নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান সিডিসি বলেছে, করোনা পেনডেমিক হবে

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২২



সিডিসি হচ্ছে, আমেরিকান সংস্হা, সেন্টার ফর ডিজিজ কন্টোল; ইহা ফেডারেল সরকারের সংস্হা যা পুরোদেশের মানুষের জন্য জাতীয় স্বাস্হ্যনীতি, ঔষধ উৎপাদনের প্ল্যান করে, রোগ কন্ট্রোল করে; আর, পেনডেমিক হচ্ছে, দেশ ব্যাপী, কিংবা বিশ্ব ব্যাপী কোন রোগের প্রাদুর্ভাব হওয়া। আজকে সিডিসি বললো যে, বিশ্বে করোনা পেনডেমিক হবে, এবং ইহা আমেরিকায়ও সমস্যার সৃষ্টি করবে।

সিডিসি'র এই ঘোষণার সাথে সাথে আমেরিকার ষ্টক-মার্কেট আজকেও প্রায় ১০০০ পয়েন্ট পড়ে গেছে; গতকাল মার্কেট হারায়েছে ১০০০+ পয়েন্ট। মাত্র ২ দিনে আমেরিকান ষ্টক-মার্কেট ২০০০ পয়েন্ট হারানোর ফলে, আমেরিকান ও ইউরোপিয়ান ফাইন্যানসিয়াল জগত ভীত হয়ে যাবে; ফলাফল, ২০২১ সালের রিসেশন এখুনি শুরু হতে যাচ্ছে: অনেক সেক্টরে মানুষ চাকুরী হারাবে, কিংবা নতুন চাকুরী হবে না।

বাংলাদেশ, অষ্ট্রেলিয়া ও অনেকগুলো গরম দেশ কিছুটা ভালো পজিশনের দিকে যাচ্চিল; কিন্তু সিডিসির ঘোষণা শুনে আমি নিজেই কিছুটা কনফিউজড। মনে হচ্ছে, আমেরিকান সংস্হার কাছে কিছু ডাটা আছে, যার উপর নির্ভর করে তারা বলছে যে, করোনা ভাইরাস পেনডেমিক সৃষ্টি করবে।

বাংলাদেশে পাবলিক এলাকায় ভীড় কমানোর জন্য সব ধরণের স্কুল, কলেজ, মাদ্রাসা আগামী ২ সপ্তাহের জন্য বন্ধ রাখলে, রাস্তাঘাট ও একাডেমিক অংগন থেকে অনেকেই সুরক্ষিত থাকতে পারে। একই সময়, বিনা কাজে, শহরের মানুষকে বাজার, মল ও চা দোকান গুলোতে যেতে মানা করার দরকার।

আমেরিকাতে, আগামী ৪ সপ্তাহের মাঝে মানুষের উপর টিকা পরীক্ষা করে দেখা হবে; আমেরিকা ইতিমধ্যে চীনকে টিকার প্রথমিক ভার্সন দিয়েছে, ২ সপ্তাহের মাঝে চীনারা টিকার প্রাথমিক ফলাফল জানাবে।

৩য় বিশ্বের জন্য সমস্যা হবে, তারা এত টাকা খরচ করে আমেরিকান প্রাইভেট কোম্পানী থেকে টিকা কিনতে পারবে না; এসব দেশ যদি লাইসেন্স কিনে, নিজেরা প্রস্তুত করে, শুধু তখনি মানুষ টিকা পেতে পারে। শুধু দামের ব্যাপার নয়, বিশ্বের সবার জন্য টিকা প্রস্তুত করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৪৭

সোহানী বলেছেন: চাঁদগাজি ভাই, কিছুই হবে না। আম্রিকা শুধু শুধু ভয় পাচ্ছে আর ভয় দেখাচ্ছে। এ ভাইরাসের ফলে মৃত্যুর রেশিও কত আক্রান্তের অনুপাতে? খুব কম, যারা মরেছে তারা সনাক্ত করার আগেই মরেছে। খুব অল্পই সনাক্ত করার পরে মরেছে।

