নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অন্যদের নিষ্ঠুরতাই যখন জীবনের সাথী

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১



তৃতীয় শ্রেণীর ফাইনাল দিয়েছি; এখন কাজ হলো, খামারে গরুছাগল দেখা আর বিকেলে ফুটবল খেলা। সাপ্তাহিক বাজারের দিন ছিলো, খেলায় ছেলেপেলে কম, বেলা ডোবার আগেই খেলা শেষ করে, গরুগুলোকে ঘরে নিচ্ছি; মেঠো পথ ধরে একটি কমবয়সী মহিলা আমাদের উ্ত্তর গ্রামের দিকে যাচ্ছেন, হাতে একটি পুটলী; আগে কখনো দেখনি, মোটামুটি ভালো কাপড়, পায়ে স্পন্জের স্যান্ডেল, হাতে ছাতা। আমি গরুগুলোকে ঘাস টাস দিয়ে, পানি টানি খাওয়ায়ে, ছাগলগুলোকে ঘরে নেয়ার সময় দেখি একটি মা-ছাগল তখনো মাঠে; উহাকে আনতে গিয়ে দেখি, মহিলা একই পথে ফিরে যাচ্ছেন; আমার পাশ দিয়ে যাবার সময়, আমাকে বললেন,

-শোন, তুমি কোন বাড়ীর ছেলে?
আমাদের বাড়ীটা এখান থেকে দেখা যায়, আমি হাতের ইশারায় দেখালাম; মনে হলো, উনি চিনেন। এরপর, উনি আমাকে বললেন,
-তুমি নাসের উল্লাহদের বাড়ী চেনো?
-হ্যাঁ, উনাদের বাড়ীটি চিনি, পাশেই আমাদের স্কুল।
-তুমি একটা কাজ করতে পার? নাসের উল্লাহ আমার বাবা, আমি শহরে (চট্টগ্রাম শহর) থাকি, মাকে দেখতে এসেছিলাম; বাড়ির কাছে গিয়ে দেখি, বাবা বাড়ির সামনে বসে আছেন; উনার সাথে আমার সম্পর্ক ভালো নয়, আমি বাড়ী যাইনি; শহরে ফিরে যাচ্ছি; তুমি এই পুটলিটা আমার মাকে দিও।
-এখন সন্ধ্যা, আপনি কি বাস পাবেন? আমাদের বাড়ীতে থেকে যান।
-না, এই এলাকায় আমার থাকা নিষিদ্ধ; আমি বাস পাবো। বাড়ীতে বাবা থাকলে তুমি যেওনা।

উনি পুটলিটা খুলে ৩/৪ টা লজেন্স আমার হাতে দিলেন; পুটলিতে একখানা শাড়ী, একজোড়া স্যান্ডেল ও একটা কাগজের প্যাকেটে কিছু লজেন্স। পুটলিটা আমার হাতে দিয়ে উনি ট্রাংক রোডের দিকে চলে গেলেন। রাতে খাবার সময় ঘটনাটা আমি মাকে বললাম। মা বললেন, মেয়েটা আরো ২ গ্রাম দুরের এক বেবীট্যাক্সী ড্রাইবারের সাথে চলে গিয়েছিলো; ছেলেটা শহরে বেবীট্যাক্সী চালায়; কিন্তু শেষে মেয়েটাকে বিয়ে করেনি। গ্রামের লোকজন রটায়েছে, মেয়েটা দেহপসারিনী। আমি পরদিন ২ বার চেষ্টা করে, পুটলিটা মহিলার মায়ের কাছে পৌঁছায়ে দিলাম; মহিলার মা পুটলিটা হাতে নিয়ে কাঁদলেন; পুটলি খুলে, ভেতরে লজেন্স দেখে আমাকে দিতে যাচ্ছিলেন, আমি বললাম যে, উনার মেয়ে আমাকে দিয়েছেন; উনি ১ গ্লাস সরবত বানায়ে আমাকে দিলেন।

