|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চাঁদগাজী
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
 
  
আমি ষষ্ট শ্রেণীতে পড়ার সময়, ধানের মওসুমে,  মাদ্রাসার জন্য চাঁদা তুলতে আসা মাদ্রাসার এক দরিদ্র ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছিলো, নাম ছিলো আবদুল করিম; মনে হচ্ছে, স্কুলে পড়ার আগ্রহ ছিলো তার; কিন্তু বাবা না থাকায় খরচ চালানোর উপায় ছিলো না। তিনি মাদ্রাসাও শেষ করতে পারেননি, মাদ্রাসা ছেড়ে, দিনমুজুরী করে সংসার চালাতেন; তার বড় বোনের বিয়ে হওয়ার পর, তার মায়ের মৃত্যু হয় কম বয়সে। বড় বোন ব্যতিত তার আর ভাইবোন ছিলো না; মনে হয়, দারিদ্রতা তাঁকে হতাশ করে তুলেছিলো, ১৫/১৬ বছর বয়সে তিনি নিরুদ্দেশ হয়ে যান; এবং ১১ বছর পর তিনি বাড়ীতে ফিরে আসেন। 
যখন বাড়ীতে ফিরে এসেছিলেন, তাঁর হাতে টাকা পয়সা ছিলো, তিনি বাড়ীতে নিজের ঘর করেছিলেন ও বাড়ীর সামনে একখানা মসজিদ করেছিলেন; তিনি মানুষের সাথে তেমন আলাপ আলোচনা করতেন না; নিজের মসজিদে ইমামতী করতেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, হাতে থাকতো একখানা বড় লাঠি; তাঁর আয়ের ব্যাপারে কেহ কিছু জানতো না, মানুষ মনে করতো যে, তাঁর টাকার উৎস হলো জ্বীন; তাঁকে জ্বীনের বাদশাহ নাম দেয় গ্রামের লোকেরা।
আমার চাকুরী জীবনের প্রথমদিকে তাঁর সাথে কথা হয়, পরেও আমি দুর থেকে তাঁকে হেঁটে যেতে দেখেছি, কিন্তু আলাপ হয়নি। সম্প্রতি আমি উনার উপর একটি পোষ্ট দিয়েছিলাম; ব্লগার জুন উনার সম্পর্কে আরো জানতে চেয়েছিলেন; আমি উনার খবর নিয়েছি: ২ বছর আগে উনার মৃত্যু হয়েছে; ৩ জন ছেলে আছে, ছেলেগুলো পড়ালেখা করেছিলো, চলছে।  
নিরুদ্দেশ থাকাকালীন সময়ে, আসলে তিনি চট্টগ্রামের ভাটিয়ারীতে এক নির্জন পাহাড়েই ছিলেন; তিনি কখনো হাটবাজারে যেতেন না বলেই কেহ তার খবর জানতো না। ভাটিয়ারীতে, শিল্পপতি একে খানের কিছু পাহাড় ছিলো, সেগুলো অনাবাদী পড়েছিলো; সেখানে স্হানীয় একজন লোক ২টি গাভী পালন করতো; সেই লোক করিমকে গাভীগুলোর দায়িত্বে নিয়োগ করে। গরুর ঘরের পাশেই একটি কুঁড়ে ঘরে করিম থাকতেন,  মালিক বাজার সাজার করে দিতেন, করিম নিজে রান্নাবান্না করে খেতেন। এক সময় করিম ৮টি গাভীর দেখাশোনা করতেন। দীর্ঘদিন সেখানে থাকার সময়, নিজেই কুঁড়ো ঘরটাকে ভালো করে বাঁধেন ও অনেক ধরণের ফল গাছ লাগিয়েছিলেন পাহাড়ে।  
পাহাড়ে করিমের ১১ বছর কাটার পর, একদিন একে খান নিজের পাহাড়গুলো দেখতে এসে করিম ও গরুর খামার দেখতে পান; করিম তাঁকে খুব সন্মানের সাথে দুগ্ধ দিয়ে আপ্যায়ন করেন। একে খান করিমকে এককালীন ভালো পরিমাণ টাকা দেন ও উনার কারখানার শ্রমিক হিসেবে চাকুরী দেন। কিন্তু করিম বাড়ী গিয়ে মসজিদ করে ইমামতি করতে চান; একে খান বিনা কাজেই করিমকে প্রতিমাসে  শ্রমিক হিসেবে বেতন দিতে বলেন উনার ম্যানেজারকে; ইহাই ছিলো করিমের আয়ের পথ। করিম নিজের কোন ব্যাপারে মানুষের সাথে আলাপ করতো না, মানুষ মনে করতো যে, জ্বীন করিমকে টাকা দিয়ে যায়।
 ৫০ টি
    	৫০ টি    	 +৯/-০
    	+৯/-০  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৫৭
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৫৭
চাঁদগাজী বলেছেন: 
ফেইসবুক হওয়াতে, সব বাংগালী শিক্ষিতদের সহজেই বুঝা যাচ্ছে; বাংলাদেশে অসংখ্যা পিগমীর বসবাস
