নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রেমিটেন্স কমবে, গার্মেন্টস\'এ চাকুরী যাবে, নতুন আরবী ভিসা স্হগিত হবে।

১০ ই মার্চ, ২০২০ রাত ২:৫৯



বাংলাদেশের অভ্যন্তরে করোনা বেশী না ছড়ালেও, বাংলাদেশের মানুষকে বিদেশের অর্থনৈতিক শ্লো-ডাউনের ভার বইতে হবে। প্রথমত: করোনা সংক্রমণ যদি আগামী ২/৩ মাস ইউরোপ ও আমেরিকায় থাকে, গার্মেন্ট রপ্তানী কমে যাবে; আমেরিকা ও ইউরোপে মানুষ মলে যাওয়া বন্ধ করে দিয়েছে; এর ফলে, বাংলাদেশের গার্মেন্টস'এর মালিকরা কর্মচারী ছাঁটাই করবে।

আমেরিকা, বৃটেন ও ইউরোপের বাংগালীদের আয় কিছুটা কমবে, এবং এরা দেশে টাকা আগের মতো পাঠাবে না, কিছু সময় টাকা হাতে রাখতে চাইবে; আরব ও মালয়েশিয়ায় অনেক শ্রমিক যথা সময়ে বেতন পাবে না; ফলে, ওরা চাইলেও দেশে আগের মতো টাকা পাঠাতে পারবে না।

আরব ও মালয়েশিয়া থেকে যারা দেশে এসেছে ছুটিতে, তাদের অনেকেই হয়তো ফিরতে পারবে না; এসব দেশ বাংলাদেশ থেকে প্রবেশ বন্ধ ঘোষণা করবে, মনে হয়; এবং নতুন করে ভিসা দেবে না কিছু সময়।

আমেরিকা, কানাডা ও ইউরোপ থেকে মানুষ দেশে বেড়াতে আসবে না বেশ কিছু সময়।

সব মিলে বিদেশে করোনার জন্য বাংলাদেশের অর্থনীতিতে সামান্য সমস্যা দেখা দিতে পারে। সরকার চাইলে, এসব সমস্যার কিছু অংশ সমাধান করতে পারে:

গার্মেন্টস ও এক্সপো্র্ট মুখী ব্যবসার লোকদের চাকুরী চলে গেলে, তাদেরকে ৩/৪ মাসের জন্য "আন-এমপ্লয়মেন্ট" ভাতা দিতে পারে সরকার; এতে, চাকুরীহারা লোকজন হঠাৎ করে বিপদে পড়বে না, এবং ২/৩ মাসের মাঝে কিছু একটা করতে পারবে, ছেলেমেয়েদের নিয়ে পথে দাঁড়াবে না।

যেসব পরিবার রেমিটেন্স নির্ভরশীল, তাদেরকে চলার মতো টাকা ঋণ দেয়ার ব্যবস্হা করতে পারে তাদের নিজস্ব ব্যাংগুলো, সরকারকে স্পনসর হতে হবে; পরে, টাকা আসার শুরু করলে, ব্যাংকগুলো ঋণের টাকা নিয়ে নিতে পারবে।

এইগুলো ফাইন্যানসিয়াল ভাবনা, এইগুলোকেে কাজে লাগাতে হলে, ব্যাংক ও সরকারের ফাইন্যান্স একত্রে কাজ করতে পারে; এসব সমাধানের ফলে সরকারের প্রতি জাতির আস্হা বাড়বে ও সামাজিক বিশৃংখলা কমে আসবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে।

মন্তব্য ৬৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২০ ভোর ৫:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোন সমস্যা দেখা দিবেনা আশা করি।
........................................................................................................
করোনার মূল যুদ্ধ হবে চীন- আমেরিকা বানিজ্য যুদ্ধ, মাঝে কিছু দেশ
কষ্ট পাবে ।

১০ ই মার্চ, ২০২০ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


গার্মেন্টসগুলোকে হয়তো বনাগগালীদের জন্য কাপড় বানাতে হবে। আমেরিকা ও ইউরোপের ষ্টক মার্কেট থেজে ১১ ট্রিলিয়ন ডলার বাস্প হয়ে গেছে।

