| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
ইহা আমাদের গ্রমের একটি দুস্হ পরিবারের এক মেয়ের এক রাতের কাহিনী। আমার  এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে; বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলেছি; খেয়েদেয়ে কাছারীতে একটু গা এলিয়ে দিতেই ঘুম এসে গিয়েছিলো। কিসের আওয়াজে মাঝরাতে ঘুম ভাংলো; মনে হচ্ছে, কেহ যেন খুব আলতোভাবে টিউব-ওয়েল চেপেছে; এতরাতে টিউবওয়েলে কে! আমি জানালা দিয়ে দেখলাম; পুকুরের ঘাটের কাছেই টিউবওয়েল; টিউবওয়েলে একটি মেয়ে, পাশ থেকে চেনা গেলো না, পানি খাচ্ছে; আমি আস্তে জিজ্ঞাসা করলাম,
-এটা কে?
- আমি হাবাধন।  সে আমার থেকে আরো নীচু গলায় উত্তর দিলো।  
 হাবাধন, আমাদের ৪ বাড়ী দক্ষিণের মেয়ে, ১১/১২ বছর হবে; ওরা খুবই গরীব, বাবা নেই। ওরা এইদিকে তেমন আসে না, ওদের চলাফেরা গ্রামের দক্ষিণ দিক হয়ে। আমি কাছারী থেকে বের হয়ে এলাম,
-তুই এত রাতে এখানে কিভাবে?
-আমি ঘর থেকে পালিয়ে গেছি; মা আমাকে পেলে মেরে ফেলবে!
-কি করেছিস তুই?
- সকালে মা গেছে নানুর বাড়ী, চালডাল পায় কিনা দেখতে; ঘরে কিছু ছিলো না; দুপুরের দিকে আমি মাষ্টারদের বাগান থেকে ৪/৫টা কলা নিয়ে সিদ্ধ করে ভাইবোনদের দিয়েছিলাম; মাষ্টারের বউ টের পেয়ে, দিনের বেলা মাষ্টারসহ লাঠি নিয়ে আমাকে মারতে এসেছিলো; আমি পালিয়ে গেছি। সন্ধ্যায় মা ফিরে এসেছে, লাঠি হাতে আমারে খুঁজতেছে। আমি এই দিকে চলে এসেছি।
-এতক্ষণ কোথায় ছিলি?
-তোমাদের কাছারীর পেছেন; ক্ষুধায় পেট পুড়ে যাচ্ছে, পানি খাইলাম। 
-সারাদিন কিছু খাইছিস?
-না।
-কাছারীতে গিয়ে বস, আমি দেখি পাকঘরে কি আছে!
-দরকার নাই, তুমি আবার আমাকে নিয়ে বিপদে পড়বে! 
-কিসের বিপদ, তুই কাছারিতে গিয়ে বস।
আমি পা টিপেটিপে পাকঘরে ঢুকে একটা থালিতে পান্তাভাত, মাছ ও বেগুনের তরকারী নিলাম। সে গোগ্রাসে খেলো। 
-আমাদের পাকঘরে গিয়ে শুয়ে থাক।
-না, বাড়ী চলে যাবো!
-তোকে মারবে না?
-মা বোধ হয় শুয়ে গেছে; এখন মারবে না, সকাল ধরবে।
-একা যেতে পারবি? 
-পারবো।
সে কয়েক পা গিয়ে ফিরে আসলো,
-ডর লাগছে!
-আমি দিয়ে আসবো?
-না, তুমি আমার সাথে গেলে তোমার বদনাম হবে; আমার বদনাম আছে, শুননি?
-না, আমি কিছু শুনিনি।
-তুমি মিথ্যা বলছ, পুরা গ্রামের সবাই বলাবলি করছে, আর তুমি শুননি!
-অসুবিধা নেই, চল।
 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ৭:১৩
চাঁদগাজী বলেছেন: 
দেশ মেষের কথা বলতে বলতে, এক সময় আর ভালো লাগে না; তখন আগের দিনগুলোকে স্মরণ করি।
২| 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ৮:৩৯
মোঃ ইকবাল ২৭ বলেছেন: চলবে ? আপনি গিয়েছিলেন ? পরের দিনের আর কোন খবর টবর আছে ? জানতে পারবো ?
 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন: 
ঐ পরিবরের জীবনটাই অনেকটা ঐ রকমই ছিলো; পরে ওর মা পুলিশের ম্যাচে রান্না করে দিতো, সেটা নিয়েও বদনাম ছিলো।
৩| 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ৮:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উহ! দারুণ একটা লেখা। জীবন ঘনিষ্ট বাস্তব একটি চিত্র। 
পরে কি হয়েছিল জানতে পারলে আরো ভালো লাগতো।
 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:৩২
চাঁদগাজী বলেছেন: 
নোয়াখালীর এক লোক ওকে বিয়ে করে প্রথমে ঢাকা নিয়ে যায়, সেখান থেকে দুবাই; আসলে, লোকটা ওকে বিক্রয় করে দিয়েছিলো। বিয়েটা ছিলো প্রতারণা;  লোকটা দুবাই, কিংবা পাকিস্তানে আছে; হাবাধনও ওখানে কোথায়ও আছে। মাকে মাঝে মাঝে টাকা পাঠাতো।
৪| 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে দুইটা বিষয় পরিস্কার হয়নি- 
১। একটা মেয়ের নাম 'হাবাধন'!!! এ নামের অর্থ কি? মেয়েটার ধর্ম কি? মেয়েটার বয়স কত? 
২। রাতে মেয়েটাকে আপনি পোঁছে দিলে বদনাম হবার কি আছে? তখন তো আপনি ছোট। ১৩ বা ১৪ বছর হবে।
 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:২৬
চাঁদগাজী বলেছেন: 
ওর মা খবই সুন্দরী ছিলো; কিন্তু কিছুটা মানসিক সমস্যা ছিলো; ওর বাবার মৃত্যুর পর, ওর মায়ের নামে কিছুটা বদনাম ছিলো;  এবং  পরে মেয়েটার নামেও বদনাম হয়েছিলো।
ওরা খুবই বেকুবী নাম রেখেছিলো, হাবাধন; মুসলিম। তখন বয়স হয়তো ১২ বছর ছিলো।
৫| 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: হাবাধন এখন কোথায়? জানেন কিছু??
 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:২৩
চাঁদগাজী বলেছেন: 
হাবাধন পাকিস্তানে, কিংবা দুবাইতে; ওকে বিয়ের নামে প্রতারণা করে, নোয়াখালীর একলোক ওকে দুবাইতে বিক্রয় করে দিয়েছিলো। সেই লোক দেশে থাকে না।
৬| 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:৩৮
রানার ব্লগ বলেছেন: আপনি এক কাজ করেন আপনার সৃতি গুল কে একত্রীত করে একটা বই আকারে প্রকাশ করেন।
 