এরপর, বছর কেটে গেছে; সামনে চতুর্থ শ্রাণীর পরীক্ষা; স্কুলে ফুটবল খেলে দেরীতে বাড়ী ফিরছি; দুর থেকে দেখছি নাসের উল্লাদের বাড়ীর সামনে কয়েকজন লোক চীৎকার দিয়ে কথা বলছে, কয়েকজনের হাতে লাঠিসোঠা। বাড়ীর সামনে আসার পর দেখি; সেই গ্রামের কয়েকজন লোক একজন মহিলাকে টানাহেঁচড়া করে বাড়ী থেকে বের করছে। আমি কাছে গিয়ে দেখি, গত বছর আমার দেখা সেই মহিলা, নেসার উল্লাহ'এর মেয়ে; নেসার উল্লাহ'র বউ কাঁদছে। তাদের পাশের বাড়ীর এক লোক, হাতে লাঠি, সে মেয়েকে লাঠি দেখায়ে বলছে,

-তুই এখন গ্রাম চড়ে যা, না হয়, তোর পিঠের চামড়া থাকবে না।

আমি লোকটাকে লক্ষ্য করে চীৎকার করে বললাম,
-আপনি কি পেয়েছেন, গ্রাম কি আপনার? আপনি এখান থেকে যান, না হয় ভয়ংকর কিছু ঘটবে।

লোকটা মহিলাকে ফেলে আমার দিকে তেড়ে আসছিলো, আমি বইগুলো ছুঁড়ে ফেলে, তৈরি হলাম; বাকী লোকজন লোকটাকে থামালো। আমি মহিলাটির পেছনে পেছনে এলাম। মহিলা কিছুটা স্বাভাবিক হয়ে আমাকে বললো,

-এসবের ভেতর আসা তোমার ঠিক হয়নি।
-এক'শ বার ঠিক হয়েছে, আমি বললাম।

মহিলা মেঠো পথ ধরে বাসের রাস্তার দিকে যাচ্ছেন; আমি খামার বাড়ী অবধি আসলাম উনার সাথে। আমি বললাম,
-আগামীতে আপনি আপনার মায়ের সাথে দেখা করতে আসলে, আমাদের খামারে আসবেন, আমি আপনার মাকে এখানে নিয়ে আসবো।

উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, ট্রাংক রোডের দিকে চলে গেলেন।

মন্তব্য ৬৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৪

খেয়া ঘাট বলেছেন: হৃদয়স্পর্শী গল্প।
আপনি ছোট গল্প লিখলে খুবই ভালো করতেন। ভালো গল্পকারের খুবই আকাল এখন আমাদের দেশে।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


দেশে রাজনীতিবিদ নেই, সাহিত্যিক কম, বিজ্ঞানী নেই, গরীব জাতি

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: এত এত বছর আগের কথা মনে থাকে কি করে?
আমার তো ৩য় শ্রেনীর কথা কিছুই মনে নাও।
অবশ্য কারো কারো সৃতিশক্তি ভালো।

ছোটবেলা থেকেই আপনি সাহসী আর হৃদয়বান ছিলেন। গ্রেট।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


আপনি শহরের বাচ্চা ছিলেন, আগেরদিনে গ্রামের ছেলেমেয়েরা বয়স বেশী হলে স্কুলে যেতো।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আমি কখনো গরু ছাগল চড়াই নাই।
আসলে গ্রামেও ৫/৭ দিনের বেশি থাকি নাই।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


গরুছাগল না চরায়ে থাকলে এখন সেটা করার সময় হয়েছে; আপনি ব্যবসা করতে চান, গরুছাগলের ফার্মের কথা ভেবে দেখতে পারেন।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৯

ভুয়া মফিজ বলেছেন: মা বললেন, মেয়েটা আরো ২ গ্রাম দুরের এক বেবীট্যাক্সী ড্রাইবারের সাথে চলে গিয়েছিলো; ছেলেটা শহরে বেবীট্যাক্সী চালায়; কিন্তু শেষে মেয়েটাকে বিয়ে করেনি। গ্রামের লোকজন রটায়েছে, মেয়েটা দেহপসারিনী। আজ থেকে ৫০/৬০ বছর আগের গ্রামের প্রেক্ষাপটে কোন মা তার ৩য় শ্রেণীতে পড়ুয়া ছেলেকে এমন কথা বলতে পারেন?