২| ১০ ই মার্চ, ২০২০ ভোর ৫:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বর্তমান বিশ্বায়নের যুগে এই করোনা ভাইরাস এবং সৌদি-রুশ তৈল যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দ বা ধসের প্রভাব সকল দেশেই পড়বে | এতে কারো আত্মতৃপ্তির অবকাশ নেই |

১০ ই মার্চ, ২০২০ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



সৌদী-রুশ তেল সমস্যায় তেল এত নীচে পড়েছে যে, রিকসাও গ্যাসোলিনে চালানো যাবে; ইহার প্রভাব পড়বে শীঘ্রই।

৩| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৭:৪৬

জাহিদ হাসান বলেছেন: আমরা ঘুরে দাড়াবোই। সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আশা রাখুন। বিশ্বাস রাখুন।

১০ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমরা এমন যায়গায় আছি, ঘুরলে পিঠ কিংবা পেট দেখা যায়।

৪| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৭:৫২

জাহিদ হাসান বলেছেন: Stay Strong !

১০ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমি চেষ্টা করছি, গার্মেন্টস'এর মেয়েরা চেষ্টা করেও পারে না; ঘুরেফিরে একই বৃত্তে

৫| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৮:০৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: করোনা বাংলাদেশের পোশাক রপ্তানীতে ইউরোপ আমেকিায় খানিকটা মন্থর হলেও গার্মেন্টসের কাঁচামালের জন্য বেশীর ভাগ চীন নির্ভর হওয়াতে, চীন পোশাক শিল্পকে আরো বেশী ভোগাবে।ভোগাচ্ছে। চীন সুস্থ না হলে বাংলাদেশের পোশাক শিল্প অসুস্থ হয়ে যাবে। এরি মধ্যে বহু কারকাখার কাঁচামালের অভাবে কাজ বন্ধ হয়ে গেছে।

১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


সাপ্লাই চেইন সমস্যা, এক্সপোর্টের বাজারও শ্লো, সমস্যা আছে সামনে।

যেসব কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকদের খাবার থাকার টাকা কে দিবে? কার দেয়ার কথা

৬| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫৭

অগ্নি সারথি বলেছেন: আন-ইমপ্লয়েন্টমেন্ট ভাতা যদি সরকার দেয় তাহলে সেখানে হরিলুট শুরু হয়ে যাবে। আর সরকারের হাতে এত অর্থও নেই যে এই বিশাল জনগোষ্টীকে এই সাপোর্ট দিতে পারবে। মেগা উন্নয়নের নামে কর্জ করতে করতে সরকার এখন ফতুর। অন্য কিছু ভাবতে হবে।

১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


সরকার আপনি এক জিনিষ নয়, সরকার ডলার গুণে বিলিয়নে; সরকার ফতুর নয়; সরকারের ১ বাজেট বছরের টাকা টাকা সেই বছরে খরচ করার মতো জনবলও নেই।

সরকারের টাকার কোন হিসেব গত ৪৯ বছরে একবারও দেয়নি।

৭| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: একজন আজ আমাকে ফিসফিস করে বললেন, আমেরিকা কমক্ষে ৫ লাখ লোকের করোনা ভাইরাস ধরেছে। সরকার বিষয়টা গোপন রেখেছে।

১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



৫ লাখের করোনা হলে, মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১০ হাজার (২% হিসেবে) হওয়ার কথা; আমেরিকায় ইহাকে গোপন করা কোন নবীর পক্ষেও সম্ভব হবে না।

ভোটের কারণে মানুষ একত্রিত হচ্ছে, ইহা ছড়াবে অনেক।

৮| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫১

রাশিয়া বলেছেন: আমরা কখনও সমস্যা ছাড়া ছিলাম না। সমস্যা এখন আমাদের নিত্যসঙ্গী। সমস্যা না থাকলেই বরং আমরা সমস্যায় পড়ি।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



সমস্যার সমাধান করা শিখতে হবে, জাপান, কোরিয়ান, সুইজারল্যান্ডকে অনুসরণ করতে হবে; আফগানিস্তান, পাকিস্তান, সৌদীকে অনুসরণ করলে, মৃত্যুর পর ভালো থাকা যাবে।