০৩ রা মার্চ, ২০২০  বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন: 
চেষ্টা করবো
৭| 
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
চমৎকার লেখার হাত আপনার।  আপনি গল্প বললেও হয়তো মন দিয়ে শুনতাম এবং কখন গল্প শেষ হয়ে যেতো টেরই পেতাম না।  
আপনার এই ধরণের লেখার ক্ষেত্রে ঠিক এমনই হয়। 
ভালো লাগা রইলো। ++
 
০৩ রা মার্চ, ২০২০  বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন: 
ওকে, গল্প লিখবো
৮| 
০৩ রা মার্চ, ২০২০  দুপুর ১২:২৪
কানিজ রিনা বলেছেন: আমাদের দেশের সমাজের কালচার বিধবা
মেয়েদের নামে কুৎসা করা। যদি হয় সুন্দরী
তাহলে তো কথাই নাই। অভাবে কারো বাড়ি
কাজ করা কারো কাছে হাত পাতা কেউ
দয়া করে করে টাকা পয়সা দিলে বিশেষ করে
পুরুষ মানুষ,অমনি কুৎসা শুরু হয়ে যায়।
আপনার গল্প গুল ভালই লাগে।
 
০৩ রা মার্চ, ২০২০  বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন: 
আপনাকে দেখে ভালো লাগছে, আপনি ভালো আছেন তো?
৯| 
০৩ রা মার্চ, ২০২০  বিকাল ৩:৩২
মানবিক_মানব বলেছেন: কে বলে তুমি বারাঙ্গনা, মা?
অসতী মাতার পুত্র সে যদি জারজ হয়!
অসৎ পিতার পুত্র তবে জারজ সুনিশ্চয়। 
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, কাজী নজরুল ইসলাম
 
০৩ রা মার্চ, ২০২০  বিকাল ৪:৪২
চাঁদগাজী বলেছেন: 
খুবই কষ্টের ব্যাপার হলো, কবি নজরুল ইসলাম ভয়ংকর দরিদ্র ছিলেন
১০| 
০৩ রা মার্চ, ২০২০  বিকাল ৫:০০
মিরোরডডল  বলেছেন: হাবাধন নামটা কেমন যেন ছেলে ছেলে ।
নতুন করে বলার কিছু নেই । এরকম লেখাগুলো খুবই ভালো লাগে এন্ড ইউ নো দিস ।
সেই সময়ে আপনি নারীমহলে খুবই পপুলার ছিলেন বলে মনে হয় :- )
 
০৩ রা মার্চ, ২০২০  বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন: 
আমাদের সময়ে গ্রামের জীবন এই রকমই ছিলো;  দরিদ্র পরিবারের বাচ্চদের নামগুলোও দরিদ্র ধরণের ছিলো
১১| 
০৩ রা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:১৫
কানিজ রিনা বলেছেন: আমি বেশ কিছু দিন মন্তব্য করিনা চোখের
সমস্যার জন্য। একটা চোখ অপারেশন হয়েছে
আর একটা কিছুদিন পরে হবে। দোয়া রেখেন।
 