আর চীনাদের ওষধ লাগবে না। ওরা কোন মানুষ প্রজাতির প্রানী না, ওরা রোবট। ওরা যা বিশ্বকে দেখাতে চায় তার বাইরে কেউই কিছু দেখতে পায় না। আর বাংলাদেশ! আমাদের বডি ইম্যুউনটি সিস্টেম মনে হয় করোনা হজম করার ক্ষমতা রাখে B-))

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, ফ্লুতে বেশী মানুস মরে আমেরিকায়; তবে, ফ্লু থেকে ইহার সংক্রমণ ক্ষমতা বেশী। ষ্টক-মার্কেট বেশী পড়ে গেছে।

চীন থেকে মালামাল নিয়ে জাহাজ আসছে না; ইহা সমস্যা হবে বেশ কিছু দেশে

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: চীন এবং ভারতের মতো দেশে কয়েক হাজার কেন, কয়েক লাখ মৃত্যুও কোন বড় বিষয় নয়। ঐ সংখ্যা তারা কয়েক মাসের মধ্যে পূরণ করে ফেলবে। জনবহুল দেশগুলোর মাইগ্রেশন বন্ধ করা না হলে ভবিষ্যতে এই দেশগুলোর জনসংখ্যা পৃথিবীর অনেক দেশেরে ডেমোগ্রাফী পরিবর্তন করে ফেলবে যা যে কোন দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক হুমকি হিসেবে আর্বিভাব হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:




ফ্রান্স ও বেলজিয়াম ওদের নিজস্ব কালচার নিয়ে সমস্যা আছে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:০৩

খায়রুল আহসান বলেছেন: ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী! ওরা তো গবেষণা ছাড়া কিছু বলে না। সুতরাং, ভয় পেতেই হচ্ছে!
আশাকরি, অচিরেই এর টিকা সহজলভ্য হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


সিডিসি বলাতে, চিন্তিত হওয়ার কারণ আছে; এরা শক্তিশালী সংস্হা

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকানদের উদ্দেশ্য বুঝতে পারাটা কঠিন ,
.............................................................................
প্রানঘাতী ভাইরাসের মধ্যে তাদের ব্যবসা খুঁজে পায় ।
শান্তিপূর্ন দেশে বিপ্লব ঘটায় ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



এই সংস্হাটি রাজনৈতিক নয়; এরা ঔষধ কোম্পানীগুলোর সাথে কাজ করে; বিশ্বের অনেক স্বাস্হ্য সংস্হার সাথে কাজ করে।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:২০

মিরোরডডল বলেছেন: পেনডেমিকের নিউজটা গতকালই দেখেছি ।
খুবই ভয়াবহ ।

একইসাথে মানুষের জীবনের ঝুঁকি আর বিশ্বব্যাপী ফাইনান্সিয়াল ধ্বস ।
সময়টা সত্যিই খুব খারাপ এখন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি ভাবছিলাম আমেরিকা ও বাংলাদেশ বেঁচে গেছে; গতকাল সিডিসি'র সাংবাদিক সন্মেলন দেখে মনে হচ্ছে, সমস্যা রয়ে গেছে।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৪২

রাবেয়া রাহীম বলেছেন: একটু ভয়েই আছি। আল্লাহ ভরসা

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


খুব দরকার না হলে সাবওয়েতে যাতায়াত কমিয়ে দেন।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকায় বেশ কিছু করনা রোগী ধরা পরলেও সিডিসি এখন পর্যন্ত বলে যাচ্ছে 'মাস্ক পরা জরুরি না' ।
মাস্ক পরার দরকার নেই।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ক্রমাগত প্রশ্নের জবাবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


আমি সাংবাদিক সন্মেলনের শেষের ভাগ দেখেছি; ব্রুকলীনে চীনারা সবাই মাস্ক পরছে; ওদের লোকজন বাহির থেকে এসেছে মনে হয়, ওরা জানতে পারে।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবচেয়ে ভয় হচ্ছে আমাদের মত ঘনবসতি পূর্ণ দেশের জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের তাপমাত্রা বেড়ে যাবে শীঘ্রই, এটাই ভরসা।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: আমেরিকানরা বড় অদ্ভুত এক জাতি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



কি ব্যাপারে?

