নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দক্ষিণের দু:খী আমেরিকানরা

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭



নিউইয়র্ক রাজ্য লকড-ডাউন, লাখ লাখ গ্রোসারী, ফার্মেসীর সাপ্লাই চেইন কিভাবে চলছে; ঘরে ঘরে খাবার ডেলিভারী কারা করছে? সবই করছে দক্ষিণ আমেরিকার দু:খী আমেরিকানরা। নিউইয়র্কে দ: আমেরিকার যারা কাজ করে, তাদের শতকরা ৯০ ভাগের বেশী মানুষ মেক্সিকো থেকে, এবং বেশীর ভাগেরই এই দেশে থাকার ও কাজ করার পারমিশন নেই; এখন পুরো আমেরিকায় এদের সংখ্যা ১৫ মিলিয়নের কাছাকাছি হবে।

এরা অনেকটা ইউরোপে লিগ্যাল কাগজপত্র হীন বাংগালীদের মতো; এরা পরিবারের জন্য আয় করতে আসে, টাকা পয়সা পাঠায়, ২/৪ বছরে সুযোগ পেলে দেশে যায়; আমেরিকায় এরা স্পেনিশ হিসেবে পরিচিত; কিন্তু এরা আসল স্পেনিশ নন, এরা আমেরিকার আদিবাসী ও রেড ইন্ডিয়ানদের বংশধর। এরা লম্বায় গড় বাংগালীদের মতোই, একাংশ আরেকটু খাট; তবে চওড়া ও শারীরিকভাবে শক্ত।

দক্ষিণ আমেরিকার প্রায় দেশের সরকার হলো সাদা ইউরোপিয়ান স্পেনিশ; এগুলো বজ্জাতের হাড্ডি; মেক্সিকোর সম্পদের অভাব নেই: কৃষি, খনি ও ম্যানুফেকচারিং আছে, টুরিষ্ট এলাকা ভর্তি; কিন্তু আদিবাসী এই লোকগুলোকে স্কুলে যেতে দেয় না, কাজ দেয় না; একটু বয়স হলে, বজ্জাতেরা সাহায্য করে, বিনা কাগজে আমেরিকা পাঠায়ে দেয়। এরা চাষবাসের সব কাজও করে, চাষেরগুলো আবার সাময়িক কাজ করার জন্য ভিসা পায়, সেগুলো যাওয়া আসায় থাকে, আয়ও ভালো করে।

এদের মাঝে শতকরা ২/৩ ভাগ অপরাধী আছে: মাদক ব্যবসা, চুরিদারী, ডাকাতী, হত্যা করে থেকে; ফলে, এরা সবাই সেই অপবাদ ঘাঁড়ে নিয়ে আমেরিকায় থাকে, আমেরিকানরা এদেরকে এড়িয়ে চলে, খুব একটা সাহায্য টাহায্য করে না। এই দেশে জন্মনেয়া মেক্সিকানদের কিছু ছেলেমেয়ে পড়ালেখা করে না, অপরাধ করে বেড়ায়, সুযোগ পেলে চুরি ও চিনতাইও করে। দু:খের বিষয়, নিউইয়র্ক শহরের এদের টিনএজ গেং'এর হাতে কিছু বাংগালীও প্রাণ হারায়েছেন।

কিন্তু জাতি হিসেবে ওরা খুব বেশী নির্যাতীত, এরা কখনো সংগঠিত নয়, এদের নিজ দেশের সরকারই এদের চাহে না; কিন্তু এরাই আদি আমেরিকান।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: যদি শুনি আজিশ্বে কারও করোনা শনাক্ত হয়নি, আক্রান্ত সবাই সুস্থ তাহলে অনেক ভালো লাগত।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


সবাই অপেক্ষা করছে, ভালো সময় আসবে শীঘ্রই

২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমেরিকা এদের পাশে হওয়াতে এদের লাভ হয়েছে না বিপদ বেড়েছে? এদের ব্যাপারে আমেরিকার নীতি কি ঠিক আছে?

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


না, এদের ব্যাপারে আমেরিকার নীতি ঠিক নেই; আমেরিকা চায় যে, এরা বেআইনীভাবেই আসুক, ক্ষেত খামার চালু রাখুক; আমেরিকা একদিন চাপ দিয়ে বললেই সাদা স্পেনিশরা এদেরকে শিক্ষার সুযোগ দিতো।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৬

বোবাকান্না বলেছেন: অনেক জনসংখ্যা। এরপরও ...