আপনি কি পেয়েছেন, গ্রাম আপনার? আপনি এখান থেকে যান, না হয় ভয়ংকর কিছু ঘটবে। এই ঘটনাটাও একজন ৪র্থ শ্রেণী পড়ুয়া ছাত্রের জন্য প্রায় বেসম্ভব একটা ব্যাপার!!!!

আমার ধারনা, আপনার সেটা ছিল এইট/নাইনে পড়ার বয়স। প্রশ্নফাস জেনারেশানের সবচাইতে সিনিয়র সদস্য হিসাবে আপনার চার/পাচ বার ফেল করা অস্বাভাবিক কিছু না। সুতরাং, ৩য়/৪র্থ শ্রেণীতে পড়লেও গায়ে-গতরে আপনি ছিলেন এইট/নাইনের সমান!! :P

ব্যাখ্যাটা কি আপনার মনপুতঃ হয়েছে? হলে যে কোনও ভাবে আওয়াজ দিয়েন। আর না হলে কিছু বলার দরকার নাই। =p~

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:




আমার মা আমার সাথে সবকিছু নিয়ে কথা বলতেন।

তখনকার দিনে, আমরা বেশী বয়সে স্কুলে গেছি।
আপনার আর আমার মাঝে ব্লগিং'এ কোন মিল আছে? নিশ্চয় স্কুলের জীবনেও মিল ছিলো না।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৯

ভুয়া মফিজ বলেছেন: যাক, আওয়াজ যেহেতু দিয়েছেন, বোঝা যাচ্ছে.....ব্যাখ্যাটা আপনার মনপুতঃ হয়েছে। ;)

ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


অসুবিধা নেই

৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: বেশ হৃদয় বিদারক ঘটনা । গল্প ভালো হয়েছে চাচাজান ।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


আংকেল, আপনার হৃদয় আছে, এটা ভালো কথা

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১৬

নিভৃতা বলেছেন: লিখার হাত দারুণ আপনার। গল্প লিখেন? পড়তে চাই।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি আজো গল্প লিখিনি কোনদিন; নিজের অভিজ্ঞতা নিয়ে এটা সেটা লিখেছি।
আমার ব্লগ এলাকায় "পেঁচা"র ছবি সম্বলিত পোষ্টগুলো আমার আমার নিজের জীবনের কাহিনী।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্যায় সকলে সহ্য করতে পারে না। আপনি তাদের একজন।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


আমি সম্ভবমতো প্রতিবাদ করার চেষ্টা করেছি সব সময়।

৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কথোপকথনগুলো স্থানিয় ভাষায় (খাস নোয়াখাইল্লা ভাষায়) দিলে বেশী প্রাণবন্ত হতো।

যেমন - -তুই এখন গ্রাম ছেড়ে যা, না হয়, তোর পিঠের চামড়া থাকবে না।

তুঁই এহনি গেরাম ছারি চলি জা .. নায়ত হিডি হিডের খাল উডাই হালামু ..

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১২

চাঁদগাজী বলেছেন:




সম্ভব; ব্লগারদের জন্য পোষ্ট, তাই বাংলাতেই লিখলাম

১০| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ঔ মহিলা এখন কোথায় আছে জানেন নাকি ?পরবর্তীতে আর কোন দিন দেখা্ টেখা হয়েছিল ?

