| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
   
****   বাইডেন: ৬৬৪,  স্যান্ডার্স: ৫৭৩ *****
****   বাইডেন: ৫৬৬,  স্যান্ডার্স: ৫০১  *****
গতকাল ছিলো আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে, ডেমোক্রেটিক প্রার্থী নির্বাচনের 'সুপার টুইসডে'র ভোট: একসাথে ১৪ রাজ্যে ভোট হয়েছে; ভোটের ফলাফল এখনো চুড়ান্ত হয়নি; আপাতত, এই ভোটে বাইডেন বিজয়ী। গতকালের ভোটের আগে, ৪ রাজ্যের ভোট শেষ হয়েছিলো, তখন স্যানডার্স সামনে ছিলো। গণনা এখনো পুরোপুরি শেষ হয়নি; আমি উপরে যেই ডেলিগেইট কাউন্ট দিয়েছি ( বাইডেন: ৪৫৩ জন, স্যানডার্স: ৩৮২ জন) ইহা বদলে যাবে আগামী কয়েক ঘন্টায়।
স্যানডার্স আধা-সোস্যালিষ্ট; বাইডেন ট্রাম্পের মতোই ডেমোক্রেট, তবে সামন্য ভদ্র, গড় রাজনীতিবিদ। ২০১৬ সালে, ট্রাম্প হঠাৎ করে ভোটে নাম লিখায়ে, নিজের টাকা খরচ করে, শেষ অবধি আমেরিকান প্রেসিডেন্ট হয়েছিলো, সেই পথ অনুসরণ করে, এবার ইলেকশান ক্রয় করার চেষ্টা করেছিলো নিউইয়র্ক শহরের প্রাক্তন মেয়র, বিলিওনিয়ার মাইক ব্লুমবার্গ, সে প্রায় ৫০০ মিলিয়নের বেশী খরচ করে, পরাজিত হয়েছে, আমেরিকায় ইলেকশান কেনা যায় না। 
আমেরিকার গণতান্ত্রিক নির্বাচন স্বচ্চ ও বেশ কঠিন; ব্লগের একজন রাজনৈতিক বিষয়ে লেখক ব্লগার তা স্বীকার করেছেন। আমার ধারণা, শতকরা ৯০ জন বাংগালী রাজনৈতিক নেতা উহা বুঝে না; বেশীর ভাগ শিক্ষিত বাংগালী ইহা জানে না বলেই তাদের একাংশ জেনারেল জিয়ােকেও "বহুদলীয় গণতন্তের প্রবর্তক" হিসেবে বলে, জেনারেল এরশাদের প্রশংসা করে, এরা সোজাসুজি ইডিয়ট। 
গতকালের ১৪ রাজ্যের ভোটে, বাইডেন ৯ রাজ্যে জয়ী হয়েছে এবং স্যানডার্স পেয়েছে ৪ রাজ্য; ভোটের গণনা শেষ হলে, বাইডেন ও স্যানডার্স ডেলিগেইট কাউন্টে অনেকটা কাছাকাছি চলে যেতে পারেন; কালিফোর্নিয়া রাজ্যে বিজয়ী হচ্ছে স্যান্ডার্স, এখানে গণনা শেষ হলে, স্যান্ডার্সের সংখ্যা বাড়বে।
বাইডেনকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে গেছে আমেরিকার গরীবেরা, আফ্রিকান আমেরিকান ও স্পেনিশ আমেরিকানরা; কিন্তু আমি জানি, বাইডেন এইসব গরীব লোকদের জন্য ভালো কিছু করেনি,  ভবিষ্যতেও করবে না। 
জেনারেল ইলেকশানে, স্যানডার্স কিংবা বাইডেনের বিজয়ের আশা এখনো নেই; আমেরিকার মানুষ ট্রাম্পের উপর যতটুকু ক্ষেপেছে, সেটা ওর 'অভদ্রতার' জন্য মাত্র; প্রেসিডেন্ট হিসেবে আসলে সে এখনো জনপ্রিয়; ট্রাম্পের জনপ্রিয়তা খুবই কম বাংলাদেশ, আরব, ইউরোপে ও কানাডায়।
 
০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন: 
বাংগালী জাতিকে উন্নত করার দায়িত্ব ছিলোো শিক্ষিতদের; তারাই যদি 'এক কোণায় পড়ে থাকেন', অশিক্ষিত গরীবেরা কার কাছে সাহায্য চাইবে?
২| 
০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৫:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার নুরু সাহেবের মাথা আবারো ঘুরবেনা তো?
 
