নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিষন্ন নিউইয়র্কের বাংগালীরা বাংলাদেশ নিয়েই বেশী চিন্তিত

২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬



রাত ৪টায় ঘুম থেকে উঠেছি, গাড়ীতে কিছু ময়দা আছে, নিয়ে আসা দরকার; ভোর ৫ টার দিকে বের হলাম, দৌঁড়ে গেলাম, ৪ ব্লক, রাস্তা ফাঁকা, ভাবছি কারো সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফিরতে, প্রথমেই দেখা হলো ১ জন অপরিচিত বাংগালীর সাথে, কুইনসে থাকেন, উনার বোন থাকেন আমাদের এলাকায়, বোনকে দেখতে এসেছেন। আমার কাছে বাংলাদেশের খবর জানতে চাইলেন; আমি জানি, কুইনসে বাংগালীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন; ঐ এলাকায় সবচেয়ে বাজে হাসপাতালটা অবস্হিত।

এরপর, দেখা হলো আমাদের এলাকার এক বাংগালীর সাথে, উনার মুদি দোকানদার, সকালে ডেলিভারী গ্রহন করতে হবে; উনারও একই বিষয়, দেশের অবস্হা কি?

দেশে বিদেশে মিলে, বাংগালীদের মাঝে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন নিউইয়র্কের বাংগালীরা; শহরের যেই অংশে বাংগালীদের মুল বসতিগুলো, সেসব এলাকার হাসপাতালগুলো ভালো নয়, এটা একটা বড় কারণ; তবে, এটাই এক মাত্র কারণ নয়; এ'ছাড়া আরো কারণ আছে; আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না।

নিউইয়র্কের এই অবস্হার মাঝেও আমি টেলোফোন কল পাচ্ছি, অনেকেই কল করেন ভালো আছে কিনা জানতে। আমি ধরে প্রথমেই জানিয়ে দিই যে, আমরা ভালো আছি। আমার ভয়ংকর সমস্যা হলো, আমি টেলিফোন মোটামুটি ব্যবহার করি না, কেহ কল করলে সব সময় ১ মিনিটের কম সময়ে কথা শেষ করি; এখন মানুষ টেলিফোন রাখতে চাহে না, ২/৩ মিনিট কথা বলবেনই বলবেন।

আমার পরিচিতদের অনেকেই জানেন যে আমি রাজনীতি, অর্থনীতি নিয়ে আলাপ শুনতে ভালোবাসি; আজকাল, দেশ নিয়ে কোন কিছু বলার থাকলে, মনে হয়, অনেকেই আমাকে জানাতে আগ্রহী, আমি বরাবরই মানুষের বক্তব্য শুনতে উৎসাহী ছিলাম; ফলে, নিউইয়র্কের অনেকই আমাকে শ্রোতা হিসেবে দাওয়াত দেন। গত ২ মাস সেসব আড্ডা বন্ধ, কিন্তু সেইসব মানুষেরা আছেন; এরা ঘরে থাকলেও কথা বলতে চান। একটা ব্যাপার লক্ষ্য করলাম, এঁরা এখন রাজনৈতিক কথা কম বলছেন, বেশীর ভাগই বাংলাদেশ নিয়ে চিন্তিত, বাংলাদেশের অবস্হা বুঝার চেষ্টা করছেন।

বাংগালীদের মাঝে একটা বড় পরিবর্তন এসেছে, এই ভয়ংকর অবস্হার মাঝে সাহায্য করছেন, সাহায্য করার প্রস্তাব দেন; বাজার ও খাবার লাগবে কিনা জানতে চাচ্ছেন; এতে আমি অভিভুত; আর, দেশ নিয়ে আমি বাংগালীদের মাঝে বিশাল পরিবর্তন দেখছি।

মন্তব্য ৫৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জন্মভূমি নিয়ে প্রতিটি মানুষই ভাবে।
বাংলাদেশের বেশির ভাগ মানুষই বিদেশে কঠোর পরিশ্রম করে । তাদের ভাবনার বিষয় থাকে বাংলাদেশে।
দেশপ্রেমের স্ফুরণ ও বহিঃপ্রকাশ ঘটে মূলতঃ বিদেশে থাকলে।

২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



সেটাই দেখছি।

নিউইয়র্কের গর্দভ গভর্ণরের দেরীতে লকডাউনে যাওয়াটা ছিল ইডিওটিক সিদ্ধান্ত; জানি না, এটা সামনে আসবে কিনা।

২| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৫

জুন বলেছেন: দেশের প্রতি যে আবেগ ভালোবাসা তা দেশের বাইরে থাকলে বোঝা যায়। আমার এক আমেরিকা প্রবাসী ফ্রেন্ড ঢাকা থেকে ফিরে গিয়ে বলেছিল "ওহ আমি বাংলাদেশের ভাংগাচুড়া রাস্তা, লোকজন, যানজট সব কিছুকেই মিস করি"। এটা তার সত্যিকারের মনের কথাই, কারন সে সুযোগ পেলেই চলে আসে। আমারও একই কথা।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


তাই মনে হচ্ছে; এঁরা যদি জাতির খারাপ সময়ে পাশে থাকেন, জাতির কিছুটা কষ্ট লাঘব হবে।

৩| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: বিদেশের বাঙ্গালী আর দেশের বাংগালী এক না। বিদেশের বাঙ্গালীদের মধ্যে মায়ামমতা বেশি। দেশের লোকজনের মধ্যে মায়ামমতা খুব কম।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



সেটা আমি জানি, বলতে চাই না।

৪| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যক্তিগত প্রশ্ন এখানে করতে চাই না; পারলে ইমেইলে আসেন। আমরাও প্রবাসীদের নিয়ে চিন্তিত।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি ইমেইল করেন।

৫| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার এক ক্লাসমেট বান্ধবী নিউইয়র্কে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে । তাকে হারানোর বেদনা আমাদের ক্লাসের সবাই অনূভব করেছি। সে আমাকে বলেছিল , এমন একটা মালয় শব্দ বল যেটা আমি বলতে পারি। আমি তাকে বলেছিলাম, জুম্পা লাগি।
সে বলেছিল, এর মানে কি?
আমি বলেছিলাম , এর মানে হচ্ছে , আবার দেখা হবে।

তখন সে আমাকে বলল, আজকের মত রাখি । জুম্পা লাগি!
তার সাথে আর কখনোই দেখা হবেনা।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



আমি জানি নিউইয়র্কে ভয়ংকর কিছু ঘটেছে; এখন বাংগালীরা আর হাসপাতালে যাচ্ছেন না।

৬| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৯

শুভ্র মিহির বলেছেন: বাঙালিদের নিয়ে টেনশন করার কিছু নাই। এরা কখনোই কোন কিছু গা করে না।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


অশিক্ষিত করে রাখাতে এই সুবিধাটা পেয়েছে ব্যুরোক্রেটরা, রাজনৈতিক দলগুলো ও আদম বেপারীরা।

৭| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

জুন বলেছেন: বাংগালী আফ্রিকান আমেরিকান এদের সত্যিকারের কোন চিকিৎসাই হচ্ছে না। নইলে সাদা রা সবাই ভালো হচ্ছে ওরা কেন হয় না! পুরো চিকিৎসা করার আগেই তাদের হাতে দুটো ট্যাবলেট ধরিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। হোয়াইট সুপ্রিমেসী বজায় রাখতেই এই ব্যবস্থা। আমার প্রচুর আত্মীয় আমেরিকায় তবে নিউইয়র্কে কম। তাই এখন পর্যন্ত তারা আল্লাহর রহমতে বেচে আছে।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা সেটা নয়; আফ্রিকান আমেরিকানদের পড়ালেখা কম, ওরা সিটিতে ও এসেনসিয়েল সার্ভিস ইত্যাদিতে কাজ করে বেশী; ওরা পাবলিক ট্রান্সপোর্ট বেশী ব্যবহার করে, দল বেঁধে চলে, স্বাস্হ্যনীতি কম মানে, ওজন বেশী, একই ঘরে বেশী মানুষ বাস করে, কোটারেন্টিন ইত্যাদি কম মানে; ওদের এলাকয়গুলোতে ভালো হাসপাতাল কম; ওদের নেতা নেই।

৮| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাঙালিরা যে দেশেই থাকুক তারা বাঙালিই থাকতে চায়।এটা একটা ভাল দিক।এর একটা খারাপ দিকও আছে।যদি সে,যেদেশে আছে সে দেশেই আজীবন থেকে যাবার সিমান্ত নিয়েথাকে,তবে তার উচিত সে দেশের মূল ধারার সাথে মিশে যাওয়ার চেষ্টা করা।তাণাহলে বিহারীদেমত অবস্থা হবে।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের ২য় জেনারেশনের একাংশ হোষ্ট দেশের সাথে তাল মিলাচ্ছে, একাংশ মিক্সড; আরেক অংশ আজব, এরা অনেকটা দেশের মৌলবাদীদের চেয়ে কঠিন মৌলবাদী হয়ে যাচ্ছে।

