নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৪৬টি মুসলিম দেশ থেকে কেন করোনার টিকার জন্য কাজ হচ্ছে না?

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০০



আমেরিকার কয়েকটি বড় কোম্পানী ও তাদের পার্টনার মিলে মোট ২১টি কোম্পানী করোনার টিকার জন্য কাজ করছে; এদের ভেতর আছে ফাইজার, এমজেন, মডেরনা, বিওনটেক, গিলিয়াড, জনসন এন্ড জনসন। এরপর আছে, বৃটেন সরকারের কনসোর্টিয়মা, জার্মানদের নিজস্ব কনসোর্টিয়মা, ফান্সের সানাফি; ইউরোপের সবার সাথে আছে ওখানকার ইউনিভার্সিটিগুলো। কিছু ইউনিভার্সিটি ও আরো কিছু বাইওটেক আছে, যারা আলাদাভাবেও চেষ্টা করছে। এই দেশগুলোকে ধর্মীয় দিক থেকে দেখলে এরা খৃষ্টান দেশ; তবে, এদের সাথে ইসরায়েলের বাইওটেকগুলোও যোগ দিয়েছে।

৪৬টি মুসলিম দেশ থেকে কেন টিকা বের করার চেষ্টা হচ্ছে না? উত্তর সহজ, মুসলামনদের শিক্ষাগত যোগ্যতা, বিসার্চ ল্যাব, অর্গেনাইজেশন ও রিসার্চ ফান্ড নেই। ব্লগে যারা মুসলিমদের অবদান নিয়ে হাজার হাজার পোষ্ট দেন, তাদের কোন ধারণা আছে ব্যাপারটা নিয়ে?

আরেকটা ব্যাপার, আমেরিকার কোম্পানীগুলো, বৃটেনের কোনসোর্টিয়াম, জার্মান, ফান্সের কনসোর্টিয়ামগুলো যদি সমবেতভাবে ৩/৪ দিক থেকে সমবেতভাবে চেষ্টা করলে হতো না? সেখানে সমস্যা হচ্ছে, ক্যাপিটেলিজম। আমেরিকান ২১টি কোম্পানী কোন না কোনভাবে এগুলোতে দীর্ঘমেয়াদে অনেক টাকা বিনিয়োগ করেছে ও বিবিধ শর্তে এসব রিসার্চ ও ডেভেলপমেন্ট করছে। যেমন, ফাইজার, বিওনটেক'কে প্রায় ৬০০ মিলিয়ন দেয়ার জন্য কন্ট্রাক্ট করেছে; ফলে, বিওনটেক ফাইজারের স্বার্থ রক্ষা করতে বাধ্য।

এরপরও যদি ভাবা হয়, যেখানে ট্রাম্প বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসায়ীদের দিয়ে দিচ্ছে রেসকিউ ফান্ড হিসেবে, সেখানে ১৫/২০ বিলিয়ন দিয়ে এই কোম্পানীগুলোর কন্ট্রাক্ট ইত্যাদি কিনে নিয়ে, এক ছাতার নীচে আনছে না কেন? এখানে ক্যাপিটেলিজমের মনসতত্ব কাজ করছে; এরা ক্যাপিটেলিষ্ট সিষ্টেমের উপর হাত দিবে না, তারা সিষ্টেম ঠিক রাখবে।

এখন চীনও গলাকাটা ক্যাপিটেলিজম অনুসরণ করে পশ্চিমের সাথে প্যারালালভাবে এগুচ্ছে; কিন্তু পশ্চিম এদেরকে এখনো ঠিক বুকে টেনে নেয়নি। চীন সেটা বুঝে, তারা সময় নিয়ে ইংরেজী শিখছে, আমেরিকায় পড়ছে, আমেরিকান কর্পোরেশন গুলো চীনে নিয়ে এসেছে। তারপরও আগের কিছুটা সোস্যালিষ্ট মনোভাব রয়ে গেছে, তারা নিজেদের সব রিসার্চের লোকজনকে নিয়ে এক ছাতার নীচে কাজ করে যাচ্ছে! তারা হয়তো আমেরিকা বা ইউরোপের আগেই বাজারে চলে আসতে পারে।

৪৬টি মুসলিম দেশ কিছুই করতে সক্ষম হচ্ছে না; তারা ও সামুর মুসলিম রেনেসাঁর সৈনিকেরা কি ব্যাপারটা বুঝতে সক্ষম হবেন?

