নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যত বাণী, প্রেডিকশান মার্কেট

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫



ঢাকার মেয়র ভোটে কোন ২ জনপ্রার্থী এবার জয়ী হবে? রোহিংগারা কি বাংলাদেশ থেকে বার্মায় ফিরে যেতে পারবে? আওয়ামী লীগের আগামী জাতীয় সন্মেলনে সভাপতি কে হবেন? ট্রাম্প কি আবারো নির্বাচিত হবে? ভারত কি আবারো পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল অপারেশন করবে? পাকিস্তানে ইমরাণের সময় কি সামরিক ক্যু' হবে? ইহুদী পরিবারে জন্ম নেয়া একটি ছেলে ১ ফেরাউনের মৃত্যুর কারণ হতে পারে? ইমাম মেহেদী নামে এক লোক মদীনায় জন্ম নিয়ে, আজকের বিশ্বের সব মুসলিমকে নেতৃত্ব দিবে? কত সালে বিশ্বের জনসংখ্যা ৯ বিলিয়ন (৯, ০০০, ০০০, ০০০) হবে? আপনার জীবিতকালে সুর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার সম্ভাবনা আছে?

উপরের প্রশ্ন গুলোর কোন উত্তর আপানার কাছে আছে? যদি থেকে থাকে, আপনি ভবিষ্যত বাণী করতে পারবেন; ফলাফল ভুল হলে, পরে মিলিয়ে দেখা যাবে, আপনার ভবিষ্যত বাণী কতটুকু সঠিক, বা কতটুকু বেঠিক। আপনি যদি ভবিষ্যত বাণী করতে না পারেন, আপনার পরিচিতদের মাঝে কেহ একজন পারবেন বলে আপনার মনে হয়?

ঢাকার ৪ মেয়র প্রার্থীর মাঝে কোন ২ জন নির্বাচিত হবে, আপনি বলতে পারবেন বলে আমার মনে হয়; আপনি শিক্ষিত মানুষ, একজন ব্লগার। আমার ধারণা, ঢাকার অনেক অশিক্ষিত মানুষও বলতে পারবেন, এবং তাঁদের ভবিষ্যত বাণী আপনার সাথে মিলে যাবার সম্ভাবনা প্রচুর। কারণ, আমাদের দেশের সাম্প্রতিক কিছু ভোটের প্যাটার্ণ থেকে ইহা অনেকটুকু পরিস্কার; ফলে, খুব সামান্য ধারণার মানুষও এই ব্যাপারে অনেকটা নির্ভুল ভবিষ্যত বানী করতে পারবেন; কিন্তু ২১২০ সালের ঢাকা মেয়র নির্বাচন সম্পর্কে জিজ্ঞাসা করলে, ব্লগার শের শায়েরীর অবস্হা কি হবে?

কত সালে বিশ্বের জনসংখ্যা ৯ বিলিয়ন হবে? আপনি একটু চেষ্টা করলে বলতে পারবেন, আপনার অন্যান্য সাধারণ জ্ঞানের সাথে সামান্য পাটী গণিত থাকলেই হবে; এজন্য ফর্মুলাও আছে। একবারেই বিনা ফর্মুলায়ও বের করা সম্ভব, তখন অনেক হিসেবে করতে হবে: বিশ্বের রাষ্ট্রের সংখ্যা জানতে হবে, তাদের বর্তমান জনসংখ্যা জানতে হবে, জনসংখ্যার প্রবৃদ্ধির হার জানতে হবে, দুনিয়ার ঝামেলা; যদিও আপনি কাছাকাছি যেতে পারবেন, একজন অশিক্ষিত মানুষের পক্ষে তখন আর সম্ভব হবে না; অশিক্ষিত মানুষদের জন্য একটা লাল দাগ আছে, উনারা এখানে এলে থেমে যাবেন। ৯ বিলিয়নে আসলে কত কোটী, এই প্রশ্ন করলে,ব্লগার নুরু সাহেবের মাথাও ঘুরতে থাকবে ১ মিনিট!

