নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নতুন গ্রেজুয়েটদের চাকুরী নিয়ে সমস্যা হবে, শেখার মতো কিছু আছে?

১৪ ই মে, ২০২০ রাত ৮:০২



যেসব নতুন গ্রেজুয়েটদের পারিবারিক ব্যবসা আছে, এ'বছর হয়তো তাদের চাকুরী হবে, বাকীদের চাকুরী হওয়ার সম্ভাবনা বেশ কম; হাতে অবসর সময় পাবেন, কি পড়বেন, কি শিখবেন? বই মেলার বই পড়ে সময় নষ্ট করা ঠিক হবে না, শতকরা ৯০ ভাগ সম্ভাবনা যে, আপনি ভুল আইডিয়া নিয়ে লেখা নীচু মানের বই পড়তে পারেন।

ভাষা যদি শিখতে হয়, ইংরেজীই শিখুন, ইংরেজী কিছুটা জানা থাকলে, উহাকে ভালো করে শিখুন। ইন্জিনিয়ারিং, কম্প্যুটিং বা টেকনোলোজীর গ্রেজুয়েট হলে, ইংরেজীর সাথে আরবীও শিখতে পারেন; করোনা কমলে, আরব দেশে কম্প্যুটিং ও ইন্জিনিয়ারিং'এ চাকুরী বাড়বে।

সাধারণ পড়ালেখা নিশ্চয় অনেক করেছেন, গ্রেজুয়েশনের পরে সেগুলো বিরক্তিকর লাগবে; যেই কোন প্রফেশানের লোকজন কম্প্যুটারের সিষ্টেম এডমিন হতে পারেন চাইলে, শিখতে সময় লাগবে ১ বছরের বেশী এবং এখানে চাকুরী হবে। লিনাক্স কিংবা উইনডোজ বিজনেস সার্ভার শিখতে শুরু করতে পারেন ঘরে বসেই; একটা ল্যাপটপ, বা ডেস্কটপ থাকলেই, অনলাইনের ভিভিও দিয়ে শুরু করতে পারেন; সাহায্যের দরকার হলে, জানাশোনা মানুষ থেকে সাহায্য নিতে পারবেন। লিনাক্স কিংবা উইণডোজ এডমিনে্ষ্ট্রেশন শেখার সময়, সাথে মাইক্রোসফটের SQL Server ডাটাবেইজ এডমিনও শিখতে হবে।

যারা কম্প্যুটারের 'ক'ও জানেন না, তাদের যদি কম্প্যুটার থাকে, ইউটিউবে ভিডিও দেখুন কিভাবে JAVA কিংবা HTML প্রোগ্রামিং ল্যংগুয়েজ শিখা যায়।

হাতেনাতে কাজ শিখতে পারেন; নিজের থাকা খাওয়ার পয়সা যোগাড় করতে পারলে, কোন কারখানায় ভলনটিয়ার হিসেবে ২/৩ মাস টেকনিশয়ানের কাজ শিখতে পারেন। বাড়ীঘরের ইলেকট্রিক্যাল মেরামত, ঘরবাড়ীর সাধারণ মেরামত, লিফট মেরামত শিখতে পারেন।

আপনি যদি গ্রামে থাকতে পারেন, চাষবাস, পশু পালন, মৎস্য পালন, হ্যাচারীতে ভলনটিয়ার হয়ে এগুলো শিখতে পারেন; এগুলতে পরে চাকুরী পাবার সম্ভাবনা কম, তবে নিজে ব্যবসা হিসেবে শুরু করতে পারবেন।

ড্রাইভিং শিখতে পারেন, প্রথমে প্রাইভেট কার, পরে পিক-আপ, বাস, ট্রাক ড্রাইভিং শিখলে, উহাতে চাকুরী করা লাগবে না; নিজে হয়তো ব্যবসা করতে পারবেন; গ্রাম থেকে খাদ্য কিনে শহরের ওয়ারহাউজের মালিকদের সাথে ব্যবসা করতে পারবেন। বাস ড্রাইভিং জানলে, নিজে মানুষকে ট্যুরে নিয়ে যেতে পারবেন।

আমি ২/৪টা আইডিয়ার কথা বললাম, আসলে, আপনার আশেপাশে দেখলে বুঝতে পারবেন, হাজার রকমের কাজ আছে, যা শিখে আপনি নিজের চাকুরী নিজে করতে পারবেন। যেহেতু আপনি শিক্ষিত, অন্যদের থেকে আপনার পক্ষে শিখা সহজ হবে ও পরিস্হিতি অনুধাবন করাটা অনেক সহজ হবে; আপনি যেই কোন দক্ষতাকে কাজে লাগিয়ে বেকারত্ব থেকে মুক্তি পাবেন।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ রাত ৮:২১

