নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কাজে যোগদান ভুল হচ্ছে, ইউরোপ আমেরিকায় শীপমেন্ট বন্ধ থাকার কথা

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৭



গত ৪০ বছরে, গার্মেন্টস'এর মালিকরা ও অন্যান্য মধ্যভোগীরা যেই পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তাতে তাদের কর্মচারীদের বিনা কাজে ২/১ বছর মিনিমাম বেতন দেয়ার ক্ষমতা তারা রাখে। গার্মেন্টস'এর মালিকেরা বেতন না দিলে সরকার ১ বছরের বেশী সময় দেয়ার মতো ক্ষমতা রাখে; সরকারের উচিত ছিলো, গার্মেন্টসকর্মীদের ঘরে রাখা; কর্মীদের উচিত ছিল, নিজের ও দেশের মানুষের প্রাণ রক্ষার্থে ১ মাস ঘরে থাকা।

এই মহুর্তে ইউরোপ, আমেরিকার ক্রেতারা চাইলে তাদের মালামাল আমেরিকা কিংবা ইউরোপের কোন পোর্টে খালাস করতে পারবে না; তদুপরি, আনীত মালামালকে "জীবাণমুক্ত" করার বিরাট ঝুকি নিতে হবে; তা'হলে, বাংলাদেশের মালিকেরা কল-কারখানা চালু করছে কেন? ওরা হয়তো, বায়ারদের সাথে, শিপিং'এর সাথে কিছু একটা করছে, যা বর্তমান পরিস্হিতি অনুসারে বেআইনী হওয়ার সম্ভাবনা।

আমেরিকায়, ইতালীতে যা ঘটছে, তা গলাকাটা ক্যাপিটেলিজমের কারণে, সরকারের হাতে দরকারী বিষয়ে কন্ট্রোল নেই, উহা অনেক আগের থেকে 'প্রাইভেট কোম্পানীগুলোর' হাতে চলে গেছে; নিউইয়র্কের প্রাইভেট হাসপাতাল, একটি অলাভজনক হাসপাতাল কয়টি 'ভেনটিলেটার' রাখবে, সেটা সরকার ঠিক করে দেয় না, সেটা হাসপাতালের ব্যবসায়িক নীতির মাঝে পড়ে। বাংলাদেশেও গার্মেন্টেস প্রাইভেটের হাতে।

আমেরিকানরা, ইতালিয়ানরা ক্যাপিটেলিজমে বিশ্বাস করে, জাঁকজমক জীবন যাপন করে; তারা যেই সিষ্টেম চালু করেছে, এবার তারা উহারই শিকারে পরিণত হচ্ছে; কিন্তু বাংলীরা অন্যের ক্যাপিটেলের জন্য প্রাণ দিবে, তারা এই সিষ্টেম থেকে কোন ধরণের সুযোগ ভোগ করেনি; অবস্হাটা হচ্ছে, মনিবের ভুলে মনিব আক্রান্ত হচ্ছে, কিন্তু মনিবের সেবায় নিযুক্ত দাসও আক্তান্ত হলো; দাসকে অকারণে মুল্য দিতে হলো।

শ্রমিকেরা সামান্য রিস্ক নিয়ে ঘরে ১ মাস থাকলে কিছু হতো না; সরকার ভাবছে বাজার হারাবে ভিয়েতনামের কাছে, ভারতের কাছে; মালিকেরা ভাবছে ব্যবসা কমে যাবে, ব্যবসা চলে যাবে অন্যদের হাতে; কিন্তু মরতে যদি হয়, কমর্মীদেরই মরতে হবে, দেশবাসীকেই মরতে হবে। কর্মীদের কাজে যাবার আগে ভাবার দরকার ছিলো, সরকার তাদের পক্ষ নেয়নি।

মন্তব্য ৪৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গার্মেন্টস মালিকরা একধরনের ব্লাডসাকার।






আপনি কেমন আছেন? বাংলাদেশের সামনের দিনগুলো খুব একটা ভালো মনে হচ্ছেনা।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