০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন: 
নুরু সাহেব ভালো ব্লগার, ভালো মানুষ; তবে, গড়ে শিক্ষিত বাংগালী। একটা দিক ভালো, অনেক ব্লগারের চেয়ে ভালো ধারণা রাখেন
৩| 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:২৮
ঢাবিয়ান বলেছেন: আশা করছি এবার বাইডেন: বা স্যানডার্সই জিতবে। আশা করা জায় আমেরিকানরা এবার বর্নবাদের বিরুদ্ধে অবস্থান নেবে। দেশে দেশে বর্নবাদী, সেচ্ছাচারী স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকাটা এই বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত ভয়াবহ।
 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৩৫
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প অভদ্র,  এবং গলাকাটা ক্যাপিটেলিজমের শয়তান; সে বাদ পড়লে ভালোই হতো; কিন্তু ডেমোক্রেটদের ভালো প্রার্থী নেই।
৪| 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
জুন বলেছেন: আমি শতভাগ নিশ্চিত যে ট্রাম্পই আবার হোয়াইট হাউসে আসবে তা তার যেই চরিত্রই হোক। আমেরিকান হোয়াইট সুপ্রিমেসী বজায় রাখার জন্য হলেও সে ভোট পাবে জয়ের জন্য। আমাদের মত তৃতীয় বিশ্বের জনগন এর কি সুবিধা অসুবিধা এটা তাদের বিবেচ্য নয়।
 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৪৬
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প ব্যবসায়ী, সে বলেছে যে, যারা ৩য় বিশ্বে আছে, তাদেরকে বুঝতে হবে যে, তাদের সরকারগুলো তাদেরকে ওখানে রেখেছে; আমি জানি সে বাংলা জানে না, সামু পড়েনি; কিন্তু সে আমার কথাটা বলেছে।
৫| 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আমেরিকান ইলেকশান রহস্যজনক কিছু একটা দেবে আশা করছি। কারণ এই ইলেকশান কারো নিয়ন্ত্রনে না। শেষ পর্যন্ত ফলাফল কি হয় তাই জানার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার দেখছি না। 
আপনি যে এলাকায় থাকেন সেখানে বাংলাদেশী মার্কিন কেমন আছে ? 
তাদের সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট কার দিকে?
তাদের মতামত কি?
 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৪৮
চাঁদগাজী বলেছেন: 
আমি ডেমোক্রেটিক ষ্টেইটে (যখনে ডেমোক্রেটরাই জয়ী হয়) আছি।  যদি ২৫ বছরের নীচের লোকজন ভোট দেয়, তা'হলে শুধু ট্রাম্প পরাজিত হবে।
৬| 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবার ট্রাম্প, আবার ট্রাম্প, আবার ট্রাম্প।
 
০৪ ঠা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৫১
চাঁদগাজী বলেছেন: 
ভয়ংকর কিছু না ঘটলে ট্রাম্প সিওর জয়ী হবে; তবে, তরুণরা যদি ভোট দেয়, এবং ভোটের পরিমাণ যদি শতকরা ৫৪/৫৫ ভাগ হয়, তখন ট্রাম্প টিকবে না।
৭| 
০৫ ই মার্চ, ২০২০  ভোর ৪:৫৬
দেশী পোলা বলেছেন: ট্রাম্প জিতবে, বাইডেন গোহারা হারবে, 
স্যান্ডার্স আসলে দেশটা বদলে যেত
 
০৫ ই মার্চ, ২০২০  ভোর ৬:২৫
চাঁদগাজী বলেছেন: 
স্যান্ডার্স এল ভালো হতো; কিন্তু সে ট্রাম্পের সাথে বিতর্কে পারবে বলে মনে হয় না। বাইডেনের সমস্যা আছে; কিন্তু ট্রাম্পকে ভয় পায় না।
 
০৫ ই মার্চ, ২০২০  ভোর ৬:২৬
চাঁদগাজী বলেছেন: 
কেমন আছেন, কোথায় আছেন?
৮| 
০৫ ই মার্চ, ২০২০  ভোর ৫:১১
কাছের-মানুষ বলেছেন: ট্র্যাম্প যাই করুক বড় ধরনের কোন যুদ্ধে জরায় নি এবার! বিগত বছরগুলো দেখা গেছে একই ব্যাক্তি পরপর দুইবার সরকার প্রধান হয়েছে আমেরিকায়, এবারো তার ব্যতিক্রম হবে না মনে হয়! 
আপনি বলছেন ট্র্যাম্প গলা কাটা ক্যাপিটালিজমের মুরিদ! ব্যবসায়ীরা কার পক্ষে এবার?
 