২|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৫৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৫৯
অজ্ঞ বালক বলেছেন: আগের লেখার কন্টিনিউশন? ভালো লাগলো। তবে আগের লেখাটায় একটা রহস্যের গন্ধ ছিলো, এই লেখায় সেইটা উন্মোচন হয়ে যাওয়ায় একটু স্বাদ হারাইয়া গেলো।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০১
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০১
চাঁদগাজী বলেছেন: 
আমি কোন রহস্যে বিশ্বাসী নই, সব রহস্যের ব্যাখ্যা আছে।
৩|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৯
মিরোরডডল বলেছেন: ভদ্রলোক পরিশ্রমী ছিলেন আর সেটারই রিওয়ার্ড পেয়েছেন
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৪
চাঁদগাজী বলেছেন: 
সেটাই, সে কাজ করে টাকা জমিয়েছিলো, ও শিল্পপতি একে খান তাকে সাহায্য করেছিলো।
৪|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৪
সুপারডুপার বলেছেন: তার মানে, শিল্পপতি একে খান হচ্ছে জ্বীন।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
চাঁদগাজী বলেছেন: 
আমাদের মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা নেই বলেই জাতি পেছনে পড়ে আছে।
৫|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
লেখাটি রিপিট করলেন কেন?
আগেওতো পড়ার সুযোগ করে
দিয়েছিলেন!! বয়সকি বেড়ে গেল!
স্মৃতি ভ্রম নাকি ?
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২২
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২২
চাঁদগাজী বলেছেন: 
সবটা একবার না লেখায় আপনার উপকার হয়েছে; পুরোটা একবারেই লিখলে, পোষ্টের শেষটাই আপনার  মনে থাকতো!
৬|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২২
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২২
করুণাধারা বলেছেন: আগেও বলেছি, আপনি ভালো গল্পকার হতে পারেন ব্লগে। এই গল্পে লাইক।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২৩
চাঁদগাজী বলেছেন: 
তাই?
৭|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩৯
ঢাকার লোক বলেছেন: অনেক গল্পের পিছনে আরো গল্প থাকে যা আমরা সাধারণত জানিনা বা জানতে চেস্টাও করিনা!
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৪৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন: 
আমাদের মানুষের পর্যবেক্ষণ, নিরিক্ষণ ক্ষমতা খুবই কম; ভাবনার লজিক দুর্বল।
৮|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৪০
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৪০
মোঃ ইকবাল ২৭ বলেছেন: হুম। পাহাড় গুলো ভয়ংকর। আমি গিয়েছি বেশ কয়েবার তবে ভাটিয়ারীর পাহাড়ে নয়। সেই একই লাইনে পাহাড় গুলো উত্তর দিকে চলে গেছে। আমি গিয়েছিলাম বেশ কয়েকবার ভাড়বকুন্ড বরাবরের এলাকার পাহাড় গুলোতে। সন্ধ্যা হলে ভয়ংকর রুপ ধারণ করে। তাছাড়া দিনে দুপুরে ও কোন জন মানব তেমন দেখা যায় না। হঠাৎ কাউকে নড়া চড়া করতে দেখা যায়। যারা সেখানে বাগানের কাজ কাম করে । পেয়ারা, আমলকি, আম, কাঁঠাল মাথার উপরে ঝুলে থাকে। হাত বাড়ালেই ফল ছোঁয়া যায়। সবই ভাল লাগে, কিন্তু ভয় ও লাগে। বৃষ্টির দিনে জোঁক থাকে প্রচুর, কখন গায়ে লেগে যায় টেরই পাওয়া যায় না।যাক, জীনের বাদশার হদিস পাওয়া টাওয়া গেল তাহলে। উনি মারা গেছেন, তিন জন ছেলে মেয়ে পড়া লেখা করছেন। তারা কোথায় আছেন। পড়ালেখা চালিয়ে যেতে পারবেন তো ?
