নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২০১৯ সালে সংঘটিত কিছু বড় ধরণের ঘটনা

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮



১! আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করেছে আমেরিকান কংগ্রেসের লোয়ার হাউস, হাউস অব রিপ্রেজেন্টেটিভস; ইহা সিনেটে যাবার কথা ছিলো, কিন্তু সিনেটে পাশের সম্ভাবনা নেই দেখে স্পীকার উহাকে আটকায়ে রেখেছে; ইহা সাময়িকভাবে কিছুটা সাংবিধানিক সমস্যার সৃষ্টি করেছে।

২। সৌদীর ইয়েমেন আক্রমণ ও ব্লকেইড থামাতে পারেনি বিশ্ব, দেশটি পুরোপুরি দুর্ভিক্ষের মাঝে, শিশু-মৃত্যু সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে; ইহা শিয়া-সুন্নী-ওয়াহাবী যুদ্ধ।

৩। চীন ১ম বার মহাকাশ প্রোগ্রামে অংশ নিয়েছে; তারা চাঁদের অন্ধকারে পাশে একটি যান পাঠিয়েছে।
৪। হংকং এর শাসন ব্যবস্হায় অধিক গণতন্ত্রের জন্য হংকং'এর লোকজন সংগ্রাম চালিয়ে চাচ্ছে ৪ মাসের বেশী সময়। চীন ইহাকে আমেরিকান ষড়যন্ত্র হিসেবে দেখছে।
৫। বিশ্বে প্রথমবারের মতো আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের মাঝে সদ্ভাব হয়েছে, আমেরিকার বেশীরভাগ মানুষ ইহা পছন্দ করছে না।

৬। কংগো, ওয়েষ্ট আফ্রিকা, সিয়েররা লেওনে এখনো ইবোলা ভাইরাসকে থামানো সম্ভব হয়নি
৭। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সী এই বছর থেকে ওঁতপেতে টেলিফোনে কথা শোনা বন্ধ করেছে।
৮। আফ্রিকা মহাদেশের দক্ষিণ অন্চলে অনাবৃষ্টির অবসান হয়নি; ইহা ৬ষ্ঠ বছরে প্রবেশ করলো; ইহা জলবায়ু পরিবর্তনের অংশ।
৯। বিশ্বব্যাপী পোকা মাকড় ও পাখী মরে যাচ্ছে; ইহা পরিবেশ বিষক্তিকরণের ফলাফল। অষ্ট্রেলিয়ায় গরমের ফলে ভয়ংকর দাবানলের ঘটনা চলছে এখনো।

১০। হাইতি, বলিভিয়া, চিলি, ইকুয়েডরে সরকার পরিবর্তনের জন্য বড় বড় প্রতিবাদের ঘটনা ঘটেছে।
১১। দক্ষিণ আমেরিকা থেকে সর্বাধিক পরিমাণ মানুষ দক্ষিণ সীমান্ত হয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টা করে অসফল হয়েছে; এসব মানুষ মেক্সিকোতে চরম দরিদ্রতার মাঝে পতিত হয়েছে।
১২। জার্মানী সিরিয়ান রিফিউজীদের নিয়ে হতাশ হয়ে গেছে।
১৩। রোহিংগা সমস্যার কোন সমাধান হয়নি

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

ফয়সাল রকি বলেছেন: প্রথম হলাম কি?

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


ব্লগার হিসেবে নিজকে সন্মান করবেন; ব্লগ ফান এলাকা নয়।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

নুরহোসেন নুর বলেছেন: সারা পৃথিবীর মানুষ চরম ভুল করে যাচ্ছে!
এর থেকে পরিত্রান পাওয়া যাবে কিভাবে?