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


আর দেখা হয়নি; মহিলার মা মারা গিয়েছিলেন বেশ কম বয়সেই; বাবা বিয়ে করেছিলেন আবার; ২ টি ছেলে হয়েছিল; ওদেরও পড়ালেখা হয়নি। শুনেছিলাম, মহিলাকে গ্রামে আসতে বারণ করেছিলো পিতা।

১১| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো আপনি সুন্দর গল্পও লিখতে পারেন। জানিনা এটা আপনার কোন বাস্তবতার সংগে মিল আছে কিনা? যদি থাকে তাহলে লেখাটি প্রানবন্ত হয়েছে বলেই আমি ধনে নেবো।





ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি সামুতে আজো কোন গল্প লিখিনি

১২| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনি শহরের বাচ্চা ছিলেন, আগেরদিনে গ্রামের ছেলেমেয়েরা বয়স বেশী হলে স্কুলে যেতো।

ছোটবেলায় ইংলীশ মিডীয়ামে পড়তাম। ভ্যান গাড়ি করে স্কুলে যেতাম, ফিরতাম। ফ্লাট বাড়ির মধ্যে স্কুল।

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


বাড়ী থেকে আমার প্রাইমারী স্কুলের দুর্তব ছিলো ২ মাইল। এখন ৫ বছর হলেই স্কুলে পাঠায়; ২ মাইল যেতে এগুলোর ২ ঘন্টা লাগবে।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

রানার ব্লগ বলেছেন: গ্রামের ছেলেরা সাহসি হয় এটাই স্বাভাবিক। সুন্দর উপস্থাপনা !!!

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের সময়কার সামান্য বার্তা পেলেন।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮

কাবিল বলেছেন: যুদ্ধকালীন আপনার কোন মজার ঘটনা থাকলে শেয়ার করতে পারেন। অথবা পোস্ট দিয়ে থালে লিংক দিতে পারেন। গল্পের চেয়ে বাস্তব ঘটনা আমাকে বেশি টানে।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযু্দ্ধ বিশাল ব্যাপার, বাংগালীদের গর্বের ও গল্পের ব্যাপার; দু:খের বিষয়, ইহা নিয়ে আমি কিছু লিখিনি, মাঝে মাঝে ইহার পক্ষে লিখেছি।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বানান টাইফো কমে এসেছে। একটা বানান ভুল পেলাম। ঘটনা সাজিয়ে গুছিয়ে আরও লিখলে গল্প হতে পারতো।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


হয়তো

১৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

পেঁচার ছবি সম্বলিত আপনার জীবনের গল্প পড়লাম। বেশ কিছুক্ষন চুপ ছিলাম।

পরিশেষে একটা কথা জানাতে ইচ্ছে করছে -- আমি ছোটবেলাতেও ভীতু ছিলাম এখনও তাই।

সাহসী হলে হয়তো এমন একটা গল্প আমারও থাকতো। :(

আপনার জীবনের গল্পে ++

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি নিজে সাহসী কিনা বলতে পারবো না; তবে, যখনই যা দরকার তা করার চেষ্টা করেছি, এখনো করি

১৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৬

ঢাবিয়ান বলেছেন: আপনার শৈশব দেখছি বেশ ড্রামাটিক B:-/

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


গ্রামের ছেলেরা এর মাঝেই বড় হয়ে থাকে

১৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

কামরুননাহার কলি বলেছেন: গল্পটা ভালোই হয়েছে।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


এটা গল্প নয়

১৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাকি আপনার জীবনচরিত
নাকি আষাড়ে গল্প।
গল্পকাররা খুবই মিথ্যাবাদী হয়।
অবলীলায় মিথ্যা বলে যায়।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


আমি এখনো গল্প লিখিনি; আমি গল্প লিখলে, আপনার ঘুম কমে যাবে।

২০| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

অনন্য দায়িত্বশীল বলেছেন: বুড়ো মানুষ তাই যাবর কাটছেন, তাই না?

