| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
 
ইটালির খবর আপনারা পাচ্ছেন, মাত্র ১ মাসের মাঝে দেশটি ভয়ংকর সমস্যার মাঝে প্রবেশ করেছে; আজ অবধি, ইউরোপের কোন দেশ ইতালির পাশে দাঁড়ায়নি; গত সপ্তাহে চীন কিছুটা সাহায্য করেছে সরন্জাম দিয়ে।এই চরম দুর্দিনে  ইতালি এভাবে একা হয়ে গেলো কেন?
ইতালি ক্যাপিটেলিষ্ট অর্থনীতির দেশ; ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, মেডিক্যাল সরন্জাম, ঔষধ উৎপাদন সবই প্রাইভেট কোম্পানীর হাতে। প্রাইভেট কোম্পানীরা যেই ব্যবসায় কম পুঁজিতে অধিক লাভ, সেই ব্যবসার দিকে যেতে থাকে; জাতির জন্য দরকারী, কিন্তু কম-লাভজনক ব্যবসায় প্রাইভেট কর্পোরেশন গুলো থাকে না; এই সমস্যা একা ইতালির নয়, এই সমস্যা আজকে সারা বিশ্বে, এবং ইহাতে বাংলাদেশও আছে। 
স্বাস্হ্যগত দিক থেকে ইতালিয়ানরা ভালো: শক্ত-সামর্থ, দীর্ঘজীবি, ভালো খায়, ভালো সামাজিক জীবন; কিন্তু তারা বুঝতে পারেনি যে, তারা যেই ক্যাপিটেলিজমকে ধরে চলছে, উহা করোনার মত ভয়ংকর কিছুর জন্য প্রস্তুত ছিলো না; এই সিষ্টেমে যে সমস্যা আছে, সেটা এখন টের পাচ্ছে।
আমেরিকায় ট্রাম্প থাকাতে আমেরিকা এখন অন্য দেশগুলোর বিপদে খুব একটা গুচ্ছে না; মধ্য ফেব্রুয়ারী অবধি প্রেসিডেন্ট ট্রাম্প করোনার  ভয়ংকর সংক্রমণ সম্পর্কে বিশ্বাস করতো না। ট্রাম্প করোনার ব্যাপারে ভয়ংকরভাবে দেরীতে পদক্ষেপ নিয়েছে; এবার পরাজিত হলে,  এই ব্যাপার  নিয়ে ট্রাম্পের বিচার হবে। ইউরোপের অন্য দেশগুলো অবস্হা ইতালির মতোই; তারপরও, সবার থেকে ভালো অবস্হায় আছে জার্মানী; কিন্তু মার্কেলকে সামনের দিনগুলোতে সরে যেতে হবে দেখে, মনে হয়, মার্কেল ইতালিকে সাহায্যের কথা ভাবেনি; কারণ, ইহা ম্যানেজ করা সম্ভব হবে না। আজকে মার্কেল কিন্তু কোয়ারেন্টিনে আছেন, মার্কেলকে নিমোনিয়ার টিকা যেই ডাক্তার দিয়েছে, সেই ডাক্তার কোরনা-পজেটিভ। 
ইউরোপের মানুষ এখন থেকে বুঝতে পারবে যে, ক্যাপিটেলিজমের কিছু দিক আছে, যা মানব জাতির জন্য ভয়ংকর; জাতির ভাগ্য নিয়ন্ত্রণ সরকারের হাত থেকে চলে যেতে পারে, এবং জাতিকে সামান্য কিছু কর্পোরেশনের সিদ্ধান্তের উপর নির্ভর করে চলতে হবে।
 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন: 
না, ধনীরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না
২| 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৩০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধনীরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলে এই বিপদ সহজে দূর হবে না।
 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন: 
সমাধান হবে; তবে, ইউরোপে প্রথমবারের মতো পরস্পরকে সাহায্য করছে না; ইহা খারাপ উদাহরণে পরিণত হলো।
৩| 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৩৯
বাকপ্রবাস বলেছেন: আশা করি করোনা একদিন থাকবেনা, কিন্তু মানুষের ফ্যাসিজম ভাবটা যেন সাথে করে নিয়ে যায়, করোনা যেমন জাতপাত চেনেনা ঠিক তেমনি আমরাও যেন অসুস্থ্য হিংস্রতা থেকে মুক্তি হই
 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন: 
আপনি কোন ধরণের অর্থনীতিতে বিশ্বাস করেন?
৪| 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কষ্টের বিষয় হলো অনেক অসহায় মরবে, কেউ সাহায্য করবে না। ![]()
 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন: 
মৃত্যু হবে অনেকের, জীবনযাত্রার মান নীচে নেমে আসবে।
৫| 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৫১
সেলিম আনোয়ার বলেছেন: বিষয়টি দুঃখজনক । দেশভেদে আমাদের সকলের পরিচয় আমরা মানুষ । বিশ্বমানবতা জাগ্রত হোক ।
 
