নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বয়স্ক ও ছাত্রছাত্রীদের গ্রামে পাঠিয়ে শহরের মানুষ কমানো দরকার।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০২



ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরের লোকদের, যাদের গ্রামে থাকার ব্যবস্হা আছে, সেইসব পরিবারের বয়স্ক, কিশোর ও ছাত্রদের গ্রামে চলে যাওয়া উচিত আগামী কয়েক সপ্তাহের জন্য; এতে, শহরে মানুষের চাপ কমে আসবে; শহরে মানুষের পরিমাণ যত কম হবে, সংক্রমণের পরিমাণ ততই কম হবে। গ্রামের একই পরিবারের ভেতরও, মানুষের মাথাপিছু যায়গা অনেক বেশী; আলো, বাতাস বেশী; ইহা সংক্রমণের জন্য বড় ধরণের প্রতিবন্ধক।

শহরে যেসব পরিবারে বয়স্ক মানুষ আছেন, এবং গ্রামে তাদের দেখাশোনা করার মত ন্যুনতম ব্যবস্হা আছে, তাদেরকে গ্রামে থাকার ব্যবস্হা করার দরকার; কারণ, পরিবারের কম বয়স্করা অসুস্হ হলে, তারা বয়স্কদের মাঝে সংক্রমণের কারণ হবে; কম বয়স্করা সুস্হ হওয়ার সম্ভাবনা শতকরা ৯৮/৯৯ ভাগ; কিন্তু বয়স্কদের বেলায় শতকরা ১৫/২০ জন প্রাণ হারাতে পারে।

বাংলাদেশে সংক্রমণ শুরু হলে ইহা মুলত ঘটবে বড় শহরে; একবার শহরে শুরু হলে, মানুষ পালাবে গ্রামে; কিন্তু ততক্ষণে অনেকে ভাইরাস নিয়েই গ্রামে যাবে; যা গ্রামের লোকদের জন্য হবে ভয়ংকর। ইহা ঘটার আগেই সম্ভব মতো গ্রামে চলে যাওয়া উচিত।

আমাদের উপজেলা ও উহার দক্ষিণের উপজেলার হাজার পরিবার অকারণে চট্রগ্রাম শহরে থাকে; এদের শতকরা ৯০ ভাগের নিজস্ব বাড়ী নেই, এদের অনেকের পরিবারের কেহ কেহ বিদেশে থাকে, সেখান থেকে টাকা আসছে। এদের অনেকেই বাচ্চাদের পড়ালেখা ও সিকিউরিটির নাম করে গ্রাম ছেড়েছে; চট্গ্রাম শহরে কি পড়ালেখা হয় কে জানে, সবাই নিজেদের বাচ্চাদের জন্য ফাঁসকরা প্রশ্ন কিনে আনে পরীক্ষার আগে। গ্রামে এখন চুরি ডাকাতি আসলে নেই। এই ধরণের পরিবারগুলোর ঘর আছে গ্রামে, এখন এদের ঘরে সাপ ও ইঁদুর বাস করে। শহরবাসীদের উচিত এই ধরণের পরিবারগুলোকে শহরে থাকতে নিরুৎসাহিত করা।

ঢাকার আসল অবস্হা ঢাকাবাসীরা জানেন; ঢাকাতে প্রচুর মানুষ আছেন, যাদের বাড়ী আছে গ্রামে, এবং পরিবারের অনেকেই কাজ করে না; এখুনি, এসব পরিবারের বেকার লোকদের সাময়িকভাবে গ্রামে চলে যেতে নোটীশ দেয়ার দরকার।

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৭

একনিষ্ঠ অনুগত বলেছেন: কোন নির্দিষ্ট এলাকার জন্য জনসংখ্যার আধিক্য শুধু করোনার জন্যই কাম্য নয়, এটা সুন্দর ও পরিচ্ছন্ন জীবনেরও দাবী।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের অস্হিতিশীল অর্থনীতি মানুষকে শহরে নিয়ে গেছে, ইহার সমাধান এখন হচ্ছে না; কিন্তু করোনার জন্য ২/৩ মাসের জন্য বয়স্ক, কর্মহীন ও ছাত্রছাত্রীরা চলে গেলে, শহরের শতকরা ৩০ ভাগ মানুষ কমে যাবে।

২| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের ওবায়েদুল কাদের সাহেব আজ বলেছেন, স্কুল-কলেজ বন্ধের ব্যাপারে সরকার ভাবছে। স্বাস্থ্য মন্ত্রী বলছেন, স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেবে শিক্ষামন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী বলছেন, করোনাভাইরাস ১-৪০ বছরের মানুষ মারা যাচ্ছে না। বাচ্চাকাচ্চাদের স্কুল-কলেজএ থাকা ভালো, স্কুল কলেজ হাতমুখ পরিষ্কার করানো হয়। বাসাবাড়িতে থাকলে এরা আজেবাজে কাজ করবে।

মনে হচ্ছে- আমাদের স্কুল কলেজ বন্ধ হবে, ভাইরাস ছড়িয়ে পড়বার পর; শহরের মানুষও ভাইরাস নিয়ে গ্রামে যাবে।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



দীপুমনি পুরোপুরি বেকুব মহিলা, বাচ্চারা সেরে উঠবে; কিন্তু বাচ্চাদের মা-বাবা, ও ঘরের বয়স্কদের সেরে উঠার সম্ভাবনা কম।
কাদের সাহেবকে কেন শেখ হাসিনা সেক্রেটারী বানায়েছেন? কারণ, সিনিয়র নেতাদের মাঝে কাদের সাহেবের মাথায় গোবর বেশী।

৩| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: ঢাকা থেকে চাপ কমানোর উপায় যোগ করুন।তাহলে পোস্টটি পূর্ণতা পাবে।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


করোনা নিজেই চাপ কমাবে; করোনা শুরু হলে, বেকুবেরা করোনাসহ গ্রামে পালাবে; তখন গ্রামের মানুষের বারোটা বাজবে; এখনই সরকারের ডামীরা যদি মানুষকে গ্রামে গিয়ে সাময়িকভাবে থাকতে বলতো, সেটা বড় সাহায্য হতো।

৪| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

ইমরান আশফাক বলেছেন: ইতিমধ্যেই অনেক দেরী হয়ে গেছে। তাছাড়া গ্রামগুলিও এখন শহর হয়ে উঠছে, আগামী দশকে কোন আবহমান বাংলার গ্রাম খুজে পাওয়া মুসকিল হবে। এখনই আমাদের গ্রামগুলি আমেরিকার শহরগুলির মতই ঘনবসতিপূর্ন।

১৫ ই মার্চ, ২০২০ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি শহরের আশেপাশের গ্রামের কথা বলছেন হয়তো; শহরের আসল মানুষ সর্বাধিক শতকরা ৩০/৩৫ জন, শতকরা ১০ জন বস্তির(এরা শহর বা গ্রামের নন), গ্রামের মানুষ ভাড়াটিয়া হিসেবে থাকে শতকরা ৩০ ভাগ, যাদের শহরে বাড়ী/এপার্টমেন্ট ও গ্রামে বাড়ী আছে এদের সংখ্যা শতকরা ১৫ ভাগের বেশী।

৫| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

একাল-সেকাল বলেছেন:
সকল শিক্ষা প্রতিষ্ঠান জরুরী বন্ধ ঘোষণা করে অনায়াসে এই পদক্ষেপ নেয়া যায়। নেয়া উচিৎ। নাই নাই বলে পরে হায় হায় করারও সময় পাওয়া যাবেনা।

১৫ ই মার্চ, ২০২০ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ভুল করে দেরী করে ফেলেছে। বাংলাদেশে ভুল করার মতো লোকজন নেই, ওরা ইডিয়টের মত হাত-পা গুটিয়ে বসে আছে।

৬| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্কুল কেনো এখনো চালু আছে তা বিরাট ভাবনার বিষয় - দেখে মনে হতে পারে বাংলাদেশ শিক্ষায় স্বর্নযুগে প্রবেশ করেছে। সরকার হয়তো স্কুল বন্ধের জন্য ব্যবস্থা নিবেন বেলা শেষে। তবে গ্রামে মানুষ পাঠাতে পারবেন না। কারণ দেশের জনগণ নিজ ইচ্ছেতে চলেন। রেমিটেন্স ভক্ষক পরিবারগুলো ঢাকা, চট্টগ্রাম সহ সমগ্র দেশে বড় বড় শহরে আস্থানা গেড়েছে যদিও তাদের সেখানে কোনো কাজ নেই শুধুমাত্র ছেলেমেয়ের পড়ালেখার বাহানা দিয়ে তারা গ্রামের বাড়িঘর ছেড়েছে। আর এই শ্রেণীটি ই শহরে নানা নোংরা অপকর্মের সাথে জড়িত।

