নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মেয়র-প্রার্থীদের নিয়ে টাউন-হল মিটিং করার দরকার ছিলো

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৫



ঢাকা শহরই বাংলাদেশ, ঢাকা বসবাসের অযোগ্য; অথচ, বাংলাদেশের সব যোগ্য মানুষেরা(?) ঢাকাতেই বাস করেন: সব এমপি'রা, ক্যাবিনেটের সবাই, শেখ হাসিনা, ব্যুরোক্রেটরা, মিলিটারীর জেনারেলরা, সব বিখ্যাত শিক্ষকেরা, সব বড় ব্যবসায়ী, রাজনৈতিক নেতারা, ডাকসুর সভাপতি ও ব্লগার নুরু সাাহেব। এই শহরের মেয়র কারা হতে যাচ্ছেন, এসব বিখ্যাত লোকদের কি জানার দরকার নেই? অবশ্যই আছে! এই ব্যাপারে তাঁরা কিছ করেছেন, তাঁদের করার কিছু আছে?

দেশের শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিকদের অন্য অনেকর চেয়ে অনেক বেশী দায়িত্ব থাকে; বাকীদের হয়ে, তাদেরকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দায়িত্ব পালন করতে হয়। সোয়া ২ কোটী মানুষের নগরের মেয়ের কারা হচ্ছে, সেটা পরিস্কার করা এদের দায়িত্ব।

আওয়ামী লীগের সরকার, তথা শেখ হাসিনাকে ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য দায়ী করা হচ্ছে; কিন্তু ভোটারেরা কাকে ভোট দিচ্ছেন, সেটা কি পরিস্কার? আপনি যদি দুষ্ট মানুষকে ভোট দিয়ে জাতির ক্ষতি করেন, অন্যের ক্ষতি করেন, তা'হলে আপনাকে ভোটাধিকার দিয়ে কি লাভ?

শেখ হাসিনা অযোগ্যদের নমিনেশন দেন; তারপর, উনি বসে বসে ভাবেন যে, এরা তো অযোগ্য, মানুষ এদেরকে কি কারণে ভোট দেবে? ঠিক আছে, এদেরকে ভোট দেয়াার দরকার নেই!

ঢাকা যতই পঁচা শহর হোক না কেন, এখানে আজো শিক্ষিত ও বুদ্ধিমান মানুষ আছেন, তাঁদের উচিত ছিলো মেয়র প্রার্থীদের একসাথে, কিংবা আলাদাভাবে টউন হলে মিটিং'এ ডেকে, তাদের প্ল্যান, প্রোগ্রামগুলো জানা, সেগুলো নিয়ে আলাপ, আলোচনা করা।

ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকেরা উনাদের টিএসসি'তে মেয়রপ্রার্থীদের ডাকতে পারতেন, প্রার্থীদের সাথে ১ বেলা চা খেতে পারতেন; শিক্ষকদের সামনে কথা বলার সময় এদেরকে ভাবতে হতো, মিথ্যা-গার্বেজ বমি করতে ভয় পেতো। একই সুযোগ ছিলো ইন্জিনিয়ারিং এসোসিয়েশন, ডাক্তারদের এসোসিয়েশন, ডাকসু, অফিসার্স ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ও বনানী ক্লাবের লোকদের। কিন্তু ঢাকার শিক্ষিত লোকেরা নিজেদের দায়ি্ত্ব পালন করছেন না কোনভাবে।





মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩০

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: হাউকাউ আপনার ভাবনা, পোষ্টের মুল্য ১ পয়সাও নেই!

১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



আপনি আমার ১টা কমেন্ট মুখস্হ করতে সমর্থ হয়েছেন, আপনার স্মরণশক্তি ভালো।

২| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

ঢাবিয়ান বলেছেন: শিক্ষিত , সৎ, বুদ্ধিমান মানুষেরা বেশী জ্ঞান দেখাতে গেলে, এ শহড়ে আর বেঁচে থাকা যাবে না

১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি শিক্ষার মর্ম বুঝলেন না, শিক্ষিতদের দায়িত্বও বুঝলেন না।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

