নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কলকারখানাকে \'রেসকিউ প্যাকেজ\' দেয়া অন্যায়, ক্যাশ হাতে রাখা দরকার

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৮



ক্যাশ টাকা যদি কলকারখানাকে দেয়া হয়, ভয়ংকর ভুল হবে, সরকারের হাতে মানুষের জন্য খাবার, জ্বালানী ও কৃষির জন্য ক্যাশ টাকা থাকবে না। সব টাকা হয়তো কৃষিতে দিতে হবে; হয়তো, সব টাকা ও সব শক্তি কৃষিতে প্রয়োগ করতে হবে; ট্রাম্প কাউকে খাবার দেবে না।

কলকারখানা ঝড়ে, বা পুড়ে নষ্ট হয়নি, উৎপাদন বন্ধ হয়ে গেছে; বিশেষ করে, গার্মেন্টস ইন্ডাষ্ট্রি চালু করেও লাভ নেই; কারণ, ক্রেতারা শীপমেন্ট নিতে পারবে না; ফলে, এদেরকে 'রেসকিউ প্যাকেজ' দিলে, দেশের ক্যাশ নষ্ট হয়ে যাবে। গার্মেন্টস কারখানাগুলো নিজেদের মেইনটেনেসন্স নিজেরা করতে পারার কথা, ওরা গত ৩০/৪০ বছর বিপুল পরিমাণ ক্যাশের মালিক হয়েছে। যেসব কারখানায় ব্যাংকের বিপুল ঋণ আছে, মালিক যদি মেইনটেন্যান্স না করে, সেগুলোকে বিজিবি বা মিলিটারীর অধীনে মেইনটেন্যান্স করা সম্ভব।

গার্মেন্টসগুলোর দরকারী কাঁচামালও এখন আসার সম্ভাবনা নেই; এখন যেই পরিমাণ কঁচামাল আছে, তা থেকে করোনার জন্য মাস্ক, পিপিই যারা করতে পারবে, তারা সীমিত উৎপাদন চালিয়ে যেতে পারে। ইউরোপ আমেরিকায় কাপড়ের বাজার সম্ভবত: দীর্ঘ সময়ের জন্য শ্লো হয়ে যাবে।

প্যাকেজ শুধু তাদের দেয়া যেতে পারে, যারা দেশের অভ্যন্তরের জন্য দরকারী মালামাল বানাচ্ছে, এবং এখন থেকে উৎপাদনের পরিমাণ বাড়াতে হবে; দেশীয় সার কারখানাগুলোকে ও বীজ উৎপাদন বাড়াতে হবে। প্যাকেজের টাকা কর্মহীনদের খাবার সরবরাহের জন্য দরকার হবে। প্যাকেজের বড় অংশ দিয়ে খাদ্য উৎপাদন করতে হবে, জ্বালানীর তেল কিনতে হবে, খাদ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ও তেলের টাকা মজুত রাখার দরকার।

যেহেতু, কোন ধরণের কারখানার কিছু নষ্ট হয়নি, তাদেরকে ক্যাশ দেয়ার ধারণাটাই ভুল, ওদের ক্যাশের কোন প্র‌্যোজন নেই দেশের মানুষের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরির কাঁচামাল ও যত্রপাতি আনার জন্য সীমিত ক্যাশ দেয়া যেতে পারে।

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৪২

রাফা বলেছেন: আজকে'তো আজাদ সাহেবের কথা শুনে মনে হলো এখনি তাদের আর্থিক সহায়তা প্রয়োজন।কালকেই তারা গার্মেন্টস চালু করে পরশুদিন বেতন দিতে পারবেনা।গার্মেন্টস মালিকদের এখন টাকা দিলে সব টাকা ডাইভার্ট হয়ে অন্য দিকে চলে যাবে ।

আপনার এলাকার অবস্থা কি?

ভালো ও সুস্থ থাকার চেষ্টা অব্যাহত রাখুন।আল্লাহ নিশ্চই ভালো রাখেন তাদের যারা চেষ্টা করে ভালো থাকার।
ধন্যবাদ,চাঁদগাজী।

০৭ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ। এলাকার খবর ভালো নয়।

গার্মেন্টসকে "১ টাকা দিলে সেটা বিনষ্ট" হবে; এই টাকাটা বেকার ৫০ লাখ শ্রমিকের খবার, পাওয়ার ষ্টেশন ও কৃষির জ্বালানীর ও কৃষকের জন্য দরকার।

