| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
ইতালীতে ২৮ হাজার, স্পেনে ২৫ হাজার, আমেরিকায় ৬০+ হাজার মানুষ প্রাণ হারায়েছেন করোনায; এখনো মানুষ হাসপাতালের ডাক্তার, নার্সদের ধন্যবাদ দিয়ে যাচ্ছে, রাজনীতিবিদদিগকে তাদের ভুমিকার জন্য অভিনন্দন জানাচ্ছে। আমেরিকান প্রেসিডেট ও গভর্ণররা বলেছিলো যে, ৬০ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু  হতে পারে; ৬০+ হাজার আজকে (৪/৩০/২০) হয়ে গেছে, আরো ২০/৩০ হাজার যে প্রাণ হারাবে তা স্পষ্ট; এমন কি তার থেকেও খারাপের দিকে যেতে পারে। গতকাল আমেরিকার বিমান বাহিনীর লোকেরা নিউইয়র্ক শহরের উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ায়ে ডাক্তার, নার্সদের ধন্যবাদ জানায়েছে। 
এত কম সময়ে এত মৃত্যুর পরও, ইতালী, স্পেন ও আমেরিকানরা এভাবে কি হাসপাতাল কর্মচারী, ডাক্তার ও নার্সদের ধন্যবাদ দিতেই থাকবে? রাজনীতিবিদদের ধন্যবাদ দিয়ে যাবে সব সময়? মনে হয় না। বর্তমান যুগে, ইতালী, স্পেন ও আমেরিকায় কোন অবস্হায় এত কম সময়ে এত মানুষের মৃত্যু হওয়া স্বাভাবিক কিছু নয়; কোথাও না কোথায় গন্ডগোল আছে, হাসপাতালগুলো ঠিকভাবে কাজ করছে বলে মনে হয় না; দেশের সরকারের লোকেরা ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নেয়নি, এটাও পরিস্কার; মনে হচ্ছে, ধন্যবাদ ক্রমেই কমে আসবে, রাগারাগি হবে; কটু কথা বিনিময় হবে সামনের দিনগুলোতে।  
আজকে ভোট হলে ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। গত ২ মাস, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিনই নিউজব্রিফিং দিচ্ছে, কোন কোন সময় ঘন্টারও বেশী সময় আলোচনা করছে, প্রশ্নোত্তর দিয়ে যাচ্ছে; এটা খুবই ভালো দিক, মানুষ সব তথ্য পাচ্ছে। কিন্ত গত কিছুদিন থেকে সাংবাদিকদের প্রশ্ন ধরণ বদলাচ্ছে, তাদের প্রশ্নে ও চেহারায় রাগের উপস্হিতি বুঝা যাচ্ছে; সময় সময় ট্রাম্পও রাগছে; ইহা ক্রমেই আরো খারাপের দিকে যাবে, মনে হচ্ছে।
আমেরিকার মাঝে নিউইয়র্ক রাজ্য ডুবে গেছে, এতে কোন সন্দেহ নেই। নিউইয়র্কের মানুষ স্পষ্টভাবে বুঝতেছে যে, নিউইয়র্ক শহরে আরো ১ মাস আগেই লকডাউন করার দরকার ছিলো; নিউইয়র্ক খুবই স্পেশাল শহর, ইহা ব্যবসায়ীদের শহর, এই শহরে ও ইহার আশেপাশে মিলে ৬টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে; একদিনে একা নিউইয়র্ক শহর থেকে ১০ হাজার মানুষ বিদেশে যায় ও ফিরে আসে; এই শহরের ৭ মিলিয়ন মানুষ প্রতিদিন গাদাগাদি করে ট্রেন ও বাসে কাজে যায়, আসে; এই শহরে ১ মিলিয়নের বেশী পুর্ব এশিয়ার লোকজন বাস করে, এরা পয়সার মালিক, সব সময় বাহিরে যাওয়া আসা করে; এই শহরের বেলায় গভর্ণরকে ভাবার দরকার ছিলো। গভর্ণর প্রতিদিন নিউজব্রিফিং করে নিজের অনেক কার্যক্রম তুলে ধরছে; কিন্তু সময়ের সাথে মানুষ একটু একটু করে অধৈর্য হয়ে উঠছে, তার কথায় গলছে না; মনে হয়, শীঘ্রই ধন্যবাদ দেয়া বন্ধ হয়ে যাবে, মানুষের মাঝে ক্ষোভের উপস্হিতি বুঝা যাচ্ছে।
আগামী ২/৩ মাসের ভেতর মানুষের ভাষা বদলাবে, মানুষ মনে হয় না, ডাক্তার, নার্দের ও সরকারের লোকদের এত বেশী ধন্যবাদ দেবে;  এগুলো ইনভেষ্টিগেশন অবধি গড়াবে।
 