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, সেটাই

২১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: বাস্তবতার খুবই কাছাকাছি ছিলেন। আমরা ভেবে নেই বাচ্চারা বুঝবে না কিছু, আসলে বাচ্চারাও বেশ ভালই বোঝে অনেক কিছু কিন্তু ওরা সে সময়ে ঠিক ভাবে প্রকাশ করে না ।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


যখনই আমার মনে হয়েছে, আমার করার কিছু আছে, আমি সেটা করার চেষ্টা করেছি।

২২| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

নিভৃতা বলেছেন: ভালো লিখেন আপনি। গল্প লিখতে শুরু করে দিন।

২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


দেখি, লেখার দরকার

২৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বরাবরের মতই স্মৃতিকথা ভাল হয়েছে...

২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


পড়তে বোরিং লেগেছে?

২৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

রুমী ইয়াসমীন বলেছেন: এমন নির্মম বাস্তব ঘটনা জীবনে অনেক দেখেছি মফস্বলের থাকার সুবাদে এবং এখনো দেখছি গ্রামে খুব কাছে থেকেই।

বরাবরই আপনার স্মৃতিচারণ পড়ে মুগ্ধ হয়েছি দাদু । একজন সাহসী মানুষের এমন জীবনগল্প পড়ে আমরাও মনে সাহস পাবো কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার। এমনভাবে আপনার সাহসী গল্পগুলো লিখে যান চাঁদদাদু। আমরা পড়তে চাই

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষকে সাহায্য করার মতো সাহাস রাখবেম, ইহা কাজ করে।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১

আলাপচারী প্রহর বলেছেন: দেখা যাচ্ছে আপনি বরাবরেই অন্যরকম।

আর

ঝুলিতে আরো গল্প আছে।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



বলার মতো অনেক কাহিনী থাকে মানুষের, সবার কিছু থাকে

২৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে আবার এলাম।
কে কি মন্তব্য করছে তা আমার জানার দরকার আছে।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



আমিও কমেন্টে চেক করতে ভালোবাসি

২৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

আসোয়াদ লোদি বলেছেন: বানানো গল্পের চেয়ে জীবনের গল্পগুলো অনেক সুন্দর। এর আবেদনও কম নয়।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


জীবনের গল্পই অমর

২৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি এখনো গল্প লিখিনি; আমি গল্প লিখলে, আপনার ঘুম কমে যাবে।
সমস্যা নাই, আমার ঘুম এমনিতেই কম। চেণ্টা করে দেখতে পারেন।
কার হেন সাধ্য যে সে রোধে তার গতি?
দানবনন্দিনী আমি, রক্ষঃকুলবধূ. রাবণ শ্বশুর মম,
মেঘনাদ স্বামী. আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



মেঘনাদের স্ত্রী, প্রমিলার উক্তি

২৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৮

এস সুলতানা বলেছেন: হৃদয়স্পর্শী গল্প

৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনার হৃদয় বুকের কোন পাশে?

৩০| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

রানা আমান বলেছেন: আপনার সব লেখাই আমি আগ্রহ নিয়ে পড়ি ( ব্লগে নিয়মিত নই , তা সত্বেও) , আপনার স্মৃতিচারণ গুলো ও সুপাঠ্য।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


সবার জীবনে হাজার ঘটনা ঘটে, যা আজীবন মনে থেকে যায়; আপনার স্মৃতি নিয়ে লিখুন।

৩১| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৪

এস সুলতানা বলেছেন: নিঃসন্ধেহে বা পাশে

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


ওকে ওকে, পাশ করেছেন

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

রানা আমান বলেছেন: লেখক বলেছেন:


সবার জীবনে হাজার ঘটনা ঘটে, যা আজীবন মনে থেকে যায়; আপনার স্মৃতি নিয়ে লিখুন।
আমি নিজে কিছু লিখতে গিয়ে সময় নষ্ট করার চাইতে অন্যদের লেখা পড়তে ভালোবাসি ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


না লিখলে, নিজকে পরীক্ষা করার সুযোগ পাবেন না।

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

মিরোরডডল বলেছেন: You did well. We can see your compassionate side through this kinda writing.
আপনার এরকম জীবনের লেখাগুলো একসাথে করে একটা বই চাই ।
কালেকশানে রাখব । সেটা কবে হবে ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



আগামী বছর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.