৯| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
২০০৯ এ এর চেয়ে বড় সমস্যায় পরেছিল বিশ্ব।
তখন বাংলাদেশে সমস্য হলেও তেমন বিপদ দেখা দেয় নি।
তেলের দাম পড়ে যাওয়াতে নবনির্বাচিত হাসিনার জন্য ছিল পোয়াবারো, একটা আশির্বাদ হয়ে দেখা দিছিল।
রপ্তানী কমে গেলেও বাংলাদেশের একটা বড় সুবিধা আভ্যন্তরিন একটা বিশাল, খাদ্য-পন্য বাজার। চাল মাঝে মাঝে আমদানী করা হলেও মাছ মুরুগী গোমাংশ আমদানী করতে হয় না।
বাংগালী যত বিপদে পরুক আমরিকার মত কেনাকাটা বন্ধ করে দেয় না। ২০০৯ এ ও কেনাকাটা কমায় নি। দাম বাড়লেও কিনবে।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



বর্তমান আওয়ামী লীগ আপনার মতো কমবুদ্ধিমান লোকে ভরপুর।

১০| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সমগ্র বিশ্ব অর্থনীতিতে একটা ধাক্কা খাবে মনে হচ্ছে।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


চীনারা দৈনিক ২/৩ ঘন্টা বেশী কাজ করে পুষিয়ে নেবে, সমস্যা হবে ইউরোপের

১১| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা গত কয়েকদিন আগে ছুটিতে এসেছে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আবার ফেরত যেতে না পারলে অনেক সমস্যা শুরু হবে। দেশে গার্মেন্টস অর্ডার না পেলে চাকুরি যাবে অনেকের। বাড়িওয়ালারা চাপ দিবে ভাড়া দেয়ার জন্য। গতকাল শেয়ার বাজার থেকে অনেকে ক্যাশ নিয়ে বেরিয়ে গিয়েছে...

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



সরকারে কোন অর্থনীতিবিদ নেই; ঢাকা ইউনিভার্সিটি ইত্যাদির ফাইন্যান্সের লোকজন ফেইসবুকে বালছাল কবিতা লিখে দিন কাটায়।

১২| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪২

হাসান রাজু বলেছেন: হ্যাঁ । জনাব, দুনিয়ার কোন দেশটায় এই প্রভাব পরবে না ?
পেনিক ছড়ানো একদল মানুষের স্বভাবজাত বৈশিষ্ট । পুরো বিশ্ব যেখানে ভুগছে বাংলাদেশ সেখান থেকে বাদ যাবে কেন? বরং মজ্জাগত অদূরদর্শিতা, দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার এর কারনে অর্থনীতি মার খাবে এটাই স্বাভাবিক। এর প্রভাব অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কিছুতেই প্রত্যক্ষ, পরোক্ষ ভাবে পরবে।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:



মাথায় আধুনিক ভাবনা না থকলে, দিন কেটে যায় বোখারী শরীফ পড়ে।

১৩| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সর্বশেষ আপডেট : ১০/০৩/২০২০ সর্বমোট ১১৪ টি দেশ করোনা ঝুঁকিতে আছে ;
আক্রান্ত ১,১৪,২১৯ জন তার মাঝে ৬৪,১৪৭.০০ জন সুস্হ হয়ে বাড়ী ফিরে গেছে। মৃত্যু হয়েছে : ৪,০২৪ জনের

...................................................................................................................................................
এই মহুর্তে মৃত্যুর হার ৩.৫২ % , আশন্কাজনক এই যে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে ।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



মৃত্যু বেশী মানুষের হবে না, আমেরিকা ও ইউরোপের মানুষের জীবনের মুল্য বেশী হওয়ায়, এসব দেশে আতংকের সৃষ্টি হয়েছে।

১৪| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: আপনি যা যা বলেছেন তার সাথে সাথে উল্লেখযোগ্য পরিমান দেশের বিমান সংস্থাগুলো এখনই ভয়ংকর ধ্বসের সম্মুখীন। সেই সাথে ট্যুরিজম ব্যাবসা তো আছেই। উৎপাদকরাও বিশাল অর্থনৈতিক মন্দার কবলে পড়বে বলে আমার বিশ্বাস।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার বিমান, ক্রুইজ, রেষ্টুরেন্ট চেইন, সবাই কয়েকমাস টাকা হরাবে; ইহা মানুষের আয় কমিয়ে দেবে।

