| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
করোনা ভাইরাস সম্পর্কে যা পড়েছেন, যতটুকু লিখেছেন, মন্তব্য করেছেন, উত্তর দিয়েছেন, যা শুনেছেন, উহা যেভাবে প্রত্যেকের জীবনের উপর প্রভাব ফেলেছে, সবকিছু মিলে, করোনা ও বিশ্ব সম্পর্কে  আপনাদের ধারণা ও জ্ঞান বেড়েছে, আশাকরি! নাকি উহা এখনো আল্লাহের দেয়া গজব বলে মনে হচ্ছে? এখনো কি মনে হচ্ছে, উহা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন? যারা প্রাণ হারায়েছেন, তারা কি পরীক্ষার ফেল করেছেন, নাকি পুরস্কৃত হয়েছেন?  নাকি এক মহামারীর ছোবলে অকালে প্রয়ান করেছেন।
করোনা একটি মেডিক্যাল সমস্যা, ইহা মহামারীর রূপ নিয়েছে; মহামারীতে যা ঘটে, বিশ্বে তা ঘটছে। ইহা এখনো চলমান, ইহা বেশ কিছু সময় থাকবে, এই ভাইরাস মানব জাতিকে চরম সমস্যার মাঝে ঠেলে দিয়েছে; মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবস্হা নিচ্ছেন; ইহাকে থামাতে সময় লাগবে, হয়তো; কিন্তু মানুষ ইহাকে থামাবে। 
আপনারা যারা বিজ্ঞানের ছাত্র নন, আপনাদেরও প্রকৃতি ও সাধারণ বিজ্ঞানে কমনসেন্স আছে; এখন আর কেহ সৌরজগত নিয়ে সন্দেহ প্রকাশ করে না; থিওরী অব রিলেীভিটি না বুঝলেও জিপিএস যে, কাজ করে, উহা বুঝেন। অংক, বিজ্ঞান ও টেকনোলোজী ইত্যাদি অন্য সাবজেক্টগুলো থেকে সহজ;  কঠিন হচ্ছে রাজনীতি, অর্থনীতি, ফাইন্যান্স, সমাজনীতি, সাহিত্য, ফিলোসফি। 
পড়ালেখা-জানা লোকজন, যারা কোন বিষয়কে সঠিকভাবে অনুধাবন করতে পারে না, তারা চলমান বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না; আবার কিছু কিছু বদ্ধমুল ভুল ধারণা মানুষের কমনসেন্সকে দুর্বল করে দেয়, তাদের এনালাইসিসে লজিক থাকে না। 
আমাদের দেশ যে, অর্থনৈতিকভাবে অস্হিতিশীল, এটা অনেকই বুঝতে চাইতেন না; তারা ঢাকা শহরের অট্টালিকা, তার ফাঁকে ফাঁকে কলকারখানা দেখে বলে আসছিলেন যে, "আমরা আজকে আর তলাবিহীন ঝুঁড়ি নই";  এখন ঝুঁড়ির তলা আছে, তলায় সম্পদ আছে, কিন্তু উহাতে বেশীরভাগ মানুষের অধিকার নেই; সেটা এবার প্রত্যক্ষ করেছেন, হয়তো। যদি বেশীরভাগ মানুষের জন্য ঝুড়িতে কিছু নেই, যেই ঝুঁড়ির সম্পদের মানুষের অধিকার নেই, তাদের জন্য উহা তলাহীনের সমান। বেশীরভাগ মানুষ মাত্র  দেড় মাসেই বেদিশা হয়ে গেছেন। আর ঝুঁড়ির মালিকেরা ২০ বছর করোনা চললেও বেদিশা হবে না।
মানুষকে নিজ গ্রামে কবর দিতে দেয়নি, এটা কোথা থেকে এলো? এটা এসেছে অশিক্ষা ও অজ্ঞানতা থেকে; যারা এতটুকু অজ্ঞান তাদের সাথে বাস করা কঠিন; আমাদের সমাজে বাস করা কঠিন হয়ে গেছে; কারণ, জ্ঞানহীন মানুষের সংখ্যা বাড়ছে। আপনারা নিশ্চয় জ্ঞানহীনতায়  ভুগছেন না, নাকি ভুগছেন?
 
১০ ই মে, ২০২০  রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন: 
শতকরা ১০০ ভাগ মানুষকে পড়ানোর দায়িত্ব নিতে হবে সরকারকে, বা সমাজকে; না'হয়, আমরা বিশ্বে অন্যদের সাথে তাল মিলাতে পারবো না।
২| 
১০ ই মে, ২০২০  রাত ৮:০০
শের শায়রী বলেছেন: মুরুব্বী খুবই সত্যি কথা অশিক্ষা আর অজ্ঞানতা থেকে কুসংস্কার আসে। আবার অনেকে থিওরী অভ রিলেটিভিটি বানান ও করতে পারে না কিন্তু তা নিয়ে আইনষ্টাইনের মত পোষ্ট লেখে, যাই হোক লিখুক ভুল ভাল যা খুশী লিখুক কিন্তু পার পাবে না কারন এই সব থিওরী এখন যে কোন স্কুলের ছাত্র ও ভালো বোঝে।
যাই হোক আসল ব্যাপারে আসি, আপনি হয়ত জানেন এই ব্লগ বাংলাদেশে মোবাইল নেট ইউজ কারকরা দেখতে পারে না, আর দেখলেও ভিপিএন দিয়ে দেখতে হয়, মুলতঃ এখন  ওয়াই ফাই ইউজাররা এটা দেখতে পায় সঠিকভাবে বাংলাদেশে। সেক্ষেত্রে আমার আপনার প্রতি বিনীত নিবেদন আপনি যদি দেশে এসে জীবনের বাকী কয়টা দিন এই দেশের সাধারন মানুষের জীবন জ্ঞানের উন্নয়নে গ্রামে অথবা ঢাকা শহরেরই বসে কোন একটা ফাউন্ডেশান মাউণ্ডেশান তৈরী করে আমাদের দিক নির্দেশনা দিতেন আমরা কাজ করতাম। প্লীজ প্লীজ প্লীজ মুরুব্বী দেশে আসেন...  
  দেশের অন্তত একজন মানুষকে হলেও অজ্ঞানতা থেকে আপনার জ্ঞানের আলোয় আনুন। কবে আসবেন জানাবেন।
আপনার সুস্বাস্থ্য এবং কল্যান কামনায়।
 