৯| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৮

নতুন বলেছেন: দেশে থাকার সময় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় চোখে পানি আসতো না। এখন দেশের বাইরা থাকি জাতীয় সঙ্গীত গাইতে গেলে নয়ন জলে ভাসে।

দেশের বাইরে যতই ভালো থাকি না কেন কেমন যেন কৃত্তিম লাগে, আত্নীয়,সজ্বন নিয়ে দেশে থাকার অনেক আনন্দ। যদিও দেশের কস্টকর পরিবেশে থাকতে থাকতে দেশের মানুষের ভালো লাগেনা।

আমেরিকায় মৃত্যুর সংখ্যা মনে হচ্ছে কমছে। আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেব।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের এলাকয় এমবুলেন্স কম আসছে, দেখা যাক। কিছু বাংগালী হয়তো আমেরিকা থেকে ফিরে যাবেন।

১০| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশের মোল্লাদের ব্যাপারে অনেক মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। এরা যে উদ্ভট কথাবার্তা বলতে পারে এর আগে অনেকে তা বুঝতে চাইতো না।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


মোল্লারা সমস্যা নয়, সমস্যা হচ্ছে বুয়েট, মেডিক্যাল কলেজ, ইউনিভার্সিটির মগজহীন ইডিয়ট মোল্লা ছাত্ররা।

১১| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনারা যেমন বিদেশে থেকে বাংলাদেশ নিয়ে চিন্তিত
আমরাও আমাদের বিদেশে থাকা স্বজনদের নিয়ে চিন্তিুত।
আপনারাও ভালো থাকুন আর আমাদের জন্য প্রার্থনা করুন
আমরাও যেন ভালো থাকি।। বিপদেই মানুষ চেনা যায়।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



বিপদে সব জাতিই ঐক্যবাদ্ধ হয়

১২| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

আখেনাটেন বলেছেন: বিদেশে থাকলেই বোঝা যায় দেশের গুরুত্ব। তবে তা সকলের জন্য প্রযোজ্য নয়। এমনও দেখেছি ঢাকাতে সরকারী চাকরী করা বাবার দুর্ণীতির টাকায় বানানো অট্টালিকার ভাড়ার টাকা নিয়মিত পাচারের মাধ্যমে নিউইয়র্কে আরাম আয়েশ করে জীবন যাপন করছে আর দেশের জন্য মায়া কান্নায় বুক ভাসিয়ে দিচ্ছে।

আবার দেশে থেকেও যে সকলেই চোর-বাটপাড়দের সাগরেদ সেটাও ঠিক নয়। অপনেতা ও অতি উচ্চ কুশিক্ষিত লোকেরাই দেশের বারোটা বাজার জন্য দায়ী।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



সব রকমেরই আছে; তবে, বেশীরভাগই ভালো বাংগালী

১৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১০

ক্ষুদ্র খাদেম বলেছেন: সবকিছুর শেষে, আমি ঠিক আপনার এই কথায় ১০০% একমত "অশিক্ষিত করে রাখাতে এই সুবিধাটা পেয়েছে ব্যুরোক্রেটরা, রাজনৈতিক দলগুলো ও আদম বেপারীরা" :(

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


এটাই সটিক, ইডিয়ট ব্যুরোক্রেটরা মানুষকে না পড়ায়ে, আদম বেপারীদের হাতে তুলে দিয়ে দাস ব্যবসা করছে, দর্জিগিরি করছে।

১৪| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২২

আলাপচারী প্রহর বলেছেন: বাঙালী আবেগপ্রবণ তাই সাহায্য করতে চাচ্ছে। দায়িত্ববোধ থেকে নয়।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


প্রবাসে কিছু একটা তো থাকতে হবে।

১৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: ব্যুরোক্রেটরা ইডিয়ট নয় ভায়া, তারা এটা মাস্টারপ্ল্যান করেই করেছে বলে আমার মনে হয়, কারণ, একমাত্র অশিক্ষিত লোকজনকেই আপনি যা খুশি টা বুঝাতে পারবেন আর তারা কোনও প্রশ্ন না করেই তা মেনেও নেবে :(

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের কমবুদ্ধিমান তাজুদ্দিন সাহবে যুদ্ধের পর, পাকিস্তান সরকারের অধীনে কাজ করা দুষ্টবুদ্ধির ব্যুরোক্রেটদের আবার কাজে নিয়োগ করেন, সেটাই ছিল ভয়ংকর পদক্ষেপ; ওরা এটাকে এখনো পাকিস্তান বানায়ে রেখেছে।