বাংলাদেশের জনগণ আমরা আইন বিরোধী মানুষ। আইন ভঙ্গ করা এই দেশের মানুষের রক্তে মিশে আছে। করোনা আক্রমণ না করা পর্যন্ত দেশের মানুষ দৌড় দেবে না। একবার আক্রমণ হয়ে গেলে হু-লু-লু-লু- লু করে ৭১ এর মতো একদল পাহাড়ে জঙ্গলে ঠাঁই নেবে আরেক দল ভারতে!

১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


দিপুমনিকে আমি কাছের থেকে জানি, অপদার্থ; স্কুল বন্ধ করার দরকার; স্কুল থেকে বাসায় যাবে ভাইরাস?

কি পরিমাণ মানুষের ভাইরাস ধরা পড়েছে?

৭| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আয়তনের ও সম্পদের তুলনায় অধিক জনসংখ্যা খুবই খারাপ । আয়তন ও ধন সম্পদ এর সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যা হওয়া দরকার।

১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


সেটা নিয়ে অনেক আলাপ হচ্ছে; কিন্তু এই বড় ধরণের অংক, বড় ধরণের প্ল্যান করার মতো লোকজন আমার তেমন জানা নেই।

৮| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশে কি পরিমান করোনা আক্রান্ত রোগী আছে তা কখনো জানা যাবে না। যদিও বাংলাদেশ পাক ভারতের বাচ্চাদেশ তবে একই সাথে বাংলাদেশ চীনের মামাতো ফুফাতো ভাই। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনার সঠিক তথ্য না সরকার দিয়েছে, না সাংবাদিক, না জনগণ - সব উম্মাদ।

ইটালি ফেরত এক আহাম্মক ঢাকা বিমানবন্দরে নোংরা গালাগাল করে পরিবেশ দূষিত করে দিয়েছে তার ডাষ্টবিনের মতো মুখ দিয়ে অনবরত করোনা ভাইরাস নির্গত হচ্ছিলো।

দিপুমনি আর দিপু নাম্বার টু সবই অপদার্থ।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


মানুষকে নিজের ব্যবস্হা নিজকে করতে হবে, অন্য উপায় তেমন নেই।

৯| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গজব থেকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার
রহমত কামনা করুন, সাথে সতর্কতামূলক
ব্যবস্থা গ্রহণ করুন। পেনিক হবার দরকার নাই
পেনিক হলেই সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরবে।
চাল, ডাল আলুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। সুবিধাবাদী
ও মুনফা লোভীরা পার্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে।
সাবধান থাকুন।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


মানুষের উচিত, নাগরিক কমিটি গঠন করে, বাজার-দর ঠিক রাখা। এজন্য এলাকার পরিচিত লোকেরা ব্যবস্হা নিতে পারেন।

১০| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪২

শের শায়রী বলেছেন: টেনশান নিয়েন না মুরুব্বী আমাগো জান বিলাইয়ের মত শক্ত আবার সস্তাও বটে। এত বেশি মানুষ ২/৪ লাখ মরলেও কিছু যায় আসে না ইনক্লুডিং মী :)

১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


চীনা ইন্জিনিয়ারেরা পদ্মাসেতু বানাচ্ছে, আর "নীল আকাশেরা" সুরাহ'এর ব্যাখ্যা করছে; এই ব্যাপারটা আমাকে খুব হতাশ করে।

১১| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আজ আপনাকে একটা সত্য কথা বলি- আমাদের দেশের মানুষ গুলো ভালো না। কোনো দিন থেকেই তারা ভালো না।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


বার্মার মানুষ, পাকিস্তানের মানুষ, আর আমাদের মানুষগুলোকে মিলিটারী শাসকেরা ইডিয়টে পরিণত করেছে।

১২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:১৪

শের শায়রী বলেছেন: আমি বলি কি আর আমার সারিন্দায় বলে কি? কি মন্তব্যে কি জবাব দিলেন? :| নীল আকাশের সাথে আমার মন্তব্যের সম্পর্ক কি?

