নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বৃটেন অবশেষে \'ভ্যাকসিন টাস্কফোর্স\' গঠন করতে বাধ্য হলো

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯



কিছুক্ষণ আগে সিএনবিসি'তে দেখলাম, গতকাল শুক্রবার, বৃটেন অবশেষে 'ভ্যাকসিন টাস্কফোর্স' গঠন করতে বাধ্য হলো; যা করার দরকার ছিলো গত বছর নভেম্বর মাসে, সেটা গঠন হলো প্রায় ৬ মাস পর; ৬ মাস পিছিয়ে পড়ায় বিশ্বকে অনেক ক্ষতি গুনতে হবে, এবং সেই জন্য সরকারগুলো দায়ী থাকবে। আজ থেকে ৬ মাস আগে শুরু করলে, ৬ মাস সময় কাজে লাগাতে পারতো বিজ্ঞানীরা। এই ৬ মাস কি প্রাইভেট ফার্মসিউটিক্যাল কোম্পানীরা কি বসেছিলো? না, তারা বসেছিলো না, তারা ঠিকই চেষ্টা করেছিলো আলাদাভাবে, যা মানুষের সন্মিলিত প্রচেষ্টা ছিলো না।

বৃটেনের বিজনেস সেক্রটারী আলোক শর্মা প্রেসকে জানান যে, সরকার, ইউনিভার্সিটিগুলো ও ইন্ডাস্টির রিসার্চ ক্যাপাসিটিকে একটি কনসোর্টিয়ামের অধীনে আনা হয়েছে; এতে বিক্ষিপ্ত ও আলাদা আলাদাভাবে প্রচেষ্টার অবসান ঘটায়ে সবাই মিলে সন্মিলিতভাবে প্রচেষ্টা চালাবে, যাতে কম সময়ে টিকা তৈরি করা সম্ভব হবে।

এক সময়, আমেরিকা, বৃটেন, জার্মানী ও ফ্রাসের এই ধরণের টাক্সফোর্স ছিলো সব সময় সরকারের অধীনে; এগুলো কখনো সরকারের কন্ট্রোলের বাহিরে ছিলো না; কিন্তু গত ২০/৩০ বছরে ক্যাপিটেলিজম এগুলোকে হজম করে ফেলেছে। আমেরিকান প্রেসিডেন্ট রিগ্যানের আমলে, এসব অর্গেনাইজেশন প্রাইভেট কোম্পানীদের দখলে চলে যায়।

আমেরিকায় যেই ধরণের প্রানহানী ঘটেছে, ইহা ভয়ানক ঘটনা; আমেরিকার সম্পদ, মানুষের জ্ঞান ও হেলথকেয়ার সিষ্টেমে এই ধরণের ঘটনার কথা ছিলো না; কিন্তু ঘটেছে ও ইহা চলমান আছে। ইহার পেছনে কি কাজ করেছে? মুল কারণ, হেলথকেয়ার সিষ্টেম হচ্ছে প্রাইভেট কোম্পানীগুলোর হাতে, আমেরিকা নাগরিকের জীবন কোন এক ব্যবসায়ীর হাতে। কোম্পানীগুলো তাদের হাসপাতাল ও ক্লিনিক সিষ্টেমের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ভয়ংকর দুর্নীতির আখড়ায় পরিণত করেছে; যেখানে কোন কোন হেলথ ইন্যুরেন্স কোম্পানী তাদের ক্যানসার রোগীর জন্য ১০০, ০০০ ডলারের বেশী ব্যয় করতে চাহে না; অথচ, সেখানে কোম্পানীর সিইও ৫/১০ মিলিয়ন ডলার বোনাস পেয়েছে বছরের শেষে, এবং বেশীরভাগ টাকা ছিলো সরকারের।

গতকাল অবধি আমেরিকায় কোন টাস্কফোর্স গঠন হয়নি, এবং হওয়ার সম্ভাবনা নেই; টিকার জন্য সরকার এককভাবে 'মডেরনা' নামে মাত্র একটি কোম্পানীকে টাকা দিয়ে যাচ্ছে। অবশ্য বাকীরা বসে নেই, বিভিন্ন ফাউন্ডেশন ও ফার্মাগুলো আলাদাভাবে চেষ্টা করে যাচ্ছে; ২/১টি কোম্পানী মানুষের উপর প্রাথমিক পরীক্ষা শুরু করেছে গত সপ্তাহে; কিন্তু আলাদাভাবে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ফখরুল হয়তো এখন বলবেন যে, উনার কথা শুনেই ব্রিটেন টাস্কফোর্স গঠন করেছে!