মন্তব্য ৯১ টি রেটিং +২/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৮

মেগাট্রনের পঞ্চম প্রেতাত্মা বলেছেন: মুসলমানরা অবশ্যই কিছু করতে চায়। যারা এগিয়ে আসে তারা রহস্যজনকভাবে বাতাসে মিলিয়ে যায়। যেটা নিয়ে বিশ্ব কিছু বলতে চায়না, মাথা ঘামায় না ।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



১৬০ কোটী মুসলমান বাতাসে মিশে গেছে? আপনার মঝে সততার কোন চিহ্নও নেই।

২| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুসলিম দেশগুলো বসেনেই।তারা তাদের মোল্যা,মৌলভীর কাজে লাগিয়ে দিয়েছন।খুঁজে বেরকরো কিতাবে কোথায় লিখা আছে?
আছেতো অবশ্যই,কারন সকল সমস্যার সমাধান এই কিতাবে লিখা আছে।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



সমস্যা সমাধানের বই একটা আছে বিশ্বে, সেটাও মুসলমানদের হাতে নেই, উহার নাম তালমুদ।

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫০

মেগাট্রনের পঞ্চম প্রেতাত্মা বলেছেন: ১৬০ কোটি বাতাসে মিশে যায়নি তাঁবেদারিতে টিকে আছে। যখন তারা তাবেদারি মুক্ত ছিল তখন আবুল কাসিম আল জাহরাই উয়ি, আল রাজীরা কিছু করে যেতে পেরছে।
আপনি কি তাদের ব্যাপারেও সন্দেহ পোষণ করেন ?

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:



বেদুইনদের নাম ভুলে যান; ওরা মানুষ মেরেছে, দেশ দখল করে ১ম আরবী সাম্রাজ্য গঠন করেছে; বাকীগুলো রূপকথা।

৪| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫৮

মেগাট্রনের পঞ্চম প্রেতাত্মা বলেছেন: ভাল বলেছেন।

২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



আরবদের আরব্য উপন্যাস মাথা থেকে ফেলে দিয়ে, মাটিতে পা রাখেন।

৫| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৫২

সুপারডুপার বলেছেন: মুসলিম দেশগুলো ড: শমসের আলীর মত বিজ্ঞানীদের লালন পালন করে মাথায় ওঠালে করোনার টিকার জন্য কাজ হবে কেমন করে !

২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



এদের মাথায় মগজ আছে কিনা কে জানে!

৬| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৩

নতুন বলেছেন: কোন ইসলামী ধম`গুরুই বিজ্ঞান চচা`কে উতসাহিত করেনা।

ইসলামী বিশ্বাস মানুষ সৃস্টিকরা হয়েছে সৃস্টিকতার এবাদতের জন্য।

বিশ্বাসী যখন কারুর ভিক্তি তখন যুক্তি থেকে দুরা থাকবে সেটাই সাভাবিক।

২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:



কোন ধর্মই মানুষকে ভেঁড়া বানানোর কথা বলেনি নিশ্চয়ই

৭| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১২

সুপারডুপার বলেছেন:


লেখক বলেছেন: এদের মাথায় মগজ আছে কিনা কে জানে!

- মগজ আছে কিন্তু কাজ করতেছে গজব নিয়ে।

২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



সভ্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে গুহায় বসবাস করছে।

৮| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১৩

নতুন বলেছেন: ধম` কখনোই গবেষনার কথা বলবেনা। প্রশ্ন করতে বলবেনা। বলবে বিশ্বাস করতে।

এখন এই পরিবত`নে মানুষ ধমে`র চেয়ে বিজ্ঞানে আস্থা বেশি আনবে।

সামনের সময়ে মানুষ অনেক পরিবত`ন দেখবে।

ভয় পাবার কিছু নাই।

আলো আসবেই। পশ্চিমে তাড়াতাড়ি আর আমাদের দেশে একটু পরে এই যা।

২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেনের দিকে তাকিয়ে দেখেন, আলো কি এসব দেশে পৌঁছবে?

৯| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৪৬ টি মুসলিম দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে আছে আর অমুসলিমরা এগিয়ে আছে। কিন্তু করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশী মারা গেছে এই এগিয়ে থাকা দেশগুলোতে। এগিয়ে থেকেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশী।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


একা নিউইয়র্ক শহর থেকে দৈনিক ১০ হাজার লোক চীন, ইউরোপ ও এশিয়ায় যাওয়া আসা করতো; আফগানিস্তানের এক শহরে বউ থাকে, স্বামী অন্য শহরে দারোয়ান, বছরে ১ বার দেখা হয়।

আপনার পরিবার কি গ্রামে থাকেন?

১০| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৮

মিরোরডডল বলেছেন: ধর্ম নিয়ে কিছু না বলি কিন্তু আরবদের নিয়ে একটা ফান শেয়ার করছি যেটা অনেকেই জানে । ইটস জাস্ট আ ফান, সো ডোন্ট টেইক ইট সিরিয়াসলি :)

"Japanese attitude for work: "If one can do it, I can do it. If no one can do it, I must do it."

Arab's attitude for work: "Wallahi if one can do it, let him do it. If no one can do it, ya-habibi how can I do it ?"

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



সেটাই আরবী ধর্মেও আছে

১১| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: ১৬০ কোটী মুসলমান বাতাসে মিশে গেছে? আপনার মঝে সততার কোন চিহ্নও নেই। :) :) :) :) :)

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগে প্রশ্নফাঁস জেনারেশনের লোকজন আছেন, উহারা কি বলেন, নিজেও বুঝেন না।

১২| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৪২

রাােসল বলেছেন: Thanks for your writings.
What is "Talmud" please.
I believe that you know very well, this is the problem of Muslim but not Islam. You know much but express being biased.