সোহানাজোহা বলেছেন: এখনো যারা বুঝতে পারেননি তারা অন্তত করোনাভাইরাসের প্রভাবে - এই সময়ে বুঝা উচিত ও জানা উচিত বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে সবচেয়ে জরুরী যা তা হচ্ছে খাদ্য। আর খাদ্যের জন্য উচিত কৃষিখাত ডেভেলপমেন্ট করা।

কৃষিখাতে কাজ করে যে কোনো মানুষ সাবলম্বী হতে পারেন। পেতে পারেন সম্মান ও অর্থ।


১৪ ই মে, ২০২০ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


কৃষি কাজ শেখা সহজ, যারা গ্রামে আছেন, কিংবা গ্রামে থাকার ব্যবস্হা করতে পারেন, তআদের সবার উচিত কৃষি টেকনোলোজীটা হাতেনাতে শেখা। এখানে বিনিয়োগও সোজা, কাজ করাও সোজা।

২| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: দেশে চাকরি না পেলে মদ্য প্রাচ্যের দেশে যাবে। কামলা খাটবে। দরিদ্র দেশে জন্ম গ্রহন করেছে সাজা তো পেতেই হবে। আমি সাজা পাচ্ছি না। ওদেরও পেতে হবে।

১৪ ই মে, ২০২০ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



আরবদেশে কয়েক লাখ বাংগালীর চাকুরী চলে যাবে, কিংবা বেতন একেবারেই কমে যাবে। তবে, কম্যুটিং ও ইন্জিনিয়ারিং চাকুরী পাওয়া যাবে।

৩| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৪৯

সোহানাজোহা বলেছেন: সমস্যা হচ্ছে এই দেশে গ্র্যাজুয়েটরা ডেস্কজব আর ব্যাংকজবের জন্য রিতিমতো হন্টিং করেন। আর ব্যাংকে চাকরি পাওয়ার পর শুরু করেন গ্রাহকদের হয়রানী। - *আপনার পোস্টে একটি ছবি যুক্ত না হলে ব্লগারগণ পোস্টটি মিস করে যাবেন।

১৪ ই মে, ২০২০ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ছবি দিয়েছি

নতুন গ্রেজুয়েটদের তত্বাবধান করার কথা দেশের প্রেসিডেন্টের, উনি করোনার ভয়ে পালিয়ে আছেন।

৪| ১৪ ই মে, ২০২০ রাত ৯:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবতো পুরাই হিট!!!!
কি যাদু করিলা ও গাজীসাব
বুঝাগেেলোনা তার ভাব!!

উপদেশ দেওয়া খুব সহজ
কিন্তু তা বাস্তবায়ন সুদূর পরাহত।
আমাদের দেশে সস্তায় একমাত্র উপদেশই
পাওয়া যায়, এখানে পয়সা ছাড়া ছাইও মিলেনা!!

১৪ ই মে, ২০২০ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



সঠিক উপদেশ দেয়া সহজ নাও হতে পারে।

৫| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৪৮

ডার্ক ম্যান বলেছেন: আমি দীর্ঘ দিন বেকার । ভাবছি যুবলীগে যোগদান করবো

১৪ ই মে, ২০২০ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


সম্ভব হলে যোগ দেন, কিছু করতে চাইলে করতে পারবেন।

৬| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যারা টেক ওয়ার্ল্ডের ব্যাপারে আগ্রহী, তাঁদের জন্যে বাংলায় আরো বেশি ফ্রি ট্রেইনিং-এর ব্যবস্থা করতে হবে।

করোনা সময়ে অফিস খরচ নেই। জুম, হ্যাং আউট আর স্কাইপ ফ্রি।

তাই, যারা এই সম্পর্কে এক্সপার্ট, তাঁরা ফ্রি অনলাইন কোর্স করাতে পারেন নিউ গ্র্যাজুয়েটদের জন্যে।

যেমন, এই অর্গানাইজেশটি করাচ্ছে-





১৪ ই মে, ২০২০ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


সম্ভব।

যারা করাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ।

৭| ১৪ ই মে, ২০২০ রাত ১০:০২

আলাপচারী প্রহর বলেছেন: ভালো লিখেছেন। দরকারী। আমি আমার পেশার বাইরে ভ্যাট আইন শিখে রাখছি।

১৪ ই মে, ২০২০ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


এখন টেকনিক্যাল পেশা ও বিকল্প পেশা শেখা খুবই দরকারী।

৮| ১৪ ই মে, ২০২০ রাত ১০:০৪

সোহানাজোহা বলেছেন: যারা ব্লগে পোস্ট করে মন্তব্য উত্তর দিতে নিজেদের অনেক বড় কিছু ভাবেন তারা কি জানেন বড় কাকে বলে? এই তারাই এই ব্লগে এক সময়ে মন্তব্য রিতিমতো থালাবাটি নিয়ে ভিক্ষা করে কালেকশান করতো!