ভাবনা হচ্ছে, বাংলাদেশের মানুষ যারা পোশাক শিল্প কাজ করে, ও যারা রেমিটেন্সের আয়ে চলে, যারা বিদেশ চাকুরী পেয়েছে এবং যাবার জন্য লাইনে আছে, তাদের উপর চাপ পড়বে।

১৫| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪৯

বাকপ্রবাস বলেছেন: পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে, সরকার কোন আর্থিক প্রনোদনা দেবে দূরে থাক, ব্যাংক ব্যবস্থা লুটের যে আয়োজন সেখানে জিক্কে শামিম আর ফাপ্পিয়াদের রাজত্ব

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



এটা সরকারও নয়, সরকারের পায়জামাও নয়, ইহা বানরের আড্ডা

১৬| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
৫ লাখের করোনা হলে, মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১০ হাজার (২% হিসেবে) হওয়ার কথা; আমেরিকায় ইহাকে গোপন করা কোন নবীর পক্ষেও সম্ভব হবে না।
ভোটের কারণে মানুষ একত্রিত হচ্ছে, ইহা ছড়াবে অনেক।

বেশ কয়েকটা ম্যাগাজিনে নাকি এসেছে।
যেহেতু এক বাঙ্গালী আমাকে এই তথ্য দিয়েছে তার মানে তথ্য ঝামেলা আছে।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা হাশরের দিন আল্লাহ'র সামনে এট মিথ্যা বলবে যে, আল্লাহ নিজেই বিভ্রান্ত হয়ে যাবেন।

১৭| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪১

ফয়সাল রকি বলেছেন: বেকার ভাতা বা রেমিট্যান্স এর বিপরীতে ঋণ দেয়া সম্ভব না। আর যদি দেয়াও হয় তাহলে বেকার ভাতায় লুটপাট হবে আর ঋণ দিতে গিয়ে কিছু ব্যাংকার চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও পাবে না।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



যেগুলো বানরও করতে পারে, সেগুলো বাংগালীদের জন্য অসম্ভব কেন? অর্থনীতি ও ফাইন্যান্স'এর প্রয়োগ ব্যতিত জাতি কত সময় ইডিয়টের মত বসবাস করবে?

১৮| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টের কথাগুলি যুক্তিসঙ্গত । সংস্লিষ্টদের গুরুত্বের সাথে ভেবে দেখা প্রয়োজন ।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের সংশ্লিষ্টরা হচ্ছেন ব্লগারেরা, উনারা বুঝলেই যথেষ্ঠ

১৯| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগারদের অনেকে্‌ই সংস্লষ্ট পজিশনে আছেন । ধারণা করি বার্তা পৌঁছে যাবে !

১০ ই মার্চ, ২০২০ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের জন্য আরো সময় লাগবে

২০| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতি যে ব্যাপক ভূমিকা পালন করে। এসব খাতের ভবিষ্যতে খুব আশংকা জনক।

১০ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


এখানে যেসব মানুষ কাজ করেন, তাদের জন্য সরকারের কোন প্ল্যান নেই; সরকারের লোকদের ভেতরে বুদ্ধিমান বাংগালী নেই

২১| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৯

সুপারডুপার বলেছেন: মারফি'স ল বলে, "If anything can go wrong, it will"। করোনা সংক্রমণ ঠেকানো না গেলে, করোনার জন্য অর্থনীতিতে সমস্যা ঘটানোর সুযোগ থাকলে ঘটনা সে দিকেই গড়াবে।

১০ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



অর্তনীতি কার্যক্রম প্রকৃতির নির্ভর করে না, ইহা বুদ্ধিমত্তার উপর নির্ভর করে

২২| ১০ ই মার্চ, ২০২০ রাত ১১:১৯

নাসির ইয়ামান বলেছেন: সমস্যাটা মেনে নেওয়া কষ্টকর!

