নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এসব প্রশ্নের উত্তর কি হতে পারে?

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৩২



১) আমেরিকা সবচেয়ে ধনী দেশ হওয়ার পরও, তাদের কাছে দরকারী পরিমাণ 'ভেনটিলেটর'এর (শ্বাসযন্ত্র) ৩৩% মতো আছে মাত্র; বেশীরভাগ হাসপাতালে ১ সপ্তাহের কম পিপিই ছিলো, যার বেশীরভাগই করোনার মত শক্ত ভাইরাসের জন্য উপযুক্ত ছিলো না; কেন?

২) নিউইয়র্ক শহরের আশেপাশে ৬টি আন্তর্জাতিক বিমান বন্দর আছে, সেগুলো হয়ে ২০ হাজারের মতো নিউইয়র্কবাসী প্রতিদিন চীন ও ইউরোপ যাওয়া-আসা করে; সেখানে রাজ্যের গভর্ণর মার্চের শেষভাগে এসে লক-ডাউন করেছে; ইহার দরকার ছিলো ফেব্রুয়ারী মাসের শুরুতে; এত বড় ভুল কিভাবে করলো গভর্ণর ও সিটির মেয়র?

৩) চীনের উহান ৩ মাস লক-ডাউনের থাকার পরও, ১ জন মানুষের চাকুরী যায়নি; আমেরিকার ৩ ভাগের ১ ভাগ লক-ডাউন, আধা লক-ডাউনের প্রথম সপ্তাহে ৩৫ লাখ "আনএমপ্লয়মেন্টের জন্য দরখাষ্ট করেছে"; আসছে শুক্রবার ইহা ৬০ লাখ ক্রস করবে।

৪) আমেরিকা আপাতত ৬ ট্রিলিয়ন ডলার সাহায্য প্যাকেজ ঘোষণা করেছে; এত ক্যাশ হাতে থাকার কথা নয়; কিভাবে ইহা হ্যান্ডেল করবে?

৫) আমেরিকার ফার্মাগুলো বিশ্বের সব টিকা ও ঔষধ বের করে সবার আগে; এবার কেন তারা আজো কোন ঔষধ বের করতে পারেনি, এবং টিকা হয়তো ১২ মাস পরে আসতে পারে বাজারে; এই অবস্হার কারণ কি?

দেখেন এগুলো নিয়ে আপনার কোন আইডিয়া আছে কিনা, কিছু বলতে পারেন কিনা!

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৪২

সুপারডুপার বলেছেন: উত্তর : ভাগ্য

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি প্রশ্নের আলাদা আলাদা উত্তর ও ব্যাখ্যা আছে; তবে, সব প্রশ্নের মিলিত উত্তর হচ্ছ, "গালাকাটা ক্যাপিটেলিজম"।

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: আমার মাথায় কোনো আইডিয়া নেই আমার মনে এর সঠিক উত্তর আপনিই দিতে পারবেন,যেহেটু আপনি সরাসরি আমেরিকা থাকেন ।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



অসুবিধা নেই।

৩| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০০

কসমিক রোহান বলেছেন: NWO: Super Power is becoming Israel.

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


ওহী পেয়েছেন?

৪| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: ৫ নম্বর টি সবচেয়ে জটিল। এর ব্যাখ্যা বহুরূপী করোনা র ভ্যাকসিন বের করা সত্যি দূরূহ।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


সেটা আসল সমস্যা নয়; রিসার্চ এখন প্রাইভেট ফার্মাগুলো হাতে; উহা থাকার কথা ছিলো ফেডারেল গভর্মেন্ট ও সেন্ট্রাল ডিজিজ কন্ট্রলের হাতে।

৫| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

শাহিন বিন রফিক বলেছেন:


সমাজতন্ত্রের ভাল বিজ্ঞাপন!!
চীন কোন সঠিক তথ্যই বাহিরে বের হতে দেয় না, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রিত, সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেদের মধ্যে সীমাবদ্ধ। চীনের আচারন বোঝা মুশকিল।

আমি মনে করি চীন করোনার আক্রান্ত ও মৃত্যুহার নিয়ে লুকোচুরি করেছে ফলে এই ভাইরাসের ভয়াবহতা ইউরোপ, আমেরিকা বুঝতে পারিনি, হালকাভাবে নেওয়াটা তাদের জন্য মারাত্মক হয়েছে।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



চীন সঠিক তথ্য দেহনি; কিন্তু ওদের কারো চাকুরী যায়নি, এবং আমেরিকার পকেট কাটেনি; আমেরিকা ১০ বছরেও ৬ ট্রিলিয়ন ফেরত পাবার অবস্হানে যেতে পারবে না।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


চীন কি এখনো সমাজতান্ত্রিক?

