নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা নিজের ও আশপাশের মানুষদের সাহায্য করার চেষ্টা করুন

২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৪



**** এই পোষ্টটি দেয়ার পর, আমি কিছুটা সমস্যায় ছিলাম; আপনাদের সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ; স্যরি, উত্তর দেয়া সম্ভব হয়নি।

বর্তমান পরিস্হিতি সম্পর্কে সবচেয়ে বেশী তথ্য পেয়েছেন ব্লগারেরা, এঁরা আজকের পরিস্হিতিকে অন্যদের চেয়ে বেশী সম্যকভাবে অনুধাবন করার কথা। যদিও ব্লগারদের সংখ্যা একেবারেই নগণ্য, তারপরও তাঁদের ধারণা, তাদের দৃষ্টভংগি ও সমাজের প্রতি তাঁদের মনোভাব অনেকের জীবনকে ছুঁয়ে যেতে পারে এই সময়ে। আপনারা আপনাদের পরিবার, আত্নীয়স্বজন ও পড়শীদের সাহায্য করার চেষ্টা করুন।

দেশের এই অবস্হার মাঝে আপনার নিজের পরিবারের অবস্হা বুঝে চলুন, পরিবারকে কিভাবে সাহায্য করা যায় দেখেন; পরিস্হিতির কারণে পরিবার সমস্যার মাঝ দিয়ে যেতে পারে, সেটা বুঝে মানিয়ে চলুন। আপনাদের আত্মীয়দের মাঝে কেহ যদি কোন সমস্যায় থাকে তাঁদের কোনভাবে সাহায্য করা যয় কিনা দেখেন; এরপর সময় পেলে, সামর্থ থাকলে, আপনার পড়সিদের সাহায্য করতে পারেন।

এই সময়ে, অনেক পরিবার খুবই কষ্টকর পরিস্হিতির মাঝ দিয়ে যাচ্ছেন; এই ধরণের লোকজনকে কিভাবে সাহায্য করা যায় ভেবে দেখুন; আপনার একার পক্ষে সম্ভব না'হলে সমমনা মানুষদের সাথে আলাপ করে দেখতে পারেন, এঁদের অনেকেই উৎসাহী হবেন; মানুষের এই অবস্হায় অনেকেই সাহায্য করতে চান, কিন্তু তাঁরা ইহাকে অর্গেনাইজ করতে পারেন না; আপনারা যদি অর্গেনাইজ করার চেষ্টা করেন, এতে অনেক মানুষ যোগ দেবেন।

আপনারা সবাই ভালো থাকুন, নিজ পরিবার, আত্মীয়স্বজন, পরিচিত, ও আশপাশের মানুষের প্রতি সহানুভুতিশীল হোন।

মন্তব্য ৩৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে। হ্যাঁ আমরা যেখানেই থাকি ক্ষুদ্র সামর্থ্যে যতটা সম্ভব আশপাশের লোকজনকে সহযোগিতা করা আবশ্যিক।

২| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: একটি চমৎকার আহ্বান, একটি দরদী প্রস্তাবনা। পূর্ণ সমর্থন রইলো। নিজেও যথাসাধ্য চেষ্টা করবো, অন্যকেও এগিয়ে আসার প্রেরণা যোগাবো।
ধন্যবাদ, এ সময়োপযোগী, মূল্যবান পোস্টটির জন্য। +

৩| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪১

ঊণকৌটী বলেছেন: প্রতিটি এলাকায় ক্লাব গুলি ও সামাজিক সংঘটন মিলে ওয়ার্ড ভিথিক একান্ত গরিব অথবা বৃদ্ধ মানুষ গুলির লিস্ট তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌছে দেওয়া হোক। অলরেডি আগরতলায় ক্লাবগুলি পৌর নিগম এর সহায়তায় এলাকা ভিত্তিক অঞ্চলে মানুষদের চাহিদা অনুযায়ী প্যাকেট পাঠাচ্চে।

৪| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা পোস্ট ঝুলছে না হলে বলতাম আপনার এই লেখাটিকে স্টিকি করতে । খুব ভালো একটা পদক্ষেপ ।

৫| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


পড়ার জন্য ধন্যবাদ; দেখেন, নিজের সামর্থের মাঝে কিছু করা যায় কিনা; চেষ্টা করলে সব সময় কিছু ফল পাওয়া যায়।

৬| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,





খায়রুল আহসান এর মতোই বলতে হয়- একটি চমৎকার আহ্বান, একটি দরদী প্রস্তাবনা।

ভালো থাকুন, নিরাপদে থাকুন আর সতর্ক...............

৭| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আপনি ভাল বলেছেন। আপনি ভাল থাকুন। ভ্যাকসিন তৈরি হতে আর কত সময় লাগবে ? পৃথিবীতো থেমে যাচ্ছে।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান সরকারের হাতে কিছুই নেই; সবকিছু প্রাইভেটের হাতে; ভ্যাকসিনে হয়তো ১ বছর চলে যাবে।

৮| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সময়োপযোগী আবেদন।

৯| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, অবশ্যই। আমাদের আরো মানবিক হয়ে আশে পাশে থাকা মানুষের কাছে যেতেই হবে।

১০| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:



স্যরি, সবার কমেন্টের উত্তর দেয়া সম্ভব হবে না, হয়তো; আমি কমেন্টগুলো পড়ছি, ধন্যবাদ।

১১| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৪০

শাহারিয়ার ইমন বলেছেন: সরকারের ব্যবস্থাপনা কতটুকু সফল বলে মনে করেন?

