![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
যদি সব আমেরিকানরা ২/১ মাস ঘরে না থাকে ২/৩ মিলিয়ন আমেরিকান প্রাণ হারাতে পারে। গত ২ সপ্তাহ ধরে, প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প জাতির সামনে সংবাদ সন্মেলন করে আসছে। আজকে দেখা যাচ্ছে, সে নিজেও ভয় পেয়ে গেছে। আমেরিকার বড় ৩টি গাড়ীর কারখানা শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে; তাদের ইউনিয়ন বলেছে যে, উপরের লেভেলের লোকজন প্রানের ভয়ে কাজে আসছে না, তারা এসে কেন প্রাণ হারাবে।
আমেরিকান সরকার "প্রতিজন নাগরিককে ঘরে থাকার জন্য, এবং তাদের খাবারের জন্য ১ হাজার ডলার দেবে এই মাসে, শিশুদের জন্য দেবে ৫০০ ডলার।"
** তেলের দাম মাত্র ২১ ডলার; আরবে অনেক বাংগালী হয়তো থাকতে পারবে না, মনে হচ্ছে।
বাংলাদেশের মানুষ যদি ২/১ মাস ঘরে থাকে, সরকার হ্য়তো কিছু দেবে না; কিন্তু দেশের মানুষের খাবারের দরকার।
আপনারা ব্লগারেরা হাতে প্লাকার্ড নিয়ে সব তরুণ ও যুবকদের বলেন, তারা যেন নিজ গ্রামে গিয়ে চাষীদের খাদ্য উৎপাদনে সাহায্য করে। আপনারা যারা শহরে কিছু করেন না, গ্রামে চলে যান।
নোয়াখালীতে নাকি কোথায় যেন, ১ লাখ মুসল্লী দোয়া করার জন্য একত্রিত হবে; এটা হবে আত্মঘাতী ও জাতির জন্য মৃত্যুদন্ড; সরকারের উচিত এদের থামানো। ২ জন যদি একই সাথে নামাজ পড়তে চান, তাদের মাঝে দুরত্ব থাকতে হবে ১০ ফুট।
এই মাসের শেষের দিকে আমেরিকার "বেকারের হার হবে শতকরা ২০ ভাগ"; আজকে শতকরা সাড়ে ৩ জন। আমেরিকার ষ্টক-মার্কেট দেড় সপ্তাহে ৩৪% মুল্য হারায়েছে।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
এখনো "শহরের" শতকরা ৯৯ জন সুস্হ্য; তরুণেরা গ্রামে গেলে, আলাদা থাকলে, নিজের থেকে ভালো হয়ে যাবে; শহরে থাকলে ঘরের সবাই অসুস্হ হবে।
আপনার বাড়ী কোন জেলায়?
২| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগার রা হাতে প্লেকার্ড নিয়ে দাড়াবেন না। এই ধরনের ব্লগার কখনো ছিলো মনে পরছে না্। - এই মুহুর্তে একমাত্র স্বয়ং আল্লাহ/ভগবান/ঈশ্বর পারেন বাংলাদেশ রক্ষা করতে এছাড়া আর কোনো উপায় নেই।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
এর থেকে কষ্টকর সময় ছিলো ১৯৭১ সালে; বাংগালীরা সেদিন পেরেছে।
ব্লগারেরা সবার চেয়ে বেশী বুঝার কথা।
৩| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:২৪