এরা আধুনিক যুগের দাস ব্যবসায়ী

২| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ হাজার মানুষ। অন্যদিকে, জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে এই সংখ্যা মাত্র ৩,৩৩০ জন।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪০

চাঁদগাজী বলেছেন:


চীনের মানুষ যা বলে, আর যা করে, সেটা দেখে বাইরের কেহ কিছু অনুমান করতে পারবে না।

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৩

মেটালক্সাইড বলেছেন: এতদিন ক্যাপিটালিজমের সুবিধাটাই সবাই দেখেছে। এর অসুবিধা গ্রাহ্য করেনি।
আর বাংলাদেশে গার্মেন্টস সেক্টর গড়ে ঊঠেছিল পরিকল্পনাবিহীন তাই এ সেক্টরকে চাইলেও পরিকল্পনায় আনা সম্ভব নয়।
আর সাম্প্রতিক প্রতিযোগীগুলো একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এই সেক্টর ডেভলপ করছে যাতে বাংলাদেশের অপরিকল্পিত মার্কেটের এডভান্স নেওয়া যায়। এর ইম্পেক্ট অলরেডি শুরু হয়ে গেছে এইজন্য যে, বিগত কয়েকবছরে এই সেক্টরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা হারিয়ে গেছে প্রায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। রুবানা হক যতই শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্ঠা করেন না কেন, পরিণতি অনস্বীকার্য।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ শুধুমাত্র ক্যাপিটেলিজমে বিশ্বাস করে; আপনি ব্লগে সোস্যালিজমের পক্ষে কথা বলে দেখেন, যারা এতং বেতং ছড়া লেখে, দুই লাইনে তিনটি ভুল থাকে, তারাও আপনার বিপক্ষে লেগে যাবে।

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০

নতুন বলেছেন: আমাজনের মালিক সাহাজ্য চেয়েছে তার কমী`দের জন্য। :(

এখন মালিকদের বাধ্যতামুলক কিছু নিয়ম করে দেওয়া উচিত।

* শ্রমিক ছাটাই করতে পারবেনা।
* কাজ না থকলে কমপক্ষে ৫০% বেতন পাবে শ্রমিক।
* জনগনের সাহাজ্য এবং সরকার থেকে জনগনের খাবারের জোগানের ব্যবস্থা হচ্ছে,।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমাজন এখন এখন আমেরিকার অনেক রাজ্যের চেয়ে বড়।

শেখ হাসিনার উচিত, বিদেশী এডভাইজার ও দেশের ইউনিভার্সিটির শিক্ষকদের থেকে একটা ফোরাম করে, তাদের থেকে বুদ্ধি নেয়া

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


দেশ এমন এক পয়েন্টে চলে যেতে পারে, শেখ হাসিনা বুঝার আগেই ভয়ংকর কিছু ঘটে যেতে পারে।

৫| ০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

মেটালক্সাইড বলেছেন: বাংলাদেশের মানুষ শুধুমাত্র ক্যাপিটেলিজমে বিশ্বাস করে; আপনি ব্লগে সোস্যালিজমের পক্ষে কথা বলে দেখেন, যারা এতং বেতং ছড়া লেখে, দুই লাইনে তিনটি ভুল থাকে, তারাও আপনার বিপক্ষে লেগে যাবে।
সহমত। অথচ এই দেশটি স্বাধীন হয়েছিল সোস্যালিজমের জন্য।

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



১৯৬৯ সালের মানুষ, ১৯৭০ সালের মানুষ, ১৯৭১ সালের যুদ্ধরত মানুষ শিক্ষিতদের মতো সোস্যালিজমের ডেফিনেশন জানতেন না; কিন্তু তাঁরা সবার জন্য সমান অধিকার চেয়েছিলেন।

আপনি এক্সপেরিমেন্ট করার জন্য একদিন সোস্যালিজমের পক্ষে একটা পোষ্ট দেন, প্লীজ; তখন ব্লগারদের বুঝা একটু সহজ হবে আপনার পক্ষে।