১০ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


সমস্যটা সব জাতির জন্য, যাদের মাথা আছে তারা ভালো থাকবে, যাদের মগজ কম তাদের মানুষ কষ্ট পাবে।

২৩| ১১ ই মার্চ, ২০২০ রাত ১২:২৭

অগ্নি সারথি বলেছেন:
সরকার আপনি এক জিনিষ নয়, সরকার ডলার গুণে বিলিয়নে; সরকার ফতুর নয়; সরকারের ১ বাজেট বছরের টাকা টাকা সেই বছরে খরচ করার মতো জনবলও নেই।

সরকারের টাকার কোন হিসেব গত ৪৯ বছরে একবারও দেয়নি।

- আজকে আমার মাথার উপরে ঋন কত জনাব? স্বীকার করছেন প্রচন্ড একটা বৈশ্বিক মন্দা আবার আশা করছেন সেই মন্দায় সরকার বিলিয়নে ডলার গুনে বেকার ভাতা চালু করবে? এক সরকারী কর্মচারীদের বেতন দ্বিগুন বৃদ্ধি করে জিভে কামড় দিয়েছে সরকার। আম্রিকায় বসে দিবা স্বপ্ন দেখা যতটা সহজ বাংলাদেশে বাস্তব উপলব্ধি তার থেকে হাজার গুন বেশী কঠিন।

কিছু দিন আগে, 'টাকার খোজে হন্যে সরকার' নামক একটা খবর এসেছিল প্রথম আলোতে। খুজে নিয়ে পড়ে নেবেন, কামে দিবো।

১১ ই মার্চ, ২০২০ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি ফাইন্যান্স বুঝেন বলে আমার মনে হয় না; শেখ হাসিনা খুশী যে, আপনাদের মতো আবদুর রহমান আছেন বাংলায়।

২৪| ১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইতিমধ্যে আরবের কয়েকটি দেশ বাংলাদেশসহ কয়েকটি দেশে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ছুটিতে আসা মানুষ যেতে পারছেনা। চীন থেকে ম্যাটেরিয়াল না আসায় কিছু গার্মেন্টসও বন্ধ হওয়ার উপক্রম।

সরকার এইসব মানুষ নিয়ে ভাবছে বলে মনে হচ্ছে না।
সকালে দেখলাম, 'করোনা নেই' এমন সার্টিফিকেট না থাকায় কিছু মানুষ সৌদিতে যেতে পারছেন না। তারা বলেছেন তাদের নিয়োগকর্তা, কোম্পানি সার্টিফিকেট নিয়ে সৌদিতে ট্রাভেল করার জন্য বলছে। কিন্তু তারা জানেন না, তারা এই সার্টিফিকেট কোথায় পাবেন!

১১ ই মার্চ, ২০২০ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



এই সমস্যাগুলো সরকারের লিলিপুটিয়ানদের মাথায় আসে না।

২৫| ১১ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৬

অগ্নি সারথি বলেছেন: সত্য! আপনার মত করে ফাইন্যান্স আমি বুঝতে চাই না। আমি বুঝিওনা। এনিওয়ে প্রথম আলোর খবরটা খুজে বের করবার চেষ্ঠা করেছিলেন? লিংক দিতে হবে?
সমস্যাটা কি গাজী সাব! তাল গাছ আপনার অধিকারে না থাকলে আপনি ব্যাক্তিগত আক্রমন করেন। এইসব বাল ছাল বন্ধ করেন, আপনার বয়স হইছে।
আমার উপরের মন্তব্য পড়ে বুঝেছিলেন, কি বলতে চেয়েছি? পুরো ফ্রি প্রসেস থেকে বেড়িয়ে অন্য কিছু ইংগিত করেছি, ফাইন্যান্স ঠিক ই জাগায় থাকছে সেখানে। এটা হতে পারে শর্ট টার্ম অন্য কোন কর্মসংস্থান।
মন্তব্য না বুঝলে, বলবেন বুঝায়া দিবো। বুইড়া বলদের মত বাল ছাল প্রতি উত্তর করবেন না। সকলে সহ্য নাও করতে পারে।

১২ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি বিসিএস পাশ করেও চাকুরী পাননি, বই লিখেছেন গার্বেজ; একবার সামুতে "ডয়েছে ভেলের" কি হওয়ার জন্য মানুষের "লাইকের জন্য" কান্নাকাটি করেছিলেন, প্যাথটিক!