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৪৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন: 
আপনি বাড়বকুন্ডের পাহাড়ে গেছেন, পরিচিত মানুষ পেলাম; আমি সীতাকুন্ড ও বাড়বকুন্ড পাহাড়ে ঘুরেছি। এখন সেখানে মানুষ কম, মানুষ একদিন জীবিকা সংগ্রহ করতো সেসব পাহাড় থেকে; এখন তারা বউ ফেলে, সৌদী চলে গেছে,  পরাজিত হয়ে গেছেন এসব দরিদ্র মানুষেরা।
করিমের ছেলেরা বড় হয়েছে, পড়ালেখা শেষ করে চাকুরী বাকুরী করছে।
৯|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:৩৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: আবদুল করিম ছোটবেলা মাদ্রাসায় পড়ার কারণেই সে মসজিদ করেছে। 
যাই হোক, আবদুল করিম অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সে কাজ করেছে। ধর্মকে কাজে লাগিয়ে মানুষকে ধোকা দেয় নি।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১১:১০
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশের মানুষ যা চায় তা করতে পারে না; করিম স্কুলে পড়তে চেয়েছিলো, তা হয়নি; তার সামান্য যা ধারণা, সেটা মাদ্রাসার, সে ইমাম হতে চেয়েছিলো।
১০|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১১:৫০
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১১:৫০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আয়ের সুত্র জানতে চেয়েছিলাম।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩১
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন: 
শিল্পপতি একে খান উনাকে বেতন দিতেন, এটাই আয়
১১|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করার জন্য দিতেন।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন: 
একে খান ভালো মানুষ ছিলেন।
১২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৪২
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ভালো মানুষরা দানে তৃপ্ত হতেন, আত্মি শান্তি মিলে।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:২৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন: 
একে খানেরা বাংলাদেশের যেই পরিমাণ জমি, ব্যবসা দখল করেছেন, ১ কোটী এমনিতেই ভিক্ষুক হয়ে যাবার কথা, দান তো অবশ্যই করতে পারবেন।
১৩|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:০৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তা সত্য। আপনিতো আবার পাপ শাপে বিশ্বাস করেন না। পাপ শাপ মোচনের জন্য অনেকে অধর্েক সম্পত্তি দান করে দেয়। সমস্যা হলো আমারে কেউ কিচ্ছু দেয় না। উল্টা নিদানে এসে দান চায়।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:৩৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:৩৩
চাঁদগাজী বলেছেন: 
আইনের চোখে, সংবিধানের মাপে, ন্যায় অন্যায় ধরা পড়ে, এবং বিচার আছে; পাপাের বিচার হয় না; পাপ ইত্যাদির ডেফিনেশন দিয়ে আজকের সমাজ চলছে না।
১৪|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:৩২
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:৩২
শের শায়রী বলেছেন: মুরুব্বী আমার মনে হয় করিম জীন ভুতের মাধ্যমে শিল্পপতিরে বশ কইরা কুটি কুটি টেকা বানাইছে, আর আপনারে...... থাক কইলেই তো আমারে পিগমী ফিগমী কইয়া ইংরেজীতে গালি দেবেন নে।
ভালো আছেন মুরুব্বী?
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:৩৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:৩৬
চাঁদগাজী বলেছেন: 
ভালো আছি।
আমাদের জাতি ইন্জিনিয়ার তৈরি করছে বুয়েটে;  বুয়েটের ইন্জিনিয়ারেরা হাদিসে ব্যাখ্যা করছেন, আর চীনা মিয়ারা আমাদের সেতু, রাস্তা, পাইপলাইন করছে, এই হলো অবস্হা
১৫|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৪:৫৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৪:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: ডান হাতের দুটি আঙ্গুলে ব্যথা। লিখতে অসুবিধা হচ্ছে। তাই শুধু লাইক দিয়ে গেলাম ।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১০
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১০
চাঁদগাজী বলেছেন: 
বাংগালীরা ভুল ও সঠিক ধারণার সংমিশ্রণ করে, এক শংকর ধারণা সৃষ্টি করে, নিজেরা গুহা মানবে পরিণত হয়েছে।
১৬|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৫:১৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৫:১৪
সুপারডুপার বলেছেন: 'পর্যবেক্ষণ ক্ষমতা' থাকবে কি করে ! ছোটবেলায় ধার্মিক মা বাবা তাদের ছেলে মেয়ের প্রশ্নের উত্তরে রূপকথার ধর্মের ভয় দেখিয়ে "পর্যবেক্ষণ ক্ষমতা" মেরে ফেলেন। 
মানুষের ব্রেইন ছাড়া আর কোথাও জ্বীন -পরীর স্থান নাই।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১১
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১১
চাঁদগাজী বলেছেন: 
ঠিকই বলেছেন, জ্বীন-পরীরা বেকুবদের মগজে বসবাস করে।