৬| ০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৮

নতুন নকিব বলেছেন:



ভাল বলেছেন।

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনিও বলুন, ব্লগারেরা যাতে পরিস্কারভাবে ভাবতে পারেন।

৭| ০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

নতুন বলেছেন: প্রধানমন্ত্রীর এমন সময় বিজ্ঞদের থেকে পরামশ` আহবান করা উচিত।

যদিও সেটা সব সময়ই করা উচিত। তার যারা উপদেষ্টা তারা ম্যাও প্যাও বুদ্ধি দেয়।

এমন সময়ে সামনে কি হতে পারে সেটা চিন্তা করার মতন জ্ঞান দেশের রাজনিতিক নেতাদের মাথায় আসবেনা।

বাইরের দেশে কি কি পদক্ষেপ নিচ্ছে সেটা জানা তো এখন সাধারন ব্যাপার, দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে।

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



উনার কয়েকজন উপদেষ্টাকে আমি জানি, যারা ভয়েই উনার সামনে যায় না।

৮| ০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


উনাকে সঠিক সিদ্ধান্ত দেয়ার জন্য জাপান, সিংগাপুর, কানাডা ও সুইডেন থেকে বিদেশী এডভাইজার নেয়া উচিত।

৯| ০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: কেউ দায় নিতে প্রস্তুত নয় । কারুর ই সামাজিক দায়বদ্ধতা নেই। না সরকারের না জনগনের ।
প্রত্যেকেই নিজের স্বার্থে পরিস্থিতি বিচার করে।
সাধারণ মানুষ আছে তাদের পেটের চিন্তায় / খাবারের চিন্তায় আর মালিকেরা আছেন তাদের লাভের চিন্তায়।এটি একটি অদেখা বৃত্ত ।কিন্তু কে এটা ভাঙতে পারবে?
সাধারন মানুষ- তাদের পক্ষে সম্ভব না । কারন তাদের কোন কোন সঞ্চয় নেই।
মালিক - তাদের পক্ষে ও সম্ভব না । কারন,তাদের কোনও সামাজিক দায়বদ্ধতা নেই,এবং ব্যবসা পরিচালনার জন্য তাদের অনেক দায় রয়েছে।
সরকার - সীমিত সম্পদ দ্বারা সীমাহীন লোকের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় (ন্যূনতম চাহিদা চাইলেই পুরন করতে পারে)

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


এসব বড় বিয়য়গুলোর নিয়ন্ত্রণ সরকার নেয়ার কথা।

১০| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশেও তাইলে মানুষ মারার নিলনকশা তৈরী করেছে?

মানুষ যখন মরতে শুরু করবে তখন কবর দেওয়ার কেউ থাকবে না।

:(

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অনেক সময় মানুষকে কবর দিতে বাধা দেয়।

১১| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

ঢাবিয়ান বলেছেন: পায়ে হেটে মানুষগুলো ঢাকায় ফিরছিল। সরকারের নির্দেশে পুলিশ আবার তাদের পায়ে হেটে ফিরতে বাধ্য করছে!!!!! অমানবিকতার সকল সীমা পার করছে রুবানা হক গং এবং সরকার। স্রেফ একজন আওয়ামি নেতার লুন্ঠিত সম্পদে একটু থাবা বসালেও এই মানুষগুলোকে অনায়াসে দুই মাস বসে খাওয়ানো সম্ভব।

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার পতন আসন্ন হয়ে আছে।

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আপনার থেকে বুঝতে পারলাম যে, গার্মেন্টেস কর্মীদের 'কাজে যোগদান করতে হচ্ছে না'; ব্লগে গত আধা ঘন্টায় এই বিষয়ের উপর ৫টা পোষ্ট পড়েছি, কোন পোষ্ট থেকে পরিস্কার বুঝতে পারিনি যে, গার্মেন্টেস কর্মীদের কাজে যোগদান করা লাগছে না; বেশীভাগ ব্লগার কি যে বালছাল লেখেন বুঝা মুশকিল।