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন: 
এই সিষ্টেমে মানবতা এতটুকুই,  ঘোড়ার দুধে দেশ চলে না
৬| 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:০০
মোঃ ইকবাল ২৭ বলেছেন: করোনায় আক্রান্ত দেশ গুলোর মধ্যে বেশীর ভাগই ধনী দেশ এবং শীতের দেশ, সব গুলো দেশের তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াসের নীচে। ইতালিতে যে মানুষ গুলো মারা যাচ্ছে তারা কি সবাই ৬০/৭০ উর্ধবয়স্ক লোক ? যদি তাই হয় সেদেশে তো কোন বয়স্ক লোকই থাকছেন না। আমেরিকা কি ইতালি পথে হাটছেন ? যতটুকু দেখা যাচ্ছে, বুঝা যাচ্ছে তাপমাত্রা যত কম করোনার শক্তি তত বেশী।
 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৩৫
চাঁদগাজী বলেছেন: 
শীত করোনার জন্য স্বাস্হ্যকর পরিবেশ, সংক্রমনের হার বেশী; বাংলাদেশে তাপমাত্র ৯০ ডিগ্রির দিকে গেলে সংক্রমনের হার কমবে; তার আগে বাড়বে। মাঝখানে, ১ মাসের জন্য লক-ডাউন করার দরকার।
সরকার না করলেও, মানুষ নিজের থেকে লক-ডাউন করা দরকার; সরকারের গর্দভদের জন্য অপেক্ষা না করাই ভালো
৭| 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:০৪
মিরোরডডল  বলেছেন: কয়েক বছর আগে ইতালি গিয়েছিলাম বেড়াতে ।
দেশটা যেমন মানুষগুলোও সেরকম সুন্দর ।
আমার কাছে ভালো লেগেছে । 
সহজ সরল, ফান লাভিং ফ্রেন্ডলি ইজি গোয়িং ।
কোন জটিলতা নেই হিপোক্র্যাসি নেই ।
সেই দেশটা আজ একটা মৃতপুরী ।
৫৪৭৬ টা মৃত্যু , ভয়াবহ !!!
 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৩৬
চাঁদগাজী বলেছেন: 
ক্যাপিটেলিজমের মনন, ইহাতে জীবন মরণের সমস্যা লুকায়িত আছে।
৮| 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:২১
একাল-সেকাল বলেছেন: 
সবাই দেরীতে বুঝছে। ইতালিও.------ !
সারা বিশ্বের অর্থনীতি ভঙ্গুর হচ্ছে। কর্মক্ষম লোক কর্মহীন হয়ে পড়বে। ধনী দেশ গুলু দ্রত সামাল দিতে না পারলেও এক সময় উঠে দাঁড়াবে। সুনামি সমস্যায় পড়বে ৩য় বিশ্ব। সামাজিক অস্থিরতা ব্যাপক আকার ধারন করলে দুর্নীতি তে নিমজ্জিত বাংলাদেশ সামাল দিতে পারবেনা। ক্যাপিটালাইজড গোষ্ঠীর হাতে বাংলাদেশ আরও অধিক মাত্রায় জিম্মি হয়ে পড়বে যদি করোনা মহামারি পর্যায়ে চলে যায়।
 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৩৭
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশও ধনী রাজনীতিবিদদের হাতে আটকা পড়েছে; জয় জেনারেল জিয়া
৯| 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
রাশিয়া বলেছেন: আমেরিকার অবস্থা ইতালির চেয়েও ভয়াবহ হবে। তবে তাপমাত্রার সাথে সংক্রমণের কোন সম্পর্ক নেই বলে মনে হচ্ছে। মালয়েশিয়া গরম দেশ, ভারত পাকিস্তান গরম দেশ, মেক্সিকো গরম দেশ। আমেরিকার ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা গরম রাজ্য। ইরান গরম দেশ, ব্রাজিল গরম দেশ - কেউ রক্ষা পায়নি। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা - যাতায়াত ব্যবস্থা যেখানে অনুন্নত এবং দুর্গম - সেসব দেশেই কেবল সংক্রমণের হার কম। ইন্দোনেশিয়া দ্বীপ রাষ্ট্র বলে সেখানে এই দুর্যোগ তেমন করে দেখা দেয়নি। 
কাজেই কম তাপমাত্রা কোন ফ্যাক্টর নয় - কমিউনিকেশন ইজ দ্যা ফ্যাক্ট।
 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৩৯
চাঁদগাজী বলেছেন: 
গরমে সংক্রমণের হার কমবে, ও নিমোনিয়ার প্রকোপ কমবে।  আমেরিকা পদক্ষেপ নিয়েছে দেরীতে, এজন্য মুল্য দিতে হবে; ভোটে ট্রাম্প হেরে গেলে, দেরী করার জন্য ট্রাম্পের বিচার হবে।
১০| 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৬:৫৯
ইলি বলেছেন: ইউরোপ একে অপরকে সহযোগিতা করছে না ঠিকই তবে ইউরোপীয় ইউনিয়ান সব দেশ কেই একটা বাজেট থোক বরাদ্দো দিয়েছে। কাজ হারানো মানুষ দের যেমন বাসা ভাড়া গ্যাস পানি বিদ্যুৎ ইত্যাদি মিলিয়ে আছে কিছু। করোনার আঘাতে অনেক প্রান হানি হবে মানুষ বেকার হবে ব্যবসা পরে যাবে। যেমন আমি কাজ হারিয়েছি জানিনা কাজটা থাকবে কি না। ধন্যবাদ স্যার।
 
