নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা জোর করে ইরাকে থাকবে; আরেকটি ভুল পদক্ষেপ

০৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫০



লিখিতভাবে ইরানের রেভুলিউশনারী গার্ডের জেনারেল হলেও, আসলে সোলাইমানী ছিল পুরো মিডলইষ্টে "শিয়া মিলিশিয়া বাহিনীর" সৃষ্টিকর্তা ও কমান্ডার; হত্যার দিন সোলাইমানী যে বাগদাদ এসেছে ও এক হিজবুল্লা কমান্ডারসহ গাড়ীতে ছিল, ইহা ইরাকী সরকারের উঁচু পদের লোকেরা জানতো। আমেরিকার জন্য ইহা এক বিশাল সংবাদ, ইরাকীদের ভয়ংকর বিশ্বাসঘাতকতা। আমেরিকা ইহা নিয়ে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরাকের বিপক্ষে।

ইরাকী পার্লামেন্ট ভোট দিয়েছে আমেরিকান সৈন্যদের ইরাক ত্যাগের পক্ষে। বাগদাদে অবস্হিত আমেরিকান কমান্ডার ইরাকী সরকার প্রধানকে জানায়েছে যে, আমেরিকান বাহিনী ইরাক ত্যাগ করছে না, এবং তারা আজকে থেকে দরকার মতো ইরাকের বিভিন্ন এলাকায় অবস্হান নেবে। ইরাকে এখন মাত্র ৫ হাজার সৈন্য আছে; আগামী ২ দিনের ভেতর অনেক নতুন সৈন্য ইরাকে পৌঁছবে। তাছাড়া, ভারত মহাসাগরে বি-৫২ বোমারু বিমান অবস্হান নিয়েছে।

আজকে ২ দিন আসলে, ইরাক ও আমেরিকা অনেকটা মোটামুটি মুখোমুখী অবস্হানে চলে গেছে; ইহা নতুন সমস্যার সৃষ্টি করছে। ইরাক সরকারের লোকজন সোলেমানীকে ইরাকে আসতে দিয়ে আমেরিকার সাথে বিশ্বাসঘাতকতা করেছে; এই সমস্যা এখন কিভাবে সমাধান করবে কে জানে!

এরপরেও আমেরিকা ইরাক ছাড়লে আমেরিকার লাভ হতো; অকারণে আমেরিকান প্রাণ দেয়ার কোন অর্থ নেই। কিন্তু আমেরিকা ভয় পাচ্ছে যে, শিয়া প্রধান ইরাকী সরকার কখনো নিজ পায়ে দাঁড়াতে পারবে না; সরকারী সৈন্য বাহিনীর শিয়া রেজিমেন্টগুলো ও "শিয়া মিলিশিয়ারা" ইরাকের সরকারকে ইরানের "অধীনস্হ সরকারে" পরিণত করবে। তখন ২ দেশের শিয়ারা একই সাথে সৌদী ও ইজরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। ২ দেশের শিয়ারা মিলে এক ভয়ংকর বাহিনী গড়ে তুলতে পারে।

এখন আমেরিকাকে যদি অনেকটা জোর করে ইরাকে থাকতে হয়; তারা ইরাক সরকার ও শিয়াদের ইচ্ছার বিপক্ষে অবস্হান করবে; আমেরিকানরা অবশ্য কুর্দি ও সুন্নীদের সাপোর্টে থাকবে সেখানে। কিন্তু কুর্দিরা সুন্নীদের মোটেই সহ্য করে না ও ইরাকের উত্তরান্চল দখল করে নতুন দেশ গঠনের পক্ষে; আমেরিকা এক ভয়ংকর অবস্হার মাঝে পড়েছে।


মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমেরিকাকে ইরাকে গিয়ে এই ভয়ঙ্কর অবস্থায় পড়তে কে বলেছিলো ???
আপনি ?