৩০ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকা, ইতালী ও স্পেনের সরকারী চিকিৎসা ব্যবস্হা দুর্বল বলতে আপনি কি বুঝেছেন?
২| 
৩০ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:৪৭
নতুন বলেছেন: নিউইয়`কে হাসপাতালের বেডের সংখ্যা প্রায় ২৩০০০ কিন্তু আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ
হাসপাতাল গুলি এমন বেশি সংখ্যার রোগীর জন্য প্রস্তুত ছিলো কি? 
অল্প সময়ে এতো রোগীর জন্য কোন দেশের হাসপাতালেই ব্যবস্তা থাকার কথা না।
 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৫
চাঁদগাজী বলেছেন: 
২ টি নেভীর হাসপাতাল (জাহাজ ) আনলেই ২/৩ হাজার সিট বেড়ে যেতে পারে ১ দিনেই; মুল সমস্যা সেটা নয়, মুল সমস্যা হচ্ছে, হাসপাতাল ও "হেলথ ইনস্যুরেন্চ" প্রাইভেট কর্পরেশনের হাতে চলে যাওয়ায় মহামারীর সময়ের জন্য প্রাইভেটের প্রস্তুত থাকাটা ব্যবসায়ের অংশ নয়।  মানুষের জীবন প্রাইভেট কর্পোরেশনের হাতে চলে গেছে ক্যাপিটেলিষ্টা অর্থনীতির ফলে।
৩| 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০২
সমুদ্রনীল বলেছেন: আর কিছুদিন পর বাংলাদেশে ও মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে। বিশেষ করে শিল্প কারখানা খোলার জন্য। গতকাল গাজীপুরের মেয়র সিটির সকল মসজিদ খুলে দিয়েছে।
 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১২
চাঁদগাজী বলেছেন: 
মসজিদ বাংলাদেশের মুল কারখানা; এটা খুলে দিয়ে ভালো করেছে।
বাংলাদেশের মুল কারখানাগুলো ঋণের টাকায় চলছে; এগুলোকে মালিক থেকে নিয়ে "কর্মচারী ও ম্যানেজমেন্ট পার্টনারশীপে" নিয়ে না আসলে এই দেশের মানুষ আজীবন দাস হয়ে থাকবে।
৪| 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৭
নতুন বলেছেন: সরকারী হাসপাতালে মানুষ ফ্রী চিকিতসা পাচ্চেনা। 
সবার ইনসুরেন্স একই মানের না। আর ইনসুরেন্স পদ্বতীতে চিকিতসা পেতে সময় লাগে। 
আমি ব্যক্তিগত ভাবেই এই সমস্যা ভোগ করছি। 
আমার নিজের ইনসুরেন্স কম্পানী দেয় সেটা খুবই ভালো। কিন্তু স্ত্রী আর মেয়ের জন্য নিজের কিনতে হয় সেটা অনেক টাকা লাগে এবং যেহেতু বেশি দামী ইনসুরেন্স নেই নাই। তাই ডাক্তার দেখানো একটা বড় ঝামেলা ওদের জন্য। 
চিকিতসা ব্যাবস্হা ব্যাবসায়ীদের হাতে গেছে তাই জনগন সেবা পাবেনা সেটা খুবই সাভাবিক।
 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:২৪
চাঁদগাজী বলেছেন: 
প্রাইভেট হেলথ ইন্যুরেন্চ ও প্রাইভেট হাসপাটালগুলো টিকা ও কোন ধরণের রিসার্চে ১ পয়সায় খরচ করার কথা নয়; আবার তারা মাত্র ১ সপ্তাহের সাপ্লাই'এর জন্য ইনভেষ্ট করে; তারা কম বেতনের ডাক্তার ও নার্স খুঁজে; সেটাই এত মানুষের মৃত্যুর কারণ হয়েছে। সরকারের হাতে প্রথম দিকে কিছুই ছিলো না।
৫| 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
সোনালি কাবিন বলেছেন: ট্রাম্পকে তো কমেডিয়ান মনে হয়। উনি প্রথমে করোনাকে সিরিয়াস্লি নেন নাই
 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৩১
চাঁদগাজী বলেছেন: 
আজকে ভোট হলে পারজিত হবে; ভোট কেনার জন্য অকারণে কমপক্ষে ৩০/৪০ ভাগ মধ্যবিত্ত আমেরিকানকে মাথাপিছু ১২০০ ডলারের চেক দিয়েছে; উহা কাজ করবে বলে মনে হচ্ছে না।
৬| 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
মানুষকে একটা সিস্টেমের মধ্যে রাখা রাষ্ট্রের কাজ । এই কাজ সঠিক ভাবে না করলে মানুষের মনে এক সময় ক্ষোভ জমা হতে পারে। উন্নত দেশে এটা খুবই স্বাভাবিক। এমনকি আমাদের মত গরীব দেশেও এটা হতে পারে ।
বেশিরভাগ মানুষই ভালো । তারা ভালোভাবে বাঁচতে চায়।
 