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:



ইসলামের প্রোডাক্ট হচ্ছে মুসলিম।

তালমুদ হচ্ছে ইহুদীদের আইন, ঐতিহাসিক উদাহরণ, জীবনযাপনের ফরমুলা নিয়ে লেখা, ইহাতে ইহুদীদের সকল আবিস্কার থেকে সব ভুলের ইতিহাসও আছে; ইহা তাদের ২য় বই।

১৩| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:১৮

সোনালি কাবিন বলেছেন: রোসল, এই লেখায় তো উনি ইসলামকে এটাক করেন নাই। আপ্নি কই পাইলেন, বাক্যসহ উল্লেখ করবেন।
এইগুলা শিখছে এক্টা গদবাধা কথা!

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


জুডাইজম, খৃষ্টান ধর্ম ও ইসলাম একই সুতোয় ৩ টি ভার্সন; ইসলাম মানুষকে সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে

১৪| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:২৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ওনাদের বইয়ে তহ লেখাই আছে "শেষের দিকে আলো আসবে পশ্চিম থেকে", কবে বুঝবে এই অন্ধকারের অন্ধ নাগরিক?

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:



আজকের মানুষের লব্ধ জ্ঞান থেকে দুরে আছে মুসলমানেরা, সভ্যতা থেকে বিচ্ছিন্ন এরা

১৫| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের এক হুজুর অনেক আগেই করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে গেছে। এই হুজুর ইউটিউব এ ওয়াজ করেন।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের যুদ্ধের এতিমদেরও শেক সাহেব বা তআজুদ্ীন সাহবে পড়ায়নি; এদের সামান্য সংখ্যকে মোল্লারা এতিমখানায় পড়ায়েছে; তারপরের ইতিহাস ঐ রকমই।

ঠিকই তাজুদ্দিন সাহবের ছেলেমেয়েরা পড়া লেখা করেছে। মোল্লাদের চেয়ে শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব ছিলেন বড় লিলিপুটিয়ান।

১৬| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: মুসলমানদের জ্ঞান বুদ্ধি কম। ধর্ম তাদের জ্ঞান বুদ্ধিকে কমিয়ে দেয়। করোণার টিকা তো দূরের কথা আজ বহু শিক্ষিত লোক গলায় কোমরে তাবিজ নিয়ে ঘুরে বেড়ায়।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


ইসলামের জ্ঞান হচ্ছে ১৪০০ বছর পুর্বের বেদুইনদের জ্ঞান

১৭| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি অন্যসব মুসলিম প্রধান দেশের কথা জানি না, তবে আমাদের দেশে যে মানুষকে অশিক্ষিত করে রাখার একটা জোর প্রচেষ্টা আছে, সেটা নির্দ্বিধায় বলতে পারি। এর ফলাফল আমাদের জানার আগ্রহ কম, আর না জানার কারণে, কাজ করার কোনও সুযোগ নাই।

যারা বৃত্ত ভেঙ্গে বেরিয়েছে, তাদেরকে আমরা থাকতে দেইনা, আর রাখতে চাইনা, পাছে তারা যদি ভালো কিছু করে ফেলে :((

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:




প্রতিটি মুসলিম দেশে মানুষকে পড়তে বাধা দেয়া হয়েছে; বাংলাদেশের প্রতিটা পরিবার চেয়েছে যে, অন্য পরিবারের ছেলেমেয়ে পড়ালেখা কম করুক। শেখ সাহেব স্কুল জীবনেও পড়ালেখা করেননি, স্কুলেও নাকি গ্রেফতার হয়েছিলেন; ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকার পর জেলে; বেগম জিয়া পড়ালেখা কম করেছেন, বেশী করে কেক খেয়েছেন।

১৮| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২

আহা রুবন বলেছেন: আপনার কথা ঠিক নয়, ৪৬ টি দেশেরও কিছু করার ইচ্ছা ছিল; কিন্তু ইহুদি-নাসারাদের চক্রান্তে কিছু করতে পারছে না।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:



নিউইয়র্কের মসজিদে বসে খৃষ্টান নাসারাদের বিপক্ষে কথা বলে ইমামেরা, সেটা ভিডিও করেছে পুলিশ।

১৯| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৬

সুপারডুপার বলেছেন:


আহা রুবন বলেছেন: আপনার কথা ঠিক নয়, ৪৬ টি দেশেরও কিছু করার ইচ্ছা ছিল; কিন্তু ইহুদি-নাসারাদের চক্রান্তে কিছু করতে পারছে না।

- আহ ! কী সুন্দর মোল্লাদের মত মনগড়া কথা ! করোনার রিসার্চ ও ডেভেলপমেন্ট মুক্ত। যেকোন রিসার্চার চাইলেই অন্য কোনো দেশের করোনার রিসার্চ ও ডেভেলপমেন্ট দেখতে পারবেন । তারপরেও মুসলিম দেশগুলো রিসার্চ ও ডেভেলপমেন্ট করতে পারছে না। আর না পারলেই ইহুদি -নাসারাদের চক্রান্ত।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের অনেকেই রিসার্চ কি তা বুঝে না; ২ লাইন গরুর রচনা লেখে বলেন, আমি রিসার্চ করে পেয়েছি যে, শহরের গরুর পা ৫টি