১০ ই মে, ২০২০  রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন: 
 দেশে আসার প্ল্যান আছ। আমি আমার রেগুলার চাকুরীর পাশাপাশি সব সময় অন্যদের পড়ায়ে আসছি; নিউইয়র্ক  শহর থেকে ১২০ মাইল দুরে থেকেও, নিউইয়র্কে এসে বাংগালীদের পড়ায়েছি ১৮ বছর। এখন সেটা বন্ধ রাখতে হয়েছে গত ২ বছর। দেশে পড়ানোর ইচ্ছা আছে আমার।
 
১০ ই মে, ২০২০  রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন: 
স্যরি, বানার ভুলের জন্য উহার অর্থ বদলে গিয়েছিলো; ঠিক করে দিয়েছি, আপনাকে ধন্যবাদ।
৩| 
১০ ই মে, ২০২০  রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: আমি একজন আধুনিক মানুশ। আমার মধ্যে কোনো কুসংস্কার নেই। 
করোনা আল্লাহর গজব যারা বলেন তারা নির্বোধ কোনো বিষয়ে কোনো দ্বিমত নেই। 
যারা নির্বোধ তারা এই করোনার দিনেও নির্বোধের পরিচয় দিয়েছে। যেমন পঞ্চগরের লোকজন পরিবহন চালু করার জন্য মানব বন্ধন করছে। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন জানাজায় ভালো নাটক দেখালেন। ধানকাটা নিয়ে ভালো নাটক হলো।
 
১০ ই মে, ২০২০  রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন: 
দেশে এনার্খি চলছে সরকার ও প্রশাসনের অদক্ষতার কারণে; কিছু শিক্ষিতদেরকে চেষ্টা করতে হবে টিকে থাকটে।
৪| 
১০ ই মে, ২০২০  রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: 
  যে পত্রিকা নিউজ ছাপাইছে, সে পত্রিকার অনলাইন থেকে নিউজ উধাও হয়ে হয়ে গেছে।
 
১০ ই মে, ২০২০  রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন: 
যারা অবৈধভাবে সম্পদ দখল করেছে, তারা এই পরিবেশে পালিয়ে যাবে সব সময়।
৫| 
১০ ই মে, ২০২০  রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: বিভিন্ন এলাকার গ্রামের খোঁজ-খবর নিয়ে বোঝা যাচ্ছে গ্রামের মানুষ (প্রায় সবাই) করোনা মহামারী সম্পর্কে কোনো ধারণা রাখেন না। তারা স্বাভাবিক জীবন যাপন করছেন যা আগেও করতেন। শহরের অনেক মানুষ গ্রামে চলে গিয়েছেন নিরাপদে থাকার জন্য। তারা যখন গ্রামবাসীকে তফাত থাকার বিষয়টি নিয়ে আলোচনা করে তখন তারা হাসাহাসি করেন। কেউ কেউ বুললেও বলেন, ‘আমাদের কিছুই হবে না।’
আমার এক আত্মীয় গত পরশু ফোন করে জিজ্ঞেস করলেন, ঢাহায় কীয়ের করোনা নাহি আইছে? এইডা কী হাছা কথা, আসলেই কি কার্যকরী অইতাছে? নাকি মিছা কথা।’
 
১০ ই মে, ২০২০  রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন: 
গ্রামে খোলা যায়গা, বাড়ী থেকে বাড়ীর দুরত্ব অনেক, ঘর থেকে ঘরের দুরত্ব অনেক। সেইজন্য আপনাকে বলেছিলাম, পারলে গ্রামে চলে যান। গ্রামের অনেক মানুষকে সব সময় বাজারে যেতে হয় না।
৬| 
১০ ই মে, ২০২০  রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: গ্রামে এখন মানুষকে প্রভাবিত করতে পারে এমন কোন সামাজিক নেতা নাই- নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের মতোই অনানুষ্ঠানিক নেতারাও কলুষিত; সচেতন ব্যক্তি যারা সৎ, তারা সমাজে অসৎদের দ্বারা কোনঠাসা হয়ে বাধ্য হয়ে মুখে কুলুফ এটেছেন ।
 
