নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনা ক্যাপিটেলিজমের বিকট চেহারা প্রকাশ করছে?

১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:৩০



গত সপ্তাহে, আমেরিকার প্রাইভেট জেট-বিমানের ব্যবসা শতকরা ৩৫ ভাগ বেড়ে গেছে, অনেক ধনী পরিবার আমেরিকা ছেড়ে বিভিন্ন দ্বীপে চলে যাচ্ছে, মেক্সিকো, ব্রাজিল, পুয়ের্তো রিকোর রিমোট এলাকায় চলে যাচ্ছে; এসব জেট কোম্পানী নাকি কিছু দরকারী জিনিষপত্রও আগের থেকে কিনে রেখেছে তাদের ধনী কাষ্টমারদের জন্য। গত ২ দিন ম্যানহাটন অনেকটা হালকা হয়ে গেছে; কাজের লোকেরা কাজ কর, করোনার মাঝে থাক, ধনীরা দুরে থাকছে।

গতকাল সন্ধ্যা থেকে, আমি নিজেই করোনা এলাকয় আছি। যদিও আমি ব্লগে করোণা নিয়ে লিখছি, আমি জানি যে, আমি যেই এলাকায় আছি, এখানে করোনা আছে; কারণ, পুরো নিউইয়র্ক ব্যবসায়ীদের শহর; এদের অনেকেই সকাল বিকেল চীন, জাপান, ইউরোপ যায়। এই এলাকায় ৬টি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর, প্রতি মিনিটে মাথার উপর দিয়ে ঘুড়ির মতো বিমান উড়ছে; মাত্র গত ২ দিন একটু কমেছে, ট্রাম্প ইউরোপের লোকদের আসা বন্ধ করেছে।

ট্রাম্প বড় ব্যবসাসমুহের জন্য ট্রিলিয়ন ডলারের বিরাট প্যাকেজ তৈরি করছে; কারণ, কর্মচারীরা হয়তো কাজে আসতে পারে না, কাজের ক্ষতি হবে, ব্যবসার ক্ষতি হবে; আর, যারা অসুস্হ হয়ে কাজে যেতে পারবে না, তাদের জন্য ২ সপ্তাহের বেতন মাত্র।

এসব বৈষম্য নিয়ে কথা বলার মানুষ আমেরিকায় খুব বেশী একটা নেই; তার প্রধান কারণ হলো, এখানকার ট্রেড ইউনিয়নগুলোও ক্যাপিটেলিজমের ফ্রেইমওয়ার্কের ভেতরে।

আমাদের এলকায় করোনা ধরা পড়েছে, মুলত চীনা এলাকায়; ১ জন বাংগালীও বেশী অসুস্হ হওয়ার পর, গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলো, ইহুদী মহিলা ডাক্তার; ডাক্তার অনুমান করেছিলো করোনা, হাসপাতালে পাঠাতে চেয়েছিলো; কিন্তু উনি যাননি। পরে উনার মেয়ে (ছাত্রী) ডাক্তারের সাথে পরামর্শ করে করে বুঝতে পারে যে, হাসপাতালেই ভালো চিকিৎসা হবে, বাড়ীতে থাকলে ফুসফুসের সমস্যা হলে, বাঁচানো সম্ভব হবে না।

যাক, আমেরিকার সাধরণ মানুষ সরল, সোজা, এরা পরস্পরকে সাহায্য করে; কিন্তু যারা আমেরিকার মুল সম্পদের মালিক তারা নিজের প্রাণ নিয়ে পালাতে চায় অনেক সময়, এবার তাই ঘটতে যাচ্ছে মনে হয়।

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আরো কয়েকমাস করোনা থাকলে, এবং প্রাণহানির পরিমাণ বাড়লে টাকাওয়ালাদের স্বার্থপরতার রূপ আরো ক্লিয়ার হবে।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


করোনা সাধারণ আমেরিকানদের ভাবতে শিখাবে, মনে হচ্ছে।

ভয় হচ্ছে, কিছু হাসপাতাল হয়তো সাধারণ মানুষদের নেবে না, বলবে সীট নেই; এই অবস্হায় সরকার খুব একটা কন্ট্রোল করতে পারবে না।

২| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:০২

ঢাবিয়ান বলেছেন: পালিয়েই কি বাঁচা যাবে? এই মুহুর্তে কোথায় গেলে যে করোনার আওতা থেকে মুক্ত থাকা যাবে বলা কঠিন।।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ থেকে দুরে কোন বাড়ীতে থাকলে, বাজারে না গেলে, ইহা হবে না।

৩| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:০৮

আমি সাজিদ বলেছেন: ভয়াবহ অবস্থা, এই অবস্থায় বাংলাদেশী কমিউনিটিগুলোর কি অবস্থা ওইখানে?