পোস্টে মন্তব্য পেতেও তাদের নূন্যতম যোগ্যতা নেই এটিও তাদের জানা উচিত। ব্লগে কমেন্ট ব্লক করা যায়, এটি সবচেয়ে সহজ সমাধান - কিন্তু মন্তব্য উত্তর না দেয়া এক ধরনের বেয়াদবি।

যাইহোক, ফরগিভ দেম।

১৪ ই মে, ২০২০ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের থেকেই দেশের শিক্ষিতদের মনোভাব মাপা সম্ভব।

৯| ১৪ ই মে, ২০২০ রাত ১১:১৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ইংরেজী শিখা বেশী জরুরী। ব্যতিক্রমী পোস্ট। ভাল, খারাপ নয়। বেকারেরা চেষ্টা করে দেখতে পারেন। ক্ষতি কি ?

১৪ ই মে, ২০২০ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের মাঝে বেকার খুব একটা বেশী থাকার কথা নয়।

১০| ১৪ ই মে, ২০২০ রাত ১১:৪৭

আমি সাজিদ বলেছেন: গদ্য কবিতার বই পড়া ছেড়ে দিয়েছি অনেকদিন হয়

১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


কবি সাহিত্যিকদের দের ব্যক্তিত্ব থাকতে হয়, জীবন দর্শন থাকতে হয়; ভাষায় দখল থাকতে হয়, মানুষের মনকে বুঝতে হয়, মানুষের ভাবনাকে রূপ দিতে হয়, কন্ঠ দিতে হয়; কষ্টকর ব্যাপার।

১১| ১৫ ই মে, ২০২০ রাত ১২:০৭

ডার্ক ম্যান বলেছেন: দলীয় রাজনীতিতে যুক্ত হলে প্রকাশনার ক্ষেত্রে উৎকর্ষতার সুযোগ কম। আপনি দেশে আসেন । আমি বরাবরই পাওয়ার ব্রোকার হতে চেয়েছি

১৫ ই মে, ২০২০ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি সময় করে আসবো; আপনি দেশে বিদেশে বাংগালীদের অবস্হা দেখার সুযোগ পেয়েছেন; দলে যোগ দিয়ে যদি মানুষের কথা বলার সুযোগ পান, চেষ্টা করে দেখতে পারেন।

১২| ১৫ ই মে, ২০২০ রাত ১২:১৪

মেঘশুভ্রনীল বলেছেন: নতুন গ্র্যাজুয়েটদের জন্যে ভালো পরামর্শ। অবশ্য বেশিরভাগ-ই আমলে নেয় না। একটা নতুন দক্ষতা যে কাজে কতটা এগিয়ে দেয় তা বলার অপেক্ষা রাখে না। গ্র্যাজুয়েশন শেষে নিজের ঝুলিতে ৪/৫ টা দক্ষতা থাকা মানে চাকরীর বাজারে অন্যদের থেকে ৪/৫ ধাপ এগিয়ে থাকা।

১৫ ই মে, ২০২০ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হলো, এখনাকার অনেক গ্রেজুয়েটকে "ফাঁসকরা প্রশ্ন" দিলেও হয় না, উত্তরটাও বের করে দিতেহয়; সময় সময় উত্তরটা খাতায় লিখে দিতে হয়।

১৩| ১৫ ই মে, ২০২০ রাত ১:১৮

নতুন বলেছেন: দেশে এতো ডিগ্রি পাশ, অনাস` পাশ দরকার নাই।

কারিগরি শিক্ষা, ফা`মিং, ক্ষুদ্র ও কুটির শিল্পে ছেলে মেয়েদের যেতে হবে।

দেশে ১৭ কোটি মানুষ আছে, নিজেদের জন্য পন্য তৌরি করে আমদানী কমাতে হবে।

১৫ ই মে, ২০২০ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



পড়ালেখার প্ল্যানটা কে করছে, সরকার নাকি পরিবার? গার্মেন্টস এর মা, তার বাচ্চার জন্য প্ল্যান করছে, শেখ হাসিনা জয়ের জন্য করেছিলেন।

১৪| ১৫ ই মে, ২০২০ রাত ১:২৯

নতুন বলেছেন: দেশে সবাই এখন অফিসের চাকুরী চায়। এমএ পাশ করে বেকার ঘুরে বেড়ায়। সমাজ যদি অন্য কাজকে ভালো চোখে না দেখে তবে নতুন কেউই খামার করা, ক্ষুদ্র কুটির শিল্প বা অন্য কোন পেশাকে নিতে চাইবেনা।