১০ ই মে, ২০২০  রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন: 
সরকার, প্রশাসন ও নেতৃত্বের কথা বললে, দেশে এখন এনার্খি চলছে; সরকারের উপর মানুষের আস্হা নেই
৭| 
১০ ই মে, ২০২০  রাত ৮:১৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
করোনা ভাইরাস আল্লাহর সৈনিক। 
পাপী বান্দাদেরকে শায়েস্তা করার জন্য উহাদেরকে প্রেরণ করা হয়েছে।
 
১০ ই মে, ২০২০  রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন: 
মানুষের কিছুটা টনক নড়েছে, আমাদের মানুষ পেছনে পড়ে গেছেন, অনেকেই তা অনুধাবন করছেন।
৮| 
১০ ই মে, ২০২০  রাত ৮:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: শেষটুকুই মূল কথা।
কতটুকু জ্ঞানহীন আমরা!!
 
১০ ই মে, ২০২০  রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন: 
ভয়ংকর এই ধরণের ঘটনার সময়, মানুষ নিজের মাথা ঘামা্য, অবস্হা বুঝার চেষ্টা করেন। এবারের এই ঘটনায়, মানুষ অনেক বিষয়কে অনুধাবন করার সুযোগ পেয়েছেন।
৯| 
১০ ই মে, ২০২০  রাত ৮:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আমার কোন জ্ঞানই বাড়ে নাই।
তা হোক করোনার আগে কিংবা পরেতি
বে আপনারটা বেড়েছে বলে আত্মগরিমায়
তৃপ্তির ঢেকুর তোলা বোকামী। আপনি যেই
তিমিরে সেই তিমিরেই আছেন!!
 
১০ ই মে, ২০২০  রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন: 
আপনার সামনে যা ঘটছে: আপনি ব্লগে করোনাকে নিয়ে পোষ্ট দিলেন,  বাইওলোজী পড়লেন, অর্থনীতির উপর ইহার প্রভাব পড়লেন, ভেকসিন ও ঔষধের রিসার্চ নিয়ে পড়লেন (মাইক্রো বাইও লোজী, ফিজিওলোজী, বাইও-কেমেষ্ট্রি, এনাটমি জানলেন, মানুষের মৃত্যুর খবর পড়ছেন, কলকারখানা বন্ধ দেখছেন, সংক্রমণ দেখছেন; এরপরও আপনার ধারণা বাড়েনি?
১০| 
১০ ই মে, ২০২০  রাত ১০:১৬
নতুন বলেছেন: দেশে অজ্ঞতা দূর করতে সরকারকে কাজ করতে হবে নতুবা সমাজকে পেছনে টেনে নামানোর দল বাড়তেই থাকবে। 
করোনা নিয়ে মানুষের সাথে আচরনে এই অজ্ঞতা প্রকাশ পেয়েছে। 
তুচ্ছ ঘটনা নিয়ে ব্রেভ হাট স্টাইলে যুদ্ধ করা এলাকার মানুষের অজ্ঞতা প্রকাশ করেছে
পদ্মা সেতুতে মাথা লাগবে গুজবে মানুষ মেরে সমাজের অজ্ঞতার পরিমান জানিয়েছি আমরা।
হুজুর গোস্ঠির করোনা হবেনা ধারনা দেওয়া এবং পরে পল্টিমারায় ওয়াজবাজীর অজ্ঞতা প্রকাশ করেছে।
এমন অনেক ঘটনা আছে যেগুলি নিয়ে কাজ করতে হবে সরকারকে।
 
১০ ই মে, ২০২০  রাত ১১:০৭
চাঁদগাজী বলেছেন: 
ব্যুরোক্রেট ও প্রশাসন মিলে মানুকে পড়তে দেয়নি; ওদের ভুল ধারণা, সবাই পড়লে চাকুরীর অভাব হবে, ঘরের জন্য চাকরানী পাওয়া যাবে না, আরব বা মালয়েশিয়া না পাঠাতে পারলে ডলার আসবে না, ইত্যাদি ইত্যাদি। 
বাংলাদেশের সবাই চায় যে, অন্য পরিবারের লোকজন যেন শিক্ষায় সমান  হতে না পারে।
১১| 
১০ ই মে, ২০২০  রাত ১০:২৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
"জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব"
 
১০ ই মে, ২০২০  রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন: 
আমাদের সামনেই তো "পড়ালেখাকে প্রাইভেটের হাতে দিয়ে  মাথাপিছু লাখ লাখ টাকা খরচ বাড়িয়ে দিয়েছে" ব্যুরোক্রেটরা।
১২| 
১০ ই মে, ২০২০  রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: প্রথম আলো পত্রিকার একটি নিউজ এর শিরোণাম
সরকারের সমালোচনা করলেই জেলে পাঠানো হচ্ছে: এমএসএফ
 মানুষ মাত্রই ভুল হয়। সে হোক বিদ্যাসাগর অথবা মাসজিদের ইমাম। আর এই ভুলকে ভুল বলার যদি কেউ না থাকে, তখন এই ভুল তারা সমাজে ছড়িয়ে সমাজকে নষ্ট করে দিবে । 
সরকার হয়তো মানুষ না, মানুষের উর্ধে। 
 তাই কোন সমালোচনা করা যাবে না।
 