নেওয়াজ আলি বলেছেন: সরকার করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, দাবি তথ্যমন্ত্রীর । বালো খবর। l প্রতিটি পাড়ায়,মহল্লায় এবং গ্রামে দলমতের উদ্ধে উঠে টিম গঠন করা দরকার , এই টিম সাধারণ জনগণকে সচেতন করবে। আর কোন প্রবাসী থাকলে উনাকে জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিতে হবে ।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
যাদের গ্রামে থাকার ব্যবস্হা আছে, তাদের চলে যাওয়া দরকার; ও খাদ্য উৎপাদন করার দরকার।
৪| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৭
নিভৃতা বলেছেন: আল্লাহ ছাড়া কোন উপায় নাই। আমরা শুধু পারি যতটুকু সম্ভব সতর্ক থাকতে। বাকিটা আল্লাহর হাতে।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ এসব নিয়ে ব্যস্ত হওয়ার কোন সম্ভাবনা নেই।
৫| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া। উল্লেখ্য ১৯৭৪ থেকে ২০০৪ পর্যন্ত দেশের নানা বিপদে দুর্ভিক্ষ বন্যায় আমাদের বাড়িতে সম্মানের সাথে মেহমান থেকেছেন। এটি আমাদের ভাগ্য।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
বুদ্ধিমান মানুষজন, সমস্যার সময় অন্য মানুষকে সাহায্য করেন।
এখন অসংখ্য শিক্ষিত তরুণ আছে দেশে, এরা যদি গ্রামে গিয়ে ২/৩ মাস গ্রাম গড়েন, সারাদেশ নড়ে উঠবে।
৬| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
১৯৭১ এর কথা ব্লগার’রা বিশ্বাস করেন না। দিনের পর দিন না খাওয়া আধা খাওয়ায় দিন গেছে। ৭১ এ এমন দিনরাত দেখতে হয়েছে সারা দিন না খাওয়া রাতে শুধু সাদা ভাতের জাও। বিলে তরকারী রান্না করার মতো কোনো আয়োজন ছিলো না। তাই সাদা ভাত না করে শুদু জাও ভাত - ব্লগার রা বুঝেন এসব? এসব বোঝার জ্ঞান ব্লগারদের আছে?
১৯ শে মার্চ, ২০২০ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা যারা গত ২ বছর সামুর পোষ্ট পড়েছেন, তাঁরা অনেক কিছু বুঝার কথা; ১৯৭১ সালের জেনারেশন ছিলেন একটু শক্ত জেনারেশন; তবে, এখনো অনেকেই বুদ্ধিমান হয়ে বেড়ে উঠছেন।
৭| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৫৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবে যে আমরা সচেতন হব?
আপনাকে সম্মান করি, আপনার ভাবনাকে সম্মান করি। আমি আশা করি অন্যরাও এবারে আপনাকে সম্মান করবে এতে অনেক লাভ হবে।
ধর্মান্ধদরে ফতুয়ায় উৎসাহিত হয়ে যারা মরবে ওরা কিন্তু দোজখে যাবে।
আমি কি মিথ্যা বললাম?
আমি এই সপ্তায় মাত্র একদিন কাজে গিয়েছিলাম, তাও শুধু সকালে কাজ করেছিলাম। চাইনিজ একটারে এয়ার্পোট নিয়ে গিয়েছিলাম। এই মাত্র বেকার ভাতার জন্য এপলাই করেছি।
আপনার খবর কী?
