![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** যেসব প্রবাসী দেশে ফেরার ২/৩ সপ্তাহের মাঝে অসুস্হ হননি; তারা করোনামুক্ত অবস্হায় ফিরেছেন। ***
করোনার ভয়ে অনেক প্রবাসী দেশে ফিরেছেন, এরা মুলত: ইউরোপ থেকে ফিরছেন; এদের বড় অংশ ইউরোপে বে-আইনীভাবে প্রবেশ করেছিলেন, এখন অনেকের কাছে সেইসব দেশে থাকার লিগ্যাল কাগজপত্র আছে, অনেকের কাছে নেই; যাদের কাছে লিগ্যাল কাগজপত্র নেই তারা মনে হয়, বেশী ফিরছেন; যাদের কাছে লিগ্যাল কাগজপত্র আছে, তাদের অনেকেও ভয়ে ফিরছেন; কারণ, মহামারীর সময়ে, তারা বিদেশী হিসেবে সেইসব দেশে সঠিক চিকিৎসা পাবে কিনা, সেই ভয়ে; ইউরোপের অনেক দেশে সম্প্রতি ইমিগ্রেন্ট-বিরোধী মনোভাব গড়ে উঠছে, এতে মহামারীর সময়ে অনেক বাংগালী বাংলাদেশে আসছেন প্রাণ বাঁচাতে, এরা নিজ দেশকে নিরাপদ হিসেবে নিচ্ছেন।
এদের বিপক্ষে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, এরা সরকারের করোনা নীতি মেনে চলছে না; সরকারের নির্ধারিত ক্যাম্পে থাকছে না, বাসায় গিয়ে "স্ব-কোয়ারেন্টিন" মানছে না, এরা দেশকে গালাগালি করছে, বিয়ে করছে, দেশে এসে মাস্তি করে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি।
১.৫ লাখের কাছাকাছি প্রবাসী দেশে ফিরেছেন, এদের মাঝে কতজন দেশকে গালি দিয়েছেন, কতজন বিয়ে করেছেন? স্ব-কোয়ারেন্টিন না মানাটা ভয়ংকর কথা, এবং এটাই আসল ভয়ংকর অভিযোগ ও সমস্যা: এতে তাদের নিজ পরিবার ও পুরোজাতির সীমাহীন ক্ষতির সম্ভাবনা।
বাংলাদেশের স্বাস্হ্য বিভাগের যারা এই ধরণের পরিস্হিতিকে হ্যান্ডলিং করার দায়িত্বে আছেন, তারা কি সঠিক প্ল্যানের মাধ্যমে সঠিক পদক্ষেপ নেয়ার মতো লোকজন বলে আপনি বিশ্বাস করেন? স্বাস্হ্য বিভাগের লোকেরা এই ধরণের প্রবাসীদের এয়ারপোর্টে গ্রহন করার কথা ছিলো, এয়ারপোর্টের ইমিগরেশন থেকে এসব প্রবাসীকে আলাদা করে, সঠিকভাবে প্রসেসিং করে, নিজেদের তত্বাবধানে একটা যায়গায় এনে, তাদেরকে প্রথমে প্রাথমিকভাবে জ্বরের পরীক্ষা করে, খাবার ও পানীয় দিয়ে রেষ্টের ব্যবসা করার দরকার ছিলো। অতপর, দায়িত্বশীল পরিবারের অধীনে তাদেরকে ঘরে যাবার ব্যবস্হা করার দরকার ছিলো, এবং প্রতি ১০/২০ জনের উপর নজর রাখার জন্য ১ জন ভলনটিয়ার পুলিশ নিয়োগ করার দরকার ছিলো।
আপনারা জানেন, আমাদের সরকারী লোকেরা কোনকিছুই প্ল্যান করে সঠিকভাবে করে না; বিদেশ থেকে আসা এসব মানুষ এয়ারপোর্ট থেকে শুরু করে, সব যায়গায়: ইমিগ্রশন, পুলিশ, কাষ্টমস কর্তৃক নিগৃহিত হয়, এরা সেইজন্য নিজের অজান্তেই "ফাইটিং মোডে" চলে যেতে পারে। এগুলো ভেবেই যদি সরকারের স্বাস্হ্য বিভাগের লোকজন এসব প্রবাসীদের হ্যান্ডলিং করতেন, আজকের উদ্ভুত সমস্যা এতো প্রকট হতো না।
আপনারা যারা এসব ভীত, উদ্বিগ্ন, রাগান্বিত, বেকুব, নিরীহ প্রবাসীদের বিপক্ষে লিখছেন, ক্রস-ফায়ার চাচ্ছেন, তারা লেখার সময় ভাবুন; আপনারা নিশ্চয় রাস্তাঘাটের লোকজনের মতো লিখতে চাচ্ছেন না, একজন ব্লগার হিসেবে লিখতে চাচ্ছেন।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