২০| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৭

সুপারডুপার বলেছেন: আমার আগের মন্তব্যে (১৯ নং) সংশোধন : * 'মুক্ত' -র পরিবর্তে 'উন্মুক্ত' হবে।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


বুঝেছি

২১| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪

সোনালি কাবিন বলেছেন: ব্লগার আহা রুবন এর মন্তব্যটা সার্কাজম ছিল

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:



বুঝেছি

২২| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০০

আলাপচারী প্রহর বলেছেন: ভাইজান কেন বিরক্ত করেন !!! আমরা আছি নতুন নতুন ফতোয়া নিয়া।
কালকেও দেখলাম এন্টার কটিক (সে এভাবেই উচ্চারণ করে) হুজুর মুফতি ইব্রাহিম ফতোয়া দিচ্ছে, ”রিকশা চালানো পাপ”, কারন ঐ রিকশায় বেগানা আওরত উঠে। (কত বড়ো মাদারচোদ)।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



এদেরকে স্কুলে পড়ার সুযোগ ডেয়নি আমাদের সরকার, ব্যুরোক্রেটরা ও প্রশাসন; এরা মোল্লাদের যত্নে মাদ্রাসায় স্হান পেয়েছিলো; শেখ সাহেব, তাজুদ্দিন সাহবে এদেরকে সাহায্য করেননি।

২৩| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

আহা রুবন বলেছেন: @সুপারডুপারঃ আমি তো মোল্লাদের মনের কথাটা আগাম বলেছি। আমার ব্যাঙ্গকে সত্যি বলে ধরলেন :P

২৪| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫

ডার্ক ম্যান বলেছেন: মুসলিম দেশগুলো ৭২ হুর নিয়ে গবেষণায় ব্যস্ত

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


কোন মুসলিম দেশ সঠিকভাবে সভ্যতার সাথে তাল মিলাতে পারছে না।

২৫| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

প্রবালরক বলেছেন: আমি এক মোল্লার বয়ান শুনেৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃছি : মুসলমানদেরকে পাৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়, দ্বিনি আরো কাজ করতে হয়, মানুষকে হেদায়েত করতে হয় - তাই মুসলমানদের হাতে আর কিছু করার মত এত সময় নাই। একারনে মহান আল্লাহতায়ালা দুনিয়াতে ইহুদী নাসারাদের সৃষ্টি করে রেখেছেন তাঁর প্রিয় বান্দা মুসলিমদের খেদমত করার জন্য। ইহুদী নাসারারা আবিষ্কার করবে আর মুসলমানরা তা ভোগ করবে...!!!
আহা, কি বিস্ময়।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



কোম বাচ্চা কি মাদ্রাসায় যেতে চেয়েছিলো?

আমাদের সরকারের লোকেরা নিজের বাচ্চাকে পাঠায়েছে নিউইয়র্ক, গরীবের বাচ্চারা গেছে মাদ্রাসায়; ওখানে যা শিখেছে, সেটা এখন বলছে।

২৬| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: শেখ সাহেব স্কুল জীবনেও পড়ালেখা করেননি, স্কুলেও নাকি গ্রেফতার হয়েছিলেন; ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকার পর জেলে; বেগম জিয়া পড়ালেখা কম করেছেন, বেশী করে কেক খেয়েছেন।

উনাদের বেলায় নাহয় কারণ ছিল!! এখন কি কারণ তা বলতে পারেন???

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



উনারা ১৯৭২ সালে শিক্ষাকে সার্বজনীন ও ফ্রি না করাতে জাতি আজকে এখানে এসেছে।

২৭| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: চাঁদগাজী ভাই জানতে চেয়েছেন আমার পরিবার গ্রামে থাকে কি না। উত্তরঃ আমি এবং আমার পরিবার ঢাকাতে থাকি। তবে করোনার সময় ঢাকা অনেকটা New York এর মত অবস্থানে আছে (আল্লাহ না করুক)। গ্রাম পর্যায়ে বাংলাদেশে করোনা এখনও বড় ঝুঁকি তৈরি করতে পারে নি। কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ আর গাজীপুরেই ৭৫% করোনা রুগী।

মুসলিম প্রধান দেশগুলো সবই এক সময় পরাধীন/ উপনিবেশ ছিল। তাই কয়েক শতাব্দী ধরে এরা আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। পরাধীন থাকার কারণে শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে বহু বছর ধরে। আরব দেশগুলি বাদে পৃথিবীতে কোনও মুসলিম সংখ্যা গরিষ্ঠ ধনী দেশ নেই। আরব দেশগুলো ধনী দেশের কাতারে পরলেও ওরা পাশ্চাত্তের দেশগুলোর মত পরিশ্রম ও জ্ঞান দিয়ে বড় লোক হইনি তাই এদের কাছ থেকে বৈজ্ঞানিক আবিষ্কার বাতুলতা মাত্র। ইরান, তুরস্ক, মালয়েশিয়া আছে দ্বিতীয় কাতারে। এরা পশ্চিমের চেয়ে জ্ঞানে ও অর্থবিত্তে কিছুটা পিছিয়ে। ইসলাম ধর্ম জ্ঞান বিজ্ঞান চর্চায় কোনও বাধা সৃষ্টি করে না।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