১৯ শে মার্চ, ২০২০ রাত ১:১৭
চাঁদগাজী বলেছেন:
আমি ভালো আছি; একটু অন্য শহরে যেতে হয়েছিলো; তাড়াহুড়ো করে ফিরে এসেছি; নিউইর্কে রাতে কার্ফিউ।
তরুণরা জাতিকে সাহায্য করতে হবে; এখন তাদের উচিত শহর থেকে বের হয়ে যাওয়া; গ্রামের কৃষকদের কাজে সাহায্য করা, বৃদ্ধ মানুষদের ঘরবাড়ী মেরামত করে দেয়া; এতে গ্রামের মানুষ এদের সন্মান করবেন।
৮| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: টেলিভিশনে দেখলাম, তরুনরা মাঠেঘাটে দলবেঁধে ক্রিকেট খেলছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে ২৫+ কয়েকটা বেকুব বলছে, ভাইরাস তাদের ঘরে আটকিয়ে রাখতে পারবে না। বন্ধুবান্ধব থেকে দূরে রাখতে পারবে না।
এই অবস্থা। ধর্মান্ধ কিছু মোল্লা বলছে আরবের মসজিদে নামাজ পুনরায় শুরু না করলে করোনা যাবে না।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
তরুণদের মৃত্যুর সম্ভাবনা ১০ হাজারে ২/৪ জন; এই ধরণের তরুণদের কারণে, তাদের ঘরের ও আশপাশের বয়স্কদের প্রাণ যাবে; এগুলো তরুণ নয়, জল্লাদ
১৯৭২ সাল থেকে মানুষকে শিক্ষা দিলে, এতদিনে আমেরিকার মতো তরুণ পাওয়া যেতো; যেসব ছেলেমেয়েরা রীতি মতো পড়তে বসে না, তারা সমাজে আগাছার মতো বেড়ে উঠে; প্রতিদিন যে পড়ে, সে ভদ্র নম্র হয়;
৯| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১:২১
রোকসানা লেইস বলেছেন: এখনো যে হারে জনসমাবেশ চলছে। আরো হবে ২৬শে মার্চ আছে পহেলা বৈশাখ আছে ব্যক্তিগত উৎসব ছাড়াও
১৯ শে মার্চ, ২০২০ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, শহরের বয়স্কদের সংখ্যা কমে আসবে।
১০| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখন স্বেচ্ছাসবকদের দরকার, নিরাপত্তার সাথে কাজ করতে হবে। আমাদের হয়তো শুক্রবারে লকডাউন হবে। আসলে কী হচ্ছে আমি এখনও আন্দাজ করতে পারছি না, এতদিন ভাইরাসের ভয় ছিল, আজ কোনো কিছু সেন্স বানাচ্ছে না। সামন্য একটা অদৃশ্য ভাইরাস পৃথিবেকে সন্ত্রস্ত করে ফেলেছে! আমি নিজেই এই সপ্তা ৭/৮ শো পাউণ্ডের বাজার করেছি। নাতনিদের জন্য সুইট ক্রিস খেজুর ড্রিঙ্ক এসব কিছু কিছু দিয়ে এসেছি।
নিরাপদে থাকবেন।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি বিনা দরকারে বের হচ্ছি না।
এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বেশী; একই সাথে বেশী মানুষ অসুষ্হ হলে, হাসপাতাল হ্যান্ডলিং করতে পারছে না; ইতালীতে এজন্য বেশী মানুষ মানুষ প্রাণ হারাচ্ছে; আমেরিাকা দেরীতে টের পেয়েছে।
১১| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১:৩০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, প্রথম সকলে মুচকি হেসেছিল এখনতো পেনিকিং শুরু হয়েছে। কতদিন যাব এভাবে তার নিশ্চয়তা নেই। যাক, এখন সকলকে সেচেতন হতে হবে, এবং যে যা জানি তা অন্যকে জানিয়ে সর্তক করতে হবে।
আমিও আর ঘর থেকে বেরোব না।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
ঘরে থাকেন; বের হলে, মানুষ থেকে দুরে থার চেষ্টা করেন।
আমেরিকায় জুলাই/আগষ্ট অবধি থাকতে পারে।
১২| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১:৫৪
সুপারডুপার বলেছেন: আপনি যে সাজেশন ব্লগে দেন, সেগুলো কি আপনার ছেলে-মেয়েদের দেন ?