যারা ফিরে আসছেন তারা বাংগালী, যারা তাদের হ্যান্ডলিং করছে তারাও বাংগালী; সামুতে যারা লিখছেন, তারা সমান্য একটু বেশী বুদ্ধিমান বাংগালী; তাই, সামুর লেখকদের একটু ভাবার দরকার।
২| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার এক পরিচিত ইতালিতে আছেন, বিগত ৭ দিন ধরে ওনার কোনো খবর নেই। ফোন, ইন্টারনেটে যোগাযোগ করছেন না।
এই লোকগুলো বিদেশে পর্যাপ্ত হেলদ কেয়ার পাবেন? মিডল ইস্টে এরা "দাস", ইউরোপে "ইমিগ্রেন্ট"। রেসিজমের স্বীকার হওয়া থেকে শুরু করে, অস্বাস্থ্যকর নির্মম পরিবেশে বসবাস করে, এরা দেশে অর্থ পাঠান।
যেখানে উন্নত দেশগুলো পর্যাপ্ত ICU, Ventilator নিয়ে হিমসিম খাচ্ছে, আমাদের প্রবাসী ভাইয়েরা সেখানে আরো বিপদে। ইতালিতে ডাক্তাররা নির্ধারণ করছেন, কাকে Ventilator সেবা দিবে আর কে ধুঁকে মরবে!! কারণ কোনো উপায় নেই।
অব্যবস্থাপনার দোষ, সম্পূর্ণ প্রশাসনের। ১০ জনের জন্য একজন পুলিশ বা সামরিক বাহিনীর কেউ হলেই হতো।
এখনো আসল সমস্যা বাংলাদেশ ফেস করেনি। গ্রামীণ অর্থনীতিতে কি ভয়াবহ বিপর্যয় আসবে, সেটা ঢাকায় বসে কল্পনা করাও কঠিন!
দুঃখিত, উত্তেজনায়, বড় একটি মন্তব্য করে ফেলেছি। দুঃচিন্তায় সময় কাটছে। ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
ইউরোপে বিদেশীদের বিপক্ষে বিরূপ মনোভাবে দেখা দিয়েছে; সরকারের দরকার ছিলো, ফিরে আসতে আগ্রহীদের নিয়ে আসা।
৩| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৬
ঢাবিয়ান বলেছেন: সাড়ে ছয় লাখ প্রবাসী দেশে ফিরেছে যাদের বেশিরভাগই স্বল্প শিক্ষিত। কোয়ারেন্টাইন কি সঠিকভাবে বুঝিয়ে বলা হলেতো তাদের সেটা না মানার কারন দেখি না। যদিও এক ব্লগার লিখেছেন যে ইউনিয়ন পর্যায়েকমিটি করা হয়েছে। সেখানে চেয়ারম্যানরা মাইকিং করছেন। তাদের কাছেও লিস্ট আছে। চৌকিদারদের সার্বক্ষণিক পাহারায় রাখা হয়েছে। কেউ সঙ্গ নিরোধ না করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হচ্ছে। জনপ্রতিনিধিদের এলাকায় থাকতে কড়া নির্দেশ দেয়া হয়েছে।
টেলিভিষনে কোয়ারেন্টাইন কি এবং কিভাবে সেটা পালন করা উচিৎ তা ঘন ঘন টেলিকাস্ট করা উচিৎ। মন্ত্রীদের এই সময়ে মুখ বন্ধ রেখে উচিৎ প্রফেশনাল লোকদের সামনে এনে তাদের দিয়ে পরিস্থিতি হ্যন্ডেল করানো।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
যারা ইউরোপ আমেরিকা থেকে দেশে ফিরছেন, তাদের বড় অংশ বিবেকবান হওয়ার কথা, সামান্য কিছু মানুষকে সব সময় কন্ট্রোল করতে হয়; সমস্যা হলো, আমাদের সরকারে যারা চাকুরি করেন, এরা কোন কাজই সঠিকভাবে করতে পারেন না; সরকারে চাকুরী পেলে মানুষ চোর ও বেকুব হয়ে যায়। অবশ্য, সামান্য প্রবাসীদের সামান্য ভুল, অকাজ, ইত্যাদি মানুষকে এই সময় রাগান্বিত করছে।
