নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আপা কিসব উন্নয়ন করেই যাচ্ছেন, উহাকে মাপা টাপা যায় না?

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:১৯


Link to the news

আওয়ামী লীগের নতুন সরকারের ১ বছর পুর্তি উপক্ষে আওয়ামী সভাপতি, দেশের প্রাইম মিনিষ্টার, আমাদের আপা বলছেন, উনি ও উনার সরকার দেশের উন্নয়ন করেই যাচ্ছেন। বর্তমান যুগে, উন্নতি অবনতি মাপার কতগুলো স্কেল ও পদ্ধতি আছে, উন্নতিকে সংখ্যায় প্রকাশ করতে হয়, সেটা না করে, শুধু বললে হয় না; আপা এসব বুঝেন টুঝেন বলে মনে হয় না, উনি বলার শুরু করেছেন তো, বলেই যাচ্ছেন!

উন্নতির হিসেব দিতে হলে, সবচেয়ে প্রথমে "সপ্তাহে বা মাসে নতুন চাকুরী-প্রাপ্তদের সংখ্যা ও বেকারত্বের হার, সময়কালীন মিনিমাম বেতন" ইত্যাদির হিসেব দিতে হয় সংখ্যায়; ইহার পর থাকতে পারে, "১ বছরে সর্বমোট কি পরিমাণ নাগরিক জীবনে প্রথমবার চাকুরীর বয়সে পৌঁচেছে, এদের ক্যাটেগরী: দক্ষ, অদক্ষ, শিক্ষিত, গ্রেজুয়েট, হুজুর, টং দোকানের মালিক, বিসিএস, ইন্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি ইত্যাদি" ও উহারা কে কোথায় চাকুরী পেলো, কি পরিমাণ সরাকরী চাকুরীর পদ খালি ইত্যাদির সংখ্যা মংখ্যা বলতে হয়; এভাবে বললে সবাই বুঝতে পারার সম্ভাবনা আছে। ৫৫ বিলিয়ন ডলারের বাজেট থেকে কত ডলার কোথায় যায়, ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতির প্রফেসরেরাও খেয়াল রাখতে পারেন না।

আপার আরেকটি ব্যাপারে হিসেব দেয়া খুবই দরকার: কি পরিমাণ বাংলাদেশী পুরুষ বউ ফেলে বিদেশে আছেন, হার্ডকারেনন্সী আয় করছেন, উনাদের বউরা কেমন করছেন, ছেলেমেয়েরা কেমন করছেন। ইহাদের সাথে আসতে পারে, দেশে কি পরিমাণ কিশোরী এখনো ঘরের "চাকরাণী"র কাজ করছে। টোকাইদের হিসেবে দিতে পারলে আরও ভালো হয়।

ইহার পর থাকতে পারে, "এক বছরের মাঝে যেসব সরকারী প্রকল্পের কাজ সম্পন্ন করে চালু করা হয়েছে, সেখানকার খরচ ও আয়ের সম্ভাবনা"; সাথে জানা থাকলে বড় বড় প্রাইভেট কলকারখানা, ব্যবসা বাণিজ্য, চুরি ও জুয়াচুরির কলকারখানা, প্রাইভেট ও পাবলিক খাতে ঋনের পরিমাণ, সরকারী ঋণের পরিমাণ; বাজারে টাকার পরিমাণ, মানুষের আয় ব্যয়ের প্যাটার্ণ, মানুষের সেভিংস, ষ্টক-মার্কেটের স্বাস্হ্য ইত্যাদি। এসব না বলে, ডা: হাছান, বা মোহাম্মদ হানিফের মত কথা বললে, আপা যে প্রাইম মিনিষ্টার উহা বুঝা যাবে কেমনে?

