![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আওয়ামী লীগের জাতীয় সন্মেলন; দল একাধারে ৩ বার ক্ষমতায়, বিরোধী দল নেই, বিপক্ষ দল নেই; শেখ হাসিনা যা বলেন তাই ঘটে, অনেকটা আলাদীনের চেরাগের মতোই; আওয়ামী লীগের লাখ লাখ কর্মী মুখে বলে, আপা জানেন কি করতে হবে; যা করতে হয় আপাই করবেন; এবং ১ আপাই সব করছেন, সব চালাচ্ছেন। আসলে, ভেতরে ভেতরে অনেকই এসব নিয়ে সন্তুষ্ট নন; দলে ৯০ ভাগ মোসাহেব হলেও, তারাও ঠিকই অন্যদের মতো নাগরিক, ন্যায়-অন্যায় কিছু একটা করে খায়, পরিবার চালায়, বাকীরা কিভাবে চলছে সেটা দেখছে; বিশ্ব কিভাবে চলছে তারা দেখছে; রাজনীতি নেই, তাই রাজনীতির অভিনয় করছে।
আমি ঠিক ডেলিগেটদের সংখ্যা জানি না; হয়তো, হাজার দ'শেক হবে; তারা সারা দেশের আনাচে কানাচে থেকে জাতীয় সন্মেলনে আসেন, নিজকে দলের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে ভাবেন, দলে নিজের স্হান বুঝেন, নিজকে ১টি ভোটের মালিক হিসেবে গর্ব অনুভব করেন, নিজের দায়িত্ব নিয়ে নিশ্চয় গর্ব অনুভব করেন। ২ দিন ঢাকায় কাটিয়ে বাড়ী ফিরেন, নিজের দামী ভোটটা দলের সভাপতি কিংবা সেক্রেটারীকে দিতে পারেন না, উহার কোন মুল্য নেই; ১০ হাজার ভোটের থেকে আপার ১ ভোটের মুল্য বেশী; আমার মনে হয়, ইহা অনেক মানুষকে কষ্ট দিচ্ছে, আপার প্রতি তাদের ভালোবাসা কমছে।
এবার শেখ হাসিনার সভাপতি থাকার কোন কারণ থাকতে পারে না; কেহ একজনকে এই দায়িত্ব ১ বার দিলে, উনি নিজেই একটু নিশ্বাস নিতে পারতেন; কেহ তো আওয়ামী লীগ নিয়ে পালিয়ে যাচ্ছে না। এমন কি, যদি অন্য কেহ উনার ভয়ে, বা সন্মানে উনার সাথে ভোটে কম্পিট না করে থাকে, উনি "হ্যাঁ/না" ভোট দিয়ে নিজের ওজনটা বুঝতে পারতেন।
কি হতো, যদি ড: আবদুর রাজ্জাককে উনার বিপরিতে সভাপতি পদে দিয়ে ভোট করলে? নিজের একটা ওজন ও জনপ্রিয়তা বুঝতে পারতেন। আর ড: আবদুর রাজ্জাক জয়ী হয়ে গেলে, আপনা নিজের ভুল ধারণা থেকে মুক্তি পেতেন, নিজের দলকে বুঝতে পারতেন; ড: রাজ্জাক আওয়ামী লীগ নিয়ে নিশ্চয় পালিয়ে যাবে না কোথায়ও।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার গায়ে শক্তি থাকা অবস্হায় এই ধরণের মানুষকে দায়িত্ব দিয়ে পরীক্ষা করে দেখতে পারতেন।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৩
কালো যাদুকর বলেছেন: আমি ভবি,হাসিনা আপা যখন থাকবেন না, দেশটার কি হবে? দেশের রাজনীতি বলেন, বা গণতন্ত্র বলেন, তার কি হবে।
এসবের জন্য হলেও , বহুদলীয় দলের গণতন্ত্র দেশে ফিরে আসুক। এভাবে আর কতদিন?