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব মোটামুটিভাবে, এবং ক্রমাগতভাবে ভালো করছে; এশিয়া, আফ্রিকা ও দ: আমেরিকার কিছু জাতি পেছনে পড়ে যাচ্ছে। ২০১৯ সাল মোটামুটিভাবে ভালো গেছে; আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্হা ভালো, ইউরোপ কিছুটা সমস্যায় আছে; তবে, অবস্হা মোটামুটি চলার মতো।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: আরো কিছু আছে-

১৪। নিউজিল্যান্ডে মসজিদে হামলা।
১৫। শ্রীলঙ্কার ইস্টার সানডে হামলা।
১৬। কাশ্মীর ইস্যু।
১৭। আমাজন বনে আগুন।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



এগুলোও বড় ঘটনা

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: চীন নাকি হংকংকে নিজেদের উপনিবেশিক এলাকা দাবি করে উইকিপিডিয়ার তথ্য বরাবরের মতো এডিট করে যাচ্ছে, যদিও হংকং স্বাধীন রাষ্ট্র হিসেবেই বিশ্বে স্বীকৃত।

ইনফরমেশন বুলিংটাকে কিভাবে দেখছেন?

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


হংকং এখন চীনের একটি প্রদেশ। চীনের লোকেরা এখানে হিজরত করতে পারবে না; ইহাকে এরা নাম দিয়েছে স্পেশাল এডমিনিস্ত্রেটিভ এলাকা।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫

মিরোরডডল বলেছেন: হংকং এর ঘটনাটা চার মাসের বেশীই হবে । দেশটা যেভাবে ড্যামেজ হয়েছে এটা রিকভার করতে সময় লাগবে ।
অস্ট্রেলিয়াতে এরকম সিভিয়ার বুশ ফায়ার আগে হয়নি । এরকম খরাও আগে কখনও হয়নি । শেষ কবে বৃষ্টি হয়েছে মনে করতে পারছি না ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


সঠিক, ৪ মাস থেকে বেশী সময় চলছে প্রতিবাদ।
অষ্ট্রেলিয়ার বুশ ফায়ার আসলে ছড়ায়ে পড়েছে, মানুষকে ভলনটিয়ার হিসেবে নিলে যদি সমাধান হয়।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

বাদ পড়েছে—

১। আমাজনে আগুন

২। ব্রিটেনে ব্রেক্সিট সংকট

৩। সিরিয়ায় সেফ জোন (তুরস্ক কর্তৃক)

৪। ইরানের তেলের ট্যাংক আটক

৫। জামাল খাসোগি হত্যা

৫। সৌদি প্রিন্সের বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়

৬। ভারতের এন আর সি

৭। চীনে উইঘুর সমস্যা

৮। কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল

৯। চীন আমেরিকা বানিজ্য যুদ্ধ

১০। ক্রাইস্টচার্চ মসজিদে হামলা

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


এগুলোও বিশ্বের উপর প্রভাব ফেলেছে, নিশ্চয় এগুলোও বিশাল ঘটনা

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪১

মিরোরডডল বলেছেন: বুশ ফায়ার এলাকায় লোকাল অনেক ভলান্টিয়ার কাজ করছে
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে উনিশজন মারা গেছে সো ফার

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


সেদিন দেখলাম, বেশ ঘরবাড়ী পুড়ে গেছে কোন এক এলালায়, সরকার এভাকুয়েশন করেছিলো; অষ্ট্রেলিয়ার মতো যায়গায় এভাকুয়েশন না করে, মানুষকে নিজ বাড়ীঘর রক্ষার জন্য ফায়ার ট্রাক দেয়ার দরকার।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৩

ইলি বলেছেন: ব্রিটেনে ব্রেক্সিট সংকট

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


সঠিক, ভোটে জনসনের বড় বিজয়ও এক উল্লেখযোগ্য ঘটনা

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক বড় ঘটনা বাদ পড়েছে সেগুলোও সংযুক্ত করে দিন।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



সামুর মিলনমেলা বাদ পড়েছে শুধু

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: রোহিঙ্গা সমস্যা মনে হয় এত সহজে সমাধান হবে না।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