২০০৯ সালে, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী কি জানতেন, উনার স্বামীর ফাঁসি হবে আগামীতে? অবশ্যই উনি জানতেন না; উনি জানলে, স্বামীকে নিয়ে জেদ্দা, করাচী কিংবা লন্ডন চলে যেতেন। আসলে, আপনিও জানতেন না, আমিও জানতাম না। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী যদি না জানতে পারেন যে, উনার স্বামীর ফাঁসী হবে, ৩৫০০ বছর আগে, ফেরাউনের রাজত্বে কোন মানুষ কিভাবে জানতে পারবে যে, ইহুদী পরিবারের ১ ছেলে পরবর্তী ফেরাউনের মৃত্যুর কারণ হবে? এগুলো কি সত্য কাহিনী, নাকি রূপকথা?

আগামী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, সেটার ভবিষ্যত বাণী করার জন্য আইওয়া ইউনিভার্সিটি একটা "ষ্টক মার্কেট" চালু করেছে, ইহা "প্রেডিকশান মার্কেট" নামক ভবিষ্যত বানী করার একটা থিওরীর উপর ভিত্তি করে চালু করা হয়েছে; উহা সঠিভাবে কাজ করে। পরে একদিন ইহা নিয়ে লিখবো, কিংবা আপনারা উইকি থেকে পড়ে নিয়েন।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার "প্রেডিকশান " বলে দুই সিটি নির্বাচনে
আতিক আর তাপস জিতবে
এবার মিলিয়ে নিন ।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণাও তাই; ঢাকা ও বাংলাদেশের বেশীরভাগ মানুষ সহজেই এই ভবিষ্যত বাণী করতে সমর্থ হবেন; কারণ, ইহা সঠিক নিয়ম না মেনে, একটা সহজ ব্যতিক্রমে পরিণত হয়েছে।

২| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৪

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন বদ্দা ??
আওয়ামী লীগ সরকারের আয়ু আর কতদিন এই বিষয়ে যদি প্রেডিকশন দিতেন??

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


সামনের বারও বর্তমান আওয়ামী লীগ আসবে; তারপরও আওয়ামী লীগ আসবে; তবে, সেটা বর্তমান আওয়ামী লীগ হবে না, বদলাবে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র প্রার্থী জিতবে তাতে কোন সন্দেহ নাই। অন্য বিষয়গুলোতে আমার কোন প্রেডিকশন নাই।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


এটাই সমস্যা; অন্যগুলো আপনার , আমার, সবার জন্য কঠিন; অথচ, আমরা ২০২০ সাল বাস করছি। তা'হলে, সাড়ে ৩০০০ হাজার বছর আগে, কিভাবে একজন বলতে পারে যে, এক ইহুদী বাচ্চার হাতে "আগামী ফেরাউন" নিহত হবে? এগুলো রূপকথা।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি পোস্ট। বিমোহিত হলাম।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


৩৫০০ বছর, ২০০০ বছর, ১০০০ বছর আগের মানুষ কোনভাবে আজকের মানুষ থেকে সঠিক ভবিষ্যত বাণী করার ক্ষমতা রাখতেন? এগুলো রূপকথা

আসলে, তখনকার মানুষের সৌরজগত সম্পর্কেও সঠিক ধারণা ছিলো না।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার মত একজন ভবিষ্যত বাণী গণক থাকতে আমরা বললে কেমন দেখা যায়না । তাই বলি কি ইয়ে মানে আপনিই বলে দিন । B-)

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভবিষ্যত বাণী করার জন্য যেই মেকানিজম ব্যব হার করা হয়, সেটা সম্পর্কে শীঘ্রই বলবো।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৮

আসোয়াদ লোদি বলেছেন: সর্বশেষ ঐশ্বরিক গ্রন্থ রচিত হয়েছে ১৪০০ বছর পূর্বে। ফারাউদের রাজত্বকাল ছিলে সাড়ে তিন হাজার বছর পূর্বে। ধর্মগ্রন্থ মুসা ও ফারাউদের সম্পর্কে যা বলেছে তাকে ভবিষ্যৎ বাণী বলা যায়না। ঘটে যাওয়া ইতিহাসের উপাদান নিয়ে নিজেদের মতো করে কাহিনী তৈরি করেছে মাত্র।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