প্রত্যেক ধর্ম বিশ্বাস মানুষের জীবনকে প্রভাবিত করে।

একজন জাপানী বুড্ডিষ্ট, একজন খৃষ্টান, একজন হিন্দুর জীবন বিশ্বাস একই রকম নয়।

ইসলাম আধুনিক শিক্ষার পরিপন্হি

২৮| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২

ক্ষুদ্র খাদেম বলেছেন: আরেকবার আরেকটা মন্তব্য না করে পারছি না। আপনি বলছেন, ১৯৭২ সালের কথা, আমি বলছি, "এখন কী সমস্যা??"

আপনি উত্তর না জানতেই পারেন, সেটা দোষের কিছু নয়, দোষের হচ্ছে জেনে বা না জেনে বা না বুঝে অন্য উত্তর দেয়া, যেটা প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বাঙ্গালির এই স্বভাবটা মঙ্গল গ্রহে গেলেও বদলাবে না আশা করি!!

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


এখন সমস্যা হচ্ছে, জাতির অর্ধেকের বেশী মানুষের উচ্চ-শিক্ষা নেই, পেশাভিত্তিক শিক্ষা নেই, শিক্ষাকে পন্য করাতে নীচু মানের শিক্ষা বিক্রয় হচ্ছে, ৩০/৩৫ ভাগ নাম লিখতে জানেন না।




২৯| ২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

রানা আমান বলেছেন: ধনী মুসলিম দেশগুলো চাইলে বিজ্ঞান চর্চার জন্য তাদের অর্থসম্পদ থেকে ফান্ড বরাদ্দ করতে পারতো । চোখের সামনে ইউরোপ , আমেরিকা ইত্যাদি আরো কিছু দেশ তো ছিলো উদাহারন হিসেবে । তা ওসব দেশ বিলাসিতা করেই কুল পায়না বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা বুঝবে কখন ।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



মুসলমানরা নিজেরাই হাদিস রচনা করে, এতেই খুশী; বেশীরভাগ ব্লগার নিজেরাই হাদিস রচনা করে থাকে, এটাই মুসলামনদের গবেষনা।

৩০| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: একটা ভবিষ্যদ্বাণী বলে রাখি, পৃথিবীর ক্ষমতার ভারকেন্দ্র ইউরোপ থেকে সরে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলে আসবে।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:




আপনার সামনে ঢাকায় ১ জন ফরাসী ও ১ জন চায়নীজ পড়লে, এবং চোখে চোখে তাকালে কে আপনাকে সালাম দেবে?

৩১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

এলিয়ানা সিম্পসন বলেছেন: নামাজ পড়েন, রোজা রাখেন। ভ্যাক্সিন দিয়ে কি হবে?

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



মুসলমানরা সত্য কথাই বলে না; একজন জাপানী, আমেরিকান, জার্মান সব সময় সত্য কথা বলে।

৩২| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

রাজীব নুর বলেছেন: একটা ভবিষ্যদ্বাণী বলে রাখি, পৃথিবীর ক্ষমতার ভারকেন্দ্র ইউরোপ থেকে সরে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলে আসবে।

স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্ন দেখা খুবই ভালো।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



রাজিব বিশ্ব দেখেছে বলে মনে হয় না।

৩৩| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

কানিজ রিনা বলেছেন: সারা গিলবার্ড হ্যা এই মহিলা বিজ্ঞানী করোনা
ভ্যাকসিন আবিস্কার করেছেন ও ইবোলা,মাস
রোগের ভ্যাক্সিন তিনিই আবিস্কার করেছিলেন।

আমাদের ঔষধ কোম্পানী গুল অনেক উন্নত।
চীন ইতালী আমেরিকা ইসরাইল জার্মান, স্পেন
রাশিয়া যদি একে অপরের ফরমুলা যোগার করে
তাহলে আমাদের দেশও পারবে।
আপনি বলছেন আমেরিকা বিলিয়ন বিলিয়ন
ডলার সব ব্যবসায় সহযোগীতা করে। আমাদের
সরকার করেনা এটা বলা ভুল।
আমেরিকার মত দেশে পিপিই গ্লাবস ভেন্টিলেটর
কম পরেছে
অন্য দেশে সহযোগীতা চেয়েছে।

আমাদের বিজ্ঞানীরা গবেষনায় যতটা এগিয়ে
তোতউন্নত গবেশনাগার নেই।
ডাঃ জাফরুল্লাহ্ বলেছেন
করোনা পরীক্ষার কীড তৈরি করতে কাঁচামাল নাই।
যেমন ধরুন আপনি একজন মেধাবী মুক্তি যোদ্ধা
আমেরিকা পড়ে আছেন কেন এবং কি কারনে?
আমাদের দেশের মেধাবীদের মুল্যায়ন নাই বলে
আজ মেধাবীরা মেধা বিক্রি করে দেয় উন্নত
দেশে।
আপনি হয়ত দেখে থাকবেন বাংলার মেধাবীরা
এই আবিস্কার করেছে সেই আবিস্কার করেছে
অথচ নিজের দেশে না। বাইড়ের কোনও দেশে
নিশ্চয় তারা মুসলিম ছেলে মেয়ে।
আপনি ইউরোপে রেনেসাঁ বিপ্লব নিয়ে একটু
ইতিহাস ঘাটুন।