১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনারা, ইন্জিনিয়ারেরা একটু ভাবার শুরু করেন, এই অশিক্ষিত জাতিকে কিভাবে সাপোর্ট করবেন।

১৩| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে আপনি এবং বাস্তবে আমার এক পরিচিতজন আছেন, আপনাদের লেখা পড়লে হাত পা ঠাণ্ডা হয়ে যায়।


আপনি যা বলেছেন সব সত্য, কিন্তু কেউ বাস্তবে চর্চা করবে না।

১৬ ই মার্চ, ২০২০ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


আমি পশ্চিমে লেখাপড়া করেছি, তাদের সাথে কাজ করেছি, বাংলাদেশে কাজ করেছি; আমি আমর সামান্য অভিজ্ঞতা থেকে লিখছি।

এটা ঠিক যে, বাংলাদেশের শিক্ষিতরাও অবুদ্ধিমানের মতো চলছেন, সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছেন।

৭০ হাজার সদস্যের "ইন্জিনিয়ারিং এসোসিয়েশন" আছে; তারা সাংবাদিক সন্মেলন করে বলেনি, চীন কেন দেশের ৯/১০ বিলিয়ন ডলারের ইন্জিনিয়ারিং প্রজেক্ট করছে।

এই ব্লগে ২ জন বুয়েটের ইন্জিনিয়ার তাদের পোষ্টে ক্রমাগতভাবে "সুরাহ"এর ব্যাখ্যা করে যাচ্ছে বছরের পর বছর; কিন্তু চীন কেন আমাদের ইন্জিনিয়ারিং প্রজেন্ট করছে, ইডিয়টরা প্রতিবাদ করেও একটা পোষ্ট লিখেনি।

১৪| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ আপনি কলিজায় হাত দিয়েছেন। আমি আসলে পাঠশালা পাস পণ্ডিত, আমার জ্ঞানের দৌড় বেশি নয়। আমি গল্প কবিতা নিয়েই মহাব্যস্ত। আপনি সুখ সমৃদ্ধি সাম্যের চিন্তা করেন।

কয়টাকায় যারা খুশি, কোটি টাকার হিসাব ওরা কেমনে করবে?

১৬ ই মার্চ, ২০২০ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে জাতির সবাইকে পড়ানোর দায়িত্ব ছিলো সরকারের; তাজুদ্দিন সাহেব ও শেখ সাহবে ভয়ানক অদক্ষ ছিলেন; তখন বছরে গড়ে ১০০ টাকায় খরচ হতো একটা বাচচার জন্য; উনারা নিজেদের ছেলেমেয়েকে পড়ায়েছেন, বাকীদের জন্য সরকারী টাকা খরচ করেননি; তাই আজো জনসংখ্যার বিরাট অংশ শিক্ষা বন্চিত।

১৫| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, উনারা উনাদের দায়িত্ব আদায় করলে অন্তত দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকতো। অনাদায়ে বিবাদী হয়েছেন এবং দেশ হয়েছে অভিশপ্ত।

১৬ ই মার্চ, ২০২০ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


শুরু ছিল বেকুবীতে ভরা, এরপর মিলিটারী এসে ডাকাতীর শাসন চালু করে, গলাকাটা ক্যাপিটেলিজম চালু করে গেছে, সেটাই এখন চলছে।

১৬| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, সত্য বলেছেন। আজ আমি অনেক সত্য জেনেছি। আমার জন্ম ৭১রে এবং গ্রামে হয়ে। ১৩ বছর বয়সে লণ্ডন এসেছি। আর হয়তো বিশ্লেষণ করতে হবে না। যখন সত্যাসত্য জানতে চেয়েছিলাম তখন শুধু জয় বাংলা শুনেছি। ভাষা এবং দেশ যে কারণে স্বাধিন হয়েছিল তা কখনও চর্চা হয়নি। শুরুর খবর জানতাম না, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি।

১৬ ই মার্চ, ২০২০ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


দেশ স্বাধীন করেছিলেন সাধারণ মানুষ; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব সেটা অনুধাবন করেননি; উনারা সাধারণ মানুষকে কিছু না দেয়াতে দেশ গড়ে উঠেনি; সাধারণ মানুষকে সুযোগ দিলে, চাকুরী দিলে, পড়তে দিলে, কোটী কোটী মানুষ দেশের জন্য শ্রম দিতেন, কাজ করতেন; মানুষের শ্রম হলো সম্পদ; উনাদের ২ জনের শ্রমে কতটুকুই বা হওয়ার কথা?