আগের মানুষের করা কোন ভবিষ্যত বাণীই বর্তমান সভ্যতার জন্য প্রয়োজ্য নয়।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

আলাপচারী প্রহর বলেছেন: ভবিষ্যত বাণী করার মধ্যে কোনো বাহাদুরি নেই।

ঘটমান বর্তমানকে সঠিক ভাবে ব্যাখ্যা করতে জানা হোল আসল মুন্সিয়ানা।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ জলবায়ু পরিবর্তন সম্পর্কে সায়েন্টিফিক ভবিষ্যত বাণী করাতে অনেক দেশ এখন থেকে ব্যবস্হা নিচ্ছে, তারা উপকৃত হবে। ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯ বিলিয়ন; এদের জন্য কত পেঁয়াজ লাগবে, সেটার ব্যবস্হা করা কারো না কারো দায়িত্ব হবে।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাড়ে ৩০০০ হাজার বছর আগে, কিভাবে একজন বলতে পারে যে, এক ইহুদী বাচ্চার হাতে "আগামী ফেরাউন" নিহত হবে? এগুলো রূপকথা।

অবশ্যই রূপকথা। আমি এসব রূপকথায় বিশ্বাস করি না।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষিত মানুষদের সঠিক জ্ঞান থাকার দরকার, না হয়, আমরা এই অবস্হা থেকে বের হতে পারবো না

৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: ভবিষ্যৎ বানী করা ঠিক না।
ভবিষ্যতে কি হবে কেউ জানে না।
তবে ধারনা করা যেতে পারে।

সিটি করপোরেশন নির্বাচনে কি হবে সেটা আমি বলি-
তাপশ বিপুল ভোটে জয়ী হবে। আতিকুল হারবে। তাবিথ জিতবে।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকার বেলায় সেটাও ঘটতে পারে।

তবে, আজকের বিশ্বে সায়েন্টিফিক পদ্ধতিতে আপনি যদি ভবিষ্যতকে অনুমান করতে পারেন, আপনি অনেক সঠিক পদক্ষেপ নিতে পারবেন; যেমন, টোকিও বন্যায় ক্ষতিগ্রস্ত হবে আগামী ২০ বছরের ভেতর, এটা সঠিক ভবিষ্যত বাণী। ভুল ভবিষ্যত বাণী জাতিকে ভুল পথে নিয়ে যেতে পারে।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভবিষ্যতবানী করার জন্য জরুরী দুইটি বিয়ে অর্থাৎ দুই বিবির আবশ্যক ।
তাদের একজন যেটা বলবে অপরজন বলবে তার উল্টা্টি। ব্যাস হয়ে গেলো!
একজনের না এক জনের ভবিষ্যৎবানী অক্ষরে অক্ষরে মিলে যাবে। ১০০% গ্যারান্টি
যেমন ধরুন এক বিবি সকালে বলবে আজ বৃষ্টি হবে, অপর জন তার উল্টোটি অর্থাৎ
বৃষ্টি হবেনা। ব্যাস হয়ে গেলো। একটা না একটা মিলবেই কি বলেন পন্ডিত !!

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


কেয়ামতের দিন সুর্য নাকি মাথা থেকে ১ মাইলের ভেতর এসে যাবে; এবং মাথার মগজ গলতে থাকবে?

