নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শীতের সন্ধ্যায় সুপার মার্কেটে কিছুক্ষণ

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১



বেশী শীত পড়ছে, সারাদিন ঘরে, বের হওয়ার দরকার, সুপার মার্কেটে গেলাম; লোকজন কম, ভালো। শপিংকার্ট নিতে গেলাম, এক চাইনীজ মেয়ে কার্টগুলোকে সাজিয়ে রাখছে, আমি ধন্যবাদ দিয়ে, একটা কার্ট নিয়ে জিজ্ঞাসা করলাম,
-তুমি কেমন আছ?
-ধন্যবাদ, ভালো আছি!
-ঠিক আছে, তুমি ভালো থাকলে, আমিও ভালো থাকবো! হাঁচি-কাশি দিচ্ছ নাতো?
-ঠিক বুঝলাম না।
-তুমি শোননি চীনে করোনা ভাইরাসে ৬০০ জন মারা গেছে।
-আমি তো চীন থেকে আসিনি।
-তাতে কি, তুমি তো চীনা ভাষায় কথা বল!
সে হেসে ফেললো, বললো,
-এটা আমার জন্য সেরা জোক!

সুপার মার্কেটের ভেতরে অনেকক্ষণ হাঁটলাম; বেকারীর সামনে চীজকেক কেটে রেখেছে কাষ্টমাররা টেষ্ট করার জন্য; ২ টুকরা খেলাম, খুবই ভালো টেষ্ট। মাছ দেখলাম, বেশী দামি। সামান্য পানি টানি কিনে একটা এক্সপ্রেস ক্যাশে গেলাম, ক্যাশিয়ার দুরে দাঁড়ায়ে আছে; আশেপাশের এলাকায় ভয়ংকর দুর্গদ্ধ। মেয়ে এসে ক্যাশে দাঁড়ালো; আমি বললাম,
-তোমরা কি পারফিউম ব্যবসা শুরু করেছ?
-তোমার পেছেন দেখ! মেয়েটা বললো।

পেছন ফিরে দেখি এক হোমলেস আইলের পাশে একটা খালি প্লাষ্টিক কেইজের উপর বসে গা চুলকাচ্ছে, ভয়ংকর ময়লা, সাথে ট্রলিতে তার সংসারের জিনিষপত্র। আমি মেয়াটাকে বললাম,
-ওকে সরে বসতে বলো, তুমি নিশ্বাস নিচ্ছ কিভাবে?
-কিছু বলা নিষেধ।
-তুমি চাও, আমি ওকে দোকানের অন্য দিকে যেতে বলি?
-প্লীজ, যদি পার; তবে বিপদে পড়িও না।

আমি পয়সা দিয়ে আবার মুল দোকানে ঢুকলাম, হোমলেসের সামনে এসে বললাম,
-কি ব্যাপার শীত লাগছে?
-বলিও না, আমি বাইরে জমে যাচ্ছিলাম।
-তুমি চীজকেক পছন্দ কর?
-কি যাে বলো, ক্ষুধায় আমার পেট টনটন করছে; তুমি কিনে দিবে?
-বেকারীর সামনে বড় কেক কেটে রেখেছে, তুমি যাও; ওখানে বসার যায়গাও আছে। চাইলে সোডা, পানিও দিতে পারে।

সে আমাকে ধন্যবাদ দি্যে, তার ট্রলি ট্রুলি নিয়ে ওদিকে রওয়ানা হলো। মেয়েটা ক্যাশ থেকে দুরে দাঁড়িয়ে দেখছিলো, সে আমাকে জিজ্ঞাসা করলো,
-তুমি ওকে কি বলেছ?
-আমি বলেছি যে, বেকারীর সামনে চীজকেক দিয়েছে টেষ্ট করার জন্য।
-তাই? আসলে, চীজকেক দিয়েছে?
-আমি ২ টুকরা খেয়েছি।

মেয়েটি ধন্যবাদ দিলো,
-তুমি আমার প্রান বাঁচিয়েছে, সে এলাকা গরম করে দিয়েছিলো।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছোটবেলায় শুনে ছিলাম আমেরিকায় কোন ভিক্ষুক নেই। যারা ভিক্ষা করে তারাও নাকি নিজের গাড়িতে চড়ে ভিক্ষা করে।
ক্ষুধার্ত মানুষ নেই , যে কিনা অন্যের সাহায্যের উপর নির্ভর করে।

আপনার পোস্ট ভালো লাগলো। এই শীতে উষ্ণতা খুব দরকার।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার ১৩% মানুষ দরিদ্র সীমার নীচে; এদের ৪ জনের পরিবারে বার্সিক আয় ২৬ হাজার ডলারের নীচে।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: ভালো।
আপনি রসিক মানুষ।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


আমি মানুষের সাথে আলাপ করতে ভালোবাসি

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপানি অনেক ভালো অনুবাদকও।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমি আজো কোন কিছু অনুবাদ করিনি (সাহিতয় মাহিত্য)।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

জাহিদ হাসান বলেছেন: :D

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি মানুষের সাথে আলাপ জমাতে পারেন?

৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ওর সাথে ইংলিশে কথা বলেছিলেন পরে তা বাংলায় অনুবাদ করেছেন আমি তা বুঝাতে চেয়েছিলাম। আমি আসলে কোনকিছুই বুঝিয়ে লিখতে বা বলতে পারি না :(

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনাকে বর্তমানের চলিত সহজ বাংলায় লিখতে হবে, এটাই এখন জনপ্রিয়।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি পোস্ট।

২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


প্রতিদিন কতকিছুই ঘটে! তার খুব ছোট একটা অংশ মানুষ মনে রাখেন

৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তা আমি বুঝতে পেরে লেখালেখি বাদ দিয়ে উভারিং শুরু করেছি অন্তত দৈনিক শো থেকে দেড়শো পাউণ্ড রুজি হয়। আপনার উপদেশ আমি মানি। সঞ্চয় করার চেষ্টাও করছি। লেখালেখি আমাকে দিয়ে হবে না। ছাওয়াল কালে প্রেমের গল্প লিখে লেখালেখি শুরু কলেছিলাম, এখন বুড়া হয়েছি। প্রেমের গল্প এখন আর তেমন পাঠকে পড়ে না।

২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



লন্ডনের বাংগালীদের জীবন নিয়ে চলতি বাংলায় লিখেন, চলবে।
কাজ করেন, সন্চয় করেন, ভালো থাকেন।

৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তাই করব।

লণ্ডনে যা হচ্ছে তা লিখে রাখার মত নয়। আদিম এবং আধুনিকে ভর্তা হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



লন্ডনে স্হানীয়, পুরো ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মানুষ একত্রে থাকছে; এটা বিশাল সাংস্কৃতিক সংমিশ্রণ; লন্ডন অনেক সংস্কৃতির ধারক।

৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬

ching বলেছেন: ওখানকার ছেলেরা মেয়েদের কীভাবে প্রেম নিবেদন করে?

২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


এখানকার সমাজে ছেলেমেয়েরা সহজ, স্বাভাবিকভাবে গড়ে উঠে; প্রেম-ভালোবাসা, মনে হয়, সারা বিশ্বের একই রকম, একই নিয়মেই ঘটে।

১০| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখান একট সংলাপ আছে, nything goes,

নতুন রোগ আরেকটা ধরা পড়েছে, Vigan, ব্যবসাও ভালো হচ্ছে।

২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


Vigan সম্পর্কে আমার কোন ধারণা নেই!

১১| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমি মানুষের সাথে আলাপ করতে ভালোবাসি

আমার নিজেরও এই অভ্যাসটা আছে। আমি সব শ্রেনি মানূষের কথা মন দিয়ে শুনি। তাদের বুঝতে চেষ্টা করি।

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভালো, আপনি এলাকায় রাজনীতি শুরু করেন।

১২| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৪

নিভৃতা বলেছেন: দারুণ লিখেছেন। ভালো লাগলো খুব।

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



তাই? ভালো হলো।

আপনার নিকটি কেমন সুন্দর সুনায়, কোন বিশেষ অর্থ আছে?

১৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৬

নিভৃতা বলেছেন: ভীষণ।

আর এই নিকটা আমার মন খারাপ করে দেয়। বানানটাই যে ভুল হয়ে গেছে কোন ভাবে। ঠিকও করতে পারছি না। ওটা নিভৃতা হবে।

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



আমি সেটাই ভাবছিলাম। যাক, নিক নিকই, অর্থ না থাকলেও চলে।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ভালো, আপনি এলাকায় রাজনীতি শুরু করেন।

আমার এলাকার মানুষজন সব দুষ্ট। বিরাট বদ। এদের কাছ থেকে দূরে থাকি।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



ঢাকা শহরের মানুষ, বিশ্বের সেরা মানুষ। সুধা সদন এলাকায় কিছু সামাজিক কাজকর্ম করেন।
পুরো বাংলাদেশের মানুষ আপনার এলাকার মতো

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বদের হাড্ডি একটা!
খালি মেয়েদের পিছে
ঘুর ঘুর করে। এই
বয়সেও রস কমেনা।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা মেয়েরাই চালায়, সেজন্য এখানকার সার্ভিস বিশ্বের মাঝে অন্যতম

১৬| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চীনা মেয়েটার জন্য ভালই সমাধান করে দিলেন। চীনারা দুর্গন্ধ সহ্য করতে পারে না...

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার প্রশাসনেও যে অনেক বেকুব আছে, সেটার প্রমাণ "হোমলেস"

১৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: কথার মারপ্যাঁচ আপনি খুব ভালো জানেন ! পড়ে বেশ মজা পেয়েছি। :)

২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


আমি মানুষের সাথে আলাপ করতে ভালোবাসি

১৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৮

মিরোরডডল বলেছেন: আপনার উপস্থিত বুদ্ধি প্রশংসনীয়

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১১

চাঁদগাজী বলেছেন:



আমি অবস্হা বুঝে সাধরণত সব সময় কিছু একটা করার চেষ্টা করি; অনেক সময় কাজ হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.