![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকান কংগ্রেস বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতীক; সন্মানের দিক থেকে ব্রিটিশ পারলামেন্টের পরেই ইহার স্হান। ট্রাম্প কোনদিন কংগ্রেসের সদস্য ছিলো না, সে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। কংগ্রেসে আসার জন্য কিছুটা হলেও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের দরকার হয়; ট্রাম্পের সেটা ছিলো না, এবং মানুষ সেজন্যই ট্রাম্পকে নির্বাচিত করেছিলো। মানুষ রাজনীতিবিদদের শাস্তি দিতে চেয়েছিলো, সেটা কাজ করেছে; কিন্তু ট্রাম্পও রক্ষা পায়নি, কংগ্রেস তাকে পেয়েছে, তাকে ইমপিচের মত অসন্মানী অপবাদ নিয়ে ইতিহাসে থাকতে হবে। তবে, ইমপিচের সময় সে কংগ্রেসের বেশীর ভাগ আদেশকে অমান্য করেছে; ইহা আইনীভাবে সম্ভব হয়েছে রিপাবলিকানরা তার পেছনে থাকায়; তবে, গণতন্ত্রের জন্য খারাপ উদাহরণের সৃষ্টি করেছে।
গতকাল থেকে সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্টের পরবর্তী পদক্ষেপ, পদচ্যুত করার শুনানী শুরু হয়েছে; ইতিমধ্যে, ট্রাম্পকে ইমপিচ করেছে হাউস অব রিপ্রেজেন্টটেভিভ (লোয়ার হাইস), ট্রাম্প ইমপিচ হয়ে গেছে; এখন সিনেট নির্ধারণ করবে, সে ক্ষমতায় থাকতে পারবে কিনা! ইমপিচমেন্ট'এর শুরুতে ডেমোক্রেটরা আশা করেছিলো যে, কিছু রিপাবলিকান তাদের পক্ষে যোগ দিবে; কিন্ত তা ঘটেনি। তারপরেও ইমপিচ করতে কোন অসুবিধা হয়নি; কারণ, হাউস অব রিপ্রেজেন্টটেভিভ'এ ডোমোক্রেটরা সংখ্যায় বেশী। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে হলে, কমপক্ষে ৭ জন রিপাবলিকান সিনেটরকে ফ্লোর ক্রস করে, ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে হবে; বাস্তবে তা দেখা যাচ্ছে না।
আগামী ৬ দিন পক্ষে বিপক্ষে বিতর্ক ও আলোচনা হবে; তারপর, সিনেটরেরা নিজেদের মতামত জানাবেন; এখন সিনেটরেরা আসলে কোর্টের জুরির ভুমিকা পালন করছে; যদি ৭ জন সিনেটর ডেমোক্রেটদের সাথে মিলে, ট্রাম্পের বিপক্ষে মতামত না দেয়, ট্রাম্প টিকে যাবে।
ট্রাম্পের নমিনেশন নিয়ে রিপাবলিকানরা উৎসাহী ছিলো না; কিন্তু প্রাইমারীতে তার জনপ্রিয়তার কারণে, তার নমিনেশনে রিপাবলিকানরা বাধা দিতে পারেনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও, অনেক রিপাবলিকান কংগ্রেসম্যান ও সিনেটর তার পক্ষে ছিলো না। মনে হচ্ছিল, সুযোগ এলে রিপাবলিকানরাও ট্রাম্পের বিপক্ষে চলে যাবে। কিন্তু আজ ৩ বছর পর, দেশের অর্থনীতি, অর্থনীতিতে ধনীদের প্রভাব, ট্রাম্পের কিছু সংস্কার বিপাবলিকানদের মাঝে এক ধণের অশুভ শক্ত ঐক্যের সৃষ্টি করেছে; এর পেছনে একটা কারণ হচ্ছে, ট্রাম্পের বিরোধীতা করে নিজের পদে পুর্ণ-নির্বাচনে টিকে থাকা কঠিন হতে পারে। রিপাবলিকান কংগ্রেসম্যান ও সিনেটরেরা আজো সাধারণ মানুষের রাজনীতিবিদ-বিরোধী মনোভাব ও চাপ অনুভব করছে।