১১| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৯বিলিয়নে কত কোটি তা আপনি জানলে নিজেই বলে দিতেন উত্তরটা।
যাহোক আপনি জানেন না বলেই এমন প্যাচগি লাগালেন। ওতে আপনি এবং
যারা মিলিয়ন, বিলিয়ন হিসাব বুঝেননা তারা দেখে নিতে পারেন ।
১০ লাখে ১ মিলিয়ন
১০০ লাখে এক কোটি = ১০
মিলিয়নে ১ কোটি
১০০ কোটিতে ১ বিলিয়ন = ১০০০
মিলিয়নে ১ বিলিয়ন
অর্থাৎ ১০ লাখে ১ মিলিয়ন
আর ১০০০ মিলিয়নে = ১ বিলিয়ন
লাখ বা কোটি নামের এককগুলা শুধু
দক্ষিণ এশিয়াতেই ব্যবহার হয় । এই
এককগুলো সাধারণত ১০০ গুন
করে বাড়ে, মানে হাজার এর ১০০
গুনে লাখ, লাখের ১০০ গুনে কোটি,
কোটির ১০০ গুনে বিলিয়ন ।
অন্যদিকে পশ্চিমে চলে ১০০০ গুন
করে বাড়া একক ।
হাজারের ১০০০ গুনে মিলিয়ন
মিলিয়নের ১০০০ গুনে বিলিয়ন
বিলিয়নের ১০০০ গুনে ট্রিলিয়ন
=<
আপনি কি জানেন ১ বিলিয়ন= কত, মানে কত মিলিয়নে এক বিলিয়ন হয়? ১০ লক্ষ= ১ মিলিয়ন, আর ১০০ কোটি=১ বিলিয়ন, মানে দশ হাজার মিলিয়নে ১ বিলিয়ন আর এক হাজার বিলিয়নে, ১ ট্রিলিয়ন,

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি ভুলে কি বোলতার বাসায় ঢিল ছুঁড়লাম?

১২| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ২:৫০

সি পি জি বলেছেন: আপনি কি নাস্তিক?

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


না।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতটুকু বলতে পারব না, দেশের মানুষ না খেয়ে মরলেও কিচ্ছু বলবে না।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বে যেসব দেশের মানুষ ব্রাজিল, মালয়েশিয়া, বা থাইল্যান্ডের থেকে খারাপ আছে, সেব দেশ চালাচ্ছে ইডিয়ট ডাকাতরা

১৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সবই ভবিষ্যৎবাণী করা সম্ভব, একটু দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে | আপনার দূরদৃষ্টির অভাব দেখা যাচ্ছে, সম্ভবত আপনার চোখের চিকিৎসাটা ঠিকমতো হচ্ছে না | :P

- মেয়র ভোটে জয়ী হবে টিশার্টের বার কোড মুছে ফেলায় ওস্তাদ আতিক ভাই আর বিডিআর বিদ্রোহ দমনের নেগোশিয়েশনে ব্যর্থ তাপস ভাই |
- আওয়ামী লীগের আগামী জাতীয় সম্বেলনে সভাপতি কেউ হবেন না, সভানেত্রী হবেন একজন |
- ভারত পাকিস্তানে সার্জিকাল অপারেশন না করে কেমোথেরাপি দিবে |
- পাকিস্তানে সামরিক ক্যুয়ের পর ইমরানকে ডিম্ থেরাপি দিবে |
- ইমাম মাহ্দী ইতোমধ্যে সৌদিতে জন্ম নিয়ে বৈপ্লবিক কর্মকান্ড করে বেড়াচ্ছে | ইতোমধ্যে সে জামাল খাসোগি নামক এক নাফরমানকে জবাই করার পিছনে আছে বলে বিশ্ব মিডিয়ার বিশ্বাস |
আমার জীবিত কালে না হলেও, পরিবেশ দূষণের কারণে আমার পরবর্তী প্রজন্ম এই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে আস্তানা গাড়তে হবে | ওই গ্রহে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে |

আপনার ব্যক্তিগত কোনো বিষয়ে ভবিষ্যৎবাণী প্রয়োজন হলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন | ৫০% ডিসকাউন্ট |

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


জামাল খাসেগী হত্যায় ৬ জনকে মৃত্যুদন্দ দেয়া হয়েছে; এখন ৬ জন যোগাড় করতে হচ্ছে। আপনি সব সমস্যার সমাধান করে দিয়েছেন।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭

খোলা মনের কথা বলেছেন: ১। সিটি করপোরেশন নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল ও নিয়ন্ত্রণে রাখতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।
২। ইভিএমের মাধ্যেমে সুষ্ঠ ভোট হওয়ার আশাবাদ করেছেন ইসি তালুকদার সাহেব।

এই দুই ফর্মুলায় ভবিষ্যৎ বানী কিছু বুঝতে পারছিনা, আপনি কিছু বুঝতে পারছেন??

