নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২০২০ বিশ্বের জন্য কিছুটা কষ্টকর বছর হবে

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭



আফ্রিকা মহাদেশের বড় একটা এলাকায় খাদ্যাভাব দেখা দেবে; আফ্রিকার মুল সাহায্যকারী দেশ হচ্ছে: ফ্রান্স, জার্মানী, বেলজিয়াম, ইতালী; এই ৪টি দেশসহ ইউরোপের বেশীরভাগ দেশ আগামী বছর কিছুটা রিসেশনে থাকবে। এই দেশগুলোর অর্থনীতি নির্ভর করে আমেরিকায় রপ্তানীর উপর; আমেরিকায় ভোটের বছর এবং ট্রাম্প এসব দেশের মালামালের উপর অনেক বড় ট্যাক্স বসায়েছে। ইংল্যান্ডে ব্রেক্সিট কার্যকরী হওয়ার ফলে পুর্ব ইউরোপের অনেকেই নতুন করে ইংল্যান্ডে চাকুরী পাবে না; ইংরেজদের বেকারত্ব কমে যাবে।

আফ্রিকার সরকারগুলো মানুষকে দেশে ধরে রাখার চেষ্টা করছে না; আফ্রিকার মানুষ সহজেই ঘরবাড়ী ফেলে পাশের দেশে চলে যায়, ইউরোপ চলে যাবার চেষ্টা করে; ফলে, আফ্রিকার চাষবাস কোনভাবে স্হায়ী প্রফেশানে পরিণত হচ্ছে না। আফ্রিকান দেশগুলো থেকে মানুষ ইউরোপ আমেরিকায় চলে গেলে, ওরা কোনদিন 'রেমিট্যান্স' পাঠায় না।

এশিয়াতে চীনের অবস্হাকে অনেকটা রিসেশন বলা যাবে; চীনের রপ্তানী কমে আসবে আমেরিকায়। ভোটের বছর হিসেবে ট্রাম্প আমেরিকান ব্যবসায়ীদের স্বদেশমুখী হতে বলবে। সাম্প্রতিক সময়ে চীন-আমেরিকান ট্রেইড চুক্তির ঝামেলার সমাধান হলেও, ২ পক্ষের অভিযোগের ভেতর কেটে যাবে ২০২০।

পুরো ল্যাটিন আমেরিকায় বেশ অরাজকতা বিরাজ করবে; ল্যাটিন আমেরিকার অনেক দেশের সরকারগুলো পপুলারিটি হারায়েছে: ভেনেজুয়েলা, ইকুয়েডর, চিলি, কলম্বিয়া ইত্যাদিতে মানুষ সরকার বদল করার জন্য রাস্তায় নেমেছে; এই অবস্হা চলতে থাকবে ২০২০ জুড়ে। এসব দেশে সমস্যা হলে, কিছু মানুষ সাময়িকভাবে আমেরিকা আসে আয় করতে, কিন্তু ট্রাম্প সেই পথ বন্ধ করে দিয়েছে।

আমেরিকার অবস্হা এখনো ভালো, ২০২০'তে রিসেশনের শুরু হওয়ার মতো অবস্হার সৃষ্টি হয়েছে; কিন্তু বেকারত্বের হার খুবই নীচে হওয়ায় অনেকেই বলছে রিসেশান হবে না; কিন্তু রিসেশান হালকাভাবে শুরু হবে। কয়েকটি হাইপ কোম্পনী: উবার, লাইপ, উই ওয়ার্ক নামে কয়েকটি কোম্পানীর আইপিও ভালো করেনি; অর্থাৎ আমেরিকানরা বিনিয়োগের বেলায় রিস্ক নিচ্ছে না। ষ্টক-মার্কেট এখন হিমালয়ের চুড়ায়; ইহা হঠাৎ করে ২০% নীচে নেমে আসতে পারে, যদি ডেমোক্রেটরা জয়ী হয়।

জাপান, কানাডা ও অষ্ট্রেলিয়ার অবস্হা ভালো; জাপান এখন বিশ্বকে খুব একটা সাহায্য করার অবস্হানে নেই; জাপান আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাকে সাহায্য করে না খুব একটা। কানাডার অবস্হা ভালো, তবে তারা বর্তমানে ট্রাম্পের সাথে ব্যবসা করে সুবিধা করতে পারছে না; অষ্ট্রেলিয়া এমনিতে কাউকে সাহায্য করে না, তদুপরি ভয়ংকর গরমে ঘামছে।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেন মিছে ভয় দেখান
আশায় বাধি বুক।
সবার জন্য নতুন বছর
অনেক সুখের হোক।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা।
বিশ্বের অবস্হান বুঝার দরকার আছে।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: পৃথিবী যতই সামনে এগিয়ে যাবে বিশৃঙ্খলা ধিরে ধিরে বাড়তে থাকবে। নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মানুষ শান্তিতে থাকতে পারলেও অধিকাংশ মানুষই খারাপ সময়ের দিকে ধাবিত হচ্ছে।

বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কেমন বলে মনে করছেন?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের অর্থনীতি বলতে সঠিক কোন কিছু নেই; ইহা কোন নিয়মে পড়ে না; প্রশাসন, সরকার ও ব্যবসায়ীরা দেশে লুটতরাজ চালাচছে

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

সুপারডুপার বলেছেন: আশাকরি ২০২০ -এ কষ্টগুলো বিশ্ব কাটিয়ে উঠবে।
নতুন বছরে আপনার জীবন পূর্ণ হোক সুখে। নিজে আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। শুভ ২০২০!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


হ্যাপী নিউইয়ার।

সবাই ভালো থাকতে চায়; কিন্তু বিশ্ব নতুন চ্যালেন্জের মাঝে প্রবেশ করছে: আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও আরবেরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারছে না।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ গুলোতে সমস্যা হবে। ধনী দেশ গুলো ভালো থাকবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


বর্তমান সময়ে, দরিদ্র দেশগুলোতে সমস্যা হলে, ধনীরাও ভালো থাকতে পারে না; আফ্রিকান ও আরবদের চাপে ইউরোপ নাস্তানাবুদ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখার সাথে একমত পোষণ করছি। বিশ্বব্যাপী অর্থনীতির বাজে প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। একমাত্র প্রবাসী আয় ছাড়া বাংলাদেশের মোটামুটি সবকিছু নেগেটিভ-এ যাচ্ছে। ব্যাকিং খাত নিয়ে নতুন করে বলার কিছু নেই, সরকার এ ব্যাপারে লাগাম টেনে ধরতে পারছে না। প্রবৃদ্ধির হার আরও নিচে নামবে বলেই আমার ধারনা। আমেরিকাতেও ভালো কিছু ঘটবে বলে মনে হচ্ছে না।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


প্রবৃদ্ধির হার নিয়ে মুহিত যেসব গালগল্প করেছিলেো, ওগুলো মিথ্যে ছিলো; আমাদের প্রবৃদ্ধির হার কখন কতো ছিলো কেহ হিসেবে করছে, বা ডাটা সংগ্রহ করছে বলে মনে হয় না।

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ হ্যাপি নিউইয়ার ২০২০।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ভালো থাকুন

৭| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:২৫

সোহানী বলেছেন: কানাডার মাত্রই ইলেকশান শেষ হয়েছে। এবং ট্রডো ক্ষমতায় আবারো থাকার কারনে অর্থনীতির তেমন হেরফের হবে না। তবে সবাই তাকিয়ে আছে আম্রিকার ইলেকশানের দিকে। কারন ট্রাম্প বাবাজির সাথে আমাদের একরকম কাট্টি। হিলারীকে সবাই এক পায়ে সাপোর্ট করছিল লাস্ট ইলেকশানে। যার কারনে ট্রাম্প বাবাজি নাফটা নিয়া কানাডারে নাকানি চুবানি খাওয়াতাছে। তার উপ্রে ট্রডো বার্কিংহাম এ ট্রাম্পরে নিয়া যেভাবে হাসাহাসি করছে সব নেতাদেরকে নিয়া B-)) তাতে ট্রাম্প বাবাজি আরো ক্ষেপছে। যাকগা, তাতে অবশ্য আমাগো লাভ-ক্ষতি দুই ই আছে। আম্রিকার উপর কিছুটা নির্ভরশীলতা কমবে।

তবে কানাডার জন্য চ্যালিন্জং ও বটে এ বছর। কারন এ নাফটার টানাপোড়ায় অনেকগুলো কোম্পানী বন্ধের অবস্থা। এখন যদি ট্রুডো সরকার বিকল্পের দিকে হাত না বাড়ায় তাহলে কিছুটা সমস্যাতে পড়তে হতে পারে বিশেষ করে চাকরীর মার্কেটে। যাইহোক ট্রুডোর উপর আমার সীমাহীন আস্থা ;) । আই লাভ হিম........