উনার বক্তৃতায় সীমান্তের বাংগালীদের গুলি খেয়ে মরার ব্যাপারটা আসার দরকার, অনেক লোকই তো দেখছি শহীদ হয়ে যাচ্ছেন সীমান্তে; এরা দেশ রক্ষা করছেন নাকি? সীমান্তের বাংগালীরা গুলি খায় কেন, আর ভারতীয়রা গুলি খায় না কেন, ভারতীয়রা কি বুলেট-প্রুফ আন্ডু পরে চোরাকারবারী করে, ইহার ব্যাখারও দরকার? কোন সীমান্ত দিয়ে কি পরিমাণ ইয়াবা, মদ, হিরোইন, সোনা আসা যাওয়া করছে, উহা বলার দরকার; উহা এখন আমাদের উন্নয়নের অংশ হয়ে গেছে।

উন্নয়ন বহুভাবে মাপা যায়, বহুভাবে মাপা হয় বিশ্বে; সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন, সেজন্য আপা ২/৪টা সংখ্যা মংখ্যা যোগ করলে ভালো হতো; উনি এত দুধভাতের কথা বলেন, গোয়ালে গরু টরু আছে তো?

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৪০

শের শায়রী বলেছেন: আপনি রাজনীতি নিয়ে লিখলে ভালো করতেন, এটা কি রোমান্টিক না সামাজিক লেখা?

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


এটা অনেকটা আপার রাজনীতি ও আপার ভাষায় অর্থনীতির উপর আলোচনা

২| ১৫ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:১৩

ডঃ এম এ আলী বলেছেন:
অর্থনীতি এখন আমরা থেকে আমিতে নেমে এসেছে ।
আগে শুধু প্রধানমন্ত্রীরা বলত আমি করেছি , আমি দিয়েছি, আমি দিব,
এখন দেখা যায় সুযোগ পেলেই পুরা, আধা ও সিকি মন্ত্রীরাও কথায় কথায় আমি আমি বলে।
কেও বলেনা আমাদের সরকার করেছে , আমাদের সরকার দিয়েছে, আমাদের সরকার দিবে ।
তাই মনে হয় আমিদের উন্নয়নই এখন দেশর উন্নয়ন ।
দেশর উন্নয়ন মাপার জন্য তাদের কাছে সহজ এক অংকের হিসাব আমি শব্দটি্ যথেষ্ট ।
এই আমি সংখ্যাটা উন্নয়নের সব শাখাতেই লাগানো দেখতে পাবেন , চিন্তার কোন কারণ নাই!!!

১৫ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যাদের মিনিষ্টার বানাচ্ছেন, এরা দলের মাঝে শক্তিশালী; উনি দেশ চালান সেক্রটারীদের সাহায্যে। উনি আওয়ামী লীগের লোকদের দক্ষতা অবশ্যই বুঝেন।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৯

নুরহোসেন নুর বলেছেন: আমাদের সমাজ কল্যান মন্ত্রী মহোদয় বলেছেন দেশে আড়াই লাখ ভিক্ষুক!
শুধু ঢাকা শহরের তুলনায় সারা দেশের সংখ্যাটা অনেক কম হয়ে গেছে।

১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আসলে এগুলো হচ্ছে অকল্যান মন্ত্রী; আমাদের মানুষকে দাসের মত কাজ করতে হচ্ছে সৌদীতে, মালয়েশিয়ায়, আমাদের কিশোরীরা চাকরাণী।

দেশে যা হয়, সব আপাই করেন।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: উনি এত দুধ ভাতের কথা বলেন, গোয়ালে গরু টরু আছে তো ? দারুন লেগেছে, অসাধারণ।

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৯

চাঁদগাজী বলেছেন:


উনি বক্তৃতা দিতে দিতে, বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছেন; আসলে কি হচ্ছে, সেটা উনিও জানেন না, মনে হয়।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন, সত্য কথা বলেছেন।
উন্নয়ন শুধু উনাদের মুখেই শুনি। বাস্তবে তার কিছুই দেখি না। চোখের সামনে আছে শুধু মেট্রোরেল আর পদ্মাসেতু।
একটি দেশের উন্নয়নের কথা বলবে জনগন।
আমি তো দেখি, বেকার, রাস্তা ভাঙ্গা, বাজারে জিনিসপত্রের সীমাহীন দাম, দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে, ধনীরা আরো ধনী হচ্ছে।
দূর্নীতিবাজ না নব্য ধনীদের গ্রেফতার করা হচ্ছে না।