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


কোন দেশের জনসংখ্যা?

৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৯

আকন বিডি বলেছেন: ভাল থাকবেন। একদিনে প্রায় ১৯০০ জন মৃত। অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় কেমন আছেন প্রশ্নটা না করি।
ইরানে মদ্য পানে ৬০০ জন মৃত। করোনা থেকে মুক্তি পেতে মদ্যপান করে এই অবস্থা। আপনি আবার এই কাজটি করবেন না।
শরীরের ইমিউনিটিকে বাড়ানোর জন্য মধু পান করতে পারেন। লেবু চা, কালোজিরা চা ইত্যাদি পান করবেন। আল্লাহ চায়তো আবার
সব ঠিক হবে।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, চেষ্টা করছি।

ইরানের লোকদের পাশে সরকার আছে কিনা বলা মুশকিল, তুরস্ক কোনভাবে সাহায্য করেনি।
আমেরিকা ভয়ংকর মুল্য দিচ্ছে: সিষ্টেম, সরকার ও গভর্ণররা ডুবায়েছে।

৫| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি কষ্ট হয় :(

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


দ: আমেরিকার সাদা স্পেনিশগুলো মানুষের ভেতর পড়েনা।

৬| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সাদা চামড়াদের সংখ্যা কম অথচ তারাই শোষণ করে পৃথিবীটা । বর্ণ বৈষম্য শেষ হয়না শুধু রূপ বদলায়।
বহুরূপীয়া বর্ণ বৈষম্য কে ধিক্কার জানাই।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


এটা সাদাদের বেলায় গড়ে বলা যাবে না; ওটা একটা সিষ্টেম; সাদাদের মুলমন্ত্র হলো, ওরা সৎ ও কাজ করে সঠিক মতো। জার্মানরা যদি শুরু শোষণ করতো, ওখানে মুসলমানদের ও আফ্রিকানদের প্রবেশই থাকতো না।

দক্ষিণ আমেরিকার সাদা স্পেনিশরা ভয়ংকর।

৭| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: কখনও ভাবিনি এমন এক মহামারীর সাক্ষী হবো।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


বিল গেইট'স এর একটি গ্রুপ এর কাছাকাছি ধরণের ভাইরাস সম্পর্কে বলে আসছিলো ২/৩ বছর ধরে।

৮| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: কালারড পিপলদের কমিউনিটিতেও দ্রুত সংক্রমণ বাড়ছে শুনলাম।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:



সঠিক, ওদের অনেকগুলো সমস্যা আছে; বড়টি হলো দারিদ্রতা ও শিক্ষার অভাব।

৯| ০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৩

সোহানী বলেছেন: আশা করি সুস্থ্য আছেন। আমরা মারাত্বক টেনশানে আছি নিউইয়র্ক এর সব আত্বীয়দের জন্য।

০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো আছি; আত্মীয়দের সাথে যোগাযোগে থাকুন।
আপনি কোন শহরে আছেন?

ভালো থাকুন।

১০| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পৃথিবীর সবাই ভালো থাকুক এই আশা করি এবং এই মহামারী থেকে মানুষ শিক্ষা নিক।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


মহামারীর কাছে মানব সমাজ এক সময় অনেকটা অসহায় ছিলো; এবার মানুষের কাছে জ্ঞান থাকা সত্বেও ক্যাপিটেলিজমের কারণে ও সরকারগুলোর ভুলের জন্য মানুষকে মুল্য দিতে হয়েছে।

১১| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
এদের অনেকেই লেখাপড়া করে ভাল পজিশনে আছে।
অনেকেই ধনী, ৮ -১০ টা বাড়ী আছে এমন লোকও অনেক। ব্যাবসাপ্রতিষ্ঠান অনেক। এরা দেশথেকে অবৈধদের এনে কম মজুরিতে খাটায়।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


যেই ১৫ মিলিয়ন বিনা কাগজে আছে, এদের কয়টা বাড়ী আছে?

১২| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: বারাক ওবামা ক্ষমতায় থাকলে আমেরিকার পরিস্থিতি এতটা জটিল আর করুন হতো না।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই এই অবস্হা হতো না।

১৩| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: আমেরিকায় মৃতের সংখ্যা 14700 জন । তবে ভালো খবর হলো আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে । এটা সম্ভব হয়েছে, মানুষ ঘরে ঢুকে আছে, তাই ।
বাংলাদেশের জন্যে ভীষণ খারাপ সময় ধেয়ে আসছে । যে যেখানে আছো, স্থির হয়ে যাও । সব কিছুর আগে জীবন ।
বেঁচে থাকার জন্যে বেশি কিছুর দরকার নেই, দরকার ভালো স্বাস্থ্য ।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:




ফেইসবুকে মানুষ সংক্রমন নিয়ে লিখছে?