আসলে আমাদের মুসলিমরা সৌদীর বাদশাদের
অনুকরন করতে করতে আজ বিজ্ঞান গবেষনায়
পিছিয়ে। আহারে উনারা আল্লাহ্,র দেওয়া তেল
সোনার খনি বেচেই সারাজীবন আড়ামে আয়াসে
চলতে পারবে। তাই খালি ইবাদত করলে আর
টাকার জোরে দেশ বিদেশের মানুষ কিনতে পারলেই হোল, হতবুদ্ধিমানেরা টাকা ঢেলেছে শুধু ইবাদত
খানার পিছনে। গরীব দেশ গুলতে একটা একটা
গবেষনার গার বিশ্ববিদ্যালয় বানাতে পারত।
না তারা বিশ্বের মুসলমানদের শিখিয়েছে শুধু
ইবাদত করো তোমরা আমাদের মত খনি পাবে।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা সৌদী ও ইরানের টাকায় বাংলাদেশে মক্তব, মাদ্রাসা ও মসজিদ করেছে; কিন্তু ল্যাব করেনি।

দেশ স্বাধীন হওয়ার পরও শেখ সাহেব গলাবাজী করছিলেন, উনি খুবই অদক্ষ মানুষ ছিলেন; তখন আমি নিজেই হতাশ হয়ে গিয়েছিলাম। উনার পরে যারা এসেছিলো ওগুলো ছিলো ক্রিমিনাল।

৩৪| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিনে বুঝলাম সোহানাজোহা,
একজন প্রবাসী মহিলা ব্লগার যার
হৃদয়ে সোনালী ব্রাহ্মণবাড়িয়া।
ভালো কথা হৃদয়ে থাকুক ক্ষতি কি?
কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে অন্যদের
আস্তাকুড়ে ফেলনে এমন স্বাধীনতা তাকে
দেওয়া হয়নি। নিজের জমির শষ্য কিংবা
নিজের টাকা ধ্বংশ করা শাস্তিযোগ্য অপরাধ।
অপরাধ করলে শাস্তি পেতে হয়। আমাকে
তিনি তার পেজে ব্লক করে রখেছেন তা ছাড়া
পবিত্র মাহে রমজানে ক্যাচাল করতে চাইনা
বলে তার অমৃত বাণী উপক্ষো করে গেলাম।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



ব্রাম্মণবাড়ীয়াতে ২ ধরণের মানুষ আছেন: কিছু শিক্ষিত ও ভালো, সরকারী চাকুরী করে, কাজকর্ম করে না; বাকীরা অশিক্ষিত ও দাংগাবাজ; এই ব্লগার দাংগাবাজ এলাকার হবেন; উনার বাড়ী হয়তো সরাইলে, ভয়ংকর এলাকা।

৩৫| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৪

নতুন নকিব বলেছেন:



আপনার ওখানের খবর-টবর বলেন। আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা কতোতে গিয়ে দাঁড়ালো?

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



আজকে আমেরিকার মৃতের সংখ্যা ৫০+ হাজার।

আমি আছি নিউইয়র্ক শহরে, এই শহরে বিশ্বের সবচেয়ে বেশী মানুষ করোনায় ভুগছে।

৩৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪৮

রাজীব নুর বলেছেন: ১। আপনি ভুলেও ঘর থেকে বের হবেন না। ঘরের কোনো সদস্যকে ভুলেও বের হতে দিবেন না।
২। প্রতিদিন লেবু খাবেন। কালিজিরা ভরতা খাবেন। পুষ্টিকর খাবার খাবেন। গরম পয়ানি খাবেন।
৩। প্রতিদিন গোছল করবেন। ধোয়া জামা কাপড় একদিনই পড়বেন।
৪। ঘরে বাজারের দরকার হলো ফোণ করে খাবার আনবেন। সেই খাবার সাথে সাথে ঘরে ঢুকাবেন না। কমপক্ষে তিন ঘণ্টা বাইরেই রাখবেন।

আমি জানি আপনি সবই জানেন। বুঝেন। তবু বললাম।

২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


অনেক ধন্যবাদ রাজিব, আপনার কথাগুলো দরকারী কথা।

৩৭| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৭

সুপারডুপার বলেছেন:
@ব্লগার নূর মোহাম্মদ নূরু ,

ভয়ে তো ব্লকই করলেন। সত্য কথা খুবই তিতা লাগে। কী বলেন ! ব্লগে মেয়ে আইডি দেখলেই কী আপনার সমস্যা হচ্ছে! মাদ্রাসা -হুজুর সিনড্রোমে ভুগছেন। তাড়াতাড়ি মানসিক ডাক্তার দেখান। মানসিক ভাবে সুস্থ হন !