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২২

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতু ও মেট্রোরেল, ২টি মিলে ১০ বিলিয়ন ডলারের চেয়ে বেশী খরচ হচ্ছে; একটার টাকা যাচ্ছে চীনে, অন্যটা ইতালী, থাইল্যান্ডে; আমাদের ইন্জিনিয়াররা কানাডা ইমিগ্রেশনের জন্য রাতদিন দৌড়াদোরি করছেন। শেখ হাসিনা আসলে হাউকাউ কাজ করছেন।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: দেশ এখন উন্নয়নের মহা সড়কের হাত ধরে হাটছে । আর আপনেরা কি সব আবুল টাবুল কথা বলছেন চাচাজান ।

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৪

চাঁদগাজী বলেছেন:


একটা বিষয় হলো, যারা উনার বাবাকে হত্যা করে ও সাপোর্ট করে, উনার আসার পথ রচনা করেছে তারা কিন্তু বড় ক্রিমিনাল, এর মাঝে আছে বিএনপি, জামাত ও এরশাদের লোকজন। আপনি নেই তো উহাদের সাথে?

৭| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: "আপার রাজনীতি ও আপার ভাষায় অর্থনীতি " !
দেশটা তার জীবনের অধিকাংশ সময়টাই আপা আর ভাবীর ভাষার অর্থনীতি দিয়ে বেকুব জনগণকে শাসন করে গেলো |

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৮

চাঁদগাজী বলেছেন:


উনার জীবনটা ভয়ংকর কমপ্লেক্স, উনাকে আসতে হয়েছিলো বিএনপি জামাতকে সরাতে; উনি এসেছেন, সেটা করেছেন; কিন্তু উনি জাতি গঠনের কাজ জানেন না; এদিকে দেশে বিএনপি-জামাত যাতে আবার না আসতে পারে, সেটা নিয়ে উনি ব্যস্ত; ভয়ংকর সমস্যা

৮| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

নতুন বলেছেন: উনার পাশের মানুষগুলি উনাকে শুধুই উন্নয়নই দেখান তাই উনি উন্নয়নের কথাই বলেন।

উনি যখন রা্স্তায় চলেন তখন রাস্তায় জ্যাম থাকে না।
উনি যেই রাস্তায় চলেন সেই রাস্তায় গত` থাকে না।
উনি যেখানে যান সেখানে ভিক্ষুক থাকেনা।
উনি দরিদ্র মানুষকে তার চলার পথে দেখেন না।
উনি সব সুটেট বুটেট মানুষ দেখেন, সবাই ভালো আছি বলেন।
উনি কোন প্রকল্প দেখতে গেলে আগে থেকেই সবকিছু ঠিক করে রাখেন আমলা কামলা রা।

উনাকে সবাই মিলে উ্ন্নয়নের বাবলের মাঝেই রাখেন।

নিজে একটু মাথা খাটিয়ে দেশের সমস্যাগুলি উনি দেখতে সময় ব্যয় করেন না। ইচ্ছা থাকলে দেশের আসল সমস্যাগুলি দেখা খুবিই সহজ ব্যাপার।

এই কারনেই আগের দিনের বাদশারা ছদ্দবেশে জনগনের কস্ট দেখতে যেতো। এখন ইন্টারনেটে কয়েক মিনিটেই অনেক কিছুই জানা সম্ভব। উনির বুঝতে হবে তার পাশের চাটুকারের কথার উপরে নিভ`র না করে নিজের একটু কস্ট করতে হবে।

আর দেশের মানুষের আসল উন্নয়নের জন্য কাজ করতে যেই ভাবনার দরকার সেটা উনার এখনো আসেনাই।

উনার সেই পযায়ের নিভানা লাভ না হলে দেশের জন্য সত্যিকারের উন্নয়েনর বিষয়টা উনি বুঝতে পারবেন না।

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩১

চাঁদগাজী বলেছেন:



উনার যেইটুকু জ্ঞান এতে আমরা আজীবন ৩য় বিশ্বে থাকবো; দেশের সমস্যা উনি উনার মতো করে সমাধান করছেন; এর থেকে বেশী উনি জানেন না, এবং উনি যাদের নিয়ে কাজ করেন, তাদের মাঝে আধুনিক দেশ গঠন করার মতো কোন জ্ঞানী মানুষ নেই বললেই চলে।