২৩ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:১৪
চাঁদগাজী বলেছেন: 
চীনে তো কেহ কাজ হারায়নি! 
আমেরিকা যদি ঠিভাবে বেরিয়ে আসতে না পারে, শতকরা ৩০ জন চাকুরী হারাবে; গত সপ্তাহে হারায়েছে ২৫ লাখ।
১১| 
২৩ শে মার্চ, ২০২০  রাত ৮:৪৫
আলাপচারী প্রহর বলেছেন: আপনার অনেক গুলো লেখা পড়লাম । শুধু লাইক দিয়ে পার পেয়ে যাচ্ছি। এ আমার কি হলো ? সব কিছুতে বিতৃঙ্ষা।
 
২৩ শে মার্চ, ২০২০  রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন: 
লেখায় বৈছিত্র নেই তেমন, এটা একটা কারণ; এবং সব লেখাই কাছাকাছি বিষয়ের উপর; সবাধিক, সময়ের ফিলিংস
১২| 
২৩ শে মার্চ, ২০২০  রাত ৯:১৫
মোঃ ইকবাল ২৭ বলেছেন: বাংলাদেশে লাখ লাখ গার্মেন্টস কর্মী কাজ হারানোর পথে। ইউরোপ আমেরিকার দুর্দিনের জন্য কোন বায়ারই ফিসিসট গুডস রিসিভ করছেন না। শীপে উঠানো পণ্য নামাতে বলছেন, ওয়্যার হাউজে তৈরি মাল পড়ে আছে, ফেব্রিক্স কাটতে মানা করছেন। গার্মেন্টস মালিকেরা ওয়ার্কারের বেতন দিতে পারছেন না, সামনেও পারবেনা। সামনে দুই ঈদ, এসব লোকেরা কিভাবে চলবে ? সমাধান কে দিবে ? যারা দিবেন তারাও তো বিপদে।
 