আল ইফরান বলেছেন: এই দেশের শিক্ষিত ও বুদ্ধিমান মানুষেরা এখন হয় অর্থ নয়তো ক্ষমতার নেশায় ডুবে গেছে। আর যারা পারে নাই তারা দেশ ছেড়ে চলে গেছে।
আর যেইসব এসোসিয়েশনের কথা সবার শেষে বলছেন, তারা অনেক আগেই ক্ষমতার খুদ-কুটার লোভে বিক্রি হয়ে গেছে।

১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


কিন্তু এই ধরণের সাধারণ জ্ঞানের কাজর জন্য ক্ষমতার দরকার হয় না, বা করলে ক্ষমতার কোন ক্ষতি হয় না; সাধারণ শিক্ষকেরাও এগুলো করতে পারেন।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৫

পুলক ঢালী বলেছেন: এরকম করতে পারলে ভাল হতো কিন্তু দুঃখের বিষয় এমন কালচার বা সংস্কৃতি এদেশে গড়ে উঠেনি। এটা গড়ে তুলতে হলে যেসব মানুষের সাথে চায়ের আড্ডার কথা বলছেন তারাও ঠিক নেই অনেক আগেই পঁচে গেছেন।

একটা উদাহরন : এখন আমার নাম এবং সময়ের কথা মনে নেই শুধু ঘটনার কথা মনে আছে, বিদেশী বিশ্ববিদ্যালয়ের একজন বাঙ্গালী অধ্যাপক চাকরী ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন দেশের সন্তানদেরকে মানুষ করবেন বলে কিন্তু দলাদলি আর নিম্ন মানসিকতার শিকার হয়ে তিনি বিদেশে পালিয়ে বেঁচেছেন।
এদেশে সত্য কথা বলাও বিপদ।

১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


বিদেশ থেকে দেশের ইউনিভার্সিটিতে অনেকে যাবার চেষ্টা করে ফেল হয়েছেন; ওখানকার শিক্ষকেরা এদের যাওয়াকে ঠেকায়ে দেন। যাক, ঢাকার কিছু মানুষের হলেও কমনসেন্স থাকা উচিত।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৯

পুলক ঢালী বলেছেন: আমি অবাক। মন্তব্য লিখে পোষ্ট করতে না করতেই একই রকম কয়েকটা মন্তব্য ইতিম্যধেই চলে এসেছে। :)

১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনার মন্তব্য লম্বা হয়েছে।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:

কাকে দিয়ে কাকে কম্পেয়ার করবেন, সবগুলো প্রার্থীই মোটামুটি সমান। এরমধ্যে খোকা পুত্রের কনসেপ্টটা একটু ভালো লেগেছে।সে ইউটিলিটি টানেল নির্মাণ এবং রাস্তার পাশে যত্রতত্র উন্মুক্ত ডাস্টবিনের পরিবর্তে সেকশনাল ডাস্টবিন ব্যাবস্থা এবং আধুনিক বর্জ্য ব্যাবস্থাপনার কথা বলেছে। কিন্তু কথা হচ্ছে, এই ছেলে কি মেয়র হতে পারবে ? পারলে আসলেই এসব করবে তো? ঠিক জানি না!
তবে এতটুকু জানি, পাবলিক এখন কাউকেই বিশ্বাস করতে পারে না।
বাকি তিনজনের একজন গার্মেন্টসের দোকান থুয়ে চায়ের দোকান নিয়ে বইছে, আরেকজন বাসের হেলপারি করছে, আরেকজন
এমপি থাকাকালীন কয়ডা মসজিদ করেছে, কয়ডা মসজিদে ঘষা মাজা করছে সেগুলো ফেসবুকে দেখায় বেড়াচ্ছে।
মোটামুটি এই হচ্ছে অবস্থা

১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


মেয়র খোকা মাফিয়া ছিলো, ঢাকায় শতশত এপার্টমেন্ট ও প্লট আছে; ছেলের জন্য ডাকাতির পয়সায় রেখে গেছে। খোকার ক্যানসার হয়েছিলো, সে ঢাকার জন্য কিছু করেনি, ছেলের জন্য ডাকাতি-করা সম্পদ রেখে গেছে; আপনার সাধারণ জ্ঞানের অভাব আছে।

৭| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখায় পূর্ণ সমর্থন জানাই। এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরী, দুর্ভাগ্য যে বাংলাদেশে এখনো সে ধরনের জবাবদিহিতার পরিবেশ গড়ে উঠেনি।

১৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


ঢাকার বাংগালীরা বিশ্ব কিভাবে চলছে উহা বুঝে না, বেশীর ভাগই ব্লা ব্লা

৮| ১৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:২৪

আমি সাজিদ বলেছেন: ব্লগেই কার যেন পোষ্টে পড়লাম, উনি খুব সুন্দর একটা কথা বলেছেন। নগরী পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার দিয়ে ভোট চাওয়া মেয়র প্রার্থীরা নগরীর সব অলিতে গলিতে নিজেদের পোস্টার সাঁটানোর অনুমতি দিয়েছেন। আউট অব বক্স চিন্তা ভাবনা কেউই করতে পারেনি। আমাদের চলমান রাজনৈতিক ধারার প্রোডাক্টদের কাছ থেকে পুরনো রীতিনীতি ছাড়া নতুন কিছু আশা করি না ।

১৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



ঢাকার সমস্যা সমাধান করার মতো বাংগালী জন্ম নেবে কিনা সন্দেহ; ঢাকা ঠিক করতে হলে, নতুন নবী আসতে হবে।

৯| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আপনি বলেছেন যে, ঢাকার শিক্ষিত লোকেরা নিজেদের দায়িত্ব পালন করছেন না কোন ভাবে। এর উপর আর কি বলার আছে, তারা দেখে না দেখার ভান করছেন।

১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


ওদের সঠিক জ্ঞান নেই

১০| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:

আমি শুধু খোকা পুত্রের কনসেপ্টের কথা বলেছি, খোকার সম্পর্কে বলিনি কিংবা খোকা পুত্র সম্পর্কেও বলিনি। এরপর এ ও বলেছি,
আসতে পারলে এসব করবে তো? ঠিক জানি না! তবে এতটুকু জানি, পাবলিক এখন কাউকেই বিশ্বাস করতে পারে না। আরো বলেছি, সবগুলোই সমান কম্পেয়ার করার মতো রেফারেন্স কেউ নাই।

১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


এদের জীবন শুরু হয়েছে চুরির টাকায় ভাত খেয়ে, এদের উপর খেয়াল রাখলে, এদের জেলে থাকার কথা

১১| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

বাকপ্রবাস বলেছেন: ভোট তো হবেনা, ভোট হলে বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক ছিল। আগের ভোটগুলো দেখার পর আর নতুন করে বলে কী বোঝাতে হবে যে, দেশে ভোট আছে!!! নাকি ভোট নাটক আছে।

১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা সব সময়ে ভয়ে থাকেন যে, মানুষ বিএনপি জামাতকে ভোট দিয়ে দিতে পারেন; মানুষ উনাকে যদি বলেছে যে, বিএনপি জামাতকে ভোট দেবে না, তখন যদি সমস্যার সমাধান হয়। আরো সমাধান আছে

১২| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন:

এদের জীবন শুরু হয়েছে চুরির টাকায় ভাত খেয়ে, এদের উপর খেয়াল রাখলে, এদের জেলে থাকার কথা

কঠিনভাবে সহমত :-B

১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


২ পক্ষই মেয়র পদের দুনিয়ার ফাউল মাউলদের নমিনেশন দিয়েছে; এরা চুরি না করলে, নিজে আয় করে পরিবারও চালাতে পারবে না।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: নুরু সাহেবকে আপনি জোকের মতো ধরেছেন।

মেয়র সাহেবদের কোনো না কোনো টিভি চ্যানেল মুখোমুখি করবেন। আর দু'চার দিন পরেই এমনটা শুরু হবে।

১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


আগামী ১৫ বছরের মাঝে, প্রার্থীদের ২/১ ঢাকার ক্যানসারে ভুগতে পারে।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫১

নয়ন বিন বাহার বলেছেন: শিক্ষিত এবং মার্জিতরা ফ্রন্ট লাইন ছেড়ে দিয়ে বসে বসে ভাবছে মূর্খরা তাদের জায়গায় বসল কিভাবে!

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিতরা সমাজে তেমন অবদান রাখছেন না; ফলে, শুন্যতার স্বষ্টি হয়েছে

১৫| ১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই সীমিত আকারে নির্বাচনী ডিবেট হয় বিভিন্ন চ্যানেলে 'কেমন মেয়র চাই' অনুষ্ঠানে। বাংলাদেশের ভোট এখনও দলের মার্কা দেখেই হয়। আর মেয়র প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তার অনেক গুলোই মেয়রের কাজ নয়(!)। সবচেয়ে সুন্দর হত যদি প্রার্থীরা নিজের দলের মধ্যেই ভোট করে প্রার্থীতা পেতেন...