৩০ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০১
চাঁদগাজী বলেছেন: 
গলাকাটা ক্যাপিটেলিষ্ট সিষ্টেমগুলোর দুর্বলতা বেরিয়ে এসেছে; আমাদের দেশের বেলায়, প্রমাণিত হয়েছে যে সরকার বলতে কিছু নেই।
৭| 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ৮:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
করোনার ভয়াবহতা কমলেই যুদ্ধবাজ আমেরিকা 
যে কোন্ ছুতায় যে কোন দেশের সাথে যুদ্ধ বাধিয়ে দেবে।
এখন আমেরিকার রাস্তা সাইনবোর্ডে ইসলামের বানী প্রচার
করলেও একসময় বলবে ইসলাম সন্ত্রাসীদের ধর্ম। জঙ্গলীদের
(BUSH) দেশে বৃক্ষ নয় জঙ্গলের আবাদ করা হয়।
 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার মানুষ এখনো ধর্ম পালন করেন; ফলে, এখানে ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্মের বাণী সম্ভব; তবে, সবাই ধর্ম নিয়ে একই লেভেলের ভুল করে না এই দেশে।
৮| 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: ট্রাম্পের উপর আমেরিকার জনগন খুব রেগে আছে। 
ট্রাম্প মনে হয় তার ভুল বুঝতে পেরেছে। ইদানিং সে বেশ আপসেট।
 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন: 
ইডিয়ট ট্রাম্প ও তার হোয়াইট হাউস ষ্টাফদের  কারণে আমেরিকা লন্ডভন্ড, ওর কপালে দু:খ আছে।
৯| 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ১০:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ট্রাম্পকে এত গালমন্দ করবেন না
তার দেশ থেকে বের করে দিতে পারে!!
 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন: 
এই সপ্তাহে তার নিউজ ব্রিফিংগুলোতে সে কন্ট্রোল হারানোর শুরু করেছে, তার সুদিনের অবসান হচ্ছে।
১০| 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৩৮
মোঃ ইকবাল ২৭ বলেছেন: বিশ্বের সব দেশই করোনার মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা খবর প্রচার করেছেন, একমাত্র আমেরিকা ব্যতিত। তবে পৃথিবীর নাম্বার ওয়ান পরাশক্তির এতো বেশী প্রাণহানি ভাবতে কষ্ট হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এর কথাবার্তা গুলো খুবই হালকা টাইপের দরিদ্র রাষ্ট্রের প্রেসিডেন্টের মতো। আমার জ্ঞান হওয়ার পর হতে আমেরিকার প্রেসিডেন্ট রিগ্যান হতে ট্রাম্প পর্যন্ত যত প্রেসিডেন্ট গেল, ওবামাকেই আমার সঠিক মনে হচ্ছে।
 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ১১:৩৫
চাঁদগাজী বলেছেন: 
সঠিক, ওবামাই ছিলো সবচেয়ে জ্ঞানী মানুষ
১১| 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেষ পর্যন্ত বিষয়টা কোথায় গিয়ে দাড়াবে।ইউরোপ আমেরিকার সম্পর্ক কি খারাপের দিকে যাচ্ছে ? ধিরে ধিরে চীন কি বিশ্ব নেতৃত্ব  নিয়ে নিবে?তৃতীয় বিশ্বের সরকারগুলো কি আরোবেশী করতিত্ত পরায়ন হয়ে উঠবে?
 