গার্মেন্ট পুড়েনি যে, উহাকে প্রস্তুত করতে হবে পুনরায়; ১ টাকা দিলে হাসিনা জাতির পায়ে কুড়াল মারবে

০৭ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


এসব আজাদ মাজাদকে মিলিটারীর হেফাজতে রাখার দরকার।

২| ০৭ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:১৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কলকারখানার মালিকদের দেয়া টাকা সব কানাডাতে চলে আসবে | সরকার কিচ্ছু করতে পারবে না পুঁজি পাচার বন্ধ করতে | হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশী ব্যাংক ডাকাত ঘুরে বেড়াচ্ছে কানাডাতে |

০৭ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


কারখানর তো কিছু নষ্ট হয়নি, শুধু উৎপাদন বন্ধ; গার্মেন্টস'এর বেলায় শীপমেন্ট নেই; তদের কেন টাকা দেয়া হবে, মেইনটেন্যান্স'এর টাকা ওদের কাছে আছে; শতকরা ৮০ ভাগ গার্মেন্টস ওভার লোন করেছে।

শেখ হাসিনা ১ টাকা দিলে ভয়ানক ভুল হবে।

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সব শালা ধান্দা বাজ কিভাবে টাকা নিজের পকেটে নেয়া যায় সেই সব চিন্তা। এরা মহামারী বুঝে না। অথচ কলকারখানার মালিকদের আছে টাকা। এখন যারা ফসল উৎপাদন করে যানবাহনের অভাবে খাদ্য শস্য নিলামে দিতে বাধ্য হচ্ছে সরকারি উদ্যোগে গুদামযোগ্য শস্য ন্যায্য দামে কিনে কৃষকদের বাঁচিয়ে রাখা। আর যেগুলো নষ্ট হয়ে যাওয়ার আশংকা তা কিনে জনগণের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা। শিল্পপতি দের উচিত মানুষ হওয়া এখনও সময় আছে। দূর্নীতির টাকা দিয়ে আমেরিকা ইউরোপে প্রাসাদ গড়ে লাভ সেখানে ও এখন মৃত্যুর আশংকা।

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


এখন টাকা দেয়ার দরকার কৃষির জন্য, বাকী টাকা ক্যাশ হিসেবে রাখার দরকার; কলকারখানা, গার্মেন্টস নষ্ট হয়নি যে, তাদেরকে সাহায্য করতে হবে।

৪| ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৭

আল ইফরান বলেছেন: গার্মেন্টস সেক্টরের দুইটা পার্টিকুলার জায়গা নিয়ে আমার কিছু লেখার ইচ্ছে আছেঃ
১। পরিবেশগত প্রভাব
২। শ্রমশোষণ

টেম্পোরারি এমপ্লয়মেন্ট তৈরি করার নামে এই সেক্টর বিগত তিন দশকে বিশাল জনগোষ্ঠীকে অদক্ষ শ্রমিকে রুপান্তর করেছে যাদের অন্যকোন সেক্টরে ব্যবহার করা যাবে না। (আই মিন, ক্যাপিটালিজমের লেবার ডিভিশনের নামে আসলে মর্ডান ডে সার্ভিটিউড চালু রেখেছে)

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


সরকারে যদি ১ জন ফাইন্যান্সের লোক থাকতো, সরকার বুঝতে পারতো যে, গার্মেন্টস'এর কোন কিছু নষ্ট হয়নি, উৎপাদন বন্ধ করতে হচ্ছে কাষ্টমারের দিক থেকে শীপমেন্ট নেয়ার উপায় নেই।

বাংলাদেশের গার্মেন্ট'স কর্মীদের দাস হিসেবে পেয়েছে মালিকেরা

৫| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রনোদনার টাকা কার পকেটে যাবে
তা একমাত্র আল্লাহই ভালো জানেন।
চোরের দেশে যেখানে বঙ্গবন্ধু তার
কম্বল পাননি বলে আক্ষেপ করেছিলেন
সেখানে গার্মেন্টস কর্মীদের কপাল থাপড়ানো
ছাড়া গত্যান্তর থাকবে বলে মনে হয় না।

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে ১ খানা কম্বল দিয়ে, জোর করে রিটারমেন্টে পাঠিয়ে দিয়ে বেকুব তাজুদ্দিন দেশ চালালে, আজকে জাতি আরেকটু ভালো করতো।

৬| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কলকারখানার ভর্তুকির ব্যাপারটা এখন অগ্রাধিকার পাওয়ার কথা না। এখন অগ্রাধিকার হওয়া উচিত ছিল খাদ্য, চিকিৎসা,। সরকার ব্যবসাইদের চাপকে অগ্রাধিকার দিচ্ছে। পরিনামে আম ছালা সব যেতে পারে।