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগে ও বিএনপি'তে সৎ মানুষ নেই; শেখ হাসিনা বাহির থেকে প্রার্থী দিতে পারতেন।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে এই সব মেয়র কমিশনার কাউঞ্ছিলর যাই বলেন এরা প্রার্থী হয় দুই কারনে

১। নিজের মর্যাদা বাড়ানোর জন্য
২। অর্থ ইনকামের সব থেকে সহজ পথ

দেশপ্রেম, উন্নয়ন এই গুলাতো সকালে উঠিয়া আমি মনে মনে বলি টাইপের কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


এগুলো ডাকাত; সবাই জানে এদের

১৭| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা বিতর্কের আয়োজন করলে মনে হয় ভালো হতো। পড়ালেখা করে আসতে হতো। লোকে দেখে মজাও পেতো। খিচুড়ির ব্যবস্থা থাকলে তো সোনায় সোহাগা হতো।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


মেয়র পদে যারা নমিনেশন নিয়েছে, আগামী ১৫ বছরের ভেতর থেকে ২/১ ক্যানসারে ভোগার সম্ভাবনা আছে।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্যানসার এলিট-শ্রেণীর রোগ। যারা মেয়র হন তারাও এলিট-শ্রেণীর। তো উনাদের ক্যানসার হলে অবাক হওয়ার কিছু নেই। সিঙ্গাপুরে চিকিৎসার জন্য চলে যাবেন। আয়ু না থাকলে সরাসরি পরপারে।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় সব ধরণের মানুষের ক্যানসার হচ্ছে। বিগত ২ মেয়র ক্যানসারে ভুগেছেন

১৯| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১

অনন্ত শুভ্র হৃদয় বলেছেন: আমার প্রথম পোস্ট এবং প্রথম পাতায় আসতে না পারার ব্যার্থতা???
:
আমরা জন্মগতভাবে মানুষ। কিন্তু আমরা আমাদের পরিচয়কে ভাগ করেছি নানাভাবে। দৈহিক গঠনের ভিন্নতার ভিত্তিতে বিভক্ত হয়েছি সাধারণত ৩টি ভাবে। যথাঃ-
পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ এবং তৃতীয় লিঙ্গ।
[যাহারা "লিঙ্গ" শব্দটি দর্শন করিয়া কিংকর্তব্যবিমুঢ় হইবেন অদ্য লিখনি তাহাদের জন্য নহে]
:
একজন মানবশিশুর পড়িচয় কি হওয়া উচিত? এই পরিচয় নির্ণয়ের মাপকাঠি কি হওয়া উচিত? সে একজন মানব_শিশু, মানবিক গুণসম্পন্ন ভবিষ্যতের একজন মহা_মানব; আমরা কি এই দৃষ্টিতে তাকে দেখি?
স্পষ্টতই না!
বরং আমাদের বিদ্যমান সমাজ ব্যবস্থা সদ্যজাত একজন মানবশিশুকে সম-অধিকার থেকে বঞ্চিত করে, যৌনাঙ্গ/লিঙ্গ এর ভিত্তিতে ৩ টুকরো হয়ে যায় মানব পরিচয়।
:
পরিবারে ছেলে জন্মালে আনন্দ ধরেনা! মেয়ে জন্মালে ভালো লাগেনা! তৃতীয় লিঙ্গের কেউ জন্মালে জাগে শুধু ঘৃণা! কি বিচিত্র আমাদের মানসিকতা?
:
যৌনাঙ্গ স্বাভাবিক থাকলেও অন্যকোনো অঙ্গ কম হলে বা বিকৃত থাকলে তাদের "প্রতিবন্ধী" ট্যাগ লাগিয়ে দেই। কিন্তু তার চেয়েও পরিতাপের বিষয় এইযে যৌনাঙ্গ সুগঠিত না থাকার কারণে ও দৈহিক গঠনের কারণে যারা যৌনমিলনের মাধ্যমে বংশবিস্তারে অক্ষম তাদের তৃতীয় লিঙ্গ তথা "হিজড়া" ট্যাগ দিয়ে পরিবার ও সমাজ হতে বিচ্যুত করি। তারা চরমভাবে পরিচয়হীন হয়ে ভাসমান জীবন লাভ করে।
কি বিচিত্র যৌনতাকামী কামনা নির্ভর এই সমাজ ব্যাবস্থা!
:::
......লিঙ্গবৈষম্য ও আমাদের অনাগত প্রজন্ম......
আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমাদের অনাগত প্রজন্মেরা মানব শিশু। প্রতিটা শিশুই সমানভাবে আপন পরিচয়ে বেড়ে উঠবে। বিবাহ আর যৌনতানির্ভর পরিচয় ছাপিয়ে প্রতিটা মানুষের মহৎ কর্মই মানুষকে অমর করে রাখবে।
আজকের শিশুরাই আগামীর মহা_মানব।
:
:
মানবিক পৃথিবীতে শান্তির সাম্য প্রতিষ্ঠায় আসুন আমরা সবাই শিশু_বৈষম্য এবং শিশু_শ্রম রোধ করি। নিজেদের পরিবার হতেই প্রতিষ্ঠা করি মানব_সাম্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