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন: 
চীন দুর্নীতিবাজ সরকারগুলো নেতা হয়ে গেছে ইতিমধ্যেই; ওদের কাজ হলো দুর্নীতিবাজ সরকারগুলোকে চুরিতে সাহায্য করা
১২| 
০১ লা মে, ২০২০  ভোর ৫:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমেরিকাতে ডাক্তাররা ও সংশ্লিষ্ট কর্মীরা যে এখনও ডিউটি করছে এবং পালিয়ে বেড়াচ্ছে না শুধু এই জন্য হলেও তাদের ধন্যবাদ দেয়া উচিত। হাসপাতালে সম্ভবত তারাই যাচ্ছে যাদের অবস্থা বেশী খারাপ। অনেক মৃত্যু মনে হয় হাসপাতালে নেয়ার আগেই হচ্ছে।
 
০১ লা মে, ২০২০  ভোর ৬:২৬
চাঁদগাজী বলেছেন: 
পশ্চিমের হাসপাতাল ছিলো বিশ্ব বিখ্যাত, এখন প্রাইভেট কর্পোরেশনের হাতে মানুষের জন্ম/মৃত্যু; উহারা সেটা নিয়ে ব্যবসা করতে গিয়ে সস্তা ডাক্তার, সস্তা নার্স, সস্তা কর্মচারী রেখে উহাকে জল্লাদখানায় পরিণত করেছে।
১৩| 
০১ লা মে, ২০২০  সকাল ৭:৩৬
সোহানী বলেছেন: ক্ষোভ সারা বিশ্বেই ছড়িয়ে পড়বে। কারন অর্থনৈতিক মন্দা শুরু হলে তার প্রভাব প্রতিটি মানুষই ভুক্তভোগী হবে।
 
০১ লা মে, ২০২০  সকাল ৮:৫৭
চাঁদগাজী বলেছেন: 
মানুষের টাকা দিয়ে কর্পোরেশন লালন করছে ক্যাপিটেলিজম।
১৪| 
০১ লা মে, ২০২০  সকাল ৮:২৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনার ধারণা ভুল।
 
০১ লা মে, ২০২০  সকাল ৮:৫৫
চাঁদগাজী বলেছেন: 
এই ৩ দেশের হাসপাতালে যেভাবে প্রাণহানী ঘটেছে, অন্য কোন দেশে ইহা ঘটেনি;  এই দেশগুলোতে ক্ষোভের সন্চার হচ্ছে।
১৫| 
০১ লা মে, ২০২০  দুপুর ২:২২
কানিজ রিনা বলেছেন: প্রতিটা দেশের সরকার যখন একরোখা নীতিতে
দেশ চালায় তখন মানুষ অসহায় হয়ে পড়ে
বিশেষ করে দেশের সচেতন নাগরীক।
এটা ভেবে ভাল লাগে আমেরিকার নব্বই%
নাগরীক সচেতন হয়েছে ডাবল বুশের আমলে।
কারন আফগান ইরাক যুদ্ধে লাগামহীন অর্থ
ব্যায়।
অথচ ডাবল বুশের আফগান আক্রমন 
আমেরিকার নাগরীক সবাই সামর্থন করেছে।
মানুষ যখন বুঝতে পেরেছে ইরাক যুদ্ধ মিথ্যা
অজুহাত তখন মানুষ ঘুরে দাড়িয়েছে।
বেশীরভাগ উন্নত দেশই করোনায় বিপর্যস্ত
কারন সরকার গুল আগে থেকে সচেতন হয়
নাই। 
চীনের উহানে লকডাউন শুরু হওয়ার পর
চীনের অন্যান্য রাজ্যও লকডাউন হওয়ায়
সেইসব রাজ্য তেমন ভীতিকর পরিস্থিতিতে
পড়ে নাই যেমন বেইজিং গুয়াজু আরও রাজ্য।
সরকারগুল সচেতনতা বিশেষ জরুরী ছিল।
তাহলে এমন মৃত্যুর মিসিল হতনা। তাই মানুষের
মনে ক্ষবের সঞ্চার হবে এটাই স্বাভাবিক।
ট্রামের একটা দিক ভাল ছিল কিমজংএর
হোমকি ধমকি থামাতে কিমজংকে ছেলে
সম্মধন করেছিল এবং পরবর্তীতে সমঝতার
বৈঠক করেছিল।
কিন্তু সৌদী সরকারকে হাত লম্বা করেছে ইয়েমেন
ও কয়েকটি দেশের যুদ্ধে শিশু মৃত্যু থেকে শিশুর
মা গর্ভবতীরাও যুদ্ধে হাজার হাজার প্রান হাড়াচ্ছছে।
ধন্যবাদ।
 
০১ লা মে, ২০২০  বিকাল ৩:০২
চাঁদগাজী বলেছেন: 
সিরিয়া ও ইয়েমেনের মুল সমস্যা কি আমেরিকা ও সৌদী, নাকি শিয়া সুন্নী?
১৬| 
০১ লা মে, ২০২০  বিকাল ৪:৫৮
শুভ্রনীল শুভ্রা বলেছেন: 
আমেরিকায় পাবলিক 'হেলথ ইন্স্যুরেন্স' পলিসি নেই ? সবই কি প্রাইভেট ?
 