০৫ ই মার্চ, ২০২০  ভোর ৬:২৩
চাঁদগাজী বলেছেন: 
সব  ব্যবসায়ীরা রিপাবলিকান দলে।
৯| 
০৫ ই মার্চ, ২০২০  সকাল ৯:০৫
একজন নিষ্ঠাবান বলেছেন: ট্রাম্প জিতলে বিশ্বে আরো বিভক্তি বাড়বে।
 
০৫ ই মার্চ, ২০২০  সকাল ৯:৩২
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প কোনভাবে বিশ্বকে ভিবক্ত করেনি; সে যুদ্ধ লাগায়নি, আপনি চা-দোকানের কথা ব্লগে বলছেন?
১০| 
০৫ ই মার্চ, ২০২০  সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
বাংগালী জাতিকে উন্নত করার দায়িত্ব ছিলোো শিক্ষিতদের; তারাই যদি 'এক কোণায় পড়ে থাকেন', অশিক্ষিত গরীবেরা কার কাছে সাহায্য চাইবে? 
এই জাতির হলো ''তলা ছাড়া বাক্স'' টাইপ।
 
০৫ ই মার্চ, ২০২০  সকাল ৯:৩৫
চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনা এক পদ্মাসেতু ও মেট্রো রেলের কথা বলে, দেশের গরীব মানুষদের বিদেশ বিক্রয় করে চলছে, দেশে চাকুরী সৃষ্টি করেন না, উনি ডলার রাখার জন্য ব্যাংক বানিয়ে যাচ্ছেন অনবরত
১১| 
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১৬
জাহিদ  হাসান বলেছেন: ব্লুমবার্গ শুধু অঢেল টাকা ঢেলে এখনো টিকে আছেন। তবে সেও ঝরে যাবে।
শেষমেশ লড়াইটা হবে বাইডেন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে। 
 
০৫ ই মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:১৬
চাঁদগাজী বলেছেন: 
ব্লুমবার্গ আউট।
১২| 
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১২:১৫
হাসান রাজু বলেছেন: আমেরিকার গণতান্ত্রিক নির্বাচন স্বচ্চ ও বেশ কঠিন .........  
আপনার এক অন্ধ ভক্ত  
  বলেছেন।   আমেরিকার নির্বাচনে রহস্যজনক কিছু ঘটবে (আহা কি তান্ত্রিক রে বাবা !!!)।   হা হা হা ...... কথা হল, রহস্য থাকলে স্বচ্ছ নাকি অস্বচ্ছ ধরে নিতে হবে?
 
০৫ ই মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:১৮
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার নির্বাচন সায়েন্টেফিক, এখানে অস্বচ্চতার কিছু নেই।
১৩| 
০৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:২৯
হাসান কালবৈশাখী বলেছেন: 
ব্লুমবার্গ অনেক পিছিয়ে পরে অবশেষে সারেন্ডার করে খ্যামা দিছে। স্যান্ডার্সও পিছিয়ে পরেছে।
শেষমেশ লড়াইটা হবে বাইডেন ও ট্রাম্পের ভেতর।
 
০৫ ই মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
চাঁদগাজী বলেছেন: 
মনে হচ্ছে, সেটা ঘটতে পারে; তবে, স্যান্ডার্সকে ডেমোক্রটিক দলের নেতারা ও মিডিয়া চাচ্ছে না, কিন্তু ট্রাম্প চাচ্ছে।
১৪| 
০৫ ই মার্চ, ২০২০  বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনা এক পদ্মাসেতু ও মেট্রো রেলের কথা বলে, দেশের গরীব মানুষদের বিদেশ বিক্রয় করে চলছে, দেশে চাকুরী সৃষ্টি করেন না, উনি ডলার রাখার জন্য ব্যাংক বানিয়ে যাচ্ছেন অনবরত 
ব্যাংক আর ইনস্যুরেন্স গুলোর বর্তমানে খুব রমরমা অবস্থা।
 
০৫ ই মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:২১
চাঁদগাজী বলেছেন: 
অপ্রয়োজনীয় ব্যাংক ও ইনস্যুরেন্স ব্যবসা করছে দেশের উঁচু শ্রেণীর ও সরকারের পোষা ডাকাতেরা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: থাকি এক কোনায় পড়ে। আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে কিছুই তো জানি না!!!