এমন কিছু লিখেন, যা ব্লগারেরা পড়বেন; তখন সামনের পাতায় আসতে পারবেন।

২০| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: আপনি আমার ১টা কমেন্ট মুখস্হ করতে সমর্থ হয়েছেন, আপনার স্মরণশক্তি ভালো। :) :) :) :)

১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি অনেক কমেন্ট করি, উনার কি অবস্হা হবে কে জানে!

২১| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ২:০৫

অখ্যাত নবাব বলেছেন: আমি প্রতিটা মেয়রপ্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি মিডিয়াতে দেখেছি! তাদের তৈরিকৃত বিভিন্ন ব্যক্তিগত ভিডিও দেখেছি! এছাড়াও সামনে তাদের বিভিন্ন মুখোমুখি অনুষ্ঠান রয়েছেও। সেগুলোতেও তারা বিভিন্ন প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা বললেন!
কিন্তু আপনার এই পোস্টে যেগুলোর কথা তুলে ধরলেন এগুলো আসলে মূল্যহীন।
কেননা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন ১০ টাকা কেজি চাল খাওয়াবেন। সেই প্রতিশ্রুতি তিনি বা তাহার সরকার রক্ষা করেন নিন।
সেই সাথে দিয়েছেন ঘরে ঘরে চাকুরীর ব্যবস্থার প্রতিশ্রুতির। সেটাও সম্ভব হয়নি। গত ১০ বছরে তারাই চাকুরী পেয়েছে যারা আওয়ামী লীগের কোন প্রভাবশালীর নেতার সন্তান কিংবা মামা-চাচা।

এছাড়াও প্রত্যেক নির্বাচনেই নেতারা হাজারো প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু বেশীরভাগই রক্ষা করেন না।
তাই এগুলোর আর মূল্য নেই সাধারণ মানুষের কাছে।.।

===
===

বর্তমানে নির্বাচনটা কে মানুষ সময় ও অর্থের অপচয়ই মনে করে। এছাড়া আর কিছুই না। কেননা, এদেশের সাধারণত মানুষ অলরেডি বুঝে গেছে এবং দেখে গেছে কিভাবে নির্বাচন হচ্ছে।

২০ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা উনার দেয়া প্রতিশ্রুতি রাখতে পারেননি, উনার প্রয়োজনীয় বুদ্ধিমত্তা নেই; ঢাকার সমস্যাগুলো পরিস্কার, কারো কোন সমাধানের প্ল্যান আছে কিনা, বললেই বুঝা যেতো।