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কম বুঝে, গতকাল এক মসজিদে জুমা নিয়ে পুলিশের সাথে সমস্যা হয়েছে: পুলিশ বলছিলো যে, মানুষকে পরস্পর থেকে ৬ ফুট দুরে থাকতে হবে মসজিদে। যাক, পুলিশ পরে চলে গেছে।

৪| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
'আমেরিকানদের বুর্জোয়া মনোভাব প্রকাশ পেশে শুরু করছে।
তবে পাপ বাপকেও ছাড়েনা। যেখানেই যাবি মৃত্যুর ছোবল থেকে
রক্ষা কি পাবি? লোক দেখানো মানবতা না দেখিয়ে সত্যিকারের
মানবিক হও তা হলে মরেও শান্তি পাবি।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি সব যায়গায় পাপ দেখেন; তবে, টাকা পয়সার মালিকেরা নিজদের সাধারণ মানুষ থেকে আলাদা ভাবে; ভালো দিক হলো, আমেরিকায় ইহা সবার চেয়ে কম।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


লোক দেখানোটা আমেরিকানদের মাঝে সবার চেয়ে কম।

৫| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৯

একাল-সেকাল বলেছেন:
* ইতালি থেকে দেশে ফিরে অব্যবস্থাপনায় হতাশ প্রবাসীরা পুনরায় ইতালি চলে জেতে চায়।
** কয়ারেন্তাইনে অনাগ্রহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা - স্বাস্থ্যমন্ত্রি
*** করোনার ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সরকার- যোগাযোগমন্ত্রি
সব গুলাই সত্য। শুধু বিভ্রান্ত জাতির চোখ কান !!

১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



ইতালি থেকে যারা ফিরে এসেছে, তারা হয়তো ভুল করেছে।

সরকারের উপর মানুষের আস্হা নেই; ফলে, দেশে বিশৃংখলা বাড়বে

৬| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৮

কালো যাদুকর বলেছেন: শুনলাম ডালাসের Irving e দুজনের (বাংলাদেশী) করোনা হোয়েছে। বাজারে কিছুই পাওয়া যাচ্ছে না। উইকেন্ডে বাচ্চাদের একটা ক্লাস নেই( রোবোটিক্স) সেটাও ক্যান্সেল করে দিতে হলো। উইকেন্ডে আরো অনেক কিছুই ক্যান্সেল হয়েছে। মানুষ একটা কৃতিম সংকট তৈরি করেছে বাজারে। সবাই প্যানিক।

ভাল থাকবেন। সাবধানে থাকবেন।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


বহুজাতিক এলাকায় মানুষ বেশী কিনছে, শুধু সাদা এলাকয় দোকানে সবই আছে।

এখন অনেক পদক্ষেপ নেয়া হবে, যেগুলোতে ভুলও থাকতে পারে; কারণ, এরা গত ২ মাস প্রস্তুতির সঠিক প্ল্যান করে নাই।

৭| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৭

সোহানী বলেছেন: সবাই আসলে ভয়েই অন্থির হয়ে যাচ্ছে, মৃত্যু ভয়। তাই পয়সাওয়ালারা বিকল্প ব্যবস্থা নিচ্ছে, আর গরীবরা অস্থির হচ্ছে...............

১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


সেটাই ঘটছে অনেকটা; আগামী সপ্তাহের শেষের দিকে কিছুটা ভয় কমে আসবে।

৮| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:১৪

একনিষ্ঠ অনুগত বলেছেন: মানবতা, ওকি কেবলি ফাঁকা বাতাসের বুলি। বুলিই তো যদি এই বিশ্বাস মনে না থাকে যে মানবতা মহৎ কাজ।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



এমন কোন বাক্য লিখিয়েন না, যা নিজে বুঝেন না।

৯| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১১:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতদিন ধর্মার্থে মারামারি করিয়েছিল এবার কার এবং কিসের আর্থে হবে, এটা হলো প্রশ্ন।

আমরা হলাম শ্রমিক, বেশি হাঁইহুই করলে বলবে তোমার সময় শেষ হয়েছে যাও শুয়ে পড়ো।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:



মানুষ রাজত্ন্ত্র থেকে বের হওয়ার পর, যেই অর্থনীতি তারা অনুসরণ করছে, সেটা ক্যাপিটেলিজম, ইহাতে রাজতন্ত্রের ভুত রয়ে গেছে; মানুষকে আরো বিবর্তনের মাঝ দিয়ে যেতে হবে, তখন অবস্হা আরেকটু ভালোর দিকে যাবে, মানবতা বাড়বে।

মানুষ ধর্ম নিয়ে মারামারি করছে এজন্য যে, ভুল ভাবনার ফলে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে; যেমন, গরুর সন্মান মানুষের থেকে বড়, মানুষ হলো মানুষ, গরু হলো দেবতা; শয়তানকে পাথর মারার জন্য সৌদী যাওয়া, যেখানে শয়তান নেই।

১০| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: করোনা চীন আর আমেরিকানদের মাঝে বানিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে,
..................................................................................................
চীন প্রমান করতে সচেষ্ট যে, করোনা ভাইরাস আমেরিকানরা অত্যন্ত
চতুরতার সাথে চীনে পাচার করেছে যেন তাদের বিশ্বব্যাপি অর্থনৈতিক
আধিপত্য ধংস হয় ।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


এসব ষড়যন্ত্রের কথা; বাংলাদেশের বাহিরের কেহ কি এসব বলছে?