২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেবও ব্লক করছে? উনার বুদ্ধিমত্তা কমে আসছে, মনে হয়।

৩৮| ২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৩

হাসনাত সিদ্দিকী মুরাদ বলেছেন: ইসলাম আধুনিক শিক্ষার পরিপন্থী কোথায় পাইছেন বলবেন একটু? পড়ে দেখতাম আরকি...

২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কোথায়ও ইহা পাননি এখনো? আপনি নিজেই হয়তো কাবুলীওয়ালা

৩৯| ২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:০৭

নিমো বলেছেন: লেখক বলেছেন: ব্রাম্মণবাড়ীয়াতে ২ ধরণের মানুষ আছেন: কিছু শিক্ষিত ও ভালো, সরকারী চাকুরী করে, কাজকর্ম করে না; বাকীরা অশিক্ষিত ও দাংগাবাজ; এই ব্লগার দাংগাবাজ এলাকার হবেন; উনার বাড়ী হয়তো সরাইলে, ভয়ংকর এলাকা।

কোন নির্দিষ্ট এলাকার লোক হিসেবে পরিচিত হওয়া বা লজ্জিত ও গর্বিত হওয়ার কিছু নেই। স্থানীয় বলেও কিছু হয় না। কোন একটা অঞ্চলে কেউ অধিবাসী হয় মাত্র যে কোন সূত্রে যেমন জন্ম, কর্ম প্রভৃতি। ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি গঠিত হয় বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা। এ থেকে কী বুঝলাম ? ১৯৮৪ সালের আগে যারা ঐ অঞ্চলে বাস করতেন তারা কোন জেলার লোক ?

আরও একটু পেছনে যাওয়া যাক। ১৭৬৫ খ্রিষ্টাব্দে বাংলা দেওয়ানী লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানী ত্রিপুরাকে দুইটি অংশে বিভক্ত করে। সেগুলি হলো ত্রিপুরা ও চাকলা রৌশনাবাদ। ১৭৮১ সালে সরাইল পরগনা ব্যতীত বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী নিয়ে একটি জেলা ইংরেজরা গঠন করে এবং এর নাম দেয় টিপারা (Tippera) জেলা বা ত্রিপুরা জেলা। ত্রিপুরা জেলার দুটি পরিচয় ছিল। সাধারণভাবে ত্রিপুরা জেলা বলতে সমগ্র জেলাকে আর টিপারা প্রপার বলতে চাকলা রৌশনাবাদকে বোঝাত। তবে ইংরেজরা এ জেলাকে রোশনাবাদ ত্রিপুরা বলত। ১৭৮৯ সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে এটিকে ত্রিপুরা জেলা হিসাবে আখ্যায়িত করা হয়। ১৭৯০ সালে প্রশাসনিক ক্ষমতাসহ ত্রিপুরা জেলা হিসাবে ঘোষিত হয়। ১৮৩০ সালে ছাগলনাইয়া (ফেনী জেলার অন্তর্গত) থানা ছাড়া বৃহত্তর নোয়াখালীর বাকী অংশ ত্রিপুরা জেলা থেকে বিচ্ছিন্ন হয় এবং ময়মনসিংহ থেকে সরাইল, দাউদপুর, হরিপুর, বেজরা ও সতেরখন্দল পরগনাকে ত্রিপুরায় অর্ন্তভুক্ত করা হয়। ত্রিপুরার তিনটি সাব-ডিভিশন থেকে নাসিরনগর মহকুমা সৃষ্টি হয় ১৮৬০ সালের ব্রিটিশ আইনে। ১১ বছর পর মহকুমা সদর নাসিরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে স্থানান্তরিত হয়। মহকুমার নামকরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া এবং ছয়টি থানা গঠিত হয়। যথা: ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, নাসিরনগর, নবীনগর, কসবা ও বাঞ্ছারামপুর। ১৮৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়।। ১৮৭৬ সালে ছাগলনাইয়া থানাও ত্রিপুরা জেলা থেকে বিচ্ছিন্ন হয়। তারপর থেকে ১৯৬০ সালে পর্যন্ত এই জেলাটি ত্রিপুরা জেলা নামেই পরিচিতি লাভ করে। ১৯৬০ সালে এক প্রশাসনিক আদেশে ত্রিপুরা জেলাকে কুমিল্লা জেলা নামে অভিহিত করা হয়।

যাইহোক অভিবাসন একটি স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মানুষ সহ তাবৎ প্রাণীকূল অভিবাসন প্রক্রিয়ায় ভেতর দিয়ে গেছে ও যাচ্ছে, আগামীতেও যাবে। তাই কোন একটা নির্দিষ্ট অঞ্চল নিয়ে বাড়াবাড়ি (Ethnocentrism ) মূর্খামির নামান্তর।

২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:


কিছু এলাকার মানুষ বিশৃখংল জীবনে অভ্যস্ত হয়ে যায়।

৪০| ২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৭

হাসনাত সিদ্দিকী মুরাদ বলেছেন: পাইনি বলেই তো জিজ্ঞাসা করলাম। জানলে বলেন, নাহলে শুধু শুধু ট্রাম্পের মতো বুলি আউড়িয়ে তো লাভ নেই, তাইনা?