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্ট বুশম্যান জুনিয়র।

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমরা খালি চাইয়া চাইয়া দেখমু

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


১২ কোটী কার্যক্ষম বাংগালী আছেন; কেহ ৮ ঘন্টা কাজ করেন না; ছাত্ররা পড়ে না, প্রশাসনের লোকেরা অসৎ; মানুষকে উৎসাহ দেয়ার মতো কেহ নেই।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: শান্ত ছিল ভালই ছিল। আমেরিকা নিজেই অশান্তি সৃষ্টি করে নিজেই বেকায়দায়।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান দুতাবাস আক্রান্ত হয়েছিলো বাগদাদে; তদুপরি, ইরানী ও ইরাকের মিলিশিয়ার জেনারেল কোনভাবেই না জানিয়ে ইরাকে আসতে পারে না।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:২১

ভ্রমরের ডানা বলেছেন: ইরাক আমেরিকার তত্বাবধানে ইরানের দখলে চলে গেছে।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



অনেকটা; তবে, ইহা আরবদের জন্য দু:সংবাদ, সৌদী ও ইজরায়েলের জন্য কঠিন সময়।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমেরিকার কাছে ইরাক বা ইরান কোন সমস্যা নয়। এইসব যুদ্ধ যুদ্ধ খেলা অস্ত্র বিক্রির মাধ্যমে ইরাক ও ইরানের তেল বিক্রির টাকা আত্মসাৎ এবং তেল ক্ষেত্রগুলির ওপর দখলদারির পাঁয়তারা ছাড়া আর কিছু নয়। ইরান ও মধ্যপ্রাচ্যের গণ্ডমূর্খ শাসকরা এসব বুঝার মতো আকলমন্দ নয়। জনগণও ধর্মের আফিম খেয়ে মাতাল।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমেরিকান সরকার ১ ডলার নিয়ে এদিক ওদিক করতে পারে না; আমেরিকান কংগ্রেস ও আমেরিকার মানুষজন চাইবে না, আমেরিকার সরকার কারো থেকে অন্যায়ভাবে এক ডলার আনুক।

আমেরিকা তেলে স্বনির্ভর ও নতুন টেকনোলোজী আবিস্কার করেছে, ইলেকট্রিক্যাল গাড়ী। আমেরিকা বছরে ২০ ট্রিলিয়ন ডলারের সম্পদ উৎপাদন করে; ওরা কারো ১ ডলার নেয়ার মত অবস্হানে নেই।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৯

খাঁজা বাবা বলেছেন: আমেরিকার উচিত ইরাক ছেড়ে দেয়া

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



সেটা হতো সঠিক পদক্ষেপ; আমেরিকা অকারণে আমেরিকানদের জীবনের উপর রিস্ক নিচ্ছে।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: আপনি আমেরিকা, ইরাক ইরান নিয়ে এত বেশি চিন্তিত কেন?
আমাদের দেশেই তো সমস্যার শেষ নেই।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ইরান সমস্যায় আফগানিস্তান, উগান্ডা, বাংলাদেশ, ভুটান, নেপালের কোন সমস্যা হওয়ার কথা নয়; সমস্যা হবে ইুরোপে, আরব ও আমেরিকার।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

খাঁজা বাবা বলেছেন: আমেরিকার ২০ ট্রিলিয়ন ডলারের পন্য বা বিদ্যুৎ তৈরি করতে জ্বালানী দরকার। উহাতে তারা স্বয়ং সম্পূর্ন নয়। অথবা তাদের তেল রিজার্ভ আরো পরে ব্যবহারের পরিকল্পনা।
তারপর ইজরায়েলী লবি আমেরিকার শক্তি তাদের জন্য ব্যবহার করছে। আমেরিকার বোকা জনগনের ট্যাক্সের টাকায় ইজরায়েলী এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। একজন সোলায়মান আছে বা নেই তাতে আমেরিকার কিছু আসে যায় না। তবে ইজরায়েলের জন্য ফ্যাক্ট।
আমেরিকার বোকা জনগন চোখ বন্ধ করে আছে। পলিটিশিয়ানরা ইজরায়েলী টাকায় পকেট ভরছে।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এত স্বয়ংসম্পুর্ণ যে, স্বয়ং আল্লাহকে বেহেশত চালাতে আমেরিকার কাছে হাত পাততে হবে।