২৬| ১২ ই মার্চ, ২০২০ রাত ১:৩৪

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! গাজী সাব আপনার বুদ্ধিভ্রম হয়েছে চ্রম ভাবে।
আপনার জ্ঞাতার্থে জানাই, আমি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করি। যা রোজগার করি তাতে আপনের মত আম্রিকা গিয়া কামলা দেয়া লাগে নাই, বিসিএস তো গোনায় ধরিনা।
নজরবন্দী আর অহল্যা দুইটা বই লিখেছিলাম জনাব? পড়েছিলেন? ঠিক কোন জায়গায় গার্বেজ জানাবেন, চেষ্ঠা করবো শুধরে নিতে। আর না পড়েই যদি বলেন তাহলে আপনার মত আবালচোদার সাথে এ নিয়ে কথা বলতে চাই না।
ডয়েচ ভেলের কি হওয়ার জন্য!!!!- বালের ব্লগিং করেন! এটা তো প্রত্যেক ব্লগারের জানা! ডয়েচ ভেলের কি নয় এটা, এটা ববস এওয়ার্ড। আপনার মত গর্ধবের জ্ঞান বৃদ্ধির জন্য জানাই, এই এওয়ার্ডের জন্য অভিজিৎ, ইমন জুবায়ের এর মত ব্লগার মনোনীত হয়েছিলেন। আর হ্যা এটা লাইক নয়, এটা একটা ভোটিং সিস্টেম ছিল। আমার সাথে অন্য প্রতিযোগীরা যেমন সুন্দরবন বাচাও আন্দোলন, ব্রাক এর মায়া এপস, জে এম ভি আকাশ ও মানুষকে ভোট দিতে বলেছিল। এখন এটা কান্নাকাটি হলে আপনাকে বলবো আপনার বয়স হইছে, তাই উল্টা পাল্টা বকছেন। চান্দির মধ্যে সরিষার তেল ডইলা একখান ঘুম দ্যান ভাউ। মাথাডা ঠান্ডা থাকবো, পাগলামিডা কমবো।

১২ ই মার্চ, ২০২০ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:



চাকুরী করে ভালো আছেন জেনে ভালো লাগলো; তবে, বিসিএস ভাইবায়, আপনার সম্পর্কে খারাপ কোন নোট ছিলো।

আপনার বই আমি পড়িনি, আপনার পোষ্ট পড়েছি; বেশীরভাগ পোষ্ট ছিলো গার্বেজ। ১০ বছর ব্লগিং করেছেন, নিজকে অন্যদের সাথে তুলনা করে দেখেন।

বব'স না মবস'এ ব্লগারেরা আপনার পক্ষে ভোট না দেয়ায় আপনি লিলিপুটিয়ানের মত কান্নাকাটি করে ব্লগারদের বিপক্ষে কথা বলেছিলেন; সেটা আমার মনে আছে।

২৭| ১২ ই মার্চ, ২০২০ রাত ৩:১৪

সোহানাজোহা বলেছেন: ছিঃ ছিঃ অগ্নি সারথি ছিঃ একজন শিক্ষিত মানুষের ভাষাজ্ঞান এমন জঘন্য হতে পারে!

১২ ই মার্চ, ২০২০ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


উনার চাকুরী বাকুরী না হওয়ায় আমি চিন্তিত ছিলাম; এবং এর কারণও আমি বুঝতাম। যাক, এখন চাকুরী করছেন, এটা ভালো খবর।

২৮| ১২ ই মার্চ, ২০২০ ভোর ৪:৩৮

কাছের-মানুষ বলেছেন: যেই স্টেটে থাকি এখানে এখনো ভাইরাস আসেনি! তবে আমেরিকানরা প্রচুর ট্রাভেল করে, করোনা যে কোন সময় এখানে চলে আসতে পারে!

মধ্যপ্রাচ্য বাংলাদেশিদের ঢুকতে বাধা দিচ্ছে এবং আরও দিবে শিঘ্রই যদিও বাংলাদেশে এর প্রকোপ এখনো সেরকম মিডিয়ায় আসেনি, নিউজে পড়লাম যেই তিনজনের ভাইরাস ধরা পরেছিল তাদের দুজন প্রায় সুস্থ হয়ে উঠছেন!