০১ লা মে, ২০২০  সন্ধ্যা  ৬:০৮
চাঁদগাজী বলেছেন: 
পাবলিক যেটা আছে, "মেডিকেয়ার ও মেডিকেইড", সেটাকেও প্রাইভেটদের হাতে তুলে দিয়েছে সরকার;  দুনিয়ার যত দুষ্ট প্রাইভেট কেয়ার আছে, (হিউমানা,  ইউনাইটেড, এনথেম ... ) তারা ইহার সাথে হাউকাউ কিছু একটা যোগ করে, প্যাকেজ দেয়, ফ্রি; কিন্তু সরকার থেকে ট্রিলিয়ন ডলারের ওভারবিল করে; এতে সব সিনেটর, সব কংগ্রেসম্যান যুক্ত।
১৭| 
০১ লা মে, ২০২০  সন্ধ্যা  ৬:৪৯
শুভ্রনীল শুভ্রা বলেছেন: ভারতীয় উপমহাদেশের মতো ওখানেও তাইলে দুই নম্বরি ভালোই চলে।
আমেরিকার স্বাস্থ্যব্যবস্থা এত দুর্বল, করোনা এসে খুব ভালোভাবে বুঝিয়েছে।
 
০১ লা মে, ২০২০  সন্ধ্যা  ৭:০০
চাঁদগাজী বলেছেন: 
ক্যাপিটেলিজমের অর্থনীতি, প্রাইভেট কর্পরেশনের হাতে মানুষের প্রাণ
১৮| 
০২ রা মে, ২০২০  সকাল ১১:০৪
শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই, আশা করি ভাল আছেন?
আপনার এই অবজার্ভেশন গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। আমার কিন্তু ধারণা ছিল ট্রাম্প ছাড়া বিশ্ব-নেতৃত্ত্ব করোণা পরিস্থিতিতে বেশ ভালই করছেন। আপনার লেখাটা পড়ে মনে হলো এই বিপর্যয়েয় ফলাফল এত সূদূরপ্রসারী হতে যাচ্ছে যে তাদের বিশ্ব নেতাদের এই নেতৃত্ত্বও বোধহয় যথেষ্ট নয় ..। আসলেই পৃথিবী হয়তো নতুন কোন অজানা অধ্যায়ের দিকে যাচ্ছে।
আপনার জন্য শুভকামনা ।
 
০২ রা মে, ২০২০  বিকাল ৩:০০
চাঁদগাজী বলেছেন: 
পশ্চিম ও বাংলাদেশের এই অবস্হা হয়েছে ক্যাপিটেলিজমের ফলে।
১৯| 
০২ রা মে, ২০২০  বিকাল ৫:৩৩
রানা আমান বলেছেন: বারাক ওবামা স্বাস্থ্যনীতি বাতিল করাটা বোকামো হয়েছে ।
 
০২ রা মে, ২০২০  সন্ধ্যা  ৬:৪৫
চাঁদগাজী বলেছেন: 
অবশ্যই, সেই প্ল্যআণ বআড দেয়াতে ৪৫ মিলিয়ন লোক হেলথ ইন্সুরেন্চ হারায়েছে। তবে, প্রাইভেটের হাতে বেশীরভাগ হাসপাতাল থাকায়, সেগুলোতে সেবার মান একেবারেই নীচে নেমে গেছে।
২০| 
০৪ ঠা মে, ২০২০  দুপুর ২:১৪
সপ্তম৮৪ বলেছেন: ডাক্তা, নার্স, পুলিশ কিংবা সরকারের লোকদের নয় ধন্যবাদ দিতে হবে বুদ্ধিওয়ালা  বলগারদের  
 
০৪ ঠা মে, ২০২০  সন্ধ্যা  ৬:৫৪
চাঁদগাজী বলেছেন: 
ডাক্তার, নার্সরা করোনা রোগীর চিকিৎসা করেনি।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:২৯
নতুন বলেছেন: ডাক্তার নাসদের দোষ নেই। দোষ সরকারি পলিসিতে।
সরকারী চিকিতসা ব্যবস্তা দূ`বল । আর কোন সরকারই ভাবেনাই। এমন বিপদে পড়তে যাচ্ছে।
ট্রামকে আমি জোকার মনে করি। তিনি আর জয়নাল হাজারী একই লেভেলের চিন্তার মানুষ।
দুজনই করোনার একই রকমের চিকিতসার কথা বলেছেন ।