১৭| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১:১৮

শের শায়রী বলেছেন: মুরুব্বী নীল আকাশ বুয়েটের কোন ডিপার্টমেন্টের আমি জানি না তয় আমি বুয়েটের কমার্স ডিপার্টমেন্ট থিক্কা পাশ করা। হের লগে আমারে মিলাইলে কি চলবে!

১৬ ই মার্চ, ২০২০ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



স্যরি, ২ জন ইন্জিনিয়ার ব্লগে ভুল ধারণা প্রচার করছে, নীল আকাশ ও আরো ১ জন। আপনি এদের মাঝে নেই, এদের সাথে আপনাকে জড়াইনি; অন্য ইন্জিনিয়ারের নিকটা মনে আসছে না; উনি ২/৩টা নিকে ব্লগিং করতেন, মনে এলে জানাবো।

আপনার সায়েন্টিফিক, ম্যাথ, ও ঐতিহাসিক পোষ্টগুলো খুবই ভালো। মুল কথা হলো, ব্লগে ইন্জিনিয়ারেরা যেন ভুল
ধারণার পক্ষে না লিখেন।

১৮| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে সেলাউট জানাই। আমি বয়স্কাউট ছিলাম।

এতকিছুর পরেও দেশ অনেক উন্নত হয়েছে। প্রথম এবং একমাত্র রিনিউবুল কম্পানি আমাদের দেশে।

মানুষ মেরে সম্পদ কেড়ে কেউ কখন অমর হতে পারেনি।

১৬ ই মার্চ, ২০২০ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে শুরু করে, আজ অবধি ২ কোটী দরিদ্র কিশোরীকে "উন্নত পরিবারে চাকরাণী হতে হয়েছে"; আজকে ঢাকার রাস্তায় ২/৩ লাখ ছোট বাচ্চা (টোকাই ) ঘুমায়; দেশ কিভাবে উন্নত হলো?

১৯| ১৬ ই মার্চ, ২০২০ রাত ২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যে হারে লুঠতরাজ হচ্ছে সে হিসাবে দেশ আসলে অনেক উন্নত হয়েছে। তবে আপনার হিসাবে দেশ এখন নরক হয়েছে! গুমের ভয়ে রাতে ঘুম হয় না। কেউ নিরাপদ নই। সামান্য একুট সমৃদ্ধির জন্য বিদেশ যেয়ে নারীরা সর্বহারা হয়ে ফিরে। বিচার তো দূরের কথা একটু সান্ত্বনা দেওয়ার কেউ নেই, তবে নোবেল সকলে চায়।

১৬ ই মার্চ, ২০২০ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


দেশে যদি উন্নয়ন হতো, নারীকে কেন আরব দেশে যেতে হচ্ছে? দেশে উন্নয়ন হচ্ছে না, দেশে ডাকাতী হচ্ছে: সরকার, প্রশাসন, বড় ব্যবসায়ী, ব্যাংক, এরা সবাই মিলে ডাকাতী করছে।

২০| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৩:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: একটু আগে প্রথম আলোর অনলাইনে একটা নিউজ পড়লাম, করোনা ঝুঁকিতে 'বাহরাইন প্রবাসী' একজন রোগী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেছেন। নার্স, ডাক্তারদের প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায় করোনার ভয়ে দূরে ছিলেন।
এই হলো অবস্থা। এতো সময় পেয়েও তিনারা প্রাথমিক প্রস্তুতি নিতে পারেননি এখনো।

১৬ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে মহামারীতে কাজ করার মতো প্রফেশাল ডাক্তার, নার্স আছে কিনা বুঝতে হবে।

২১| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একজন আমাকে ধমকিয়ে বলেছিলেন তাই আমিও বলেছিলাম উন্নতি হয়েছে। আসলে দেশে হঠাৎ মহামারি শুরু হবে। যারা টাকা ডাকাতি করছে ওরা যদি সেই টাকা দেশে নিয়োগ করতে তাইলে অন্তত কিছু বেকারদের কাজ হতো।

যাক আপনাকে উত্তেজিত করতে চাই না। আমিও বিরক্ত হয়ে এখন কবিতা নিয়ে ব্যস্ত থাকি।

১৬ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


যারা ঘুষ নেয়, চাঁদাবাজি করে, সরকারী টাকা ডাকাতী করে, তারা বিনিয়োগ করে না; মেয়র খোকার কোন বিনিয়োগ ছিলো?