আমেরিকায় বাংলালিদের ঢুকতে না দেয়ার সম্ভবনা কতটুকু মনে করেন ?

১২ ই মার্চ, ২০২০ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



সৌভাগ্য বাংলাদেশের অবস্হা ভালো; আমেরিকা ভাবছে, ইতালি ও ইরান থেকে আসা স্হগিত রাখবে কিছু সময়; বাকীদের বেলায় এখনো কিছু বলছে না। বাংগালীদের প্ররবেশ বন্ধ করবে না, মনে হয়।

ভালো থাকুন; বিনা প্রয়োজনে বাইরে যাবেন না।

২৯| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: প্রিয় সারথী, আপনাকে ওন করার মতো ঘিলু গাজী সাহেবের মগজে আছে কিনা ভাববেন! উনি নিজেকে শমসেরের চাচাতো ভাই মনে করেন। কিন্তু প্রকৃত ব্লগাররা তাকে দিকভ্রান্ত ভাঁড় বৈ কিচ্ছু ভানি না।

তার স্বভাব ব্লগারদের ব্যক্তিগত আক্রমন করে ঘাবড়িয়ে দেওয়া। এতে অনেককে ঘায়েল করতে সফলও হয়েছেন। এবার জায়গামতো আটকে গিয়েছে। নিজেকে চেতনার পম্ডিত ভাবে আবার নিক চয়েজ করেছে পাকী পতার নামে- চাঁদ তারা। প্রিয় ব্লগার অগ্নি সারথি’র কাছাকাছি এসব পাঁদ পাজীদের তিনবার জন্ম গ্রহন করতে হবে। সাথে পূর্ব জন্মের সনদও সাথে রাখতে হবে।

১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আছেন ৫ বছর, কবি হিসেবে আমরা সন্মান করে যাচ্ছি; আমি সমসাময়িক বিষয় নিয়ে লিখি, এগুলো নিয়ে তর্ক হয়; আপনি কবি, কবিতা নিয়ে তর্ক হওয়ার কথা নয়; কিন্তু কবিদের ব্যক্তিত্ব থাকতে হয়।

আপনি শেখকে নিয়ে বিবিধ সময়ে এমন কিছু বলেছেন, আপনার কোন ব্যক্তিত্ব আছে বলে মনে হয়নি।

৩০| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১২

অগ্নি সারথি বলেছেন: কি গাজী সাব! এখন কিরমানীর ব্যাক্তিত্ব নাই। একটু আগে দেখলাম নীল আকাশ নামের একজন ব্লগারের লিলিথ সংক্রান্ত একটা পোস্টে গিয়ে তাকে আক্রমন করে এসছেন!
উপরে একটা মাল্টিও জুটিয়েছেন দেখছি।
কিরমানী সম্মানীয় ব্যাক্তি! সম্মান তার প্রাপ্য। এখন কি একটু বিপক্ষে গেল, তার এখন ব্যাক্তিত্ব নাই?
শোনেন! আবারো মনে করিয়ে দেই আপনাকে, ডয়েচ ভেলে থেকে যে বেস্ট অফ অনলাইন এক্টিভিজমের মনোনয়ন দেয়া হয় তা আপনার মত ধুনফুন কাউকে দেয় নাই এপর্যন্ত। যখন আমি মনোনীত হই, কেন বাংলাদেশ হতে আমি মনোনীত হয়েছিলাম এর যৌক্তিকতাও তারা টানিয়ে দিয়েছিল বড় করে।
কিরমানীর মন্তব্য স্ক্রিনশট নিয়া রাখেন! অন্তত আমার লেখাকে গার্বেজ বলার আগে কামে দিবে।

১৩ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি কবিতা বুঝেন, কবিতার মান বুঝেন, কবিদের ভুমিকা বুঝেন, কিরমানীর পোষ্ট পড়লে বুঝবেন, উনার কবিতাগুলোতে অনেক অসুস্হ মনোভাব আছে।