আমার ধারণা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও এটাই চান, কিন্তু সেটা হচ্ছে না, এই হল সমস্যা।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
আপা সামন্তবাদের ফর্মুলায় দেশ চালাচ্ছে. বহু দলীয় কিছু করতে হলে, কিছু রাজনৈতিক দল থাকতে হয়।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৬
তারেক_মাহমুদ বলেছেন: এখনো প্রধানমন্ত্রী পদে হাসিনার বিকল্প তৈরি হয়নি এই বিকল্প তৈরি উদ্দেশ্যে হলেও দলীয় সভাপতির পদ হাসিনার ছেড়ে দেওয়া উচিত যদিও সেই সম্ভাবনা নেই।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২২
চাঁদগাজী বলেছেন:
রাজনৈতিক দায়িত্ব ও প্রেকটিস না থাকলে কেহ দল চালাতে পারে না; আপা সবাইকে হাতে মোয়া দিয়ে বসায়ে রাখেন।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২২
কালো যাদুকর বলেছেন: একমত। কথা হল আমাদের কোন শক্তিশালী বিরোধী দল নেই, যারা সত্যি দেশকে ভালবাসেন। যারা আছেন, তাদের কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। এখনকার অবস্থার জন্য ওনারাও দায়ী। কি আর বলবো। খুবই হতাশা জনক।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
জামাত জাতির উপর বিশ্বের এক জগন্যতম গণহত্যা চালিয়েছিলো; বিএনপি'র নেতৃত্ব যারা ছিল, তারা আসলে বাংলাদেশ চাহেনি; ওরা বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসী ছিলো।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩১
কালো যাদুকর বলেছেন: এই সুযোগে গণতন্ত্র হারিয়ে যাচ্ছে। সেটা শেষমেষ আমাদের সকলের জন্য খারাপ হবে। স্বাধীনতা থাকবে কিনা , সেটাও ঠিক নেই। সমস্যা আর সমস্যা।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
কিছু জাতি সায়েন্স বুঝে না, কিছু জাতি অর্থনীতি বুঝে না, কিছু জাতি রাজনীতি বুঝে না; আমাদের জাতি এই তিনটাই বুঝে না।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬
কালো যাদুকর বলেছেন: বিদেশে দেখি, জাতীয় স্বার্থে দলগুলি এক হোয়ে যায়। আর আমরা দুই দিকে দৌড় দেই।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশের কেহ ওবামার মতো ২/৩ মিনিট কথা বলতে পারবে? কেহ মানুষের সামনে দাঁড়িয়ে ২/৩ মিনিট মানুষের কথা শোনবে (ওবামার টাউন হলের মতো ) ?
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আওয়ামীলীগের ভবিষ্যৎ অন্ধকার, এটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। শক্তিশালী বিরোধী দল না থাকায় শক্তিশালী নেতা তৈরি হচ্ছে না। আবার তাদের ছাত্র সংগঠনের অবস্থা আরো খারাপ, পড়ালেখার কথা বাদই দিলাম তাদের মধ্যে রাজনীতি প্রাকটিসও হচ্ছে না। তাই এই সেক্টর হতেওতারা ভবিষ্যৎ কোন পাবেনা।
যুবলীগ ? এর নেতাদের বয়স তো আওয়ামীলীগ নেতাদের চেয়ে বেশি।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
দেশের একমাত্র লিগ্যাল দলের অবস্হা এমন হলে, জাতি সমসয়ায় আছে।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের সাথে আমি একমত না।
প্রথম কথা হলো- মানুষ রাজনীতিবিদিদের দেখতে পারে না। ২য় কথা- শেখ হাসিনা ছাড়া হাতে অন্য কোনো অপশন নেই।
খুব ধীরে হলেও দেশ উন্নতির দিকেই যাচ্ছে। যা খালেদার আমলে হয়নি।
দোয়া করুন শেখ হাসিনা বেঁচে থাকুক।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া, এরশাদ ও জে: জিয়ার সময়টা ছিলো বর্গী হামলার মতো; ২০০৮ সাল থেকে শেখ হাসিনা দেশ চালাচ্ছেন, দেশে ডলার আসছে, খরচ হচ্ছে, প্ল্যান মতো কিছুই হচ্ছে না; সরকার বাংগালীদের ক্রিতদাসের মতো আরব ও মালয়েশিয়ায় বিক্রি করে ডলার আনছে, খরচ করছে; কোন স্হায়ী উন্নতি হচ্ছে না। আমার মনে হয়, সরকার মানুষকে বাজার হিসেবে ব্যবহার করছে।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
ছদরুল ভাই বলেছেন: ১. হাসিনা আপা আসলে এখনও কাউকে বিশ্বাসই করতে পারছেন না। উনার যদি সভাপতি পদ চলে যায়, আর তখন যদি কেউ উনাকে ফাসিয়ে দেয় সেই ভায় উনার মধ্যে আছে।
২. হাসিনা আপা নিজেকে নিয়ে খুব গর্ব করে। উনি সব একা করছে। উনার ঈশারা ছাড়া কিছু হয় না। এই সব নিয়া উনি খুব গর্বিত।
৩. হাসিনা আপা মনে মনে ভাবে আমি যত দিন বেছে আছি ততদিনের মধ্যে দেখি বিশ্বে যে কয়জন নারী নেতৃত্ব আছে, তাদের মধ্যে সেরা প্রভাবশালী নারী হওয়া যায়।
২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
উনি একা সব করছেন, ভালো; কিন্তু উনার ভাবনাশক্তি আধুনিক বিশ্বের লোকজনের মতো উন্নত নয়।
১০| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১
জাহিদ হাসান বলেছেন: আমি কোন মন্তব্য করবো না। কেউ আমাকে গুম করো না। আমি নিরীহ ছেলে !