২২| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



ঢাকা শহড়ের মোট জনসংখ্যার অর্ধেকেরো বেশী হলো বস্তিবাসী , রিকসাওয়ালা , ফুটপাতের হকার ,পোশাক কর্মী, দিন আনে দিন খায় মজুর শ্রেণী ও নিন্ম আয়ের বেতনভুক শ্রমজিবী মানুষ । বাংলাদেশে সর্বশেষ ২০১৪ সালে বস্তি শুমারি করেছিলো পরিসংখ্যান ব্যুরো। এরপর সে নিয়ে আর কোন তথ্য পাওয়া যায়না। প্রতিবছর নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ অথবা শুধু কাজের খোঁজেই লক্ষ লক্ষ মানুষ ঢাকা আসছেন। ২০১৪ সালে বস্তি শুমারি অনুযায়ী ঢাকা শহরের দুই সিটি কর্পোরেশনে মোট ৩ হাজার ৩৯৪টি বস্তি রয়েছে।সেখানে মোট ঘরের সংখ্যা প্রায় এক লাখ ৭৫ হাজারের মতো। বস্তিবাসীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ১৯৯৭ সালের এর পর বস্তি শুমারি হয়েছে ২০১৪ সালে। সরকারি হিসেবেই এই সময়ের মধ্যে বস্তির সংখ্যা ছয়গুণ বেড়েছে। ২০২০ সালে এসে এই সংখ্যা নিশ্চয়ই আরো ছয়গুণ বেড়েছে । ঢাকার জন্য যখন কোন পরিকল্পনা যখন করা হয় তখন এই বিশাল জনসংখ্যার কথা খুব একটা মাথায় রাখা হয়না। মাথায় রাখা হয় উত্তরা বসুন্ধরা আআর পুর্বাচলের কথা ।

ঢাকা শহড়ের এই বিশাল জনগুষ্ঠির মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব কার, কাজগুলো কিভাবে হবে? উন্নয়ন পরিকল্পনায় এদের ধরা হয়না। তাদের সেবা নিশ্চিত করবে কে?

ঢাকার বস্তিবাসী লোকজন নিজেরাই নীজেদের খুপরি তৈরি করে নেন, সেগুলি মেয়র সাহেবেরা ভেঙ্গে দেন ।

বিত্তবানেরা ভোট দিয়ে মেয়র বানান বস্তিবাসীদের খুপরি ঘর ভেঙ্গে দিয়ে সেখানে অপরিকল্পিতভাবে অলীসান বিল্ডিং তৈরী করে দেয়ার জন্য ।

এবার সকল মেয়র প্রার্থীদের নির্বাচনী মেনোফেস্টু হলো তিলোত্তমা ঢাকা শহড় গড়া । মুল সমস্যার সমাধানের কথা কেও ভাবছেন না বা বলছেন না । সম্ভবত এরা অরিজিনাল ভোটার তালিকায় নাই, তবে এরা সবাই টাকার বিনিময়ে হয়তবা জাল ভোট দিবেন , তারা জাল ভোটার তালিকায় থাকতে পারেন , এরাই মেয়র সাহেবদের আসল ভোটার, তদের মাথায় আছে তাদেরকে কিভাবে ম্যানেজ করা যাবে।

অন্যদিকে এসমস্ত লোকজন জানেনা ঢাকা শহড়ে তাদের সন্নিলিত সংখ্যা কত ।জানতে পারলে তারা এক জোট হয়ে তাদের মধ্য থেকে কোন একজনকে মেয়র পদে দাঁড় করিয়ে ভোট দিলে তাকে কেও হারাতে পারতনা । কিন্তু দুর্ভাগ্যজনক হলো সুশীল সমাজ ও বুদ্ধীজিবীরাও তাদেরকে তাদের শক্তিমত্তার কথা জানায় না বোধগম্য কারণে, কারণ সুশীল সমাজ ও বুদ্বীজীবিগন সেই শ্রণীর প্রতিনিধিত্ব করেনা , তারাতো তাদের নীজের শ্রেণী স্বার্থই দেখবে আগে । এখন টাউন হলে মিটিংটা করবেন কাদেরকে নিয়ে ।

২৩| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


প্রতি ৫০ লাখ মানুষের জন্য ১ জন করে মেয়ের করলে, ঢাকায় ৫ জন মেয়র দরকার। ঢাকা বসবাসের জন্য অযোগ্য; নিউইয়র্কের মেয়রকে ঢাকা চালানোর দায়িত্ব দিলে, সে পালিয়ে যেতো। ডেংগুতে ডাক্তর ও ডাক্তারের ছেলের মৃত্যু হয়েছে; শতশত ইন্জিনিয়ার ভোগেছে; কিন্তু এদের টনক নড়েনি, এগুলো অমানুষ। গরীবেরা সবকিছু নিয়ে চলছে, তাদের বলার কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.