৪| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে ভয় হচ্ছে। এই জীবাণু আসলে জীবননাশক।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
ভাইরাস বাংলাদেশের পরিবেশে কিছুটা পরিবর্তিত হওয়ার কথা; আমাদের স্বাস্হ্য বিভাগের লোকেরা সেটা বের করতে পারলে ভালো হতো।
৫| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৮
নতুন বলেছেন: নিচু মনের মানুষ কখনো ভালো মন্তব্য করতে পারেনা।
আমাদের দেশের মানুষের সচেতনতা র অভাব। জীবনের দাম দেশে খুব বেশি না।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
মানুষের জীবনের মুল্য জাতির জীবনযাত্রার মানের সামানুপাতিক
৬| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩০
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
প্রবাসীদের সম্পর্কে একদম বাস্তব চিত্র এঁকে সরকারের যা করনীয় ছিলো তা অল্প কথাতেই বলে দিয়েছেন। প্রবাসীদের দেশে ফেরার প্রথম দিনটি থেকেই এগুলো করা উচিৎ ছিলো।
এখন সময় পার হয়ে গেছে, প্রায় দু'লাখ টাইম বম্ব ঘুরে ফিরে বেড়াচ্ছে কোনও কিছু বিবেচনায় না নিয়েই। ভয়টা এখানেই ............
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
সরকার সম্পর্কে ফেরত-প্রবাসীদের সঠিক ধারণা থাকার কথা; এবং প্রাণ বাঁচাতে আসা এসব প্রবাসীদের অনেক অনেক সতর্ক হওয়ার দরকার ছিলো; দেশে ফেরার পর, সব প্রবাসী, যাদের গ্রামের বাড়ী আছে, সেখানে নিজকে "সম্পুর্ণভাবে ২ সপ্তাহ" আলাদা করে রাখার দরকার ছিলো; এদের অনেক বিদেশে থাকলেও, তেমন কিছু শিখেনি
৭| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অসুস্থতার ভয়ে স্বাস্থ্য বিভাগের লোকরা দূরত্ব বজায় রাখবে।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
অনেক অসৎ ব্যবসায়ী ডাক্তার রোগীর কাছেও যাবে না, অসুস্হতার অজুহাত দেখায়ে কাজে আসবে না।
৮| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
ফেরদাউস আল আমিন বলেছেন:
এর পর তো বলার কিছু থাকে না
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা এসব ইডিয়টদের পালন করতে বাধ্য হয়েছিলেন বিএনপি-জামাত থামাতে, এখন এগুলো জাতির জন্য কুইনাইন সমস্যায় পরিণত হয়েছে।
৯| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
UK coronavirus crisis 'to last until spring 2021 and could see 7.9m
এসব কী বলছে!? আমারতো এখন সত্যি ভয় হচ্ছে।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
ইউরোপ ও আমেরিকার ক্যাপিটেলিজম কোরনার জন্য প্রস্তুত ছিলো না; তারা চীনেের মতো (যদিও চীন এখন গলাকাটা ক্যাপিটেলিষ্ট) ইহাকে সহজে কন্ট্রোলে আনতে পারবে না; চীনারা আগে সোস্যালিষ্ট ছিলো বলে, ওদের মনোভাব এখনো কিছুটা ভিন্ন।
১০| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সামান্য পারমাণবিক জীবাণুর কারণ পৃথিবী প্রায় স্তব্ধ!