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমি ভাবছি, ঢাকার মানুষজন আওয়ামী লীগের সরকারের সময়, কি কারণে বিএনপি'র মেয়র বানাবেন? যদি বিএনপি'র প্রাথীরা আসলে 'গুণী ব্যক্তি' হয়ে থাকতেন, তখ কথা ছিলো; বিএনপি মেয়র খোকার ছেলে ও মিন্টুর ছেলেকে কি জন্য প্রার্থী করেছে? সেখান থেকে বুঝা যায়, বিএনপি'র সম্ভাবনা নেই

১৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৭

রানার ব্লগ বলেছেন: আপনার উপদেশ মোতাবেক বাসায় পিঁয়াজ ছাড়া রান্না শুরু করেছিলাম সর্বচ্চ ১ বেলা খাওয়ার পর বাসার বাকি সদস্যরা আমাকে বয়কট ও নিগৃহীত করে দিয়েছে।

সুর্য পশ্চিম দিক থেক উঠবে কি না জানি না। কিন্তু বিজ্ঞ্যানের ভাষায় যতটুকু জানি পৃথিবি প্রতি ১০০ বছরে তার অক্ষপট থেকে কয়েক মিলিমিটার সরে যাচ্ছে, হয়ত একদিন এমন আসবে পৃথিবি তার বর্তমান অবস্থানে থাকবে না। আর অক্ষরিক অর্থে সুর্য পশ্চিম দিক থেকে উঠতে হলে সমস্ত সৌর জগত কে তার দিক পরিবর্তন করতে হবে। আর শুধু মাত্র সৌর জগত না পুর মহাবিশ্বের সিস্টেম পরিবর্তিত হতে হবে এক নিমিষে। যা বিজ্ঞানের কোন সূত্রের সাথে যায় না।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


আমি মাংস রান্না করেছি এভাবে:

১) রসুন ২) আদা ৩) চিমটি হলুদ, ৪) কাঁচা মরিচ ৫) চিমটি চিলি পাউডার ৬) লং, দারুচিনি, এলাচ

আমার স্ত্রীর রান্না থেকে ভালো হয়েছে সব সময়।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইহুদি পরিবারে জন্ম নেওয়া ছেলেটা সত্যিই তো ফেরাউনের মৃত্যুর কারণ হয়েছিলো। তাহলে?

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


প্রাচীন মিশরীয় ইতিহাস অনুসারে কোন ফেরাউন ডুবে মরেনি।

মুসা নবী ( আ: ) সম্পর্কে লেখা হয়েছে নিশ্চয় উনার মৃত্যুর পর। ফলে, কাহিনী কিভাবে সাজায়েছে, সেটা এখন অনেকটা অপরিস্কার। তবে, নবী, রসুলদের নিয়ে যা লেখা হয়েছে, তার মাঝে সব সঠিক হওয়ার সম্ভাবনা কম।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

আখেনাটেন বলেছেন: বাংলাদেশের মানুষ এখন অনেক ভালো ভবিষ্যত প্রবক্তা। তারা নির্ভুলভাবে দেশের নির্বাচনী ফলাফলের বিজেতাদের নাম বলতে পারে। পৃথিবীর খুব কম দেশের মানুষই তা পারে। সেক্ষেত্রে কী বাংলাদেশের মানুষকে জ্ঞানী বলা যেতে পারে? :D