১৬| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল আপনার কথাগুলো ।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি তো ব্লগে হতাশ ছড়াচ্ছেন; "ভাইসব, আমাদের সবাইকে তো একদিন মরতে হবে", ইহা কাহাদের বক্তৃতার ১ম বাক্য? বেকুবদের; এগুলো থেকে দুরে থাকেন।

১৭| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: রাজীব নুর যেটা বলেছেন সেটাই।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


রাজিব দেশে আছেন, জাতিকে দেখছেন, বুঝতেছেন।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি যেখানে বাংগালীদের পড়াতাম, আপনি কি আমাকে সেখানে দেখেছিলেন?

১৮| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: না। আপনাকে দেখেছে এমন একজন আমাকে বলেছিল যে আপনি মানুষের উপকার করেন। পরে আপনার লেখায় মানুষের আর দেশের বিষয়ে পড়ার পরে আমি বুঝতে পেরেছিলাম, আপনিই সে ব্যক্তি। পরে আমি নিউজ পেপারে আপনাকে নিয়ে লেখা আর ছবি দেখেছি।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, বুঝলাম। আপনি আমর ছবিও দেখেছেন? সারছেন।

২০২৬, ২০১৭ সালের দিকে জামাইকা ও জেকসন হাইটস'এর কয়েকজন আন্ডার গ্রেজুয়েট ছাত্রী আসতেন আমার ওখানে; আমি ভাবছিলাম, আপনিও এসেছিলেন কিনা! গতকাল, তাঁদের একজন কল করেছিলেন, আমার খোঁঝ খবর নেয়ার জন্য।

১৯| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: ছবি দেখেছি আরো চার/পাঁচ বছর আগে।

Yeah. I am also thinking about you. Take care.

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ; আপনি হুশিয়রে থাকুন; আপনাকে ভবিষ্যতে অনেক অনেক কেয়ারফুল হতে হবে, আপনি কঠিন প্রফেশানে যাচ্ছেন।

২০| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৯

আহা রুবন বলেছেন: গতকাল বাজারে গিয়েছিলাম। ভাল করে লক্ষ করলাম আমাদের রোজকার খুঁটিনাটি আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। মনে হয় এগুলো কিছুটা টিকে যাবে। ধর্মান্ধতার বিষয়ে মানুষের মধ্য অবশ্যই পরিবর্তন হবে আশা করি। এরা যা বিশ্বাস করত, তাদের যা বিশ্বাস করানো হতো; তার অনেক কিছুই টলে উঠেছে। এসব বিষয়ে প্রসঙ্গ ওঠালে আজ-কাল তারা নিঃশ্চুপ থাকে।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



মানুষকে পড়ার সুযোগ থেকে বন্চিত করে, মানুষকে ভেঁড়ায় পরিণত করেছে প্রশাসন।

২১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

সমুদ্রনীল বলেছেন: সিঙ্গাপুরে ও দেখলাম ২৯০০ এর মত বাংলাদেশী আক্রান্ত। সারা বিশ্বে করোনা ভাইরাসে বাঙ্গালী পর্যুদস্ত।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:



সঠিক? নম্বরটা বেশী বড় মনে হচ্ছে!

২২| ২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সেটা আমি জানি, বলতে চাই না।

ও আরেকটা প্রশ্ন আছে। বলতে ভুলেই গেছি। ময়দা গাড়িতে রেখেছেন কেন? ভুলে গিয়েছিলেন ঘরে নিতে?

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৯

চাঁদগাজী বলেছেন:



১ সপ্তাহ আগে আমি বাজার করেছিলাম; গাড়ীর পার্কিং পেয়েছিলেম ১ কি: মি: দুরে, সবকিছু একসাথে বহন করে আনতে পারিনি।

২৩| ২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:০৩

কানিজ রিনা বলেছেন: আমার দেশের মত এমন দেশকি কোথাও
আছে।
বউ কথাকউ ডাকে পাখি নিত্য হিজল গাছে।
দোয়েল কোয়েল কুটুম পাখি বন বাঁদারে যায়রে
ডাকি।
আছে শাপলা শালুক ঝিলে বিলে পুকুর ভরা
মাছে।
আপনার পোষ্ট পড়ে মনে পড়ল, বিদেশে যারা
থাকে তাদেরও মনে পরছে এমনই ভাবে।

