নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

একটু সময় নিয়ে উত্তর দিলে, সমস্যা কমে আসে।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:২৩



১)
হাসপাতালে যাবার দরকার ছিলো, এখানে প্রথম আসা; বিশাল ভবন, প্রবেশের কোন গেইট মেইট দেখছি না; বুঝলাম, পেছনের দিকে আছি; পুরো ব্লক ঘুরে সামনের দিকে যেতে হবে। ভবনের মাঝামাঝি আসার পর দেখি, একটা ছোট দরজা হয়ে একজন নার্স বের হচ্ছেন, আমি দ্রুত সেদিকে গেলাম, উনি দরজা ধরে রাখলেন; আমি ধন্যবাদ দিয়ে প্রবেশ করছি; দেখলাম, দেয়ালে ছোট করে লেখা, "কর্মচারীদের জন্য মাত্র"; ভুল দরজা।

ভেতরে প্রবেশ করে দেখি, 'লবি' লেখা আছে, কিন্তু দরজা বন্ধ, কার্ড দিয়ে প্রবেশ করতে হবে। খারাপ নয়, কলিংবেল আছে; টিপ দিলাম; সাথে সাথে বিকট আওয়াজের রিং বেজে উঠলো; উহা বেজেই চলেছে, থামছে না। আমি একটু সরে দাঁড়ালাম; দেখি, বেলের নীচে ফ্লোর সাইনবোর্ডে লেখা, "রিপেয়ার, কলিংবেল টিপবেন না"। ভাবছি বেরিয়ে যাবো, ঠিক সে সময় লবির দিক থেকে এক মেয়ে সাঁ করে দরজা খুলে, দরজা খোলা রাখার জন্য দরজার নীচে একটা ব্লক লাগিয়ে আমার দিকে তাকালো,
-আপনি কলিংবেল টিপেছেন?

আমি সময় নিচ্ছি, কিভাবে বললে সুন্দর হবে, সেটা ভাবছি। মেয়ের হাতে ওয়াকিটকি, সে উহাতে চাপ দিয়ে বললো, "কেহ টিপেনি, আমার কন্ট্রোলার চেক কর, উহাতে 'অটো কানেকশান' থাকলে 'ম্যানুয়েল' করে দাও।"
বিকট রিংটা থেমে গেছে, মেয়ে লবির দিকে চলে গেলো, দরজা খোলা, আমি ধীরে সুস্হ লবির দিকে গেলাম।

২)
সুপার মার্কেটের লাইনে, ক্যাশের মেয়ে আমার ৩/৪টা আইটেম স্কেন করে, আমাকে বললো, "প্লীজ অপেক্ষা কর, আমার জরুরী ব্যাপার আছে, ১ মিনিটে ফিরে আসছি।" ১০/১২ মিনিট চলে গেছে খবর নেই, মেজাজ খাারাপ, ক্যাশ মেশিনের টেবিলে একটা থাপ্পড় মারলাম; মেশিনের রিং বেজে, ক্যাশ মেশিনের টাকা-পয়সার তাকটা ছিটকে জোরে খুলে গেলো, অনেকগুলো ১০ ডলারের নোট ছড়িয়ে পড়লো। রিং বাজাতে পাশের ক্যাশের মেয়ে তাকিয়ে দেখলো, সে তার কাষ্টমারকে অপেক্ষা করতে বলে, এই ক্যাশে এলো। সে আমার দিকে তাকিয়ে বললো,
-তুমি কিছু করেছ?
আমি থাপ্পড় মারার কথা বলবো ভাবছি; ঠিক সেই সময়, আমার লাইনের ক্যাশিয়ারকে দৌড়ে আসতে দেখলাম, আমি সেদিকে তাকিয়ে থাকলাম; মেয়ে আসার পর, পাশের ক্যাসিয়ার আমার লাইনের ক্যাশিয়ার মেয়েকে বললো, "তুমি ক্যাশ লক করনি, নোটগুলো সব পড়ে গেছে, কুড়ায়ে নাও"। আমাকে কিছুই বলতে হলো না।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:০৯

কনফুসিয়াস বলেছেন: সবুরে মওয়া ফলে।

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


সবুরে মেওয়া ফলে, ভাইভা পরীক্ষায় চুপ মেরে থাকলে কেমন হবে?

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:২৩

কনফুসিয়াস বলেছেন: বোবা ভেবে চাকরি দিয়ে দিবে :D

১৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ভলনটিয়ার হিসেবে, হয়তো!

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:২৮

কনফুসিয়াস বলেছেন: চাকরির তো ব্যবস্তা হবে B-) খেয়ে পরে বাচঁতে পারলেই হবে। আর অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে করে পড়ব, টাকা দিয়ে বই কিনব না।

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমার ঘরে আজকে ২০ বছর কিছু দামী বই পড়ে আছে, কয়েক হাজার ডলারের বই কয়েক টাকায় পরিণত হয়েছে, পড়া হয়নি কোনদিন।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ।

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



ভাইভায় প্রয়োগ করিয়েন না।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: আহ।কি গভীর ফিলুসোফি।
গল্প ভাল লেগেছে।

