নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনার সময় রাস্তায়

১৫ ই মে, ২০২০ রাত ৯:২৫



ভোর ৫ টা'র দিকে রাস্তায় বের হলাম; বাসা থেকে ৩ ব্লক উত্তরে একটি গ্যাস ষ্টেশন আছে, দুর থেকে দেখছি, গ্যাস ষ্টেশনের পাশে, রাস্তায়, টেবিলে কফি ইত্যাদি সাজানো; কাছে পৌঁছে, দুরত্ব রাখার জন্য রাস্তার উল্টো পাশে চলে গেলাম; দুর থেকে মনে হচ্ছিল গ্যাস ষ্টেশনের লোকেরা এলাকার লোকদের প্রতি সৌজন্য দেখাতে কফি, ডোনাটের ব্যবস্হা করেছে; কাছে গিয়ে দেখি, টেবিলকে ঘিরে ২টি মেয়ে ও ১টি ছেলে কফি খাচ্ছে ও আমাকে দেখছে; ওদের দেখে মনে হলো না, ওরা গ্যাস ষ্টেশনের লোকজন। মেয়েদের ১ জন আমাকে লক্ষ্য করে বললো,

-মর্ণিং জেন্টেলম্যান, আমরা ফ্রি কফি ও ডোনাটের ব্যবস্হা করেছি, প্লীজ নিয়ে যাও।
-মর্ণিং, ধন্যবাদ, আমি আজকে নেবো না।
-আমরা এই এলাকার লোক, প্রতিবেশী, ৪ নং রাস্তায় 'আওয়ার লেডী অব সরো' গীর্জার লোকজন।

এখন, একটু কথা না বলে, চলে যাওয়া ঠিক হবে না; কাছে গিয়ে আবার ধন্যবাদ দিয়ে ২/১ টা কথা বলে যাওয়া ঠিক হবে; আমি রাস্তা ক্রস করে তাদের পাশে গিয়ে, বেশ দুরত্ব রেখে দাঁড়ালাম; তারা মাস্কপরা; ছেলেটা বললো,
-ভয়ের কিছু নেই, কফি বিতরণের জন্য আমরা গতকাল করোনা টেষ্ট করায়েছি। তুনি ও পরিবারের সবাই ভালো?
-ধন্যবাদ, ভালো।
-আজকে বিকেলে ৫টায়, গীর্জার প্রাংগণে লোকজন আসবেন, পুলিশের অনুমতি আছে, আমরা সোস্যাল ডিষ্টেন্স মেনেই একত্রিত হবো; সামান্য প্রার্থনা হবে; তারপর, আমাদের গীর্জার ১ মেয়েকে আমরা প্রতিবেশীদের সাথে পরিচয় করিয়ে দেবো, সে "করোনার টিকা টেষ্ট" প্রোগ্রামে ৩য় ফেইজে ভলনটিয়ার হিসেবে নাম লিখায়েছে; তুমি এলে আমরা খুশী হবো।
-আমি ঠিক খৃষ্টান নই।
-অসুবিধা নেই, আমরা ৩ জনই ছাত্র, আমরা গীর্জা টির্জা নিয়ে ব্যস্ত নই। যে মেয়েটা ভলনটিয়ার হিসেবে নাম লিখায়েছে সেও ছাত্রী; তাই আমরা ইহাতে জড়িত।
-ভালো, আমি আসবো।

ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম; আরো ৩/৪ ব্লক উত্তরে গিয়ে ফিরে আসবো। সামনের ব্লকে প্রবেশ করার সময় শুনছি, পেছন থেকে একটি মেয়ে ডাকছে,
-মিষ্টার, ১ মিনিটের জন্য একটু থামো, প্লীজ।
কফি টেবিলের মেয়ে ২টি'র মাঝে একটি ছিলো আফ্রিকান আমেরিকান; দেখি সে দৌড়ায়ে আমার দিকে আসছে। কাছে এসে বললো,
-আমরা খুব খুশী হয়েছি যে, তুমি বিকেলে আমাদের গেদারিং'এ আসতে চেয়েছ; কিন্তু আমরা ভাবছি, তুমি বেশ বয়স্ক, এটা তোমার জন্য একটু রিস্কি হবে, বাসায় থাকাটা ভালো হবে।
-সঠিক, সেটাই ভালো হবে।
মেয়েটা কাগজে লেখা একটি টেলিফোন নম্বর এগিয়ে দিয়ে বললো,
-তুমি ও তোমার পরিবারের সবাই সুস্হ থাকুক, এই কামনা করছি। কিন্তু যদি কোন কারণে মনে কর যে, পরিবারের কারো করোনা টেষ্ট করতে হবে, এই নাম্বারে কল করিও, এটি আমার নাম্বার; আমি টেষ্ট করার ব্যবস্হা করবো।
-টেষ্ট করানো তো এখনো বেশ কষ্টকর; তুমি কিভাবে ব্যবস্হা করবে?
-তুমি হয়তো জানো, এই দেশে ধর্মীয়রা বেশ শক্তিশালী, ওদের নিজস্ব অনেক কিছু আছে।

সে ধন্যবাদ দিয়ে বিদায় নিয়ে চলে গেলো।

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ধর্ম সব সময়ে, প্রায় সব জায়গাতেই শক্তিশালী। ;)

১৫ ই মে, ২০২০ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


রাষ্ট্র থেকে শক্তিশালী নয়। রাষ্ট্র চলে সংবিধান মেনে

২| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৩৬

মীর আবুল আল হাসিব বলেছেন: মনে করলাম, প্রথমবার আপনি কোন হালকা বিষয় নিয়ে লিখতে যাচ্ছেন।

কিন্তু না; চাঁদগাজী মানেই ভারী ভারী সব কথা।

আমাদেরও ইচ্ছে করে স্বেচ্ছাসেবক হতে কিন্তু কোথায় কীভাবে কি করবো বুঝতে পারি না। :(( :((

১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


গুগলে সার্চ করলে পাবেন; তবে, বাংলাদেশ থেকে ভলনটিয়ার হওয়ার সম্ভাবনা হয়তো নেই; কারণ, টিকা দেয়ার পর, ভলনটিয়ারকে স্পেশাল হাসপাতালে রেখে পর্যবেক্ষেণ করবে টিকা টিম।

৩| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৪০

কহেন কবি কালীদাস বলেছেন: আপনি যেই এলাকায় থাকেন, যদি সম্ভব হয় কিছু ছবি দিয়েন।
দেখবো আপনাদের ওইখানে কেমন অবস্থা।
ভালো থাকবেন।

১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা, চেষ্টা করবো।

৪| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৬

আমি সাজিদ বলেছেন: আফ্রো- আমেরিকান মেয়েটা শেষে তো সেই টুইস্ট দিলো একটা।

১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


এরা এই রকমই, এইভাবে চলে এই দেশ।

৫| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একেই বলে মানবতা

১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


এই দেশের সাধারণ মানুষ অনেক ভালো।

৬| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের এখানে গ্যাসের / তেলের দাম খুবই কমে গিয়েছিল । প্রতি লিটার RON 95 পেট্রল ১.২৫ রিঙ্গিত করে ছিল অনেক দিন। আগামী কাল থেকে আবার বেড়ে 1.30 করে হবে।

১৫ ই মে, ২০২০ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


আরবদের ১২টা বেজে যাচ্ছে।

৭| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্মীয় লোকজন মনে হয় সব দেশেই শক্তিশালী । এটা কেবল বাংলাদেশে নয় আমেরিকা ইউরোপে ও।

১৫ ই মে, ২০২০ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ও ফ্রান্সে এরা শক্তিশালী; রিপাবলিকানদের সাথে "কনজারভেটিভ" নামে যেই দলটি আছে, উহা ধর্মীয়দের। বাংলাদেশে এরা শক্তিশালী নয়, ওদের সঠিক কোন পেশা নেই; রাজনৈতিক দল হিসেবে তারা মানবতা বিরোধী

৮| ১৫ ই মে, ২০২০ রাত ১০:০৫

জুন বলেছেন: আপনার লেখাটি ভালোলাগলো চাদগাজী। অল্প কথায় গভীর একটি বিষয় নিয়ে লিখেছেন।

১৫ ই মে, ২০২০ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


এটাও জীবনের অংশ এখন।

৯| ১৫ ই মে, ২০২০ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: ভোর ৫ টায় বাসা থেকে বের হয়েছিলেন কেন? তা তো বললেন না?