ব্লগার নুরু সাহেবের মাথা আপনি সত্যি সত্যিই ঘুরে দিয়েছেন মনে হচ্ছে। :P

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেব একমাত্র ব্লগার যিনি নিয়মিত ও ব্লগের কেন্দ্রবিন্দু। ইলেকশান রেজাল্ট নিয়ে বাংগালীদের ভবিষ্যত বাণী সঠিক, জ্ঞানী জাতি।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার সত্যিকার বন্ধু সে, যে আপনাকে এগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। আর আপনার সত্যিকার দুশমন সে, যে আপনাকে দুনিয়ার লোভ লালসার পথ দেখায়। আখেরাত সম্পর্কে আপনাকে করে বিভ্রান্ত ও সন্দেহপ্রবন।
আমাদের ভুলে গেল চলবে না এ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের সকলের উপস্থিত হতে হবে মহান রাব্বুল আলামীন আল্লাহর কাছে। এরপর হয়ত আমরা যাবো জান্নাতে অথবা জাহান্নামে, যেখানের বসবাস হবে স্থায়ী। যেখানে নেই কোন জীবনাবসান।
মিকদাদ ইবন আসওয়াদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
“কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে। এমনকি এর দুরত্ব এক মাইল পরিমাণ হবে। এ সম্পর্কে সুলাইম ইবন আমের বলেন, আল্লাহর শপথ! মাইল বলতে এখানে কোনো মাইল তিনি বুঝিয়েছেন আমি তা জানি না। জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন, না সুরমা দানির মাইল (শলাকা) বুঝিয়েছেন? মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর। কারো ঘামের পরিমাণ হবে হাটু বরাবর। কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর। আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর”।

৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


যদি সুর্য পৃথিবীকে আকর্ষণ করে টেনে কক্ষচ্যুত করে, এর ফলে যে দুর্যোগ হবেম ১ম কয়েক মিনিটের মাঝেই জীবনের অবসান ঘটবে। সু্র্য পৃথিবী থেকে ৯ কোটী ৩০ লাখ মাইল দুরে, পৃথিবীর গড় তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট(গ্রীস্মে); পৃথিবী যদি বুধের দুরত্বে পৌঁছে, তাপমাত্র হবে ৮০০ ডিগ্রি ফারেনহাইট।

২০| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুব সামান্য ধারনার মানুষও ঢাকায় কে মেয়র হিসেবে জয়ী হবে তা বলে দিবে পারবেন। মিলিয়ন বিলিয়ন নিয়ে অনেক শিক্ষিত মানুষও ভুল করেন।

৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



যারা মিলিয়ন বিলিয়ন এর যোগবিয়োগ ও প্রয়োগ না বুঝেন, তারা সমাজকে তেমন কিছু দিতে সক্ষম হবেন না।

২১| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব রহস্য এনালাইসিস দিয়ে সমাধান করা সম্ভব নয়। নস্ত্রাদামু'র অনেক ভবিষ্যৎ বাণী সত্য হয়েছিল...

৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


ওগুলো জেনেরিক আন্দাজ; যখন মিলেনি, মানুষ জোর করে মিলিয়ে দিয়েছে।

২২| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব চেয়ে আশ্চর্যের বিষয় হলো : আজও পর্যন্ত মানুষ সৃষ্টিকর্তার সঠিক রহস্য উদঘাটন করতে পারল না।
একেক ধর্মের মানুষ একেক ভাবে সৃষ্টিকর্তাকে কল্পনা করে চলেছে এবং আমার ধারণা তারা কেউই সঠিক পথে নেই।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


৭০০ সালে মানুষ জানতেন পৃথিবী সমতল, উহা কাছিম, কিংবা মাছে পিঠের উপর আছে; সুর্ষ একটি বিরাট লাইট, উহার কাজ দিনের শুরু করা, রাতে অবসর নেয়া।

এখন মানুষ জানেন কোটী কোটী গ্যালাক্সী আছে; ফলে, সবকিছু সম্পর্কে মানুষের ধারণা বাড়ছে।

২৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪০

ডার্ক ম্যান বলেছেন: কোন ব্লগারের বই কেমন চলবে সেটা প্রেডিকশন করেন । একাধিক ছাগু বই বের করছে

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



এগুলো নিয়ে আলাপ করা ঠিক হবে না; তবে, বেশীরভাগ বাংগালী লেখকের বই নীচু মানের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.