নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসলামী বিপ্লব(১৯৭৯) ইরানীদের দুষ্ট গুহা-মানবে পরিণত করেছে

১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২



মানব সভ্যতার ইতিহাসে পারস্য এলাকার মানুষের ইতিহাস অনেক ধনী ও দীর্ঘ; কিন্তু সেসব ইতিহাস হলো সামন্ত যুগের, রাজতন্ত্রের সময়ের ইতিহাস। মধ্যযুগে, রাজতন্ত্রের সময়ে, পারস্য এলাকা শতশত কবি, অংকবিদ, এষ্ট্রোনোমার, দার্শনিকের জন্ম দিয়েছে; আধুনিক যুগে, একটু দেরীতে হলেও, ইরানীরা মানব সমাজের সবচেয়ে বড় বিপ্লব করেছে, ইসলামিক বিপ্লব(১৯৭৯ সাল), তারা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে 'রিপাবলিকে' পরিণত হতে যাচ্ছিলো; কিন্তু ইহা তাদেরকে রাজতন্ত্র থেকে বের করে এনে, ১৪০০ বছর পেছনের দিকে নিয়ে গেছ, উহারা আজকের বিশ্বের জন্য দুষ্ট গুহা-মানবে পরিণত হয়েছে।

মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব হলো ফরাসী বিপ্লব(১৭৮৯-১৭৯৯ সাল); ফরাসী বিপ্লবের ফলে বিশ্বে রাজতন্ত্রের ধারণার পতন হয়ে, স্হায়ী রিপাবলিকের জন্ম হয়েছে, আজকের আধুনিক বিশ্বের যাত্রা শুরু। এরপর উল্লখযোগ্য বিপ্লব ছিলো রুশবিপ্লব(১৯১৭ সাল); ইহা সামন্তযুগের রাশিয়ান জাতিকে বিশ্বের ২য় শক্তিতে পরিণত করেছে। রুশ বিপ্লবের পর একই ধরণের বিপ্লব করেছিলো চীনারা; সেই বিপ্লব তাদেরকে আজকের বিশ্বে সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত করেছে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ আমাদের জন্য ছিলো বিশাল বিপ্লব; এই বিপ্লবের ফলাফল, আমরা অনেক বড় মুল্য দিয়ে, একই অবস্হানে আছি, একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে, কিন্তু বিশ্বে আমাদের অবস্হানের পরিবর্তন হয়নি।

ইসলামের শুরু হয়েছিলো সামন্তযুগে; ইসলাম নিজেই রাজতন্ত্রের বেনেফিসিয়ারী, বেদুইনরা ও তুর্কিরা ইসলামের ঐক্যকে কাজে লাগিয়ে ইসলামিক সাম্রাজ্য গঠন করেছিলো। কিন্তু রাজতন্ত্র মানেই রাজতন্ত্র, ইসলাম ইহাকে বিবর্তিত করতে সক্ষম হয়নি। রাজতন্ত্রের বিবর্তন ঘটেছে খৃষ্টান সাম্রাজ্যে; তারা রাজতন্ত্র থেকে রিপাবলিকের বীজ বুনেছে।

ইরান তার পুরাতন ব্যবস্হাকে ভেংগে দিয়ে আরো পুরোনা ব্যবস্হাকে বেচে নিয়েছে; কোন জাতি পেছনের দিকে রওয়ানা হলে, বাকী জাতিগুলোর সাথে উহার সংঘর্ষ শুরু হতে বাধ্য; ইরানে আজকে সেটাই ঘটছে। যতদিন ইরান আধুনিক বিশ্বের সাথে তাল মিলাবে না, ইরানের সমস্যার সমাধান হবে না।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

জুন বলেছেন: একই কথা মিশরের জন্যও প্রযোজ্য চাদগাজি।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


'আরব বসন্ত' নামে বিপ্লব শুরু হয়েছিলো তিউনেসিয়ায়, তিউনেসিয়া উপকৃত হয়েছে; বাকী আরবেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিশরে "ইসলামী বরাদার হুড" জয়ী হওয়ায় ওদের প্রাপ্তিটুকু ইরানের মতো হারিয়ে গেছে, তারা আগের অবস্হায় ফিরে গেছে।

২| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের ভাবনাগুলো পরিস্কার হওয়ার দরকার আছে।

৩| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি বলেছেন বিশ্বে আমাদের অবস্থান পরিবর্তন হয় নি।
কথাটা পুরোপুরি ঠিক না।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের বাংলাদেশ আর পাকিস্তান কি কোনভাবে আলাদা?