১২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ এবং উদাত্ত আহ্বান।

১৩| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি, কাউকে সাহায্য করার মতো অবস্থায় আমি নাই।
বরং এখন আমার সাহয্য নিতে হবে-- এমন অবস্থা দাঁড়িয়েছে।

১৪| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: তবে আশার কথা হলো- ঢাকা শহরে বহু লোক, ক্লাব আর ফাউন্ডেশন নিজ উদ্যোগে দরিদ্র মানুষদের সাহায্য করছে। চাল ডাল তেল ইত্যাদি দিয়ে।

২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো খবর

১৫| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সময়োপযোগী আবেদন।

১৬| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: উত্তম প্রস্তাবনা। তবে এলাকা ভিত্তিক একটি দায়বদ্ধতা থেকে যায়। বিশেষ করে লক ডাউনের কারণে ত্রাণ বিতরণ
সহজীকরণের বিষয় মাথায় রাখতে হবে। এবিষয়ে ব্লগারদের উদ্বুদ্ধ করতে জানা আপা পোস্ট দিতে পারেন। মডারেটর জাদিদ ব্লগ কর্তৃপক্ষের চিন্তা ভাবনা উদ্যোগ বিষয়ে অবহিত করতে পারেন। দেশের নিম্ন আয়ের মানুষগুলোর /দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করার প্রচেষ্টা নিতে পারেন। এখানে উল্লেখ্য যে ব্লগার ঘুড্ডির পাইলট শিপু ভাই
কাণ্ডারী অথর্ব আমিনুর ভাই প্রমুখ এসব বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

১৭| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৮

আলআমিন১২৩ বলেছেন: এ পর্যায়ে এগুলু থিউরিটিক্যাল ভাবনা। সমস্যা না আসতেই এত সব ভেবে দেশে কৃত্তিম সংকট তৈরীর পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন নেই।এতে মুজুদদার,মুনাফাখোরেরা উৎসাহ পাবে।এ মুহুর্তে সরকারের সব সেক্টরে কঠোরতা আর পরিকল্পনা প্রয়োজন। বাংগালী দুর্যোগ ফেস করতে জানে। আগামী এক বছরে সরকারের করনীয় বিষয়ে বাস্তববাদি সাজেশন দিন।

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকেই এই দেশের মানুষের সাহায্যের দরকার ছিলো, আজো আছে; আপনাদের ভাবনাশক্তি খুবই সীমিত, স্যরি

১৮| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১:১৬

কানিজ রিনা বলেছেন: সবচেয়ে সমস্যায় পরবে মধ্যবিত্ত ও নিম্ন
মধ্যবিত্তরা তারা হাতও পাততে পারেনা
বলতেও পারেনা। বিত্তবানেরা সহনশীল হলে
নিজ আত্বিয় সজন নাখেয়ে থাকবে না।
অনেক প্রয়োজনীয় পোষ্ট আন্তরিক অভিনন্দন
ভাল থাকুন।

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



সরকারের হাতে ৫ বিলিয়ন ডলারের মতো অপ্রয়োজনীয় রিজার্ভ আছে; আরও ১০ বিলিয়ন ঋণ নিয়ে, সরকার দেশের প্রতিটি মানুষকে ২ বছরের জন্য কাজে লাগিয়ে দিতে পারে; ততদিনে দেশ নিজপায়ে দাঁড়িয়ে যাবে।

১৯| ৩০ শে মার্চ, ২০২০ ভোর ৪:৫৩

সোহানী বলেছেন: সহমত। সকোর যেহেতু তেমন সাড়া দিচ্ছে না তখন আমাদেরকেইতো দাঁড়াতে হবে। এমন কিছু হলে অবশ্যই পাশে আছি।

২০| ৩০ শে মার্চ, ২০২০ ভোর ৪:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: করোনা একটি বিশ্ব দানবের নাম,
কেউ কেউ রহস্য করে এর মাঝে ভালো কিছু
বা ব্যতিক্রম দেখছেন ।

............................................................................
যেমন শহর বিষাক্ত হয়ে গেছে এখন আকাশ পরিস্কার হচ্ছে,
যারা পরিবারকে যান্ত্রিক যুগে সময় দিতনা , তারা পরিবারে একটু ভালো সময়
দেবার অবকাশ পেয়েছে ।
কেউবা বলছে স্বামী স্ত্রীর মিলনের মহোৎসব,
করোনায় আর কতজন মরবে ???
জন্মহার অনেক বাড়বে !!!