১০ ই মে, ২০২০  রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন: 
সরকারে একজন মানুষ কৌশলী আছেন, উনি শেখ হাসিনা, উনি যতটুকু জানেন, সেটা দিয়ে দেশ চালাচ্ছেন; উনার কমবুদ্ধিকে পুঁজি করে ব্যুরোক্রেটরা ও প্রশাসন ডাকাতী চালিয়ে যাচ্ছে।
১৩| 
১০ ই মে, ২০২০  রাত ১০:৩২
আহা রুবন বলেছেন: চেনাজানাদের সঙ্গে কথা বলে হতাশ হতে হয়। বিজ্ঞানের ছাত্ররাই বেশি গোঁড়ামিতে আক্রান্ত।
 
১০ ই মে, ২০২০  রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন: 
এখন কোন ছেলেমেয়েকে পড়তে দেখেছেন? শহরের ছেলেমেয়রা বিজ্ঞান পড়ে আর শিবিরের টিউটোরিয়েল পড়ে; ওখানে মানুষের রগকাটার ট্রেনিং নেয়। 
গ্রামের বাচ্চারা ইংরেজী পারে না, বিজ্ঞান না পড়ে কমর্স ইত্যাদই পড়ে।
১৪| 
১০ ই মে, ২০২০  রাত ১০:৩৯
কানিজ রিনা বলেছেন: গ্রাম বা শহরের অশিক্ষিত লোকেরা করোনা
জীবানু চোখে না দেখে বিশ্বাস করছেনা করোনা
ছোয়াচে বা রুগীর সংস্পর্শে গেলেই করোনায়
ধরবে। ঠিক নাস্তিকরা যেমন না দেখে আল্লাহকে
বিশ্বাস করেনা। 
আমার কথার ভাবার্থ বুঝিয়ে দিন।
 
১০ ই মে, ২০২০  রাত ১১:১৩
চাঁদগাজী বলেছেন: 
 আল্লাহ নিয়ে মানুষের সমস্যা নেই, সমস্যা হচ্ছে, যারা নিজের কম-বুদ্ধির নিয়ম কানুন আল্লাহের নামে সমাজে চালু করেছে।
১৫| 
১০ ই মে, ২০২০  রাত ১০:৪০
ডার্ক ম্যান বলেছেন: এক সময়ের প্রগতিশীলরা বুড়ো বয়সে আল্লাহ্র পথে হিজরত করেন
 
১০ ই মে, ২০২০  রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশে প্রগতিশীল আমার চেখে পড়েনি।
১৬| 
১১ ই মে, ২০২০  রাত ১:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: আল্লাহ্ তার বান্দাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন তার বান্দার ধৈর্য ও আল্লাহ্র প্রতি তার বিশ্বাস । এবং আল্লাহ্ চান তার বান্দা এই বিপদের উসিলায় তাঁকে বেশী বেশী ডাকুক তার নিকটবর্তী হোক । তার পরিবর্তন হোক । তাই বিপদে পরে যে আল্লাহকে বেশী বেশী স্মরণ করবে, ভালো হবে, সে ভাগ্যবান/ ভাগ্যবতী। করোনা একটি বৈশ্বিক সমস্যা হলেও ইন্ডীভিজুয়ালি আমরা বিপদে পতিত । 
যে কোন মেডিক্যাল সমস্যা অবশ্যই সমস্যা । তবে তাই বলে আল্লাহ্ বলেন নাই যে চিকিৎসা না করে বসে বসে আমাকে ডাকো । তাঁকে ডাকতেও হবে চিকিৎসা ও করাতে হবে । 
পৃথিবীর সবকিছুই আল্লাহ্র দান । বিজ্ঞান বলেন মহামারী বলেন সবকিছুই আল্লাহ্র কাছে থেকেই আসে এবং আল্লাহ্ যা চাইবেন তাই হবে তিনি চাইলেই মহামারী দূর হবে সেটা বিজ্ঞানের মাধ্যমে হোক আর যেভাবেই হোক সব তার ইচ্ছা । আমাদের চেষ্টা বাকীটা তার ইচ্ছে। 
আর যারা করোনা তে মারা গিয়েছে তাঁদের কথা বলছেন ? যার মৃত্যু যেভাবে নির্ধারিত সেভাবেই হবে । যে করোনা তে মরার কপাল নিয়ে এসেছে তাঁকে সেভাবেই মরতে হবে।  করোনা তে না মরলেও আমাকে আপনাকে মরতে হবে এবং সে মৃত্যুই আমাদের জন্য নির্ধারিত । 
আমি সাধারণত ধর্ম কর্ম নিয়ে কোন পোস্টে মন্তব্য করিনা তাও করলাম আজ । আল্লাহ্, বিজ্ঞান, ধর্ম এসব নিয়ে তর্ক বিতর্ক আমার কাছে নিছক সময় নষ্ট ছাড়া আর কিছুনা ।
 