৪| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: ধর্ম প্রিথিবীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আজও করছে।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:


ধর্ম এখন শুরু বেহেশতে যাবার কাজে লাগবে।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি ব্যক্তিগতভাবে কোন ধর্মকেই দোষারোপের পক্ষে নই। কারণ ধর্ম হলো বিশ্বাস। ধর্ম একক ভাবে কোন কিছু করার ক্ষমতা রাখে না। সমস্যার শরুটা হয় ধর্মানুসারীদের দিয়ে, আরো সুর্নিদিষ্টভাবে বলতে গেলে ধর্মান্ধদের নিয়ে। ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


ধর্ম মানুষ তৈরি করেছিলেন, এবং আগের দিনের মানুষ; আজকের মানুষ আর ধর্ম তৈরি করতে পারবেন না।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সৎ, প্রাজ্ঞ ও দূরদর্শী সঠিক নেতৃত্ব থাকলে ইসলামিক সাম্রাজ্যগুলোর সহজেই সমাজতান্ত্রিক ধাঁচের সমতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে বিবর্তনের সুযোগ ছিল | কিন্তু দুর্ভাগ্যক্রমে অধিকাংশ মুসলিম সাম্রাজ্যের শাসকরা ভোগবিলাস ও প্রাসাদ ষড়যন্ত্রে সারাক্ষন লিপ্ত থাকায় ওই সকল দেশের সাধারণ জনগণের জীবনের তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে নি | জ্ঞানবিজ্ঞানেও ধীরে ধীরে পিছিয়ে পড়েছে ওই সকল সাম্রাজ্য বা রাষ্ট্রসমূহ |

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


ইসলাম ও জ্ঞান পাশাপাশি অবস্হান করতে পারে না; কোন ধর্মের লোকেরা সাধারণ মানুষের মত জ্ঞানী নন।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৪

অনল চৌধুরী বলেছেন: ইসলামী বিপ্লব এ্যামেরিকা-েইসরাইলেল দালাল রেজা শাহের লাম্পট্য,মাতলামি আর মেয়েদের প্রকাশ্যে মিনি স্কার্ট পরে অর্ধ-নগ্ন হয়ে ঘোরার অসভ্যতা থেকে ইরানকে মুক্ত করেছে।
এখন ইরানের নারীরা সেনাবাহিনীতে কাজ করে আর চলচ্চিত্রেও অভিনয় এবং পরিচালনা করে।
আমি নিজে নাস্তিক কিন্ত ইরানীদের সন্মান করি।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



ম্যাপের কোথায় আমেরিকা, আপনি খুঁজে বের করতে ২/৩ মিনিট সময় লাগার কথা। ইরানীদের সন্মান করেন, কারণ আপনার ভেতরে সন্ত্রাসী একটা মন আছে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: ইরান নামে ইসলামী রাষ্ট্র হলেও কাজে পুরো পুরি ইসলামী রাষ্ট্র হয়ে উঠতে পারে নি।
তবুও ইরান অন্যান্য আরব ও মুসলিম দেশের চেয়ে জ্ঞান বিজ্ঞানে বহুগুনে এগিয়ে।
আমেরিকার নিষেধাজ্ঞা না থাকলে অর্থনৈতিক ভাবেও ইরান অনেক এগিয়ে যেত।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



ওদের কিছু মানুষ উ: কোরিয়া, রাশিয়া থেকে টেকনোলোজী শিখে সেগুলোকে সামরিক কাজের জন্য ধারালো করছে। ওরা জন্মগতভাবে জল্লাদ।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৯

খাঁজা বাবা বলেছেন: জল্লাদ আমেরিকানরা।
উত্তর আমেরিকায় প্রথম যে ইউরোপিয়ানরা পা রাখে তারাও জল্লাদ।
এখন আমেরিকায় যে জল্লাদ্গুলো আছে তারা আদি জল্লাদদের বংশধর।
ইরান আমেরিকার কোন জেনারেল কে হত্যা করলে যুদ্ধ শুরু হয়ে যেত।
সামান্য একটা ড্রোন ভুপাতিত করায় ট্রাম্প যুদ্ধের নির্দেশ দিয়েছিল, মনে আছে?