২৩ শে মার্চ, ২০২০  রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন: 
গার্মেন্টের এর মালিকেরা যেই পরিমাণ ধনী হয়েছে, তারা ও সরকার মিলে, সব কর্মচারীকে ২/১ বছর লালন পালন করতে পারবে।
১৩| 
২৩ শে মার্চ, ২০২০  রাত ৯:২৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: দেশে আমদানি বন্ধ চীনের কারণে। রপ্তানী বন্ধ ইউরোপ আমেরিকার কারনে। এখানে কাহারো দোষ নেই। বর্তমান বিশ্ব পরিস্থিতি করোনা সব কিছু থামিয়ে দিচ্ছেন। কেহ আক্রান্ত হয়ে থেমে গেছে। আর কেহ আক্রান্ত না হয়ে অন্যের কারনে থেমে যাচ্ছে। সম্মুখে কঠিন সংকট গনীভূত হচ্ছে এবং তাহা অতি নিকটে। আধুনিক বিশ্বকে হয়তো কিছু সময়ের জন্য মন্থর করে দিলেন সৃষ্টিকর্তা। কত সময়ের জন্য সেটা বলা মুশকিল। সৃষ্টিকর্তায় ভাল জানেন।
 
২৩ শে মার্চ, ২০২০  রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন: 
এখন মগজহীন শেখ হাসিনা হয়তো নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবার সময় পাবে; নাকি আবারো রিলিফের লাইনে দাঁড়িয়ে যাবে, কে জানে!
১৪| 
২৩ শে মার্চ, ২০২০  রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: ট্রাম্পের ইম্যাচুরিটির জন্য ওভার ডোজ এ মানুষ মারা গেছে ,ওষুধের শর্ট পরে গেছে।
 
২৩ শে মার্চ, ২০২০  রাত ১০:৫৭
চাঁদগাজী বলেছেন: 
তাই, আমরা এখনো জানি না; ট্রাম্প এমনিতে সমস্যায় আছে।
১৫| 
২৩ শে মার্চ, ২০২০  রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: পৃথিবীর সমস্ত পশুকূল করোনা ভাইরাস থেকে নিরাপদ।
 
২৩ শে মার্চ, ২০২০  রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন: 
এই ব্যাপারে আমি কইছু জানি না।
১৬| 
২৩ শে মার্চ, ২০২০  রাত ১০:২৬
হাসান কালবৈশাখী বলেছেন: 
চীন শুধু সরঞ্জাম না, ৩০০ ডাক্তার নার্স পাঠিয়েছে।  যারা অলরেডি হার্ড ইমুনিটি সম্পন্ন। (একবার করনা পজেটিভ হয়ে আরোগ্যলাভ করেছিল)    
এরা PPE বাদেই কাজ করতে সক্ষম।
 
২৩ শে মার্চ, ২০২০  রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন: 
চীনারা শেষে বিশ্বে সুপারম্যান হয়ে যাবে।
১৭| 
২৩ শে মার্চ, ২০২০  রাত ১১:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি হবে আগামিতে বলা মুশকিল ।
 