৯| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

(লাইলাবানু) বলেছেন: ভালই বলেছেন তবু আপনি । আপা যেমন তেমন তার সঙ্গেররগুলো সব থেকে বেশি খারাপ ।তবে একটা বিষয় স্পস্ট আপনি মানেন আর না মানেন দেশ কিভাবে চালাতে হয় সেটা কিন্ত আওয়ামিলীগ সরকার ভালো ভাবে জানে আর তারা সে পথেই আছেন। জনগণের কি হল এবং জনগণ কি চায় সেটা এখন তাদের দেখার বিষয় না, এবং বিন্দু মাত্র ইচ্ছেও তাদের নেই ।














ভালো বলেছেন ।






ি

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


জনগণের একটা বিরাট অংশ উনাকে চায়নি, উনিও ওদেরকে কাছে টানেননি; ফলে, দেশের মানুষের মাঝে ঐক্য হয়নি কোনদিন, কারো প্রতি কারো দয়ামায়া নেই, যে যেভাবে পারে দখল করে চলছে; বাকীদের কি হচ্ছে সেটা নিয়ে ভাবার মত দয়ালু জাতি এটি নয়।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১০

খাঁজা বাবা বলেছেন: আপনার ভাবনা চমৎকার।
সরকারের এভাবেই চিন্তা করা উচিত এবং তথ্য উপস্থাপন করা উচিত।
ওনারা এখনো মনে করেন দেশের মানুষ ৭০ সালে আটকে আছে। কিন্তু মানুষ এখন অনেক কিছু বোঝে।

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষ কোন সালে আছে বলা মুশকিল; তবে, আওয়ামী লীগ ও ব্যুরোক্রেটরা মানুষকে পেছনে টেনে রাখছে, যাতে দরকারী হার্ডকারেন্সী যোগাড়ে কাজে লাগাতে পারে।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতি পুরোটাই গোলকধাঁধা মনে হয়েছে সবসময় । সবাই সেখানে আটকে আছে। সম্ভবত এই অবস্থা চলতেই থাকবে।
আপনার লেখা মন দিয়ে পড়লাম। ভালো লাগলো। কিছু কথা মনে ধরে গেলো। যখন সবাই দেশ / রাজনীতি /অর্থনীতি নিয়ে আলোচনা করে আমি শুনি আর চুপকরে বসে থাকি। আপনার কথা গুলো বলতে পারবো। ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


তা বলিয়েন, তবে কোন ব্লগার বলেছে বলে বিপদে পড়িয়েন না; দেশের শিক্ষিতদের বেশীর ভাগই ৩য় বিশ্বের মানুষ।

১২| ১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

ঢাবিয়ান বলেছেন: দোয়া দরুদ পড়তে পড়তে ঢাকার রাস্তায় চলাচল করার সময় উন্নয়ন দেইখা আসলাম রাস্তার দুই পাশের বিশালাকার বিলবোর্ডে।

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০০

চাঁদগাজী বলেছেন:


বিলবোর্ডগুলো হয়তো দু:খে কাঁদতে থাকে!

১৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৯

নূর আলম হিরণ বলেছেন: সব উন্নয়ন আপাকে কেন্দ্র করে হয়। আপা হলো উন্নয়ন বৃত্তের কেন্দ্র।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


উনার উন্নয়নের ফলে, সব সম্পদ চোর ডাকাতদের হাতে চলে গেছে।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

আমি সাজিদ বলেছেন: আফসোস লাগে যে, আপার চারপাশের মানুষরা আপার চারপাশে একটা পরাবাস্তব আবহ তৈরি করে রেখেছেন। ওই পরাবাস্তব জগতে একটা ছয় লেন বাই ছয় লেন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ রিকশা চালাচ্ছে।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার চারিপাশের মানুষ উনি নিজে খুঁজে নেন, কেহ সেখানে নিজের থেকে যেতে পারে না; ফলে, ওরা উনাকে কোনভাবে প্রভাবিত করছে বলে আমার মনে হয় না

১৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আদর্শ উন্নয়নের গ্রাফ অনুযায়ী উনি (হাচু আপা) তত উন্নয়ন না করতে পারলেও দেশকে পিছিয়ে নেননি। উনি যদি ফেয়ার ইলেকশন আর বিরোধী দমন বাদ দিতে পারেন তাহলে শাসন ব্যবস্থার ক্ষেত্রে উনি উনার পিতার থেকে অনেক এগিয়ে থাকবেন।

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



উনি বিশ্বাস করেন না যে, উনি ও উনার দল ব্যতিত অন্য কেহ দেশের জন্য ভালো কিছু করতে পারবে!