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

রাশিয়া বলেছেন: দাজ্জালের আবির্ভাবের আগে এরকম একটা প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাবের কথা ভবিষ্যৎ বাণীতে পাওয়া যায়। সেরকম হলে কোন ভ্যাকসিনই এই জীবাণুর কোন ক্ষতি করতে পারবেনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


বানরও অবশ্যই আপনার থেকে বেশী বুদ্ধিমান

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভয়াবহ !

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


সিডিসি বলায়, ইহা চিন্তার বিষয় হয়ে গেছে।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয়ংকর অবস্থা।

আল্লাহ ভরসা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ রোগ শোক দেয় না, ও চিকিৎসা করে না

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪০

পদ্মপুকুর বলেছেন: সিডিসি নামটা বেশ রহস্যজনক। সায়েন্স ফিকশনগুলোতে সর্বময় ক্ষমতার অধিকারী এক কম্পিউটারের অস্তিত্ব পাওয়া যায়, যাকে সিডিসি নামে অভিহিত করা হয়ে থাকে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, আমেরিকা ও বিশ্ব স্বাস্হ্য নীতি নিয়ে কাজ করে, চীনকে ভেকসিন দিয়েছে

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৪

হাসান রাজু বলেছেন: আপনি পিগমিদের ও ছাড়িয়ে যাচ্ছেন। আমেরিকান টিভি নিউজের উপর এতটা আস্থা কিভাবে আসল আপনার!!!

এটা নতুন কোন কথা নয়। আমেরিকা এটা এখন বলবে কেন? এটা বিশ্বব্যাপী ছাড়াতে পারে বলেই সব দেশ চীন ফেরতদের নিয়ে এত উৎকণ্ঠায় থাকে।

পৃথিবীর সব দেশ চীনা পন্য ও সেবার উপর নির্ভরশীল। চীন যেখানে কলকারখানা বন্ধ করে দিয়েছে , সব দেশের স্টক-মার্কেটই এর প্রভাব দেখাবে। এটাও স্বাভাবিক।

বাংলাদেশের জন্য যে প্রতিরোধ ব্যাবস্থার বুদ্ধি দিয়েছেন সেটা আমেরিকায় প্রযোজ্য হতে পারে এদেশে সম্ভব? ঢাকায় একজন লোক আরেকজন থেকে ১ ফুট দূরত্বে অবস্থান করতে গেলেই জায়গা হবেন না । যে শহরে মানুষের স্বাভাবিক অবস্থানটাই (বাসা, অফিস, স্কুল, মাঠ ইত্যাদিতে) ভিড়ের মাঝে সেখানে ভিড় থেকে দূরে থাকা যায় কিভাবে ?

পিগমিদের মত হুজুগে কান দিবেন না। করোনা ব্যাপারটা এমনিতেই ভয়ের। হাউকাউ করে আরও আতংক ছড়ানোর দরকার নাই। প্রতিষেধকের জন্য দোয়া করি (আপনিতো বিজ্ঞানী নন, তাই দোয়াই করতে হবে। ) আশা রাখি ভবিষ্যতে এমন বিপর্যয় মোকাবিলায় এবারের অভিজ্ঞতা কাজে লাগবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



সিডিসি সংবাদ সন্মেলন করেছে টিভিতে, ইহা দরকারী বিষয়; এগুলো বাংলদেশী কিংবা আফগানিস্তানের সংস্হা নয়। এই ধরণের ভাইরাসকে থামানো এদের পক্ষেই সম্ভব।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৯

ফয়সাল রকি বলেছেন: সোহানী আপুর মন্তব্যের (১নং) সাথে সহমত হতে চাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় শীত আরো ১ মাসের বেশী; ফলে, সবাইকে দেশের অবস্হা বুঝতে হবে।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: কিছুই হবেনা, ভরসা রাখুন।
আল্লাহ্‌ সবাইকে সুস্থতা দিন!


ভালো থাকুন

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ রোগ দেয় না, চিকিৎসাও করেন না; উনি চিকিৎসা করলে মেডিক্যাল কলেজ থাকতো না।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

টারজান০০০০৭ বলেছেন: পদ্মপুকুরের মতন আমিও ভাবছিলাম সিডিসি বুঝি কোন সুইপার কম্পিউটার হইবেক !! এখন দেহি গবেষণা সংস্থা !!