আপনি কাউকে সার্টিফাই করলেই সে জল্লাদ হয়ে যাবে না। আচরনেই পৃথিবী বোঝে কোন জাতী জল্লাদ।
প্রক্সি ওয়ার আমেরিকা, রাশিয়া বহু দেশে করেছে। মাথামোটা ট্রাম্প খেলায় হেরে যাচ্ছে দেখে ইরানকে আপনার জল্লাদ মনে হচ্ছে
হাস্যকর।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৯

চাঁদগাজী বলেছেন:




আমেরিকার মানুষের নীতি আছে, এবং সেটা আধুনিক। ইরানীদেরও নীতি আছে, সেটা ইসলামিক, ইহা ১৪০০ বছর আগের মানুষের নিয়ম কানুন, যা আজকের জন্য অমানবিক ও অচল।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মধ্যপ্রাচ্যে সবচেয়ে আধুনিক, শিক্ষিত ও গণতান্ত্রিক দেশ বলা হয় ইরানকে। কট্টর সৌদি এখনো সিনেমা বানানো শুরু করেনি। মাত্রই অনুমতি দিল মেয়েদের গাড়ি চালানোর। সেখানে পর্দা ছাড়া আর সব কিছুতেই ইরান আধুনিক। তাদের সিনেমাগুলো প্রায় সময় পুরস্কার পায়। পারমানবিক বোমার কারণে ইরান মুসলিম বিশ্বেও আলাদা স্থানে আছে। তাই তারা ১৪০০ বছর আগে ফেরত গিয়েছে সেটা বলা যায় না। বরং আমেরিকার অর্থনৈতিক অবরোধের কারণে তারা সৌদি, আমিরাত, কাতার, কুয়েতের মত ধনী দেশে পরিণত হতে পারছে না...

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা হলো ক্যাপিটেলিজমের ধারক ও বাহক; ইরান ক্যাপটেলিজমে বিশ্বাসী; ইরানের সাধারণ মানুষ ধর্মীয় কারণে আমেরিকা ও পশ্চিমকে ঘৃণা করে। ইরানের ইসলামী বিপ্লবীরা জ্ঞানী হওয়ার কোন সম্ভাবনা নেই; ওরা জ্ঞানীদের ব্যবহার করছে অস্ত্রের গবেষণায়।

ইরানীরা ১৯৭৯ সালে থেকে যেই মনোভাবে দেখাচ্ছে, আমেরিকা ওদেরকে থামাতে বাধ্য।

সৌদীরা রাজ পরিবার রাজতন্ত্র চালু রাখার জন্য আমেরিকা ও ইজরায়েলকে ব্যবহার করছে; রাজতন্ত্রের ক্যাপিটেলিষ্টগণ ও আমেরিকার নীতিতে মিল ও ঐক্য আছে।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৫

হাসান রাজু বলেছেন: রাজতন্ত্র, ধনতন্ত্র, সমাজতন্ত্র ।

রাজতন্ত্র - একটা বাতিল পদ্ধতি ।
ধনতন্ত্র - ইহা পেশীবলে বলিয়ান পুঁজিপতিদের সাম্রাজ্য।
সমাজতন্ত্র - ইহা পুরোমাত্রায় অবাস্তব একটা পদ্ধতি। এর সবচেয়ে বড় প্রমান আমাদের চাঁদগাজী সাহেব। উনি সমাজবাদীতে বিশ্বাসী। কিন্তু কখনো উনাকে এর উপরে জোর দিয়ে কথা বলতে দেখা যায় না। এরচেয়ে বরং ধনতন্ত্রকে বাহবা দেন প্রতিনিয়ত। অর্থাৎ তিনি নিজ বিশ্বাসের পুরো বিপরিতে নিজের বক্তব্য রাখেন।
চাঁদগাজী সাহেব, আপনি বুঝবেন না । ইরানি বিপ্লব ইরানিদের আত্মসম্মান দিয়েছে। আত্মসম্মান তাদের থাকে যাদের নিজের চিন্তা, বিশ্বাস অনুযায়ী বক্তব্য রাখতে পারে। নিজের বিশ্বাস এবং বিবেকের কাছে সবসময় পরিস্কার থাকে।

১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০১

চাঁদগাজী বলেছেন:


যারা বিপ্লব করেছেন, প্রতিটি জাতি দাবী করছেন যে, তাঁদের আত্মসন্মান আছে; সেদিক থেক ইরানীদের আত্মসন্মান অবশ্য আছে। ফরাসীদের আত্মসন্মান আছে, ইরানীদেরও আছে; রাশিয়ানদের আছে, ইরানীদেরও আছে; আমেরিকানদের আছে, ইরানীদেরও আছে।
ইরানীদের ভয় করে সৌদী, দুবাই, জর্ডান, কুয়েত, কাতার। এরা কেহই ফরাসী, আমেরিকা, রাশিয়ানদের ভয় করে না।

১২| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

হাসান রাজু বলেছেন: ইরানীদের ভয় করে সৌদী, দুবাই, জর্ডান, কুয়েত, কাতার। এরা কেহই ফরাসী, আমেরিকা, রাশিয়ানদের ভয় করে না।