১৬| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

মিরোরডডল বলেছেন: আপনি ভালো লেখেন । পড়তে ভালো লাগে । আপনার মতন কয়েকজন আছেন যারা দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে রাজনীতি নিয়ে ভালো বোঝেন লেখেন । অনেকে পছন্দ করি পড়ি । কিন্তু তারপর ? কিছু আলোচনা সমালোচনা তারপর এটা এখানেই শেষ । লেখার আগে বা পরে যে সমস্যা গুলো নিয়ে লেখা হচ্ছে এগুলোর কি কোন সমাধান হচ্ছে ? না । কারণ যে বা যারা সমাধানের চেষ্টা করতে পারেন তারা হয়তো লেখাগুলো পড়ছেন না অথবা এগুলো নিয়ে এভাবে ভাবছেন না । বাংলাদেশের রাজনীতিবিদরা জেগে ঘুমায় । তাদের কাছ থেকে আর কি আশা করা যাবে ।

অবশ্যই লিখবেন আরও বেশী করে লিখুন । লেখার মধ্যে দিয়ে মানুষকে বার্তাগুলো পৌঁছে দেন সচেতন করুন । কিন্তু এই লেখালেখির পাশাপাশি কিছু কি করা যায়না । সামগ্রিক ভাবে কোন পরিবর্তন না হোক সবার জন্য পরিবর্তন না আসুক কিছু মানুষের জীবনে কি কোন পরিবর্তন আনা যায়না । সামু অনেক বড় একটা প্ল্যাটফর্ম । এখানে একটিভ মেম্বার অনেক । সব ধরণের দলমতের মানুষ আছে থাকবে । আওয়ামীলীগ বিএনপি জাতীয় পার্টি সব দলের সমর্থক থাকতেই পারে ।যার যার মত তাঁর তাঁর । কিন্তু সেগুলো ভুলে সামুর মেম্বার হিসেবে সবাই মিলে কোন ভালো কিছু করতে পারেনা ?

আমি নিশ্চিত এখানে অনেকেই আছেন দেশে প্রবাসে যারা অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন এবং ভালো করছেন কিন্তু সেটা তো ব্যাক্তিগত প্রচেষ্টা । সেটা আর কতটুকুই বা হতে পারে । কিন্তু সামু তো একটা বড় মাধ্যম । লেখালেখি চলছে চলবে । পাশাপাশি কিছু করুন । আপনার অনেক পাঠক আছে । আপনি কেন ইনিশিয়েটিভ নিচ্ছেন না । টোকাই দের কে দিয়েই শুরু করুন না কেন । তাদের অল্প কয়েকজন কেও যদি প্রিভিলেজ দেয়া যায় কেন না ।

Few days back samu organised what a great get together. I believe it can do something really good for the local community to make it better. All we need is initiative. Only those can involve who wants to. Don’t worry about whole country or whole problem for a while.
Start something we can do. Take initiative. Make plan. It has to be realistic & easy to implement. Call us to get involved. We will be with you.

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনার সাথে আমার ভাবনার মিল আছে; আমি চেষ্টা করছি।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মিরোরডডল বলেছেন: Good luck for your effort
Take care

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ

১৮| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মিরোরডডল বলেছেন: আপনি ভালো লেখেন । পড়তে ভালো লাগে । আপনার মতন কয়েকজন আছেন যারা দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে রাজনীতি নিয়ে ভালো বোঝেন লেখেন ।

ভালো ভালো সব কথা বলা হয়ে গেছে
এবার কাজ করার পালা। উপদেশ দেওয়া
যত সহজ তা করে দেখানো ততটা সহজ নয়।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি আমার সাধ্যের মাঝে চেষ্টা করছি, চোখের সমস্যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দেশের মিডিয়া একটা সেতুর একটা পিলার হলেই সাংবাদিক পাঠিয়ে নিউজ করে সে দেশের উন্নয়ন আর কীভাবে মাপা যাবে?

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


উনার প্রশাসন, সরকার, দলের লোকেরা কেহই সঠিক কিছু করছে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.