৬| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ২ আফটার অল তারা মানুষ তারা ভুল করেছে মাশুল ও গুনছে আজকে ছয়শত লোক মারা গেছে
৩ তাদের চাকুরীর নিয়ম কানুন ও সুযোগ সুবিধা চীনের চেয়ে ভিন্ন রকম।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


চাকুরী হলো মানুষের "নাগরিক অধিকার", সেটা চীনের সংবিধানের অংশ।

আমেরিকানরাও মানুষ, কিন্তু সরকার ও রাজ্য সরকারগুলোর গড় বুদ্ধিমত্তা আমেরিকার গড় মানুষ থেকে অনেক নীচে।

৭| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪

আল ইফরান বলেছেন: আপনার প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর

১। হেলথ সেক্টর প্রাইভেটাইজশনের একটা প্রত্ত্যক্ষ ফলাফল। প্রাইভেট সেক্টর সেখানেই ইনভেস্ট করবে যেখানে মুনাফা বেশি। আমার সীমিত জ্ঞান ও পড়াশুনা বলে যে ভেন্টিলেটর উৎপাদনে প্রফিট ম্যাক্সিমাইজেশনের সুযোগ সীমিত।

২। চাইনিজ ক্যাপিটালিজমের কাছে এমেরিকান ক্যাপিটালিজম বন্দী এবং মার্কিনীদের কাছে লকডাউন অনেকটাই অপরিচিত বিষয়।

৩। করোনা পরবর্তী অর্থনীতির বারোটা বাজবে এই স্টিম্যুলাস প্যাকেজের ঘাটতি পূরণ করতে গিয়ে।

৪। আমেরিকান ফার্মাগুলোও প্রফিট কাউন্ট করতে চাইবে কারণ তারাও ক্যাপিটালিজমের বড় স্টেকহোল্ডার। আর তাদের এন্টিভাইরাস প্রিপারেশন, ট্রায়াল এবং রেগুলেটরি অথরিটি পাস করার তালিকাটা আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতার মতই।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:

১ নং, সঠিক।
২ নং, আংশিক, আমেরিকা বন্দী নয়; কিন্তু কর্পরেশন গুলো আমেরিকান নাগরিকদের চাকুরী অধিকারকে খর্ব করে, অধিক মুনাফা আয় করছিলো
৩ নং, সঠিক
৪ নং,, ফার্মাগুলো লাভজনক ফিল্ডে থাকতে চায়: যেমন ক্যান্সার, হার্ট ডিজিজ, ডায়াবেটিক, এইডস; টিকা ইত্যাদি এখন আর আগের মতো লাভজনক নয় তেমন, এবং এরা এসব ব্যাপারে রিসার্চ করে না।

৮| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:২১

বিপ্লব06 বলেছেন: আমার ওপিনিয়নঃ
১। আম্রিকা সব ইম্পরট করে। চাইনা পাঠানো বন্ধ কইরা দিছিল তাই কান্নাকাটি অবস্তা।
২। এইটা ভুল না, ক্যালকুলেটেড মুভ। প্রিএম্পটিভ ভাবে বন্ধ কইরা দিলে সবাই কইত সব বন্ধ করার কুনো দরকার আছিল না। পরেরবার ভোট পাবে না।
৩। আম্রিকার কোম্পানিগুলাও পেচেক-টু-পেচেক চলে। ক্যাপিটালিজম।
৪। ফেড মানি প্রিন্ট করবে। বন্ড ছাড়বে। লোণ বাড়বে।
৫। মেডিসিন আর ভ্যাক্সিন তৈরির ব্যাপারটা টাইম এন্ড কষ্ট ইন্টেন্সিভ। আজকেও যদি কিছু পায়, সেইটা পটেনশিয়াল নেগেটিভ সাইড ইফেক্টগুলা থরো টেস্ট না কইরা সেল করতে পারবে না। রেগুলেশন নেসেসারি এইখানে।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