১৪| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৭

বাকপ্রবাস বলেছেন: পাশে শোষন মার্কা বজ্জাত ধনী দেশ থাকলে উপলে উঠা কষ্ট, একটু উঠলেই থাপড়ায় বসিয়ে দেয়, আর ডিভাইড এন্ড রোলস ফর্মূলা চালিয়ে দেয়

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে, মেক্সিকো, আফ্রিকা ইত্যাদি চালায় দুষ্ট ও নির্বোধরা

১৫| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৮

মিরোরডডল বলেছেন: পৃথিবীর সব দেশেই সব জায়গাতেই মাইনর অলওয়েজ এক্সপ্লইট বাই মেজোর ।

দারিদ্রতা আর শিক্ষা দুটোই এমনভাবে জড়িয়ে আছে !
অর্থাভাবে মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারেনা ।
আর শিক্ষার অভাবে দারিদ্রতা থেকেও বার হতে পারেনা ।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


একটা সংগঠিত শ্রেণী মানুষকে শিক্ষা থেকে বন্চিত করে মানুষকে দাসে পরিণত করে যাচ্ছে এই যুগেই।

১৬| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমেরিকার পাশে থেকেও এরা কেন আমেরিকার মত উন্নত হতে পারল না?

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ২ প্রতিবেশী: কানাডা ও মেক্সিকো; কানাডা উন্নত, মেক্সিকো অপরাধের মাঝে ডুবে আছে; অথচ, অফুরন্ত সম্পদ।

মেক্সিকো স্পেনিশ কলোনিয়েল সিষ্টেমে থাকার সময়, স্হানীয়দের 'শিক্ষা ব্যবস্হা ধ্বংস' করে দেয়; সেটা আজকেও করে যাচ্ছে।

১৭| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিউইয়র্কে বসবাসরত আমার এক সহপাঠী বান্ধবী গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



কষ্টের খবর।

নিউইয়র্কের বাংগালীদর বেশীরভাগ খবর পাচ্ছি, আমি এগুলো ব্লগে প্রকাশ করছি না।

১৮| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকার প্রাচীন সত্যদ্রষ্টা ঋষিগণ বিশ্বাস করতেন যে, ইউরোপের অসাম্য, অসহিষ্ণুতা ও দুর্নীতি এবং আফ্রিকা ও এশিয়ার দুঃখ-দারিদ্র্য আর তমসার হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য তাদের দেশ ঈশ্বর কর্তৃক বিশেষভাবে নিযুক্ত। ৪০-৫০ বছর আগেও সেখানকার অধিকাংশ মানুষ এ রকমই মনে করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোয় আমেরিকার রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন এবং বিশেষত ইরাক-আমেরিকা যুদ্ধের পর বিশ্বরাজনীতি বিষয়ে ন্যূনতম ধারণা রাখেন এমন ব্যক্তিও আর ‘আমেরিকার পরিত্রাতার ভূমিকা’কে সন্দেহ না করে পারেন না। অনেক বছর আগে কবি কার্ল শাপিরো একটি চিঠিতে লিখেছিলেন, “আমি আমার নিজের সম্বন্ধে লিখি, আমার বাড়ি শহর, রাস্তাঘাট সম্বন্ধে লিখি, ‘আমেরিকা’ সম্বন্ধে নয়। ওই শব্দটি আধুনিক কবিতার প্রধান শত্রু।” বহু পরে অ্যালান গিন্সবার্গ লিখলেন America fuck yourself with your atom bomb.

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


রিগ্যান ও বুশদের সময়, সাদা আমেরিকানরা কিছুটা মরাল হরায়েছে।
গত ৪০ বছরে আমেরিকার অনেক বড় প্রতিষ্ঠানে অনেক ইমিগ্র‌্যান্ট বড় পদে চলে গেছে, এরা ঠিক আমেরিকান ভাবধারার মানুষ না হওয়ায় বড় ধরণের সমস্যা হচ্ছে।

১৯| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: এই তো সাধারন মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.