২৪ শে মার্চ, ২০২০  রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন: 
আগামী পরিস্কার নয়? হাদিস ইত্যাদি কোন দিক নির্দেশনা দিচ্ছে না?
১৮| 
২৪ শে মার্চ, ২০২০  ভোর ৬:৩৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সব সিস্টেম থেকে আজীবন শুধু ভালো ফলাফল আসবে এটা আশা করা ঠিক নয় | ইতালির জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ কর্পোরেট দুনিয়াকে স্বতঃপ্রণোদিত হয়েই সে দেশের জনগণ দিয়েছে | এর ভালোটাও যেমন মন্দটাও ঠিক একইভাবে সেই জনগণই ভোগ করবে | তবে স্বান্তনার কথা ইতালির জনগণের উপর কেউ জোর করে সেই সিস্টেমকে চাপিয়ে দেয় নাই বাংলাদেশের মতো |
 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন: 
আশাকরি, পশ্চিমের মানুষ কিছুটা অভিজ্ঞতা পেয়েছে; আমেরিকানরাও এবার অবস্হা দেখছে।
১৯| 
২৪ শে মার্চ, ২০২০  সকাল ৭:০০
কূকরা বলেছেন: শিক্ষা মানেই সম্পদ না পাঁদগাজি, তোমার মত যারা কু-শিক্ষায় শিক্ষিত, তাদের জন্য কু-শিক্ষা একটা বিপদ। ইউরোপের অবস্থা দেখে শিখ, বুড়া হাবড়া হইলেও কবরে যাও নাই এখনো, শিখার সুযোগ মৃত্যুর আগ পর্যন্ত আছে।
 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন: 
বার্ড ফ্লু আছে আশেপাশে, না হয়, কসাই আছে নিকটে।
২০| 
২৪ শে মার্চ, ২০২০  সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: 
 ছাগল গুলার কি আর কোনদিন ও আক্কেল হবেনা?
এরা কি কোনদিন ও পরিস্থিতি বুজবে না?
 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন: 
সামনে এই ধরণের আরো সমস্যা আসবে।
২১| 
২৪ শে মার্চ, ২০২০  সকাল ১০:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চীনের পাশেও কেউ দাঁড়ায়নি। বরং চীনের বাজে খাদ্যাভ্যাসের সমালোচনা হয়েছিল বেশী শুরুর দিকে...
 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকা সাহায্য করতে চেয়েছিলো, চীন  সাহায্য নেয়নি
২২| 
২৪ শে মার্চ, ২০২০  সকাল ১০:৫৯
হাসান রাজু বলেছেন: সাহায্যের ব্যাপারটা আসবে তখন যখন নিজে নিরাপদ থাকবে।  ইউরোপের প্রতিটি দেশ একই সময়ে আক্রান্ত হয়েছে।  যে সব দেশে পরিস্তিতি কিছুটা ভালো (মনে হয়) তারা ও নিশ্চিত নন পরিস্তিতি কোন দিকে মোড় নিবে।  সেক্ষেত্রে দেশ গুলো ইতালিকে সাহায্য করবে নাকি নিজেরা প্রস্তুতি নিবে? চীন ইতালিতে বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে কারন তারা এরই মধ্যে অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে এবং এটা প্রচার করা দরকার ছিল যে করোনা তারা জয় করেছে।  
সমাজতান্ত্রিক অর্থনীতি করোনা এবং এর পরবর্তী সময়ের জন্য ভালো ।  কিন্তু সমাজতন্ত্রে বিশ্বাসী চাঁদগাজী সাহেবরা কখনো চীনে আবাস গড়বেন না।  আবাস হবে আমেরিকা নয়তো ইতালিতে।  এটাই সত্য।
 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৩
চাঁদগাজী বলেছেন: 
আমার সামজতান্ত্রিক ধারণা গড়ে উঠেছে আমার শৈশব জীবনে, আমার গ্রামে; আমি আমেরিকায় এসেছিলাম পড়তে, চীনা ভাষায় পড়ার ইচ্ছা আমার ছিলো না।
২৩| 
২৪ শে মার্চ, ২০২০  সকাল ১১:২৭
কূকরা বলেছেন: হাসান রাজু বলেছেন: কিন্তু সমাজতন্ত্রে বিশ্বাসী চাঁদগাজী সাহেবরা কখনো চীনে আবাস গড়বেন না। আবাস হবে আমেরিকা নয়তো ইতালিতে। এটাই সত্য। 
 