১১| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি ঘর থেকে বের হবেন না।
দরজা জানালা সব বন্ধ করে রাখেন।

জীবন অনেক মূল্যবান। সাবধান থাকুন।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করছি; তবে, খাবার টাবার ইত্যাদির জন্য যেতে হচ্ছে

১২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: পৃথিবীবাসীর বড় দুঃসময় যাচ্ছে।
এরকম পরিস্থিতি আগে আসে নি।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:


নভেম্বর মাসেই চীনের সাথে বিশ্বের যোগাযোগ বন্ধ করলে, অবস্হা কিছুটা ভালো থাকতো।

১৩| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জীবন প্রায় শেষ, বাসার ভাড়া এবং বিল শেষ হচ্ছে না। এই তো জীবন। গরুর মাংস খেয়েছি, শয়তানকে পাথর মেরেছি এখন মাটিতে মিশতে বাকি।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



হতাশ হবেন না, এই সমস্যা শীঘ্রই চলে যাবে।

১৪| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১:৫২

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে আমরা এতো "সচেতন হয়েও এতো পিছিয়ে আছি"

১৫ ই মার্চ, ২০২০ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


আসলে, মানুষ পিছিয়ে নেই; অতীতে, এই ধরণের কত ভাইরাস কত বিচ্ছিন্ন যায়গায় হয়ে ধ্ংস হয়ে গেছে; আজকের সমস্যা হচ্ছে, প্রতিদিন লাখ লাখ মানুষ একদেশ থেকে অন্য দেশে যাচ্ছে।

১৫| ১৫ ই মার্চ, ২০২০ ভোর ৬:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মার্কিনিরা ক্যাপিটালিজমের ভালো-মন্দ জেনেই এটাকে আঁকড়ে রেখেছে | তাই বার্নি স্যান্ডার্সের কল্যানমুলক রাষ্ট্রের প্রচারণাও সেখানে হালে পানি পায় নি | সমস্যা হচ্ছে তাদেরই যারা ক্যাপিটালিজমের একদম তলানিতে বসবাস করছে | করোনা যদি স্বল্প সময়ে দ্রুত ছড়িয়ে পড়ে, এই তলানির অসহায়রাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে | একারণেই ইতালি থেকে লিগ্যাল কাগজপত্রবিহীন দেশে ফিরে আসছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা জানা সত্বেও | অথবা মধ্যপ্রাচ্যের শ্রমিক ভাইদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের তারাও হয়ে পড়ছেন চরম অসহায় /ভীতসন্তস্ত্র | ক্যাপিটালিজম বা তথাকথিত স্বৈরতান্ত্রিক মুসলিম ওই সকল দেশে এই ধরণের প্রবাসীদের অবস্থা বড়োই করুন |

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


সঠিক।

বার্ণির উপস্হাপনা সঠিক হয়নি; সে কথায় কথায় বলেছে যে, সে ট্রামপকে পরাজিত করবে; ইহা ভুল ছিলো; কারণ, মানুষ মনে করছে যে, বাইডেন তার থেকে বেশী শক্ত হবে ট্রাম্পের ঝড়ে।

বার্নির বলার দরকার ছিলো যে, আমরা নতুন অর্থনৈতিক পদক্ষেপ নেবো, যেখানে সবার অর্থনৈতিক নিশ্চয়তা আসবে: চাকুরী, শিক্ষা, হেলথকেয়ার ও বাসস্হান নিশ্চয়তা দেয়ার মত সম্পদ আমেরিকায় সবার জন্য আছে; আমরা সবাই মিলে, সেটাকে সঠিকভাবে প্ল্যানিং করবো।

১৬| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
চেষ্টা করছি; তবে, খাবার টাবার ইত্যাদির জন্য যেতে হচ্ছে
নভেম্বর মাসেই চীনের সাথে বিশ্বের যোগাযোগ বন্ধ করলে, অবস্হা কিছুটা ভালো থাকতো।