বিরাট ভুল। সৌদী, দুবাই, জর্ডান, কুয়েত, কাতার ইরানকে ভয় পায় সামান্যই। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া বন্ধু নামের রক্ত চুষা শত্রু । সৌদী, দুবাই, জর্ডান, কুয়েত, কাতার ভাল করে জানে এই বন্ধু(!)দের গোলামি করলেই সিংহাসন ঠিকে থাকবে। এইসব দেশে রাজতন্ত্র টিকে আছে বন্ধু(!)দের ছত্র ছায়ায়। গণতন্ত্রের এম্বাসেডর আমেরিকা এসব দেশের রাজতন্ত্রের পাহারাদার। মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন শাসকগুলো জনগণকে গোলাম বানিয়ে রেখেছে। আইএস এর মত সংঘটন সিরিয়ায় টের পেয়েছে আমেরিকার মত বন্ধুরা কেমন বেঈমান।
আপনার বিশ্বাস এইসব দেশ আমেরিকা, ফরাসি দের বলয় থেকে বের হয়ে মেরুদণ্ড সোজা করতে চাইলে আমেরিকা এদের ইরাক বানিয়ে ছাড়বে না ???!!!

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



সৌদী, দুবাই, জর্ডান, কুয়েত, কাতারে মিলে ৪০০/৫০০ জন বিলিওনিয়ার আছে, ৪/৫ লাখ মালটি মিলিওনিয়ার আছে; এরাই দেশ চালায়, দেশ এদের। আপনি এদের পৃথিবীকে বুঝেন না, এরা সারা পশ্চিমের বন্ধু।

আমেরিকা চলে আমাদের দেশের বসুন্ধরা, ওরিয়ন, সালমান রহমান, আলম ব্রাদার্স, শেখ হাসিনাদের সাথে; আর আপি ও বাকী ১৮ কোটী ছাগলে বাচ্ছার মতো আমেরিকান বিরোধী লাফালাফি করছেন।

ক্যাপিটেলিজম কভাবে বিশ্বকে হাতের মুঠায় ধরে রেখেছে, সেটাকে বুঝার মতো অবস্হা আপনার কোনদিনও হবে না।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

(লাইলাবানু) বলেছেন: ভালো লিখেছেন ।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


গত ৫০ বছরে পশ্চিম ৩০০০ বছর সামনে গেছে, ইরান ১৪০০ বছর পেছনে গেছে।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

জাহিদ হাসান বলেছেন: সত্য বলেছেন।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আমার ধারণা মোটামুটি সঠিক।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:০০

অনল চৌধুরী বলেছেন: ম্যাপের কোথায় আমেরিকা, আপনি খুঁজে বের করতে ২/৩ মিনিট সময় লাগার কথা। ইরানীদের সন্মান করেন, কারণ আপনার ভেতরে সন্ত্রাসী একটা মন আছে- -সন্ত্রাস কি সেটা যদি জানতেন তাহলে এই মেষ বয়সে নীতি-নৈতিকতা ভুলে এ্যামেরিকার মতো বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী দেশের পক্ষে ওকালতি করতেন না।
রেজা শাহের দালাল ইরান খুব ভালো ছিলো না?
নিজেদের স্বাধীনতা রক্ষা যদি সন্ত্রাস হয় তাহলে বাংলদেশের মুক্তিযোদ্ধাসহ পৃথিবীর সবদেশের স্বাধীনতাকামীরা সন্ত্রাসী।
আমাকে যখন বলেছেন তখন এরপর তো এ্যামেরিকানদের মূল জন্মদাতা ইংরেজদের মতো তিতুমীর,ক্ষুদিরাম,সূর্যসেন,সুভাষ বসুদেরও সন্ত্রাসী বলবেন।
সারা জীবন এ্যামেরিকাকে যতো কর দিয়েছেন,তার ৩০% ব্যবহার করা হয়েছে সারা পৃথিবীর নীরিহ মানুষ হত্যায়।
তাই অন্তত তওবা করে সত্য কথা বলেন আর পরকালে জাহান্নামে যাওয়া থেকে নিজেকে রক্ষা করেন ।

১৪ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনা শক্তি আজকের আধুনিক বিশ্বের জন্য অপ্রতুল; এমন কি গড়ে ১ জন আফগানি আপনার থেকে হয়তো আরো বেশী সঠিকভাবে ভাবতে পারবেন। আপনি বিশ্বের বিচিন্ন জাতিকে বুঝার চেষ্টা করেন; তখন হয়তো নিজকে তুলনা করার সুযোগ পাবেন।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৪৪

অনল চৌধুরী বলেছেন: আপনার অবস্থা এখন গান্ধীর মতো ,যে ইংরেজ বিরোধী সব বিপ্লবীকে সন্ত্রাসী বলে অত্যন্ত বিশ্বস্ততার সাখে ইংরেজদের দালালি করে তাদের শাসন দীর্ঘায়িত করেছিলো।
https://bn.wikipedia.org/wiki/ক্ষুদিরাম_বসু

১৪ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



নিজ জাতির মানুষদের প্রতি আপনার টান আছে?