১১ ই মে, ২০২০  রাত ২:০৯
চাঁদগাজী বলেছেন: 
আল্লাহ আপনার সাথে যোগাযোগ করে থাকলে, উনার ইচ্ছা সম্পর্কে আপনি জানেন; উনি যদি আপনার সাথে যোগাযোগ না করে থাকেন, অন্য কারো সাথে যোগাযোগ করার কোন কারণ নেই।
১৭| 
১১ ই মে, ২০২০  রাত ২:১৫
কূপমণ্ডূক বলেছেন: শের শায়রী বলেছেন "আপনার প্রতি বিনীত নিবেদন আপনি যদি দেশে এসে জীবনের বাকী কয়টা দিন এই দেশের সাধারন মানুষের জীবন জ্ঞানের উন্নয়নে গ্রামে অথবা ঢাকা শহরেরই বসে কোন একটা ফাউন্ডেশান মাউণ্ডেশান তৈরী করে আমাদের দিক নির্দেশনা দিতেন আমরা কাজ করতাম"। আমারও একই দাবী। প্রকোশলী হন বা ভূতাত্ত্বিক হন, মুক্তিযোদ্ধা হন বা যুদ্ধের বছরে জন্মনেয়া হন, মাটির উপরের ক্যাপ্টেন আমেরিকা হন বা পানির অ্যাকুয়াম্যান হন বা মাটির নিচের ক্যাপ্টেন নিমো হন, সবাই যদি ফাউন্ডেশান মাউণ্ডেশান তৈরী করে আমাদের দিক নির্দেশনা দিতেন আমরা কাজ করতাম।
 
১১ ই মে, ২০২০  রাত ২:৩৭
চাঁদগাজী বলেছেন: 
আমি দেশে এসে চেষ্টা করবো, আমরা অনেকেই কিছু করতে চাই।
১৮| 
১১ ই মে, ২০২০  রাত ২:২০
কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন:
আল্লাহ আপনার সাথে যোগাযোগ করে থাকলে, উনার ইচ্ছা সম্পর্কে আপনি জানেন; উনি যদি আপনার সাথে যোগাযোগ না করে থাকেন, অন্য কারো সাথে যোগাযোগ করার কোন কারণ নেই।  
আমি সাধারণত ধর্ম কর্ম নিয়ে কোন পোস্টে মন্তব্য করিনা তাও করলাম আজ । আল্লাহ্, বিজ্ঞান, ধর্ম এসব নিয়ে তর্ক বিতর্ক আমার কাছে নিছক সময় নষ্ট ছাড়া আর কিছুনা । 
ধন্যবাদ । ভালো থাকবেন ।
 
১১ ই মে, ২০২০  রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন: 
ভালো থাকুন।
১৯| 
১১ ই মে, ২০২০  রাত ২:৩১
সুপারডুপার বলেছেন: 
@কথার ফুলঝুরি! ,
আল -কোরআন ৩ঃ১৪৫: আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না-সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে। বস্তুতঃ যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে, আমি তাকে তা দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে-যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে, তা থেকে আমি তাকে তাই দেবো। আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেবো 
আল -কোরআন ৬ঃ৬১ : অনন্তর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দিবেন, যা কিছু তোমরা করছিলে। তিনিই স্বীয় বান্দাদের উপর প্রবল। তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী। এমন কি, যখন তোমাদের কারও মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়।
কাজেই  আল্লাহর হুকুম ছাড়া কেউ মারা যেতে পারে না।  তাহলে , আপনার কথা অনুসারে ও কোরআন অনুসারে করোনায় মৃত্যুবরণের জন্যেও দায়ী আল্লাহ। আল্লাহয় যখন দায়ী, মানুষরা (বিশেষ করে কাফের মুশরিকরা)  ভ্যাকসিন আবিষ্কারের পিছনে নিছক সময় নষ্ট করছেন। কি বলেন? আপনি ও ভ্রান্ত বিশ্বাসের মুসললমানরাও ক্যান যে কাফের মুশরিকদের আবিষ্কার করা ঔষুধ - ভ্যাকসিন ব্যবহার করেন? 
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
 
১১ ই মে, ২০২০  রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন: 
ইসলাম ধর্মের আইডিয়া এসেছে ইহুদী ও খৃষ্টান ধর্ম থেকে। ইহুদী ধর্ম নবী মুসার (স: ) আগেও ছিলো; তবে, উহা ঠিক আজকের মতো ছিলো না; মুসা নবী শিক্ষিত হওয়ায়, উনার জ্ঞান অনুসারে সবকিছু গুছিয়ে লিখেছিলেন। ইসলামের সময়, যা লেখা হয়েছে, তাতে আরবদের মানসও যোগ হয়েছে। ১৪০০ বছর আগের মক্কা, মদীনার মানুষদের ধারণা অনুসরণ করছেন আজকের মুসলমানেরা।
২০| 
১১ ই মে, ২০২০  রাত ২:৩৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: করোনা ও বিশ্ব সম্পর্কে আপনাদের ধারণা ও জ্ঞান বেড়েছে, আশাকরি! নাকি উহা এখনো আল্লাহের দেয়া গজব বলে মনে হচ্ছে? এখনো কি মনে হচ্ছে, উহা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন? যারা প্রাণ হারায়েছেন, তারা কি পরীক্ষার ফেল করেছেন, নাকি পুরস্কৃত হয়েছেন?
...........................................................................................................................................................
এ ধরনে র কথা বলতে গিয়ে আমার কিছু আত্নীয় স্বজনদের সঙ্গে সর্ম্পক জিরো লেভেলে নেমে এসেছে ।
 