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


ট্রুডো চেষ্টা করলে নাফতার বাহিরে অনেক চাকুরীর সৃষ্টি করতে পারে, কানাডার সম্পদের শেষ নেই; ট্রাম্প আবার আসার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। কানাডা চীনাদের জন্য ও ৩য় বিশ্বের জন্য খাবার উদপাদন করতে পারে।

৮| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমাদের অবস্থা আরও খারাপ হবে। বাইরের দেশের দিকে চোখ তুলে তাকাবার সুযোগ পাবো না।

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের অবস্হা থেকে বের হওয়ার জন্য কেহ কোন পদক্ষেপ নিচ্ছে না

৯| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৩:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: বার্নি স্যান্ডার্স আমার পছন্দের একজন তবুও বলবো তার অনেক নীতি আমার ভালো লাগে না। ডেমোক্রেটিক পার্টি একটা মেস। ট্রাম্প আবারও আসতে পারে।

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


বার্ণি, এলিজাবেথা বা জো'র নতুন কোন ইকোনোমিক প্ল্যান নেই; ফেল, মানুষ ট্রাম্পের সাথেই থাকবে।

১০| ০১ লা জানুয়ারি, ২০২০ ভোর ৫:২৮

ডঃ এম এ আলী বলেছেন:



ভালই লিখেছেন ।
২০২০ সম্পর্কে বিশ্ব ব্যাংক ও আইএমএফের প্রতিবেদন পড়ছিলাম ।
সেখান হতে ফিরে এসে আপনার লেখা পেলাম ।
তারাও বলেছে আফ্রিকার নিন্ম আয়ের দেশগুলির প্রবৃদ্ধি ও বিনিয়োগের
ক্ষেত্রে নেতিবাক অনেক দিক ও সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে পণ্য রপ্তানীর থেকে আমদানী খাতে প্রবৃদ্ধি বেশি হবে ।

০১ লা জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের রপ্তানী থেকে আমদানী বাড়তেই আছে; এটা যে একটা সমস্যা, এটার জন্য দেশের মানুষকে প্রস্তুত করার জন্য সরকার কখনো ডাক দেয়নি।

১১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রতিনিয়ত ধনীরা ধনী হচ্ছে আর গরীবরা গরীব হচ্ছে।






আপনাকে নববর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



যারা গলাকাটা ক্যাপিটেলিজম চাচ্ছে, এটা তাদের পাওনা

১২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: উনিশ-বিশের ফাড়া তো বুঝলাম; এবার বিশে বিষক্ষয় কতখানি হয়, তাই দেখার অপেক্ষা...

শুভ নববর্ষ

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


কোন একটা বছর হয়ে থাকে বিগত কয়েক বছরের কর্মকান্ডের ফলাফল, ও আগামী কয়েক বছরের সুচক।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতি বছর ভাল কিছু হওয়ার প্রত্যাশাতেই দিন শুরু হয়। কিন্তু শেষ মেষ অস্তিরতা থেকেই যায়। যাই হোক, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা...

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


ননববর্ষের শুভেচ্ছা রলো।

সাধারবত: ৩য় বিশ্বের মানুষ তাদের আগত নতুন বছর সম্পর্কে তেমন কিছু জানে না; কারণ, তাদের সরকারগুলোর সঠিক কোন প্ল্যান থাকে না, যা থাকে মানুষ তা জানে না।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমার কাছে মনে হয় নতুন বছরে বেশ কিছু মানুষ মারা প্রতি বছরের মত হয়ত বিষ খেয়ে না হলে গাড়ি দূর ঘটনায় আবার
কিছু মরবে আত্মহত্যা করে ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


বনাগলাদেশে, আফ্রিকায় ও দ: আমেরিকার কয়েকটি দেশে মানুষ মারা যায় পিপিলিকার মতো; এসব দেশের সরকারগুলো এসব মৃত্যু ঠেকানোর মতো কোন পদক্ষেপ আজো নেয়য়নি

১৫| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৮

বিজন রয় বলেছেন: ভাল-মন্দ মিলেই ২০২০!!

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমের জন্য, গত বছর থেকে এই বছর কঠিন হবে।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৯

সোহানী বলেছেন: একদম ঠিক। কিন্তু কি এক রহস্যে কানাডা কোনভাবেই কৃষির দিকে মনোযোগ বাড়াচ্ছে না। প্রায় প্রতিটি খাদ্যই আমদানী করা সাথে হিউজ ভূর্তকি দেয়া। যেটা আমার কাছে বাড়াবাড়ি মনে হয়। খাদ্যখাতে বরাদ্দ বাড়ায়ে সহজেই ভূর্তকি কমিয়ে আনতে পারে।

ট্রাম্প আবারো ক্ষমতায় আসা মানে আরো সম্পর্কের টানাপোড়া........

০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:



যেই পরিমাণ কানাডিয়ান নাফতা ভিসায় আমেরিকায় চাকুরী করে, ওরা যদি সরকারের সাবসিডিয়ারী নিয়ে কৃষি ফারম করে, একা চীনাদের কাাছে বিলিয়ন ডলারের খাবার বিক্রয় করতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.