১৯ শে মার্চ, ২০২০ রাত ২:০৭
চাঁদগাজী বলেছেন:
আমার একটা ছেলে অনেক বাংগালীকে ফ্রি কম্প্যুটিং শিখায়েছে; অন্য ১ জন কয়েকজনকে কম্প্যুটিং'এ চাকুরী দিয়েছে; এগুলো ঘটেছে আমার কাছে দেখার কারণে।
১৩| ১৯ শে মার্চ, ২০২০ রাত ২:১৭
ইমরান আশফাক বলেছেন: আমি শুনেছিলাম যে ৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনা ভাইরাস সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। ২৫ ডিগ্রির উপরে হলে টিকতে পারে না, মারা যায়। আমাদের দেশে এই কারনে এই ভাইরাস তেমন বিস্তার লাভ করতে পারবে না। এবং এই ধারনার উপর থেকে বেশ স্বস্থিতে ছিলাম আমরা। কিন্তু বিশেষ একজনের জন্ম শতবার্ষিকী পালনের পরেরদিন থেকেই জানছি যে ধারনাটা ভূল। ভাইরাসটি বলে জিনেটিক পরিবর্তনের মাধ্যমে উত্তপ্ত পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। এখন তাহলে আর উপায় কি? কেয়ামতের প্রতিক্ষায়.........।
১৯ শে মার্চ, ২০২০ রাত ২:১৯
চাঁদগাজী বলেছেন:
গ্রামে থাকার ব্যবস্হা থাকলে, সেখানে চলে যান; দেখেন ওখানে মানুষকে সাহায্য করতে পারেন কিনা।
১৪| ১৯ শে মার্চ, ২০২০ রাত ৩:৫৭
কানিজ রিনা বলেছেন: বুড়া মানুষ গুল বেশী মারা যাচ্ছে বুঝলেন?
আমার বড়বোন থাকে আমেরিকার বোস্টনে
তার বয়স পয়ঁষট্টি চিন্তায় আছি।
মাত্র কয়েক দিন আগে দেশে এসেছিল।
বড় বড় উন্নত দেশগুল আতংকে কাঁপছে
অথচ আমাদের দেশের ছেলে মেয়েরা কলেজ
ভার্সিটি ছুটি সব কক্সবাজার রাঙামাটি ভ্যালিতে
বেড়াতে বেড় হচ্ছে। একেই বলে মুক্তিকামী
বাঙালী কিছুকেই ভয় পায়না।
১৯ শে মার্চ, ২০২০ ভোর ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
ছুটি আমেরিকান বাচ্চারাও পেয়েছে, ওরা বাংগালী ছেলেদের থেকে হাজার গুণে জ্ঞানী; ওদের মাঝেও বেকুব আছে; বাংগালী ছেলেরা বুঝেছে বিশ্বে কি হচ্ছে? ওদেরকে বুঝাতে হলে ফাঁসকরা প্রশ্ন দিতে হবে। বাংগালী ছেলেরা বুঝতে পেরেছে, কিভাবে চীন এই ভাইরাসকে থামায়েছে?
১৫| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৭:১৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ এক মহা দুর্যোগের দিকে যাচ্ছে, কিন্তু লিল্লা খাওয়া জাতি ও নেতৃত্ব মনে হয় হয় এসব নিয়ে তেমন ভাবছে না | বরং সবাই একটু ছুটির আমেজেই আছে |
বিশ্ব অর্থনীতিতে যে ধ্বস নেমেছে তার প্রভাব অবশ্যই বাংলাদেশে পড়বে কয়েক মাসের মধ্যেই এবং তা সামাল দেয়া খুব মুশকিল হয়ে পড়বে |
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
পৃথিবী বন্ধ হয়ে গেছে, আমেরিকা ১৮ মাস বন্ধের কথা বলছে; বিশ্ব বদলে যাবে; বাংলাদেশের কি হবে বলা মুশকিল; শেখ াসিনার সাথে মানুষের যোগাযোগ নেই
১৬| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: বাজারে জিনিসপত্রের অভাব দেখানো হচ্ছে। ঈদের সময় যেরকম ভিড় হয় বাজারে এখন সেরকম ভিড়। ওলরেডি বলছে তেল নেই।
তাছাড়া চাল ডালসহ সব কিছুর দাম বেড়ে গেছে।
আমার ভাগ্য খারাপ- অন্য সময় ঘরে একমাসের খাবার মজুত থাকে। এবার তাও নেই।
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনি আরেকটু হুশিয়ার হোন।
করোনা ছড়ানোর খবর পাচ্ছেন?