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


বলার অধিকার সবার আছে; ফখরুল সাহেব হাসির পাত্রে পরিণত হয়েছেন, উনি রাজনীতির জন্য গার্বেজ।

২| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো ঘরে বসে আছি। বেকার ভাতা দেওয়ার কথা ছিল প্রথম দিন থেকে মানে গত মাসের ১৭ তারিখে এখন বলছে ভাতা দেবে আগামী মাসের ১২ তারিখে, তাও নিশ্চিত নয়।
আপনাদের খবর কী?

বৃটেনে হয়তো মারামারি শুরু হবে। আমেরিকেতও মারামারি শুরু হতে পারে। হর্তাকর্তারা হাসিঠাট্টা করেছিল এবং এখনও করছে।

এই জীবাণু এখনো ভয়ঙ্করাকার ধারণ করেনি। চক্রে চলছে। ভেক্সেনেশন পাওয়ার আগ পর্যন্ত চক্র চলতে থাকবে।

১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


আমি রিটায়ার্ড, আন-এমপ্লয়মেন্ট পাবার কথা নয়; বৃটেনের অনেক কিছু এখন চালাচ্ছে ইমিগ্রেন্টরা, সেজন্য সবকইছু স্লো হয়ে গেছে; টাকা পয়সার কাজ, স্বাস্হ্যের কাজে ইংরেজরা বেশী দক্ষ হওয়ার কথা।

বিশ্বে দুর্ভিক্ষ থামানোর জন্য টিকার দরকার।

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: টিকা তো আগামী বছর আসবে।

মজার বিষয় হলো, ফল তুলার জন্য কাজের লোক দরকার। দেশের লোককে বলছে স্বেচ্ছাসেবা করার জন্য কিন্তি রমেনিয়া থেকে কাজের লোক এনেছে ফসল তুলার জন্য। কোনো হিসাব মিলাতে পারছি না।

এখন ঘরে বসে নাটক দেখা ছাড়া আর কিচ্ছূ করার নেই। সমস্যা হলো আর কয়দিন ঘরে বসে থাকবো? খাবার কতো কিনে রাখবেন?

আপনি সাবধানে থাকবেন।

১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



ফল বাগানের মালিক তো সরকার নয়, কর্পোরেশন, কিংবা প্রাইভেট মালিক; ওরা সস্তান ইষ্ট ইউরোপিয়ানদের নেবে, গরীব ইংরেজরা ওয়েলফেয়ারের থাকবে; এটা ক্যাপিটেলিজমের অর্থনীতি।

টিকায় সময় লাগছে, সেটাও ক্যাপিটেলিজমের অবদান; হয়তো চীনারা আগে নিয়ে আসবে; তবে, চীনাদের পদ্ধতি হবে পুরাতন।

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি ঠিক বলেছেন।

এখন ততদিন বেঁচে থাকার চিন্তায় চিন্তিত না হয়ে নিশ্চিন্তিত থাকতে হবে, যা অসম্ভব!

১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


ইংরেজরা পথ বের করবে; যদিও তারা ক্যাপিটেলিজমের কাছে আটকা পড়েছে, ওরা পিছিয়ে পড়েনি; অপেক্ষা করেন, অবস্হা ভালোর দিকে যাবে।

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখন আশা এবং বিশ্বাসে আশ্বস্ত হওয়া ছাড়া আর কী -ই বা করার আছে?

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


তৃতীয় বিশ্বের অনেক দেশের কাছে মওজুদ খাবার নেই; টিকা খুবই দরকারী।

৬| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিলম্বে হলেও এটি একটি অনেক ভালো উদ্যোগ । আশা করি উনারা সফল হবেন।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজম ভয়ংকর কিছু সমস্যার সৃষ্টি করেছে, সরকারগুলো অনেকাংশে কন্ট্রোল হারায়েছে।

৭| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: আপনি ভালো আছেন তো?
আপনার পরিবারের সদস্যরাও ভালো আছে তো?
আপনার প্রতিবেশিরা ভালো আছে তো?

