নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মনকে শক্ত করুন, করোনা সম্পর্কে ধারণা হয়েছে, সংক্রমণ কমে যাবে

১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৯



সাধারণ মানুষ করোনা সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাবার আগেই, ইহা বেশী ছড়ায়ে গেছে; ভিয়েতনাম, তাইওয়ান, দ: কোরিয়ার সরকারগুলো বিশ্বের অন্য দেশগুলোর সরকার থেকে বেশী দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তারা ইহাকে দক্ষতার সাথে কন্ট্রোল করছে। পশ্চিমের মানুষ যথেষ্ট বুদ্ধিমান হলেও, তারা তাদের অর্থনৈতিক সিষ্টেমের কারণে বেশী ভুগছে: ক্যাপিটেলিজমে জনস্বাস্হ্য নিয়ে প্রাইভেট কোম্পানীগুলো ব্যবসা করে; মানুষের জীবন-মরণ যদি ব্যবসায়ের অংশ হয়ে যায়, মানুষের জীবন অনিশ্চয়তার মাঝে প্রবেশ করে।

যা হবার হয়েছে, আপনারা ব্লগারেরা করোনা সম্পর্কে অনেকটা বিশেষজ্ঞের লেভেলে লিখেছেন, মন্তব্য করেছেন, আলোচনা করেছেন; এখন এই ভাইরাসটি আপনাদের আর ভীত করার কথা নয়। বাংলাদেশ সরকারের লোকজন যেকোন ব্যাপারে অদক্ষ, কিন্তু করোনা এখন তাদের আশেপাশে চলে এসেছে, তারা এখন ব্যবস্হা নিতে বাধ্য। তারা না পারলে, পারার লোকজন বেরিয়ে আসবে, ব্যবস্হা নিবে; হয়তো, আপনাদের থেকে অনেকেই বিশেষ ভুমিকা পালন করবেন।

মনকে শক্ত করে, ধৈয্য ও বুদ্ধিমত্তার সাথে নিজ নিজ পরিবারকে দেখাশোনা করেন, সম্ভব হলে, প্রতিবেশী অসহায় পরিবারগুলোর পক্ষে কিছু করেন। নিজে সুস্হ থাকার জন্য সর্বাধিক চেষ্টা করেন, শান্ত থাকার চেষ্টা করবেন।

ব্লগে রোগী, অসুস্হ বাচ্চা, অসুস্হ মা'দের ছবি দেবেন না; কোন অবস্হায় মৃত মানুষ, দাফনের ছবি ইত্যাদি পোষ্ট করবেন না; মহামারীর সময় কোন ছবি দিতে হয় না; এমনিতে সবাই সবকিছু বুঝেন।

আর বলার কি আছে? সবাই নিজের সধারণ জ্ঞানকে কাজে লাগান, ব্লগিং করেন; সময়ের সাথে মিল রেখে ব্লগিং করার চেষ্টা করেন; অকারণে হতাশা ছড়াবেন না, পরিস্হিতি বুঝে চলুন; বিশ্ব চেষ্টা করছে টিকা ও ঔষধ বের করতে, মানুষ জয়ী হবে; টিকার হিউম্যান টেষ্ট শুরু হয়েছে; এগুলো যখন বের হবে, বাংলাদেশও পাবে; ভয়ের কিছু নেই।




মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩২

রাজীব নুর বলেছেন: কিসের মধ্যে দিন কাটাচ্ছি শুধু্ প্রভুই জানেন।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


করোনা সম্পর্কে সবকিছু এখন জানেন, ভয়ের কিছু নেই; বুদ্ধ করে চলুন, নিজের পরিবারের দেখাশোনা করেন।

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৪

রাজীব নুর বলেছেন: সামাজিক দুরত্ব বজায় রাখতে মসজিদে নামাজ স্থগিত করা হয়েছে। জনগণ বাসার ছাদে বিল্ডিং এর সিবাই মিলে আরও বেশি গেদারিং করে গায়ে গা ঘেষে ইবাদত করছেন।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