১১ ই মে, ২০২০  রাত ২:৪৬
চাঁদগাজী বলেছেন: 
১৬০ কোটী মুসলমানের মাঝে বেশীর ভাগই কোন না কোনভাবে  কিছু বদ্ধমুল ভুল ধরণাকে পোষণ করছেন।
২১| 
১১ ই মে, ২০২০  রাত ৩:২০
সুপারডুপার বলেছেন: 
আল্লাহ বলেন, ‘যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে। আর যাকে তিনি পথ ভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।(আরাফ : ১৭৮)’ আসমান-জমিন সৃষ্টির ৫০(পঞ্চাশ) হাজার বৎসর পূর্বে আল্লাহ্ তা’আলা সৃষ্টজীবের ভাগ্য সমূহ লিখে রেখেছেন। [সহি মুসলিম ইফাঃ-৬৫০৭] কোরান-হাদিসের বর্ণনা অনুযায়ী মানুষের সবকিছুই পূর্ব নির্ধারিত। সবই যদি আল্লাহর হুকুমে হয় তাহলে পাপের দায় মানুষ নেবে কেন? কেনই বা সেই পাপের জন্য আল্লাহ গজব দিবেন? অপরদিকে আল্লাহ আবার ন্যায়বিচারক। আল্লাহই যদি এই মানুষের পাপের কারিগর হয় (রেফঃ কাহফ : ১৭, ইসরা : ৯৭, আরাফ : ১৭৮, নাহল : ৩৭) ও এটার  জন্য গযব হয়।  ন্যায়বিচারে গজবটা কার দিকে হওয়ার কথা?
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
 
১১ ই মে, ২০২০  রাত ৩:৩৫
চাঁদগাজী বলেছেন: 
এগুলো পুরানো সময়ের মানুষের উপদেশ ইত্যাদি ছিলো হয়তো; বহু ভাষা হয়ে এগুলো এখন কথার মারপ্যাচে পরিণত হয়েছে, সঠিক কোন কিছু না।
২২| 
১১ ই মে, ২০২০  ভোর ৪:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: ইশ । কোন দুঃখে যে মন্তব্যখানি করতে গিয়েছিলাম  
 এই শুরু হয়ে গেলো তো ? যা আমার একদমই অপছন্দ। আরগুমেন্ট । যার যা মন চায় করুক যার যা মন চায় ভাবুক বিশ্বাস করুক । তাতে আমার কি ?  
 আই ওলঅয়েজ মাইন্ড মাই ওউন বিজনেস । 
@সুপারডুপার- আমার অনেক কাজ পরে আছে ভাইয়া শেষ করতে হিমশিম খাচ্ছি এইসব প্যাঁচালে সময় নষ্ট করার মত সময় আসলে আমার নেই আর সময় থাকলেও ইন্টারেস্ট নেই । আর আমার মনে হয় আপনিও অনেক বিজি তাইতো আমার আগের মন্তব্যখানি ভালোমত পড়েননি বা পড়লেও তা আপনার মাথার উপর দিয়ে গিয়েছে তাই আপনার জ্ঞাতার্থে কিছু অংশ পুনরায় দিলাম - যে কোন মেডিকেল সমস্যা অবশ্যই সমস্যা । তবে তাই বলে আল্লাহ্ বলেন নাই যে চিকিৎসা না করে বসে বসে আমাকে ডাকো । তাঁকে ডাকতেও হবে চিকিৎসাও করাতে হবে ।   
আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ । আপনাদের সাথে তর্কে যাওয়া মানে বোকামী । তাই ভালো থাকুন আল্লাহ্ হাফেজ ।  
@চাঁদগাজী সাহেব - কিছুদিন আগে আপনার একটা পোষ্ট দেখে মনে প্রশ্ন জেগেছিলো তবে ওই ধরনের পোস্টে মন্তব্য করিনা বিধায় জিগ্যেস করিনি । আজ যখন ফাঁদে পা দিয়েই ফেলেছি তখন জিগ্যেস করেই ফেলি । আমার আসলে জানা নেই। আপনি কোন ধর্মের অনুসারী ? যদি মুসলমান হন তবে আপনি কোন যুগের মুসলমান? ১৪০০ বছর আগের না ১৪০০ বছর পরের ?  
আপনাকেও আল্লাহ্ হাফেজ ।
২৩| 
১১ ই মে, ২০২০  ভোর ৫:০৬
সুপারডুপার বলেছেন: 
লেখক বলেছেন: এগুলো পুরানো সময়ের মানুষের উপদেশ ইত্যাদি ছিলো হয়তো; বহু ভাষা হয়ে এগুলো এখন কথার মারপ্যাচে পরিণত হয়েছে, সঠিক কোন কিছু না।
- ভ্রান্ত বিশ্বাসের পথিক নুরু হুজুর ও এ্যবনরমাল পরিবারে বেড়ে ওঠা কানিজ রিনা মনে হয় খুবই আল্লাহওয়ালা।  এই টাইপের লোকেরা বিশ্বাস করে এইগুলো মানুষ নয়, আল্লাহর কাছে থেকে পৃথিবীতে ডাউনলোড হয়েছে। এরা মাইনকার চিপায় ফাইসা গেলে ক্যা কু ছাড়া আর কিছুই কইতে পারে না। কথা হলো মানুষ / আল্লাহ যার-ই উপদেশ হোক না কেন, তার নিজের উপদেশে নিজেই ফাইসা গেছে।
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
২৪| 
১১ ই মে, ২০২০  ভোর ৫:২৮
সুপারডুপার বলেছেন: 
@কথার ফুলঝুরি! ,
পড়েছি। সেইজন্যই আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহ রোগও দিবেন, চিকিৎসাও করাতে বলবেন ; কাফেরদের হত্যা করতে বলবেন , আবার সেই কাফেরদের দিয়েই ঔষুধ আবিষ্কার করাবেন;  পাপ করাবেন , গজব ও দিবেন (মন্তব্য ২১) । কেমন আল্লাহ আপনার কাছে ?     
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
২৫| 
১১ ই মে, ২০২০  ভোর ৬:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি যখন স্কুলে ক্লাস টুতে পড়ি তখন আমাদের গ্রামের আমার বয়সি এক ছেলে মাদ্রাসায় পড়ে।অনেকদিন পর ও বাড়ী আসলে ওঁকে বলি,তুমি কত দুরে পড়?ওবলে সকালে রওনা দিলে রাত হয়ে যায়।আজ আমাদের গ্রামে ছোট বড় মিলিয়ে তিনটা মাদ্রাসা ।
দিন দিন দেশের অবস্থা খারাপই হচ্ছে।এটার পরিবর্তন এক দুই জনের  বা একশ দুইশ জনের এমনকি একহাজার /দুই হাজার জনের কাজ না।রাজনৈতিক পরিবর্তন ছাড়া এটা সম্ভব না।সংস্কারবাদী চিন্তা বাঁদ দিয়ে সঠিক চিন্তা করতে হবে।আপনি গ্রামে গিয়ে দুইশলোককে পড়াবেন আর হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র।দুইদিন পরই মুরদাত ঘোষনা করবে,জাননিয়ে ফেরত আসা যাবেনা।
 