মেয়েটা পিএইসডি শেষ না করেই প্রায় ৬ মাস
আগে দেশে চলে আসল আমার চোখ অপারেশন
হবে বলে। ফেব্রুয়ারীর শেষে চলে যাওয়ার কথা
থাকলেও আর যেতে পারে নাই করোনার তান্ডবে
নিজের ভার্সিটিতে চাকুরী নিলো সময় কাটাবে
বলে, এখন ঘরে আটকা।

যখন বিদেশে থাকে দেশের জন্য ছটফট করে।
আর তাই আমরা বাঙালী,যদিও গ্রাম ছেড়ে
শহরে থাকি তবুও মনে হচ্ছে মায়ের মুখটা
একটু দেখি। যত আত্বিয় ঢাকাতে,বিদেশে
খুব ভয়ে আছি কখন শুনতে হয় কেউ মারা
গেছে।
সুস্থ থাকার চেষ্টা করুন ভাল থাকুন।

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনার কন্যা করোনার অবসানের পর, সময় মতো ডিগ্রি শেষ করবেন। আমি চেষ্টা করছি ভালো থাকার জন্য; আপনার জন্য শুভকামনা রলো।

২৪| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪২

নিমো বলেছেন: সমুদ্রনীল বলেছেন: সিঙ্গাপুরে ও দেখলাম ২৯০০ এর মত বাংলাদেশী আক্রান্ত। সারা বিশ্বে করোনা ভাইরাসে বাঙ্গালী পর্যুদস্ত।

লেখক বলেছেন: সঠিক? নম্বরটা বেশী বড় মনে হচ্ছে!

আতঙ্কের কথা কারণ The Legatum Prosperity Index অনুসারে সিঙ্গাপুর সুস্বাস্থ্যের বিবেচনায় ১ নাম্বার। ইতোমধ্যেই বাংলাদেশ করোনা ঝুঁকিতে ২০০+ দেশের মধ্যে ১৩ তম (ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পর আমরা আরও উপরে উঠার সম্ভাবনা তৈরি করেছি, তারপরও ব্লগে ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসীদের পোস্ট গুলোতে কোন অনুতাপ, অনুশোচনা নেই, বরং আছে উগ্রতার ছড়াছড়ি )। এর মধ্যে যদি এসব প্রবাসীদের পাঠিয়ে দেয়া হয় তাহলে আমাদের ধর্মের নামে আত্মঘাতী জনগোষ্ঠীকে করোনা কোন করুণা করবে বলে মনে হয় না।

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, মুক্তিযু্দ্ধের সময়, ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মানুষ রাজাকার হিসেবে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলো; উহা সেই অবস্হায়ই আছে।

২৫| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩১

নুরহোসেন নুর বলেছেন: আমরা ভাল আছি, কিন্তু কিছু ধর্মান্ধ পাবলিক মহামারী ছড়িয়ে দিতে জনসমাগম ঘটিয়ে জাতিকে বিপদে ফেলছেন।

২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


ভালো থাকুন, জাতিকে বেকুবদের থেকে রক্ষা করার দায়িত্ব দছিলো পুলিশের; তারা সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ব্রাম্মণবাড়ীয়ায়।

২৬| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: বিদেশে থাকা দেশের লোকজন দেশকে নিয়ে বেশী ভাবে আর দেশের গুলো চাল ডাল চুরি করে ।

এটা খুব ভালো দিক, করোনা এসে সবাইকে কাছাকাছি নিয়ে এসেছে। এখন সবাই আগের চেয়ে পরিচিতজন দের বেশী খোঁজ খবর নিচ্ছে । আর ইন্টারনেট এর যুগে মোবাইল এ টাকাও লাগেনা কথা বলতে তাই সুযোগ ও বেশী আর তা ছাড়া এখন সবাই বাসায় থাকে সময়ও থাকে ।

আপনি কি ফেসবুক কিংবা অন্য মাধ্যমে কথা বলেন না সবার সাথে ? সেটা হলে তো কেউ অন্তত দশ মিনিটের আগে ফোন রাখতে চাইবেনা =p~

২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আমার ফেসবুক ইত্যাদি নেই।

অনেক মানুষ দেশের মানুষের জন্য চিন্তিত। আমি ফোনে ২/১ মিনিট কথা বলে থাকি; ফলে, সমস্যা হয় না।

২৭| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: বিপদে সব জাতিই ঐক্যবাদ্ধ হয়

দাগ থেকে যদি ভালো কিছু হয়
তা হলেতো দাগই ভালো!!

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা এক হবে না, তাদের শিয়া, সুন্নী, ওহাহাবী, আহম্মদিয়া সমস্যা থেকে যাবে, তালেবান, আলকায়েদা সমস্যা থেকে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.