২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



ইসলাম ছিলো বেদুইনদের এক করে, একটা রাজত্ব গড়ার চেষ্টা, সেটা তখন কাজ করেছে; আপনার মগজ হয়তো বেদুইনদের কাছাকাছি।

৪১| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪০

সুপারডুপার বলেছেন:


লেখক বলেছেন: নুরু সাহেবও ব্লক করছে? উনার বুদ্ধিমত্তা কমে আসছে, মনে হয়।
- হাঁ আমার আইডি ব্লক করছে।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



ব্লকিং একটা সমস্যা হয়ে গেছে! কাউকে জানাবেন না, সামুও আমাকে ব্লক করে রেখেছে, আমার বেলায় এটা প্রায়ই ঘটে। আমার ব্যাপারে আলাপ করবেন না।

৪২| ২৬ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৪২

হাসনাত সিদ্দিকী মুরাদ বলেছেন: মূল প্রশ্ন থেকে দূরে সরে গিয়ে উল্টাপাল্টা জবাব দেওয়া বন্ধ করুন। টু দা পয়েন্ট উত্তর থাকলে দিন। এরকম খাপছাড়া উত্তর দিয়ে নিজের মানষিক অসুস্থতার প্রমাণ জনসম্মুখে দেওয়ার তো কোনো মানে নেই, তাইনা?

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমার উত্তর সঠিক না হলে, আমার পোষ্টের পাঠক কমে যাবে।

৪৩| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখে গেলাম B-))

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



ভালো থাকুন।

৪৪| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭

মেঘশুভ্রনীল বলেছেন: এই বৈশ্বিক সঙ্কটে মুসলিম দেশগুলোর ভূমিকা আসলেই বেশ হতাশাজনক। সম্পদ ও জ্ঞানের সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু একেবারে কোন উদ্যোগ-ই নিবে না সেটা তো হতে পারে না।

ইরান সম্ভবতঃ কিছু একটা করার চেষ্টা করছে একটা খবরে দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে কতদুর কি অগ্রগতি হল এ বিসয়ে কোন খবর খুঁজে পেলাম না।

মুসলিম দেশগুলোতে প্রায়োগিক শিক্ষার অভাব আছে, বা একদম নেই বললেই চলে। সরকারপ্রধানগণ যথেষ্ট শিক্ষিত ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নন বলে বোধ করি। জনগণও তেমন সচেতন নন, শিক্ষার গুরুত্ব এখনও বুঝতে পারছেন না। দুঃখের বিষয় এই সংকটকালেও কারোর বক্তব্যেই মনে হচ্ছে না যে তারা বুঝতে পারছেন আমরা কতটা পিছিয়ে আছি।

বাংলাদেশের কথা আর কি বলব! দুঃখ লাগছে যে আমরা নিয়তির হাতে সব কিছু সঁপে দিয়ে বসে আছি। সব দায় দায়িত্ব সৃষ্টিকর্তার আর সব দোষ সৃষ্টিকর্তার (কপালের)। প্রফেশনালরা (প্যাথলজিস্ট, ভাইরলজিস্ট, মাইক্রবাইওলজিস্ট, বায়টেকনলজিস্ট) সব চুপ করে বসে আছে। খারাপ লাগছে এই ভেবে যে কারও কি একটু কৌতূহলও হচ্ছে না যে এই ভাইরাসটা নিয়ে একটু পড়াশোনা করি, একটু এনালাইসিস করে দেখি।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ১০ শ্রেণী পড়ে এই দেশ চালায়েন ৩৫ বছর; শেখ হাসিনাকে শেখ সাহেব রাজনীতিতে না আনার জন্য বিয়ে দিয়ে দুরে রেখেছিলেন; তিনি চালাচ্ছেন ৪০ বছর; দেশের মানুষকে ইডিয়টে পরিণত করেছে এরা সবাই মিলে।

৪৫| ০২ রা জুলাই, ২০২০ রাত ৯:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের গ্লোব ফার্মা নামে একটা প্রতিষ্ঠান তাদের তৈরি করোনার ভ্যাকসিন পশুর উপর প্রয়োগ করে সফলতা পেয়েছে বলে দাবি করছে। তারা ৬ থেকে ৭ মাসে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী। লিঙ্ক দেখতে পারেন।
বাংলাদেশী প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিন সফলতার পথে

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



সংবাদটা পড়লাম; এটা বিশাল ঘটনা; যদি তারা সফল হয়, বাংলাদেশের নাম বিশ্বের সবাই জানবে।

৪৬| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই কোম্পানির রাজনৈতিক অবস্থান যদি ডঃ জাফরুল্লাহর মত হয় তবে প্যাচ লাগতে পারে। আশা করি সে রকম কিছু নেই।

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



সম্ভব।
তবে, যারা এসব ব্যবসা করছে, তারা অনেক কিছু বুঝেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.