১৫ ই মে, ২০২০ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


এলাকার অবস্হা বুঝার জন্য

১০| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আর সুন্দরী মেরিকান
সব সময় একজন আরেকজনের
সাথে জড়িয়ে আছে লতার মতো।
মুক্তি চাইলেও মুক্তি মিলেনা!!

১৫ ই মে, ২০২০ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


এখানকার সাধারণ মানুষ ভালো; এরা মানুষের কষ্টকর সময়, ভালো সময় বুঝে চলে।

১১| ১৫ ই মে, ২০২০ রাত ১১:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



চার্চের এই প্রেকটিসটা ইউরোপে কমন। কেউ কেউ গান শুনিয়ে, কেউবা লিফলেট এবং ধর্মীয় বই হাতে ধরিয়ে নিজের বিশ্বাস প্রচার করে। পশ্চিমা সংস্কৃতিতে এই স্বাধীনতা আছে। আপনি চাইলে মানুষকে ধর্মহীন হওয়ার জন্য কফি-চা খাওয়ালেও কেউ আপত্তি করবে না। এসব দেশ রাষ্ট্রের আইনে চলে, ধর্ম দিয়ে নয়। তবে তাদের এই ধর্মপ্রচারে কোন জোর জবরদস্তি নেই, নেই অন্য ধর্মকে ছোট করে কিংবা গালি দিয়ে নিজেদের ধর্মকে সেরা প্রমাণ করা।

আমাদের তো রাষ্ট্রেরও ধর্ম আছে। যদিও রাষ্ট্র কোনদিন ধর্ম-কর্ম করেনি। রাষ্ট্র চলে সংবিধান বলে। এরশাদ সাহেব নিজে সারাদিন নারীবাজি, শরাববাজিতে ব্যস্ত থাকলেও দেশের আম পাবলিককে ধর্মরাষ্ট্রের কলা গিলাতে সক্ষম হয়েছেন। এদেশের সিংহভাগ মানুষ এখনো বিশ্বাস করে রাষ্ট্রের ধর্ম থাকা উচিৎ।

বিশ্বাসটা ব্যক্তিগত, রাষ্ট্র হলো সমষ্টিগত।

১৫ ই মে, ২০২০ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


বাগলাদেশের মানুষ অশিক্ষিত ও সরল হিসেবে নিজের থেকেই যতটুকু পারেন ধর্ম পালন করেন। রাজনৈতিক দল হিসেবে ধর্মকে শাসনতণ্ত্রের স্হানে যারা স্হান দিতে চেয়েছিলো, তারা ১৯৭১ সালে মানুষ হত্যা করে নিজেদের রাজনীতকে হত্যা করেছে; ওটাই ছিলো ওদের শেষ রাজনীতি।

পশ্চিমে ধর্ম পালনের আছে, মানুষ সেটাকে সন্মান করেন।

১২| ১৫ ই মে, ২০২০ রাত ১১:৪২

আমি সাজিদ বলেছেন: আমার ইচ্ছা ছিলো একসময় USMLE দেওয়ার। সময় সাপেক্ষ ব্যাপার। রেসিডেন্সি পাওয়া ইদানীং বেশ কঠিন। এবং অনেক টাকা পয়সার মামলা USMLE স্টেপ ১ ক্লিয়ার করার পরেও। তাই সরে আসছি ওই চিন্তা থেকে। তবে মার্কিন ডাইভারসিটি আমাকে এট্রাক করে ওলওয়েজ।

১৫ ই মে, ২০২০ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


কোন একটা সাবজেক্টে ভর্তি হয়ে যান; ডাক্তারী করতে হবে, এমন কোন কথা নেই, হাসপাতালের ল্যাবে বা ফার্মাসিউটিক্যালে কাজ পেতে পারেন। আর ডাক্তারী না ছাড়তে চাইলে বাংলাদেশের মানুষকে সাহায্য করার চেষ্টা করেন।