আমরা বুলেট-বোমাই ভয় করিনা , তায় আবার করোনা !! ছোহ :

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



আফগানরা কাউকে কোনদিন ভয় করেনি

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৪

নাসির ইয়ামান বলেছেন: আল্লাহর রসুল সা, বলেছেন, সুসংবাদ দাও মানুষের অন্তরে ভীতির সঞ্চার করো না । সহজ করো জটিলতা সৃষ্টি করো না ।

এছাড়াও অন্য হাদিসে আছে যারা মহামারীতে মারা যাবে তারা শহিদ ।


আর শহিদেরা নিঃসেন্দহে জান্নাতে যাবেন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকার সবাই তা'হলে বেহেশতে দখল করে বসে আছে; 'বেকুবের স্বর্গ' কাগজে আছে

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

গরল বলেছেন: করোনা থেকে বাংলাদেশকে বাণিজ্যিক ফায়দা লুটতে হবে। করোনার ভয়ে চীনা খাদ্যপণ্য রফতানি এখন কিছুটা হলেও কমে গেছে, সে সুজগে বাংলাদেশের রফতানি বাড়ানোর চেষ্টা করতে পারে সরকার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


রপ্তানী করার মতো কোন খাদ্য কি বাংলাদেশে আছে? তদুপরি, ইউরোপ, আমেরিকা ও কানাডায় বাংলাদেশের সীমিত পরিমাণ খাদ্যের অনুমতি আছে।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কি ব্যাপারে?

সব বিষয়েই।
পুলীশ হাসতে হাসতে ড্রাইভারের পয়েন্ট কেটে নেয়।
মেয়ে গুলো শুধু ধনী লোক খুঁজে বেড়ায়।
তালাক তো মামুলি ব্যাপার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান মেয়েদের সম্পর্কে ভুল ধারণা আছে এশিয়ায়; আমেরিকার মেয়েরা গড়ে অনেক দেশের মেয়েদের থেকে সরল ও সঠিক, আমরা এসব তুলনা করতে পারছি।

বেশীর ভাগ তালাক হচ্ছে পুরুষের ভুলের কারণে।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

(লাইলাবানু) বলেছেন: সব কিছুর যেমন শুরু আছে তেমন আবার শেষ আছে,দেখাযাক কি ঘটে ?
আমেরিকানরা হয়ত দ্রুত এর পদক্ষেপ বের করে ফেলবে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



আগামী ৪ সপ্তাহের মাঝে টিকা মানুষের উপর পরীক্ষা করবে আমেরিকায়; আমেরিকা চীনকে টিকার প্রাথমিক পেথোজেন দিয়েছে; চীনে মানুষের উপর পরীক্ষা চালানো হচ্ছে

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

গরল বলেছেন: চাঁদগাজী ভাই, আপনার প্রশ্নের "রপ্তানী করার মতো কোন খাদ্য কি বাংলাদেশে আছে? তদুপরি, ইউরোপ, আমেরিকা ও কানাডায় বাংলাদেশের সীমিত পরিমাণ খাদ্যের অনুমতি আছে" জবাব একটা পোষ্ট আকারে দিয়েছি। দয়া করে দেখে নিবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, দেখবো

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: একটা প্রশ্ন করতে চাই।
কৌতূহল থেকে প্রশ্ন। জাস্ট জানার জন্য।
৭১ এ যুদ্ধের সময় কি মুক্তিবাহিনি একে ৪৭ ব্যবহার করেছিলো?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



না, মুক্তিবাহিনীর কাছে মুলত ভারতীয় "এসএলআর" ছিল; গেরিলাদের কাছে বেশী ছিলো ভারতীয় "এসএমজি"; কিছু ইপিআর'এর কাছে "এম-১৬" ছিলো শুরুতে, পরে তারাও "এসএলআর" ব্যবহার করেছে।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২

ডার্ক ম্যান বলেছেন: আমার ধারণা এটা সিআইএ আর মোসাদের কাজ। চীনের জন্য এইটা দরকার ছিল