 
পাঁদগাজিরা ভন্ড
 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন: 
আমি আমেরিকা, চীন, লন্ডনে থাকি না; আমি বাংলাদেশে থাকি, সেখানে কাজ করেছি, আমেরিকায় কাজ করেছি বেশীরভাগ সময়; গত ২/৩ বছর আমার চোখের চিকিৎসার কারণে আমি বেশীরভাগ সময় আমেরিকায় আছি।
২৪| 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: আগামী এক বছরের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে তাদের ৮০ শতাংশের হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।
 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন: 
সম্ভব।
বাংলাদেশে মানুষ মারা গেলে সরকারকে দায়বার নিতে হয় না, পশ্চিমে দায়বার সরকারের।
২৫| 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪২
জুন বলেছেন: আহারে ইতালি দীর্ঘ জীবন লাভের জন্য খ্যাত তাদের খাদ্যাভ্যাস কত বই পত্রিকায় পড়েছি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবার খাওয়া সেই সুঠাম ও নীরোগ স্বাস্থ্যের লোকগুলো এক ভাইরাসের আঘাতেই শেষ হয়ে গেল বিনা চিকিৎসায়।  ইতালির প্রধানমন্ত্রী কন্তের কান্নায় চোখে পানি আসলো আমারও। আমার নিজ চোখে দেখা পর্যটকে গিজ গিজ করা রোমের এলাকাগুলো মানবশুন্য থমথমে অবস্থা দেখে ভয় হলো আমাদের দেশের কথা ভেবে। 
কে কার পাশে দাড়ায় সেটাই ভাবনার বিষয় পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে চাদগাজি।
 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন: 
পর্যটনের মক্কা হওয়ায়, ইতালীতে ২/৩ সপ্তাহের মাঝে ইহা ছড়ায়ে গিয়েছিলো;  মাঝারি আকারের ক্যাপিটেলিজম হওয়ার পরও তারা পুরোপুরি "প্রাইভেট সেক্টের নির্ভরশীল" ছিলো; স্বাস্হ্য বিভাগ সরকারের হাতে ছিলো না, যেভাবে কানাডায় আছে।
২৬| 
২৪ শে মার্চ, ২০২০  বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: ইসিয়াক আমাকে ব্লক করেছেন। 
আমি তো কিছু করি নাই। তার সাথে আমার কোনো কথাকাটাকাটিও হয় নাই। 
 
২৪ শে মার্চ, ২০২০  রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন: 
ওটা জন্মগতভাবে ব্যক্তিত্বহীন; ব্লগে আবর্জনার চাষ করছে, আপনি উৎসাহ দিচ্ছেন!
২৭| 
২৫ শে মার্চ, ২০২০  সকাল ৯:৪২
শায়মা বলেছেন: ভাইয়া 
জাহিদ অনিক ভাইয়া জানিয়েছে তুমি আমাকে খুঁজেছিলে। মনে হয় লগ ইন করতে না দেখে তোমার চিন্তা হয়েছিলো করোনায় আমার মরোনা হলো কিনা।  
 সেটা অবশ্য এখনও হয়নি। কিন্তু অনেকদিন ব্লগে লগ ইন করাও হয়নি। যেটা খুবই আশ্চর্য্যজনক আমার কাছেও। 
যাইহোক আমি ভালোই আছি। একই রকম আছি শুধু রুটিনটা একটু বদলে গেছে। স্কুল বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, সব ধরনের অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম সেসবও বন্ধ কাজেই কি আর করা পুরোনো আজগুবি কাজগুলো নিয়েই আছি তবে নতুন কি করা যায় ভাবছি। 
যাইহোক এই তিনদিনে যা যা  এঁকেছি তোমাকে দিলাম......
 
 
 
 
 
২৫ শে মার্চ, ২০২০  সকাল ৯:৫৫
চাঁদগাজী বলেছেন: 
আপনি এখন বড় মাপের শিল্পী, খুশীর ব্যাপার।
আপনার খোঁজ খবর নিচ্ছিলাম, এবার আপনাকে অনেকদিন দেখা যায়নি ব্লগে। ভালো আছেন জেনে খুশী হলাম, ভালো থাকুন।
২৮| 
২৫ শে মার্চ, ২০২০  সকাল ৯:৫৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়া বড় মাপের শিল্পী!!!!!!!!!!!!!!
 কোন দিক দিয়ে বিচার করে বললে ভাইয়ামনি???
জীবনেও আর্ট স্কুল যাইনি...... নিজের স্কুলে নিজেই মাস্টার নিজেই ছাত্রী!!! 
 