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



হঠাৎ করে, কিছু একটা কন্ট্রোলের বাহিরে ঘটে গেলে, সামান্য সময় নিয়ে দেখা যেতে পারে, কোনভাবে কাজ কিনা, মারফির রুলের মতো কাজ করতে পারে।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইসলাম ধর্মে বলে যদি দাড়ানো অবস্থায়
তোমার রাগ হয় তা হলে বসে পরো। যদি
বসা অবস্থায় রাগ হয় তা হলে শুয়ে পরো।
তাতেও রাগ না কমলে ওজু করে নাও।
রাগত অবস্থায় কারো চিঠির উত্তর দিওনা।
সুতরাং সব ক্ষেত্রে ধীরে সুস্থে হিসেব করে
আগাও।
ধৈর্য ধারণ করতে হবে। ভেবে
চিন্তে উত্তর দিতে হয় যা আপনি মোটেও
অনুসরণ করেন না, তাইতো বেহুদা ক্যাচাল
লাগে আপনার সাথে।


১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমি পোষ্ট উৎসর্গ করতে চাই না; না হয়, ইহা আপনার মাথায় উঠতো; আপনি সম্প্রতি আমাকে লাফালাফি কম করতে বলায়, সবকিছুতে একটু সময় নিচ্ছি

৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৪

নতুন বলেছেন: স্টাফদের দরজা দিয়ে সাধারন রোগী প্রবেশ করলে কোন জরিমানার ব্যবস্থা আছে?

হাসপাতালের কতৃপক্ষ যদি এই ব্লগটি পড়ে তবে তারা কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনার মনে হয়?

:>

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


আসলে ঐ রকম কিছু নেই, মনে হয়; পেছনে ষ্টাফদের গাড়ীর পার্কিং

৮| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: অনুপ্রেরণামূলক। কাজে লাগাতে হবে। রাগের মাথায় অনেকসময় ঝটপট উত্তর দিয়ে দিই, পরে বিপদে পড়তে হয়। এ বদভ্যাস ত্যাগ করতে হবে।

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমার বেলায় কাজ করছে; নুরু সাহেবের পোষ্ট টোষ্ট মাঝে মাঝে পড়িয়েন।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে আপনার লেখক সত্তার ভক্ত।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



আমার বেশীরভাগ ভক্ত/অনুসারীরা কিছুদিন পর আমার বিরক্ত হয়ে যায়।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি লেখালেখি করি তো তাই জানি কে দক্ষ এবং কে পাকাপোক্ত।

আপনি এক্কেবারে পোক্ত লেখক। আপনার লেখা পড়লে সব চোখের সামনে ভাসে, এক্কেবারে মুভির মত।

বিরক্তিকর লিখলে হয়তো বিরক্ত হব।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ

১১| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুক্রবারে বিকালে কাজে যাই, ব্যস্ত না থাকলে ব্লগে সময় দেব আমার সয়ম দুপুর পর্যন্ত।

১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ঘুরে যাবেন, টিক আছে; পারলে ওভাৎাইম করবেন, আপনার সন্চয় দরকার।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: ডাক্তারের কাছে গেলেন কেন? চোখের সমস্যা??
আমি নিজেও বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


চোখের সমস্যা।
ঢাকায় বাইরে খাবেন না

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আসলে, আমি পোষ্ট উৎসর্গ করতে চাই না; না হয়, ইহা আপনার মাথায় উঠতো;

তাতে কি পেঁয়াজের দাম কমতো বলে আপনার মনে হয় ?

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


সরকার ও প্রশাসন বাংগালীদের বেকুবে পরিণত করেছে: কিছু বাংগালী ১০০ টাকার উপরে পেঁয়াজ কেনায়, কিছু অসাধু বাংগালী সেই দামে বিক্রয় করতে পেরেছে।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৪

জুন বলেছেন: ভারত পিয়াজ সংকটের ফলে বিভিন্ন দেশ থেকে যে সব পিয়াজ আমদানি করেছিল সেগুলো তাদের দেশে কনজিউম হচ্ছে না। বেশিরভাগ পচে যাওয়া আমদানিকৃত সেই পেয়াজ এখন আমাদের দেশে রফতানি করার প্রস্তাব দিয়েছে ভারত সরকার।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ নীতিহীন, গালাকাটা ব্যবসা করে, প্রশাসনও সেটা সমর্থ করে; ফলে, মানুষকে ভেজাল, বিষাক্ত খাবার খেতে হয়।
ঢাকাতে বিষাক্ত খাবার বন্ধ করার দায়িত্ব ছিলো খোকার, আনিসের; ওরা সেটা করেনি, ক্যান্সার ওদেরকে গিলে ফেলেছে; আমাদের অনেক মন্ত্রী অসুস্হ হয়ে, বিদেশী হাসপাতালে মরবে।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৬

মিরোরডডল বলেছেন: আমার কিন্তু মনে হয় ‘রিপেয়ার কলিংবেল টিপবেন না’ এটা দেখেই আপনি বেল দিয়েছেন । কেন না করলো । এটাই বেশী যায় আপনার সাথে : -)

সেকেন্ড প্লট এ সারভিলেন্স ক্যাম এ হয়তো পরে দেখবে আপনি কি করেছেন ।
দুটো স্টোরিই মজা লেগেছে ।

১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


ফ্লোর সাইনবোর্ড প্রথমে আমার চোখে পড়েনি।
সুপার-মার্কেট'এর সিকিউরিটিরা হয়তো দেখতে পারে সারভিলেন্স ক্যাম'এ

১৬| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪

ফয়সাল রকি বলেছেন: অথচ মৌনতা সম্মতির লক্ষণ হবার কথা ছিল!

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, উহা সব সময়ে সত্য নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.