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


ভর্তুকি প্রশ্নই উঠতে পারে না, কোন ডকাতেরা এটার কথা বলছে? মানুষের উচিত এসব ডাকাতদের পিটানো

৭| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: আজ ঘুম থেকে উঠেই যে নিউজ পেলাম- ২৬ দুস্থ পরিবারে ত্রাণ বিতরণ করে সাংবাদিক দিয়ে ছবি তোলার পর আবার কেড়ে নিয়েছে চেয়ারম্যান।

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


গতবার ইউনিয়ন নির্বাচন দলীয় ভিত্তিতে করায় ছিলো শেখ হাসিনা প্রতিটা ইউনিয়ন দখল করার জন্য

৮| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঝাঁড়ের বাঁশ বেড়াতে লাগাবে। গরিবরা অনাহারে মরবে। কষ্ট হলেও আমি ক্লিষ্ট হব না এবং আমার মায়াকান্নাায় ভুখাদের পেট ভরবেনা।
আমি আসলে বেশি তেলবাজ হয়েছি অদ্য। যাক, আপনাদের খবর কী, আমাদের প্রধানমন্ত্রিকে করনায় আক্রমণ করেছে খবর হয়তো জানেন।

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


বৃটেনের প্রধানমন্ত্রীর অবস্হা কি?

৯| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: PM spends night in intensive care after symptoms worsen.


এখনও সকলে বুঝতে চাচ্ছে না। চায়না হয়তো বিপদে পড়বে। ওরা বুঝেশুঝে সকলকে বিপদি করেছে।

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



চীনারা অমানুষ

১০| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতকাল আমি যখন নতুন ভাতার জন্য এপলাই করছিলাম তখন সাংবাদিরকা চায়নার এমভাসিটা টেমভাসিটা হবে হয়তো তাকে এমন ধোলাই দিয়েছিল আরেকটু হলে কাঁদতে শুরু করতো। এদেরকে এবার সকলে মিলে মাইর দিতে হবে, কারণ সকলের বারোটা বাজিয়ে দিয়েছে। কবে যে কাজ করে রুজি করতে পারব তার নিশ্চয়তা নেই।

০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


কাজে ফেরত যেতে সময় লাগবে

১১| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:




সরকার বিঘোষিত প্রনোদনা প্যকেজের সুফল শিল্পপতি ও কিছু দুর্নীতিপরায়ন ব্যাংকারদের অনুকুলে যেতে পারে
বিবিধ প্রকারে। স্বাস্থ্য খাত, নিত্যপ্রয়োজনীয় দেশীয় পন্য উৎপাদন সংস্লিষ্ট শিল্পখাত, কুষিখাত, নিন্মবিত্ত ও
কর্মহীনদের জন্য বড় আকারের নগদ আর্থিক সহায়তা কর্মসুচী এই মহুর্তে বেশী প্রয়োজন ।

খবরে দেখলাম করোনা সংক্রমণ পরবর্তী অর্থনৈতিক অচলাবস্থা ও সঙ্কট থেকে বাঁচতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী
মমতা ব্যানার্জি একটি আন্তর্জাতিক কমিটি গড়ছেন যাতে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি ৷
তেমনিভাবে এই মহুর্তে বাংলাদেশেও করোনা সংকট মোকাবেলার জন্য একটি আন্তর্জাতিক কমিটি গঠন প্রয়োজন
যেখানে বাংলাদেশের নোবেল জয়ী একজন অর্থনীতিবিদকে রাখা যেতে পারে।

০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মমতা, বা ইন্দিরা নন, উনি রাইফেল জিয়ার হত্যাকান্ডের ফলে শ্মশানে উপস্হিত ১ টি ভুত।

কলকারখান নষ্ট হয়নি, কেন রেসকিউ পাকেজ? রেসকিউ বলতে কিছু থাকলে, বাংলাদেশের জন্য উহা হলো কৃষি

১২| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চায়নিজদেরক বয়কট করা দরকার।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের অর্থনীতি এমন যায়গায় গেছে, ও অনেক তৃতীয় বিশ্বার প্রশাসন এমন "দুর্নীতিবাজ" হয়ে গেছে, তারা চীনাদের পা ধরে নিয়ে আসবে।

বাংগালী প্রশাসন দেশের গ্রেজুয়েটদের রাস্তার টোকাই বানায়ে চীনাদের কাজ দিচ্ছে।

১৩| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের বেশিরভাগ লোকই অসৎ হয়ে গিয়েছে। ২৫/৩০ বছর ব্যবসা করার পর ৩ মাস বেতন দিয়ে ফ্যাক্টরি চালাতে পারবেনা এটা বিশ্বাস করা যায় না। অবশ্য সরকার নাকি লোন হিসেবে দিচ্ছে...