১১ ই মে, ২০২০  বিকাল ৩:৪১
চাঁদগাজী বলেছেন: 
মাদ্রাসার পড়ালেখা জাতিকে সাহায্য না করে, উল্টো পেছনে নিচ্ছে।
২৬| 
১১ ই মে, ২০২০  সকাল ৮:৫৪
এলিয়ানা সিম্পসন বলেছেন: বাংলাদেশের মানুষ সারাদিন ফেইক নিউজ শেয়ার করে।
 
১১ ই মে, ২০২০  বিকাল ৩:৩৮
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশের মানুষের শিক্ষার মান এ্ত নীচু যে, উহা আসলে তেমন কোন কাজে লাগে না।
২৭| 
১১ ই মে, ২০২০  সকাল ১১:০৯
সুপারডুপার বলেছেন: 
নুরুলইসলা০৬০৪ আপনি ঠিকই বলছেন।  ব্লগেও এটি দেখা যায় , ধর্মের পক্ষে একশ -হাজারটি  হাদিস/কোরানের পোস্ট -মন্তব্যের বিরুদ্ধে ধর্মবিরোধীরা কখনই রিপোর্ট করে না, কিন্তু একটি সমালোচনামূলক মন্তব্য /পোস্ট আসলেও ধর্মান্ধরা দলবেধে রিপোর্ট করে, ইনিয়ে বিনিয়ে দেশে গেলে বিচারের / জঙ্গী লেলিয়ে দেওয়ার হুমকি দেয়। কলমের জবাব কলমের মাধ্যমে দেয়ার মুরদ নেই ধর্মকানাদের, আশ্রয় নিতে হয় চাপাতি কিংবা বোমার অথবা জংলীদের লেলিয়ে দেওয়ায়।  চাঁদগাজী সাহেবের দেশে গিয়ে ছাত্র - ছাত্রীদের পড়ালেখার দায়িত্ব নেওয়া মানে মরণফাঁদে পা দেওয়া।  
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
২৮| 
১১ ই মে, ২০২০  দুপুর ১২:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
লেখক বলেছেন: আপনার সামনে যা ঘটছে: আপনি ব্লগে করোনাকে নিয়ে পোষ্ট দিলেন, বাইওলোজী পড়লেন, অর্থনীতির উপর ইহার প্রভাব পড়লেন, ভেকসিন ও ঔষধের রিসার্চ নিয়ে পড়লেন (মাইক্রো বাইও লোজী, ফিজিওলোজী, বাইও-কেমেষ্ট্রি, এনাটমি জানলেন, মানুষের মৃত্যুর খবর পড়ছেন, কলকারখানা বন্ধ দেখছেন, সংক্রমণ দেখছেন; এরপরও আপনার ধারণা বাড়েনি?
বাড়েনি কারণঃ 
১। সতর্ক করা সত্বেও আমরার হোম কোয়ারেন্টা্ইন মানিনা।
২। বিশ্বস্বাস্থ্য সংস্থার উপদেশ অমান্য করে আমরা লকডাউন খুলে দিচ্ছি।
৩। বাজার বা গার্মেন্টসে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছিনা।
৪। চাকুরী যাবার ভয়ে গার্মেন্টস কর্মীরা দলে দলে ঢাকায় আসে।
৫। মহা ছুটির আনন্দে আমরা শহর থেকে গ্রামে ভ্রমন করি।
আমিকি কিছৃু শিখলাম ?
 