০৩ রা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:২৭
চাঁদগাজী বলেছেন: 
আপনার জন্য অনেক অনেক শুভ-কামনা রলো, আপনার চোখ নিরাময় হোক।
১২| 
০৩ রা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৫৪
মিরোরডডল  বলেছেন: কি যে বলেন 
নাম আবার ধনী দরিদ্র কি
পাখী, শতাব্দী এগুলো সবই সুন্দর নাম
ওরাও সে সময়ের
বাই দা ওয়ে , আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম ওটা এখন আর করার দরকার হবেনা কারণ একই প্রশ্ন আমি ঠাকুরমাহমুদকে করেছি । সময় হলে ওনার আজকের পোষ্টে কমেন্টে দেখে নেবেন প্লীজ । 
হোপ ইউ ডোন্ট মাইন্ড টু ।
 
০৩ রা মার্চ, ২০২০  রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন: 
ঠাকুর মাহমুদের পোষ্টে আপনার প্রশ্ন ও উত্তর দেখেছি।
১৩| 
০৩ রা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৩৮
মিরোরডডল  বলেছেন: ডু ইউ ওয়ানা শেয়ার ? ইফ নট, ইটস ওকে ।
অনেক সময় সব কথা হয়তো বলা যায়না ।
 
০৩ রা মার্চ, ২০২০  রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন: 
আপনাকে আমি এক সময় জানাবো।
১৪| 
০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৪:০৩
হাসান রাজু বলেছেন: আপনার এই গল্প/ঘটনা গুলো পড়া সহজ।  ভালো ও লাগে।
অন্তত বিলিয়ন ট্রিলিয়নের ডিম গুনা শিখতে হয়না।  আর আপনি বিলিয়ন ট্রিলিয়নের ডিম গুনতে পারেন সেটা নিয়ে ফুটানি মারতে হয় না।
 
০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন: 
এগুলো আমার, আপনার জীবনের সাথে জড়িত।
আজকের বিশ্বে যেই শিক্ষিত বাংগালী, ১০ সেকেন্ডার মাঝে ১  ট্রিলিটিয়ন ও ৩ সেকেন্ডার মাঝে ১ বিলিয়ন লিখতে  না পারে, তাকে সৌদীতে উট চরাতে পাঠানোর দরকার।
১৫| 
০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৫:৪৭
হাসান রাজু বলেছেন: হা হা হা ........ 
জনাব, এদেশে হাজার, লক্ষ জানলেই বহুত ।  কিন্তু সৌদিতে গেলে বিলিয়ন ট্রিলিয়ন হিসেব জানতেই হবে ।  বিলিয়ন, ট্রিলিয়নের ডিম গুনেই  বাকবাকুম করে ব্লগময় দৌড় ঝাপ দিচ্ছেন।  সৌদি ধনকুবেরদের আমেরিকার বাজারের শেয়ারের দাম হিসেব করতেই আপনার ট্রিলিয়নের ডিম ভেঙ্গে যাবে।  
তারচেয়ে "ঘানা" বলতেন বুঝতাম মাথায় বুদ্ধি সুদ্ধি আছে।   ট্রিলিয়নের ডিম গুনে এতো ফাল পাড়া লোকের মাথায় বুদ্ধি আছে আশা করাটাই বকামি।
 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
চাঁদগাজী বলেছেন: 
জাতির অবস্হা বুঝতে হলে, সংখ্যা ও অংক বুঝতে হয়: জিডিপি, বাজেট, এক্সপোর্ট, ইমপোর্ট, রিজার্ভ, মাথাপিছু আয়, জনসংখ্যা, শিক্ষার হার, শিক্ষার মান বুঝার জন্য সংখ্যা দেখলেই যেন বুঝা যায়। 
ব্লগে, এক ব্লগার নিয়মিতভাবে দুরত্বকে "বর্গ কিলোমিটারে" লিখতেন, পদ্মাসেতু নিয়ে লিখেছিলেন, "সেতুর আয়তন ৬.২ বর্গ কিলোমিটার"; উনার পোষ্টে গড়ে ৪০টা কমেন্ট পড়তো; কেহই উনার ভয়ংকর ভুলগুলো ধরতে পারেনি। উনার বই বের হয়েছে
১৬| 
০৪ ঠা মার্চ, ২০২০  রাত ৯:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
 
০৫ ই মার্চ, ২০২০  রাত ৩:১৩
চাঁদগাজী বলেছেন: 
আপনার শৈশব গ্রামে কেটেছে?
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২০  ভোর ৬:৪৯
রাবেয়া রাহীম বলেছেন: আপনার লেখার হাত বেশ ভালো । পড়তে ভালো লাগছিল। লেখায় গভীরতা আছে। তবে "ইহা" " উহা" শব্দগুলি বাদ দিলে লেখা আরও গতিশীল লাগবে।
দুঃখীদের পাশে থাকার কথা প্রায়ই আপনার লেখায় ফুটে উঠে। আপনার এই মানবিক গুনাবলি প্রসংসার দাবী রাখে।
ধন্যবাদ