১৩| ১৬ ই মে, ২০২০ রাত ১২:০৫

আমি সাজিদ বলেছেন: উহু৷ অন্য বিষয় পোষাবে না। আমার নাক উঁচু স্বভাব।

১৬ ই মে, ২০২০ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



ডাক্তারীর জন্য বাংলাদেশ ভালো।

১৪| ১৬ ই মে, ২০২০ রাত ১২:১১

কানিজ রিনা বলেছেন: ডাক্তার নার্স পুলিশ র্্যাব আর্মি ছাড়া করোনা
রোগে কেউ মানবতার সেবায় আগাতে পারছে
না।

১৬ ই মে, ২০২০ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি কমপক্ষে ফেব্রুয়ারী মাসে ইচ্ছুক ডাক্তারদের নিয়ে "মহামারী কমিটি" গঠন করে, তাদেরকে কয়েকটা হাসপাতাল, ইকুইপমেন্ট ও পুলিশ থেকে কিছু ভলনটিয়ার দিলে, দেশে অরাজকতা হতো না; উনার অতটুকু দক্ষতা নেই।

১৫| ১৬ ই মে, ২০২০ রাত ১২:২৫

নয়ন বিন বাহার বলেছেন: আমাদের চিন্তাধারা এই পর্যায়ের কি না তা ভেবে দেখতে হবে।

১৬ ই মে, ২০২০ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



আমাদের মানুষ নিজেদের সমস্যা নিজে সমাধান করতে পারবেন না।

১৬| ১৬ ই মে, ২০২০ রাত ১:২২

সুপারডুপার বলেছেন:




খ্রিস্টানরা বিশ্বাস করে, ভালোবাসো সবাইকে, ভালোবাসো তোমার প্রতিবেশীকে, এমনকি তোমার শত্রুকেও। আর মোমেন মোসলমানরা বিশ্বাস করে, ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, তাদেরকে পাকড়াও কর ও যেখানে পাও হত্যা কর।

খ্রিস্টান ধর্মের অনুসারী বলে আপনার সাথে মানবতার হাত বেরিয়ে দিলো। আপনি অন্য ধর্মের হলে, উগ্র মোমেন মোসলমানরা আপনাকে কাফের মোনাফেক ইত্যাদি বলতো ও আপনার মৃত্যু কামনা করতো (সামান্য ব্লগেও তার প্রমান আপনি জানেন )।

=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।

১৬ ই মে, ২০২০ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


ইসলাম হচ্ছে, ইহুদী ধর্মের আরবী ভার্সন; আর খৃষ্টান ধর্ম হচ্ছে, ইহুদী ধর্মের ইুরোপিয়ান ভার্সন; বড় ধরণের কালচারেল পার্থক্য।

১৭| ১৬ ই মে, ২০২০ রাত ২:১০

সুপারডুপার বলেছেন:



লেখক বলেছেন: ইসলাম হচ্ছে, ইহুদী ধর্মের আরবী ভার্সন; আর খৃষ্টান ধর্ম হচ্ছে, ইহুদী ধর্মের ইুরোপিয়ান ভার্সন; বড় ধরণের কালচারেল পার্থক্য।

- আমিতো জানি প্রবর্তক, প্রচারক এবং প্রবর্তক-প্রচারক রচিত রূপকথা ও সহিংসতার ধর্মেরবানী/ধর্মগ্রন্থের উপর নির্ভরশীল। কিন্তু আপনি বললেন, একই ধর্মের ২ ভার্সনে দুই রকম হবে। বুঝতে পারলাম না। আপনি যদি বিস্তারিত বলতেন অথবা এই বিষয়ে পোস্ট দিতেন , বুঝতে সুবিধা হত।

১৬ ই মে, ২০২০ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



যীশু ও উনার অনুসারীরা ইহুদী ছিলো; তারা জেরুসালেমে অবস্হিত সুপ্রীম রাবাইদের বিপক্ষে ছিলো; কারণ, রাবাইরা রোমানদের অধীনে বশ্যতা স্বীকার করে জেরুসালেমে ধর্মীয় কর্তৃত্ব ধরে রেখেছিলো; যীশু তা পছন্দ না করে, সহজ ইহুদী কালচার শিক্ষা দিচ্ছিল। উনার মৃত্যুর পর, উনার অনুসারীরা জেরুসালেমে উনার বাণী প্রচার করতে সাহস করেনি, তারা ক্রমেই গ্রীক হয়ে ইুরোপে ইহা প্রচার করে।

