নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা কৃষিভিত্তিক ফার্ম গঠনের চেষ্টা করতে পারেন

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১২:৩৭



বাংলাদেশের বিদেশী রেমিট্যান্স অনেক কমে আসবে; ইউরোপ ও আমেরিকায় অনেক বাংগালীর আয় থাকবে না, কিংবা কমে যাবে; আরবের বাংগালীদের বেতন কমে যাবে, অনেকের চাকুরী চলে গেলেও ওখানে পড়ে থাকবে; তেলের দাম মাটিতে এসে ঠেকেছে, গড়ে ২৫ ডলার। রেমিট্যান্স নির্ভরশীল পরিবারগুলোর অবস্হা ভালোর দিকে যাবে না। দেশের এক্সপোর্টও কমে যাবে, শহরে দারিদ্রতা বাড়বে।

এই অবস্হায় যেসব ব্লগার গ্রামের কাছাকাছি থাকেন, বা গ্রামে বাড়ী আছে, তারা কৃষিভিত্তিক ফার্ম গঠনের কথা ভেবে দেখতে পারেন; গ্রামে অনেক জমি পতিত পড়ে আছে; বিশেষ করে প্রবাসী লোকদের পরিবারের জমি; পরিবারের সক্ষম পুরুষেরা বাহিরে, বয়স্করা, শিশু ও মহিলারা বাড়ীতে, এদের জমি পড়ে আছে, মনে হয়।

সরকার, প্রশাসন ও ব্যবসায়ীরা সামনের রিসেশন সমস্যা কিছুটা অনুমান করছে, হয়তো; কিন্তু ওরা নিজেরা কোন পদক্ষেপ নেবে না; এই সমস্যাগুলো প্রশাসনের ২/৪ জন ভালো মানুষের সাথে আলাপ করলে, তারা সরকারীভাবে সাহায্য করার কথা ভাববে হয়তো; আবার, বড় ব্যবসায়ীরাও আজকাল মানুষের জন্য কিছু করতে চায়, তাদের দরকার বিশ্বস্ত ও দক্ষ পার্টনার; এক্ষেত্রে ব্লগারেরা অন্যদের চেয়ে ভালো আইডিয়া রাখার কথা।

কৃষিফার্ম থেকে দরিদ্র এলাকায় কমদামে খাদ্য দিতে পারলে, এবং জমির মালিকদের কিছু দেয়ার চেষ্টা করলে, জমির মালিকেরা জমি দিতে পারে; ব্লগারেরা হয়তো কৃষি ফার্মিং 'এ দক্ষ নন; কিন্তু এলাকায় সব সময় দক্ষ মানুষ পাওয়া সম্ভব; তাদের সাথে পার্টনারশীপ করা সম্ভব। আপনারা ভেবে দেখ্তে পারেন, পরিচিতদের এই নিয়ে ভাবতে বলুন।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কৃষিফার্ম বাংলাদেশে অনেক হয়েছে,
এজন্য আমাদের জিডিপি দিন দিন বাড়ছিল ।
করোনার আঘাতে আজ তা মহা সংকটে !
যে ডিম আমরা ঢাকায় বসে ৭/৮ টাকায় কিনতাম
তা এখন ৫ টাকায় ক্রেতা নাই ।

................................................................................................
তারপরও আমার বিশ্বাস, অর্থনীতি সংকট আমরা দ্রুত কাটায়ে উঠতে পারব ।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত, সরকারী চাকুরে, ব্যবসায়ী, রাজনৈতিক দলের লোকেরা সংকট কাটিয়ে উঠবে; যাদের পরিবারে আয়ের লোক নেই, বা দৈনিক কাজ করে, তারা আগের থেকে খারাপের দিকে যাবে।

০১ লা এপ্রিল, ২০২০ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


৫ টাকা দামেও কিছু মানুষ কিনতে পারবে না; এদের কাছে সেই তাকাটুকুও না থাকতে পারে; সেখানে এই ধরণের ফার্মগুলো সাহায্যকারী পার্টনারদের স হায়তা পাবার

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উপদেশ দেওয়া যত সহজ
বাস্তবায়ন করা তত সহজ হলে
কেউ আর আত্মীয় স্বজন ছেড়ে
বিদেশে গোলামী করতোনা।
আপনি আপনার আত্মীয় স্বজনদের
বলে দেখতে পারেন আপনার প্রস্তাবনা।
সুফল পাবেন বলে মনে হয়না।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