ওরা কানাডা থেকে বিদ্যুৎ কিনে উততপাদন ব্যয় কমানোর জন্য

৯| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

খাঁজা বাবা বলেছেন: আমেরিকাকে এখন আরবদের কাছে হাত পাততে হচ্ছে তেলের জন্য

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক ডাটা জানেন না, আরবদের থেকে তেল কিনে "আমেরিকান অয়েল কোম্পানীগুলো"; আমেরিকার সরকারের রিজার্ভ বিশাল।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১

খাঁজা বাবা বলেছেন: The largest sources of U.S. imported oil were: Canada (40%), Saudi Arabia (11%), Venezuela (9%), Mexico (8%), and Colombia (4%). According to the American Petroleum Institute, the oil and natural gas industry supports nine million U.S. jobs and makes up seven percent of the nation's gross domestic product. ( wikipedia)

The largest sources of U.S. imported oil were: Canada (40%), Saudi Arabia (11%), Venezuela (9%), Mexico (8%), and Colombia (4%). According to the American Petroleum Institute, the oil and natural gas industry supports nine million U.S. jobs and makes up seven percent of the nation's gross domestic product. ( wikipedia)

The largest sources of U.S. imported oil were: Canada (40%), Saudi Arabia (11%), Venezuela (9%), Mexico (8%), and Colombia (4%). According to the American Petroleum Institute, the oil and natural gas industry supports nine million U.S. jobs and makes up seven percent of the nation's gross domestic product. ( wikipedia)

The largest sources of U.S. imported oil were: Canada (40%), Saudi Arabia (11%), Venezuela (9%), Mexico (8%), and Colombia (4%). According to the American Petroleum Institute, the oil and natural gas industry supports nine million U.S. jobs and makes up seven percent of the nation's gross domestic product. ( wikipedia)





The largest sources of U.S. imported oil were: Canada (40%), Saudi Arabia (11%), Venezuela (9%), Mexico (8%), and Colombia (4%). According to the American Petroleum Institute, the oil and natural gas industry supports nine million U.S. jobs and makes up seven percent of the nation's gross domestic product. ( wikipedia)

The largest sources of U.S. imported oil were: Canada (40%), Saudi Arabia (11%), Venezuela (9%), Mexico (8%), and Colombia (4%). According to the American Petroleum Institute, the oil and natural gas industry supports nine million U.S. jobs and makes up seven percent of the nation's gross domestic product. ( wikipedia)

The largest sources of U.S. imported oil were: Canada (40%), Saudi Arabia (11%), Venezuela (9%), Mexico (8%), and Colombia (4%). According to the American Petroleum Institute, the oil and natural gas industry supports nine million U.S. jobs and makes up seven percent of the nation's gross domestic product. ( wikipedia)

The largest sources of U.S. imported oil were: Canada (40%), Saudi Arabia (11%), Venezuela (9%), Mexico (8%), and Colombia (4%). According to the American Petroleum Institute, the oil and natural gas industry supports nine million U.S. jobs and makes up seven percent of the nation's gross domestic product. ( wikipedia)







Image from google

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


ইউএস ইমপোর্ট মানে "আমেরিকার সরকারের ইমপোর্ট নয়", এগুলো বিবিধ তেল কোম্পানী কিনে; ওরা চাইলে আমেরিকান তেল কোম্পানী থেকেও কিনতে পারে।

Is the US the largest producer of oil?
America is now the world's largest oil producer. Move over Russia and Saudi Arabia. America has reclaimed its throne atop the oil world. For the first time since 1973, the United States is the world's largest producer of crude oil, according to preliminary estimates published on Wednesday by the Energy Department.

How much oil does us consume daily?
The U.S. Energy Information Administration (EIA) includes biofuels in consumption of petroleum products. In 2017, the United States consumed a total of 7.28 billion barrels of petroleum products, an average of about 19.96 million barrels per day.