হাসিনার পতন হবে,মনে হচ্ছে।

১২| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এবার তাইলে মজা হবে। মাসখানেক পর হাড়েহাড়ে মজা ঠের পাবে।

আপনার খবর কী? আমার ওষুধ কমতে শুরু করেছে। বেটাকে বলেছিলাম আমাকে আরো কয়কে মাসের ওষুধ দে, বেটায় বলেছিল আপনি খামোখা বাড়াবাড়ি করছেন। এখন তাকে ফোন করে পাচ্ছি না। ক্যামিস্ট বন্ধ।

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


জানাশোনা লোকজনের মাধ্যমে, কিংবা সোস্যাল ওয়ার্কারদের মাধ্যমে ঔষধ পাবার চেষ্টা করেন।

১৩| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের এখানে প্রেস্কিপশন ছাড়া ওষুধ দেয় না, আমার প্রেস্কিপশন ইলেকট্রনিক ভােব ক্যামিস্টে যায়। আগামী সপ্তা হাইহুই শুরু করতে হবে। তবে কিছুটু আশ্বস্ত আছি ব্লাডপ্রেসারের ওষুধে দুই মাস যাবে।

আপনি বলেছিলেন এবং বাস্তবে ইতালি ভোগছিল দেখে আমি বাড়াবাড়ি না করে বউ যা বলেছিল সব কিনেছিলাম। আমি প্রায় ৫ শো পাউণ্ডের খাদ্যদ্রব্য কিনেছিলাম। খেজুরই ছিল ১২০ পাউণ্ডের। নাতনিদের জন্যও অনেক কিছু কিনেছিলাম।

আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি সত্যি হিতকামী। করুণাময় আপনার কল্যাণ করবেন।

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


ভালো থাকুন।

১৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: বিশ্বে কত লোক মারা যাবে করোনায়? আপনার কি ধারনা??

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


না, কোন ধারণা নেই; আমি নিউজ ইত্যাদি দেখছি না

১৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানমসাহেব
করোনা ভাইরাসে বিশ্বে মারা যাবে সাড়ে ছয় কোটি মানুষ

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


মনে হয় না।

১৬| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

বিষাদ সময় বলেছেন: এখন যে সব গার্মেন্টস খুলছে তাদের বেশিরভাগ এর প্রোডাকশন লাইনে পি, পি, ই ও মাস্ক।
তারপরও কর্মীদের সুরক্ষার ব্যবস্থা না করে কাজে ফেরানো আত্মহত্যার শামিল। যা হোক লেটেস্ট খবর হ্চছে ড, রুবানা বিজিএমইএ কে ১৪ তারিখ পর্যন্ত গার্মেন্টস বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


গার্মেন্ট হলো শেখ হাসিনার প্রাণ, এদের ছুটিটা উনার হাতে রাখার দরকার ছিলো; উনার মগজ মোরগ পোলাও রান্নার মগজ।

১৭| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিন্তার কিছুনাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ পর্যন্ত তৃতীয়বার ছুটির
ঘোষণা এল সরকারের তরফ থেকে৷ প্রথমবার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল,
পরেরবার তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত এবং রোববার তা ১৩ এপ্রিল পর্যন্ত করা হলো৷
১৪ তারিখতো এমনি এমনি ছুটি।

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:



প্রাইম মিনিষ্টার লকডাউনটাকে কমপক্ষে গার্মেন্টস'এর মেয়েদের জন্য প্ল্যান করতে পারতেন; উনার ২ পয়সার বুদ্ধিও নেই।

১৮| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩২

সেতু আমিন বলেছেন: আসলেই এটি একটি ভুল সিদ্ধান্ত এবং আত্মহত্যার সামিল।

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


প্রাইম মিনিষ্টার ১০ শ্রেনীর কিছু মেয়েকে উনার এডভাইজার হিসেবে রাখলে, উনি কিছুটা ভালো করতেন।