জি, ওরা এবার সকলের ঘরের খবর জানতে পেরেছে! চেঙ্গিসখানের বংশধররা আবার বাড়াবাড়ি শুরু করবে।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
এটাই এই গ্রহের প্রকৃতি: এখানে মানুষ, অন্যান্য জীব, আধাজীব ও প্রা হীন পদার্থ আছে, এদের ইন্টার এ্যাকশন হচ্ছে আমাদের পরিবেশ ও জীবন।
১১| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অনেক বিষয় জানেন, আপনার সাথে মন্তব্য বিনিময় করে আমি অনেক কিছু জেনেছি এবং জানব।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
আমি আসলে তেমন কিছুই জানি না; আজকের তরুণরা অনেক কিছু সহজে জানছেন; আমি চোখের সমস্যার জন্য অনেক জ্ঞানীদের বইপত্র পড়তে পারিনি; ফলে আমি পেছনে পড়ে গেছি।
১২| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি বাস্তবিক এবং সত্যবাদী, অভিজ্ঞ, তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী, এবং আপনার মাঝে পারমার্থিক জ্ঞানও আছে। জীবতত্ত্ব সম্বন্ধেও আপনি অনেক কিছু জানে, এসব আমার অভিজ্ঞতা।
পৃথিবীর জীবন হলো Virtual reality
২০ শে মার্চ, ২০২০ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমি কিছু শেখার সুযোগ পাইনি; আমি গ্রামে থেকে ছেলেবেলার প্রফেশানে (চাষবাস) থাকলে, অনেক ভালো করতাম।
১৩| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
মিরোরডডল বলেছেন: আমিও তাই মনে করি ।
অল্প কয়জন অজ্ঞ প্রবাসীর অসংলঘ্ন আচরণের জন্য সবাইকে অভিযোগ করা একদমই ঠিক না ।
সবার জন্যই এসময়টা ট্র্যাভেল না করাটা বেটার । তারপরও যারা করছেন হয়তো পরিস্থিতির স্বীকার ।
তবে প্রবাস ফেরত সবাইকে মাস্ট কোয়ারেণ্টিন মেইনটেইন করা উচিৎ । যারা করছেনা তাঁদের ফাইন করা যেতে পারে, এখানেও যেটা হচ্ছে আইন ভঙ্গ করলেই ফাইন ।
সরকার থেকে অনেক বেশী ইনিশিয়েটিভ নেয়া দরকার । যা করছে সেটা এনাফ না ।
আসলে এখন সাধারণ মানুষ আর সরকার উভয় পক্ষের কোঅপারেশন না হলে এই বিশাল সমস্যার সমাধান সম্ভব না ।
২০ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
এটা মোটেই সরকার নয়, এটা কলোনিয়েল সিষ্টেম, মানুষ এদের উপর ভরসা রাখতে পারচে না; মানুষ অসহায়, ভীত; ফলে মানুষ যাকে পাচ্ছে, তাকে দোষারোপ করছে।
১৪| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন।
প্রবাসীদের নিয়মশৃঙখলা না মানায় আমি নিজেও বিরক্ত। উন্নত দেশে, উন্নত পরিবেশে থেকেছেন, তাই ভেবেছিলাম, তারা দেশের সাধারণ মানুষ থেকে কিছুটা বেশি সচেতন হবেন। আশেপাশের মানুষদের সেইফ রাখবেন।
তবুও বলবো, প্রবাসীদের নিয়ে আমরা একটু বেশি হইচই করছি। প্রবাসীদের চাইতে, টাকাওয়ালা যারা 'মিশর, ফ্রান্স-প্যারিস, লন্ডন, দুবাই বেড়াতে গিয়ে ফিরেছেন বা ফিরছেন, তারা বেশি বিপদজনক। লন্ডন থেকে ফিরে আমাদের সিলেটের এক নেতা বঙ্গবন্ধু শতবার্ষিকীতে যোগদানের খবর আমরা দেখেছি। এই নেতার মতো অনেকেই যুক্তরাজ্য ভ্রমণ করে এখনো ফিরছেন।
২০ শে মার্চ, ২০২০ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আপনি সঠিক।