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


কি কারণে লোন দিচ্ছে? সবাই ঋন করে কারখানা করেছে, না চালাতে পারলে, সরকার নতুন মালিককে দিক কারখানা।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



দেশ যদি ২/১ বছরের জন্য থেমে যায়, সরকার টাকা কোথায় পাবে? যদি ২/১ বছর চাষের উপর থাকতে হয়, জ্বালানী, সার কি দিয়ে কিনবে?

১৪| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: করোণা এসেছে বলে ৃষির উপর জোর দিতে হবে এমন না। বছরই খাদ্য উতপাদনে নজর দিতে হবে।

গার্মেন্টেন্সের মালিকদের টাকার অভাব নাই। তাদের নিয়ে চিন্তা ভাবনার কিছু নাই। সরকার কেন তেল ওয়ালা মা্থায় তেল দিচ্ছে??

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বুদ্ধির লেভেল ১০০ বছর পুর্বের, উনি জাতির ক্ষতি করছেন ক্রমাগতভাবে।

১৫| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৪

নূর আলম হিরণ বলেছেন: আপনার এই কথা গুলোর একজনের সাথে শেয়ার করলাম তিনি আমায় এই উত্তর দিলেন

১৬| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৫

নূর আলম হিরণ বলেছেন: Nur Alam Hiron ১৭০০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইউরোপ এবং আমেরিকার ইতিহাসটা একটু জানার চেষ্টা করো তাহলে আমাদের এখনকার অবস্থা বুঝতে পারবা। আমরা এখন যে যুগে আছে এযুগটাকে বলা হয় Age of industrial Revolution. যা ইউরোপ আমেরিকা ১৫০ বছর পুর্বে পার করে আসছে। তখন তারা কিভাবে দুর্যোগ মোকাবিলা করেছে তা বর্তমানে আমাদের জানা খুব জরুরী।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা যখন আমাদের মতো ছিলো, তখন বিশ্বে এত সুযোগ ছিলো না; যার সাথে আপনি শেয়ার করেছেন, উনি বর্তমানের ফাইন্যান্স বুঝলে পেছনে দেখার কথা বলতেন না।

১৭| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: এই ৩০ তম দিনে আমেরিকা আক্রান্ত ছিল মাত্র ১২ আর আমাদের ১৪৬

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


নম্বর কারো ঠিক ছিলো না, এখনো নেই

১৮| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫০

গন্ধহীন বেলী ফুল বলেছেন: আপনার সাথে একমত।এই কথা গুলা কর্তা ব্যক্তিদের কানে পৌঁছাবে কি????

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


দেশ চালাচ্ছে বানরেরা

১৯| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১১

ইফতি সৌরভ বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত।
প্রথমেই প্রণোদনার জন্য ঘোষিত অর্থ বন্টনে দুর্নীতি হবে এবং এজন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই অর্থ নিয়ে দুর্নীতি কোন ভাবেই সহ্য করা হবে না। তবে এ দেশের টাকাগুলোর আবার বাহিরে ঘোরাঘুরির খুব শখ।
এ অবস্থা যদি ঈদ পর্যন্ত থাকে, দেশের অভাবী মানুষ একমুঠো খাবারের জন্য মানুষ খুন করবে আর আমরা যেহেতু কৃষি নিয়ে শুধু বক্তৃতা দিয়ে গিয়েছি, কৃষকের সুবিধা ভোগ করছে সব গ্রাম্য চেয়ারম্যান-মেম্বার-চ্যালারা তাই সবচেয়ে প্রয়োজনের দিন কৃষি দ্রব্য কিনতে আমাদের শ্বাস বের হয়ে যাবে।
প্রবাসীদের রেমিটেনস বন্ধ, বিশাল অর্থ পাচার এবং আপাত শূন্য ব্যাংকগুলো নিয়ে দেশ যে কোথায় দাঁড়াবে!! এক অদ্ভুত উটের পিঠে চলছে দেশ.......

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


সরকারের হাতে কোন দিক থেকে টাকা আসার সম্ভাবনা নেই; গার্মেন্টস'এর কোন ক্ষতি হয়নি; কেন ওদেরকে টাকা দেয়ার কথা উঠলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.