বাইরে গেলে পুরো শরীর ঢেকে যাবেন। বাসায় ফিরেই গোছল করে জামা কাপড় বদলে নিবেন।
এখনও তো নানান দেশ থেকে আমাদের দেশে লোকজন আসছেই।
এদিকে কমপক্ষে ১০ হাজার বায়ার আমাদের দেশে আস্থানা গেড়েছে। তারা ঢাকার নামী দামী হোটেলে আছে। বায়াররা ইচ্ছা করেই নিজ দেশে ফেরত যাচ্ছে না।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনার কথা মতে চলবো।
বায়ারেরা থাকলেই খারাপ নয়, এরা বাংলাদেশকে বিশ্বাস করছে।

১৭| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৮

খাঁজা বাবা বলেছেন: অবশেষে ট্রাম্পের করোনা চেকআপ করা হবে :P

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


চেক করেছে ১ বার, নেগেটিভ

১৮| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
আমেরিকায় ভয়ঙ্কর সময় এখনো আসেনি তাই বিত্তশালীরা জেট ভাড়া/ক্রয় করে হাওয়াই, হুনুলুলু, ব্রাজিল হয়তো চলে যাচ্ছেন। আপনি সম্ভবত অতীত ভুলে গেছেন? ভয়ঙ্কর দুর্যোগের সময় অর্থ বিত্ত ক্ষমতা কোনো কাজে লাগে না। সকল মানুষ তখন পালাতে ব্যস্ত থাকে অর্থ বিত্ত আয় ব্যয় লুট এসবের সময় কোথায়?

^ বাংলাদেশী প্রবাসী কি কারো করোনা হয়েছে? কিন্তু বাংলাদেশীর তো করোনা হওয়ার কথা না। ব্লগ/ফেসবুক/ইউটিউবে দেখছি করোনা আল্লাহর গজব শুধুমাত্র পাপ, পাপী ও কাফেরদের হবে বলে প্রচার হচ্ছে!

^^ পরম করুণাময়ের কাছে প্রার্থনা পৃথিবীর সকল মানুষ সহ সকল জীব জগতের মঙ্গল করুন। আর ইহুদি ক্রিশ্চানদের প্রতি দাবী আল্লাহ তোদের মাথায় জ্ঞানবুদ্ধি দিয়েছেন ভাই তোদের প্রক্ষে সম্ভব তারাতারি প্রতিষেধক আবিস্কার কর।।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের িে আলাদা সংবাদ পাওয়া যাচ্ছে না; ১ জন অসুস্হ হয়ে হাসপাতালে আছে। আমেরিকার শতকরা ৮০ ভাগ মানুষ একই ধরণের, কে বা কারা পালিয়ে যাচ্ছে, বেশীর ভাগ আমেরিকান জানে না, কিংবা এতে ভ্রুক্ষেপ করে না; আমি জানতে চেয়েছি, জেনেছি ও এই পোষ্ট লিখেছি।

১৯| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫২

জসীম অসীম বলেছেন: অবস্থা এমনই ভয়াবহ যে, মানুষের সব শ্রমই এখন করোনা কেড়ে খাচ্ছে। এমনকি প্রাণও। আমেরিকার মানুষই শুধু নয়, ক্যাপিটেলিজমের বিকট চেহারা যেখানেই একটু পোক্ত হচ্ছে, সেখানেই গরীব আর অসহায় লোকেরা আগেই সকল অপঘাতের শিকার হচ্ছে। করোনা বা যুদ্ধ --- এ তো শুধু অপঘাতের বিবিধ মাধ্যমমাত্র। ক্যাপিটেলিজমের পুরো বিকট চেহারা এখনো দেখেনি বিশ্ব, নিশ্চিতই দেখতে বাধ্য হবে আগামীতে।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের শিক্ষিতদের শতকরা ৯৮/৯৯ ভাগ ক্যাপিটেলিজমে বিশ্বাস করে, তাদের আচরণটাই ক্যাপিটেলিষ্টিক।

২০| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫২

খায়রুল আহসান বলেছেন: করোনা ক্যাপিটেলিজমের বিকট চেহারা প্রকাশ করছে? - শিরোনামটা প্রশ্নবাচক, যার উত্তরটা অবশ্যই ইতিবাচক, অর্থাৎ 'হ্যাঁ' সূচক। করোনা ক্যাপিটেলিজমের বিকট চেহারাটাই প্রকাশ করছে। ভোগবাদী, বস্তুবাদী মানুষের অমানবিকতা প্রকাশ করছে, ধীরে ধীরে। সেই সাথে অবশ্য কিছু কিছু জায়গায় মানবিক আচরণেরও প্রমাণ মিলছে।

১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


ধনীরা সম্পদের মালিক হয় সাধারণ মানুষের শ্রমের বিনিময়ে; করোনার মতো পরিস্হিতে ওরা দুরে গিয়ে অমানবিকতার পরিচয় দিচ্ছে; তারা নিজ বাড়ীতে, নিজ শহরের আশেপাশের গ্রামে চলে গেলে ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.