NEW YORK (Reuters) - U.S. crude oil output in April rose to a fresh monthly record, surpassing 12 million barrels per day, according to a government report on Friday.Jun 28, 2019

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা প্রতিদিন গড়ে, ৫/৭ মিলিয়ন ব্যারেল বিদেশী তেল কিনলেই চলে; ওরা নিজের রিজার্ভ ব্যব হার করলে, ওদের তেল কেনার দরকার নেই

১১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৯/১১'র পর যখন আফগানিস্তান ও তার কিছুদিন পর ইরাকে আক্রমণ হয়েছিল তখন সবাই বলেছিল আমেরিকাকে ভিয়েতনামের মত পরাজিত হতে হবে। যাক, আজকে আমেরিকা নিজেদের অনেক সৈন্যের জীবনের বিনিময়ে হলেও মধ্যপ্রাচ্যে(ইরান ছাড়া) একক কর্তৃত্ব স্থাপন করেছে। সোলায়মানী-কে হত্যা করে কি নতুন ঝামেলা পাকালো?

আমি বুঝলাম না, ট্রাম্প নিজে ছিলেন যুদ্ধ বিরোধী। তিনি ছিলেন ইরাক আক্রমণের বিরোধী। তিনি ছিলেন যুদ্ধাহত আমেরিকান সৈন্যদের প্রতি সহানুভূতিশীল। তিনি কেন হঠাৎ এই কাজ করলেন? নাকি এটা বুশ জুনিয়রের মত(নির্বাচনের আগে লাদেনের টেপ প্রকাশ) নির্বাচনের আগে আমেরিকানদের মন জয় করার কৌশল কে জানে...

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:


হেজবুল্লাহ ও কিছু শিয়া বাগদাদের দুতাবাস আক্রমণ করেছিলো; সেই সময় সোলাইমানী এসেছিলো "শিয়া মিলিশিয়া ও হেজবুল্লাকে কাজে লাগিয়ে", আমেরিকান এম্বেসীতে হত্যাকান্ড চালাতে; ইহা কোন আমেরিকান সহ্য করার কথা নয়।

১২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১১

ঢাবিয়ান বলেছেন: আমাদের জন্য এই ইস্যূ অনেকটাই '' আদার ব্যপারী হয়ে জাহাজের খোজ '' নেয়ার সামিল।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা যদি ইরানের রিফাইনারী আক্রমণ করে, আমেরিকা ইউরোপ ২/১ বছর গার্মেন্টস কিনবে না।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩০

হাবিব ইমরান বলেছেন:

বিশ্বরাজনীতির অবস্থা পুরাই লেজেগোবরে। না পারছে গিলতে, না পারছে ফেলতে। বাঙালি তামাশাপ্রিয় জাতি, দেখে যাওয়া ছাড়া উপায় নেই। তাছাড়া ট্রাম্প সাহেবের কর্মকাণ্ড নিয়ে কিছু বললে 'নিউক্লিয়ার ফুটবল' এর টার্গেট এদিকে ঘুরেও যেতে পারে। :D

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান প্রেসিডেন্টের বিপক্ষে সবই বলা যায়, হাসাহাসি করা যায়; কানাডার প্রেতিডেন্ট ট্রাম্পকে নিয়ে নিয়মিত জোক করে।

আমাদের লিলিপুটিয়ানদের বিপক্ষে কিছু বলা যায় না।
বিশ্ব রাজনীতি বেশ সমস্যার মাঝে, ইউরোপ ও কানাডা ট্রাম্পকে সাপোর্ট করছে না।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

কূকরা বলেছেন: পাঁদগাজী জোর কইরা ব্লগে থাকতে পারলে, আমেরিকার জোর কইরা ইরাকে থাকা কেন ভূল পদক্ষেপ হবে?

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগে থাকায় আপনি মানব সমাজ সম্পর্কে শুনছেন, না হয়, আপনাদের পাকী ও আফগানী গুহা জীবনটাতে বিশ্বের সংবাদ প্রবেশ করতো না কোনদিন।

আপনি সামুতে কি করেন?