অনেক মানুষের সাধারণ জ্ঞান নেই; তারপরও এদের থামিয়ে দেবেন অন্যেরা।

৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশ থেকে একজন উপদেশে দিয়েছেন ফুসফুস কেটে বার করে সাবান দিয়ে ধুয়ে সেলাই করে ভিতরে রাখার জন্য।

মারধর করলেও আমি আর দেশে যাব না।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি জানেন, জাতিকে অশিক্ষিত করে রেখেছে খারাপ লোকেরা; ফলে, অনেক মানুষের সাধারণ জ্ঞানের অভাব আছে।

৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন:

১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:



বিপদের সময়, কেহ না কেহ শৃংখলা নিয়ে আসে।

৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৭

রাজীব নুর বলেছেন: শুভ রাত্রি। ঘুমাতে যাচ্ছি। দেখি ঘুম আসে কিনা!! গত কয়েকদিন ধরে একবারেই ঘুম আসে না। ৫/৬/৭ টা বেজে যায় তবু ঘুম আসে না। তবু চোখ বন্ধ করে থাকি।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


ঘুম যখন আসে, সেটাই ওকে!
সবকিছু মিলে ৬/৭ ঘন্টা ঘুম হলেই হলো!
আর ভয়ের কিছু নেই।

৬| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/rajib128/rajib128-1586465636-54fb828_xlarge.jpg

ঘটনা কি সত্য নাকি???

জাপানের আবিষ্কার করা দুটি ঔষধ আভিগান ও ওরভেসকো সেটা মানুষের শরীরে খুবই কার্যকর হতে শুরু করেছে। এর জেনেরিক নাম ফ্যাভিপিরাভিন।
জাপানে করোনার ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালের (আনঅফিসিয়াল) ফলাফল-
যাদের বয়স কম তাদের জন্য আভিগান প্রয়োগে রোগী ৭ দিনে সুস্থ হয়ে যায় এবং পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। এটা জাপানের ১২০ জন রোগীর উপর প্রয়োগের ফলাফল।
যারা মধ্যময়সী তাদের জন্য আভিগান এবং ওরভেসকো দুটোর মিলিত ফলাফল ৯ দিনে সুস্থ।
আভিগান প্রেগন্যানট মহিলাদের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে সংবাদে উল্লেখ করেছে।
(তথ্যসূত্রঃ NHK Television, Japan)
চীন অবশ্য আভিগান নিয়ে পজিটিভ ফলাফল আগেই ঘোষনা করেছে।
জাপান বর্তমানে আরও ২০ টি দেশে আভিগান এর ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে।
ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে তবে আশার কথা খুব শীঘ্রই হয়ত আভিগান এর বানিজ্যিক ব্যবহার শুরু হবে।
বাংলাদেশ ও অলরেডি আভিগান তৈরির জন্য প্রস্তুত।
বাংলাদেশের বেক্সিমকো ও বিকন ফার্মা কাজ অনেকটাই সেরে ফেলেছে।
সংগৃহীত

১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:



সত্য, এটা বড় আকারে প্রোডাকশানে যাবে।
জাপান বাংলাদেশকে অন্যদের চেয়ে বেশী পছন্দ করে, ঔষধ এসে যাবে বাংলাদেশে।

বাংলাদেশ যদি ইহার জেনেরিক করে থাকে, এটা বিশাল সুখবর।

৭| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৫

রাজীব নুর বলেছেন:

দেখেন মানুষজন কেমন বদ। মসজিদ বন্ধ দেখে রাস্তায় নামাজ পড়ছে। ওদের ঘরে নামাজ পড়লে সমস্যা কি??