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমরা (আমি ও আমার স্ত্রী) ভালো আছি, ছেলেরা (৩ জন) আলাদা থাকে, তারাও ভালো আছে; কিছু প্রতিবেশী আক্রান্ত হয়েছেন, প্রতিবেশীদের কিছু খারাপ খবরও আছে।

আপনার পরিবারের জন্য শুভকামনা রলো।

৮| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সবাইকে ভালো রাখুক । ওস্তাদ পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সেই কামনা রইলো।আর আমাদের
সকলের জন্য দোআ করিবেন যাতে আমরাও ভালো থাকি ।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্কের মানুষেরা দেশের জন্য বেশী চিন্তিত। গরম আব হাওয়া সাহায্য করবে, নিমোনিয়া কম হবে। মানুষ যদি নিজের থেকে হুশিয়ার হয়ে থাকেন, আক্রান্ত বেশী হবে না। সবার জন্য শুভকামনা

৯| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৯

প্রেক্ষা বলেছেন: আপনার জন্য দোয়া রইলো,আমার জন্যও দোয়া করবেন।সাবধানে থাকবেন।

ওহ,আরেকটা কথা...পেঁচওয়ালা গল্পগুলো আবার কবে দিবেন?

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে, পেঁচা উড়বে।

আপনার পরিবারের জন্য শুভকামনা রলো।

১০| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫১

প্রেক্ষা বলেছেন: দুঃখিত ওটা পেঁচাওয়ালা হবে,টাইপিং মিসটেক ।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি বুঝেছি

১১| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

বিভ্রান্ত পাঠক বলেছেন: দাদাভাই, সোনার বাংলার কিছু তরুণ স্বপ্ন দেখছে আমেরিকায় বহু মানুষ মারা গেলে অনেক শ্রমিক লাগবে সামনে, আবার ডিবি লটারি ছাড়বে।। তখন আবার যাওয়া যাবে।
আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


আমাদের যেই সম্পদ, জীবন ভাবনা ও প্রকৃতি যেরকম, আমরা আমেরিকা থেকে অনেক ভালো থাকতে পারি। কিন্তু শেখ হাসিনা ও আওয়ামী লীগের লোকগুলোর মগজ নেই; শেখ হাসিনা সব ইডিয়ট বাংগালীকে দলে নিয়ে দেশকে পেছনে ফেলে দিয়েছেন।

১২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি শুনেছি সেপ্টেম্বর অক্টোবর ঠান্ডার সময় আরেক দফা ভাইরাস
আক্রমন হবে আমেরিকায় । ইতিমধ্যে ভ্যাকসিন আবিস্কার না হলে
আরেক দফা মৃত্যু মিছিল হতে পারে ।

....................................................................................
কেন এরকম ভাবা হচ্ছে ?

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


প্রচুর লোকজন আছে "এসিম্পটোমিক" (যাদের শরীরে কোরনা আছে, কিন্তু রোগ হয়নি); এরা ভালো আছে মনে করে যারা এদের আশেপাশে আসবে, কথা বলবে, তারা করোনা পজিটিভ হবে; এভাবে করোনা টিকে থাকবে; আনার যখন দেশ চালু হবে, আবহাওয়া ফ্লুর জন্য উপযুক্ত হবে, ইহা ছড়াবে।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৮

আলাপচারী প্রহর বলেছেন: হ্যালো, ভালো আছেন ?
ক্যাপিটালিজমের এরকম দানব হয়ে উঠার ক্রান্তিকালটা ঠিক ধরেছেন। সেই রোনাল্ড রিগ্যানের সময়ে। যখন রিগ্যান ষ্টার ওয়র কর্মসূচি দিল আর সোভিয়েত প্রতিযোগিতায় ওয়াক আউট দিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো।
এখন ক্যাপিটালিজমের ক্রান্তিকাল। তাঁরা খুব চেষ্টা করছে ডঃ ইউনুস জাতীয় অনেককে দিয়ে ক্যাপিটালিজম ভেঙে পড়া রোধে “ভ্যাকসিন” উদ্ভাবনের।
দেখা যাক কোন ভ্যাকসিন আগে বের হয়, কোরোনার না দানব ক্যাপিটালিজম -এর।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান ক্যাপিটেলিজম বেঁচে আছে কারণ, তারা সময়ের সাথে কিছুটা বদলায়ে ইহাকে আবার গ্রহনযোগ্য করে তোলে; নতুন ইমিগ্রেন্টারাও ইহার স্বাদ পেতে চায়; ফলে, ইহা সহজেই টিকে যায়। রিগ্যান ভয়ংকর এক জীবানুর মতো ছড়ায়ে দিয়েছে ক্যাপিটেলিজমকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.