......................................................................................................
আমি অধম শুনে নির্বাক! হায় মানুষ নিজ আত্নজ যখন মারা যায়, তখন মাত্র সেই বুঝে
একটি পরিবার কি ভাবে ধংস হয়ে যায় ।

২১| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মানুষের প্রতি যে ভালোবাস তা আপনার কাছে অনেকেরই শেখার আছে। ধন্যবাদ আপনাকে

২২| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি আপনার প্রতি পরিপূর্ণ সহমত। এবং সাধ্য অনুযায়ী করছিও। সবাইকে আবাদন করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ান।

২৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: এ বৎসর পহেলা বৈশাখ উদযাপন করা সম্ভব নয় তাই সরকার এই উৎসব বোনাসের অর্থটি দরিদ্র মানুষের মাঝে বিতরণ করতে পারে।

২৪| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৯

আলআমিন১২৩ বলেছেন: চাদগাজী সাহেব-আপনি ভাল লিখেন।প্রায়ই লিখেন।কিন্তু আপনার সবজান্তা ভাব ও অন্য লেখককে ব্যাক্তিগত কটাক্ষ করার বিষয়টি আমাদের অনেকের কাছে বিরক্তিকর। পরিবর্তন আনার চেষ্টা করুন।



২৫| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮

মিরোরডডল বলেছেন: মাস্ট নীডেড পোষ্ট । থ্যাংকস ফর দিজ ।
ব্যাক্তিগতভাবেতো আমরা যার যার জায়গা থেকে করছি করবো কিন্তু সেই গণ্ডিটা ছোট ।
কিন্তু সামু যদি কোন ইনিশিয়েটিভ নেয়, প্রবাসীদের জন্য তখন ইজি হয় মোস্ট নীডেড পিপলদের সাথে কানেক্ট করাটা ।
ভেবে দেখবেন প্লীজ ।

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


ধারণা দেয়ার দরকার, এই অবস্হায় সবাই কিছু অবদান রাখতে পারেন।

২৬| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৫

মিরোরডডল বলেছেন: সিউর। হোয়াট আই থট , সামু একটা ফান্ডরেইজ পেইজ খুলতে পারে । এটা অনেকি ইজি হয় আমাদের জন্য । এট দা সেইম টাইম বিকাশ হলে ওটা লোকালদের জন্য ইজি হয় । সামুর ব্লগাররা সারা দেশে ছড়িয়ে আছে । দোজ আর ইন্টারেস্টেড ক্যান বি ভলান্টিয়ার । তাঁরা মোস্ট নীডেড দের লিস্ট করে , রিকোয়ার স্টাফ ডিস্ট্রিবিউট করতে পারে ।

Obviously no pressure. Only those are interested can get involved. Once people coming forward, then remaining thing can be organised based on resources.

I strongly believe, rather personal involvement if we go through this platform, we really can reach to most needed people. You can propose to management.

২৭| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১:৪৩

রাফা বলেছেন: কেমন আছেন আপনি ? সবকিছু হাতের কাছে আছেতো ? সোপ/ব্লিচ/হ্যান্ড-স্যানিটাইজার/মাস্ক /গ্লোভস /ন্যাপকিন।প্রমাণ করার সবচাইতে বড় সুযোগ কিন্তু এখন।কতটা সচেতন আপনি।

ধন্যবাদ,চাঁদগাজী। সৃষ্টিকর্তার কাছে আবেদন করছি তিনি যেনো আপনাকে ভালো রাখেন।

২৮| ৩১ শে মার্চ, ২০২০ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:


স্যরি, সবার মন্তব্যের উত্তর দেয়া হয়নি; আমার ব্লগিং'এ ফেলাবার ব্যতিক্রম।

২৯| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: এখনই প্রকৃত সময় গরীব অসহায় মানুষদের সাধ্যমত সাহায্য সহযোগীতা করার। প্রতিবছরই যাকাত দেয়া হয়, তবে এবার আর সে সময়ের জন্য অপেক্ষা না করে এখনই আমাদের পরিবার থেকে ছোটখাটো উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের এলাকার ২৫-৩০ টা দরিদ্র পরিবারের জন্য (আনুমানিক ৪ সদস্য বিশিষ্ট পরিবার হিসেব করে এক সপ্তাহের জন্য) কয়েক কেজি করে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল এর ব্যবস্থা করেছি। তবে এলাকার লোকজন হওয়ার সুবাদে পুরো ব্যাপারটাই কিছুটা গোপনে করা হচ্ছে যাতে তারা কোনভাবেই অসম্মানিত বোধ না করেন। মোটামুটিভাবে লিস্ট করে তাদের জানানো হবে, আশা করছি আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে আজ থেকেই এগুলো বিতরন শুরু হবে। এই উদ্যোগের জন্য আমার শ্রদ্ধেয় বড় ভাইকেও সম্মান জানাই। এভাবে আমরা সবাই এগিয়ে আসলে অনেকের কষ্টই কমে আসবে ইনশাআল্লাহ।

৩০| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


স্যরি, এই পোষ্ট টি দেয়ার পর, আমি কিছুটা সমস্যায় ছিলাম; আপনাদের সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ; স্যরি, উত্তর দেয়া সম্ভব হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.