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


জাতির জন্মের সময়, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব উহাকে সঠিকভাবে লালন পালন করেননি; এরা স্কুল কলেজে পড়লে, সমস্যা কম হতো। আপনি ঘুমেয়ে যান।

৮| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি অশিক্ষিত মিত্রের চেয়ে শিক্ষিত শত্রু ভালো, অন্তত তৃষ্ণায় মরতে দেবে না।

ফেরাউন প্রভুত্ব দাবি করার আগে বনি-ইসরাইলকে অশিক্ষিত করেছিল।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ফেরাউনদের সময়ের (৩১৫০ বিসি- ৫০ বিসি) ও নবী মুসা (আ: )'এর আগের ইহুদীদের নিয়ে আপনার ধারণা পরিস্কার নয়।

যাক বাংলাদেশকে শিক্ষা থেকে বন্চিত করেছে ব্যুরোক্রেটরা ও সরকারগুলো, এরা সবাই ক্রিমিন্যাল ছিলো।

৯| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মুসা (আঃ) এর সময়ের কথা বলছি। যা পড়েছিলাম তা ভুল হলে আমি ভুল।

যাক, জি, দেশ শান্তিস্বস্তি প্রতিষ্ঠিত করতে হলে সুশিক্ষিতের হার বাড়াতে হবে।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:



একটু দেরী হয়ে গেছে, ৩ কোটী মানুষ বিবিধ সময়ে নিজের স্ত্রীকে ফেলে সামান্য ভাতের পয়সার জন্য আরবে দাস হয়েছে; আন্দামান ও ভুমধ্য-সাগরে ডুবে গেছে, আফ্রিকায় গিয়ে প্রাণ হরায়েছে। আমাদের এসব মানুষের মতো ভারতীয় মানুষগুলো আমেরিকার কম্প্যুটার চালাচ্ছে।

১০| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২০

জেন রসি বলেছেন: ভালো সাজেশন দিয়েছেন। আপনাদের ওদিকের অবস্থা কেমন এখন? সাবধানে থাকবেন।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি ভালো আছি; আপনার জন্য শুভকামনা রলো।
নিউইয়র্কের গভর্ণর মনে হচ্ছে আমাদের ড: হাছানের বড় ভাই।

১১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৪

জেন রসি বলেছেন: নিউইয়র্কের গভর্ণর মনে হচ্ছে আমাদের ড: হাছানের বড় ভাই

হা হা হা হা.......

আপনার সেন্স অব হিউমার চমৎকার।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


নাসাতেও হয়তো ১/২টা গর্দভ পাওয়া যেতে পারে; এরা কিভাবে যেন যায়গা করে নেয়।

১২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা সুনামি ভুমিকম্প এইগুলি মানব সৃষ্ট নয়।যে প্রভূ এসকল দিয়ে হাজার হাজার মানুষ মেরেফেলে তাকে আর প্রভূ বলা কি দরকার।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



এগুলো প্রকৃতির ক্রিয়া, মানুষ এগুলোকে জয় করে এতদুর এসেছেন।

১৩| ১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মন্তব্যটা রাজীব নুর এর জন্য!

১৪| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আশার আলো দেখতে চাই।
মানবতার জয় হোক।

১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



এখন সর্বত্র ইহাকে কন্ট্রোলের ব্যবস্হা নেয়া হচ্ছে, প্রকোপ কমে যাবে।

১৫| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেক্সিমকো আর বিকন ফার্মা ইতিমধ্যেই জেনেরিকের নমুনা তৈরি করে দেশের ওষুধ রেগুলেটরি কর্তৃপক্ষকে দিয়েছে যা টিভি সংবাদে ২/৩ দিন আগে দেখিয়েছে। অনুমতি পেলে এরা যেকোনো সময় বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে। এরকম সামর্থ্যবান কম্পানি আরও অন্তত ১০ টা আছে বাংলাদেশে। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলি বিশ্বের ১০৭ টা দেশে ওষুধ রপ্তানি করে ( যুক্তরাষ্ট্র সহ )। ওষুধের দাম উন্নত বিশ্বের চেয়ে এদেশে অনেক কম।

১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ডিীজ কন্ট্রোল যদি ফার্মাগুলোকে একটা রিসার্চ প্লাটফর্মে আনতে পারে, তারা অনেকভাবে সাহায্য করতে পারবে: প্রথমত:, ভাইরাসে মোলেচুলার ষ্ট্রাকচার বের করে বুঝতে পারবে, ইহার ক্ষমতা কিভাবে বদলাচ্ছে।

১৬| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমেরিকা কেন এতটা ব্যর্থ হচ্ছে করোনা মোকাবেলায় ?