১৫| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
ইলি বলেছেন: প্রবাসী যারা এসেছেন তাদের স্বাস্থ্য বিধি মেনেচলা উচিত। যদিও আমাদে সেই প্রস্তুতি ছিলোনা এখানে সরকার ব্যর্থ। নিজের দেশের মানুুষদেরকে ঘরে থাকার জন্য সচেতন করি এবং দেশের হেলথ কেয়ার প্রোভাইডারদের উৎসাহিত করি যেন তারা মনবল না হারায়।এই ছোটো দেশ হয়তো চীন,ইতালির মতো লড়তে পারবে না।কিন্তু এমন পরিস্থিতিতে গরীব,ধনী আমরা সবাই পারি প্রিয় দেশকে,দেশের মানুষগুলোকে রক্ষা করতে।শুধু প্রয়োজন সকলের একটু সহযোগিতা।
২০ শে মার্চ, ২০২০ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
১ ব্লগার বললেন, ৪/৫ লাখ প্রবাসী ফেরত এসেছেন; এরা একদিন এই দেশের উপেক্ষিত মানুষ ছিলেন, নিজেদের পরিবারের যায়গাজমি বিক্রয় করে, প্রাণটা হাতে নিয়ে, নৌকায় সাগর পাড়ি দিয়ে পরিবারের জন্য আয় করতে গিয়েছিলেন; এদের ১০/২০ জনের উপর ক্ষেপে ব্লগারেরা নিজকে ছোট করার অর্থ হয় না।
১৬| ২০ শে মার্চ, ২০২০ রাত ৮:৪০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি যথেষ্ট জেনেছেন।
যাক ভালো থাকবেন। মঙ্গল কামনায় মঙ্গল হয়।
২০ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
বাহিরে কম যান, সরকার কি কি করছে সটা জানার চেষ্টা করেন, ভালো থাকেন।
১৭| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখন ভালো থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে সকলকে। সরকার নাকি সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু বাস্তবে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর্মি নামিয়েছে। সুপারমার্কেটে কিচ্ছু নেই। কেমিস্ট বন্ধ। আমি গাড়ি ফিরত দিয়ে বেকারভাতার এপলাই করে রেখেছি, আমি এলেজেবুল। জয়েণ্ট ক্লাইম হওয়ার কথা না হলে তাদেরকে ফোন করতে হবে। ওরা ফোনও ধরে না। আসলে কী হচ্ছে কিচ্ছু বুঝা যাচ্ছে না। মেয়ে বাসা থেকে কাজ করছে। আমিতো সিটির এক্কেবারে বডারে থাকি। সিটি ডেড, তবে আমার এলাকা, মানে বাংলা টাউন সত্যি খুব ব্যস্ত। দেখে মনে হয় না করোনার যে জন্ম হয়েছে।
আপনিও ভালো থাকবেন।
২০ শে মার্চ, ২০২০ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, সবাই ভালো থাকুক; মানুষ থেকে দুরত্ব বজায় রাখার চেষ্টা করেন; ইংরেজরা বুদ্ধিমান জাতি, সমস্যার সমাধান হবে।
১৮| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা দরিদ্র দেশ।
এই দেশ থেকে যখন কেউ অন্য দেশে যায়- অন্য দেশে গিয়েও তারা ভালো থাকে না। দীর্ঘদিন অন্যদেশে কাটিয়ে নিজ দেশে ফিরে তারা দেখে দেশের কোনো পরিবর্তন হয় নাই। আগের চেয়েও খারাপ অবস্থা।
দেশের মানুষের চেয়ে প্রবাসীদের দেশের প্রতি টান বেশি।
২০ শে মার্চ, ২০২০ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
এইসব প্রবাসী দেশের খারাপ করার জন্য যাচ্ছে না; একটু ভালোর আশায় নিজ দেশে ফিরছেন।
১৯| ২০ শে মার্চ, ২০২০ রাত ১০:২৩
আকন বিডি বলেছেন: view this link
Where is she?