ব্লগে কিছু একটিভ ব্লগার থাকেন সব সময়, আপনিও তাদের একজন; কিন্তু আপনার মনোভাব কখনো ব্লগিং'এর স্তরে যায়নি; আপনারা ইহাকে হোয়াইট-বোর্ড হিসেবে ব্যবহার করছেন।

১৩ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


ব্লগের কবিদের মাঝে, খায়রুল আহসান, সেলিম আনোয়ার, জাহিদ অনিক, নীলপরি, কিরমানী লিটন, ড: আলী সম্পর্কে ২ লাইনের ভেতর আপনার অভিমত দেন।

৩১| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১:৩০

কিরমানী লিটন বলেছেন: চাঁদ গাজী সাব, ইতিমধ্যেই প্রমান করেছেন আপনি মেন্টাল ডিজ অর্ডার। তাই অবলিলায় মিথ্যা বলতে আপনার বাঁধে না। অবশ্য বয়সের ভারেও খেই হারিয়েছেন- নইলে এমন মিথ্যা কিভাবে বলেন- আমি শেখ সাহেবকে নিয়ে কখনওই বাজে মন্তব্য করিনি। আর যদি করে থাকি- ব্লগে আমার সব লিকাই আছে লিঙ্ক দিয়ে প্রমান করুন- নইলে মেনে নিন আপনি শুধু ফালতুই নন- ভন্ড মিথ্যাবাদীও....

কিছু মনে না করলে, দয়া করে বলবেন কি- আপনি কোন ক্লাস পর্যন্ত পড়া লেখা করেছেন? দয়া করে মিথ্যা তথ্য দিবেন না। কারন আপনার জানানো উত্তরে আবার সম্পুরক প্রশ্ন করবো। আর শুনুন কথায় কথায় বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে শেখ শেখ বলবেন না। উনি কিন্তু আমাদের জাতির পিতা- কথাটা আপনার পাকী আত্না স্বিকার না করলেও- আমাদের পীড়া দেয়- মািন্ড ইট।

এবার একটি ছড়া শুনুনঃ

আমি একটা ছড়া বলব......

আমি একটা ছড়া বলব
এই ছড়াটা সবার
এই ছড়াটা হাসনাহেনা
গোলাপ বেলী জবার।

এই ছড়াটা খোকা-খুকুর
এই ছড়াটা বাবার
এই ছড়াটা দেয় প্রেরণা
মুক্তিযুদ্ধে যাবার।

এই ছড়াটা বীরশ্রেষ্ঠের
এই ছড়াটা মিতার
এই ছড়াটা বাংলাদেশের
এবং জাতির পিতার।

১৫ ই মার্চ, ২০২০ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:



আমরা যেই জেনারেশনের মানুষ, সেই জেনারেশন ১৯৬৬ সাল থেকে শেখ মুজিবর রহমান সাহেবকে শেখ সাহেব, বা সংক্ষেপে শেখ ডেকে আসছি; উনার নাম কি বদলায়ে দেয়া হয়েছে?

১৫ ই মার্চ, ২০২০ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


আমার পড়ালেখা ১৮ ক্লাশের বেশী।

১৫ ই মার্চ, ২০২০ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:



আপনি সার্বজনীন কবিতা লেখেন, নাকি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কবিতা লেখেন?

৩২| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৬

অগ্নি সারথি বলেছেন: @কিরমানী ভাই, তার দৌড় জানা হয়ে গিয়েছে। আপনি এখনো তার পেছনে কেনো সময় নষ্ট করছেন আমি বুঝছি না। সে জাস্ট উন্মাদ হয়ে গিয়েছে। গ্রাম দেশে একটা প্রবাদ আছে, যেই মাগী ভাতারের ভাত খাইতে পারে না তার সাত আল!
মূল জায়গা থেকে সরে গিয়ে আপনার কবিতা, আমার লেখা গার্বেজ, মিথ্যা তথ্য সব নিয়া হাজির হইছে। একটু পরে দেখবেন এইটাও বলা শুরু করছে, আমি একাধিক নারীর সাথে যৌন সংগম করি।
মালটারর ইগনোর করেন ভাউ!

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:০২

চাঁদগাজী বলেছেন:



আপনার মতো লোকজন দেশে অনেক, এজন্য জাতি এগুতে পারছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.