১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



(মনে হয়, হাদিস ইত্যাদি অনুসরণ করছে না)।

ক্যাপিটেলিজমে, জনস্বাস্হ্য একটি সর্বাধিক বড় ব্যবসায় পরিণত করেছে আমেরিকা, ইহার কারণে এই অবস্হা ঘটলো।

১৭| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৮

বংগল কক বলেছেন: করোনা ভাইরাস নাকি অস্বাভাবিক গতিতে মিউটেশন হচ্ছে। ঔষধ আবিষ্কারের পরে কি মিউটেশন করে ঔষধের কার্যকারিতা কমিয়ে ফেলার সম্ভবনা আছে?

১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


যত মিউটেশন হোক, মুল মোলেকুলার ষ্ট্রাকচার বদলাবে না।

১৮| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

অক্পটে বলেছেন: যে যাই বলুক জীবনের এই বেলাতেই দেখেনিলাম বিপদ কাকে বলে মহাবিপদই বটে, সবখানে আতঙ্ক! সারাজীবন যা ছিল খুবই সাধারণ এবং ইনোসেন্ট সেসব আজ অবিশ্বাষ্য রকমের সন্দেহের মনে হয়। দরজার হাতল, লিফ্ট এর নব ইত্যাদি। সারা বিশ্বকে আতিঙ্কিত করেছে এই করোনা। মানুষের মাঝে অলরেডি কিছু পরিবর্তন এনেছে এই পরিস্থিতি, আরো আনবে। মানুষই চেষ্টা করে এই বিপত্তি থেকে রক্ষার উপায় বের করবে। অতীতেও কোটি মানুষের মৃত্যুকে ঠেকিয়ে দিয়েছে মানুষেরই অক্লান্ত পরিশ্রমের ভেকসিন সমূহ।
মানুষ মানুষের জন্য।
ধন্যবাদ আপনি আমাদের মনোবল বৃদ্ধির জন্য চেষ্টা করছেন।

১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


গত ৫০/৬০ বছরের মাঝে এটিই ভয়ংকর ভাইরাস; যাক, মানুষ ইহার আচরণ বুঝতে পেরেছে, এখন কন্ট্রেলের মাঝে এসে যাবে।

১৯| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: না, ঘুম হয় নাই।
চার টায় বিছানায় গিয়েছি। এপাশ ওপাশ করেছি। ঘুম আসে নাই। আট টায় বিছানা থেকে নেমে গেছি।

১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



যখন আপনা থেকে ঘুম আসে, ঘুমিয়ে নেবেন।

২০| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৭

নতুন নকিব বলেছেন:



আমেরিকা এমনভাবে করোনার আঘাতে নাস্তানাবুদ হবে- ভেবেছেন কখনো?

সাবধানে থাকবেন।

১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভাবিনি।
আপনি জানেন, ইহার পেছনে কি কাজ করছে?

২১| ১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

বংগল কক বলেছেন: ওষুধ আবিস্কার হয়ে সাধারনের জন্য সহজ লভ্য হতে কতদিন লাগতে পারে?

১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



ঔষধ বাজারে এলে, ৩য় বিশ্বের লোকজন ফ্রি পেতে পারে; সরকারগুলোকে হয়তো ফ্রি দেবে কিছু দেশ ও ওয়ার্ল্ড হেলথ; এখন থেকে ২/৩ মাসের ভেতরে ঔষধ পাওয়ার সম্ভাবনা আছে; টিকা বেশী সময় নিচ্ছে, আমেরিকা শ্লো; হয়তো চীন, ইউরোপ বা ভারত আগে চলে আসতে পারে।

২২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২১

সুপারডুপার বলেছেন: পরিসংখ্যান ও লেখচিত্র থেকে ধারণা করা যায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছ

২৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু: আইইডিসিআর

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:



সংখ্যা ব্লগে দেবেন না, কোথায় লিখে রাখেন

২৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

জাহিদ অনিক বলেছেন: প্রায়ই খবরে দেখতে পাই, অমুক দেশ ভ্যাক্সিন আবিষ্কার করেছে, তমুক দেশের তৈরী অষুধে করোনা রোগ সংক্রমণ কমিয়ে আনা যাচ্ছে---

এই খবরগুলো কি সত্য না গুজব?