ট্রাম্প টিকে যাবে, তাকে চিন্তিত মনে হচ্ছে না; সে রাজনীতিবিদ না হওয়ায় সে কংগ্রেসকে সন্মান করতে শিখেনি; কিন্তু বিশ্বের গণতন্ত্র আমেরিকার কংগ্রেসের দিকে তাকিয়ে থাকে; ট্রাম্প সেটার গুরুত্ব কিছুটা কমিয়ে দিয়েছে।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
রাস্তায় কম বের হবেন, বাংলাদেশে সবচেয়ে বেশী ট্রাম্প-বিরোধী মানুষ বাস করেন।
২| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১১
ব্লগ মাস্টার বলেছেন: খুব ভালো একটা বিষয় তুলে ধরেছেন ।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনি রাজনীতি নিয়ে কোন ইন্টারেষ্ট দেখাচ্ছেন না আজকাল, ব্লগারদের দেশ নিয়ে ভাবার দরকার আছে।
৩| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮
নুরহোসেন নুর বলেছেন: আর যাইহোক ট্রাম্পকে ১০ বছর থাকার সুযোগ দেওয়া,
উনি যে পাগল নন সেটা প্রমাণ করার সুযোগ দেওয়া।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার প্রেসিডেন্ট ২ টার্মে সর্বাধিক ৮ বছর থাকতে পারে; উহা সামনের বারও আসার সম্ভাবনা আছে।
৪| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৫
ব্লগ মাস্টার বলেছেন: দেশ গোল্লায় যাক ! সেটা দেখবে সরকার ।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
সরকার দেখছে, সরকার ব্যবসা করছে; গরীবের বাচ্ছাগুলো ভয়ংকর খারাপ জীবন করছে, এটা ভয়ংকর সমস্যা
৫| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৮
আখেনাটেন বলেছেন: ট্রাম্প হয়ত সামনের বারও আসবে। তবে চীনের প্রযুক্তিগত বিস্ময়কর উত্থান ও ক্রমাগত আফ্রিকা, মিডল-ইস্ট ও ল্যাটিন আমেরিকার দিকে মনোযোগে ট্রাম্পের পরের টার্ম সুখকর নাও হতে পারে। চীনারা ভয়ঙ্করভাবে এগুচ্ছে।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৭
চাঁদগাজী বলেছেন:
চীনের ব্যবসা এগুচ্ছে জীবাণুর মতো; ইহা আমেরিকার সমস্যা নয়, বিশ্বের সমস্যা। আমার ধারণা, আমেরিকা চীনকে অনুসরণ করছে, এবং চিন্তিত নয়। বিশ্বের অনেক দেশের মানুষ চীনের বিরোধীতা শুরু করবে; কারণ, বিশ্বের অসৎ সরকারগুলোর সাথে চীনের ব্যবসায়িক চুক্তি বেশী।
৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুলোয় যাক ট্রাম্প!!
মেয়র নির্বাচন করার
কঠিন দ্বায়িত্ব পালনের
চরম মূহুর্তে।
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকার সমস্যা ভয়ংকর কঠিন: ডেংগু ও চিকনগুনিয়া, ক্যন্সার, জলাবদ্ধতা, বাতাসে ধুলিকণা, খাদ্যে কেমিক্যাল, বাড়ীভাড়া বেশী, বুড়িগংগায় পায়খানা, নদী দখল, জ্যাম, বাংলাদেশে সকল জুয়াচোর ও সকল ক্ষমতাবানের বাস; এগুলো সমাধানের জন্য ঢাকায় ২০/৩০ জন মেয়রের দরকার।
৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্পের আচরন মানবতা ও বিশ্ব গণতন্ত্রর হুমকি
...............................................................................