 
২৫ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন: 
এক সময় মানুষ আর স্কুল থেকে শেখেন না; তাঁরা স্কুল চালান
২৯| 
২৫ শে মার্চ, ২০২০  সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কোভিড ১৯ এর পরবর্তী ফোকাল পয়েন্ট নাকি যুক্তরাষ্ট্র হওয়ার সম্ভাবনা। । আপনিও সতর্ক থাকবেন।
 
২৫ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার সরকার দেরীতে লকডাউন করেছে, অনেক মানুষের মৃত্যু হচ্ছে অকারণ; সরকারী সম্পদ নষ্ট হয়েছে অকারণ; ট্রাম্প এই বছর নির্বচিত না হলে, দেরীতে লকডাউন করার জন্য উনার বিচার হবে।
৩০| 
২৫ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৫৯
অক্পটে বলেছেন: এখন বিশ্বের মোড়ল আমেরিকা। ট্রাম্প অজ্ঞতার পরিচয় দিয়েছে এই করোনায়। সব চেয়ে ভাল করেছে চীন। চীন বোধ হয় পরবর্তী বিশ্ব মোড়লের পদটি নিবে।
 
২৫ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন: 
যদি আপনার কোন সাহায্যের দরকার হয়, সেই সময়, রাস্তায় যদি আপনার সাথে ২ জন মানুষের দেখা হয়:  জ চাইনীজ, অন্যজন আমেরিকান; আপনি সাহায্য চাইলে, কে আপনাকে সাহায্য করার সম্ভাবনা আছে?
ট্রাম্প অজ্ঞতার পরিচয় দিয়েছে; এবার ভোটে পরাজিত হলে, তার বিচার হবে।
৩১| 
২৫ শে মার্চ, ২০২০  রাত ৯:০১
খাঁজা বাবা বলেছেন: আর কেউ না থাকুক, অন্তত ইতালির সরকার আছে ইতালির সাথে।
আমাদের অবস্থা তার চেয়েও ভায়াবহ
 
২৬ শে মার্চ, ২০২০  রাত ১:২০
চাঁদগাজী বলেছেন: 
কোথায় ইতালী, কোথায় বাংলাদেশ;  ১০০ বছর পেছনে আছি আমরা।
৩২| 
২৬ শে মার্চ, ২০২০  রাত ১:৩৬
আহা রুবন বলেছেন: অর্থনীতি কম বুঝি। তবে অনুভব করছি করোনায় বিশ্বের বড় বড় শিল্প দেউলিয়া হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক শিল্পের সৃষ্টি ঘটাবে। নতুন করে ভাবতে শেখাবে সব কিছু প্রাইভেটে দিলে বিপদ। কয়দিন পর পর আমাদের দেশে বহু পণ্য নিয়ে কারসাজি হলেও সরকারি চিনি কলগুলোর জন্য চিনি নিয়ে তেমন কিছু করতে পারে না।
 
২৬ শে মার্চ, ২০২০  রাত ৩:০৮
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকা, বৃটেন, জার্মানী বিশাল পরিমান ক্যাশ দিয়ে, শিল্প-মালিকদের সাহায্য করছে।
বাংলাদেশে ম্যানেজমেন্ট ও টেকনোলোজীর মানুষজন নেই, তাই ব্যাংক ডাকাতী হচ্ছে, উৎপাদনের দাম বেশী
৩৩| 
২৬ শে মার্চ, ২০২০  রাত ৩:০৫
মিরোরডডল  বলেছেন: ইটালির অবস্থা এখন ভয়াবহ ৭৫০৩ ডেথ ।
স্পেইনের সংখ্যাও চায়নাকে ছাড়িয়ে গেছে ৩৪৪৫ । 
আপনাদের ওখানে দেখলাম ২ ট্রিলিয়ন ডলার স্টিমুলাস প্যাকেজ ডিল হচ্ছে । ১২০০ ডলার বড়দের আর কিডসদের ৫০০ । যদিও ওয়ান অফ বাট স্টিল ইট উইল হেল্প আ লট যাদের জব চলে গেছে তাঁদের জন্য ।
 