১৭|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৭:২৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৭:২৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শীর্ষেন্দুর একটা উপন্যাস পড়েছিলাম (নামটা মনে নেই), সেখানে উপন্যাসের প্রধান চরিত্র গ্রামে গিয়ে খামার করেছিলেন |গল্পের নায়কের মতোই চরিত্র করিমের | আমাদের অনেকেরই মধ্যে কঠোর পরিশ্রমী এবং উদ্যোক্তার মতো গুণাবলী রয়েছে, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে তার সেই গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটে না | বিশেষত যে দেশে সবাই রাতারাতি বড়োলোক হয়ে যেতে চায় যেনতেন ভাবেই |
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৫
চাঁদগাজী বলেছেন: 
সেই সমযয়ে করিমের পক্ষে যতদুর সম্ভব, সেটা সে করেছে।
১৮|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:২৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: আপনার জ্বীনের বাদশা পর পর দু'টা পোষ্ট দেখে- আমার জ্বীন নিয়ে দু'টা কাহিনি মনে পড়ে গেছে। একটা গতকাল লিখেছি। আর একটা আজ লিখব।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩২
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩২
চাঁদগাজী বলেছেন: 
ঢাকা শহর হচ্ছে মসজিদ ও জ্বীনের শহর; আপনি শুধুমাত্র বুয়েটের ছাত্রদের থেকে হাজার জ্বীনের কাহিনী সংগ্রহ করতে পারবেন।
১৯|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৮
(লাইলাবানু) বলেছেন: একজন পরিশ্রমিক মানুষের জবনী খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার গল্পের মাঝে । লেখা পড়ে তৃপ্ত পেলাম ।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১৩
চাঁদগাজী বলেছেন: 
চেষ্টা করছি
২০|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:২৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
টাকা পায়সা পাওয়ার রহস্য জানা গেল। ধন্যবাদ।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১৪
চাঁদগাজী বলেছেন: 
মানুষকে সব সময় কাজ করে আয় করতে হয়।
২১|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আবদুল করিমকে নিয়ে লেখাটা ভালো লেগেছে সেই সংগে আপনার লেখার স্টাইল। ব্লগে আপনার একটা ভিন্নমাত্রা আছে।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১৩
চাঁদগাজী বলেছেন: 
আমি সাধারণ ব্লগার, ব্লগিং ভালোবাসি
২২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩৯
এন্টারটেইনমেন্টএন্ডঅল বলেছেন: ভাল লাগলো । শুভ কামনা থকালো।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
চাঁদগাজী বলেছেন: 
আমাদের মানুষের ভুল ভাবনা ও ভুল পর্যবেক্ষণের একটি ছোট উদাহরণ
২৩|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:০৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর লিখেছেন জনাব।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:১০
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:১০
চাঁদগাজী বলেছেন: 
আমাদের মানুষেরা লজিকবিহীন ভাবনা থেকে সিদ্ধান্তে পৌঁছছেন!
২৪|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:১১
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ঢাকা শহর হচ্ছে মসজিদ ও জ্বীনের শহর; আপনি শুধুমাত্র বুয়েটের ছাত্রদের থেকে হাজার জ্বীনের কাহিনী সংগ্রহ করতে পারবেন। 
আজ একজন পরিচিত হুজুরের সাথে দেখা। উনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মসজিদ মাদ্রাসায় ধর্মের কথা বলেন। 
উনাকে বললাম, জ্বীন মানব জীবনে ভালো কি করেছে? বা মন্দ কি করেছে? 
উনি বললেন, বাস্তব জীবনে জ্বীনের অনেক কাহিনি আছে। অথচ একটা কাহিনি বলতে পারলেন না।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:১২
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:১২
চাঁদগাজী বলেছেন: 
হুজুরদের জ্বীন ইত্যাদির গল্প আমাদের মানুষজনের মধ্যে ভুল ভাবনার বীজ ছড়ায়ে রেখেছে।
২৫|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৮:৪৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৮:৪৫
সোহানী বলেছেন: ভালো লাগলো সবার কৈাতুহলে আপনার পরবর্তী অনুসন্ধান।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:০৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন: 
আমারও জানার ইচ্ছা ছিলো
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৫১
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৫১
মনিরা সুলতানা বলেছেন: আমরা আসলে অলস, অবাস্তব গল্প ও গুজব প্রিয় জাতি; সঠিক তথ্য নির্ণয়ের চেয়ে চিলে কান নেয়ায় বেশি বিশ্বাস করি। বর্তমান ফেসবুকে এক্টিভিস্ট আর রি-এক্টিভিস্ট দের দেখলেই সেটা বোঝা যায়। গুজব কত জলদি ছড়ায়।
অথচ তখন যদি সত্যিটা মানুষ জানত, হয়ত আরও দু একজনের উপকার হত।