১৭| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

হাসান রাজু বলেছেন: আপনার বক্তব্য পরস্পর বিরোধী। আপনি বিভ্রান্ত।

১৪ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


লিখতে গিয়ে হয়তো কোথায়ও সমস্যা হয়েছে, কিন্তু ধারণা ঠিক আছে; ইরান ১৪০০ বছর আগের মানুষের ভাবনাকে বর্তমান যুগের মানুষের জীবন পরিচালনার নিয়ম হিসেবে গ্রহন করেছে।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১৪

অনল চৌধুরী বলেছেন: তর্ক হয় যুক্তি দিয়ে।
আপনি যেভোব যুক্তি ছাড়া ব্যাক্তিগত আক্রমণ করে মন্তব্য করেন,সেটা বুশ-ওবামা-ট্রাম্প চক্রের মতো সন্ত্রাসী কায়দা ।
এবং এক আপনি ছাড়া বিশ্বের অঅল কোনো বা এই ব্লগেরও কোনো সচেতন ব্যাক্তি এ্যামেরিকার পক্ষে ওকালতি করে না।
এ্যামেরিকারও ১০% মানুষ সবসময়ই ভিয়েতনাম থেকে ইরান-সবদেশে তাদের সন্ত্রাসের প্রতিবাদ করে।
ইরান সম্পর্কে না জেনে বারবার বলেছেন,১৪০০ বছর পিছনে গেছে,কারণ ইরান সম্পর্কে আপনার কোনো পড়াশোনাই নাই অথবা আপনি ইচ্ছা করেই মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার করেন।
এসব সৌদি আরব সম্পর্কে বলা যায়। কিন্ত ইরানের ব্যাপারে না।
সেখানে শিরোচ্ছেদ বা পাথর ছুড়ে হত্যার মতো ১৪০০ বছর আগের শাস্তি -কোনোটাই নাই।এক আছে বেত মারা,যেটা সিঙ্গাপুরে মতো অমুসলিম দেশের নিয়মিত চলছে।
ইরান একটা উদার ও আধুনিক দেশ,খোনে মেয়েদের সন্মান ও মর্যাদা ইউরোপ-এ্যামেরিকার চেয়ে অনেক বেশী।
আর তাদের যে প্রাচীন সভ্যতা ও ঐতিহ্য,তার সাথে শুধু মিসর আর ইরাকের তুলনা চলে।এর অনেক পরে গ্রীক -রোমান সভ্যতার সৃষ্টি।
সুতরাং অগে ১০ বছর ইরান সম্পর্কে পড়াশোনা করেন,তারপর লেখেন।
তবে যদি সিআইএ'র বেতনভোগী কর্মচারী হন,তাহলে ইচ্ছামতো মিথ্যাচার করতে পারেন,যেটা অসন্মানজনক এবং যা সবাই বোঝে।
https://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_Iran

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


রোমান, গ্রীক, পারসিক সভ্যতায় কয়জন মানুষ ছিলেন শিখরে, আর কতজন মানুষ ছিলেন দাসের স্তরে বা তার কাছাকাছি?
ইসলামী বিপ্লবটা কি? মানে ইসলামী ধ্যান-ধারণা মতে দেশ চালানোর জন্য বিপ্লব; নাকি অন্য কিছুও আছে? ইসলামী ধ্যান-ধারণা আজকের পৃথিবীর জন্য গুহা-মানবের ভাবনার থেকে বড় কিছু?

১৯| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১৬

অনল চৌধুরী বলেছেন: নিজ জাতির মানুষদের প্রতি আপনার টান আছে? -আপনার আছে?
থাকলে নিজের দেশ ছেড়ে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী দেশে কি করেন,যারা মাত্র কিছুদিন আগেও প্রিয়া সাহাকে দিয়ে বাংলাদেশকে হিন্দুদের উপর অত্যাচারকারী দেশ বলে অপমাণ করিয়েছে??????

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমি কখন কোথায় থাকি আপনি ঠিক জানেন না; আপনি আমাকে ব্লগে দেখেন মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.