৩ নং, আমেরিকার ব্লু-কলার চাকুরীজীবিরা পে-চেক টু পে-চেক চলছে ( কোম্পানিগুলা নয়); আসল উত্তর ঠিক আছে, "ক্যাপটেলিজম"
৫ নং, কাছাকাছি। বিভিন্ন ফার্মা কোম্পানীগুলোর রিসার্চের সরকারের উপর হাত নেই।
১, নং, ওকে
২ নং, সরকারের ভয়ংকর ভুল; মানুষ ইতালী, স্পেন, ইরান দেখছে

৪ নং, পুরোপুরি সঠিক

৯| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৩৫

বিষাদ সময় বলেছেন: অস্ত্রের উন্নয়ন, মজুদকরন এবং বাজারজাত করনে ব্যস্ত থাকায় আর অন্য কিছু খেয়াল ছিল না।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা আজকাল অস্ত্র থেকে তেমন ব্যবসা পায় না; আরবরা ব্যতিত ক্রেতা নেই।

১০| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসপাতালে আক্রান্ত রোগী মৃত্যুশয্যায়। তিনি মারা যাচ্ছেন কিন্তু তার পাশে কেউ নেই।
বাংগালী যাদেরকে হাসপাতালে রাখা হচ্ছে তাদের আত্মীয় স্বজনদের ভোগান্তি দেখলে কষ্ট হয়, এখন কেউ একজন হাসপাতালে গেলে মরা বা ফিরে আসার আগ পর্যন্ত আর কোন খবর যানা যায় না।
চিকিৎসাধীন রোগীদের পরিবারের লোকজন ফোনে কান্নাকাটি করছেন। তাদের চোখের পানি দেখা খুবই বেদনাদায়ক।অনেকেই আছেন যারা মৃত্যুর সময় পরিবারের কাউকেই পাশে পান নি।
পরিবারের কারোর সঙ্গে তাদেরকে দেখা করা তো দুরের কথা ফোনেও না।
প্রায়ই এমন শোনা , একজন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে মৃত্যুশয্যায়। তিনি আইসিইউ'তে, না বেডে না ফ্লোরে আছেন যানা যাচ্ছে না মারা যাচ্ছেন কিন্তু তার পাশে কেউ নেই।
মৃত্যুর পরও রেহাই নেই, মৃত্যুর খবরটাও মিডিয়াতে প্রচার করা যাবে না, পরিবারের লিখিত কনসেন্ট ছাড়া।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, বিশৃংখার কারণে চিকিৎসা সঠিক হচ্ছে না।

১১| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৪৭

সোহানী বলেছেন: ১) এর উত্তর আপনি আগেই দিয়েছেন যে হ্যাল্থ সেক্টরের প্রাইভেটাইজেশান।
২) যেহেতু চীন নিয়ে একটা এ্যালার্জি ভাব আছে তাই ওটা শুধু চীনের সমস্যা এ ভেবে কিছু করেনি। তারউপর চীন এতো বেশী গোপনীয়তা রক্ষা করেছে যে আসল অবস্থা আমেরিকা বুঝতে পারেনি।
৩) একই কথা, চীনের প্রকৃত তথ্য আসেনা। তারউপর আধা সমাজতান্ত্রিকবার কারনে ব্যাক্তিগত কিছু নেই বললেই চলে।
৪) একটু হযবরল হবে কিন্তু সমাধান ও হবে। কারন আমেরিকায় চোরের সংখ্যা এতো বেশী নয়। আর সরকারী সাহায্যে চুরি বলতে গেলে নেই।
৫) আমেরিকা সাধারনত গবেষনা নিয়ে খুব কমই প্রকাশ করে যতক্ষন না এটার সলিউশন বের হয়। আশা করছি এর সমাধান এ চেষ্টা করে যাচ্ছে ও খুব শীঘ্রই এর নিউজ পাবো।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


৪ নং, দেরীতে লকডাউন করে মানুষের প্রাণ ও টাকা পানিতে ফেলে দিয়েছে, এখন ডলার প্রিন্ট করবে, আইএমএফ ভয়ে চুপ হয়ে থাকবে; ১০ বছরেও টাকা উ্দ্ধার হবে না; সোস্যাল প্রোগ্রামগুলো মুখ থুবড়ে পড়বে। ট্রাম্প যদি এবার পরাজিত হয়, তার বিচার হবে, নিউইয়র্কের গভর্ণরের বিচার হবে

