নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় টাকা খরচ করে ভোটে জেতা যায়?

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৬



হ্যাঁ, জেতা যায়; এই কারণে, বর্তমান আমেরিকার কংগ্রেসে থেকে শুরু করে, যেকোন পদে ধনী রাজনীতিবিদরা, এমন কি অরাজনীতিবিদরা নির্বাচিত হচ্ছেন।

আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে শুরু করে, মহল্লার কাউন্সিলম্যানের ভোটের প্রার্থীদের প্রচারণা ও প্রার্থীর আনুসংগিক খরচ দেশের মানুষ বহন করেন, মানুষ প্রার্থীর ভোটের ফান্ডে চাঁদা দেন। এবারের প্রেসিডেন্ট ভোটে ১.৫ বিলিয়ন ডলার খরচ করবেন প্রার্থীরা, ইহা "অর্ধেক পদ্মাসেতুর খরচের সমান"।

আমেরিকা ক্যাপিটেলিষ্ট অর্থনীতির দেশ, এখানকার মানুষ ধনী হয়ে ভালো জীবন যাপনে বিশ্বাসী, ক্ষমতার অধিকারী হতে চায়, কোন কোন ধনী অপেক্ষাকৃত গরীবদের সাহায্য করতে চায়, কেহ কেহ গরীবদের বোঝা মনে করে; গরীবেরাও ধনী হওয়ার জন্য চেষ্টা করে, এতে সামান্য পরিমাণ মানুষ সফল হয়, অনেকে অসম প্রতিযোগীতায় পড়ে জীবন সংগ্রামে হেরে যায়। বিশ্বের সবচেয়ে বেশী পরিমাণ বিলিওনিয়ার আমেরিকায় বাস করে।

আমেরিকার ইতিহাসে কম-স্বচ্ছল পরিবার থেকে একজনই প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন(১৮০৯-১৮৬৫); তিনি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট ( টার্ম: ১৮৬১-১৮৬৫) ছিলেন।

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, (৪৫তম প্রেসিডেন্ট) ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন সবচেয়ে বেশী ধনী প্রেসিডেন্ ট্রাম্প ভোটের প্রচারনায় ও ভোট সম্পর্কিত সব খরচ নিজের পকেট থেকে দেন; তিনি বলেছেন, ভোট করতে উনার ৪০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। আমেরিকান রাজনীতিবিদরা মনে করেছিলো যে, সে রাশিয়ার থেকে কিছু ডলার পেয়েছে; রাজনীতিবিদরা মুখে তা উচ্চারণ করেনি; কিন্তু সন্দেহ হওয়াতে, ট্রাম্পের বিপক্ষে তদন্ত হয়েছে; তদন্তে এই রকম কিছু ধরা পড়েনি।

এবার ডেমোক্রেটদের পক্ষ থেকে ২ জন মেগা বিলিওনার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য প্রাইমারী ভোটে অংশ নিয়েছেন: টম ষ্টইয়ের (৩২ বিলিয়ন ডলার) ও মাইক ব্লুমবার্গ (৫৪ বিলিয়ন ডলার); এরা ২ জনেই ফাইন্যান্সিয়াল ব্যবসার লোক। মাইক একাধারে ৩ বার নিউইয়র্ক শহরের মেয়র ছিলেন।

মেয়র ব্লুমবার্গ ২ রাজ্যের ভোটে অংশ নেননি; উনি প্রথমবার নেভেদা রাজ্যে প্রাইমারী ভোটে অংশ নেবেন। গতকাল রাতে উনি ১ম বার ডিবেইটে অংশ নিয়েছেন। ডিবেইটে অংশ নিতে হলে দলের জরীপে শতকরা দশভাগ বা তার বেশী মানুষের সাপোর্ট থাকার দরকার। মেয়র ব্লুমবার্গ ইতিমধ্যেই ৪০০ মিলিয়ন ডলার খরচ করে ফেলেছেন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

জুন বলেছেন: মেয়র ব্লুমবার্গ ক্যান্সার আক্রান্ত শুনেছিলাম। নিউইয়র্কের মেয়র তিনি তাই না?

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, নিউইয়র্কের মেয়র; ব্লুমবার্গ মেয়র ছিলেন (টার্ম:২০০২-২০১৩) ১২ বছর। রোগ সম্পর্কে আমি জানি না

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: আমেরিকা সভ্য দেশ।
মানুষ গুলোও ভালো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা সভ্য হতে চাচ্ছে না এখনো, কোন কিছু শিখতে চাচ্ছে না।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: বার্নি স্যান্ডার্স কি পরিমান জনসমর্থন পাবে বলে মনে করেন? (বিশেষত আমেরিকার ওয়ার্কিং আর মিডল ক্লাস পরিবারের ভোটারদের কাছ থেকে)
ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


মিডল ক্লাশের ও ওয়ার্কিং ক্লাশের ছেলেমেয়েদের শতকরা ৭০ ভাগ সমর্থন পাবেন। কিন্তু মিডল-এইজ লোকদের সমর্থন পাবেন না; যদি প্রার্থী হন, ও তরুণরদের ভোটে আনতে পারেন জয়ী হবেন; কিন্তু তরুণদের সমস্যা হলো, এরা ভোট দেয় না।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১০

শের শায়রী বলেছেন: মুরুব্বী আব্রাহাম লিঙ্কন ভ্যাম্পায়ার হান্টার ছিল, তার এক ছেলেকে ভ্যাম্পায়ার কামড়াইয়া মেরে ফেলে সব সত্যি কাহিনী এই সিনেমাটা দেখলে বুজবেন যে আমি সত্যি কথা বলছি। অবশ্যই দেখবেন Abraham Lincoln: Vampire Hunter[link||view this link]। ইশ দারুন এক প্রসিডেন্ট ছিল জব্বর ফাইট দিছে ভ্যাম্পায়ারদের সাথে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনি পেছনের দিকে রওয়ানা হয়েছেন; আবার নতুন করে ১ম শ্রেণীতে পৌঁছে গেলে একটা পোষ্ট দিয়েন।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৯

শের শায়রী বলেছেন: কষ্ট পাইলাম আপনি আমারে বিশ্বাস করেন না দেইখা, সাদা চামড়ার মানুষরা মিথ্যা কিছু বানায় না, আপনে সিনেমাটা দেখতে পারেন তারপর বিশ্বাস অবিশ্বাস কইরেন। :(

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:



গাঁজাখুরি সিনেমা আমেরিানরাও বানায়; ওরা জানে সবকিছুরই দর্শক আছে বিশ্বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.