আরবেরা জানতো যে, মদীনাতে ও জেরুসালেমে ইহুদীরা আছে, তারা কঠিন নিয়ম কানুনের ধর্ম পালন করে; আরবেরা ছিলো দরিদ্র আমুদে মানুষ, তারা নিজেদের ইচ্ছামতো দেবী মেবী বানিয়ে ধমীয় উৎসব করতো।

নবী মোহাম্মদ (স: ) ব্যবসায়িক কাজে মক্কার বাইরে গিয়ে ইহুদী ধর্ম সম্পর্কে জানেন; তিনি উহাকে আরবদের কালচারের সাথে মিলিয়ে তা প্রচার করেন। ইহা আরবদের জন্য ছিলো নতুন অভিজ্ঞতা, যা সমগ্র আরবকে ঐক্যবদ্ধ করে আরব সাম্রাজ্য গঠন করে।

১৮| ১৬ ই মে, ২০২০ রাত ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই মে, ২০২০ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের জন্য কঠিন সময়

১৯| ১৬ ই মে, ২০২০ ভোর ৫:০২

এলিয়ানা সিম্পসন বলেছেন: পোষ্টটা ভাল লাগল। সিটি এমডিতেও সবাইকে টেস্ট করানো হচ্ছে, সিম্পটম ছাড়াই।

I am dying, studying for step 1.

১৬ ই মে, ২০২০ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনার সফলতা কামনা করছি; কঠিন সময়ে আপনি পড়ালেখা করছেন।
সিটি এমডিতেও সবাইকে টেস্ট করছে, ভালো খবর; এই সময়টা এলার্জি সিজন, অনেকেই সন্দেহের মাঝে আছে।

২০| ১৬ ই মে, ২০২০ দুপুর ২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এখানকার সাধারণ মানুষ ভালো; এরা মানুষের কষ্টকর সময়, ভালো সময় বুঝে চলে।

সব দেশের সাধারণ মানুষগুলো ভালো হয়।
বদমাশ হলো উচ্চ পদে থাকা দুষ্ট মানুষ।
এরা ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে
নিপিড়ণ করে। আপনার মেরিকার সকল
ক্ষমতাধর ব্যক্তিরা সব সময় কু-চিন্তা নিয়ে
কোন দেশ আক্রমন করবে কত মানুষ মারবে
শিশুদের হত্যা করবে ।

১৬ ই মে, ২০২০ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার সরকার ভুল সিদ্ধান্ত নিয়ে আমেরিকা ও অনেক জাতির ক্ষতি করেছে; তবে, আমেরিকা যেখানে আক্রমণ করেছিল, সেখানে সমস্যা ছিলো।

২১| ১৬ ই মে, ২০২০ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: A big change is coming....

১৬ ই মে, ২০২০ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


করোনার ফলে অনেক রদবদল হবে; তবে, বাংলাদেশে রদবদল করার মতো সঠিক লোকজন নেই।

২২| ১৬ ই মে, ২০২০ বিকাল ৩:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা খুব খুশী হয়েছি যে, তুমি বিকেলে আমাদের গেদারিং'এ আসতে চেয়েছ; কিন্তু আমরা ভাবছি, তুমি বেশ বয়স্ক, এটা তোমার জন্য একটু রিস্কি হবে, বাসায় থাকাটা ভালো হবে। একটা সাধারন মেয়ের যে বিবেচনাবোধ, তা আমাদের যারা বড় বড় মাথা তাঁদের মাঝেও দেখা যায়না।

১৬ ই মে, ২০২০ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের মানুষদের বড় অংশ অস্হির, বেশীরভাগ সময়ে সঠিকভাবে ভাবার চেষ্টা করে না; যারা সরকারে চাকুরী করে, তাদের অনেকের ভাবনাশক্তিই লোপ পায়।

২৩| ১৬ ই মে, ২০২০ বিকাল ৪:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দেশে নতুন আক্রান্তদের সংখ্যা মনে হচ্ছে কমে আসতে শুরু করবে। আজকের পরিসংখ্যান দেখে সেটাই মনে হলো।

১৬ ই মে, ২০২০ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো সংবাদ। মানুষ নিজের থেকেই সচেতন হচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.