১১ ই মে, ২০২০  বিকাল ৩:৩৬
চাঁদগাজী বলেছেন: 
আমি ব্লগারদের ব্যাপারে বলছি
২৯| 
১১ ই মে, ২০২০  দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ভেবে দেখলাম, এই টাইমে মরার একটা উপকারিতা আছে। কাছের লোকেরা সম্ভবত কম শোক পাবে। কেননা সবাই যার যার মৃত্যু নিয়ে চিন্তিত। অন্যের জন্য কষ্ট পাওয়ার মতো মানসিক অবস্থা বা অবসর কিছুটা হলেও কম থাকার কথা এই টাইমে।
 
১১ ই মে, ২০২০  বিকাল ৩:৪০
চাঁদগাজী বলেছেন: 
সংক্রমণ কি বাড়ছে, নাকি কন্ট্রোলে আছে?
৩০| 
১১ ই মে, ২০২০  বিকাল ৫:০১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
দেশে হরেক রকম শিক্ষা প্রতিষ্ঠান থাকার দরকারটা কি? 
স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, হেফজখানা  আরো কত কি? 
সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই ধারায় আনা্ উচিত। 
মাদ্রাসা থাকার কোন প্রয়োজন আছে বলে মনে হয়। 
ধর্মীয় শিক্ষা তো স্কুলেও দেয়া যেতে পারে। 
কলেজে প্রয়োজনে আলাদা ধর্মীয় শাখা খোলা যেতে পারে। 
রাষ্ট্রের টাকা নষ্ট  করে আজে বাজে প্রতিষ্ঠান রাখার কোন মানে হয় না।
 
১১ ই মে, ২০২০  সন্ধ্যা  ৬:৪২
চাঁদগাজী বলেছেন: 
মাদ্রাসা রয়ে গেছে; কারণ, ব্যুরোক্রেটরা ও সরকার চাহে না যে, দরিদ্ররা পড়ালেখা করুক। ড: কবীর চৌধূরী থেকে শেখ সাহেব, কেহই গরীবদের পড়ালেখার কথা বলেনি।
৩১| 
১১ ই মে, ২০২০  বিকাল ৫:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
অবিশ্বাসী আর নাস্তিকে ভরে গেছে দেশট
কি যে এর পরিণতি কি হবে এর শেষটা।
আলেমদের বেজ্জতি মান বুঝি রাখা দায়
যত করো তুচ্ছ লাগবে যে জানাযায়।
 
১১ ই মে, ২০২০  সন্ধ্যা  ৬:৪০
চাঁদগাজী বলেছেন: 
 মনে হয়, যারা আপনার মতো ভাবেন না, তাদেরকে নাস্তিক মনে করেন! ইহা আপনার ভুল ধারণা
৩২| 
১১ ই মে, ২০২০  বিকাল ৫:৪৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষের মধ্যে অশিক্ষা-কুশিক্ষার ছড়াছড়ি। জ্ঞান বাড়ছে বলে মনে হয় না।
 
১১ ই মে, ২০২০  সন্ধ্যা  ৬:৪৪
চাঁদগাজী বলেছেন: 
ব্লগের যলেখা ও কমেন্ট দেখে সেটাই মনে হচ্ছে।
আপনি কি শহরে, নাকি গ্রামে?
৩৩| 
১১ ই মে, ২০২০  বিকাল ৫:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: @নূর মোহাম্মদ নূরুঃ হুজুরদের অনেককেই জানাজা পড়াতে অস্বীকৃতি জানাতে দেখেছি। কিছু কিছু জায়গায় জানাজা পড়িয়েছে পুলিশ।
 
১১ ই মে, ২০২০  সন্ধ্যা  ৬:৪৫
চাঁদগাজী বলেছেন: 
আমাদের হুজুরেরা অবহেলিত, সুযোগ পেলে উনারা প্রতিশোধ নেন।
৩৪| 
১১ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:২৫
রাজীব নুর বলেছেন: মনে রাখা দরকার, আধুনিক রাষ্ট্রের ধারণা ও বাস্তবায়নের আগেও মানুষের সমাজ ছিল, ব্যবস্থাও ছিল।
আসেন, রাষ্ট্র ও সরকারব্যবস্থা নিয়া আরেকবার চিন্তা করি।
৩৫| 
১৩ ই মে, ২০২০  রাত ১২:২৭
সুপারডুপার বলেছেন: 
@নূরু হুজুর , বাংলাদেশে গত কয়েকবছর ধরে একটা ট্রেন্ড চালু হয়েছে। যুক্তিতে না পেরে কাউকে কুপোকাত করতে চাইলে, তার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে, তাকে বানিয়ে দেয়া হয় অবিশ্বাসী আর নাস্তিক। অন্ধবিশ্বাসের ধর্মবিরোধিতা আর নাস্তিকতা এক নয়, তা আপনার মত লোক গুলো বুঝেও ধর্মব্যবসায়ীদের স্বার্থে তা না বুঝার ভান করে। ঈশ্বর /সৃষ্টিকর্তা/ প্রভু  থাকতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা থেকে ডাউনলোডকৃত ধর্মের বাণীতে কিভাবেই বা উগ্রবাদীতা, অযৌক্তিকতা এবং ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য, ধারণা, সংস্কার ও বিশ্বাস থাকতে পারে? !!! 
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৬
মীর আবুল আল হাসিব বলেছেন: আমাদের কুসংস্কার মুক্ত হতে হলে সৈয়দ ওয়ালীউল্লাহর মত ডজন খানেক লেখক লাগবে; যারা মজিদ এর মত বক ধার্মিকদের চিহ্নিত করে দেবে।