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নানু কি টেরাম্পের উপদেষ্টা হবার পিলান করছেন নি! দুটোই তারছেড়া, মিলবে ভালো।

আমেরিকানদের মধ্যপ্রাচ্যে দাদাগিরি কমাতে হবে, নয়তো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সমস্যা থাকলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝবে, আরবলীগ বুঝবে, জাতিসংঘ বুঝবে, আমেরিকানদের এত লাফালাফি কেন!

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব চায় আমেরিকা দুষ্টদের দমন করুক; এসব সোলেমানী, বাশার, সাদ্দামদের কি বেগম জিয়া থামাতে পারবেন?

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমেরিকার জন্য যেটা ভালো সেটা করতে তারা পিছুপা হবে না। ওরা জ্ঞানী , বুদ্ধিসম্পন্ন , ক্ষমতাধর ।

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার কারণে সভ্যতা গত ৫০ বছরে ১০০০ বছরের বেশী এগিয়ে গেছে; ইউরোপ যদি সব আবিস্কারের মুলে থাকতো, সেগুলো কেহ পেতো না; বাংগালীরা কম্প্যুটার দেখতো ২৫০০ সালে।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

খোলা মনের কথা বলেছেন: আম্রিকা আল্টিমেটলি সেনা পাঠিয়েছে ইরাকে (নিউজ থেকে যতটুকু জানলাম) এখন ৫ থেকে বেড়ে ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এটিও মার্কিনদের একটি শক্ত অবস্থান বুঝা যাচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রী জানিয়েছেন তার আমন্ত্রনেই ইরাক গেছিল সুলেমানি। ইরান আর সৌদি সমস্যা সমাধান নিয়ে আলোচনা করার জন্য। (যদি আপনি বারবার বলেছেন সুলেমানি অব্যধভাবে ইরাকে গিয়ে অন্যায় করেছে সুলেমানি)। তার মানে দাড়ালো ইরাক আর ইরানের একটা পদক্ষেপ চলছে। হয়তো মার্কিনদের বিরুদ্ধেই.... আর এটা যদি হয় তাহলে সমনের সময় গরম

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



সোলেমানীর বিদেশ ভ্রমণের উপর ইউএন নিষেদাজ্ঞা ছিলো; এবং সে ইরাকে যদি সরকারীভাবে আসে, কোন হিজবুল্লাহ মিলিশিয়া কমান্ডারের সাথে দেখা করতে পারে না।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩

রানার ব্লগ বলেছেন: আমেরিকা ইরান যুদ্ধ বাধলে বাংলাদেশে পিয়াজের দাম আরো বেড়ে যাবে। তুরস্ক থেকে পেয়াজ আসা বন্দ হয়ে যাবে। হায় কপাল !!!! পিয়াজ ছাড়া ডিম ভাজা মোটেও স্বাদ না।

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


কি পরিমাণ বাংগালী স্ত্রী-পরিবার ফেলে বিদেশে দাসের মত খাটছে, আর আপনারা দেশে সামান্য পেঁয়াজের জন্য ডিম খেতে পারছেন না! আমি ডিমের সাথে কখনো পেঁয়াজ খাইনি; আপনাদের সমস্যাগুলো আজব ধরণের। যুদ্ধ হলে, সব সময় পরিবর্তন আসে, এবং তাতে গরীবদেশগুলোর ভোগান্তি বাড়বে।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমেরিকা ইরান সমস্যায় আফগানিস্তান, উগান্ডা, বাংলাদেশ, ভুটান, নেপালের কোন সমস্যা হওয়ার কথা নয়; সমস্যা হবে ইুরোপে, আরব ও আমেরিকার।


বাংলাদেশের মানুষ ভীষন কষ্টে আছে।

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশকে থামিয়ে দিয়েছে জেনারেল জিয়া, বিএনপি, জামাত, জেনারেল এরশাদ, এরশাদের বউ, জিয়ার বউ ও বাংলাদেশের ব্যুরোক্রেট বংশ।

২০| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকার দম্ভ ও জেদের
কাছে সমঝোতার সম্ভাবনা বিলুপ্ত।

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


ইরান যেভাবে আরবদেশগুলোর শিয়াদের অস্ত্র দিচ্ছে, ইহা চেংগিস খানের এলাকা হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.