১৭| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ নিরাপদে থাকবে যদি ইউরোপের ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করে আর এয়ারপোর্ট সহ সবগুলো বন্দরে মেডিক্যাল পরীক্ষার কড়া বিধি নিষেধ জারী রাখে ।
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
ইউরোপের ফ্লাইটে মানুষ আসা বন্ধ বন্ধ হয়ে যাবে আপনাআপনি।
১৮| ১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৭
কূকরা বলেছেন: পাঁদগাজি নিজে গ্রামে গিয়া চাষবাস না কইরা ব্লগে আইসা ফাতরামি করতেছে। আগে নিজে কইরা দেখাও বুড়া হাবড়া, এর পরে এইসব উর্বর মস্তিষ্কজাত কথা বার্তা কইতে আইসো।
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো মনোভাবের কি পরিমাণ মানুষ বাংলাদেশে থাকতে পারে?
১৯| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনি আরেকটু হুশিয়ার হোন।
করোনা ছড়ানোর খবর পাচ্ছেন?
উড়া উড়া খবর পাচ্ছি- বেশ কিছু হাসপাতালে অনেক করোনা রোগী আছে। মাদারটেক হাসপাতালে অনেক করোনা রোগী। কিন্তু গোপন রাখা হচ্ছে। হাসপাতালের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, ধন্যবাদ
২০| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ইউরোপের ফ্লাইটে মানুষ আসা বন্ধ বন্ধ হয়ে যাবে আপনাআপনি।
দায়িত্ব পালন না করলে শাস্তি পেতে হয় — এই কথা মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশের জনপ্রশাসন।
১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
সরকারের ৬০ ভাগ মানুষ ঘুষ দিয়ে চাকুরী নিয়েছে; ওরা কাজ করে না, কাউকে কেয়ার করে না; সরকারের লোকেরাই দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে।
২১| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২৬
বিষাদ সময় বলেছেন: সবাই যদি ঘরে থাকে তবে বাইরে গিয়ে এর ওর সাথে ঝগড়া লাগাবে কে শ্রদ্ধেয়? হাঃ হাঃ , ভাল থাকুন। কামনা করি করোনা ভাইরাস যেন আমাদের সবার প্রতি করুনা করে।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
করোনা ভাইরাস বদলাচ্ছে, গরম আবহাওয়ায় ইহা কিভাবে বদলাচ্ছে, তা এখনো জানি না; বাংলাদেশের প্যাথোলোজীর লোকেরা জানালে মানুষ বুঝতে পারতেন।
২২| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: ৯৪ হাজার প্রবাসীকে দেশে ঢুকতে দিয়ে ১৭ কোটি মানুষকে মৃত্যুর আতঙ্কে ঠেলে দেওয়া হয়েছে।
২০ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৫
চাঁদগাজী বলেছেন:
ওরা পরিবারের জন্য রুটি রোজগার করতে গিয়েছিলো; বিপদে পড়ে ফিরতে বাধ্য হয়েছে, তাদেরকে সঠিক ভাবে সাহায্য করেনি সরকারের লোকেরা।
যারা ইতালী ও ইুরোপের বিবিধ দেশে গেছে তারা গড়ে ১০/১২ লাখ টাকা দিয়ে গিয়েছিলো; তখনো তারা সরকারের সাহায্য পায়নি
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
১২ তারিখ থেকে অফিস বন্ধ করে বাসায় আছি। দীর্ঘদিন পর বিশ্রাম পেলাম যদিও ভয়ে আতঙ্কে ও বিপদে। গ্রামের বাড়িতে পতিত ও বর্গা দেয়া জমি আছে - আজকের জন্য নয় সব সময় এই জমি উন্মুক্ত ছিলো। যে কোনো জেলার বাংলাদেশের নাগরিক এই জমিতে কাজ করতে পারেন। বাড়ি সংলগ্ন স্কুল ঘরের মতো লম্বা ভবন আছে থাকার জন্য। শুধু যার যার রান্না নিজে করে খেতে হবে। - সমস্যা হচ্ছে তারা যে রোগ নিয়ে গ্রামে যাবে না তার নিশ্চয়তা কি? এই দায়ভার কে নেবেন।