২০ শে মার্চ, ২০২০ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হলে, তিনি সমাধান করতে পারবেন না; সমাধান না হলে, উনি ক্রেডিট নেবেন।
২০| ২০ শে মার্চ, ২০২০ রাত ১০:২৫
আহা রুবন বলেছেন: শুধু প্রবাসীদের দোষ দিলে সমস্যার সমাধান হবে না। এদের পরিবারদেরও বুঝিয়ে কয়দিন আলাদা ঘরে থাকতে উৎসাহিত করতে হবে। সেজন্য স্বাস্থ্যকর্মীদের বিদেশ ফেরত পরিবারগুলোতে গিয়ে সচেতন করতে হবে। সরকার প্রথম থেকেই ঠিক মতো পরিকল্পনা করেনি। যারা চিকিৎসা দেবে সেই ডাক্তারদেরও নিজের প্রতিরক্ষামূলক পর্যাপ্ত ব্যবস্থা নেই।
২০ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
সরকার বলতে ১ জন, শেখ হাসিনা; উনি কিন্তু এই শতাবদীর জন্য পুরাতন; আর, করোনা হচ্ছে নুতন। উনি সুপার কেহ নন যে, এই দেশকে একা চালাবেন; উনি নিজের আশেপাশে মন্ত্রী/এডভাইজার হিসেবে তাদের নেন, যারা উনার থেকে কম জানে। সর্বোপরি, সরকারী চাকুরী পেলে, মানুষের জ্ঞান কমে যায়, ও সে চোর হয়ে যায়।
২১| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৭:০২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রবাসী যারা এসেছেন তাদের স্বাস্থ্য বিধি কোয়ারেন্টাইন মেনে চলা উচিত। ইতালি ফেরত কয়েকজনের ভাষা খুবই আপত্তিকর ছিল | এধরণের আপত্তিকর কথাবার্তা কেউ বলার আগে ভাবা উচিত এতে দেশের সাধারণ মানুষের মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে |
তবে একজন বিমানযাত্রী দীর্ঘভ্রমণ শেষে কোনো বিরতির সম্মুখীন হওয়ার পর অবশ্যই এটা আশা করে না যে তাকে এবং তার সন্তানদের দীর্ঘ সময় খাওয়া দেওয়ার ব্যবস্থা না করে অসহায়ভাবে এক কোনায় ফেলে রাখা হবে |
বাংলাদেশ উদ্ভট এক উঠের পিঠে চড়ে চলছে বলেই নেতা/পাতি নেতারা এরকম লাগামহীন কথাবার্তা সহজেই বলে পার পেয়ে যান | তাদের জবাবদিহিতার প্রয়োজন পড়ে না 'নবাবজাদা' জনগণের কাছে |
২১ শে মার্চ, ২০২০ সকাল ৮:১২
চাঁদগাজী বলেছেন:
মানুষ সরকারী চাকুরী পায় ঘুষ দিয়ে; একবার যারা ঘুষ দিয়ে চাকুরী কিনে, তারা কাউকে গ্রাহ্য করে না, তারা কোন কাজ করে না।
একমাত্র শেখ হাসিনা ব্যতিত সবাই, কাউকে না কাউকে কিছু দিয়ে দিয়ে আওয়ামী লীগে পদ পায়; শতকরা ৮০ জন সরকারী চাকুরী পেতে ঘুষ দেয়; এটা আসলে মগের মুল্লুক।
২২| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৭:১২
জাহিদ হাসান বলেছেন: Go corona, Corona Go !
২১ শে মার্চ, ২০২০ সকাল ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ বিপদে পড়লে স্বদেশে ফিরতে চায়
২৩| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
ইটালিতে দুই দিন হাসপাতালের বারান্দায় বসেও চিকিৎসা পায় না, কারন রুগির চাপ অনেক। অনেকে সিট না পেয়ে মারা যাচ্ছে। আর ইটালি দেশ সম্পুর্ন লকডাউন। মানে ১ মাস ছুটি।
এখন ৩ গুন ভাড়া দিয়ে স্পেশাল ফ্লাইট ভাড়া করে দেশে এসেছে ফুর্তি করতে।
আমি বলি কথা না শুনলে এদের গুদাম ঘরে তালা মেরে রাখা উচিত ছিল। চীন বা ইরানে হুকুম অমান্য করলে এমনটাই করা হত।
হজ ক্যাম্পে থাকবে না। বলে বাথরুম নোংরা কেন? ফ্লোরে থাকে কেমনে? বলে
অতচ এই হাজি ক্যাম্পে হাজার হাজার হাজি থাকতো, চীন ফেরত ৭০০ জন এই ক্যাম্পেই ছিল।
ইটালিয়ান *্যটেরবাল গন বলেন - ৫ স্টার হোটেল চাই + পা টিপার জন্য সুন্দরি নার্স বাদে কোয়ারেন্টেইনে থাকতে পারবো না।
ইটালি ফেরত কোয়ারেন্টেনে থাকতে অস্বীকৃতি জানানো বেয়াদবগুলোকে এই ব্লগেই এক শ্রেনির ব্লগাররা সমর্থন করে গেছে।
২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনার সাধারণ জ্ঞানের বালাই নেই! ছাত্র রাজনীতি করতেন?