১২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকা নিয়ে আমাদের মাথাব্যাথা নাই
বিশ্ব মোড়ল যে কোন ভাবেই তাদের ক্ষতি পুষিয়ে
নিবেই। মরণ দশা হবে তৃতীয় বিশ্বের। আমরা
অর্থনৈতিক ভাবে দারুন ক্ষতিগ্রস্থ হবো যা পুষিয়ে
নিতে আমাদে কয়েক দশক চলে যাবে।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


তৈরি করা ড্রেস বিক্রয় করতে হলে, আমেরিকা নিয়ে মাথা ঘামাতে হবে।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি ডলার প্রিন্ট করতে জানেন, আমেরিকা নিয়ে মোটেই ভাবতে হবে না

১৩| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:৫৭

শের শায়রী বলেছেন: আমেরিকা নিয়ে ভেবে বা আমেরিকার বিমান বন্দর দিয়ে যদি কোন অয়েল ট্যাংকারও যায় এই পরিস্থিতিতে আমাদের কি? বহুত মেরিকা প্রবাসী ব্লগে ব্লগিং করেছে বা করে কিন্তু আপনার মত মেরিকা প্রেম খোদ সাদা চামড়ার মাঝেও দেখা যায় না। এত চিন্তা মনে হয় ট্রাম্প ও করে না। ;)

০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় ৬ লাখ বাংগালী বাস করে, আগামী ১৫ বছরে আরো ৬/৭ লাখ আসবে; ভয়ংকরভাবে ঘন জনসংখ্যার দেশ থেকে কিছু মানুষ ভালো দেশে বাস করে হার্ড কারেন্সী পাঠায়।

মাথা থাকলে ভাবতে হয়; আপনাকে কখনো ভাবতে হবে না।

১৪| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:০৪

রাজীব নুর বলেছেন: অনেকেই বুঝে উঠতে পারছেনা নিউইয়র্ক কেন এত বেশী করোনা আক্রান্ত ।
বিজ্ঞানীরা বলছেন আমেরিকায় দেড় থেকে আড়াই লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হবে। ভারতে আক্রান্তের সংখ্যা মে মাসের মাঝামাঝি হবে ১৩ লাখ।

nobody knows who will be alive or who will be not.

০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


ভারতের জনসংখ্যা বেশী, সরকার ভালো নয়; আমেরিকার সেই সমস্যা ছিলো না; কিন্তু সরকার অপরাধের সমান ভুল করেছে।

১৫| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৩:০১

ডঃ এম এ আলী বলেছেন:
আর কয়েকটি দিন ধৈর্য ধরেন, যে হারে করোনার বিস্তার ঘটছে, তার কবল হতে
আল্লার রহমতে বেঁচে থাকলে পোষ্টের সব প্রশ্নের সঠিক উত্তর জানা যেতে পারে।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


ভালো থাকুন।

১৬| ০২ রা এপ্রিল, ২০২০ ভোর ৪:০৩

ডঃ এম এ আলী বলেছেন:




টিভির সংবাদে দেখি নিউইয়র্কের সদা ব্যস্ত চেহারা একেবারে বদলে গেছে ।
আতঙ্কের মধ্যে আসছে শুধু সাইরেনের আওয়াজ । আর আসছে অসহায়
লোকজনের ফোনালাপ ।স্বজন হারানোর কান্না ।
আমাদের এখানেও প্রায় একইরূপ অবস্থা । সকলের জন্যই চিন্তিত ।
দোয়া করি সকলেই সুস্থ থাকুন ।
আমি ভাল আছি । আপনাদের দোয়া কামনা করছি ।

০২ রা এপ্রিল, ২০২০ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:



ভালো থাকেন, আপনার জন্য দোয়া রলো।

১৭| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমেরিকার প্রশাসন ও ব্যবস্থাপনা আমার কাছে দুর্বল মনে হয়েছে। তা' ছাড়া রাইট ম্যান টু দ্যা রাইট চেয়ার পলিসি থেকে তারা সরে এসে সব কিছু হ জ ব র ল করে ফেলেছে।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দলে দুর্বল লোকজন প্রবেশ করেছে, এবং সেই কারণেই ট্রাম্ জয়ী হতে পেরেছিলো

১৮| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা একটি ক্ষমাহীন ভুল।

১৯| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৮

ঢাবিয়ান বলেছেন: এক পরিচিত বাঙ্গালী সিঙ্গাপুরে দীর্ঘদিন ছিল অস্থায়ী এমপ্লয়মেন্ট পাসে। এর মধ্যে আত্মীয়তার সুত্রে পরিবারসহ আমেরিকায় মাইগ্রেট করার সুযোগ মেলে। তার কাছে ওখানকার পরিস্থিতি জানতে চাইলে সে জানায় '' মনে হচ্ছে বাংলাদেশে এসে পড়েছি। দুর্নীতি নাই কিন্ত অসম্ভব অনুন্নত ও স্লো। খালি চারপাশ ছবির মত সুন্দর এই যা। ''