আমার আত্মীয়রা চাষবাস করার মতো উচ্চ-শিক্ষিত নন; উনারা সরকারী চাকুরীতে বিশ্বাসী।

আপনি উপদেশ দিচ্ছি না, আইডিয়ার কথা বলছি

০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি বরিশালে থেকে থাকেন, ইহা আপনার জন্যই; আপনাকে লোকজন বিশ্বাস করতে পারেন।

৩| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:০২

শের শায়রী বলেছেন: বর্তমান পরিস্থিতিতে "সিমেট্রি"র ব্যাবসাটা ভালো চলবে বলে আমার বিশ্বাস এদেশে, অনেক জায়গায়ই করোনা আক্রান্তদের দাফন দিতে চায় না, সেক্ষেত্রে যাদের পয়সা আছে দুই তিন গুন দামে হলেও একটু ভালো জায়গা খুজবে। আপনার মতামত কি?

০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছিলেন যে, আপনি বুয়েটে পড়েছেন; আমার ধারণা, বুয়েট মাদ্রাসার লেভেলে নেমে এসেছে।

৪| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:১৪

শের শায়রী বলেছেন: জ্বি আগেই আপনাকে বলছি আমি বুয়েটের কমার্স ডিপার্টমেন্টের ষ্টুডেন্ট। অথচ আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে আর একজন ইঞ্জিনিয়ারকে এভাবে অপমান করে আপনি মুলতঃ আমাদের প্রফেশানটাকেই নীচে নামিয়ে আনলেন :((

০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:


দরিদ্র দেশের মানুষ ডাক্তার, ইন্জিনিয়ার, প্রশাসনের উপর অনেক কিছু আশা করেন।

৫| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ৯:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন এই পরামর্শ কেউ শুনবে না।বৎসর খানেক পর,যখন চরম অর্থনৈতিক সংকটে পরবে দেশ,তখন সবার টনক নরবে।




০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



অগ্রিম অনুধাবনের প্রচেষ্টা রাখা দরকারী বিষয়।

৬| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী শের শায়েরী সম্পর্কে আপনার ধারণা ভুল। উনি একজন ওভারসিজ প্রফেশনাল ওয়ান অফ দা ইন্টেলেকচুয়ালস ইন আওয়ার কান্ট্রি। আপনার পোস্টের যৌক্তিকতা আছে এমনিতেই আমাদের কৃষি ভিত্তিক অর্থনীতি। কমপক্ষে বাড়ির সামনে যাদের ফাঁকা যায়গা আছে অল্প পড়ে আছে এগুলো তে চাষবাস এই ক্রান্তিকালে
ভালো একটা আউটপুট দিবে। কৃষি বিপ্লবের মত কিছু একটা করতে পারলে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল ও হ্যান্ড সাম থাকার কথা। ব্লগাররা এক্ষেত্রে অগ্র সৈনিক হতে পারেন। আমি আশা করি তাদের জ্ঞানের পরিধি ভালো। আধুনিক বিশ্বের সঙ্গে তাদের পরিচয় অন্যদের তুলনায় বেশি।

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগার শের শায়েরীকে ওভারসিজ প্রফেশনাল বলছেন কেন, উনি কি বিদেশে থাকেন?

৭| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: কৃষি কাজ সবাই করতে পারে না।
সবার জমি নাই।
কৃষি কাজ করার সবার ইচ্ছাও নাই।
গ্রামে গেলে সমস্ত রকম যোগাযোগ থেকে বিচ্ছিন হয়ে যেতে হবে।

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


এই মন্তব্যে আপনার কিছু ধারণা ভুল আচে, কৃষিফার্ম করতে হলে, সব সময় যে জমির মালিক হতে হবে, এটা সঠিক নয়। গ্রামে গেলে কিসের সাথে যোগাযোগ বন্ধ হয়?

৮| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩১

মিরোরডডল বলেছেন: যারা শহরের বাইরে আছে তাঁরা চেষ্টা করতে পারে কিন্তু যারা ঢাকায় আছে তাঁদের কি হবে !
অনেকে রুফটপে গাছ করে । গতকালও একজনের সাথে কথা হচ্ছিলো যাদের ছাদে অনেক রকম শাক সবজি ফল গাছ করেছে । কিন্তু এটা প্রয়োজনের তুলনায় কিছুই না । শহরবাসীদের বিকল্প কিছু ভাবতে হবে ।

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



শহরে থাকা লোকজন দেশ ও সরকারকে স হজে বুঝে, তাদের জন্য এই কাজটি স হজ হওয়ার কথা; কিন্তু গ্রামে নিজ এলাকায় যেতে পারলে কাজটা সহজ হবে।

