত...
এক সময় ১/১১'র সরকারও বাংলাদেশে অনেক জনপ্রিয় ছিল। আমার ভাবনাশক্তি সীমিত। তাই আমি এখনও মনে করি জিয়াউর রহমান থাকলে এ দেশ আরও অনেক ভাল অবস্থানে থাকত। অবশ্যই গণতান্ত্রিক ভাবে...

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



জে: জিয়া ৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসী দিয়েছিলো, এটা আপনার কাছে কেমন লেগেছে?

২৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন:

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা সংবাদ পত্রে একটা বিজ্ঞপ্তি পাঠায়ে দিলেই চলতো

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বার্মা একটা অসভ্য দেশ । সেখানে মিলিটারিদের জন্য পার্লামেন্টের নির্দিষ্ট সংখ্যক সিট সংরক্ষণ করা হয়েছে ।
তবে পুলিশ ও সীমান্তরক্ষা বাহিনীর জন্য সম্ভবত কোনো সিট বরাদ্দ করা নাই।

মিলিটারিরা উক্ত দেশ সমূহের মানুষদেরকে মানুষ মনে করে না। মনে করে ছাগল । ছাগল চড়িয়ে বেড়ায় আর ছাগলের দুধ বিক্রি করে চলে। উহারা সভ্যতার ধারে-কাছে আসতে পারে নাই।

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


জে: জিয়া ও এরশাদও বাংগালীদের কখনো মানুষ হিসেবে গণ্য করেনি।

পাকী জেনারেলরা মানুষকে দাস হিসেবে গণ্য করতো

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

টারজান০০০০৭ বলেছেন: আমাদের কিছু মাননীয় ব্লগার বড় অদ্ভুত কথা বলিতেছেন ! বর্তমান বিশ্বে মানবতার বিরুদ্ধে কোন আকাম-কুকামই অভ্যন্তরীণ বিষয় হইতে পারে না ! ভারত যদি পাকিদের মানবতা বিরোধী অপরাধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলিয়া এড়াইয়া যাইতো, কিংবা তখনকার ভারতীয় ম্যাংগোপিপল যদি সমর্থন না দিত তাহা হইলে কি অবস্থা হইতো ?
ভারতের আগুনের বিষ নিঃস্বাস আমরা ম্যাংগোপিপলরা অনুভব করিতে পারিলেও তাহারা পারিতেছেন তো নাইই , বরং উহা হইতে আমাদের চুপ থাকিতে বলিতেছেন ! স্বয়ং সরকার বাহাদুর যেখানে এবিষয়ে আতংকিত, ভারতের পার্লামেন্টে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নামে অসত্য, হিংসাত্মক ভাষণ দিতেছেন,যাহার প্রতিবাদ আমাদের সরকার পর্যন্ত করিতেছেন সেখানে তাহাদের এই অপদেশের কারন কি বুঝে আসিতেছে না !(লিলিপুটিয়ান মগজ কিনা !)

আরেকজনের আবার ব্যামো আছে ,ভারতের নিন্দা-আচ্চা করিলেই পাকিদের উদাহরণ লইয়া আসে।ইহাতে কি ভারতের পশ্চাৎদেশ পরিষ্কার হইয়া যাইবে ?

এই রায়ে পাকিদের বিচারকেরা ভারতের বিচারকদের লজ্জায় ফেলিয়া দিলো ! কাশ্মীর, বাবরি মসজিদ লইয়া ভারতের বিচারকেরা ভারতের বিচার ব্যবস্থাকেই ক্যাঙ্গারু কোর্ট বানাইয়া ফেলিয়াছে। আমাদের কথা বলিলে আবার চাকরি থাকিবে না বিধায় বলিলাম না !

একটা বিষয় আপনার গালিভারিয়ান মগজ হইতে জানিতে ইচ্ছুক ! সামরিক শাসন আর একদলীয় গণতান্ত্রিক শাসনের প্রায়োগিক পার্থক্য কি ? এরশাদ, জিয়া , আইয়ুব খানের সামরিক শাসন পিওর সামরিক শাসন নহে ! উনারাও গণতন্ত্রের ভান ধরিয়াছিলেন ! তাই চোর- বাটপারদেরও মন্ত্রী-মিনিস্টার , নেতা বানাইয়াছিলেন ! এরশাদ পরবর্তী গণতন্ত্রে ইহার মহামারী হইয়াছে ! বরং ১/১১ পরবর্তী পিওর সামরিক শাসনে এইসব চোর-বাটপার , ছিচ্কে সন্ত্রাসীদের, চাঁদাবাজদের হইতে দেশ মুক্ত ছিল ! ম্যাংগোপিপল শান্তিতে ছিল। ইহাতো অস্বীকার করা যায় না !

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



ভারতে যা ঘটছে, ইহা ভয়ংকর রূপ নিতে পারে; ভারতে ধর্মীয় তান্ডব চলছে, ভারতীয়রা ইহার সমাধান বের করুক। বাংলাদেশ কিংবা পাকিস্তান কিছু বললে, ভারতীয়রা "বাংলাদেশের অনুপ্রবেশকারী" ও পাকিস্তানী কানেকশান খুঁজবে; ইহা দাংগায় রূপ নিতে পারে।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বাংলাদেশে "গণতন্ত্র" উদ্ধার করতে আসেননি, এসেছেন উনার বাবার হত্যাকারীদের নিশ্চিহ্ন করার জন্য; মাঝখানে মানুষ বিশ্বের অন্যদের তুলনায় পেছনে পড়ে যাচ্ছেন।

জে: জিয়া ৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসী দিয়েছিলেন, উনার ভয়ে প্রশাসনে চুরি থেমে গিয়েছিলো; ২টার মাঝে কোনটা আপনার বেশী পছন্দ হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.