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো শুধু চীন বলতে পারবে।

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৮

অযুত২ বলেছেন: ১। চীন যদি আগেই জানাত যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে তাহলে আজকে এত দ্রুত বিস্তার নাও হতে পারতো। চীন নিজেরাই ভাইরাস সংক্রমণ দমানোর চেষ্টা করেছে এবং সেই সময়ের মধ্যেই এটি দেশের বাইরে ছড়িয়ে পড়েছে।
২। সিডিসির এই প্রেডিকশন হল ভাইরাস ছড়ানোর রেট ধরে এবং মুলত আমেরিকার সুরক্ষার জন্য।
৩। কোন রোগ পেন্ডেমিক আকার নিলে কঙ্গগ্রেস সেটা ফাইট করতে স্বাস্থ্য মন্ত্রনালয়কে আলাদা অনুদান দেয়। এই অনুদান দ্রুত অপ্রুভ করে তারপর প্রতিরক্ষায় নেমে পড়তেই সিডিসির এই ঘোসণা। ওলরেডি ২ বিলিয়ন ডলারের মত চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই পেন্ডেমিক ঠেকাতে। এই টাকা চাওয়া সম্ভব হয়েছে সিডিসি ঘোসণা দেওয়াতেই। না দিলে টাকা চাওয়ার বেসিস থাকতো না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



সম্ভবত তাই হচ্ছে।

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৪

নতুন বলেছেন: সিডিসির গবেষনার বাজেট অনেক এবং খুবই নিভ`রযোগ্য তথ্য দেয় তারা।

কিন্তু উপরে ব্লগার অযুত২ যেটা বলেছে সেটা যুক্তিযুক্ত, আমেরিকার প্রস্তুতিতে বাজেট দরকার সেটার জন্য সিডিসি পদক্ষেপ নেবে।

বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশের তাপমাত্রা বাড়বে সামনের মাসে বাংলাদেশে ৩০-৩৩ ডিগ্রি সে; তাপমাত্রা থাকবে তাই ফ্লু আমাদের দেশের জন্য সমস্যা হবে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ গরম হয়ে উঠলে, করোনা হওয়ার সম্ভাবনা নেই; কিন্তু সমস্যা হলো, বাংলাদেশে ১ দিনেই কয়েক হাজার সংক্রমণ সম্ভব।

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:২৫

অযুত২ বলেছেন: চাদ্গাজীর সাথে একমত। বাংলাদেশে আমরা খুব একটা হাইজিন কনশাস না। আমাদের দেশে সংক্রমণ শুরু হলে দলে দলে মানুশ আক্রান্ত হবার চান্স আছে। সত্যি বললে, আমরা প্রিপেয়ার্ড না। এমনকি এই ভাইরাস ছড়ানোর প্রথম দিকেও আমাদের দেশের সাথে চীনের ফ্লাইটে প্রবলেম ছিলো না। মোদ্দা কথা, সরকার মনে করেছে টেম্পারেচার চেক করার মেশিন দিয়েই চলবে, রেগুলার ফ্লাইট বন্ধ করার দরকার কি (এখনো চীনের ফ্লাইট চালু না বন্ধ সেটা আমার জানা নেই)। সুতরাং আমাদের দেশে ছড়াতে পারে দ্রুতই।

আর এটা একটা ভিন্ন রকমের ভাইরাস, এটি গরমে টিকে যাবে না অকার্যকর হবে সেটা গবেষকদের ভালো করে জানা নেই। সাধারন ফ্লু ভাইরাস ফুসফুসে ছড়ায় না, এই ভাইরাস ছড়ায়। এর বিস্তার বুঝা মুশকিল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


সংবাদে এই ভাইরাসের কথা শোনার সাথে সাথে চীনের ফ্লাইট বন্ধ করার দরকার ছিলো; তা ঘটেনি।

যদি এই ভাইরাস গরমেও টিকে, তা'হলে বাংলাদেশের খবর আছে।

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৩১

অযুত২ বলেছেন: একটু তথ্যে ভুল বলেছি। অন্য ভাইরাস-ও ফুসফুসে ছড়াতে পারে। এটি শুধু ব্যতিক্রমী একটা স্ট্রেইণ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে।

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০০

নাসির ইয়ামান বলেছেন: হাদিসের বাণী, প্রত্যেক অসুখের বিকল্প ওষুধ আছে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


বিকল্প কিছু থাকলে, নবী (স: ) এত কম বয়সে মৃত্যুবরণ করতেন না।

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.