২৬ শে মার্চ, ২০২০  সকাল ৭:১৩
চাঁদগাজী বলেছেন: 
পশ্চিমের ক্যাপিটেলিজমের বড় সমস্যা হচ্ছে, মানুষের জীবনের সিকিউরিটিও প্রাইভেট কর্পোরেশনের হাতে চলে গেছে; এই মহামারীতে সরকারের হাতে হাসপাতালের কন্ট্রোল ছিলো না।
আমেরিকা ক্যাশ দেড় ট্রিলিয়ন ডলার আমেরিকার কর্পোরেশনগুলোকে ও ব্যবসায়ীদের বোনাস দিচ্ছে।
৩৪| 
২৬ শে মার্চ, ২০২০  সকাল ১০:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
(যখন মহামারী ছিলোনা তখন তোমরা তোমার রবের নেয়ামতের
প্রসংসা না করে তাকে উপেক্ষা করেছো তাই এমন গজব)
তোমরা তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?
 
২৬ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:০৯
চাঁদগাজী বলেছেন: 
আপনি অকারণে ভুল করছেন, ভাইরাস ইত্যাদি হচ্ছে প্রকৃতির জীবনচক্রের অংশ; ইহা সব সময় ছিলো।
৩৫| 
২৬ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন? আমি চিন্তিত হয়েছিলাম। নতুন পোস্টের জন্য অপেক্ষমান।
বাইরে কী হচ্ছে আমি জানি না। আমিতো ঘরের বাইরে তাকাতে নারাজ। 
ভুনি-খিচুড়ি খেতে চাইলে ভয় হয়, বাইরে ভূতুড়ে পরিবেশ।
 
২৬ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:১০
চাঁদগাজী বলেছেন: 
সামু আমাকে "জেনারেল" করেছে, উনারা আর ভালো সময় পেলো না।
৩৬| 
২৬ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:২৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সামুর কল্লা ভিতর সমস্যা আছে। তাল সামাল দেওয়াতো দূরের কথা, ওরা তাল লয় বোল কিচ্ছু বুঝে না।
পলাশমিঞাকেও খামোখা জেনারেল করেছিল। আমি ব্লগিং ছেড়ে দিয়েছিলাম, আপনি এবং আরো কয়েক জনের কারণ আবার শুরু করেছি।
ওদের সমস্যা কী আমি সত্যি জানি না। ওরা লাভ খাস্তা কিচ্ছু বুঝে না। আউল ফাউল আর বস্তা পচা খবরে ব্লগ ভরে থাকে।
আপনাকে জেনারেল করে ক্ষতি হবে লাভ হবে না। আশা করি সকলের মঙ্গলের জন্য সত্বর সেফ করবে।
 
২৬ শে মার্চ, ২০২০  রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন: 
করোনার সময়ে আমি ঘরে বেশীরভাগ সময়, সামুতে আসছি বারবার; উনারা আমাকে জেনারেল করে বসে আছেন।
৩৭| 
২৭ শে মার্চ, ২০২০  রাত ১২:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আশা করি উনারে সত্বর আপনেক শেফ করবেন। আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক মূল্যবান পোস্ট দিচ্ছিলেন।
 
২৭ শে মার্চ, ২০২০  রাত ৩:১৫
চাঁদগাজী বলেছেন: 
আমাকে অনেক সময় জেনারেল করা হয়, কারণ থাকে;  এবার, এই পরিস্হিতিটা বুঝার দরকার ছিলো; আমার আলোচনায় কেহ আহত হওয়ার কথা নয়।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মৃত্যুর স্পর্শ কত ভয়ঙ্কর এখন ধনিরা অবুভব করবে। অনাহারে অর্ধাহারে গরিবরা মরে কেউ সাহায্য করে না। গরিবের নাম ঋণের খাতায় লিখে হর্তাকর্তারা বিলিয়নিয়ার হয়।
গতরাত আপনার পোস্ট পড়ে দীর্ঘশ্বাস ছেড়েছিলাম, আপনি একটা খসড়া দিয়েছিলেন, তা কি ওরা দেখেছে?