১৯| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৯

রাজীব নুর বলেছেন: ধরুন এমন যদি হয় যে, করোনা ভাইরাসটা ফ্রাংকেনস্টাইন হয়ে উঠল? আগের কোন ভাইরাসের মতো সে কিছুতেই হার মেনে নিলো না। এর মিউটেশন ক্ষমতা অন্য সবার চেয়ে বেশী। দেখা গেলো ছয় মাস পর চীন আবার আগের চেয়েও ভয়াবহভাবে আক্রান্ত হলো। পৃথিবীর মানুষ ধীরে ধীরে নিশ্চিহ্ন হতে শুরু করলো। ভ্যাকসিন আবিষ্কারের জন্য শেষ যে বিজ্ঞানী ছিলেন তিনিও আক্রান্ত হয়ে মারা গেলেন। কীরকম হবে সেই পরিবর্তিত পৃথিবীটা?

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:



এখন মানুষ অনেক জ্ঞানী, কিছু মানুষের প্রাণ যাবে; তবে, মানুষের সাথে কিছুই পেরে উঠবে না।

২০| ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫

পুলক ঢালী বলেছেন: বাংলাদেশ বাজার হারাবে কিন্তু যাদের কাছে হারাবে তারাও আক্রান্ত সুতরাং ব্যবসায়ীদের এই ঠুনকো যুক্তি ধোপে টেকে না।
আমাদের দেশে এখন প্রচুর মাস্ক ও পিপিই তৈরী হচ্ছে।
সরকার কয়েকদিন আগে এগুলো রফতানীর উপর থেকে এমবার্গো তুলে নিয়েছে (বিশ্বকে মানবিক সহায়তার দাবীতে)।
বিশ্বে এগুলোর চাহিদা থাকার কারনে শুধু এগুলো তৈরী করার জন্য কারখানা চালু এবং মালিকের তত্ত্বাবধানে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, খাদ্য এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে এটা নিশ্চিত করার স্বাপেক্ষে।
কিন্তু আমার মনে হচ্ছে ব্যবসায়ী মন্ত্রী, সাংসদ যারা গন-মানুষের রাজনীতি করেনা, তারা স্যাবোটাজ করেছে, গন-হারে সব গার্মেন্টস চালু করতে চেয়েছে, শতকোটি টাকার অর্ডার ক্যান্সেল হওয়ার জুজুর ভয় দেখিয়ে।

আমি ক্যাপিটালিজম,সোসালিজম, কমিউনিজম এবং ডেমোক্রেসী কোনটাকেই পারফেক্ট মনে করিনা।
তবে ক্যাপিটালিজম সমর্থন করি, কিন্তু' জনগনের সেবামুলক সংস্থাগুলি (চিকিৎসা,যোগাযোগ,নিরাপত্তা ইত্যাদি) ফেডারেল গভর্নমেন্টের হাতে রাখার পক্ষপাতি। ব্যবসা ব্যবসায়ীদের হাতে থাক, সেবা সরকারের হাতে থাক, যে সরকারকে জনগন ট্যাক্স দিচ্ছে সেবা পাওয়ার জন্য।
ভাল লিখেছেন ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


মাস্ক ব্যবসা নিজের জন্য ছাড়া অন্যের জন্য করার সময় এখন নয়; মারা গেলে শ্রমিকই মরবেন।
আপনি ক্যাপিটালিজম,সোসালিজম, কমিউনিজম এবং ডেমোক্রেসী কোনটাই যখন পছন্ড করেন না, আপনার নিজত্ব একটা তত্ব আছে।

২১| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: বেশ বেকায়দা পড়ে গেছে দেশ। অবস্থা করুন আমাদের।

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


বানরেরা দেশ চালাচ্ছে

২২| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৫

সাহাদাত উদরাজী বলেছেন: খুলে কি হবে, শিপমেন্ট কি হবে?
গার্মেন্স মালিকেরা চাইছে, স্টক করে রাখতে, পরে বেশি মুল্যে আবার বিক্রি করতে পারবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.