২০| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০১

আহা রুবন বলেছেন: আমরা থেকে আমি গিয়েছি। মনে করছি আমি তো ঠিক আছি, অতএব যা হবার তাই হয়েছে।

২১| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:২৪

পুলক ঢালী বলেছেন: এবার আপনার পোষ্ট পড়লাম মন্তব্য একটাও পড়লাম না। আপনি যেহেতু রাজনীতি পছন্দ করেন এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর সমর্থক আপনার সেই দৃষ্টিভঙ্গী অনুযায়ী এক কথায় গলাকাটা ক্যাপিটালিজম বলে সমাপ্ত করলেন।

সমগ্র বিশ্বের ক্ষমতাশালী দেশ গুলির বাৎসরিক মোট সামরিক ব্যায় ১১১২.৯ বিলিওন ডলার যা অস্ত্র উন্নয়ন, গবেষনায় এবং উৎপাদনে ব্যায় হয় ২০১৪ সালে । view this link

আর স্বাস্থ্য খাতের জন্য ঔষধ উৎপাদন চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ও গবেষনায় ব্যয় হয় ১০০ বিলিওন ডলার।
চায়না অস্ত্র খাতে ব্যয় করেছে ১২৯.৪ বিঃ চিকিৎসা শিল্পে ১১ বিঃ
আমেরিকা সামরিক খাতে ব্যয় করেছে ৫৮১.০ বিঃ এবং চিকিৎসা খাতে ৫৬ বিঃ এটাও ২১৪ সালের রেকর্ড।

মানুষের স্বভাবগত ধর্ম হচ্ছে ক্ষমতা অর্জন, প্রয়োগ এবং আত্মতৃপ্তিতে ভোগা তাই চিকিৎসা নয় আধুনিক অস্ত্র দরকার।
ভাল থাকুন।

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


সামরিক খাতে বিশাল ব্যয়; কিন্তু সেটাতেও সরকারগুলো অনেকটা প্রাইভেটের উপর নির্ভরশীল

২২| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩০

পুলক ঢালী বলেছেন: দুঃখীত রেফারেন্স খুজতে খুজতে আপনার ১ নং মন্তব্যের জবাব পড়ার কথা ভুলে গিয়েছিলাম। সুতরাং একটা মন্তব্যও পড়িনি এটা ভুল বলেছি এবং গলাকাটা ক্যাপিটালিজম ওটা প্রতিমন্তব্য থেকেই সংগৃহীত। :)

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


ওকে

২৩| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৩

পুলক ঢালী বলেছেন: টাইপো ২১৪সাল =২০১৪ সাল

২৪| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: অনেকে ভাবছে- বাংলাদেশের এই গরম আবহাওয়ায় করোনা মরে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছো। এমনকি করোনা যে বাতাসের মাধ্যমে ছড়ায় না-- এটাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ! প্রতি মুহূর্তে করোনা নিজে নিজেই তার স্বভাব পাল্টে আরও ভয়ংকর হয়ে উঠছে।

২৫| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি সবগুলো মন্তব্য পড়েছি, মতামতের জন্য ধন্যবাদ; স্যরি, সবাইকে উত্তর দেয়া ষম্ভব হয়নি।

২৬| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: আলোচনাটি ভাল লাগলো, আপনার প্রতিমন্তব্যগুলোও ভাল লেগেছে।
যেদিন ট্রাম্প জয়লাভ করেছিল, সেদিনই মনে হয়েছিল যে সামনে আমেরিকার কপালে দুঃখ আছে। আর পুটিনের কপালে সুখ।
করোনার কান্না সহজে থামবে না। যখন থামবে, তখন আমেরিকার ভেতর থেকেই "গলাকাটা ক্যাপিটালিজম" এর উচ্ছেদের দাবী শোনা যেতে পারে। বিনা রক্তপাতে সে দাবী থামানো যাবে না।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনার ধারণা সঠিক, আমেরিকায় ভয়ংকর পরিবর্তনের জন্য চাপ আসবে, সেটা বিশৃখলায়ও রূপ নিতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.