২৪| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৭
রানার ব্লগ বলেছেন: দেখুন প্রবাসিরা দেশে আসছে কোন সমস্যা না, কিন্তু এরা কোন আইন মানছে না, কার কথাই শুনছে না। যা ইচ্ছা তাই করছে, বাংলাদেশে করোনা ছড়ানর পেছনে এরাই মুলত দায়ী, এদের মাধ্যমেই করোনার এত্ত প্রভাব বিস্তার করেছে, বেশির ভাগ প্রবাসি করোনা পজিটিভ কিন্তু এরা কোন কিছুর তোয়াক্কা করছে না এর ফলে এদের আত্মীয় স্বজন আক্রান্ত হচ্ছে এবং সাইকেলিক ওয়াটার এর পদ্ধত অবলম্বন করে সবার মাধ্যমে ছরিয়ে যাচ্ছে। এরা কথায় কথায় বলে এরা রেমিটেন্স যোদ্ধা এরা রেমিটেন্স না দিলে আমরা না খেয়ে মারা যেতাম, আসলেই কি তাই?
২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
এদের জ্ঞান নিশ্চয় ব্লগারদের চেয়ে কম।
সরকারের কেহ যদি ভাবতো যে, এই লোকগুলো বাংগালী, ছিলো ইতালীতে, এদেরকে হ্যান্ডলিং করার দরকার; কারণ, ইতালীতে যারা গেছে, তারা অনেকেই শিক্ষিত নন, এদের অনেকেই জীবনকে হাতে করে, নৌকায় চড়ে সাগর পাড়ি দিয়েছেন; সরকারে কাজের লোক নেই, আছে কিছু ইডিয়ট
২৫| ২১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৪
আসোয়াদ লোদি বলেছেন: প্রবাসীদের দেশে ফিরার অধিকার রয়েছে, তারা সুস্থ-অসুস্থ যা হোক না কেন। তবে পরিস্থিতি অনুযায়ী তাদের সবকিছু মেনে চলা উচিত।
২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
ওরা সবার মতো সাধারণ বাংগালী
২৬| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: করোনায় আরও একজনের মৃত্যু
এ নিয়ে মারা গেল দুইজন
আক্রান্ত মোট চব্বিশ জন
২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে করোনার বিবর্তন হয়েছে কিনা, টেলিভিশনে এই নিয়ে আলাপ টালাপ হচ্ছে? তবে, সংক্রমণ কম হচ্ছে, এটা সঠিক
২৭| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩
কূকরা বলেছেন: পাঁদগাজি বিদেশ থেইকা পলায়া বাংলাদেশে আইতে চায়?
২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
সামু কেন ইডিয়ট পালন করে?
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৬
খোলা মনের কথা বলেছেন: বাঙালীরা আগাগোড়ায় বেকুব। যারা দেশে ফিরছে তারাও সচেতন না, এদের যারা পরিচালনা করবে বা নিয়ন্ত্রন করবে তারা ও বেকুব। এয়ারপোর্ট থেকে শুধু জ্বর মেপে বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিচ্ছে, যেটা বাঙালীদের কাছে বিড়ালের সামনে মাছ রেখে খাবি না বাবা পরামর্শ দেওয়ার মতই। নেপালের মত দেশও দেখলাম যথেষ্ট সচেতনার সাথে কোয়ারেন্টিনের প্রিপারেশন নিয়েছে। সেখান আমাদের কাদের সাহেব বলছেন করোনা যতই শক্তিশালী হোক না কেন আমরা তাকে পরাজিত করবো। এটা হল আমাদের বেকুবদের করোনা প্লানিং