মিয়ানমার ওদেরকে না নেয়ার পক্ষে

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: ৩৬৫ দিন।
প্রতিদিনই নানান ঘটনা ঘটছে। যতটুকু টিভিতে আসে, পত্রিকাতে আসে ততটুকুই জানি। এর বাইরেও অনেক ঘটনাও ঘটে। ঘটছে।
২০১৯ আপনার কেমন গেলো?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



২০১৯ সালে আমি কিছুটা অসুস্হ ছিলাম। বিশ্বের জন্য ভালো বছর ছিলো

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: “আপনি ভালা তো জগৎ ভালা” :)
আপনার সুস্থ্যতা কামনা করছি।
নতুন বছরের শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা রলো।

আসছে বছর পৃথিবীতে গত বছরের চেয়ে গন্দগোল বেশী হবে; বাংলাদেশে বেকার বাড়বে। ঢাকার মেয়ের নির্বাচন নিয়ে ঢাকার মানুষ বিভক্ত হবে।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হুম খুব ভালো কালেকশন চাচাজান ।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:


এগুলো মানুষের জীবনের উপর সামনের দিনগুলোতেও প্রভাব ফেলবে।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি সমস্যা আমিই ঝামেলা, আর -
নিজেকে বাঁচাতে অপরকে দোষ ঝাড়া।
তবে এসব আমার কিছুই আপন নয়
শুধূ অহংকার ছাড়া।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের মানুষের অবস্হা বুঝে নিজেদের স্হান ঠিক করে নিতে হবে।

১৫| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রোহিঙ্গা সমস্যা আরো ভয়ংকর আকার ধারণ করবে বলে আমার ধারণা। :(

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


রোহিংগারা হতাশ হয়ে অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
রোহিংগারা হতাশ হয়ে অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে।


রোহিঙ্গাদের নিয়ে আদৌ কোনো পরিকল্পনা ছিল কিনা আমার জানা নেই।

‘আমরা যদি ১৬ কোটি মানুষের খাবারের ব্যবস্থা করতে পারি তাহলে আরও অতিরিক্ত পাঁচ থেকে সাত লাখ নির্যাতিত মানুষের খাওয়ানোর ব্যবস্থাও আমরা করতে পারবো।’ -- প্রধানমন্ত্রী
‘যদি প্রয়োজন হয়, আমরা দিনে একবেলা খাবো এবং অন্য বেলার খাবার অসহায় রোহিঙ্গাদের দেবো। আমরা ধনী নই, কিন্তু আমাদের মন বড়। আমরা অসহায় মানুষের পাশে রয়েছি’। -- প্রধানমন্ত্রী

উপরের উক্তি গুলো আবেগ আর নিচের কথাটা বাস্তবতা :
'রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। তাদের আর বসিয়ে বসিয়ে আমরা খাওয়াতে পারবো না।' -- পররাষ্ট্রমন্ত্রী

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



আমাদের প্রাইম মিনিষ্টার রোগিংগাদের নামে যা ভিক্ষা পাচ্ছে, সেটা দ্বারা ওদের খাওয়াচ্ছে; উনার মাথায় ভিখারিণী মাতার মগজ। রোহিংাদের কাজে লাগানোর দরকার।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এখন প্রায় সবাই বলে ভিক্ষা নেয়াই নাকি প্রধান উদ্দেশ্য ছিল।
আমাকে আরো জানতে হবে , বুঝতে হবে। জানার আগ্রহে লজ্জার কিছু নেই।

কর্মসংস্থান কিভাবে করবেন ? সে দেশে নারীরা কর্মের অভাবে আরব দেশে চলে যায়।
রোহিঙ্গারা এই দেশে থেকে যাবে। আর কাজে লাগালে সম্ভবত ভিক্ষা বন্ধ হয়ে যাবে। :(

০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ, মানুষের জীবনযাত্রা যেরকম সস্তা, সবাইকে ১ বছরের মাঝে চাকুরী দেয়া সম্ভব; আমাদের ব্যুরোক্রেট, প্রশাসনের লোকজন ও শেখ হাসিনার মগজ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.