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



আমেৈকার সবকিছু "প্রাইভেট কর্পোরশনের হাতে", ওরা কি করছে বলা মুশকিল। তবে, চীন বা ভারত হয়তো ওদের আগে কিছু করতে পারবে।

২৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: এই ধরনের লেখা ভালো লাগে খুব। কেউ সাহস দেয়না মনোবল বাড়ায়না । সবাই আরও আতঙ্ক বাড়ায় । গুজব, এই ভিডিও, ওই ছবি মাথাটা আরও খারাপ করে দেয় । বিপদে দরকার মানসিক শক্তিও । লেখাটির জন্য ধন্যবাদ চাঁদগাজী সাহেব ।
আল্লাহ্‌ ভরসা ।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনাকেও ধন্যবাদ; নিজ পরিবারকে আইসোলেশনে রাখার চেষ্টা করেন।

২৬| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

পদ্মপুকুর বলেছেন: ৭ নম্বর প্রতিমন্তব্যে বলছেন- জাতির জন্মের সময়, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব উহাকে সঠিকভাবে লালন পালন করেননি; এরা স্কুল কলেজে পড়লে, সমস্যা কম হতো। আপনি ঘুমেয়ে যান।

আপনার ধারণা ভুল। সাধারণত মাদ্রাসা পড়ুয়া ছেলেপেলেদের মধ্যে এ ধরনের নফল ইবাদত নিয়ে আদিখ্যেতা কম। তা ছাড়া বর্তমানে তো শবে বরাত আছে কি নেই, সেটা নিয়েই মাওলানাদের মধ্যে একটা কাইজ্যা আছে।


পোস্টের শেষ দুটি প্যারা খুব ভালো লাগলো। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


স্কুল, কলেজে পড়লে, বিশ্বকে বুঝতে সহজ হয়।

২৭| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

বংগল কক বলেছেন: আপাতত ভেষজ ঔষধ খাওয়া যেতে পারে, হাইড্রোক্লোরোকুইনের মূল উপাদান নাকি কালো জিরা।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেষ্টং, ভালো তথ্য দিলেন, ইহা কালো জিরা? তা'হলে, কিছু পরিমাণ কালো জিরা খেলে, ইহা এম্যুন সিষ্টেমকে সাহায্য করার কথা! কালোজিরা কি পরিমাণ খাওয়া উচিত?

২৮| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৮

বংগল কক বলেছেন: ঔষধ সহজলভ্য হতে ২-৩ মাস পেইনফুলি অনেক লম্বা সময়।
ততদিন লক ডাউন + সাপ্লাই চেইন + ধনী গরীব সব মানুষের কাছে রসদ পৌছানো এবং আরও যা যা করা লাগে তা চালিয়ে যেতে হবে। ন্যাচেরালি করোনা প্রকোপ যদি কিছুটা কমে তাইলে ভাগ্য।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আমেরিকানরা পুরো বেদিশা হয়ে গেছে; এদের সময় লাগবে।

২৯| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩২

ডঃ এম এ আলী বলেছেন:
বেশ সচেতনতামুলক পোষ্ট। করোনা প্রকোপ কমে যাবে ইনসাল্লাহ ।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:



মানুষ সচেতন হয়েছেন, ইহা কমে আসবে।

৩০| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:০৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: পরিচিত অনেকে মারা গেছে।

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



স্যরি এলিয়ানা, আমি জানি, ভয়ানক কষ্টের সময় যাচ্ছে; আমি এই ব্যাপারে ব্লগে কিছু লিখতে চাই না।

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি ১টি পোষ্ট লিখে রাখেন, যাতে মন্তব্য করে আপনার সাথে যোগাযোগ রাখা যায়।

৩১| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৫

বংগল কক বলেছেন: ডোজ জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.