সরকার পরিকল্পনা যদি না করে তবে জনগনেরও বুঝতে হবে।

১৫ ই মে, ২০২০ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



ব্যুরোক্রেটরা ও প্রশাসন দেশকে এভাবেই পাকিস্তান, আফগানিস্তানের মতো করে চালিয়ে, নিজেরা জাতির সাথে ব্যবসা করছে; শেখ হাসিনা খুশী যে, কেহ উনার যায়গাটা দখল করছে না, প্রশাসন উনাকে মসনদে রেখেছে; এর বাহিরে সরকারী দল ও ধনীকেরা ইহাকে কলোনীর মতো ব্যবহার করছে।

১৫| ১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৯

সুপারডুপার বলেছেন:



ওয়াজ -মাহফিলে ব্যাস্ত থাকলেতো চাকুরী নিয়ে সমস্যা হবেই। কারণ ওয়াজ -মাহফিলে শিক্ষা দেওয়া হয় , গরিব মুমিনরা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে যাবে, মুখ দিয়েছেন আল্লা অন্নও দিবেন আল্লা। কাজেই গরিব থাকা ও জনসংখা বৃদ্ধি করা দুইটাই ভালো।

ইদানিং সামুতেও ওয়াজ -মাহফিলের পোস্ট ও ঠাকুরমার ঝুলি টাইপ পোস্ট বেশি। এইগুলো জীবনের জন্য কোনো কাজেরতো নয়-ই বরং এইগুলো হচ্ছে ক্ষতিকর ভাইরাস।

১৫ ই মে, ২০২০ দুপুর ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমার পরিচিত পরিবারের ছেলে, ইউনিভার্সিটি থাকাকালীন জাকির নায়েকের কিসব রূপকথা নিয়ে কথা বলতো, এখন বেকার।

১৬| ১৫ ই মে, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: নতুন গ্রেজুয়েটদের মধ্যে যাদের ক্ষমতাবান মামা চাচা আছেন তাদের কোনো চিন্তা নাই। যাদের প্রচুর টাকা আছে তাদেরও কোনো চিন্তা নাই।

অবশ্য গত ১৬ বছর ধরে লেখাপড়ার মান খুব কমে গেছে। একজন মাস্টার্স পাশ করা ছেলে একটা দরখাস্ত লিখতে পারে না। কুসংস্কার বিশ্বাসী। আমার নিজের চোখে দেখা।

১৫ ই মে, ২০২০ দুপুর ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


এদেরকে পংগু গ্রেজুয়েট বানায়েছে সরকারের শিক্ষা ব্যবস্হা, পংগুরাই দেশের মালিক হবে এক সময়

১৭| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব দেশেই জনসংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। করোনার এই সময়ের লক ডাউনের কারণে আজ থেকে ১০ মাস ডর মালয়েশিয়াতে প্রচুর শিশু জন্মগ্রহণ করবে। এখানে কিছু দিন এই সব সামগ্রী দুর্লভ হয়ে গিয়েছিল।

১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



মালয়েশিয়া মানব শক্তি দরকার

১৮| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এক সময় অনেক দেশই আর বাংলাদেশ থেকে শ্রমিক নিবে না। তাদের লোকরাই তখন কাজ করতে বাধ্য হবে। তাদের দেশেও মানুষ বাড়ছে। কাজ তাদেরও দরকার।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির ঠিক এই ধরনের কথা বলতেন।

১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকারের লোকেরা এই সহজ বিষয়টিকে সমাধান করতে পারছে না।

১৯| ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব বশীকরণের জন্য
মন্তাজের একখান তাবিজ চাই।

১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


ধর্ম তাবিজ ইত্যাদি চালু করে মানুষকে বিভ্রান্ত করে আসছে হাজার বছর।

২০| ১৫ ই মে, ২০২০ রাত ৮:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিএ এমএ না করে কারিগরি শিক্ষার দিকে বেশী বেশী করে নজর দেওয়া দরকার ।
কারিগরী শিক্ষায় শিক্ষিত হলে কাজের ব্যবস্থা করা সম্ভব। কারিগরি শিক্ষার কোন বিকল্প দেখি না।

১৫ ই মে, ২০২০ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


কারিগরি পড়ালেখা চালু হয়েছে বাংলাদেশে; উহাতে কি শিখাচ্ছে তা দেখার বিষয়।

২১| ৩০ শে মে, ২০২০ রাত ৮:৪৪

মীর আবুল আল হাসিব বলেছেন: এখন অনার্স প্রথম বর্ষে আছি।
ওসব চাকরির চিন্তা অনেক আগেই মাথা থেকে ঝেড়ে ফেলেছি।
এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপট শিখেছি। এখন পাইথন আর আরও দুটো বিষয় শিখে মার্কেট প্লেসে কাজ করবো ভাবছি।

৩০ শে মে, ২০২০ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



ভালো প্ল্যান।

জাভা না শিখে কোন ধরণের স্ক্রিপট দেখা কষ্টকর হতে পারে, আগে জাভাটা ট্রাই করে দেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.