২২| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ৮:২৭

কূকরা বলেছেন: সবার আগে বুড়া হাবড়া পাঁদগাজিরে ইথিওপিয়া পাঠিয়ে দেয়া হউক।

১৬ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগ কি মুরগীর ফার্ম?

২৩| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: উন্নত দেশ তাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে এবং প্রস্তুত থাকছে। উন্নত প্রযুক্তির কারনে তারা আমাদের চাইতে অনেকটাই এগিয়ে আছে পরিস্থিতি মোকাবেলায়। আর আমরা এখনও তর্কে তর্কে সময় পার করছি। যেসব কারনে নিজেদের ভয়াবহ ক্ষতি হতে পারে সেসব বিষয়গুলো দেখেও না দেখার ভান করছি।

১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষে মানুষে তর্ক হচ্ছে, সরকারের সাথে তর্ক হচ্ছে না; বাংলাদেশে সরকার আছে কলোনীর মালিকের মতো, রবার্ট ক্লাইভের মতো।

২৪| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার আইডিয়াটা সুন্দর। কারণ রোগ শুরু হলে গ্রামে গিয়ে লাভ নেই। তবে আমাদের দেশের মানুষ দৈনিক দুর্ঘটনা, বন্যা, ঘূর্ণিঝড়, ফরমালিন, ডেঙ্গু জয় করা মানুষ। তাই তাদের আত্মবিশ্বাস একটু বেশী...

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



মানুষের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে, যখন জেনেছে যে, যোয়ানেরা ভালো হয়ে যাবে।

২৫| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মানুষে মানুষে তর্ক হচ্ছে, সরকারের সাথে তর্ক হচ্ছে না; বাংলাদেশে সরকার আছে কলোনীর মালিকের মতো, রবার্ট ক্লাইভের মতো।

তবে সরকার সাধারণ মানুষের কথা গুলো জানেন। সরকার সব খোঁজ খবর রাখেন।
বিশেষ করে ফেসবুকে এবং ব্লগে এমনকি রাস্তায় চায়ের দোকানের আড্ডায় যা বলা হয় তা তাদের নজরে আছে।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



কিছু লোকজন আছে, এরা আপনার সব কথা শুনবে, কিন্তু আপনাকে কোনভাবে সাহায্য করবে না; আওয়ামী লীগের হানিফ, ড: হাছান, ফরেন মিনিষ্টার, তোফায়েল আহমেদ কাউকে, বা জাতিকে কিভাবে সাহায্য করবে, ওরা জন্মগতভাবে লিলিপুটিয়ান।

২৬| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: কিন্তু শহরের মানুষ গণপরিবহনে গ্রামে যাওয়ার সময় কি পরিমান মাস গেদারিং হবে সেটা ভেবেছেন? ঈদের সময় যে উপচে পড়া ভিড় হয়, তেমন হলে আরো বেশি করোনা ছড়াবে।

স্কুল টুল সব বন্ধ, ঢাবিতে ছাত্ররা বন্ধের দাবিতে গতকাল অনশন করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে এক ইতালি ফেরত দশদিন ধরে অবস্থান করছে, আজ দুই শিশু পাওয়া গেছে করোনা ইনফেক্টেড, তবে তারা বিদেশ ফেরত।
আপনিও ঘরে থাকবেন, আমেরিকার অবস্থাও শুনলাম ভালো না।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি চেষ্টা করছি; তবে, এই দেশে সবকিছু নিজকে করতে হয়, তাই বাহিরে যেতে হচ্ছে। গ্রামে যেতে কিছুটা সমস্যা হবে; কিন্তু বয়স্কদের জন্য ইহা দরকারী, যদি করোনা ছড়ায়। ২/১ মাস গ্রামে থাকলে, সংক্রমণের সংখ্যা কমবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.