তার ইমপিচমেন্ট হলে খুশী হবো ।
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
তাকে ইমপিচ করা হয়েছে; তবে, চাকুরী হারাবে না
৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৫৪
রোকসানা লেইস বলেছেন: ট্রাম্পের চমকপ্রদ ভোটপূর্ব প্রচার দেখে মনে করেছিলাম সে জিতবে। হয়েছেও তাই এবারও আসবে। মানুষ চমক পছন্দ করে। তার জঘন্য নারী বিদ্বেসী কথাবর্তা এবং মানুষকে সম্মান না দেয়াটা বাদে মনে হয়েছিল সে নতুন ভাবে আমেরিকার উন্নতি করবে। বিশেষ করে দেশের ভিতর, শিল্প কৃষি কাজের উন্নয়ন হবে। যা সিংহভাগ চীন দখল করে নিয়েছে।
এছাড়া ব্যবসায় যত আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহ নয় যুদ্ধে। আফগানিস্থান থেকে সৈন্য সরিয়ে নিল। কিন্তু বছরের শুরুতে ইরানের অর্ভন্তরে ঢুকল হত্যাকাণ্ড ঘটাল, প্রাণ গেল নিরিহ প্লেন যাত্রীর।
আমেরিকার উন্নয়ন না করে অবস্থান হাস্যকর তুলছে বিশ্বের কাছে এটা ঠিক বলেছেন কংগ্রেসের মূল্য কমেছে।
ইমপিচমেন্টে প্রমানিত কিন্তু তারপর সে টিকে থাকলে সবটাই অশ্বডিম্ব সময় এবং অর্থ নষ্ট।
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ২:২৭
চাঁদগাজী বলেছেন:
সে পদে থাকে যাবে। ইরানের ব্যাপারটা কম্প্লিকেইটেড; ইরান আশপাশের দেশগুলোকে ক্রমেই এনার্খীর মাঝে নিয়ে গেছে, এগুলোর সরকার অকেজো হয়ে গেছে। ইরানের অর্ধেক মানুষ জন্ম থেকে সন্ত্রাসী।
৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
রাস্তায় কম বের হবেন, বাংলাদেশে সবচেয়ে বেশী ট্রাম্প-বিরোধী মানুষ বাস করেন।
হায় হায়---------
আমি তো প্রায় সারাদিন রাস্তায় রাস্তায়ই থাকি।
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
কেহ তা'হলে আপনার দিকে তাকানোর সময় পাচ্ছে না।
১০| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৬
খাঁজা বাবা বলেছেন: আপনি কি ট্রাম্প এর পকখে না বিপকখে ?
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
আমি ট্রাম্পের অন্যায়ের বিপক্ষে; কিন্তু সব কিছু মিলে ট্রাম্পের পক্ষে
১১| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতকাল পড়তে পারিনি ব্লগে সমস্যা ছিল হয়তো।
যাক, উনি শুধু আল্লাহু আকবার ভয় পান।
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
উনি মুসলমানদের ভয় পান, মুসলমানদের সম্পর্কে উনার ধারণা, মুসলমানেরা কম কাজ করে, অন্যের কাছে হাত পাতে
১২| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মানুষ মুসলমানকে ভয় পায় শুনলে সত্যি কষ্ট হয়। কতটা অভিশ্তত হলে মানুষ ভয়ঙ্কর হয় আমি জানি না। যাক, আপনি কেমন আছেন?
২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমি ভালো আছি। মুসলমানেরা আধুনি বিশ্ব থেকে এত পেছনে যে, বাকীরা জানে না, এসব দেশে আসলে কি হচ্ছে!
১৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯
জুন বলেছেন: আরো অনেক মুসলিম দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারী করবে তার মধ্যে মায়ানমার আছে। মায়ানমার কি মুসলিম দেশ!!
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনার কমেন্ট কি ঠিক পোষ্টে এসেছে?
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: আমার সাথে আমি ট্রাম্পের চেহারার মিল পাই। আমার আর একটু বয়স বাড়লে আমি দেখতে ট্রাম্প এর মতোই হবো।
ট্রাম্প আর যা-ই করুক অন্তত পৃথিবীতে সন্ত্রাস বাড়তে দিবেনা এটা নিশ্চিত থাকুন।