২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
আপনাকে কেহ গুম করবে না; আপনি নিজের থেকেই নন্দলাল হয়ে যাচ্ছেন।
১১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপা, ম্যাডাম, গাদ্দাফী, কিম জং - সবাই মনে করে জনতা তো আমাকেই চায়। তাহলে আর প্রার্থী/ভোটের কী দরকার?
২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
উনি আওয়ামী লীগের মানুষের সমালোচনায় ঢুবে যাবেন।
১২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আফসোস,
এই পোষ্ট পড়ার জন্য ব্লগে কোনো বিএনপি সমর্থক ব্লগার নেই। খুবই আফসোসের বিষয়।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
এটা কোন দলের জন্য প্রয়োজ্য নয়, এটা এক ধরণের ব্যক্তিগত মত মাত্র
১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: কালো যাদুকর বলেছেন: এই সুযোগে গণতন্ত্র হারিয়ে যাচ্ছে। সেটা শেষমেষ আমাদের সকলের জন্য খারাপ হবে। স্বাধীনতা থাকবে কিনা , সেটাও ঠিক নেই। সমস্যা আর সমস্যা।
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
কোন সমাধান আছে আপনার মাথায়?
১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৭
(লাইলাবানু) বলেছেন: সমস্যার শেষ নাই ।
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
জে: জিয়া, জে: এরশাদ, বেগম জিয়া (ও কিছু রাজাকার) এসে অনেক সমস্যা যোগ করে গেছে; শেখ হাসিনা সেগুলো সমাধান করার কথা ছিলো; কিন্তু দেখা যাচ্ছে উনার সেই দক্ষতা নেই, এবং উনিও নতুন সমস্যা যোগ করছেন।
১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ধারণা ভুল!
তার মোসাহেবের সংখ্যা
দিন দিন বারছে।
সাহেব কহেন, ”চমৎকার ! সে চমৎকার !”
মোসাহেব বলে, ”চমৎকার ! সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?”
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
বাংগালী মোসাহেব হয়, সন্মান হারায়; তবে, নিজের প্রফেশান ও আশপাশের সবকিছু ঠিকই বুঝে।
১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪১
(লাইলাবানু) বলেছেন: তার মত দক্ষতাও আলা লোক হয়না।
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
উনার ভাবনাচিন্তা সামন্ত যুগের, মনে হয়!
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৫
(লাইলাবানু) বলেছেন: উনি আমাদের মাঝে চির ইতিহাস হয়ে রবেন।
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের কেহ কোন দলের সভাপতি ছিলেন না ৩৮ বছর ও কেহ প্রাইম ও বিরোধী নেত্রী হিসেবে ২৪ ছিলেন না; এটাই বিশাল ইতিহাস; তবে, ৩৮ বছর সভাপতি থাকার জন্য ভয়ংকর বদনাম হবে ইতিহাসে।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১০
নাহিদ০৯ বলেছেন: আবদুর রাজ্জাক আমার ও প্রিয় মানুষ। উনার গ্রহণযোগ্যতা এবং যোগ্যতা উভয় ই আছে।