৯| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:২০

সরকার আলী বলেছেন: আমার মতে এটি একটি যথোপযুক্ত উত্তম প্রস্তাব। প্রাণিসম্পদ (livestock) যেমন পোল্ট্রি (লেয়ার ও ব্রয়লার), হাঁস, কোয়েল, কবুতর, গরু, মহিষ (ফ্যাটেনিং ও ডেইরি), ছাগল, ভেড়া ইত্যাদি সম্পর্কিত ফার্ম, ফার্মিং এন্টারপ্রাইজ হলে আমি সার্বিকভাবে কারিগরি সহায়তা দিতে পারবো, ইনশাআল্লাহ।

আমার মনে হয় অঞ্চলভিত্তিক সমমনা ব্লগারগণ গ্রুপ করে করে একাজে এগিয়ে আসতে পারেন।

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


এই ঝড় থামলে, আমি আপনার সাথে যোগাযোগ করবো; আপনিও আমার নিকটা মনে রাখবেন।

১০| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সরকার আলী বলেছেন: আমার মতে এটি একটি যথোপযুক্ত উত্তম প্রস্তাব। প্রাণিসম্পদ (livestock) যেমন পোল্ট্রি (লেয়ার ও ব্রয়লার), হাঁস, কোয়েল, কবুতর, গরু, মহিষ (ফ্যাটেনিং ও ডেইরি), ছাগল, ভেড়া ইত্যাদি সম্পর্কিত ফার্ম, ফার্মিং এন্টারপ্রাইজ হলে আমি সার্বিকভাবে কারিগরি সহায়তা দিতে পারবো, ইনশাআল্লাহ।

দেশে এখন ১ দিনের মুরগীর বচ্চা মেরে পুতে ফেলা হচ্ছে।
গ্রামে ৪০/৫০ টাকা বয়লার মুরগীর কেজী, ডিম প্রতি পিস ৫ টাকা
অথচ উৎপাদন খরচ টাকার্ উপরে। তাই এ্খন livestock ব্যবসায়
পুজি হারাবেন।

০২ রা এপ্রিল, ২০২০ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


খাদ্যের দরকার হবে

১১| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:৫৬

অনল চৌধুরী বলেছেন: করোনাজণিত অনিবার্য খাদ্যসংকটের বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশ আমিই প্রথম দেশের প্রতিটা জায়গায় ফসল ও শাকসব্জি উৎপাদনের উপদেশ দিয়েছিলাম,যা ১৯ ই মার্চ এই ব্লগে এবং ২০ মার্চ ইত্তেফাকে প্রকাশিত হয়।

https://www.somewhereinblog.net/blog/AnolChowdhury/30293276
https://epaper.ittefaq.com.bd/pop_up.php?img_name=2020/03/21/images/11_106.jpg&fbclid=IwAR2oYA_dZZ6vUPvQ8z6XN3iA288x1RGmvfsMtZNGSLtjZDfDy8FOASwhqbU

কিন্ত এদেশের নিয়ন্ত্রকদের কি কারো এসব দরকারী কথা শোনার সময় আছে?

০২ রা এপ্রিল, ২০২০ ভোর ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনার শক্তি ও মনোবল থাকলে চেষ্টা করতে পারেন।

১২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৩:৪৪

রাফা বলেছেন: বর্তমান পরিস্থিতিতে ম্যাসিভ কিছু করা সম্ভব নয়। সরকারের সহযোগিতা প্রয়োজন হবে।যা এই মূহুর্তে অপ্রতুল এবং সমন্বয় করা কঠিন।এখন ব্যাক্তিগত উদ্দ্যোগে যতটুকু করা সম্ভব সেটুকু করাই শ্রেয়।কারন নিরাপত্তা নিশিচত না করে যে কোন পদক্ষেপই আত্মহত্যার সামিল।

ধন্যবাদ,চাঁদগাজী।

০২ রা এপ্রিল, ২০২০ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



গ্রামের অবস্হা এখনো ভালো

১৩| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৪

নাসির ইয়ামান বলেছেন: আমি বগুড়া,রাজশাহীতে থাকি।সহায়তা পেলে আমি এগোতে পারবো,ইনশাআল্লাহ ।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনাকে প্রথমে জমির মালিকদের সাথে কথা বলতে হবে, জমি পাবার জন্য, তারপর, কৃষিকাজে দক্ষদের সাথে পার্টনারশীপ করতে হবে, এরপর সরকারী বেসরকারী ক্যাপিটেল খুঁঝতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.